Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 81. (Read 5685494 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 30, 2024, 12:13:52 PM
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
sr. member
Activity: 420
Merit: 376
January 30, 2024, 12:04:21 PM
Safepal সবার জন্য একটা অফার নিয়া আইছে।

আমাদের সবাই যারা এই ফোরামের সাথে সংযুক্ত তারা সবাই হয়তো Safepal crypto wallet সম্পর্কে জানি। সম্প্রতি Safepal একটি ঘোষণা করছে অর্থাৎ তারা একটি অফার প্রদান করছে যে বিনামূল্যে USDC X1 হার্ডওয়্যার ওয়ালেট পাওয়া যাইতে পারে।



একটা বিশেষ সুবিধা হিসাবে রিডেম্পশন জন্য আপনাকে ১০ ডলার USDC ফি দিতে হইবে। আপনি যখন ওয়ালেট অ্যাক্টিভেশন করবেন এবং নতুন একটা ওয়ালেট তৈরি করবেন তখন আপনাকে এই দশ ইউএসডিসি (USDC) ফেরত দেওয়া হবে।

তাদের এই অফারটি চলবে ২৪ শে জানুয়ারি থেকে ৩০ শে জুন পর্যন্ত  অর্থাৎ ইতিমধ্যেই ছয় দিন অতিবাহিত হইয়া গেছে। তবে তারা উল্লেখ করেছে যে এই অফারটি উল্লেখিত তারিখের আগেও শেষ হইতে পারে।

Safepal= https://blog.safepal.com/safepal-launches-limited-edition-usdc-hardware-wallet-with-unique-perks/

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 30, 2024, 11:32:16 AM
বাঙালি কি কখনো শুধরাবে না? এত এত নিউজ করা হয়, রিপোর্ট করা হয়, পোস্ট করা হয়, তবুও এদের চোঁখ খোলে না। এতো লোভ বাঙালির! একটা জিনিস বুঝবেনা তো বুঝবেইনা। MTFE এর কথাতো সবার মনে আছে। এখন US agreement নামে নতুন প্রতারণা শুরু। এক রাতে ৩০০ কোটি গায়েব। জাস্ট ওয়াও।  Sad

https://www.facebook.com/100064517327464/posts/775808891246348/?mibextid=rbpapJttc6LNEC7A

ভাই বেশি লোভ করলে যা হয় আর কী। নিউজ টি তে দেখলাম মাসে লাখে ১১ হাজার টাকা মুনাফা দিবে ""বাহ"" তাই দেখে সবাই বিনিয়োগ শুরু করেছিলো, এখন ভালো লাভ হইছে, চালান সব গেছে Grin

আসলে এর আগেও কয়েকটা সাইড উধাও হতে দেখলাম একটা বিষয়ে খুবই মিল রয়েছে। সব সাইড গুলো দেখি একই নিয়মে চালানো হয়। প্রথমে ভালোই সবাইকে পেমেন্ট করে, তাই দেখে আরো আশেপাশের অনেকেই বিনিয়োগ করতে শুরু করে। যখন দেখা যাক কোম্পানিতে গ্রাহক অনেক বেড়ে গেছে বিনিয়োগ এর এমাউন্ট অনেক বড় হইছে তখন সেই সাইড উধাও। ""বাহ""

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 30, 2024, 11:02:05 AM
বাঙালি কি কখনো শুধরাবে না? এত এত নিউজ করা হয়, রিপোর্ট করা হয়, পোস্ট করা হয়, তবুও এদের চোঁখ খোলে না। এতো লোভ বাঙালির! একটা জিনিস বুঝবেনা তো বুঝবেইনা। MTFE এর কথাতো সবার মনে আছে। এখন US agreement নামে নতুন প্রতারণা শুরু। এক রাতে ৩০০ কোটি গায়েব। জাস্ট ওয়াও।  Sad

https://www.facebook.com/100064517327464/posts/775808891246348/?mibextid=rbpapJttc6LNEC7A
sr. member
Activity: 420
Merit: 376
January 29, 2024, 09:47:25 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। কারণ PGp এই বিষয়‌ নিয়ে অনেক ডাউট ছিল। এখন আরো সম্পন্ন ভালো ভাবে বুঝতে পারলাম। আপনি আমাদের কে বুঝিয়ে দিয়েছেন।
বাহ, আপনার একাউন্টের প্রথম পোস্ট আপনার PGP নিয়ে। শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন সেজন্য ধন্যবাদ। ভাই এত সহজে কিভাবে বুঝলেন পি জি পি নিয়ে। আপনি আপনার এই একাউন্ট হয়তো সম্প্রতি ক্রিয়েট  করেছেন কারো কাছে জিজ্ঞেস করেননি পিজিপি কি এবং কিভাবে কাজ করে। একা একা সবকিছু আয়ত্ত করে ফেলেছেন। Roll Eyes
আপনি আপনার পিজিপি পাবলিক কে এবং মেসেজ দিতে শিখেছেন আশা করি আপনি ফিঙ্গারপ্রিন্ট ও বের করতে পারেন।

আপনি দেখছি অনেক ট্যালেন্টেড। Cheesy
hero member
Activity: 840
Merit: 522
January 29, 2024, 12:04:48 PM
পিসির পাটস গুলো অনেক ভারি হয়। যদি আপনি ৫০/৬০ হাজার টাকা দিয়ে পিসি বানান তা হলে ২ লক্ষ টাকার ল্যাবটপ এর চাইতে ভালো কাজ করবে। যেহেতু ৫০ হাজার টাকা তাই পিসির মান অনেক ভালো হবে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যাবে। সকল ধরনের কাজ অনায়াসে করা যাবে। ল্যাবটপ এর চাইতে পিসি অনেক ভালো কাজে দেয়। তবে ল্যাবটপ এর একটি  ভালো দিক হলো কারেন্ট না থাকলে ও ৫/৬ ঘন্টা ব্যাকাপ পাওয়া যায়।  তবে পিসি একটি সমস্যা হলো কারেন্ট বা আইপিএস না থাকলে চলে না। তবে আমি মনে করি পিসিই বেটার কারণ এখন সকল Software গুলো অনেক ভারি ভারি এর জন্য পিসি অনেক ভালো কাজে দেয়।

যে ব্যাপারে জানেন না, সেই ব্যাপারে পোষ্ট করার আসলে কোনো দরকার আছে বলে মনে হয় না। সব পোষ্টে গিয়েই হয় হয় না করে আপনার যদি অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থাকে, সেটা শেয়ার করতে পারেন। সব পোষ্ট গিয়ে যদি বলেন, এটা ঠিক হবে, সেটা ঠিক হবে। এটা সত্যি, সেটা সত্যি, এসব শিট পোষ্টিং না করলেও চলবে। উল্টা ফোরাম থেকে কিছু ট্যাগ খেয়ে বসে থাকবেন। অলরেডি মেরিট ট্রেডিং এর জন্য নিউট্রাল খেয়ে বসে আছেন।

যে ব্যাপারে খুব বিস্তারিত কিছু জানেন না, সেখানে গিয়ে পোষ্ট না লিখে সেই ব্যাপারে রিসার্চ করুন। আমি আপনার বেশ কিছু ইংলিশ পোষ্ট দেখেছি যেখানে আপনি যা তা লিখে যাচ্ছেন। ব্যাসিক ইংলিশ যদি না জানেন তাহলে তো হবে না। আর জানলেই কি? বাংলায় যদি গঠনমূলক কিছু না লিখতে পারেন, ইংলিশে লিখবেন কি করে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 29, 2024, 11:22:49 AM
পিসির পাটস গুলো অনেক ভারি হয়। যদি আপনি ৫০/৬০ হাজার টাকা দিয়ে পিসি বানান তা হলে ২ লক্ষ টাকার ল্যাবটপ এর চাইতে ভালো কাজ করবে। যেহেতু ৫০ হাজার টাকা তাই পিসির মান অনেক ভালো হবে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যাবে। সকল ধরনের কাজ অনায়াসে করা যাবে। ল্যাবটপ এর চাইতে পিসি অনেক ভালো কাজে দেয়। তবে ল্যাবটপ এর একটি  ভালো দিক হলো কারেন্ট না থাকলে ও ৫/৬ ঘন্টা ব্যাকাপ পাওয়া যায়।  তবে পিসি একটি সমস্যা হলো কারেন্ট বা আইপিএস না থাকলে চলে না। তবে আমি মনে করি পিসিই বেটার কারণ এখন সকল Software গুলো অনেক ভারি ভারি এর জন্য পিসি অনেক ভালো কাজে দেয়।
ভাই আপনার কি মাথা ঠিক আছে? আপনার রিপ্লাই দেখে আমার নিজের মাথায় নিজে টাক মারতে ইচ্ছা করতেছে! এটা কি ধরনের রিপ্লাই? আমাকে বা আমাদের কি কচি বাচ্চা মনে হয়? পিসি আর ল্যাপটপের মধ্যেকার পার্থক্যে আমি অবগত ভাই।  Smiley

পিসির পার্টস ভারি, ল্যাপটপ হালকা এসব আমি কি বুঝিনা? অনেক মজা পাওয়া যাবে, কারেন্ট আইপিএস এসব কেমন কথাবার্তা? ক্লাস ফাইভের বাচ্চাও তো এসব জিনিস বোঝে। আবার ভারি ভারি কাজে পিসি বেটার ল্যাপটপ খারাপ এসব ইনফো দিসে কে আপনাকে? ৫০/৬০ হাজারের পিসি ২ লাখের ল্যাপটপের থেকে বেটার পারফর্ম করে এসব বেহুদা কথা পান কই দিয়ে? ASUS TUF এটার নাম শুনছেন কখনো? মানে যা মনে আসছে তাই লিখে ফেলছেন!

কিছু মনে কইরেননা, আপনার আগেও কয়েকজন আমাকে এবিষয়ে অনেক সাজেশন দিসে। যেমন: Crypto Library, Shishir99, Negotiation ভাইয়েরা। তাদের একজনের কথাবার্তাও আমার কাছে বেখাপ্পা মনে হয়নাই। সবাই প্রাকটিকাল, লিজিকাল কথাবার্তা বলছে। শুধু তাই না, তারা আমাকে লিংক সহ, পার্সোনাল ইউজেস ফিডব্যাক অব্দি দিসে, আর আপনি বলেন হালকা ভারি, বাহ।

বুকে হাত দিয়ে বলি!!! আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি সিগ্নেনাচের কোঠা ফিল করার জায়গা পাচ্ছিলেন না তাই এখানে এই আজাইরা (স্প্যাম) পোস্টটা করছেন।
member
Activity: 448
Merit: 10
January 29, 2024, 10:47:04 AM
হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।

আপনি যদি হেভি কাজ করতে চান, তাহলে আমি বলবো ল্যাপটপের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন ভাই। আপনার ৫০ হাজার টাকার পিসি যেই সার্ভিস দিবে বা যেরকম পারফর্ম করবে, সেই একই রকম পারফরমেন্স পেতে গেলে আপনাকে ১ লাখ টাকার ল্যাপটপ কিনতে হবে। হেভি কাজ করলে যেস্কটপ বিল্ড কর ফেলেন। আর সাথে একটা কম দামি ল্যাপটপ নিতে পারেন যেটাতে ব্রাউজিং সহ অন্যান্য লাইট ওয়েট কাজ গুলো করতে পারবেন।

শপের লিংক নাই। তবে ঢাকার মিরপুর ১০ শাহ আলী প্লাজায় দোকান। দোকানের নাম ল্যাপটপ সোর্স। তারা শুধুমাত্র ইম্পোর্টেড ল্যাপটপ সেল করে থাকে। এখন ব্যাপার হলো ওরা আমাকে ভালো প্রোডাক্ট দিয়েছে এর মানে কিন্তু এই না যে আপনাকেও দিবে। আপনাকে নিজে গিয়ে ভালো করে চেক করে নিয়ে আসতে হবে। সব চেক করে নিবেন।

ভাই আপনি ঠিক বলেছেন কারণ হচ্ছে ৫০-৬০ হাজার টাকার মধ্যে যদি পিসি বিল্ড করা যায় তাহলে সেটা অনেক কার্যকরী এবং অনেক ভারী ভারী কাজগুলো এখানে করা যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে পোর্টেবল যদি প্রয়োজন হয় তাহলে পিসিটা নিয়ে সব জায়গাতে যাওয়া যায় না। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় যে আপনি ইচ্ছা করলেন বাইরে কোথাও গেলেন ২-১ দিনের জন্য বা আপনার বেশিরভাগ সময় বাইরে ঘোরাফেরা প্রয়োজন হয় সে ক্ষেত্রে ল্যাপটপটা অনেক কাজে দেয়। আর এখন থেকে মোটামুটি যেসব পিসি গুলো আসতেছে বা নতুন যেসব ল্যাপটপগুলো আসে ১০ জেনারেশনের পর থেকে সবগুলোতে মোটামুটি পারফরম্যান্স ল্যাপটপ এবং ডেস্কটপ কাছাকাছি থাকে এবং এগুলো টেস্ট দিলে দেখা যায় যে বেঞ্চ মার্কে কাছাকাছি পারফরম্যান্স করে সবগুলাই। ল্যাপটপ এবং ডেক্সটপে দুইটারই কুলিং সিস্টেম এখন মোটামুটি আগের থেকে অনেক উন্নত করেছে ইনটেল এবং রাইজন দুইটা কোম্পানি তো এই ক্ষেত্রে ওই সবগুলোই মোটামুটি কাছাকাছি পারফরম্যান্স করে যদি বাজেট প্রবলেম না হয়। এখন অনেক মুভি বা নাটক সিনেমা এসব অ্যানিমেশনের ক্ষেত্রেও অনেক ভারী এবং বড় প্রজেক্ট এর ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপ ব্যবহার করে অনেকে।
পিসির পাটস গুলো অনেক ভারি হয়। যদি আপনি ৫০/৬০ হাজার টাকা দিয়ে পিসি বানান তা হলে ২ লক্ষ টাকার ল্যাবটপ এর চাইতে ভালো কাজ করবে। যেহেতু ৫০ হাজার টাকা তাই পিসির মান অনেক ভালো হবে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যাবে। সকল ধরনের কাজ অনায়াসে করা যাবে। ল্যাবটপ এর চাইতে পিসি অনেক ভালো কাজে দেয়। তবে ল্যাবটপ এর একটি  ভালো দিক হলো কারেন্ট না থাকলে ও ৫/৬ ঘন্টা ব্যাকাপ পাওয়া যায়।  তবে পিসি একটি সমস্যা হলো কারেন্ট বা আইপিএস না থাকলে চলে না। তবে আমি মনে করি পিসিই বেটার কারণ এখন সকল Software গুলো অনেক ভারি ভারি এর জন্য পিসি অনেক ভালো কাজে দেয়।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 29, 2024, 09:05:33 AM

আচ্ছা ভাইয়েরা আমি এই বিষয়ে একটা জিনিস বুঝতে পারতেছিনা। মেমপুলে দেখলাল 28 sat/vB ফিস দিয়ে বিটকয়েন ট্রানজেকশন করলে $1.65 ডলার ফিস যাবে। কিন্তু আমি আজকে (Trust Wallate) থেকে বিটকয়েন ট্রান্সফার করতে চেয়েছিলাম। আমি সেই ফিস 28 sat/vB দিয়েই পাঠানোর চেষ্টা করলাম বাট ফিস দেখি $1.65 ডলার ফিস এর যায়গায় $3 ডলার কাটবে। আমি এর আগে কয়েকবার মেমপুল এর চেয়ে বেশি ফি দিয়ে ট্রানজেকশন করেছি কিন্তু কখনো বিষয়টি খেয়াল করি নাই। এটা কি শুধু ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রেই নাকী? নাকী অন্যান্য ওয়েলেটেও একই সিস্টেম?
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 29, 2024, 03:47:45 AM
হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।

আপনি যদি হেভি কাজ করতে চান, তাহলে আমি বলবো ল্যাপটপের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন ভাই। আপনার ৫০ হাজার টাকার পিসি যেই সার্ভিস দিবে বা যেরকম পারফর্ম করবে, সেই একই রকম পারফরমেন্স পেতে গেলে আপনাকে ১ লাখ টাকার ল্যাপটপ কিনতে হবে। হেভি কাজ করলে যেস্কটপ বিল্ড কর ফেলেন। আর সাথে একটা কম দামি ল্যাপটপ নিতে পারেন যেটাতে ব্রাউজিং সহ অন্যান্য লাইট ওয়েট কাজ গুলো করতে পারবেন।

শপের লিংক নাই। তবে ঢাকার মিরপুর ১০ শাহ আলী প্লাজায় দোকান। দোকানের নাম ল্যাপটপ সোর্স। তারা শুধুমাত্র ইম্পোর্টেড ল্যাপটপ সেল করে থাকে। এখন ব্যাপার হলো ওরা আমাকে ভালো প্রোডাক্ট দিয়েছে এর মানে কিন্তু এই না যে আপনাকেও দিবে। আপনাকে নিজে গিয়ে ভালো করে চেক করে নিয়ে আসতে হবে। সব চেক করে নিবেন।

ভাই আপনি ঠিক বলেছেন কারণ হচ্ছে ৫০-৬০ হাজার টাকার মধ্যে যদি পিসি বিল্ড করা যায় তাহলে সেটা অনেক কার্যকরী এবং অনেক ভারী ভারী কাজগুলো এখানে করা যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে পোর্টেবল যদি প্রয়োজন হয় তাহলে পিসিটা নিয়ে সব জায়গাতে যাওয়া যায় না। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় যে আপনি ইচ্ছা করলেন বাইরে কোথাও গেলেন ২-১ দিনের জন্য বা আপনার বেশিরভাগ সময় বাইরে ঘোরাফেরা প্রয়োজন হয় সে ক্ষেত্রে ল্যাপটপটা অনেক কাজে দেয়। আর এখন থেকে মোটামুটি যেসব পিসি গুলো আসতেছে বা নতুন যেসব ল্যাপটপগুলো আসে ১০ জেনারেশনের পর থেকে সবগুলোতে মোটামুটি পারফরম্যান্স ল্যাপটপ এবং ডেস্কটপ কাছাকাছি থাকে এবং এগুলো টেস্ট দিলে দেখা যায় যে বেঞ্চ মার্কে কাছাকাছি পারফরম্যান্স করে সবগুলাই। ল্যাপটপ এবং ডেক্সটপে দুইটারই কুলিং সিস্টেম এখন মোটামুটি আগের থেকে অনেক উন্নত করেছে ইনটেল এবং রাইজন দুইটা কোম্পানি তো এই ক্ষেত্রে ওই সবগুলোই মোটামুটি কাছাকাছি পারফরম্যান্স করে যদি বাজেট প্রবলেম না হয়। এখন অনেক মুভি বা নাটক সিনেমা এসব অ্যানিমেশনের ক্ষেত্রেও অনেক ভারী এবং বড় প্রজেক্ট এর ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপ ব্যবহার করে অনেকে।
member
Activity: 84
Merit: 57
January 28, 2024, 02:06:48 PM

আরো একটা বিষয় ফলো করেছি সেটা হচ্ছে মেরিট আর্ন ক.রা যায় কিভাবে আবার কিভাবে একটা একাউন্ট রেডট্রাস্ট খায় আবার কিভাবে ন্যচারাল ট্যাগ খায় আবার কিভাবে পজিটিভ মার্ক পাওয়া যায়।

ফোরামের মেম্বার রেংক হচ্ছে (জেয়ার মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার,  হিরো মেম্বার,  লিজেন্ডারি মেম্বার) এগুলোর কোনটাই আমি না। আমি ব্যান্ডনিউ একদম।  আশা করি আমিও কুয়ালিফাই করে আমিও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ্


ভালো লাগলো আপনার কথা বলার ধরন দেখে। প্রথমত রেঙ্ক আপ মেরিট নিয়ে যদি পড়ে থাকেন তাহলে জীবনেও উপরে উঠতে পারবেননা। সো এসব না ভেবে নরমালি ফোরাম ইউজ করেন, বাঙালি ভাই ব্রাদরদের সাথে পরিচিত হন, কে কি বলে পড়ুন মন দিয়ে। প্রচুর পড়তে হবে।

আবেগে কমেন্ট কইরেননা। একটা কমেন্ট করতে মাক্স ৫ মিনিট লাগে। কিন্তু সেই কমেন্ট করার আগে আমি মিনিমাম ৩০ মিনিট ভাবি কি কমেন্ট করা যায় কিভাবে করা যায়।

ভুলেও আকাম কুকাম কইরেন না। ভুলেও না। বিশেষ করে পিলগারিজম। ভুলেও কারো পোস্ট/কমেন্ট/আর্টিকেল/কনটেন্ট কপি করবেন না। যদি করেন তাহলে তার নাম মেনশন/কোট/হাইলাইট/সোর্স/লিংক করে, তাকে ক্রেডিট দিয়ে পোস্ট করতে হবে। ফোরাম এই বিষয়ে খুব কঠোর। এক কলমও ছাড় দেয়।

শেষে একটা কথা, ফোরামে সময় দেন, এক্টিভ থাকেন, নিরাশ হবেননা সিউর।

আপনি একটা ভুল করছেন। পরপর দুইবার কমেন্ট করতে পারবেননা। লাস্ট পোস্টের লেখাটা আগের পোস্টে যুক্ত করেন আর লাস্ট পোস্ট ডিলিট করেন।

ওকে ভাই আপনার কথা গুলো বুঝতে পেরেছি আমি এবং সামনে ভালো থেকে আরো বিকেয়ারফুল হবো ভাই। ফোরামে সময় দিচ্ছি এবং ভালো ভাবে সবকিছু আয়ত্ব করার চেষ্টা করছি ভাই। আর আগের পোস্ট ডিলিট করে আগের টায় দিয়ে দিয়েছি ভাই।

ভাই আপনি বললেন যে ফোরাম খুব কঠোর এটা একদম ঠিক বলেছেন ভাই। আমি রেড ট্রাস্টের সকল দিক দেখেছি এবং প্রতিদিন একবার করে আপডেট নিউজ দেখে আসি। ওখানে প্রতিদিনি রেডট্রাস্ট নিয়ে পোস্ট হচ্ছে এখানে কোন প্রকার ভুল করলে ওটা চোখে পড়বেই এবং এমন হলে তো কোন ছাড় নেই।
hero member
Activity: 840
Merit: 522
January 28, 2024, 10:56:06 AM
হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।

আপনি যদি হেভি কাজ করতে চান, তাহলে আমি বলবো ল্যাপটপের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন ভাই। আপনার ৫০ হাজার টাকার পিসি যেই সার্ভিস দিবে বা যেরকম পারফর্ম করবে, সেই একই রকম পারফরমেন্স পেতে গেলে আপনাকে ১ লাখ টাকার ল্যাপটপ কিনতে হবে। হেভি কাজ করলে যেস্কটপ বিল্ড কর ফেলেন। আর সাথে একটা কম দামি ল্যাপটপ নিতে পারেন যেটাতে ব্রাউজিং সহ অন্যান্য লাইট ওয়েট কাজ গুলো করতে পারবেন।

শপের লিংক নাই। তবে ঢাকার মিরপুর ১০ শাহ আলী প্লাজায় দোকান। দোকানের নাম ল্যাপটপ সোর্স। তারা শুধুমাত্র ইম্পোর্টেড ল্যাপটপ সেল করে থাকে। এখন ব্যাপার হলো ওরা আমাকে ভালো প্রোডাক্ট দিয়েছে এর মানে কিন্তু এই না যে আপনাকেও দিবে। আপনাকে নিজে গিয়ে ভালো করে চেক করে নিয়ে আসতে হবে। সব চেক করে নিবেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 28, 2024, 12:55:33 AM
কোট
এতো বড়ো কমেন্টটা সম্পূর্ণ কোট করার দরকার ছিলোনা। কোট/snip লিখলেই হতো। যাইহোক করছেন করছেন বাদদেন। একটা টিরিক্স বলি, হয়তো অনেকে জানে আবার অনেকে জানেনা, তাও বলতেছি, আপনি চাইলে কোট টাকেও ছবির মতো রিসাইজ করতে পারবেন। সেইম [size][/size] কোডটা ইউজ করবেন। আর সাইজে দিবেন 9px।
আরো একটা বিষয় ফলো করেছি সেটা হচ্ছে মেরিট আর্ন ক.রা যায় কিভাবে আবার কিভাবে একটা একাউন্ট রেডট্রাস্ট খায় আবার কিভাবে ন্যচারাল ট্যাগ খায় আবার কিভাবে পজিটিভ মার্ক পাওয়া যায়।

ফোরামের মেম্বার রেংক হচ্ছে (জেয়ার মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার,  হিরো মেম্বার,  লিজেন্ডারি মেম্বার) এগুলোর কোনটাই আমি না। আমি ব্যান্ডনিউ একদম।  আশা করি আমিও কুয়ালিফাই করে আমিও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ্


ভালো লাগলো আপনার কথা বলার ধরন দেখে। প্রথমত রেঙ্ক আপ মেরিট নিয়ে যদি পড়ে থাকেন তাহলে জীবনেও উপরে উঠতে পারবেননা। সো এসব না ভেবে নরমালি ফোরাম ইউজ করেন, বাঙালি ভাই ব্রাদরদের সাথে পরিচিত হন, কে কি বলে পড়ুন মন দিয়ে। প্রচুর পড়তে হবে।

আবেগে কমেন্ট কইরেননা। একটা কমেন্ট করতে মাক্স ৫ মিনিট লাগে। কিন্তু সেই কমেন্ট করার আগে আমি মিনিমাম ৩০ মিনিট ভাবি কি কমেন্ট করা যায় কিভাবে করা যায়।

ভুলেও আকাম কুকাম কইরেন না। ভুলেও না। বিশেষ করে পিলগারিজম। ভুলেও কারো পোস্ট/কমেন্ট/আর্টিকেল/কনটেন্ট কপি করবেন না। যদি করেন তাহলে তার নাম মেনশন/কোট/হাইলাইট/সোর্স/লিংক করে, তাকে ক্রেডিট দিয়ে পোস্ট করতে হবে। ফোরাম এই বিষয়ে খুব কঠোর। এক কলমও ছাড় দেয়না।

জেয়ার মেম্বার, এসআর মেম্বার ~ জুনিয়র মেম্বার, সিনিয়র মেম্বার।

শেষে একটা কথা, ফোরামে সময় দেন, এক্টিভ থাকেন, নিরাশ হবেননা সিউর।

আপনি একটা ভুল করছেন। পরপর দুইবার কমেন্ট করতে পারবেননা। লাস্ট পোস্টের লেখাটা আগের পোস্টে যুক্ত করেন আর লাস্ট পোস্ট ডিলিট করেন।

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 28, 2024, 12:48:24 AM
পিসি বিল্ডার পছন্দনা আমার।
কি বলেন ভাই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত পিসি বিল্ডার বাংলাদেশ এর মতো রিয়েল টেস্ট আর বেঞ্চমার্ক করেনাই কেউ। তারা চুলছেরা বেঞ্চমার্ক করে। বাংলাদেশে এরাই এখন পর্যন্ত সামসাং ও আসুস কে ধুয়ে দিয়েছিলো। এর পরে থেকে আসুস রিভিউ এর জন্যে তাদের কাছে কোনো ইউনিট পাঠায় না।  Grin

স্টারটেক নিয়ে আমার আইডিয়া নাই তবে রায়ানসের আমি রেগুলার কাস্টমার। আমার ড্রয়ারে এখনো মনে হয় ২০-২৫ টা প্রোডাক্ট কেনার রিসিপ্ট পড়ে আছে। একটা কলম কিনলেও (কথার কথা) রায়ানস্ থেকে কিনি।
ভাই তাহলে তো স্টারটেক কে চিনার কথা কারন তারা এখন বাংলাদেশের শীর্শে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে রায়ান্স স্টারটেক থেকে প্রোডাক্ট এনে সাপ্লায় দেয়। স্টারটেক অফিসিয়াল মেইন ইম্পোর্টার আর গ্লোবাল ব্রান্ড এদের পার্টনার, আর র‍্যায়ান্স হচ্ছে সেলার তারাও বাংলাদেশে সেকেন্ড পজিশনে আছে।


রগ, প্রেডিটর এসবের ব্যাজেট নাই। মাক্স ১ লাখ। ঐসব নিতে গেলে ১.৫ লাখ লাগে যা বড়লোকি ব্যাপার স্যাপার। Smiley

MSI GF63 Thin 11SC Intel Core i7 11800H 16GB RAM, 512GB SSD 15.6 Inch FHD Display Black Gaming Laptop
-
Asus TUF Gaming F15 FX506HF Intel Core i7 11800H 8GB RAM, 512GB SSD 15.6 Inch FHD Display Graphite Black Gaming Laptop

MSI Cyborg 15 A12UCX Intel Core i5 12450H 8GB RAM, 512GB SSD 15.6 Inch FHD Display Black Gaming Laptop

এগুলো সব রায়ান্সে আছে।

এগুলা দেখতে পারেন দাম বেশি লেখা থাকলেও ১০২-৩k তে দিয়ে দিবে, ৮জিবি র‍্যাম সেখানে একটা র‍্যাম লাগায়ে নিবেন, যেটাতে ১৬ জিবি আছে সেটাই ইউজ করে শেষ করতে পারবেন না।

হ্যাঁ ভাই ৫ বছর এনাফ টাইম। ৫০০-৭০০ মানুষ?!?! এতো মানুষ তো আমি আমার জীবনে চোঁখেও দেখিনি, লল। ভাইয়ের কি এসবের দোকান আছে নাকি।

না ভাই দোকান নাই কিন্তু এগুলো নিয়ে কাজ করেছি অনেক, পিসি ও ল্যাপ্টপের প্রতিটা জিনিস আলাদা আলাদা কাজের জন্যে বানানো হয়েছে, পিসি এর ক্ষেত্রে ইচ্ছা মতো আপডেট করা যায় কিন্তু ল্যাপ্টপে যায়না, আপনার সামান্য একটু ভুলের জন্যে সারাজীবন পস্তাতে হতে পারে। আর বটলনেক ইস্যু যদি একবার হয়ে যায় সারাজীবন ভুগাবে, কারন একদিনের জন্যে কিনেনা কেউ, আর এমন ও না যে কিছুদিন ইউজ করে ফেলে দেয়।

আপনি কি ধরনের কাজ করবেন সেটা জানালে হয়তো একটা পরামর্শ দেয়া যাবে।
member
Activity: 84
Merit: 57
January 27, 2024, 10:02:58 PM
প্রথমে আমার সালাম গ্রহন করবেন (আসসালামু আলাইকুম)  আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাই আছেন। আমি এখানে নতুন একজন মেম্বার। আপনাদের  শুভাকাঙ্ক্ষী হিসেবে গ্রহন করবেন। আপনাদের মাঝে এবং আপনাদের সাথে যেন সুন্দরভাবে থাকতে পারি। আমার সমস্যা হলে আমি এখানে শেয়ার করবো ইনশাআল্লাহ্ আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যেনো সামনে এগিয়ে যেতে পারি। এবং আমি আমার ব্যক্তিগত দিক থেকে যেসব জিনিস জানবো সে তুলে ধরে সাহায্য করার চেষ্টা করবো।

আমি কিছু যাবত আমার একজন বন্ধুর মাধ্যমে এটা সম্পর্কে অবগত হই। এবং আমি এখানে জয়েন করি। জয়েন করার পর আমার বন্ধুর থেকে বিগিনার হেল্প এবং বাংলা থ্রেড সম্পর্কে অবহত হই। অবগত হওয়ার পর আমার ভিতরে এক ধরনের কৌতুহল সৃষ্টি হয় আসলে এটা সুন্দর একটা ফোরাম যেখানে নতুনরা এসেও শিখতে পারতেছে। শূন্য থেকে শুরু করে অনেকে এখন অনেক ভালো জায়গায় এসে গেছে। সবাই দৈর্য্য এর সাথে কাজ করেতেছে এবং ভালো ক্রিটিভেটি দিয়ে অনেক ধরনের সুন্দর সুন্দর টপিক সুন্দরভাবে প্রকাশ করে তাদের মতামত দিয়ে একে অপরকে সাহায্য করতেছে। এখানে ফোরামে সবথেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে সবাই উন্মুক্ত ভাবে বন্ধু সুলভ মিলে মিশে এগিয়ে যাচ্ছে।

আমাদের বাংলাদেশি ভাইরা আমরা অন্য দেশের ভাইদের সাথে কমিউনিকেট করতে পারতেছি। এবং আগামীর বিশ্ব সম্পর্কে জানতে পারতেছি এবং শুধু তাই নয় বানিজ্যিক অবস্থা এবং মারকেট প্লেস  সম্পর্কে সঠিক ধারনা পাচ্ছি এক কথায় বলতে গেলে বিশ্বের সকল তথ্য আমরা এখান থেকেই পাচ্ছি এবং আমরা মত বিনিময় এর মাধ্যমে অনেক কিছু জানতে পারতেছি। এই ধারায় এসে আমিও এতটা খুশি যে আমিও এখানে এসেছি এবং আমিও মত বিনিময়ের সুযোগ পেয়েছি। আমার আফসোস হয়েছে যে এটা সাথে আরো আগে পরিচিত হলাম না কেনো?

আমি বিগিনার এন্ড হেল্প থেকে নতুনদের ফলো করার পোস্ট দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি আসলে সিস্টেমটা কি আর কিভাবে কি করতে হবে এবং সামনের দিকে আগানোর জন্য সব ধরনের কাইটেরিয়া গুলো পরেছি। পরবর্তীতে এই কয়েক যাবৎ বাংলায় এসে পূর্বের পোস্ট এবং রুলস এবং কিভাবে কি করতে হবে সেগুলো নিয়ে পড়েছি। আশা করি সামনে এদিকে আস্তে আস্তে আগাতে পারবো বলে মনে হচ্ছে।  আমি আমার সর্বচ্চটা দিয়ে চেষ্টা করবো যদি আপনারা যারা নতুন তারা যদি সাহায্য করেন।

আরো একটা বিষয় ফলো করেছি সেটা হচ্ছে মেরিট আর্ন করা যায় কিভাবে আবার কিভাবে একটা একাউন্ট রেডট্রাস্ট খায় আবার কিভাবে ন্যচারাল ট্যাগ খায় আবার কিভাবে পজিটিভ মার্ক পাওয়া যায়। এবং সর্ব পরি যেটা দেখলাম সলিট ওয়েতে থাকলে বা কাজ করলে কোন সমস্যা নেই। কিন্তু এদিক সেদিক হলে তাহলে ফোরামে কিভাবে ধরা খায়। এখানে দুর্নীতি করার কোন সুযোগ নেই। ফোরামের মডারেটর এবং ডিটি আছে এরা সব সময় ফলো করেন এগুলো। আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা এখানে দুর্নীতি করার কোন সুযেগ নেই। পজিটিভিটি নিয়ে এগিয়ে গেলে অবশ্যই ভালোর দিকে যাওয়া সম্ভব।

ফোরামের মেম্বার রেংক হচ্ছে (জেয়ার মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার,  হিরো মেম্বার,  লিজেন্ডারি মেম্বার) এগুলোর কোনটাই আমি না। আমি ব্যান্ডনিউ একদম।  আশা করি আমিও কুয়ালিফাই করে আমিও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ্

ভাইলোক কি অবস্থা? কেমন আছেন? Cheesy

দাম এতো কম কেন আমি জানিনা। ফেসবুকে প্রায়ই দেখি ৩৫,৪০,৫০ হাজার টাকায় মারাত্মক মারাত্মক কনফিগের ল্যাপটপ।  i5, i7, SSD, 16GB RAM, Touched OLED display, Fingerprint, আরো কত কি। কিন্তু সেম মডেল যদি অফিসিয়াল সপ দিয়ে নিতে জান দাম পড়বে দ্বিগুণ। এমন না যে খারাপ ল্যাপটপ। নামিনামি ব্রান্ড আর ভালো ভালো মডেলের ল্যাপটপ।

এখন আমার কি করা উচিত? কাস্টম পিসি (+-১ লাখ), নাকি নিউ ল্যাপটপ (+-১ লাখ), নাকি কম দামে ঐ টাইপ ল্যাপটপ (৫০ হাজার)?

আমার এক ফ্রেন্ড এমন সপ দিয়ে ল্যাপটপ কিনছিলো। ৩৫ হাজার পড়ছিল, i5 (7 gen), 8GB RAM, 128 SSD, Touch Display, Fingerprint কনফিগ। চালায়ে দেখলাম, দেখি ভালোই চলে, কোনো সমস্যা নাই।  

এবিষয়ে কারো কোনো আইডিয়া আছে? বাইদাওয়ে আমারে আবার ল্যাপটপ/কম্পিউটারের বিষয়ে নুব ভাইবেননা। আমি কমবেশি সবই পারি/জানি, জাস্ট কোনটা কেনা বেটার হবে।
আলহামদুলিল্লাহ্ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন? আসলে আপনি কি করবেন এবং কি ধরনের কাজের জন্য নিবেন সেটা উপর ডিপেন্ড করে নিতে হবে ভাই।  আপনার মন্তব্য অনুযায়ী বলা যাচ্ছে যে আপনি হয়তো হাই কনফিগারের ডিভাইস চাচ্ছেন মানে আপনি ভালো মানের কাজ গুলো করবেন। যেটার জন্য হাই কনফিগারের কাজ লাগবো। আসলে আপনি যদি পারমানেন্টলি কোথাও স্টে করেন বা বাড়িতেই থাকেন তাহলে পিসি বিল্ড আপ করতে পারেন। পিসি জিনিস টা লং টাইম স্টে করলে সেটাপ করতে পারেন এবং মোটামুটি লেভেলের যাদি একটি ল্যাটপন কিনার টাকা দিয়ে পিসি বিল্ড আাপ করেন তাহলে অবশ্যই ভালো একটা পিসি বিল্ড করতে পারবেন। আর যদি আপনি সর্ট টাইমের জন্য স্টে করেন এবং সাথে মাঝে মধ্যে ক্যারি করতে চান তাহলে ল্যাপটপ কিনতে পারেন। এই সময়ে পিসি এবং ল্যাপটপ কেনার মধ্যে যদি কম্পিয়ার করেন তাহলে আকাশ পাতাল তফাত হবে ভাই। আসলে যে টাকা পিসি কিনবেন ঐ টাকায় ঐ কনফিগের ল্যাপটপ পাওয়া পসিবল না।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি বাসায় সেটআপ করেন তাহলে আপনি পিসি নিয়ে নেন ভাই। ভালো হবে এটা।

আমিও ভাবছিলাম ভাই পিসি নিবো ৬০-৭০এর মধ্যে কিন্তু আমার ভার্সিটিতে ক্যারি করতে হয় তাই আমি Star Tech থেকে ২০২২ এর জানুয়ারিতে MSI Modern 15 AMD Ryzen 5 5500U 512GB SSD 15.6" FHD এটা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ্ অনেক ভালো পারফরম্যান্স পাচ্ছি। আমি যাবতীয় কাজের জন্য ভালোই চলছে এটা।

সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে।

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
January 27, 2024, 04:50:31 PM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 27, 2024, 02:07:35 PM
কোট
ব্যাজেট ভাই ব্যাপক Grin। অরিজিনাল ব্যাজেট ছিল (এখনো আছে) +-১ লাখ। কিন্তু যদি এমন ল্যাপটপ কিনি তাহলে +-৫০ হাজার। কালার টালার ঐসব ফ্রাক্ট না, ইমনিই কিছুদিন পর চটে যায়। পারফরমেন্সটাই আসল আমার কাছে। U/P/H এর কাহিনীটা আমি জানি। আমার কাছে বর্তামানে যেটা আছে সেটা i5-7200U, 128 SSD, 8GB। আমি এটাই মিড গ্রাফিক্সে হাই কনফিগের গেমও রান করে দেখছি, সবই চলে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড (GeForce 940MX) থাকায়। সমস্যা হলো এটার অনেক বয়স হইছে, যায় যায় কন্ডিশন। ব্যাটারি ডেড, অলওয়েজ অন পাওয়ার। Lips sealed

ইমজিগুলো কি আগের ঐ লং প্রসেসের কাহিনি করে পোস্টে ঢুকাইতেছেন? একটা টুউটরিয়াল দেখছিলাম, এই বিষয়ে। Roll Eyes


কোট
পিসি বিল্ডার পছন্দনা আমার। স্টারটেক নিয়ে আমার আইডিয়া নাই তবে রায়ানসের আমি রেগুলার কাস্টমার। আমার ড্রয়ারে এখনো মনে হয় ২০-২৫ টা প্রোডাক্ট কেনার রিসিপ্ট পড়ে আছে। একটা কলম কিনলেও (কথার কথা) রায়ানস্ থেকে কিনি।

রগ, প্রেডিটর এসবের ব্যাজেট নাই। মাক্স ১ লাখ। ঐসব নিতে গেলে ১.৫ লাখ লাগে যা বড়লোকি ব্যাপার স্যাপার। Smiley

হ্যাঁ ভাই ৫ বছর এনাফ টাইম। ৫০০-৭০০ মানুষ?!?! এতো মানুষ তো আমি আমার জীবনে চোঁখেও দেখিনি, লল। ভাইয়ের কি এসবের দোকান আছে নাকি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 27, 2024, 01:37:57 PM
হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।
বিষয়টা হচ্ছে গিয়ে ৩০ থেকে ৪০ হাজারের মধ্যে hp এর elite book ল্যাপটপ গুলোর মধ্যে নিতে পারেন তাছাড়া রয়েছে লেনোভো থিন প্যাড , আমি নিজেও hp এর elite book এর g সিরিজের একটি ল্যাপটপ ইউজ করি। আমার মূলত হাই কনফিগারেশনের একটি পিসি রয়েছে তারপরেও ঘরের বাহিরে বা আত্মীয়-স্বজনের বাসায় ঘুরতে গেলে টুকিটাকি কাজ যখন করতে হয় তখন এই ল্যাপটপের মাধ্যমে সামাল দেই।
মূল কথায় আসি আপনি চাইলে ৩০০০০ এর মধ্যে hp elite book G5 16gb  512gb এর মডেলটি নিতে পারেন আমি আমার এক ফ্রেন্ডকে কিনে দিয়েছি তার ছয় মাস যাবত কোন সমস্যা হয়নি তাছাড়া। বাজেট আর একটু বাড়ালে লেনোভো থিন প্যাড গুলো নিতে পারেন, এটাও আমি আমার আরেক ফ্রেন্ডকে থেকে কিনে দিয়েছি এখনো পর্যন্ত ওর কাছ থেকে কোন সমস্যা শুনতে পাইনি।
তবে মূল কথা হলো এগুলো সব প্রজেক্ট থেকে ল্যাপটপ আসে প্রজেক্ট শেষ হওয়ার পর ল্যাপটপ গুলো সেল দিয়ে দেওয়া হয় তারপরে এগুলো বায়াররা কিনে রিকন্ডিশন করে। মূল কথা আপনি দেখবেন ল্যাপটপটি একদম নতুনের মতন কিন্তু মাত্র ৭০০ থেকে ৮০০ টাকা খরচ করলে একদম নতুনের মতন কালার করা যায় আপনি বুঝবেনই না কিন্তু ৪-৫ মাস ইউজ করার পর বুঝবেন সেই রংগুলো হালকা হালকা করে উঠে যাচ্ছে। তবে পারফরমেন্সের কথা বলতে গেলে খারাপ না যদিও ইলেকট্রনিক্স জিনিসের কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না।

তাছাড়া আরেকটি বিষয় বলতে চাই যে যখনই ল্যাপটপ কিনতে যাবেন তখন ল্যাপটপটির প্রসেসরের মডেলের পিছনে কোন আলফাবেট রয়েছে এটা খেয়াল করবেন, যেমন সাধারণত U/P/H থাকে

এখন বুঝবেন কিভাবে আপনার জন্য কোনটা প্রয়োজন, সেটা হল যে প্রসেসর এর মডেলের পিছনে U সেটি ছোটখাটো হালকা কাজের জন্য ব্যবহার করা যায়।
আর যে প্রসেসর এর মডেলের সাথে P রয়েছে সেগুলো মূলত মোটামুটি চাপ সহ্য করার মতন ল্যাপটপ।
আর যেগুলোর সাথে H থাকে সেগুলো হাই পারফরমেন্স দেয় সেগুলো আপনি মোটামুটি ভারি কাজ ভিডিও এডিটিং এবং গেমিংও করতে পারবেন।
তবে ৩০ থেকে ৪০ কে বাজেটের মধ্যে U এর উপরে পাওয়া খুবই টাফ, আমার মনে হয় না পাবেন।
তাইলে এখান থেকে আরো বিস্তারিত দেখতে পারেন,  Ali Hossain এর একটি ভিডিওতে এর সম্পর্কে প্রথম জেনেছিলাম(যদিও ভিডিওটা এখন খুঁজে পেলাম না), কিন্তু মজার বিষয় হলো কি ভিডিওটা দেখেছিলাম ল্যাপটপটি কেনার পরে, আর দেখি সাথে U লাগানো। Roll Eyes
কিন্তু এই ফোরাম রিলেটেড নানান কাজগুলো ইমেজ এডিটিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপিং মোটামুটি সবকিছুই রান করতে পারবেন কষ্ট হবে না বেশি। কারণ আমি নিজেও করে থাকি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 27, 2024, 12:52:43 PM
যদি কাজ করা প্রিফারেন্স থাকে, তাহলে ৬০ হাজার টাকায় গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো পিসি বিল্ড করতে পারেন। আর আপনার যদি এমন হয় যে না আপনি ঘন ঘন ঘুরতে যাবেন, সাথে ক্যারি করা দরকার, তাহলে তো ল্যাপটপ কিনতেই হবে। এই ক্ষেত্রে এতো দামি ল্যাপটপ কেনা আমার কাছে টাকা নষ্ট মনে হয়। আপনি মনে হয় আমাকে দেখেছেন যে আমি কিছুদিন আগে বিটকয়েন কোর রান করেছিলাম আমার ল্যাপটপে, সেটা আমি রিফাবরিসড্ কিনেছি ঢাকার একটা শপ থেকে। দেখে কিনতে পারলে ভালো প্রেডাক্ট পাবেন। আমি যেটা কিনেছি, সেটা হলো লেনোভো থিংকপ্যাড টি ৪৮০, টাচ স্ক্রিন, ফিংগ্যারপ্রিন্ট আছে, র‌্যাম ৮ জিবি এবং এস এস ডি ২৫৬ জিবি এন ভি এম ই। আর প্রসেসর i5 8 জেনারেশন। দাম ৩০ এর ভেতরে। একই ল্যাপটপ নতুন কিনলে আপনাকে ৭৫+ গুনতে হবে।
হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।
hero member
Activity: 840
Merit: 522
January 27, 2024, 10:25:23 AM
এখন আসি রিফাবরিসড্ ল্যাপটপের কাহিনিতে। আসলে এগুলো দেশে কিভাবে আসছে, বা দাম এতো কম কেন আমি জানিনা। ফেসবুকে প্রায়ই দেখি ৩৫,৪০,৫০ হাজার টাকায় মারাত্মক মারাত্মক কনফিগের ল্যাপটপ।  i5, i7, SSD, 16GB RAM, Touched OLED display, Fingerprint, আরো কত কি। কিন্তু সেম মডেল যদি অফিসিয়াল সপ দিয়ে নিতে জান দাম পড়বে দ্বিগুণ। এমন না যে খারাপ ল্যাপটপ। নামিনামি ব্রান্ড আর ভালো ভালো মডেলের ল্যাপটপ।

এতো টাকা দিয়া এতো দামি ল্যাপটপ কেনার কোনো মানে হয় না। আপনার যদি কাজ করা প্রিফারেন্স থাকে, তাহলে ৬০ হাজার টাকায় গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো পিসি বিল্ড করতে পারেন। আর আপনার যদি এমন হয় যে না আপনি ঘন ঘন ঘুরতে যাবেন, সাথে ক্যারি করা দরকার, তাহলে তো ল্যাপটপ কিনতেই হবে। এই ক্ষেত্রে এতো দামি ল্যাপটপ কেনা আমার কাছে টাকা নষ্ট মনে হয়। আপনি মনে হয় আমাকে দেখেছেন যে আমি কিছুদিন আগে বিটকয়েন কোর রান করেছিলাম আমার ল্যাপটপে, সেটা আমি রিফাবরিসড্ কিনেছি ঢাকার একটা শপ থেকে। দেখে কিনতে পারলে ভালো প্রেডাক্ট পাবেন। আমি যেটা কিনেছি, সেটা হলো লেনোভো থিংকপ্যাড টি ৪৮০, টাচ স্ক্রিন, ফিংগ্যারপ্রিন্ট আছে, র‌্যাম ৮ জিবি এবং এস এস ডি ২৫৬ জিবি এন ভি এম ই। আর প্রসেসর i5 8 জেনারেশন। দাম ৩০ এর ভেতরে। একই ল্যাপটপ নতুন কিনলে আপনাকে ৭৫+ গুনতে হবে। দরকার কি ভাই? যাচ্ছে তো বিনদাস!
Pages:
Jump to: