Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 79. (Read 5685494 times)

sr. member
Activity: 420
Merit: 376
February 05, 2024, 08:16:11 AM
আচ্ছা ভাই আপনার সেই ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করা মিশ এর আপডেট কী? প্রথম ধাপ কি কমপ্লিট করা হয়েছে? আজকে কুকয়েনে ENJ এর মার্কেট দেখলাম ডিসেম্বরে অনেক পাম্প করেছিলো, আমি যা দেখলাম ভুল না হলে $০.৪৩ উঠেছিল। আচ্ছা ভাই তখন কী আপনি সেল করেছিলেন? আপনি মনে হয় $০.৪৬ এ সেল করার কথা বলেছিলেন। আচ্ছা এর পরবর্তী কোন কয়েন কিনবেন?
ভুল নয় সত্যি দেখছিলেন আপনে Enjin(ENJ) কয়েনের দাম সর্বোচ্চ ০.৪৩$ ডলার উঠেছিল হয়তো এইডাই সর্বোচ্চ ছিল এই কয়েন এর দাম। বর্তমানে এই কয়েনটার দাম অনেক ডাম্পিং করছে যেইটা মার্কেট দেখলে পরিষ্কারভাবে বোঝা যাইতেছে এখন কয়েন টার দাম হইছে মার্কেট অনুযায়ী ০.২৭৭৮$ ডলার। আমাদের কি এখনো কেনার সুযোগ আছে। যেহেতু কয়েনটার দাম কইমা আইছে তাই মনে হচ্ছে কয়েনডা কিনলে লাভবান হওয়া যাইবো।


sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 05, 2024, 04:24:59 AM
অফ টপিক পোস্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় না আমাদের এইসব আলোচনা করা উচিত। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হয় না বললেই চলে। কি প্রয়োজন এইসব হাবিজাবি পোস্ট এইখানে করার?
আচ্ছা ভাই আপনার সেই ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করা মিশ এর আপডেট কী? প্রথম ধাপ কি কমপ্লিট করা হয়েছে? আজকে কুকয়েনে ENJ এর মার্কেট দেখলাম ডিসেম্বরে অনেক পাম্প করেছিলো, আমি যা দেখলাম ভুল না হলে $০.৪৩ উঠেছিল। আচ্ছা ভাই তখন কী আপনি সেল করেছিলেন? আপনি মনে হয় $০.৪৬ এ সেল করার কথা বলেছিলেন। আচ্ছা এর পরবর্তী কোন কয়েন কিনবেন?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 05, 2024, 12:48:07 AM
অফ টপিক পোস্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় না আমাদের এইসব আলোচনা করা উচিত। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হয় না বললেই চলে। কি প্রয়োজন এইসব হাবিজাবি পোস্ট এইখানে করার?
member
Activity: 196
Merit: 14
February 05, 2024, 12:41:22 AM
আমরা সুন্দর ভাবে বাচতে চাই, ডিজিটাল যুগ যেনো আমাদের গ্রাস না করে আমরা বাচতে চাই।

একটা জিনিস খেয়াল করলাম বর্তমান যুগে এমন  জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে পোলাপান মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না।  পোলাপান সারাদিন ফোন নিয়ে থাকে এবং গেমের ধান্দায়  থাকে। আমাদের সময় দেখা গেছে আমরা সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম শৈশবকালটা আমাদের খুবই সুখে কাটিয়েছি কেননা আমরা  আমাদের সময় ওরকম ফোন ছিল না আমরা আমাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম স্কুলে যেতাম  স্কুল থেকে আসতাম এবং বিকালে আবার খেলা করতাম আমরা এই নিয়ে বড় হয়েছি


 কিন্তু বর্তমান যুগ এমন হয়ে দাঁড়িয়েছে এরা মানে এদের খেলাধুলা তো দূরে থাক এরা ফোন  ছাড়া কিছু বোঝে না ফোন ছাড়া খাওয়া-দাওয়া করতে চায় না।
বর্তমান যুগে এই ডিজিটাল যুগটা খুবই মানে খারাপ আমার মতে কেননা ডিজিটাল এ উপকারের চাইতে ক্ষতি বেশি হচ্ছে মানব শরীরে রেডিয়েশনের মাত্রা বেড়ে যাচ্ছে এবং আমাদের দেহে দিন দিন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আমার নিজের ব্যক্তিগত মতামত আমি নিজে নিজে ভাবলাম যে এই মোবাইল বা ডিজিটাল যেগুলা সামগ্রিক আছে যেমন মোবাইল টিভি কম্পিউটার। এগুলোর দাম সর্বনিম্ন যদি 50000 করে দেওয়া হতো তাহলে আমাদের পোলাপান বা যারা আছে ছোট বাচ্চাকাচ্চা আছে তাদের হাতে হাতে ফোন থাকতো না।


বর্তমান এবং ভবিষ্যতে প্রজন্ম কিছু বাঁচাতে এবং ভবিষ্যতের প্রজন্মকে আবার খেলাধুলায় ফিরে আনতে আমাদের উচিত। বা সরকারের উচিত মোবাইল ফোনের দাম সর্বনিম্ন ৫০ হাজার টাকা করে দেওয়া এবং বাচ্চা ফোন বা 18 বছর না হলে কারো হাতে ফোন তুলে না দেওয়া এটা সরকারের  জারি করা উচিত কেননা তাছাড়া আমাদের ভবিষ্যৎ  প্রজন্ম খুবই বিপদে আছে এবং আমরাও বিপদে পড়ে যাচ্ছি দিন দিন আমরা ফোন  ছাড়া কিচ্ছু বুঝিনা আমাদের আসলে এটা থেকে বের হয়ে আসা উচিত। শুধুমাত্র আমাদের বাংলাদেশে এই ফোনের ব্যবহার  একটু বেশি কারণ বিভিন্ন দেশে যদি আপনি দেখেন বা। বাইরের দেশে যারা আছে তারা ফোন এতটা ব্যবহার করেনা তাদের লেখাপড়া মনোযোগ এবং তাদের কঠোর পরিশ্রমে তারা এগিয়ে যাচ্ছে এবং যেমন  দেখেন জাপান তারা কিন্তু আমাদের চেয়ে অনেক এগিয়ে এবং ডিজিটাল যুগে আসলেও তারা কিন্তু  তারা তাদের কাজকর্ম এবং কঠোর পরিশ্রম করে দিন দিন এগিয়ে যাচ্ছে।



আমরা ছোট থাকতে কানা মাছি, গোল্লাছুট, লবণ কোট, মার্বেল, লাটিম খেলা, ফুটবল, ক্রিকেট। আরো কত কিছু খেলাধুলা করছি বর্তমান যুগের পোলাপান মনে হচ্ছে সব খেলাধুলার নামই জানে না? ভবিষ্যৎ প্রজন্ম এমন হবে যে তারা বলবে যে আমাদের বাপ চাচার দাদারা এগুলা খেলে আসছে কিন্তু আমরা এগুলো নামবা কিভাবে খেলে সেগুলোই জানিনা। প্রথম পোলাপানে আমি লক্ষ্য করলাম অনেক পোলাপান আমাদের এখানে আছে অবশ্য পোলাপানের সারাদিন ফোনের মধ্যে ফ্রী ফায়ার pubg এগুলা সারাদিন খেলে এরা আসলে এদের ভবিষ্যৎ কি আমি সেটা বুঝতে পারতেছি না এটা নিয়ে আমি আসলে চিন্তায় আছি।




আমরা কি এগুলো থেকে বের হয়ে আসতে পারি না? আমরা কি আমাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারি না? আমরা সুন্দরভাবে বাঁচতে চাই আমরা সুন্দরভাবে দেশ গড়তে চাই সুন্দরভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে চাই এটাই আমাদের চাওয়া পাওয়া।

এসব আমার একান্তই ব্যক্তিগত মতামত। কারো কোন মতামত থাকলে অবশ্যই জানাবেন বা আমার বেয়াদবি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।


hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 04, 2024, 12:55:24 PM
আমাদের বিগত মাস গুলোর তুলনায় একটিভিটি কমেছে, কিন্তু আমি মনে করি না আপনারা কেউ এই ব্যাপারে হতাশ হবেন। দুষ্ট গরুর চাইতে শুন্য গোয়াল ভালো। আমাদের থ্রেড এর কয়েকজন নিয়মিত মুখ এখন আর বাংলাদেশ থ্রেড এ দেখা যায় না। এখন আমি যদি তাদেরকে সুবিধাবাদি বলি, আপনারা কেউ কি রাগ করবেন নাকি? আমার তো খালি চুলকায়, উচিৎ কথা না বলে থাকতে পারি না। ওনারা এক প্রকার আমার অত্যাচারে এই থ্রেড থেকে বের হয়ে গেছে। অনেকে দেখলাম আবার গ্লোবাল বোর্ড এর পোস্ট এ গিয়ে মেরিট লেনদেন করছে। বেশ কয়েকটা ম্যাগা থ্রেড ইউজ করে মেরিট এদিক সেদিক করছে। কয়েকদিন আগে একজন আমাকে মেসেজ দিলো মেরিট দিয়ে হেল্প করার জন্য। ৮ টা মেরিট দিয়ে পরের রেংক এ যেতে হেল্প করলাম, ওনাকে মেসেজে বললাম যে ভাই আমাদের লোকাল থ্রেড এ একটিভ হোন। কিন্তু এর পর থেকে আর একটা পোস্ট ও দেখলাম না ওনার। সবাই ব্যাস্ত থাকতেই পারে। কিন্তু এভাবে পারলেন আপনারা?
  থাইজ্ঞা নাই কইলাম।
আসলে এক্টিভিটি এর কথা বললে তো চার্ট  দেখলেনই, ভাবতেছিলাম যে নতুন বছরে বাংলাদেশের একটিভিটি বাড়া দিয়ে শুরু করবে তা দেখি নিচের দিকে নামতেছে। তবে তারপরও আশা রাখতেছি যে সামনের মাসগুলোতে এক্টিভিটি আরো বাড়বে। তবে ভাই অ্যাক্টিভিটি কমার কারণও রয়েছে কারণ এখন কোন কনটেস্ট নেই। সামনে পিজ্জা কনটেস্ট আসবে, দেখবেন নতুন নতুন অ্যাকাউন্ট এর সমাহার পাশাপাশি বাংলা থ্রেডেও একটিভিটি বেড়ে যাবে সেই নতুন একাউন্ট গুলোর। জাজ্ঞা ভাই বেশি কথা কইতে চাই না, ঘরের ময়লা কাপড় বাইরে নিয়ে পরিষ্কার করা বা শুকাতে  দিতে আমার আবার লজ্জা লাগে

আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরেছেন, এর মধ্যে ম্যানেজারের রেপুটেশন এবং সবচাইতে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো ফান্ড এস্ক্রো করা আছে কি না। অনেক সময় দেখবেন ম্যানেজারের রেপুটেশন অনেক ভালো, ষে হ্যান্ডেল ও করছে অনেক প্রজেক্ট, কিন্তু যখন ফান্ড ডিস্ট্রিবিউশনের টাইম আসে, তখন ম্যানেজার ধরা খেয়ে যায়। আমি অনেক আগে একতা বাউন্টির কাজ পেয়েছিলাম এবং আমি নিজেই বাউন্টির থ্রেড ওপেন করি। একটা সময় বুঝতে পারি যে এটা একটা স্ক্যাম প্রজেক্ট। আগা মাথা না বুঝে ফোরাম মোডারেটর কে মেসেজ দেই পরামর্শের জন্য। যেহেতু ফোরাম স্ক্যাম মোডারেট করে না, তাই ফোরাম তেমন কোনো একশন নেয় না। কিন্তু হান্টার রাও কিছু করতে পারে না কারণ সব থ্রেডেই লেখা থাকে যে ম্যানেজার শুধু প্রোজেক্ট এর ক্যাম্পেইন রান করবে, আর ফান্ড ডিস্ট্রিবিউট করবে প্রজেক্ট টিম।
বিষয় ভাই এখানে আরেকটা রয়েছে যেমন বাউনটি রেওয়ার্ডগুলো কিসে দেওয়া হচ্ছে, যদি কোন স্টেবল কয়েন বা ভাল কোন অল্টকয়েনে দেয় তাহলে, escrow করা  বাউন্টি গুলো করে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। যদিও পেমেন্টের অবস্থা একদম অল্প হবে।
আর যদি হয় ওই প্রজেক্ট গুলোর টোকেনই  escrow করা তাহলে দেখবেন টোকেন লিস্টিং হতে হতেই প্রজেক্টটি স্ক্যামের কাতারে নাম লিখিয়েছে। আমি বলব এখন নতুন যারা আছেন বাউনটি ক্যাম্পেইন এর দিকে নজর না দিয়ে অন্যান্য  স্কিল গুলোর দিকে নজর দেন, তাছাড়া যদি ফোরামে ভালো পোস্ট করতে পারেন, তাহলে ফোরামে টাইম দেন পোষ্ট করেন র্যাংকিং আপ করেন, তাহলে সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন।
full member
Activity: 367
Merit: 136
February 04, 2024, 12:00:58 PM
টাঙ্গাইলের শাড়িকে ভারতের (জিআই) পণ্য স্বীকৃতি


টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের জনগণরা তবে এই ব্যাপারে হয়তো সরকার এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি হয়তোবা করবেও না।

আমার একটা কথা মাথায় আসছে না কিছুতেই একটি দেশে উৎপাদিত কোন কিছু অন্য একটি দেশে কিভাবে সেটা (জিআই) হিসেবে স্বীকৃতি দেয়।
প্রথমত আমার মনে হয় ভারত বাংলাদেশকে তাদের নিজস্ব একটি অঙ্গরাজ্য মনে করতেছে। আর নয়তো আমাদের এত পুরনো ঐতিহ্য নিয়ে তারা এরকমটা করত না।
আর ভাই আপনি যে কথা বলেছেন সরকার এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বর্তমান সরকার ভারতের বিপক্ষে কোন পদক্ষেপ নেবে না। জানিনা আমাদের লোকাল বোর্ডের ভাইয়েরা আমার কথায় কি মনে করবে। প্রত্যেকটি কাজে কর্মে বর্তমানে রাজনৈতিক সুবিধা ও অসুবিধা দেখতে পাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো অনেক খারাপ কিছু আসতেছে আমার মনে হয়।
sr. member
Activity: 420
Merit: 376
February 04, 2024, 10:27:10 AM
টাঙ্গাইলের শাড়িকে ভারতের (জিআই) পণ্য স্বীকৃতি



How funny 😂 Lol

আপনারা কেউ দেখতে পেরেছেন কিনা জানিনা। আজকাল খবর এর কাগজ খুললেই দেখা যাচ্ছে বাংলাদেশের তৈরিকৃত কাপড় নিয়ে ভারত তাদের দেশে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এ সম্পর্কে অনেক খবরা খবর।

আমরা বুঝতে পারছি না আমরা বাংলাদেশে বসবাস করছি নাকি অন্য দেশে আমাদের দেশের প্রাচীনকাল থেকে তৈরি শাড়ি ভারতের জিআই হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের সবাই জানে  বাংলাদেশের একটি জেলা রয়েছে যেটা টাঙ্গাইল সেখানে পোড়াবাড়ির চমচম এবং তাঁতের শাড়ির জন্য সারা বাংলাদেশে বিখ্যাত। টাঙ্গাইলে যে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি তৈরি হয় সেটা ভারতের পশ্চিমবঙ্গ (জিআই) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের জনগণরা তবে এই ব্যাপারে হয়তো সরকার এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি হয়তোবা করবেও না।



আমার একটা কথা মাথায় আসছে না কিছুতেই একটি দেশে উৎপাদিত কোন কিছু অন্য একটি দেশে কিভাবে সেটা (জিআই) হিসেবে স্বীকৃতি দেয়।



নিউজ গুলো:
১: টাঙ্গাইল শাড়ি’র উৎপত্তি বিতর্ক: ভারতের দাবির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ
২. টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি ভারত নেওয়ায় প্রতিবাদ
৩: টাঙ্গাইল শাড়ির স্বত্ব নিয়ে ফুঁসে উঠছে জেলাবাসী, ভারতের জিআই স্বীকৃতি বাতিলের দাবি
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 04, 2024, 04:46:14 AM
ভাই আমি মূলত অসুস্থ না। একটু মানসিকভাবে বিপর্যস্ত। আমি বলেছি কোন কোয়ালিটি মেনটেন ছাড়াই পোস্ট করেছি। যাইহোক ইনশাল্লাহ আগামীতে প্রতি মাসে অন্তত একটিভিটি দেখতে পাবেন। বাংলা আমার মাতৃভাষা। অবশ্যই আমার ভাষায় পোস্ট করা তেমন আহামরি কঠিন কিছু না।

ভাই সত্যি কথা বলতে এখানে পুরাতন মানুষদের পোস্ট ছাড়া নতুনরা পোস্ট করতে আগ্রহ হারিয়ে ফেলে।  যে কারণে আমাদের যারা পুরাতন মেম্বার আছে তাদের পোস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে নতুন যারা আসবে তারা পোস্ট করতে অনেকটা উৎসাহ পাবে। এখন বিষয় হচ্ছে আমরা যদি একটা রেংক আপ করার পরেই বাংলা বোর্ডের পোস্ট করা বন্ধ করে দেই, তাহলে নতুনরা আমাদেরকে দেখে কিছুই শিখতে পারবেনা। এজন্য আমাদের উচিত অন্ততপক্ষে মিনিমাম পোস্ট করা এবং গঠনমূলক পোস্ট করে বোর্ডটাকে একটিভ রাখা।
হ্যাঁ ভাই এই বিষয়ে আপনি ঠিকই বলেছেন, পুরাতন সদস্যটা যদি পোস্ট করা থামিয়ে দেয় তাহলে নতুনদের তো খুঁজেই পাওয়া যাবে না। আপনারা যারা পুরাতন সদস্য রয়েছে, আপনাদের মত সদস্যদের কাছ থেকেই নতুনদের অনেক কিছু শেখার আছে। আমি ভেবেছিলাম হয়তো ২০২৪ সালের মধ্যেই বাংলা থ্রেড থেকে বাংলা লোকাল বোর্ডে পরিণত করতে পারবো। কিন্তু এখানে অনেক সদস্যরা পোস্ট করা থামিয়ে দিয়েছে, আমি সকলকে অনুরোধ করছি আপনার আপাতত বাংলা থ্রেডে এক্টিব থেকে বাংলা থ্রেড কে বাংলা বোর্ডে পরিণত করার জন্য সাহায্য করুন। সকলেই এক্টিব হয়ে যান মিয়া  Cheesy
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 04, 2024, 03:59:30 AM
ভাই আমি মূলত অসুস্থ না। একটু মানসিকভাবে বিপর্যস্ত। আমি বলেছি কোন কোয়ালিটি মেনটেন ছাড়াই পোস্ট করেছি। যাইহোক ইনশাল্লাহ আগামীতে প্রতি মাসে অন্তত একটিভিটি দেখতে পাবেন। বাংলা আমার মাতৃভাষা। অবশ্যই আমার ভাষায় পোস্ট করা তেমন আহামরি কঠিন কিছু না।

ভাই সত্যি কথা বলতে এখানে পুরাতন মানুষদের পোস্ট ছাড়া নতুনরা পোস্ট করতে আগ্রহ হারিয়ে ফেলে।  যে কারণে আমাদের যারা পুরাতন মেম্বার আছে তাদের পোস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে নতুন যারা আসবে তারা পোস্ট করতে অনেকটা উৎসাহ পাবে। এখন বিষয় হচ্ছে আমরা যদি একটা রেংক আপ করার পরেই বাংলা বোর্ডের পোস্ট করা বন্ধ করে দেই, তাহলে নতুনরা আমাদেরকে দেখে কিছুই শিখতে পারবেনা। এজন্য আমাদের উচিত অন্ততপক্ষে মিনিমাম পোস্ট করা এবং গঠনমূলক পোস্ট করে বোর্ডটাকে একটিভ রাখা।
full member
Activity: 367
Merit: 136
February 04, 2024, 12:58:46 AM
কোট

ভাই এই বিষয়ে আমি আপনার সাথে একমত না কারণ আপনি গত ৩০ দিনে শুধু বাংলা বোর্ড বাদ দিয়ে অন্যান্য বোর্ডে আপনি পোস্ট করেছেন, আপনি যে অসুস্থ আছেন এটা ভিন্ন বিষয় দোয়া করে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বাংলা বোর্ডে পোস্ট করার বিষয়ে যে যুক্তি আপনি দেখাইছেন সেটা মানতে পারলাম না কারন আপনার বাংলা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ড রেগুলার পোস্ট করেন।  বাংলা বোর্ডের সপ্তাহে একটা বা দুইটা পোস্ট করা যায় এটা আহামরি কঠিন কিছু না। ভাই নিজেদের একটু সদইচ্ছা থাকলে মনে হয় বাংলা বোর্ডের পোস্ট করা সম্ভব এটা আহামরি কঠিন কিছু না একটু অ্যাকটিভ হয়ে পোস্ট করতে হবে, অনেকে ইচ্ছাকৃতভাবে পোস্ট করেন না।
ভাই আমি মূলত অসুস্থ না। একটু মানসিকভাবে বিপর্যস্ত। আমি বলেছি কোন কোয়ালিটি মেনটেন ছাড়াই পোস্ট করেছি। যাইহোক ইনশাল্লাহ আগামীতে প্রতি মাসে অন্তত একটিভিটি দেখতে পাবেন। বাংলা আমার মাতৃভাষা। অবশ্যই আমার ভাষায় পোস্ট করা তেমন আহামরি কঠিন কিছু না।

বাংলাদেশে ট্রাস্টেড যেসব কোম্পানি ছিলো, যেমন রিং আইডি, এরা যখন এই পিরামিড স্কিম চালু করে, তখনই আমি বুঝেছিলাম যে এরাও স্ক্যাম করবে, এবং হলোও সেটাই।
হ্যাঁ ভাই এই রিং আইডির কথা মনে করিয়ে দিলেন। আমার মনে হয় এই রিং আইডি টাই সবচেয়ে বেশি ভাইরাল ছিলো। এইটায় আমার অনেক দুরের এক চাচাতো ভাই হয়, তিনি মনে হয় ২০ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন। ৩-৪ টা আইডি ক্রিয়েট করেছিলেন, নিয়িমিত মনে হয় অ্যাড দেখলে আর ৪০০-৫০০ টাকার মতো পাওয়া যাইতো। আমাকেও এই বিষয়ে অফার করেছিলো আমি প্রথমে কিছুটা আগ্রহী হয়েছিলাম পরে ভাবলাম ২০ হাজার টাকা ইনভেস্ট করে রাখবো, সে আমার টাকা দিয়ে কি বা করবো হুদাই এড দেখলে টাকা কেন দিবে? এই কথা গুলো ভেবে আর বিনিয়োগ করি নাই, কয়দিন পরে শুনি রিং আইডি উধাও।

আমার মনে হয় যারা একবার এই ফালতু সাইড গুলোতে ইনভেস্ট করে মারা খাওয়ার পর দেহিন ভালো হইয়া যায়। কাউকে বলে লাভ নাই, আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম সাইডে ১৫০০ টাকা বিনিয়োগ করছে আমি তাকে না করছি বিনিয়োগ করতে, তিনি তাও শুনে নাই। আশা করি শিগ্রই প্র্যাকটিক্যালি মারা খাইবো, তার পর ভালো হইবে, আর কোনদিন বলবে না কোন সাইডে ইনভেস্ট করবে।
আমাদের বাংলা লোকাল বোর্ডের কোন ভাই কি Spc এর নাম শুনেছিলেন। Spc এর মালিক কিন্তু আমার গ্রামের এক গ্রাম পরের গ্রামের লোক। একবার ঢাকা থেকে আসার সময় একটা রিক্সা নিয়েছিলাম তখন উনি আমার রিক্সায় উঠেছিলেন ২০১৮ সালে। উনি কিন্তু ক্রিপ্টো সম্পর্কে ভালো জানতো তখন। আমাকে CARDANO (ADA) টোকেনের কথা বলেছিলেন।
কিন্তু আমি খুবই অবাক হলাম যখন ২০২০ সালের দিকে উনি SPC প্রতিষ্ঠা করেছিলেন। এটার কার্যক্রম ছিল একবার সেম রিং আইডি এর মত। এই সমস্ত পিরামিড স্ক্রিম এর মূল ব্যাপারটা হচ্ছে যারা প্রথমে বিনিয়োগ করবে এবং রেফারেল শেয়ার করবে তারাই মূলত টাকা ইনকাম করতে পারবে। মানে পিরামিডের উপরে যারা থাকবে তারাই টাকা ইনকাম করতে পারবে। যারা পিরামিডের নিচে থাকবে তারা লস খাবে। Spc এর গল্প  আমার পাবনার এক ভাই থেকেও শুনেছি। ওখানেও নাকি ছড়িয়ে গিয়েছিল।

উনি একবার অর্থ কেলেঙ্কারির দায়ে পুলিশের কাছে ধরা পড়লেও অনেক টাকার বিনিময়ে আবার বের হয় পুনরায় এটি চালু করেন। মানুষের ভিতরে একটা বিশ্বাস তৈরি করে আবারও কয়েকশো কোটি টাকা জালিয়াতি করে বর্তমানে জেলে আছেন।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 03, 2024, 09:44:07 PM
সত্যি বলতে ভাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। আমি একজন বাঙালি আর আমরা প্রত্যেক বাঙালি মনে করি আমাদের নিজস্ব একটি ঠিকানা রয়েছে। লোকাল বোর্ড অবশ্যই আমাদের নিজস্ব ঠিকানা। ডিপ্রেশনে থাকার কারণে কোন কাজ করতে ইচ্ছে করে না। কম্পিউটার নিয়ে বসতে ইচ্ছে করে না। একটা ক্যাম্পেইনে সিগনেচার কোড বসিয়ে ছিলাম। কারণ অনেকদিন আইডিটা ইনেক্টিভ রয়েছে তাই। মাঝে মাঝে বসে একদিনে বা দুই দিনে কোনরকম কোয়ালিটি মেইনটেইন না করে পোস্ট করি। তবে এই পোস্টটি দেখার পরে মনে হচ্ছে আসলে নিজের ঘর থেকে অনেক দূরে চলে গেছি 😞
মানসিকভাবে এমন একটি অবস্থায় রয়েছি যে নতুন করে কোন কিছু জানতো ইচ্ছে করতেছে না। 😞
সবাই একটু দোয়া করবেন যাতে আমার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি।🙏

ভাই এই বিষয়ে আমি আপনার সাথে একমত না কারণ আপনি গত ৩০ দিনে শুধু বাংলা বোর্ড বাদ দিয়ে অন্যান্য বোর্ডে আপনি পোস্ট করেছেন, আপনি যে অসুস্থ আছেন এটা ভিন্ন বিষয় দোয়া করে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বাংলা বোর্ডে পোস্ট করার বিষয়ে যে যুক্তি আপনি দেখাইছেন সেটা মানতে পারলাম না কারন আপনার বাংলা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ড রেগুলার পোস্ট করেন।  বাংলা বোর্ডের সপ্তাহে একটা বা দুইটা পোস্ট করা যায় এটা আহামরি কঠিন কিছু না। ভাই নিজেদের একটু সদইচ্ছা থাকলে মনে হয় বাংলা বোর্ডের পোস্ট করা সম্ভব এটা আহামরি কঠিন কিছু না একটু অ্যাকটিভ হয়ে পোস্ট করতে হবে, অনেকে ইচ্ছাকৃতভাবে পোস্ট করেন না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 03, 2024, 01:14:49 PM
একেক জনের অনেক আইডি। ট্রানজেকশন করে সমস্যায় পড়েছে কিন্তু তবুও তার এটা বাদ দেইনি সব আইডি দিয়ে ধুমছে বাউন্টি করে। আবার কিছু কিছু পাবলিকের কথা বার্তা শুনে তো ভাই একদম হতো ভম্ভ হয়ে গেছি এরা বলে কি তারা তিন চারটা আইডি দিয়া বাউন্টি করে আর বলে সহজ কাজ কোন প্যারা নাই খালি লিংক বানিয়ে দিয়ে দেই আবার কারো কারো বাউন্টিতে নাকি আগের রিপোর্ট টা ডেট চেঞ্জ করে দিয়েও চালিয়ে দেয় এগুলা শুনে তো ভাই আমি আবাক হয়ে গেছি এরা আসলে কি?  এরা যেখানে যাবে সেখানে ঝামেলা করেই ছাড়ে দেখছি ভাই। ভাই  তাহলে তো সঠিকভাবে করেই না বাউন্টি কেও। আমি যেটা খেয়াল করে দেখলাম বাউন্টিতে আমাদের বাংলাদেশের মানুষি বেশি। এদের আর কোন কিছুর ইচ্ছে নেই এরা বাউন্টি করে শুধু। একাউন্ট রেড ট্রাস্ট খায় আবার নতুন একাউন্ট ক্রিয়েট করে আবার শুরু করে।
অনেক অনিয়ম করে ভাই, অনেককক। বল্লাম তো, প্রথম সপ্তাহের পরেই ৩০-৪০% রিজেক্ট হয়ে যায়। আর মাল্টির তো অভাব নাই। রিজেক্ট করতে করতে দিন শেষ। হ্যা ডেট চেন্জ করেও অনেকে দেয়। শুধু ডেট না, অনেকে আছে অন্যের কাজ নিজের হিসেবে চালায়ে দেয়ার ট্রাই করে। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি, চেক করে, রিজেক্ট করে, স্টেক দেই। এসব চিটারদের জন্য দ্বিগুণ কাজ করতে হয়। হ্যাঁ বেশিরভাগ বাঙালি ও ইন্ডিয়ান গুলো এমন করে। বিদেশীদের ক্ষেত্রে এমন নোটিসেবল চিট চোঁখে পড়েনি আমার।

আগে বাউন্টি অনেক ভালো ছিল, কিন্তু এখন অবস্থা আহামরি সুবিধার লাগে না আমার কাছে। পার্সোনাল অপিনিয়ান।

Quote
জ্বি ভাই বাউন্টি রান করে এটা উল্লেখ করেই দেয় এর জন্য কিছু বলাও যায় না। কিন্তু ভাই এটা নিয়ে কিছু একটা করা দরকার ভাই বা ফোরামের মডারেটর রাও এটা নিয়ে কিছু বলে না কেনো ভাই?
মডারেটররা এসব মডারেট করেনা। এটা কোনো বাউন্টির ফোরাম না। এটা বিটকয়েনটক। থেমস পারমিশন দিসে তাই এসব চলতেছে, বন্ধ করতে বললে পরের দিনই সব বন্ধ হয়ে যাবে। বাউন্টি ফোরামের কোনো অংশ না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি চাইলে "Report to moderator" এর মাধ্যমে রিপোর্ট করতে পারেন, এসব চিটারদের।
member
Activity: 84
Merit: 57
February 03, 2024, 12:35:32 PM
বাউন্টি.....
ভাই আপনাকে যদি বাউন্টির রিয়ালিটি সম্পর্কে বলি তাহলে, বেশিরভাগ পার্টিসিপেন্ট (৫০%) বাউন্টিতে চিট করে। এখন বলতে পারেন আমি একথা কিভাবে জানি!!! কারণ আমি নিজে বাউন্টির সাবমিশনগুলো চেক করি/করছি। বিস্বাস করেন ভাই একজন ইউজার ৪-৫ টা আইডি দিয়ে বাউন্টিতে জয়েন করে, যা সম্পূর্ণ রুলস এর বাহিরে। পেমেন্ট এড্রেসগুলো চেক দিলেই এসব মাল্টি ইউজারগুলো ধরা পড়ে। এখন এসব চিটারদের একজন ম্যানেজার/ভ্যালিডেটর কি জন্য স্টেক/পেমেন্ট দিবে আপনি নিজেই বলেন?
জ্বি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আমিও দেখেছি এটা একেক জনের অনেক আইডি। ট্রানজেকশন করে সমস্যায় পড়েছে কিন্তু তবুও তার এটা বাদ দেইনি সব আইডি দিয়ে ধুমছে বাউন্টি করে। আবার কিছু কিছু পাবলিকের কথা বার্তা শুনে তো ভাই একদম হতো ভম্ভ হয়ে গেছি এরা বলে কি তারা তিন চারটা আইডি দিয়া বাউন্টি করে আর বলে সহজ কাজ কোন প্যারা নাই খালি লিংক বানিয়ে দিয়ে দেই আবার কারো কারো বাউন্টিতে নাকি আগের রিপোর্ট টা ডেট চেঞ্জ করে দিয়েও চালিয়ে দেয় এগুলা শুনে তো ভাই আমি আবাক হয়ে গেছি এরা আসলে কি?  এরা যেখানে যাবে সেখানে ঝামেলা করেই ছাড়ে দেখছি ভাই। আমি ভেবেছিলাম হয়তো কষ্ট করে কাজ করে এবং পেমেন্ট পায় না এর জন্য কিন্তু বিষয়টা একদম উল্টো চিত্র আমি নিজেই দেখলাম ভাই।

