সততা আর সম্পর্ক ভালো রাখা ভিন্ন জিনিস ভাই। একজন মানুষের সাথে ভালো সম্পর্ক বিভিন্ন ভাবে হতে পারে। ফোরামে সেটা একটু কঠিন হলেও একেবারে অসম্ভব কিছু নয়। সবচেয়ে বড় ব্যাপার হলো, ভালো সম্পর্ক কারো সাথে না বানাতে পারলেও খারাপ সম্পর্ক বানাতে যাবেন না। যতটুকু সম্ভব ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন। ফোরামে ভালো সম্পর্ক তৈরী করার জন্য সব সময় মানুষের সাথে বিনয়ী হতে পারেন। যখন আপনি কারো সাথে বিনয়ী ভাষায় কথা বলবেন, তখন সে এমনিতেই আপনাকেও সম্মান করবে। যতটুকু সম্ভব মানুষকে হেল্প করার চেষ্টা করতে পারেন। কাউকে একবার হেল্প করার পর দেখবেন তার সাথে এমনিতেই আপনার ভালো সম্পর্ক হয়ে গেছে। সেজন্য ফোরামে সময় দেয়া জরুরী। যারা আমার মতো ফোরামে এসে পোষ্ট করে আবার চলে যান, তার জন্য এগুলো মেন্টেইন করা একটু কষ্টসাধ্য ব্যাপার।
ভালো সম্পর্ক মানে নিজের নেটওয়ার্কিং বৃদ্ধি করাকেই বুঝাই আর আমি মনে করি এই নেটওয়ার্কিং করতে যে ব্যক্তি যত বেশি দক্ষ হবে এবং যার নেটওয়ার্কিং যত বেশি হবে তার রেপুটেশন এবং অগ্রগতি দেখবেন অন্যান্য সবার চাইতে অনেক দ্রুত গতিতে হবে।
সো কোনো প্ল্যাটফর্মে প্রবেশের সাথে সাথেই নেটওয়ার্কিং টা অনেক জরুরী সেটা যে শুধু আপনার ফোরামের ক্ষেত্রে এমনটা নয় আপনি রিয়েল লাইফে যখন কোন নতুন কর্মক্ষেত্রেও যোগদান করবেন সেখানেও এটা কাজে লাগবে নেটওয়ার্কিং থাকলে প্রতিটা জায়গায় সাকসেস দ্রুত গতিতে আসবে।
তবে নেটওয়ার্কিং করতে গেলেও আমাদের ভিতরে কিছু থাকতে হবে এর জন্য হার্ড ওয়ার্কিং লাগে আপনি যে ক্ষেত্রে থাকবেন ওই ক্ষেত্রে এক্সপ্লোর করতে হবে তবেই আপনি অন্যদের সাথে কন্ট্রাক্ট এবং ভালো সম্পর্ক তৈরির মাধ্যমে আপনার নেটওয়ার্কিং বৃদ্ধি করতে পারবেন।
এক প্রকার নিরবে নিভ্রিতে আমাদের বাংলাদেশ থ্রেড এর নাম বাংলা (Bengali) হয়ে গেলো। সেটা কয়জন খেয়াল করেছেন? BitCoinDream ভাই, আপনি কি কারো মতামত নেয়ার প্রয়োজন বোধ করেন নাই? নাকি আপনার ডিসিশন সবার ওপর চাপিয়ে দিলেন? বাংলাদেশ নাম টা ভূল ছিলো কি? বাংলাদেশ ছাড়া বাইরের লোক এই থ্রেড এ আছে বলে আমার মনে হয় না।
খেয়াল করলাম ভাই গত কয়েক ঘণ্টা আগেই চেঞ্জ করা হলো, যদিও আমি বুঝলাম না কি কারনে করা হইল, এর সম্পর্কে কয়েক মাস আগে কথা তোলা হয়েছিল সবার মতামতের জন্য জিজ্ঞাসা করা হয়েছিল তখনো বেশিরভাগ মতামত বাংলাদেশ রাখার পক্ষেই ছিল। কিন্তু আল্টিমেটলি এমন হুট হাট ডিসিশন হবে এটা আশা করিনি। বলতে গেলে একটু ভেতরে চাপা কষ্ট পেলাম।
BitCoinDream আশা করি বিষয়টা আবারও খতিয়ে দেখবেন কারণ বর্তমানে এটা শুধু একটা সেলফ মডারেট টপিক এর মধ্যে সীমাবদ্ধ নেই এটি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে পরিণত হয়েছে।