গত রাতে আমার আমার 30 sat ফি দিয়ে পাঠানো সেই ট্রানজেকশনটি কনফার্ম হয়েছে। খুবই ভালো লাগলো সকালে উঠে দেখি রাতেই মধ্যেই কনফার্ম হওয়ার নোটিফিকেশন উঠে রয়েছে। কোন ভাইয়ে জানি বলেছিলেন কি জানি মনে নাই, কনফার্ম হবে না নাকী? ট্রাস্ট ওয়ালেটের সাপোর্টারদের সাথে আলাপ করতে বলেছিলেন। যাইহোক আমি কিছুই করেছিলাম না। মেমপুল অনেকটাই কমে এসেছে। রাতে মনে হয় আরো কমেছিলো। আজকে অনেক খুশি লাগতাছে।
আপনাকে অভিনন্দন। আমিও কিছু বিটকয়েন ট্রান্সফার করার চেষ্টা করছিলাম কয়েকদিন ধরে কিন্তু হাই ফি এর কারনে ট্রাঞ্জেকশন করার সাহস পাচ্ছিলাম না। সেদিন দেখলাম ফি ৪০ থেকে ৫০ Sat/vB এর আশে পাশে আছে। ৪০ সাতোশি দিয়ে ট্রানজেকশন করে দিলাম, কয়েকটা ব্লক পরেই একটা ব্লকে ইনক্লুড হয়ে গেছে। আমাদের থ্রেডে অনেকেই কিছু ভুল টার্ম ব্যাবিহার করছেন যেগুলো আসলে সংশোধন করা প্রয়োজন। নইলে ভবিষ্যতে সবাই এগুলোকেই সঠিক মনে করবে।
যেমন, মেমপুল কমা বা বাড়া বলতে কিছু নেই। বিটকয়েন এর ট্রানজেকশন ভলিয়ম বেড়ে গেলে মিমপুতে অতিরিক্ত ট্রানজেকশন গুলো জমা হতে থাকে। যেটাকে বলা ভিড় বা কনজেশন। এই কনজেশনের কারনে সবাই চায় তার ট্রানজেকশন আগে কমপ্লিট করতে। আর এর জন্য হাই ফি ব্যাবহার করে থাকে। কারণ, মাইনার রা হাই ট্রানজেকশন ফি দেয়া ট্রানজেকশন গুলোকেই প্রাধান্য দেয়।
তো আপনি যেখানে বলেছেন মিমপুল বেড়ে গেছে, এখানে সঠিক হবে, মিমপুলে কনজেশন বেড়ে গেছে, অথবা ট্রানজেকশন ফি বেড়ে গেছে। আশা করি বুজতে পেরেছেন।
মার্কেট বিয়ারিং এর জন্য বাউন্টি আসতেছে না আর যেগুলো আসতেছে সেগুলো খুব ভালো না। নতুন নতুন একাউন্ট দিয়ে দেখি বাউন্টি ছাড়ে অনেকে এরা নতুন এরা পেমেন্ট দেবে বলে মনে হয় না। এদের বেশিরভাগ প্রজেক্ট ইস্কাম করে।
মার্কেট বিয়ারিং কোনো টার্ম নয়। এটা মুলত বিয়ার মার্কেট এবং বুল মার্কেট। বুল মার্কেট বুঝায় যখন মার্কেট আপ ট্রেন্ড এ থাকে। আর যখন ডাউন ট্রেন্ড এ থাকে, সেটাকে বিয়ার মার্কেট বলা হয়। আর বর্তমান অবস্থাকে আমি বিয়ার মার্কেট বলতে চাই না। আমরা আপাতত বুল রানের দিকেই এগুচ্ছি। বুল রান বা বিয়ার রানের সাথে বাউন্টির কোনো সম্পর্ক আছে কি না আমি জানি না। তবে যারা বাউন্টির কাজ করেন, এখানে নতুন একাউন্ট বা পুরাতন একাউন্ট থেকে বাউন্টি রান করা খুব একটা ফ্যাক্ট করে না। আপনাকে দেখতে হবে যে প্রজেক্ট এর ফান্ড এস্ক্রো করা হয়েছে কি না। স্বনামধন্য বাউন্টি ম্যানেজার ও পেমেন্ট করতে পারবে না যদি পেমেন্ট এস্ক্রো করা না থাকে।
মেমপুল বৃদ্ধি পাওয়ার কারণে আপনার বিটকয়েন ট্রানজেকশন হয়নি। -
মিমপুল বৃদ্ধি পাওয়ার টার্ম এর ব্যাপারে আমার ওপরের লেখাটা একটু পরবেন প্লিজ।
বিটকয়েন হোল্ডাররা এই ট্রানজেকশন এর কারণে নানাভাবে বিপদের সম্মুখীন হয়েছেন।
ট্রানজেকশন ফি এর কারনে হোল্ডার রা আসলে বিপদে পড়ে নাই। যারা হোলদার, তারা হোল্ড করেই বসে আছে। বিপদে পড়েছি আপনার আমার মতো ব্যাবহারকারীরা। কারন আমাদেরকেই প্রতিনিয়ত ট্রানজেকশন করতে হয়। হোল্ডার রা ট্রান্সফার করার সময় এসব ফি তাদেরকে বদার করে না।