শুধু তাই না। আপনি যে বল্লেন অনেক পরিশ্রম করে বাট পেমেন্ট দেয়না। কোথায় পরিশ্রম ভাই? সামান্য একটা সিম্পল ট্যাস্কও ঠিকমতো করেনা, না দেয় প্রজেক্ট এর ছবি, না দেয় নাম, না দেয় হ্যাশট্যাগ। মানে একেবারে যাচ্ছেতাই একটা অবস্থা। এমনকি রুলসগুলোও ঠিকমতো পড়ে না, না পড়েই কমপ্লেইন্ট করে যে স্টেক নাই কেন, দেন নাই কেন, হাবিজাবি।

ভাই  তাহলে তো সঠিকভাবে করেই না বাউন্টি কেও। সবাই এলোমেলো ভাবে করে সবকিছু। আমি যেটা খেয়াল করে দেখলাম বাউন্টিতে আমাদের বাংলাদেশের মানুষি বেশি। এদের আর কোন কিছুর ইচ্ছে নেই এরা বাউন্টি করে শুধু। একাউন্ট রেড ট্রাস্ট খায় আবার নতুন একাউন্ট ক্রিয়েট করে আবার শুরু করে। এদের সম্পকে যতটা জানতে তার থেকে বেশি অবাক হচ্ছি ভাই।


একটা সময় ছিল যখন বাউনটির স্বর্ণযুগ ছিল তবে এখন আর সেটা নাই। একটা সময় অনেকে বাউটি কইরা অনেক ডলার কামাই তো এখন হয়তো এমবি কেনার খরচ ও ওঠে না অনেকের বাউনটি কইরা। আপনার যদি বাউনটিতে কাজ করার একান্ত ইচ্ছাই থাকে তাহলে রেপুটেড কিছু ম্যানেজার আছে যাদের বাউনটি ক্যাম্পেইনে সামান্য হলেও পেমেন্ট প্রদান করে সেগুলোতে জয়েন কইরা কাজ করতে পারবেন।

জি ভাই এক সময় এটার স্বর্ণযুগ ছিল আমি এটার অনেক আগের বাউন্টিগুলো সিস্টেম দেখেছি। ওই আগের মতো বাউন্টি এখন যদি সিস্টেম থাকতো তাহলে তো সেই হতো ভাই। আমি ভাই নতুন আমি বাউন্টিতে জয়েন করে বেশি কিছু করতে পারবো না এগুলো করার জন্য সোসাল মিডিয়াতে অনেক বেশি ফলোয়ার লাগে যেটা আমার নেই। এবং আমার বাউন্টি করার ইচ্ছেও নাই ভাই। তবে আর্টিকেল লেখালেখি কাজ করি এরকম সিস্টেম হুলে দেখলাম আছে। সময় সুযোগ হলে আমি আর্টিকেল ক্যাম্পেইন করার ইচ্ছে আছে কিন্তু পেমেন্ট সিস্টেম দেখে আশা টাও নষ্ট হয়ে গেছে এর থেকে ভাই আমার ফাইবার-ই ভলো টুকটাক ওয়াডার আসে এটাই ভালো ভাই।

আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরেছেন, এর মধ্যে ম্যানেজারের রেপুটেশন এবং সবচাইতে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো ফান্ড এস্ক্রো করা আছে কি না। অনেক সময় দেখবেন ম্যানেজারের রেপুটেশন অনেক ভালো, ষে হ্যান্ডেল ও করছে অনেক প্রজেক্ট, কিন্তু যখন ফান্ড ডিস্ট্রিবিউশনের টাইম আসে, তখন ম্যানেজার ধরা খেয়ে যায়। আমি অনেক আগে একতা বাউন্টির কাজ পেয়েছিলাম এবং আমি নিজেই বাউন্টির থ্রেড ওপেন করি। একটা সময় বুঝতে পারি যে এটা একটা স্ক্যাম প্রজেক্ট। আগা মাথা না বুঝে ফোরাম মোডারেটর কে মেসেজ দেই পরামর্শের জন্য। যেহেতু ফোরাম স্ক্যাম মোডারেট করে না, তাই ফোরাম তেমন কোনো একশন নেয় না। কিন্তু হান্টার রাও কিছু করতে পারে না কারণ সব থ্রেডেই লেখা থাকে যে ম্যানেজার শুধু প্রোজেক্ট এর ক্যাম্পেইন রান করবে, আর ফান্ড ডিস্ট্রিবিউট করবে প্রজেক্ট টিম।

জ্বি ভাই বাউন্টি রান করে এটা উল্লেখ করেই দেয় এর জন্য কিছু বলাও যায় না। কিন্তু ভাই এটা নিয়ে কিছু একটা করা দরকার ভাই বা ফোরামের মডারেটর রাও এটা নিয়ে কিছু বলে না কেনো ভাই?


full member
Activity: 367
Merit: 136
February 03, 2024, 11:24:13 AM
ভালো লাগার মধ্যে এটা একটা খারাপ লাগে যেটা এক সময় তারা পোস্ট করেছিল এবং বেশ কিছু মেরিট পেয়েছিল। এরপরে তারা আর কখনো বাংলা বোর্ডের পোস্ট করতে আসে না,  কারণ তারা এখন সিগনেচার নিয়ে ব্যস্ত এবং সিগনেচার এর জন্য যা পোস্ট সেগুলোই তারা শুধু করে।
এদের নিয়ে কিছু বলে লাভ নাই ভাই। বাদদেন। যদি পারেন কারা ছিলো কারা ছিলোনা তাদের নামগুলো মনে রাইখেন, ভবিষ্যতে কাজে আসলেও আসতে পারে। দিনশেষে ঘরের মানুষ ঘরেই ফিরবে। ফুল মেম্বার হয়ে নিজেকে অনেক বড় ভাবা বিদ্যাসাগর যখন আকাম করে ধরা খাইবে, তখন ঠিকই সাহায্য চাইতে লোকালে আসবে।
সত্যি বলতে ভাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। আমি একজন বাঙালি আর আমরা প্রত্যেক বাঙালি মনে করি আমাদের নিজস্ব একটি ঠিকানা রয়েছে। লোকাল বোর্ড অবশ্যই আমাদের নিজস্ব ঠিকানা। ডিপ্রেশনে থাকার কারণে কোন কাজ করতে ইচ্ছে করে না। কম্পিউটার নিয়ে বসতে ইচ্ছে করে না। একটা ক্যাম্পেইনে সিগনেচার কোড বসিয়ে ছিলাম। কারণ অনেকদিন আইডিটা ইনেক্টিভ রয়েছে তাই। মাঝে মাঝে বসে একদিনে বা দুই দিনে কোনরকম কোয়ালিটি মেইনটেইন না করে পোস্ট করি। তবে এই পোস্টটি দেখার পরে মনে হচ্ছে আসলে নিজের ঘর থেকে অনেক দূরে চলে গেছি 😞
মানসিকভাবে এমন একটি অবস্থায় রয়েছি যে নতুন করে কোন কিছু জানতো ইচ্ছে করতেছে না। 😞
সবাই একটু দোয়া করবেন যাতে আমার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি।🙏
hero member
Activity: 840
Merit: 522
February 03, 2024, 10:59:17 AM
কোট

আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরেছেন, এর মধ্যে ম্যানেজারের রেপুটেশন এবং সবচাইতে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো ফান্ড এস্ক্রো করা আছে কি না। অনেক সময় দেখবেন ম্যানেজারের রেপুটেশন অনেক ভালো, ষে হ্যান্ডেল ও করছে অনেক প্রজেক্ট, কিন্তু যখন ফান্ড ডিস্ট্রিবিউশনের টাইম আসে, তখন ম্যানেজার ধরা খেয়ে যায়। আমি অনেক আগে একতা বাউন্টির কাজ পেয়েছিলাম এবং আমি নিজেই বাউন্টির থ্রেড ওপেন করি। একটা সময় বুঝতে পারি যে এটা একটা স্ক্যাম প্রজেক্ট। আগা মাথা না বুঝে ফোরাম মোডারেটর কে মেসেজ দেই পরামর্শের জন্য। যেহেতু ফোরাম স্ক্যাম মোডারেট করে না, তাই ফোরাম তেমন কোনো একশন নেয় না। কিন্তু হান্টার রাও কিছু করতে পারে না কারণ সব থ্রেডেই লেখা থাকে যে ম্যানেজার শুধু প্রোজেক্ট এর ক্যাম্পেইন রান করবে, আর ফান্ড ডিস্ট্রিবিউট করবে প্রজেক্ট টিম।
sr. member
Activity: 420
Merit: 376
February 03, 2024, 08:34:54 AM
হেই আমার প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের কাছ থেকে আরো একটা জিনিসের তথ্য মতামত শোনার জন্য আসলাম। আসলে আমি বাউন্টি দেখলাম এবং এটা নিয়ে একটু রিচার্জ করার চেষ্টা করলাম সেখান থেকে কিছু কথা জনার জন্য আপনাদের মাঝে আসা।
বাউন্টি অনেকে চালাচ্ছে কিন্তু এদের কাইটেরিয়া অনুযায়ী যেটা দেখতে পেলাম সেটা হলো যারা বাউন্টি করে তাদের কোন গ্যারান্টি নাই যে তারা তাদের কষ্টের ফল পাবে কিনা। কয়েকজনের বাউন্টি দেখলাম এরা মোটামুটি ভালোই হান্টার্সদের পারিশ্রমিক দেয় কিন্তু আমি যারা হান্টার্সদের পারিশ্রমিক দেয় না তারা কিন্তু কাজটা ঠিক করে না। হান্টার্স ভাই মাসের পর মাস কষ্ট করে কাজ করে দেখলাম কিন্তু কোন সিওর নাই পেমেন্ট পাবে কিনা। আমার জানতে চাওয়া মন বলে এখানে যারা বাউন্টি চালায় তারা যে কাজ গুলো এগুলার জন্য কি কোন পদক্ষেপ নেওয়া যায় না বা যাবে না? আবার আনেকে পেমেন্ট মেরে দেয় এগুলো খুব খারাপ কাজ করে। আমি একজন নতুন হয়ে এই প্রশ্নগুলো ঘুরপাক খেলো তাই বললাম আর কি। আপনাদের ওপিনিওয়নটা বলবেন ভাইয়েরা।
একটা সময় ছিল যখন বাউনটির স্বর্ণযুগ ছিল তবে এখন আর সেটা নাই। একটা সময় অনেকে বাউটি কইরা অনেক ডলার কামাই তো এখন হয়তো এমবি কেনার খরচ ও ওঠে না অনেকের বাউনটি কইরা। আপনার যদি বাউনটিতে কাজ করার একান্ত ইচ্ছাই থাকে তাহলে রেপুটেড কিছু ম্যানেজার আছে যাদের বাউনটি ক্যাম্পেইনে সামান্য হলেও পেমেন্ট প্রদান করে সেগুলোতে জয়েন কইরা কাজ করতে পারবেন।
Quote
আবার আনেকে পেমেন্ট মেরে দেয় এগুলো খুব খারাপ কাজ করে
এরা তো ছোট মনের মানুষ যার জন্য হান্টার্সদের পেমেন্ট আত্মসাৎ করে। এদের মধ্যে দেখবেন যারাই প্রতারক তারা ছোট রেঙ্কদাড়ি অর্থাৎ জুনিয়র মেম্বার এমনকি নিউবি থেকেও অনেকেই ক্যাম্পেইন পরিচালনা করে যাদের উদ্দেশ্য পেমেন্ট আত্মসাৎ করা।
full member
Activity: 546
Merit: 164
February 03, 2024, 07:25:41 AM
9. synchronym [10]
আমি জানুয়ারি মাসে তেমন একটা বাংলা লোকাল বোর্ডের একটিভ ছিলাম না হয়তো আমি ভেবেছিলাম সেরা ১০ জন পোস্টদাতা এর মধ্যে একজন থাকতে পারবো না । আমার খুব ভালো লাগছে সেরা ১০ জন পোস্ট দাতার মধ্যে আমার নাম রয়েছে। এই মাসে সত্যি আমি আশা করিনি যে আমি দশজনের মধ্যে একজন থাকতে পারবো।অবশ্যই ফেব্রুয়ারি মাসে আরো বেশি বাংলা লোকাল বোর্ডে একটিভ থাকার চেষ্টা করব এবং ভালো মানের পোস্ট দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।@Crypto Library ভাইকে অনেক ধন্যবাদ সে অনেক পরিশ্রম করে প্রত্যেক মাসে সেরা ১০ জন পোস্টদাতা খুঁজে বের করে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 03, 2024, 05:53:34 AM
বাউন্টি.....
এখন আপনি যদি ধরে ধরে পৃথিবীর যত বাউন্টি আছে সবগুলো করতে যান তাহলে তো ২-৪ জন টাকা মেরে দিবেই। করলে যদি করতেই চান তাহলে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।

১. বাউন্টি ম্যানেজ কে করতেছে তা দেখবেন। যদি রেপুউটেড কেউ বাউন্টি ম্যানেজ করে তাহলে তেমন সমস্যা হবার কথা না।
২. যে প্রডাক্ট/কয়েন/কোম্পানির জন্য কাজ করতেছেন সেটার আদেও কোনো মার্কেট ভ্যালু আছে কিনা বা সম্ভবনা আছে কিনা তা চেক করে নিবেন। সিটকয়েনেন অভাব নাই।
৩. বাউন্টির জন্য নির্ধারিত টোকেন/কয়েন/অর্থ এসক্র করা আছে কিনা।

ভাই আপনাকে যদি বাউন্টির রিয়ালিটি সম্পর্কে বলি তাহলে, বেশিরভাগ পার্টিসিপেন্ট (৫০%) বাউন্টিতে চিট করে। এখন বলতে পারেন আমি একথা কিভাবে জানি!!! কারণ আমি নিজে বাউন্টির সাবমিশনগুলো চেক করি/করছি। বিস্বাস করেন ভাই একজন ইউজার ৪-৫ টা আইডি দিয়ে বাউন্টিতে জয়েন করে, যা সম্পূর্ণ রুলস এর বাহিরে। পেমেন্ট এড্রেসগুলো চেক দিলেই এসব মাল্টি ইউজারগুলো ধরা পড়ে। এখন এসব চিটারদের একজন ম্যানেজার/ভ্যালিডেটর কি জন্য স্টেক/পেমেন্ট দিবে আপনি নিজেই বলেন?

শুধু তাই না। আপনি যে বল্লেন অনেক পরিশ্রম করে বাট পেমেন্ট দেয়না। কোথায় পরিশ্রম ভাই? সামান্য একটা সিম্পল ট্যাস্কও ঠিকমতো করেনা, না দেয় প্রজেক্ট এর ছবি, না দেয় নাম, না দেয় হ্যাশট্যাগ। মানে একেবারে যাচ্ছেতাই একটা অবস্থা। এমনকি রুলসগুলোও ঠিকমতো পড়ে না, না পড়েই কমপ্লেইন্ট করে যে স্টেক নাই কেন, দেন নাই কেন, হাবিজাবি।

আমি হাজার হাজার পোস্ট (Twitter, telegram, discord, article etc) চেক করি/করছি, আমার কাছে মনে হয়নাই আহামরি পরিশ্রমের কাজ এগুলো। বেশিরভাগই কোনো রকমে পিলগারিজম, কপি-পেস্ট, প্যারাফেস করে কাজ সাবমিট করে।

নোট: যদি সৎ ভাবে ভালো কোনো প্রজেক্ট বেছে কাজ করেন তাহলে অবশ্যই পেমেন্ট পাবেন।  Smiley
member
Activity: 84
Merit: 57
February 03, 2024, 12:42:52 AM
হেই আমার প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের কাছ থেকে আরো একটা জিনিসের তথ্য মতামত শোনার জন্য আসলাম। আসলে আমি বাউন্টি দেখলাম এবং এটা নিয়ে একটু রিচার্জ করার চেষ্টা করলাম সেখান থেকে কিছু কথা জনার জন্য আপনাদের মাঝে আসা।
বাউন্টি অনেকে চালাচ্ছে কিন্তু এদের কাইটেরিয়া অনুযায়ী যেটা দেখতে পেলাম সেটা হলো যারা বাউন্টি করে তাদের কোন গ্যারান্টি নাই যে তারা তাদের কষ্টের ফল পাবে কিনা। কয়েকজনের বাউন্টি দেখলাম এরা মোটামুটি ভালোই হান্টার্সদের পারিশ্রমিক দেয় কিন্তু আমি যারা হান্টার্সদের পারিশ্রমিক দেয় না তারা কিন্তু কাজটা ঠিক করে না। হান্টার্স ভাই মাসের পর মাস কষ্ট করে কাজ করে দেখলাম কিন্তু কোন সিওর নাই পেমেন্ট পাবে কিনা। আমার জানতে চাওয়া মন বলে এখানে যারা বাউন্টি চালায় তারা যে কাজ গুলো এগুলার জন্য কি কোন পদক্ষেপ নেওয়া যায় না বা যাবে না? আবার আনেকে পেমেন্ট মেরে দেয় এগুলো খুব খারাপ কাজ করে। আমি একজন নতুন হয়ে এই প্রশ্নগুলো ঘুরপাক খেলো তাই বললাম আর কি। আপনাদের ওপিনিওয়নটা বলবেন ভাইয়েরা।
hero member
Activity: 840
Merit: 522
February 02, 2024, 11:37:40 AM
হ্যাঁ ভাই এই রিং আইডির কথা মনে করিয়ে দিলেন। আমার মনে হয় এই রিং আইডি টাই সবচেয়ে বেশি ভাইরাল ছিলো। এইটায় আমার অনেক দুরের এক চাচাতো ভাই হয়, তিনি মনে হয় ২০ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন। ৩-৪ টা আইডি ক্রিয়েট করেছিলেন, নিয়িমিত মনে হয় অ্যাড দেখলে আর ৪০০-৫০০ টাকার মতো পাওয়া যাইতো। আমাকেও এই বিষয়ে অফার করেছিলো আমি প্রথমে কিছুটা আগ্রহী হয়েছিলাম পরে ভাবলাম ২০ হাজার টাকা ইনভেস্ট করে রাখবো, সে আমার টাকা দিয়ে কি বা করবো হুদাই এড দেখলে টাকা কেন দিবে? এই কথা গুলো ভেবে আর বিনিয়োগ করি নাই, কয়দিন পরে শুনি রিং আইডি উধাও।

আমার মনে হয় যারা একবার এই ফালতু সাইড গুলোতে ইনভেস্ট করে মারা খাওয়ার পর দেহিন ভালো হইয়া যায়। কাউকে বলে লাভ নাই, আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম সাইডে ১৫০০ টাকা বিনিয়োগ করছে আমি তাকে না করছি বিনিয়োগ করতে, তিনি তাও শুনে নাই। আশা করি শিগ্রই প্র্যাকটিক্যালি মারা খাইবো, তার পর ভালো হইবে, আর কোনদিন বলবে না কোন সাইডে ইনভেস্ট করবে।

ভাই, যতোই ভাইরাল হোক না কেনো, কেউ তো আর নিজের পকেট থেকে টাকা দিয়ে যাবে না। এড দেখিয়ে টাকা দেওয়া হচ্ছে দুনিয়ার সফল ব্যাবসা গুলোর মধ্যে অন্যতম। গুগলের তো একই ব্যাবসা। তারা কখনো দেয় নাকি এক্তা ব্যানার এড দেখার জন্য ১০০ টাকা ৫০ টাকা? বাংলাদেশের সিপিসি রেট মনে হয় দুনিয়ার সবচাইতে খারাপ রেট। এখানে কন্টেন্ট ভেদাভেদ এ ১ টাকা ২ টাকা দেয়। যেখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পারে না এর বেশি দিতে, সেখানে কোথাকার কোন রিং আইডি এতো টাকা দিবে। আজকে গুগল যদি এরকম স্কিম খোলে, যেনে রাখেন যে আগামী ৬ মাস পর গুগল নিজেরাও পালিয়ে যাবে। তবে গুগলের এগুলো করার কোনো দরকার নাই। এরা করবেও না।
Pages:
Jump to: