Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 80. (Read 5803105 times)

member
Activity: 196
Merit: 14
February 14, 2024, 10:57:13 PM
একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা সেটা হল যে বিভিন্ন কোম্পানি বা প্রজেক্ট তাদের টোকেন বার্নিং করে,  আসলে তারা যে টোকেনটা বার্নিং করে যে এড্রেস  পাঠায় সেই এড্রেস থেকে কি পুনরায় আবার তারা সেই টোকেন এনে বিক্রয় করতে পারে ?

আমি একটা বার্নিং এড্রেস দেখলাম সেখানে অনেক পরিমান ডলার আছে তাহলে কি এই ডলারগুলো সব মূল্যহীন ?

https://bscscan.com/address/0x000000000000000000000000000000000000dEaD
আসলে টোকেন বার্ন করার জন্য যে এড্রেসে টোকেন গুলো পাঠানো হয় সেটা বাতিল এড্রেস। এই অ্যাড্রেসগুলোর অ্যাক্সেস কারো কাছে থাকেনা। ফলে এই অ্যাড্রেসে যে টোকেন গুলো যায় তার কখনো ফিরে আসে না। এই অ্যাড্রেসগুলোতে টোকেন থাক আর ডলার থাক আর বিটকয়েন থাক যেটাই থাকুক না কেন সে আর ফিরে আসে না। বা ফিরে আসার সুযোগ থাকে না কারণ এর কোন অ্যাক্সেস কারো কাছে থাকে না তাই এই অ্যাড্রেসগুলোতে যত পরিমান টোকেন থাক না কেন সেগুলো মূল্যহীন।

আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন হয়েও পরপর একসাথে দুইটা পোষ্ট করেছেন যা এই থ্রেড এর রুলস এর সাথে যায়না।

আমি যত টুকু যানি একসাথে কখনো পরপর দুইটা পোষ্ট করা যাবে না।
আপনার মত অভিজ্ঞতা সম্পন্ন ইউজার যদি ভুল করে তাহলে আমাদের মত ছোট ইউজার রা আরো বেশি ভুল করবে এবং তারাও বোর্ড টাকে এলোমেলো করে তুলবে।

যাই হোক আমার কথায় মাইন্ড করবেন না, তবে দয়া করে সবাই রুলস ফলো করুন।
ধন্যবাদ।
full member
Activity: 672
Merit: 158
Popkitty.io - Blockchain Social Media
February 14, 2024, 02:49:29 PM
একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা সেটা হল যে বিভিন্ন কোম্পানি বা প্রজেক্ট তাদের টোকেন বার্নিং করে,  আসলে তারা যে টোকেনটা বার্নিং করে যে এড্রেস  পাঠায় সেই এড্রেস থেকে কি পুনরায় আবার তারা সেই টোকেন এনে বিক্রয় করতে পারে ?

আমি একটা বার্নিং এড্রেস দেখলাম সেখানে অনেক পরিমান ডলার আছে তাহলে কি এই ডলারগুলো সব মূল্যহীন ?

https://bscscan.com/address/0x000000000000000000000000000000000000dEaD
আসলে টোকেন বার্ন করার জন্য যে এড্রেসে টোকেন গুলো পাঠানো হয় সেটা বাতিল এড্রেস। এই অ্যাড্রেসগুলোর অ্যাক্সেস কারো কাছে থাকেনা। ফলে এই অ্যাড্রেসে যে টোকেন গুলো যায় তার কখনো ফিরে আসে না। এই অ্যাড্রেসগুলোতে টোকেন থাক আর ডলার থাক আর বিটকয়েন থাক যেটাই থাকুক না কেন সে আর ফিরে আসে না। বা ফিরে আসার সুযোগ থাকে না কারণ এর কোন অ্যাক্সেস কারো কাছে থাকে না তাই এই অ্যাড্রেসগুলোতে যত পরিমান টোকেন থাক না কেন সেগুলো মূল্যহীন।

অভিজ্ঞদের পরামর্শ আশা করছি।
বিটকয়েন টকে বাউন্টি thread  এ সকল বাউন্টি ম্যানেজ করা হয় সে সকল প্রজেক্ট কোথা থেকে সংগ্রহ করা হয়।

এবং কিভাবে একজন ছোট ম্যানেজার বাউন্টি ম্যানেজ করবে প্রজেক্ট সংগ্রহ করবে এবং কিভাবে পরিচালনা করবেন।
কারো জানা থাকলে অবশ্যই জানিয়ে যাবেন উপকৃত হবে আমার মত আরও অনেকে।
ভাই আপনাকে সুস্বাগতম বিটকয়েনটকে। আমি আপনার জানার আগ্রহটাকেও স্বাগতম জানাই। কিন্তু বাউন্টি ম্যানেজ করে অনেক ভালো কিছু করা যায় এটাই মনে করি না। আমার পরামর্শ হলো আপনি ক্রিপ্টো কারেন্সি নিয়ে বেশি বেশি জানেন, আপনি ফোরামে বেশি বেশি সময় দেন, আপনি যতটুকু পারেন শিখতে থাকুন। অভিজ্ঞতা অর্জন করার পর তখন আপনি বাউন্টি ম্যানেজ করার চেষ্টা করুন। তখন আপনি ভালো করতে পারবেন বলে আমি মনে করি। সর্বোপরি বিটকয়েনটকে আমি আপনার সাফল্য কামনা করি।


[moderator's note: multiple posts have been merged]
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 14, 2024, 12:13:14 PM
একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা সেটা হল যে বিভিন্ন কোম্পানি বা প্রজেক্ট তাদের টোকেন বার্নিং করে,  আসলে তারা যে টোকেনটা বার্নিং করে যে এড্রেস  পাঠায় সেই এড্রেস থেকে কি পুনরায় আবার তারা সেই টোকেন এনে বিক্রয় করতে পারে ?

আমি একটা বার্নিং এড্রেস দেখলাম সেখানে অনেক পরিমান ডলার আছে তাহলে কি এই ডলারগুলো সব মূল্যহীন ?

https://bscscan.com/address/0x000000000000000000000000000000000000dEaD
না ঐ এড্রেসে থাকা টোকেন পুনরায় আর ব্যবহার করা যাবে না। টোকেন যখন বার্ন করা হয় তখন টোকেনগুলো এমন একটা এড্রেসে পাঠানো হয় যার এক্সেস কারো কাছে থাকে না।

সোজা বাংলায় সিন্দুকে মাল রেখে তালা মেরে চাবি সমুদ্রে ফালায় দিসেন। এখস সিন্দুক খোলার আর কোনো সুযোগ  নাই।

ডলার গুলো মূল্যহীন না তবে ঐগুলো এখন আর কেউ বের করতে পারবে না, একদিক দিয়ে আবার মূল্যহীনও বলা যায়, যেহেতু চাবি কারোর কাছে নাই। ঐ এড্রেসে থাকা টোকেন/ডলার গুলো সার্কুলেশন থেকে বের হয়ে গেছে বলতে পারেন। মানে টোটাল সাপ্লাই কমে গেছে। এই হলো কাহিনি।
newbie
Activity: 2
Merit: 0
February 14, 2024, 05:20:01 AM
একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা সেটা হল যে বিভিন্ন কোম্পানি বা প্রজেক্ট তাদের টোকেন বার্নিং করে,  আসলে তারা যে টোকেনটা বার্নিং করে যে এড্রেস  পাঠায় সেই এড্রেস থেকে কি পুনরায় আবার তারা সেই টোকেন এনে বিক্রয় করতে পারে ?

আমি একটা বার্নিং এড্রেস দেখলাম সেখানে অনেক পরিমান ডলার আছে তাহলে কি এই ডলারগুলো সব মূল্যহীন ?

https://bscscan.com/address/0x000000000000000000000000000000000000dEaD
sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 14, 2024, 02:05:30 AM
সকল বড় ভাইদের আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন

আমি ফোরামের নতুন এটাই আমার প্রথম পোস্ট আমার ইচ্ছা এখান থেকে অনেক উন্নতি করা কিন্তু কিভাবে করব বা কি টাইপের পোস্ট করব সেটা আমি বুঝতে পারতেছি না, আর কোন গুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকলে আমার ফোরামের র‍্যাঙ্ক উন্নতি করা সম্ভব,  যদি দয়া করে আমাকে সাহায্য করতেন আমার খুব উপকার হত.
প্রথমে স্বাগত জানাই বাংলা লোকাল থ্রেডে, আশা করি এই থ্রেডের প্রথম পেজে নিয়ম কানুন গুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়েছেন এবং মেনে চলবেন। দ্রুতই আপনি আপনার একাউন্টের রেঙ্ক বাড়াতে পারবেন না। এর জন্য আপনাকে ধৈর্য সহকারে এই ফরামে সময় ব্যয় করতে হবে। সবচেয়ে ভালো হবে আপনি বেশি বেশি পড়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। আর ভালো তথ্যবহুল পোস্ট করার চেষ্টা করবেন। আজে বাজে পোস্ট করবেন না, টপিক অনুযায়ী পোস্ট করার চেষ্টা করবেন।

Quote
আমার অনেক দিনের ইচ্ছা যে আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক কিছু জানবো বুঝবো কিন্তু আমি সেটা পেরে উঠতে পারতেছিনা আসলে আমি কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারতেছি না
বুঝলাম না আপনি কি শুরু করতে চাচ্ছেন? আপনি এই ফরামে সময় দিলে সব কিছুই বুঝতে পারবেন। কোন বিষয়ে না জানলে এখানে ক্লিয়ার করে প্রশ্ন করবেন, উত্তর জানা থাকলে কেউ না কেউ সমাধান দেওয়ার চেষ্টা করবে।
member
Activity: 196
Merit: 14
February 14, 2024, 01:47:59 AM
newbie
Activity: 2
Merit: 0
February 14, 2024, 01:10:13 AM
সকল বড় ভাইদের আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন

আমি ফোরামের নতুন এটাই আমার প্রথম পোস্ট আমার ইচ্ছা এখান থেকে অনেক উন্নতি করা কিন্তু কিভাবে করব বা কি টাইপের পোস্ট করব সেটা আমি বুঝতে পারতেছি না, আর কোন গুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকলে আমার ফোরামের র‍্যাঙ্ক উন্নতি করা সম্ভব,  যদি দয়া করে আমাকে সাহায্য করতেন আমার খুব উপকার হত.

আমার অনেক দিনের ইচ্ছা যে আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক কিছু জানবো বুঝবো কিন্তু আমি সেটা পেরে উঠতে পারতেছিনা আসলে আমি কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারতেছি না
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 14, 2024, 12:30:54 AM
এতো কাহিনির পরও অনেকেই দেখি ৬০ টা পোস্ট করে। তবে এখানে কোয়ালিটি একদমই মেনটেইন হয়না বা করার মতো পরিস্থিতি থাকেনা।
লো কোয়ালিটি, অনেকসময় সিটপোস্টের কাছাকাছি। আবার পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য অনেকরেই দেখি গ্যাম্বলিং থ্রেডে গিয়ে স্প্যাম করে। ধুমায়ে পোস্ট করে আর এদিকে দেখা যাচ্ছে সে গ্যাম্বলিং এর "গ" ও বোঝে না, লল  Grin।  ঐ বোর্ড ভালোভাবে মডারেট করলে হয়তো এমন হতো না।

আমার কাছে বিষয়টা এমন লাগছে। অন্যদের অন্যরকমও লাগতে পারে।

একটা সময় আমিও সপ্তাহে প্রায় ৭০ টা পোষ্ট করেছি। যা আপনি আমার আইডি চেক করলেই বুঝতে পারবেন। প্রায় সারাদিনই অনলাইনে থেকে টপিকে পোষ্ট করতাম। তখন একটা মিক্সার ক্যাম্পেইনে বোনাস সিস্টেম ছিলো যেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম। তবে আমি গেম্বলিং থ্রেড না, পুরো ফোরামেই একটিভ ছিলাম। আমার এবং আরো বেশ কয়েকজন ফোরাম ইউজারদের সাথে কম্পিটিশনের মতো হতো। তখন আমার পোষ্ট এর কোয়ালিটি আসলেই কমে গিয়েছিলো।

হয়তো এখনো আমি লো কোয়ালিটি পোষ্ট করি। কন্তিু নিজের টা আসলে নিজে বুঝা যায় না। যাই হোক, আমার এতো পোষ্ট করার পেছনে আসলে কারন ছিলো অনেক। আমি চাচ্ছিলাম বোনাস পেতে। সেই সময়টায় বিটকয়েনের দাম কম থাকায় সর্বোচ্চ ভাবে চেষ্টা করেছি বেশি বিটকয়েন জমানোর। যেটা অনেকটা কাজে দিয়েছে বলা যায়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 13, 2024, 09:53:25 AM
এই অনুবাদটি করতে আমাকে সাহায্য করেছে Learn Bitcoin ভাই।
সাহায্য আর কই করতে পারলাম ভাই?
বিগত কয়েকদিন যাবৎ প্রচুর বিজি থাকার কারনে ফোরামে টোটালি ইনএকটিভ ছিলাম। ফোরামে কোনো প্রকার পোষ্ট করিনি, এমন কি লগ ইন করারও সময় পাইনি। খুব গুরুত্বপূর্ন একটা টপিক ট্রান্সলেশন করেছেন। অরিজিনাল থ্রেড এ আমার পোষ্ট দেখেছেন কি না জানি না। তবে সেখানেও আমি একটু আমার পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি। অনেক ক্যাম্পেইন আছে যাদের পোষ্ট রিকোয়ারমেন্ট অনেক বেশি। যারা সেসব ক্যাম্পেইনে পার্টিসিপেট করে, তারা পোষ্ট রিকোয়ারমেন্ট পূরন করতে গিয়ে ফোরামে স্প্যাম করে থাকে। এমন কি ক্যাম্পেইনের পোষ্ট রিকোয়ারমেন্ট কম থাকলেও, ক্যাম্পেইন যদি বেশি পোষ্ট এর জন্য বেশি পেমেন্ট করে, তখন ইউজার রা বেশি পোষ্ট করে। যেটা করতে গিয়ে পোষ্ট এর কোয়ালিটি লো হয়ে যায়। আমার সাথেও এটা ঘটেছে। তবে আমি চেষ্টা করি কোয়ালিটি ধরে রাখার জন্য।

না ভাই আপনি আসলেই অনেক হেল্প করেন। ইন্টারনাল-এক্সটারনাল সব ক্ষেত্রে। শুধুমাত্র অনুবাদেই যে এমন না। আপনি লোকালের সব মেম্বারদের হেল্প করার মনোভাব রাখেন, এটা সবাই জানি।

হয় না ভাই। মাথা খারাপ হয়ে যায়। একজন নরমাল ইউজারের সপ্তাহে ৩০ টা পোস্ট করতেই হিমসিম খেতে হয়। আমার নিজেরই কষ্ট হয়ে যেতো। অনেক সময় পূরণই হতো না। আবার ইদানীং কিছু কিছু ক্যাম্পেইনে দেখতেছি ৬০ পোস্ট প্রতি সপ্তাহে, আমার মতে আপনি যদি ক্রিপ্টো সম্পর্কে এক্সপার্ট না হন তাহলে কোনো ভাবেই ৬০ টা করতে পারবেন না। এতো এক্টিভ টপিক পাবেনই বা কই!! আর এটা তো ফেসবুক না যে যা ইচ্ছা কমেন্ট করলেন আর পার পেয়ে গেলেন। একটা কমেন্ট করার আগে ১০ বার ভাবা লাগে।

এতো কাহিনির পরও অনেকেই দেখি ৬০ টা পোস্ট করে। তবে এখানে কোয়ালিটি একদমই মেনটেইন হয়না বা করার মতো পরিস্থিতি থাকেনা।
লো কোয়ালিটি, অনেকসময় সিটপোস্টের কাছাকাছি। আবার পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য অনেকরেই দেখি গ্যাম্বলিং থ্রেডে গিয়ে স্প্যাম করে। ধুমায়ে পোস্ট করে আর এদিকে দেখা যাচ্ছে সে গ্যাম্বলিং এর "গ" ও বোঝে না, লল  Grin।  ঐ বোর্ড ভালোভাবে মডারেট করলে হয়তো এমন হতো না।

আমার কাছে বিষয়টা এমন লাগছে। অন্যদের অন্যরকমও লাগতে পারে।



অভিজ্ঞদের পরামর্শ আশা করছি।
বিটকয়েন টকে বাউন্টি thread  এ সকল বাউন্টি ম্যানেজ করা হয় সে সকল প্রজেক্ট কোথা থেকে সংগ্রহ করা হয়।

এবং কিভাবে একজন ছোট ম্যানেজার বাউন্টি ম্যানেজ করবে প্রজেক্ট সংগ্রহ করবে এবং কিভাবে পরিচালনা করবেন।
কারো জানা থাকলে অবশ্যই জানিয়ে যাবেন উপকৃত হবে আমার মত আরও অনেকে।

আপনি আসলে কি করতে চাচ্ছেন এটা বল্লে বুঝতে সুবিধা হতো। আপনি কি একজন বাউন্টি ম্যানেজার হতে চাচ্ছেন নাকি শুধু জানতে চাচ্ছেন একজন ম্যানেজার কিভাবে বাউন্টি ম্যানেজ করে?

কোনটা?


hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 13, 2024, 07:41:41 AM
এই অনুবাদটি করতে আমাকে সাহায্য করেছে Learn Bitcoin ভাই।

সাহায্য আর কই করতে পারলাম ভাই?
বিগত কয়েকদিন যাবৎ প্রচুর বিজি থাকার কারনে ফোরামে টোটালি ইনএকটিভ ছিলাম। ফোরামে কোনো প্রকার পোষ্ট করিনি, এমন কি লগ ইন করারও সময় পাইনি। খুব গুরুত্বপূর্ন একটা টপিক ট্রান্সলেশন করেছেন। অরিজিনাল থ্রেড এ আমার পোষ্ট দেখেছেন কি না জানি না। তবে সেখানেও আমি একটু আমার পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি। অনেক ক্যাম্পেইন আছে যাদের পোষ্ট রিকোয়ারমেন্ট অনেক বেশি। যারা সেসব ক্যাম্পেইনে পার্টিসিপেট করে, তারা পোষ্ট রিকোয়ারমেন্ট পূরন করতে গিয়ে ফোরামে স্প্যাম করে থাকে। এমন কি ক্যাম্পেইনের পোষ্ট রিকোয়ারমেন্ট কম থাকলেও, ক্যাম্পেইন যদি বেশি পোষ্ট এর জন্য বেশি পেমেন্ট করে, তখন ইউজার রা বেশি পোষ্ট করে। যেটা করতে গিয়ে পোষ্ট এর কোয়ালিটি লো হয়ে যায়। আমার সাথেও এটা ঘটেছে। তবে আমি চেষ্টা করি কোয়ালিটি ধরে রাখার জন্য।
member
Activity: 196
Merit: 14
February 12, 2024, 11:58:35 PM
অভিজ্ঞদের পরামর্শ আশা করছি।
বিটকয়েন টকে বাউন্টি thread  এ সকল বাউন্টি ম্যানেজ করা হয় সে সকল প্রজেক্ট কোথা থেকে সংগ্রহ করা হয়।

এবং কিভাবে একজন ছোট ম্যানেজার বাউন্টি ম্যানেজ করবে প্রজেক্ট সংগ্রহ করবে এবং কিভাবে পরিচালনা করবেন।
কারো জানা থাকলে অবশ্যই জানিয়ে যাবেন উপকৃত হবে আমার মত আরও অনেকে।


ভাই এই থ্রেড এ আসছেন কিছুদিন হইছে এসেই বাউন্টি ম্যানেজ করবেন ভাবতেছেন। এতই সহজ নাকি সব ভাই।
এই প্লাটফর্ম এ আগে পরিচিত হন কিভাবে নিজের দক্ষতা বাড়ান।
আর তাছাড়া আপনার প্রোফাইল দেখে মনে হলো আপনি নিয়মিত বাউন্টি করতেছেন সেগুলোই টুকটাক করতে থাকুন আসতে আসতে সব শিখে যাবেন।

আর বাউন্টি ম্যানেজ এর চিন্তাভাবনা না করে প্লাটফর্ম এ নিজের র‍্যাংক বাড়ান তাতেই আপনার ভালো হবে।
ভবিষ্যতে সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হয়ে ভালো কিছু ইনকাম করতে পারবেন।

newbie
Activity: 82
Merit: 0
February 12, 2024, 05:58:10 PM
অভিজ্ঞদের পরামর্শ আশা করছি।
বিটকয়েন টকে বাউন্টি thread  এ সকল বাউন্টি ম্যানেজ করা হয় সে সকল প্রজেক্ট কোথা থেকে সংগ্রহ করা হয়।

এবং কিভাবে একজন ছোট ম্যানেজার বাউন্টি ম্যানেজ করবে প্রজেক্ট সংগ্রহ করবে এবং কিভাবে পরিচালনা করবেন।
কারো জানা থাকলে অবশ্যই জানিয়ে যাবেন উপকৃত হবে আমার মত আরও অনেকে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 11, 2024, 04:21:54 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৪৯ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-550-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5484799
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953



sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 11, 2024, 12:08:25 AM
আসলে আমি একটা জিনিস শিখতে চাচ্ছি হয়তো বিষয় টা অনেকের কাছে অতি সাধারণ বিষয় হতে পারে। তবে আমি বিষয় টি পারিনা এবং শিখতে চাচ্ছি।

কিভাবে আমার ক্যাপশন এর মধ্যেই আমার পোষ্ট লিংক এড করে দিবো। আলাদা ভাবে লিংক শো করবে না কিন্তু ক্যাপশনে ক্লিক করলে সেই পোষ্ট এর মূল পেইজ এ নিয়ে যাবে?
দয়া করে কেউ সাহায্য করবেন।
বোঝার সার্থে নিচে ছবি সহ দিয়ে দিলাম।  অগ্রিম ধন্যবাদ।
প্রথমে আপনি লিংক টা কপি করে নিবেন। এর পর আপনি আমার দেওয়া নিচে পিকচার ফলো করুন। পিকচারে মার্ক করে দেওয়া ওইখানে ক্লিক করবেন।


এর আপনি যা করবেন আমি আপনাকে লিখে বুঝিয়ে দিচ্ছি।
উদাহরণ।
Code:
[url=এখানে লিংক দিবেন]এখানে টাইটেল আপনি যে নামে লিংক শো করতে চাচ্ছেন সেই টাইটেল এখানে লিখবেন[/url]
সব কিছু ঠিকঠাক হয়ে গেলে পোস্ট করবেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।।

member
Activity: 196
Merit: 14
February 10, 2024, 11:07:49 PM
আসলে আমি একটা জিনিস শিখতে চাচ্ছি হয়তো বিষয় টা অনেকের কাছে অতি সাধারণ বিষয় হতে পারে। তবে আমি বিষয় টি পারিনা এবং শিখতে চাচ্ছি।

কিভাবে আমার ক্যাপশন এর মধ্যেই আমার পোষ্ট লিংক এড করে দিবো। আলাদা ভাবে লিংক শো করবে না কিন্তু ক্যাপশনে ক্লিক করলে সেই পোষ্ট এর মূল পেইজ এ নিয়ে যাবে?
দয়া করে কেউ সাহায্য করবেন।
বোঝার সার্থে নিচে ছবি সহ দিয়ে দিলাম।  অগ্রিম ধন্যবাদ।

staff
Activity: 2436
Merit: 2347
February 10, 2024, 01:26:59 PM
একাউন্ট অটো ব্যান হয় কেন? এই বিষয়ে আমাকে আপনারা কিছু গাইড‌ বলেন। অনেকের একাউন্ট দেখা যায় অটো ব্যান হয়েছে।

আপনি যদি ফোরামে কালো তালিকাভুক্ত একটি IP দিয়ে নিবন্ধন করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে এবং আপনাকে খারাপ পয়েন্ট দেওয়া হবে। আপনার অ্যাকাউন্টটি আনব্লক করার জন্য আপনাকে বিটকয়েনে একটি অবদান রাখতে হবে, যা অবদান পৃষ্ঠায় নির্দেশিত হয়। তারপর আপনি আপনার অ্যাকাউন্ট আনলক হবে. এর বিকল্প হল ফোরামের সাদা তালিকায় আপনার অ্যাকাউন্ট যোগ করা। আপনি ফোরাম ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের ফোরাম ব্যবহারকারীদের সাদা তালিকায় যুক্ত করার ক্ষমতা আছে। উদাহরণস্বরূপ, LoyceV.

If you register with an IP that is blacklisted on the forum, your account is automatically blocked and you are awarded evil points. In order to unblock your account you need to make a contribution in bitcoins, which is indicated on the contribution page. Then you will unlock your account. The alternative to this is to add your account to the forum whitelist. You can contact forum users who have the ability to add forum users to the whitelist. For example, LoyceV.

When you register, the IP that you used when you submitted the registration form is used to calculate your evilness. The more frequently this IP or its neighbors were banned, the more evil is associated with your account. The amount of evil associated with an IP decays slowly over time, but the amount of evil associated with an account does not. You must pay or be manually whitelisted to enable posting on one of these "banned" accounts.

Here are some stats:

Evil% new users
053
0-135
1-104.4
10-200.80
20-502.2
50-1001.3
100+2.9

Currently each unit of evil requires a payment of 4023 satoshi. You only need to pay something if you have 1 or more, though.



একাউন্ট অটো ব্যান হয় কেন? এই বিষয়ে আমাকে আপনারা কিছু গাইড‌ বলেন। অনেকের একাউন্ট দেখা যায় অটো ব্যান হয়েছে।
ফোরাম এর নিয়ম গুলো অমান্য করলে অটো ব্যান হতে পারে। ফোরাম এ আন অফিসিয়ালি ৩৫ টা নিয়ম রয়েছে যেগুলো পোস্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। যদি টা না করা হয় তাহলে যে কোন সময় কোন প্রকার নোটিশ না দিয়ে একাউন্ট অটো ব্যান করে দিতে পারে। নিয়মগুলো এখান থেকে দেখে নিতে পারেনঃ https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657


প্রথমত, কেউ স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হয় না। সমস্ত নিষেধাজ্ঞা ম্যানুয়ালি বাহিত হয়. এবং দ্বিতীয়ত, ব্যবহারকারীদের বিভ্রান্ত করবেন না, নিয়মগুলি অফিসিয়াল, তালিকাটি অনানুষ্ঠানিক।

No one is automatically banned. All bans are carried out manually. That's one. And secondly, don't mislead users, the rules are official, the list is unofficial.
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 10, 2024, 01:07:57 PM
একাউন্ট অটো ব্যান হয় কেন? এই বিষয়ে আমাকে আপনারা কিছু গাইড‌ বলেন। অনেকের একাউন্ট দেখা যায় অটো ব্যান হয়েছে।
ফোরাম এর নিয়ম গুলো অমান্য করলে অটো ব্যান হতে পারে। ফোরাম এ আন অফিসিয়ালি ৩৫ টা নিয়ম রয়েছে যেগুলো পোস্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। যদি টা না করা হয় তাহলে যে কোন সময় কোন প্রকার নোটিশ না দিয়ে একাউন্ট অটো ব্যান করে দিতে পারে। নিয়মগুলো এখান থেকে দেখে নিতে পারেনঃ https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
member
Activity: 94
Merit: 28
February 10, 2024, 12:32:37 PM
একাউন্ট অটো ব্যান হয় কেন? এই বিষয়ে আমাকে আপনারা কিছু গাইড‌ বলেন। অনেকের একাউন্ট দেখা যায় অটো ব্যান হয়েছে।
hero member
Activity: 868
Merit: 530
February 10, 2024, 12:02:36 PM
আজকে বিটকয়েন প্রাইজ হিস্ট্রি নিয়ে আলোচনা করি। আমি আজকে টুইটারে বিটকয়েনের প্রাইজ হিস্ট্রি দেখতে পেলাম ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিটকয়েন দাম চার বছরের মধ্যে ৩ বছর বিটকয়েনের দাম বেড়েছে কিন্তু ৪ নাম্বার বছরটাতে বিটকয়েনের দাম অনেক কমেছে। পিকচারে দেখা যাচ্ছে ২০১৫-২০১৭ সাল পর্যন্ত বিটকয়েনের দাম বাড়তে দেখে গেছে, কিন্তু ২০১৮ সালে বিটকয়েনের দাম কমেছিলো। আবার ২০১৯-২০২১ সাল পর্যন্ত মার্কেট অনেক বেড়েছে কিন্তু ২০২২ সালে আবার অনেক কমেছে। আবার ২০২৩ সালে আমরা বিটকয়েনের দাম বাড়তে দেখলাম, ২০২৪ সালেও আশা করি দাম অনেক বাড়বে এবং ২০২৫ সালে সকলের প্রত্যাশা রয়েছে সর্বোচ্চ ATH ছাড়িয়ে যাবে।

আপনি যে চার্ট শেয়ার করেছেন, সেটাতে দেখা যাচ্ছে গোল্ড সহ অন্যান্য এসেটের দাম ও কিন্তু প্রতি বছরই বাড়ে নি। কোনো কোনো বছর সেগুলোর দাম ও কমেছে। এটা তো অবশ্যি বোধগম্য যে প্রতি বছর একটা এসেটের চাহিদা এক রকম থাকবে না। সাপ্লাই সহ আরো অনেক ফ্যাক্ট এর ওপর ডিপেন্ড করে মার্কেট মুভমেন্ট করে থাকে। বিটকয়েন এবারের অলটাইম হাই করবে অবশ্যই, তবে এবার সময় একটু বেশি লাগতে পারে বলেই আমার মনে হয়। এর পেছনে আসলে অনেক কারণ আছে। এর আগে, বিটকয়েন নিয়ে এতো বেশি পরিমানে আলাপ আলোচনা আর প্রেডিকশন কিন্তু হয় নি। যার কারনে সবাই বিটকয়েনের দিকে তাকিয়ে আছে। একটা কয়েনে সবাই তাকিয়ে থাকলে, সবাই যদি সময় বুঝে সেল করে প্রফিট ক্যাশ করতে চায়, তাহলে সেলিং প্রেশার বেড়ে যাবে, আর এতে করে মার্কেট কিন্তু স্ট্যাবল হবে না। ৫০ টাচ করেই আবার হুট করে ৪৫ এ চলে আসবে। কারণ এমন অনেক এক্সচেঞ্জ এ দেখবেন ৫০ এ সেল লিমিট দিয়ে অর্ডার প্লেস করা আছে। শুধু ৫০ না, ৫৫, ৬০, ৭০ হাজার ডলারেও সেল অর্ডার দিয়ে বসে আছে অনেকেই।
sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 09, 2024, 11:32:21 PM

আজকে বিটকয়েনের দাম দ্রুত বাড়তে চলেছে। মেবি সম্ভবত আজ বা কালকের মধ্যেই $৫০k অতিক্রম করতে পারে। এই বিষয়ে শ্রদ্ধেয় বড় ভাইদের মতামত কি?
বিটকয়েনের দাম কতটা বাড়বে তা সঠিকভাবে বলা মুশকিল, আপনি আমি কখনোই সঠিকভাবে অনুমান করতে পারব না যে বিটকয়েনের দাম এতটা বাড়বে। বেশ কিছু দিন আগেও বিটকয়েনের দাম প্রায় $৫০০০০ উঠেছিল। কিন্তু আবার কমে গিয়ে $৩৭০০০ এর আশে পাশে ছিলো। আবার পাম্প করে গতকাল $৪৮০০০ উপরে উঠেছিলো। তাই সঠিক ভাবে বলা যাবে না কতটা দাম বাড়বে, নাও বাড়তে পারে আর কমে যেতেও পারে।


[পিক টুইটার থেকে নেওয়া]
আজকে বিটকয়েন প্রাইজ হিস্ট্রি নিয়ে আলোচনা করি। আমি আজকে টুইটারে বিটকয়েনের প্রাইজ হিস্ট্রি দেখতে পেলাম ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিটকয়েন দাম চার বছরের মধ্যে ৩ বছর বিটকয়েনের দাম বেড়েছে কিন্তু ৪ নাম্বার বছরটাতে বিটকয়েনের দাম অনেক কমেছে। পিকচারে দেখা যাচ্ছে ২০১৫-২০১৭ সাল পর্যন্ত বিটকয়েনের দাম বাড়তে দেখে গেছে, কিন্তু ২০১৮ সালে বিটকয়েনের দাম কমেছিলো। আবার ২০১৯-২০২১ সাল পর্যন্ত মার্কেট অনেক বেড়েছে কিন্তু ২০২২ সালে আবার অনেক কমেছে। আবার ২০২৩ সালে আমরা বিটকয়েনের দাম বাড়তে দেখলাম, ২০২৪ সালেও আশা করি দাম অনেক বাড়বে এবং ২০২৫ সালে সকলের প্রত্যাশা রয়েছে সর্বোচ্চ ATH ছাড়িয়ে যাবে।
Pages:
Jump to: