| 🥈 ২য় স্থান
hero member
Activity: 770
Merit: 482
আমি প্রথম বার আমার গাড়ীর ট্যাক্স টোকেন দালাল দিয়ে দিয়েছি, কিছুদিন পরে আমারো আবার দেয়া লাগবে, বিকাশে কি সেফ ট্যাক্স টোকেন নেয়া? আর এটা কি কালার প্রিন্ট দেয়? আমার জানামতে আপনি চাইলেই অনলাইনে একাউন্ট করে সেখান থেকে আপনার আগের কাগজের তথ্য পুরন করে বিকাশে পেমেন্ট করতে পারবেন। আপনার পেমেন্ট করা হয়ে গেলে, ট্যাক্স টোকেন ডাউনলোড করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনাদের এলাকার বাজার থেকে সেটা প্রিন্ট করিয়ে নিতে পারবেন। যেটা দিয়ে আপনি গাড়ী চালাতে পারবেন। আর ৭ থেকে ১৫ দিনের ভেতরে বিকাশের হেড অফিস থেকে আপনার ঠিকানায় পোষ্ট অফিসের মাধ্যমে ট্যাক্স টোকেন পাঠিয়ে দিবে। বিকাশের অফিস থেকে যেটা পাঠায়, সেটা কালার প্রিন্ট। আপনি আপনার এলাকার বাজার থেকেও কালার পিন্ট করে নিতে পারবেন। সবচাইতে ভালো হবে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন। ইউটিউবেই এখন সকল প্রকার অনলাইন রিলেটেড হেল্প পাওয়া যায়।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
কি বলেন ভাই, আমি তো মাঝে মাঝে খুজি যে আমার সাথে কেনো এরকম হয় না? আমার সাথে এমন হলে আমি একটু ঘাটাঘাটি করতাম। আসলে সব সময় সবার মুখ থেকেই শুনে আসছি, তবে আমাকে এ ধরনের হয়রানিতে কখনো পড়তে হয়নি। আমি ড্রাইভিং লাইসেন্স করেছি, সেসময় না বুঝে দালাল দিয়ে করিয়েছিলাম। তারপর থেকে আজ অব্দি কোনো কাজের জন্য দালাল ধরে করতে হয়নি। আমি বাইক কিনেছি, নিজের নামে স্মার্ট কার্ড করেছি, কোনো ঝামেলা হয়নি। সময় মতো মোবাইলে এস এম এস এসেছে, গিয়ে কার্ড নিয়ে আসছি। এছাড়াও ২ বছর পর আবার ট্যাক্স টোকেন রিনিউ করা লাগবে, অনলাইনে এপ্ল্যাই করে বিকাশে পেমেন্ট করে দিয়েছি, পোস্ট অফিসের মাধ্যমে আমার ট্যাক্স টোকেন বাসায় চলে আসছে। জন্ম নিবন্ধন, পাসপোর্ট, গাড়ীর কাগজ পত্র থেকে শুরু করে কোনো কিছুতেই আমার সাথে ঝামেলা হলো না। আমি মনে হয় একটু লাকি, নাকি আমি বাকা পথে যাই না সেজন্য? হতে পারে, আবার নাও হতে পারে।
এটা বলা একটু কঠিন কিন্তু হ্যসেল গুলো অনেকটাই নির্ভর করে আপনি যেখানে বসবাশ করছেন সেখানকার পরিবেশ এর উপরে, সেখানে বেশিরভাগ মানুষ কিভাবে ডিল করে সেটার উপরে নীর্ভর করে সেবা পেয়ে থাকে, যেমন ঢাকার গুলশান এর সাথে অন্য কোনো অঞ্চলের গ্রামের জেলা বা উপজেলার সাথে আকাশ পাথাল সেবার ব্যাবধান থাকবে। এরকম অনেক কিছুই রয়েছে যা পরিবেশের উপরে নীর্ভর করে। আমি প্রথম বার আমার গাড়ীর ট্যাক্স টোকেন দালাল দিয়ে দিয়েছি, কিছুদিন পরে আমারো আবার দেয়া লাগবে, বিকাশে কি সেফ ট্যাক্স টোকেন নেয়া? আর এটা কি কালার প্রিন্ট দেয়?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
ভাই আমাদের এখাঙ্কার আঞ্চলিক পাসপোর্ট অফিসের এরা টাকা না নিয়ে করছে এমন রেকোর্ড নাই, আপনাদের অখাঙ্কার জমা গ্রহনকারী মনে হয় একটু নেকদ্বার ভাই, এই জন্যে করতে পারছেন। আমার এক বন্ধুর ৩-৪ বার ঘুরাইছিলো তাই আমি রিস্ক নেইনি, আসলে দালাল কিছু মানুষ কষ্ট কমানোর জন্যে ধরে আর কিছু মানুষ বাধ্য হয় ধরতে। বিশেষ করে টাকা কেউ খুব শখ করে বেশি দেয়না কাউকে। অল্প কিছু ক্ষেত্রে অল্প কিছু মানুষ এখোনো ভালো আছে তাছারা বেশিরভার মানুষের মধ্যেই সর্বোচ্চ অধপতন হয়ে গেছে। কি বলেন ভাই, আমি তো মাঝে মাঝে খুজি যে আমার সাথে কেনো এরকম হয় না? আমার সাথে এমন হলে আমি একটু ঘাটাঘাটি করতাম। আসলে সব সময় সবার মুখ থেকেই শুনে আসছি, তবে আমাকে এ ধরনের হয়রানিতে কখনো পড়তে হয়নি। আমি ড্রাইভিং লাইসেন্স করেছি, সেসময় না বুঝে দালাল দিয়ে করিয়েছিলাম। তারপর থেকে আজ অব্দি কোনো কাজের জন্য দালাল ধরে করতে হয়নি। আমি বাইক কিনেছি, নিজের নামে স্মার্ট কার্ড করেছি, কোনো ঝামেলা হয়নি। সময় মতো মোবাইলে এস এম এস এসেছে, গিয়ে কার্ড নিয়ে আসছি। এছাড়াও ২ বছর পর আবার ট্যাক্স টোকেন রিনিউ করা লাগবে, অনলাইনে এপ্ল্যাই করে বিকাশে পেমেন্ট করে দিয়েছি, পোস্ট অফিসের মাধ্যমে আমার ট্যাক্স টোকেন বাসায় চলে আসছে। জন্ম নিবন্ধন, পাসপোর্ট, গাড়ীর কাগজ পত্র থেকে শুরু করে কোনো কিছুতেই আমার সাথে ঝামেলা হলো না। আমি মনে হয় একটু লাকি, নাকি আমি বাকা পথে যাই না সেজন্য? হতে পারে, আবার নাও হতে পারে।
sr. member
Activity: 392
Merit: 350
ভাই বেশি কিছু কইতামরা, কওয়ার মতো সিচুয়েশনও নাই, যাই হোক ঠান্ডা কেমন? আমাদের দিকে খাড়ানোরও অবস্থা নাই। আর কয়েক ডিগ্রি কমলে মনে হয় তুষারপাত শুরু হবে। হাত পা জমে কাঁচ হয়ে গেছে, তিনটা কম্বলেও শীত কমেনা, বাপরেবাপ, লল। এবার মনে হয় সর্বনিম্ন ঠান্ডা পড়লো, দিনাজপুরে নাকি ৮.৮ ডিগ্রি চলে শুনলাম। নোট টু অল: একটিভ হয়ে যান মিয়া। এবার এত শীত পড়ছে এই অবস্থা ঘর থেকে বের হতে ইচ্ছা করে না এরকম শীতের মধ্যে। উত্তরাঞ্চলে শীত সবথেকে বেশি বরাবরের মতোই। তবে প্রথমে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি তার কয়েক ঘন্টা পরে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৮ ডিগ্রি। হয়তো এই বছর এটাই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বাংলাদেশে। আমার এখনো মনে আছে ২০১৮ সালে বাংলাদেশের ইতিহাসে সবথেকে কম তাপমাত্রা ছিল যেটা পঞ্চগড়ে ছিল মাত্র 2.6 ডিগ্রি সেলসিয়াস। এই শীতে গ্রাম অঞ্চলের মানুষদের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে বিশেষ করে যাদের অভাব অনটন রয়েছে। বিগত কয়েকদিন থেকে সবথেকে বেশি শীত পড়েছে। আমার কাছে শীতের দিন ভালই লাগে কেননা শীতের দিনে পিঠা পুলি খাওয়া যায় বেশি। অনেক আত্মীয়-স্বজন বাড়ি থেকে দাওয়াত পাওয়া যায় সবকিছু মিলিয়ে আনন্দময় কয়েকটি মাস।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলা থ্রেডে ৫০০ তম পেজ পূর্ণ হয়েছে। তাই সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই শীতে কুয়াশা মাখানো ভোরে খেজুরের রস খেয়ে গ্রাম বাংলার অন্য রকম এক স্বাদ গ্রহণ করলাম।
আমাদের বাংলা লোকাল বোর্ডে 500তম পেজ পূর্ণ হওয়ায় আমি আমার বাংলা বোর্ডের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই এভাবে বলবেন না নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। কারণ গতবছর শীতে আমি কয়েকবার খেজুরের রস খেয়েছি এতটাই মজা ছিল যা কখনো বলার মত নয়। খেজুরের রসের সাথে মুড়ি দিয়ে খাওয়া আরো বেশি সুস্বাদু। কেউ কি খেজুরের রসের সাথে মুড়ি দিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে খেজুরের রসের সাথে মুড়ি দিয়ে খাওয়ার স্বাদটা পূরণ করে নেন। এ বছর মাত্র একবার খেয়েছি। বন্ধুদের সাথে হয়তো কালকে খেজুরের বাগানে যেতে পারি খেজুরের রস এবং সাথে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। সকলকে আমার পক্ষ থেকে আমন্ত্রণ রইল। ভাই বেশি কিছু কইতামরা, কওয়ার মতো সিচুয়েশনও নাই, যাই হোক ঠান্ডা কেমন? আমাদের দিকে খাড়ানোরও অবস্থা নাই। আর কয়েক ডিগ্রি কমলে মনে হয় তুষারপাত শুরু হবে। হাত পা জমে কাঁচ হয়ে গেছে, তিনটা কম্বলেও শীত কমেনা, বাপরেবাপ, লল। এবার মনে হয় সর্বনিম্ন ঠান্ডা পড়লো, দিনাজপুরে নাকি ৮.৮ ডিগ্রি চলে শুনলাম। নোট টু অল: একটিভ হয়ে যান মিয়া। শীতের কথা কি আর বলবো ভাই, তিন চার দিন ধরে যে অবস্থা শুরু হয়েছে তাতে দেখে মনে হচ্ছে আমরা বরফের কোন দেশে বসবাস করছি। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের মধ্যে আমাদের এই গ্রামে সবচেয়ে বেশি শীত পড়েছে। এভাবে কতদিন যে থাকে বলা যাচ্ছে না। আমরা যারা ইয়াং বয়সের রয়েছি তাদের পক্ষে হয়তো শীতকাল কন্ট্রোল করা সম্ভব কিন্তু বৃদ্ধ এবং শিশুদের জন্য এই শীতের সময় পার করা খুবই কঠিন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
ভাই বেশি কিছু কইতামরা, কওয়ার মতো সিচুয়েশনও নাই, যাই হোক ঠান্ডা কেমন? আমাদের দিকে খাড়ানোরও অবস্থা নাই। আর কয়েক ডিগ্রি কমলে মনে হয় তুষারপাত শুরু হবে। হাত পা জমে কাঁচ হয়ে গেছে, তিনটা কম্বলেও শীত কমেনা, বাপরেবাপ, লল। এবার মনে হয় সর্বনিম্ন ঠান্ডা পড়লো, দিনাজপুরে নাকি ৮.৮ ডিগ্রি চলে শুনলাম। নোট টু অল: একটিভ হয়ে যান মিয়া।
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলা থ্রেডে ৫০০ তম পেজ পূর্ণ হয়েছে। তাই সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই শীতে কুয়াশা মাখানো ভোরে খেজুরের রস খেয়ে গ্রাম বাংলার অন্য রকম এক স্বাদ গ্রহণ করলাম।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
বিটকয়েন ফোরামে আপনাকে মেরিট উপার্জন করতে ইনফরমেটিভ পোস্ট, ইনফরমেটিভ টফিক এবং ভালো রিপ্লে করতে পারলে যদি কারো আপনার পোস্ট থেকে শিক্ষণীয় কিছু শিখতে পারে তাহলে আপনি মেরিট পেতে পারেন। এছাড়াও আপনাকে ফোরামের নিয়ম কানুন অনুযায়ী কাজ করতে হবে কখনোই প্রতারণা করার চেষ্টা করা যাবেনা। আপনি যদি প্রতারণা করার চেষ্টা করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন। ভাই আপনার রিপ্লাই এর জন্য ধন্যবাদ। ভাই আমার আর একটা বিষয় জানার ছিল, কোন কোন বিষয়ের উপরে পোস্ট করলে ভালো হবে তা যদি একটু জানাতেন অনেক উপকার হত। আপনার পোস্ট করার আগ্রহ দেখে অনেক ভালো লাগলো, কিন্তু আপনি পর পর পোস্ট করছেন। এক সারিতে একাধিক পোস্ট করা উচিত নয়। যেহেতু আপনি একটা পোস্ট দিয়েছিলেন আপনার উচিত ছিলো আপনার ওই পোস্টতে এডিট করে পরের পোস্ট করা। এর পরবর্তীতে পোস্ট করলে অবশ্যই আপনি পোস্ট করার পর অপেক্ষা করবেন কেউ পোস্ট করে কিনা। ফোরামে সময় দেন, দেখেন কোন টপিকে কি নিয়ে আলোচনা হচ্ছে আপনার যদি জানা থাকে তাহলে উত্তর দিবেন। আর সব চেয়ে ভালো হবে ফোরামে বেশি বেশি ঘাটাঘাটি করে পড়ে জ্ঞান অর্জন করুন। আগেই মেরিটের জন্য দৌড়াদৌড়ি না করে ফোরামে বেশি বেশি সময় দিন।
আজকে অনেক ভালো লাগলো আমাদের বাংলা থ্রেডের ৫০০ তম পেজ হয়েছে। সকলকেই অভিনন্দন।
newbie
Activity: 110
Merit: 0
সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
প্রথমত আপনাকে এই ফোরামের নিয়ম কানুন অনুযায়ী পোস্ট করতে হবে এবং ভালো পোস্টদাতা হয়ে উঠতে হবে। ১. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! ২. মেরিট সংক্রান্ত ধারণাএই লিংকগুলোতে প্রবেশ করে মেরিট সংক্রান্ত এবং পোস্ট সংক্রান্ত সকল তথ্য পড়তে পারবেন এমনকি আমাদের এই বাংলা থ্রেট এর প্রথম পেজে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। ধন্যবাদ ভাই । আপনার রিপ্লে পোস্ট দ্বারা আমি অনেক কিছু বুঝেছি , আর কিছু জানার জন্য পোস্ট করলে উত্তর দিয়েন। সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
বিটকয়েন ফোরামে আপনাকে মেরিট উপার্জন করতে ইনফরমেটিভ পোস্ট, ইনফরমেটিভ টফিক এবং ভালো রিপ্লে করতে পারলে যদি কারো আপনার পোস্ট থেকে শিক্ষণীয় কিছু শিখতে পারে তাহলে আপনি মেরিট পেতে পারেন। এছাড়াও আপনাকে ফোরামের নিয়ম কানুন অনুযায়ী কাজ করতে হবে কখনোই প্রতারণা করার চেষ্টা করা যাবেনা। আপনি যদি প্রতারণা করার চেষ্টা করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন। ভাই আপনার রিপ্লাই এর জন্য ধন্যবাদ। ভাই আমার আর একটা বিষয় জানার ছিল, কোন কোন বিষয়ের উপরে পোস্ট করলে ভালো হবে তা যদি একটু জানাতেন অনেক উপকার হত। [moderator's note: multiple posts have been merged]
full member
Activity: 504
Merit: 163
২০১৫ সালে আজকের এই দিনে বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসাবে একই সাথে তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডার হন সাকিব আল হাসান। বিশ্বসেরা বিশ্বরেকর্ড আজ নয় বছর হল। ২০১৭ সালে আজকের এই দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২৭৬ বলে ২১৭ রান সংগ্রহ করে সাকিব।বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ২০০৬ সালে অভিষেকের পর থেকে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে কুড়িয়েছেন নানান খ্যাতি, গড়েছেন রেকর্ডের রেকর্ড, বরাবরই বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে করছেন রাজত্ব তার। আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাজনীতিতে যোগ দিয়েছে অবশ্যই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতি শুভকামনা থাকবে যেভাবে তিনি খেলার মাঠে বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন সেভাবে জনগণের কাছেও অনেক প্রিয় হয়ে ওঠে এমপি সাকিব আল হাসান।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
বাচ্চা জন্ম নেয়ার ৪০ দিনের ভেতরে জন্মনিবন্ধন আবেদন করতে হবে। এবং সেটা করার জন্য আপনার এলাকার কমিউনিটি ক্লিনিকে যেখানে টিকা প্রদান করে, সেইখানের সেবিকা বা ম্যাডাম নিজেরাই সেই আবেদন পুরন করে নিয়ে যাবে। অযথা যদি দেড়ি করেন, সেটার জন্য আপনাকে হয়রানি হতে হবে। আমি ৪০ দিনের ভেতরেই আবেদন করেছি এবং কিছুদিন পরেই আমার মোবাইলে জন্ম নিবন্ধন এর মেসেজ চলে এসেছে। আমাকে আলদা কোনো টাকা খরচ করতে হয়নি।
এখন প্রতিটা কাজই অনলাইন। কিছুদিন আগে আমার নিজের জন্মনিবন্ধন ইংরেজি করার প্রয়োজন পরেছিলো। আমি নিজেই অনলাইনে আবেদন করে দোকান থেকে প্রিন্ট করে ইউনিয়ন অফিসে জমা দিয়ে এসেছি। ১২০ টাকা লেগেছিলো মনে হয়। পরে গ্রাম পুলিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে।
ভাই আমার বাচ্চার জন্মের ১২দিনের দিন গেসিলাম ৩দিন ঘুরে পরে টাকা দিয়ে করেছি, আমি যেখানে থাকি সেখান থেকে আমাদের ইউনিয়ন ২৫কিমি দূরে, যাওয়া আসা একটা ঝামেলার, আর টাকা না নিয়ে করবেনা। আমার ১০দিন পরে একজনের এখোনো করেনি অনলাইনে আবেদন করছে। গেলেই বলে সার্ভার সমস্যা। পাসপোর্ট করার জন্য কখনোই কোনো দালাল ধরবেন না। আর পাসপোর্ট অফিসের আশে পাশে যেসব দোকান থাকে, সেগুলো থেকে আবেদন করবেন না। তারা সব একই গোয়ালের গরু। আমার এবং আমার পরিবারের সকলের পাসপোর্ট এর আবেদন আমি নিজেই করেছি এবং সকল কাজ নিজে করেছি। এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবার পাসপোর্ট হাতে পেয়েছি। আমার বাচ্চার পাসপোর্ট এর আবেদন নিজে করে একটা দোকানে দকেহিয়ে জিজ্ঞেস করেছিলাম, ভাই দেখেন তো ঠিক আছে কি না। সে বললো যে ভাই এটা হবে না। নতুন করে করতে হবে। আমি তার কথা না শুনে সেটাই জমা দিয়েছি। এবং পাসপোর্ট ও হাতে পেয়েছি। তার মানে সেই লোক কিছু ধান্দা করতে চেয়েছিলো। দেশটা আসলে এমনই। আমাকে আপনাকে সচেতন হতে হবে।
ভাই আমাদের এখাঙ্কার আঞ্চলিক পাসপোর্ট অফিসের এরা টাকা না নিয়ে করছে এমন রেকোর্ড নাই, আপনাদের অখাঙ্কার জমা গ্রহনকারী মনে হয় একটু নেকদ্বার ভাই, এই জন্যে করতে পারছেন। আমার এক বন্ধুর ৩-৪ বার ঘুরাইছিলো তাই আমি রিস্ক নেইনি, আসলে দালাল কিছু মানুষ কষ্ট কমানোর জন্যে ধরে আর কিছু মানুষ বাধ্য হয় ধরতে। বিশেষ করে টাকা কেউ খুব শখ করে বেশি দেয়না কাউকে। অল্প কিছু ক্ষেত্রে অল্প কিছু মানুষ এখোনো ভালো আছে তাছারা বেশিরভার মানুষের মধ্যেই সর্বোচ্চ অধপতন হয়ে গেছে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
বিটকয়েন ফোরামে আপনাকে মেরিট উপার্জন করতে ইনফরমেটিভ পোস্ট, ইনফরমেটিভ টফিক এবং ভালো রিপ্লে করতে পারলে যদি কারো আপনার পোস্ট থেকে শিক্ষণীয় কিছু শিখতে পারে তাহলে আপনি মেরিট পেতে পারেন। এছাড়াও আপনাকে ফোরামের নিয়ম কানুন অনুযায়ী কাজ করতে হবে কখনোই প্রতারণা করার চেষ্টা করা যাবেনা। আপনি যদি প্রতারণা করার চেষ্টা করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন।
sr. member
Activity: 392
Merit: 350
সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
প্রথমত আপনাকে এই ফোরামের নিয়ম কানুন অনুযায়ী পোস্ট করতে হবে এবং ভালো পোস্টদাতা হয়ে উঠতে হবে। ১. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! ২. মেরিট সংক্রান্ত ধারণাএই লিংকগুলোতে প্রবেশ করে মেরিট সংক্রান্ত এবং পোস্ট সংক্রান্ত সকল তথ্য পড়তে পারবেন এমনকি আমাদের এই বাংলা থ্রেট এর প্রথম পেজে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে।
newbie
Activity: 110
Merit: 0
সিনিয়র ভাইদের পরামর্শ চাই এই ফোরামে মেরিট নিতে চাইলে কি করতে হবে? আর মেরিটের জন্য কোন কোন সাইডে পোস্ট করতে হবে এবং কি ধরনের পোস্ট করলে ভাল হবে ? দয়া করে জানাবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
ভাই পাসপোর্ট অফিস হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতির জায়গা। আমার ছোট ভাইয়ের পাসপোর্ট করতে গিয়েছিলাম। ওর ১৮ বছর পূর্ণ হতে অল্প কিছুদিন বাকি ছিল। সম্পূর্ণ ফর্ম আমি নিজে ফিলাপ করেছি কোন ভুল নেই। কিন্তু যখন লাইনে দাঁড়িয়ে পেপার জমা দেওয়া হল তখন উনারা বলতেছে সমস্যা,বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। এমন কিছু সমস্যার কথা বলতেছে যা কোন মূলত সমস্যাই না। পরে আমি পাসপোর্ট অফিসের অফিসারের কাছে গেলাম উনিও বলল 18 বছর পূর্ণ হোক তারপর আসেন। অথচ 18 বছর আগে কি পাসপোর্ট করা যায় না? পরে আমি পাসপোর্ট অফিসের এক দারোয়ানের সাথে কথা বললাম উনি বলল ২ হাজার টাকা দেন কোন কিছু লাগবে না। ২০০০ টাকা দিলাম। যে পেপারের জন্য সমস্যা বলতেছে উনি কিছুই নিল না শুধুমাত্র জন্ম নিবন্ধনের কপিটা সাথে নিল। কোন সিরিয়ালে দাঁড়ানো লাগলো না, উনি এসে হাতে একটা টোকেন দিয়ে বলল আপনি ছবি তুলতে যান। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন আমি মাঝে মাঝে ওই লোকের সাথে ডিল করে আমার এলাকার অনেকের পাসপোর্ট করে দিয়েছি যাদের একমাত্র আইডি কার্ড ছাড়া আর কোন কাগজপত্র প্রয়োজন হয় না 😁 ভাই আপনাদের জন্যই যত সমস্যা। পাসপোর্ট করার আগে কি আপনারা কোনো তথ্য চেক করেন না? একটা পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে, কি কি লাগে না, সেগুলো না যেনেই যদি পাসপোর্ট করতে যান, তাহলে তো এমন হবেই। আর পাসপোর্ট এর ফরম আপনি হাতে পুরন করতে যান কেনো? অনলাইনে আবেদন করে সেখানে সরাসরি পেমেন্ট করে দিবেন। হাতে আপনি লিখবেন একটা, ওনারা এন্ট্রি দিবে আরেকটা। এতে আপনার কিছু করার থাকবে? এখন সব কিছু অনলাইন, ম্যানুয়ালি করতে গেলেন কেনো আপনি? ২ মাসের বাচ্চার ও পাসপোর্ট হয় শুধুমাত্র ডিজিটাল জন্মসনদ থাকলেই। ১৮ বছরের নিচে পাসপোর্ট করতে গেলে একভাবে করতে হয়, ১৮ বছরের ওপরে হলে আরেকভাবে করতে হয়। এখন ইউটিউবে দেখেই সব কিছু করা যায়। আপনারা সহজ পথে না গিয়ে বাকা পথে যান, আর দোষ দেন দেশের সিস্টেমের। আসলে সিস্টেমে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমরা বুঝি না। আপনি সঠিক পথে গেলেই আর কোনো সমস্যা হয় না। আপনি সেই দারোয়ান কে দিয়ে কাজ করিয়ে তাদেরকে ঘুষ নেয়ার সিস্তেম তৈরি করে দিলেন। আমি আমার সহ ৪ টা পাসপোর্ট করেছি। কাউকে ১ পয়সা দেই নি। তো আমার তা কিভাবে হলো?
|