Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 83. (Read 5686121 times)

sr. member
Activity: 420
Merit: 376
January 24, 2024, 08:07:33 AM
আমাদের কি কি করা উচিৎ এবং কি কি এড়িয়ে চলা উচিৎ। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
আপনাকেও অনেক বেশি ধন্যবাদ শিক্ষনীয় একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য।

আমি একটি বিষয় যোগ করতে চাই সেটা হচ্ছে আমরা নতুন অনেকেই আছি যারা পোষ্টের মধ্যে ইমেজ যুক্ত করতে চাই বা যুক্ত করি। তাদের মধ্যে অনেকে ইমেজের উচ্চতা বা প্রস্থ সঠিকভাবে ব্যবহার করতে পারে না।
তাই সবার উচিত সঠিক পরিমাপ অনুযায়ী পোষ্টের মধ্যে সঠিকভাবে ইমেজ যুক্ত করার চেষ্টা করা।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 24, 2024, 05:18:41 AM
মেটা বোর্ড এ এটা নিয়ে থ্রেড লিখেছেন 1miau, থ্রেড লিংকঃ https://bitcointalksearch.org/topic/campaign-to-improve-posting-quality-for-local-boards-5409763

ক্যাম্পেইন টি শুরু করেছেন 1miau
এবং কো স্পন্সর করেছেন GazetaBitcoin

বিটকয়েন-সম্পর্কিত কন্টেন্ট এর একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসাবে বিটকয়েনটকের ভূমিকা ধরে রাখার জন্য ভাল কোয়ালিটির পোস্ট করা গুরুত্বপূর্ণ, আশা করি কিছু নতুন লোক এখানে সাইন আপ করবে এবং অবশ্যই স্টাবলিশ মেম্বাররা একটিভ থাকবেন এবং বিটকয়েনটক ছেড়ে যাবে না।

যেহেতু স্প্যামারদেরকে বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করা থেকে আটকানোর জন্য মেরিট না দেয়াই যথেষ্ট না, ভালো পোস্ট কে উৎসাহ দেয়ার জন্য মেরিট সিস্টেম নিয়ে আসা হয় এবং মেরিট সোর্সদের কে এডভাইজ করা হয় তারা যেনো ভালো কন্টেন্ট গুলোকে পুরস্কৃত করেন এবং অরুচিকর এবং শিট পোস্ট কে নিরুৎসাহিত করেন।

1miau তার জার্মান বোর্ড এ তার নিজের বানানো কিছু ক্রিয়েটারিয়া দিয়ে ভালো এবং খারাপ পোস্টগুলোকে নির্ধারণ করে থাকেন। যেখানে তিনি ভালো পোস্ট কে মেরিট দিয়ে থাকেন এবং খারাপ পোস্ট গুলো কে নিরুৎসাহিত করে।

আমাদের থ্রেড এ অনেক নতুন এবং পুরাতন মেম্বার আছে যাদের মধ্যে অনেকেই এখনো ফোরামের ব্যাসিক কিছু জিনিস এভয়েড করে চলে। ফোরামের অফিশিয়াল রুলসের বাইরেও কিছু কমন ব্যাপার আছে যেগুলো আপনাকে আপনার নিজের কমন সেন্স ব্যাবহার করে মেনে চলতে হবে। নিজের পোস্ট কোয়ালিটি মেইন্টেইন করার জন্য কিছু জিনিস মাথায় রাখা জরুরী। পোস্ট কোয়ালিটি ভালো রাখার জন্য কি কি করতে পারেন, সেগুলো 1miau এবং আমার নিজের কিছু মতামত থেকে তুলে ধরার চেস্ট করলাম যেগুলো আপনারা ফলো করলে আগের চেয়ে বেশি মেরিট পেতে পারেন।

পোস্ট কোয়ালিটি ভালো রাখার জন্য যা করতে পারেনঃ

যখন নতুন থ্রেড ক্রিয়েট করবেন, তখন এগুলো খেয়াল রাখবেন
  • গাইড/টিউটোরিয়াল এবং ইনোভেটিভ নতুন কিছু নিয়ে টপিক লিখতে পারেন যেখানে অনেক মানুষ ইন্টারেস্টেড হতে পারে।
  • নতুন উপায়ে কোনো র‍্যাফেল বা গিভাওয়ে করতে পারেন।
  • আরটিকেল লেখার সময় ভেতরে স্পেস করে করে লিখবেন। ছোট ছোট প্যারাগ্রাফ করে লিখবেন।
  • বড় পোস্ট লেখার সময় লেখাকে কয়েকটা ভাগ করে নিবেন এবং প্রতিটা ভাগের জন্য সাব হেডিং ব্যাবহার করতে পারেন।
  • পোস্ট এ টেবিল, পয়েন্টার বা ইমেজ ব্যাবহার করতে পারেন। কোনো কিছু বুঝানোর ক্ষেত্রে ছবি ব্যাবহার করা জরুরি।
  • পোস্ট লেখার পর সেটা পোস্ট করার আগে পড়ে নিবেন যে আপনি নিজে বুঝতে পারেন কি না।
  • কমেন্ট করার সময় ভেবে দেখবেন যে আপনার পোস্ট টা আসলে ইন্টারেস্টেড কি না।
  • আপনার থ্রেড বা পোস্ট গুলো আপডেটেড রাখার চেস্টা করুন। ধরেন আপনি ২ বছর আগে পোস্ট করেছিলেন, কিন্তু এখন সেটার ইমেজ শো করছে না, এই ক্ষেত্রে নতুন ইমেজ ব্যাবহার করুন।
  • সঠিক ইমেজ সাইজ ব্যাবহার করুন। মাঝে মাঝে এমন স্ক্রিনশট বা অন্যান্য ইমেজ ব্যাবহার করি, যা পুরো পেইজ জুড়ে যায়গা নিয়ে নেয়। ফোরামের ম্যাক্সিমাম Width হলো ১০৫০। ছবিতে সব সময় Width সাইজ ব্যাবহার করবেন। একই সাথে Width এবং হাইট ব্যাবহার করার প্রয়োজন নেই।

কি করতে পারেন, সেটার চাইতে কি এভয়েড করবেন, এই লিস্ট টাই বড় হবে। আমরা অনেকেই আন-নেসেসারি কিছু কাজ করে থাকি যেগুলো আসলে আমাদের এভয়েড করে উচিৎ।

যা যা এভয়েড করবেনঃ

  • পিরামিড কোট, এটা খুবই বিরক্তিকর। আপনি কোনো পোস্ট কে কোট করে উত্তর দিতে চাইলে আপনি অংশটুকুর উত্তর দিতে চান, শুধু সেইটুকু কোট করুন
  • অযথা মেনশন করা বন্ধ করুন। আমাদের বাংলাদেশি ইউজার রা হুদাই সিরিয়াল ধরে সবাইকে মেনশন করতে থাকে। এগুলো খুবই বিরক্তিকর
  • নিউজ কপি পেস্ট, আমাদের থ্রেডেই একটা সময় প্রচুর পরিমান নিউজ কপি পেস্ট হতো। খুব গুরুত্বপূর্ণ না হলে নিউজ পোস্ট করা বন্ধ করুন।
  • টেক্সট এর ওয়াল এভয়েড করুন। ফোরামে অনেকেই দেখবেন ওয়ালের মতো লিখে যাচ্ছে, এটা করবেন না। লেখাকে ছোট ছোট ভাগ করে করে লিখুন।
  • স্ক্যাম প্রজেক্ট এভয়েড করুন। এর মধ্যে পিরামিড স্কিমগুলো অন্যতম
  • পোস্ট করার সময় বানানের প্রতি খেয়াল রাখুন। ভূল হতেই পারে, তবে ভুল ধরতে পারলে শুধরে নিন।
  • কপি পেস্ট এভয়েড করুন। যদিও এটা অলরেডি ফোরাম রুলসেই আছে। তবে আমি এখানেও মেনশন করে দিলাম।
  • এ আই ব্যাবহার করবেন না। আমাদের থ্রেড এর কয়েকজন এ আই ব্যাবহার করে ধরা খেয়ে ট্যাগ খেয়েও বসে আছে।
  • যেই ব্যাপারে জানেন না, সেই ব্যাপারে পোস্ট করতে যাবেন না। অল্প বিদ্যা ভয়ংকরী বলেই আমরা জানি।

পোস্ট কোয়ালিটি ভালো করার জন্য আরো অনেক কিছুই করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমার মাথায় আসছে না। মনে হলে আমি পোস্ট এডিট করে নতুন করে এড করে দিবো। আর এই পোস্ট এর মাধ্যমে সবাইকে অনুরোধ করবো আপনিও আপনার আইডিয়া শেয়ার করুন যে কিভাবে পোস্ট কোয়ালিটি ভালো করা যায়। আমাদের কি কি করা উচিৎ এবং কি কি এড়িয়ে চলা উচিৎ। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।

এডিটঃ
সাধারনত মেনে চলা নিয়মগুলো এরকম

সাধারন নিয়মগুলো হচ্ছে এরকম যেগুলো সেলফ মোডারেটেড আর্টিকেল থ্রেড গুলো নিয়ন্ত্রন করতে সহযোগিতা করে। যখন সাধারন নিয়মগুলো মেনে চলার কথা বলা হয়, তখন সাধারনত নিচের নিয়মগুলো মেনে চলার কথা বলা হয়ে থাকেঃ

  • কোনো অফ-টপিক পোস্ট করবেন না
  • পিরামিড কোট করবেন না
  • অপ্রয়োজনীয় বাংলিশ ব্যাবহার করবেন না
  • লো কোয়ালিটির (শিটপোস্ট) পোস্ট করবেন না
  • কাউকে অপমান করবেন না
  • অপ্রয়োজনীয় মিমস/গিফ পোস্ট করবেন না
  • কোনো ট্রল করবেন না
  • দয়া করে ভালো এবং সঠিক বাংলা ব্যাবহার করুন এবং বানানের দিকে খেয়াল রাখুন

যদি সাধারন ভাবে মেনে চলা নিয়মের কথা উল্লেখ করা হয়, তাহলে এই নিয়ম অনুসারে থ্রেড টি মডারেট করা হবে। সাধারনত মেনে চলা নিয়মগুলো কমন প্রপার্টি।
sr. member
Activity: 420
Merit: 376
January 23, 2024, 11:54:06 PM
মিয়া,,, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করার জন্য অভিনন্দন। আর আপনার জন্য আপডেট নিউজ হলো, অল্টকয়েন টকে টেলিগ্রাম বট সিস্টেম আপডেট আনা হয়েছে। এখন কেউ মেনশন করলে বুঝতে পারবেন।
এখনো হই নাই.... Smiley

সত্যি বলতে আমার অল্টকয়েনটকের ইন্টারফেসটা একদম ভালো লাগেনা, চোঁখে বাজে, কি সব হাবিজাবি এনিমেশন/ইমেজ দিয়ে রাখছে। এর থেকে ভালো ছিল কোনো কিছু নাই রাখা, কারণ কোয়ালিটি বাজে লাগছে আমার কাছে। কিন্তু বিটকয়েনটকে এমন কখনো মনে হয়নি। পুরানো দিনের, ফ্রী ফেসবুকের ইন্টারফেসের কথা মনে আছে? বিটকয়েনটক ঠিক তেমনই। বিটকয়েনটকের ইন্টারফেস থেকে সবসময় একটা ক্লাসিক/এসথেটিক/রেটরো ভাইব পাই যা কখনো অল্টে পাইনি।

বটের পোস্ট লিংকটা আমাকে মেসেজে দিয়েনতো, আমি খুজে পাইনা কিছু।

ভাই এই লিঙ্কে প্রবেশ করলে altt_notifier_bot এর পোস্ট লিঙ্ক পাবেন। যেটা ১৮ জানুয়ারি পোস্ট করেছে @PX-Z

altt_notifier_bot link=https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0



AltcoinsTalks Telegram Notifier



Features:
- Mention/quote notification
- Stop notification/unsubscribe
- Track Phrase
- Track user posts
- Ignore users (soon)

Command:
/start - to start the bot, can be seen on the first visit the bot.
/menu - shows unsubscribe and track phrase

Telegram bot:
@altt_notifier_bot

Registration


Using command /menu




Donations:

BTC: bc1q00pxz0k04ndxqdvmkr8kj3fwtlntfctlzp37xl
ETH: 0x6e212cB02e53c7d53b84277ecC7A923601422a46
USDT (Trc20): TWyvoyijQY2mhnpUMY4bmpk3fX8A66KZTX

All donations will go towards the server/domain expense.

Feel free to ask me for the donation address for other coins that were not mentioned.



Credits:
Goes to TryNinja, the idea and the looks is based on Bitcointalk SuperNotifier



Thoughts
The bot scrapes data per msg_id in 1-minute intervals, meaning the notification might be delayed by 1 minute or more. The interval is due to the cron job limit. The delay might be more painful if my site's server is down, too.
The long interval is to avoid the forum servers' outage, which I guess 1 minute is enough to avoid this. The interval time will be changed in the future so for the meantime...

Note, I don't save any data to my server except the msg_id, which I used to identify what msg_ids are already scraped.
Bot checks the subject and posts content, including the quotes, so every time your post is quoted, you will be notified.


Let me know what your thoughts. The bot icon is not yet set, maybe someone can make a superb one Smiley
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 23, 2024, 11:15:04 PM
যাই হোক আমি একটা ডোমেইন পারচেস্ট করতে চাচ্ছি। আপনাদের মধ্যে কারো কি ক্রিপ্ত কারেন্সি সাপোর্ট করে এমন ডোমেইন হোস্ট প্রোভাইডার এর এক্সপেরিয়েন্স আছে?
আমি লো কস্টে ভালো সিকিউর এবং প্রাইভেসি মেইনটেইন হবে এমন একটি ডোমেইন হোস্ট প্রোভাইডার ওয়েবসাইট খুজছি।
যদিও আমি ডোমেন হোস্ট কখনো ব্যবহার করিনি আমারও করার ইচ্ছা ছিল ছোটখাটো ফেসবুক বিজনেস চালাই সেটার জন্য, ভাই আপনি এই https://www.hostinger.com/ ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। যদিও আমি নিজে এটি ব্যবহার করিনি তবে আমার এক পরিচিত কাছের বন্ধু রয়েছে সে এটি এক বছরের জন্য ইউজ করেছে তার কাছ থেকে শুনেছি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে এরকম গুলোর মধ্যে মোটামুটি ভালো।
Namecheap, namesilo, hostinger এই তিনটাই আমি ব্যবহার করেছি। নেইমচিপ আর নেইমসিলোতে হস্টিং নিয়ে এক্সপেরিয়েন্স খুবই বাজে আমার। পরবর্তীতে আমি অনেকটা বাধ্য হয়েই হস্টিংগারে শিফট হইলাম। এখন পর্যন্ত মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি। CL ভাই, ডোমেইন কি ফোরাম রিলেটেড কোন কিছুর জন্য?

হোস্টিং এর ক্ষেত্রে উপরে যে নাম গুলো উল্ল্যেখ করেছেন আমার পরিচিত কয়েকজন কাজ করে তাদের মতে বাংলাদেশিদের কাছে অনেক হ্যসেল এর ব্যাপার হয়ে উঠে। যদি বাংলাদেশ রিলেটেড বা বাংলাদেশ থেকে পরিচালিত কাজ কর্ম হয় তাহলে ExonHost অনেক ভালো সার্ভিস দেয় অনেক বছর ধরেই, এ্যামাজন বা ইকমার্স বেজ কাজ করলে বেশিরভাগ বাংলাদেশি এখন ExonHost ব্যাবহার করে, তবে নেমচিপ নিয়ে আমার অভিজ্ঞতা খুব খারাপ সস্তার ১২ অবস্তা।  Grin নেমচিপ থেকে হোস্টিং কেনার পরে যদি ৫০০ মানুষ ভিজিট করে তার পরে হোস্টিঙ্গের মাথায় তো আছেই নিজের মাথায় ও পানি ঢালা লাগে।  Cheesy
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 23, 2024, 12:14:38 PM
যাই হোক আমি একটা ডোমেইন পারচেস্ট করতে চাচ্ছি। আপনাদের মধ্যে কারো কি ক্রিপ্ত কারেন্সি সাপোর্ট করে এমন ডোমেইন হোস্ট প্রোভাইডার এর এক্সপেরিয়েন্স আছে?
আমি লো কস্টে ভালো সিকিউর এবং প্রাইভেসি মেইনটেইন হবে এমন একটি ডোমেইন হোস্ট প্রোভাইডার ওয়েবসাইট খুজছি।
যদিও আমি ডোমেন হোস্ট কখনো ব্যবহার করিনি আমারও করার ইচ্ছা ছিল ছোটখাটো ফেসবুক বিজনেস চালাই সেটার জন্য, ভাই আপনি এই https://www.hostinger.com/ ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। যদিও আমি নিজে এটি ব্যবহার করিনি তবে আমার এক পরিচিত কাছের বন্ধু রয়েছে সে এটি এক বছরের জন্য ইউজ করেছে তার কাছ থেকে শুনেছি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে এরকম গুলোর মধ্যে মোটামুটি ভালো।
Namecheap, namesilo, hostinger এই তিনটাই আমি ব্যবহার করেছি। নেইমচিপ আর নেইমসিলোতে হস্টিং নিয়ে এক্সপেরিয়েন্স খুবই বাজে আমার। পরবর্তীতে আমি অনেকটা বাধ্য হয়েই হস্টিংগারে শিফট হইলাম। এখন পর্যন্ত মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি। CL ভাই, ডোমেইন কি ফোরাম রিলেটেড কোন কিছুর জন্য?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 23, 2024, 11:40:44 AM
মিয়া,,, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করার জন্য অভিনন্দন। আর আপনার জন্য আপডেট নিউজ হলো, অল্টকয়েন টকে টেলিগ্রাম বট সিস্টেম আপডেট আনা হয়েছে। এখন কেউ মেনশন করলে বুঝতে পারবেন।
এখনো হই নাই.... Smiley

সত্যি বলতে আমার অল্টকয়েনটকের ইন্টারফেসটা একদম ভালো লাগেনা, চোঁখে বাজে, কি সব হাবিজাবি এনিমেশন/ইমেজ দিয়ে রাখছে। এর থেকে ভালো ছিল কোনো কিছু নাই রাখা, কারণ কোয়ালিটি বাজে লাগছে আমার কাছে। কিন্তু বিটকয়েনটকে এমন কখনো মনে হয়নি। পুরানো দিনের, ফ্রী ফেসবুকের ইন্টারফেসের কথা মনে আছে? বিটকয়েনটক ঠিক তেমনই। বিটকয়েনটকের ইন্টারফেস থেকে সবসময় একটা ক্লাসিক/এসথেটিক/রেটরো ভাইব পাই যা কখনো অল্টে পাইনি।

বটের পোস্ট লিংকটা আমাকে মেসেজে দিয়েনতো, আমি খুজে পাইনা কিছু।
sr. member
Activity: 420
Merit: 376
January 23, 2024, 07:04:04 AM
বিটকয়েনের চতুর্থতম হালভিং এর আর মাত্র ৮৬ দিন আছে। হালভিং এর পরে সাধারণত বুলরান হয় এজন্য আমরা হয়তো ২০২৫ সাল কিংবা ২০২৪ সালের শেষের দিকে বুলরান পেতে পারি। আমার জানা মতে, হালভিং এর পরে বিটকয়েনের দাম বাড়তে থাকে। সেজন্য এখনই বিটকয়েন কেনার সুবর্ণ সুযোগ। কে কে এখন বিটকয়েন কিনবেন? কিনলে কতটুকু কিনবেন?
যার যতটুকু বিটকয়েন কেনার সামর্থ্য আছে সে ততটুকু বিটকয়েনি ক্রয় করবে। তাছাড়া আজকে দেখলাম বিটকয়েন এর দাম অনেক কইমা গেছে বিটকয়েন এখন ৩৮ হাজার ডলারে এসেছে এখন হয়তো এই সুযোগে অনেকেই বেশি পরিমাণে বিটকয়েন ক্রয় করে রাখবে। আবার অনেকে আছে যারা ডিসিএ পদ্ধতিতে বিটকয়েনে বিনিয়োগ করে।


jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
January 23, 2024, 06:37:43 AM
বিটকয়েনের চতুর্থতম হালভিং এর আর মাত্র ৮৬ দিন আছে। হালভিং এর পরে সাধারণত বুলরান হয় এজন্য আমরা হয়তো ২০২৫ সাল কিংবা ২০২৪ সালের শেষের দিকে বুলরান পেতে পারি। আমার জানা মতে, হালভিং এর পরে বিটকয়েনের দাম বাড়তে থাকে। সেজন্য এখনই বিটকয়েন কেনার সুবর্ণ সুযোগ। কে কে এখন বিটকয়েন কিনবেন? কিনলে কতটুকু কিনবেন?

Source : https://buybitcoinworldwide.com/halving/
sr. member
Activity: 420
Merit: 376
January 22, 2024, 11:21:55 PM
মিয়া,,, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করার জন্য অভিনন্দন। আর আপনার জন্য আপডেট নিউজ হলো, অল্টকয়েন টকে টেলিগ্রাম বট সিস্টেম আপডেট আনা হয়েছে। এখন কেউ মেনশন করলে বুঝতে পারবেন।
আল্টকয়েন ফোরাম এখন ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে হয়তো ভবিষ্যতে বিটকয়েন ফোরামের মত হতে পারে। আমি মনে করি এই ডেভেলপমেন্টের অন্যতম কারণ হচ্ছে এখন বিটকয়েন ফোরামের অনেক সদস্য সেখানে তাদের একাউন্ট টেলিপোর্ট করে কাজ করছে যার ফলশ্রুতিতে সেখানকার পোষ্টের মান বৃদ্ধি পেয়েছে। আগে যখন আল্টকয়েন ফোরাম ছিল তখন এরকম কোন নোটিফিকেশন বট সিস্টেম চালু ছিল না এমনকি কারো অ্যাকাউন্ট এর নিচে সবুজ চিহ্ন দেখা যায়নি যেটা রিসেন্টলি যুক্ত করা হয়েছে।
অনেক দিন পরে আমি এই বাংলা লোকাল থ্রেডে আসলাম। এখন এক্টিভ থাকার চেষ্টা করব। োএখন এই থ্রেডে কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা যদি কেউ বলতেন তাহলে উপকৃত হতাম।
আপনি কয়েকটি পোষ্ট পরলেই বুঝতে পারবেন যে বর্তমানে এই থ্রেডে কি নিয়ে আলোচনা হচ্ছে, কয়েকদিন ধরে যেটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কিভাবে ট্রাস্ট সিস্টেম কাজ করে এমনকি DT সিস্টেম কাজ করে। যেটা আমাদের সবারই শেখার প্রয়োজন রয়েছে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 22, 2024, 11:09:58 PM
সবাই এক্টিভ হয়ে যান মিয়া... Tongue
মিয়া,,, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করার জন্য অভিনন্দন। আর আপনার জন্য আপডেট নিউজ হলো, অল্টকয়েন টকে টেলিগ্রাম বট সিস্টেম আপডেট আনা হয়েছে। এখন কেউ মেনশন করলে বুঝতে পারবেন।


অনেক দিন পরে আমি এই বাংলা লোকাল থ্রেডে আসলাম। এখন এক্টিভ থাকার চেষ্টা করব। োএখন এই থ্রেডে কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা যদি কেউ বলতেন তাহলে উপকৃত হতাম।
এখানে বলার মত কিছু নাই, যা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা তো আপনি পোস্ট পড়লেই বুঝতে পারবেন। আপনার উচিত সর্বদাই এই লোকাল থ্রেডে এক্টিব থেকে কে কোন বিষয়ে পোস্ট করলেন সেই পোস্ট পড়া। যাইহোক, আশা করি এখন থেকে এখানে এক্টিব থেকে সকলের পোস্ট পড়বেন। যদি কেউ পোস্ট করেন সেই বিষয়ে আপনার জানা থাকে তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন।

jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
January 22, 2024, 10:24:22 PM
অনেক দিন পরে আমি এই বাংলা লোকাল থ্রেডে আসলাম। এখন এক্টিভ থাকার চেষ্টা করব। োএখন এই থ্রেডে কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা যদি কেউ বলতেন তাহলে উপকৃত হতাম।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 22, 2024, 09:54:33 PM

প্যাথস ফাইল দ্বারা কি আপনি প্যাচ (Patch/crack/activator) মিন করছেন? ধরতে পারিনাই।

না ভাই আমারটা জেনুইন-কি দ্বারা একটিভ করা। আর একটা মজার বিষয় শুনবেন? আমাকে আলাদা করে কখনো উইন্ডোজ এক্টিভ করতে হয়না। মানে কোনো কিছু লগিনও করতে হয়না, মাইক্রোসফ্ট একাউন্ট মেইল, কিছুই লাগেনা। অটোমিটিক এক্টিভ হয়ে যাবে। সম্ভবতো আমার ডিভাইস আইডি/হার্ডওয়ার আইডি/প্রোডাক্ট আইডি এগুলোর সাথে Sync হয়ে আছে কোনো এক সিস্টেমে। তাই কিছু করতে হয়না।

প্রথমে উইন্ডোজে (এক্টিভেটেড) ছিলাম, পরে ভাবলাম লিনাক্সে যাই, পরে আবার কিছুদিন পর ফ্রেশ উইন্ডোজে ব্যাক করলাম, করে দেখি আগে থেকেই এক্টিভ হয়ে আছে, উ লা লা। Grin


আপনার যদি ল্যাপ্টপের সাথে কিছু কিছু ল্যাপটপ এ্যাক্টিভেশন দিয়ে থাকে, প্যাথস ফাইল বলতে  রান এ্যাডমিনিস্ট্রাটোর থেকে লাইফ টাইম এ্যাক্টিভেট করা যায়, কিন্তু সে ক্ষেত্রে মাইক্রোসফট অন ড্রাইভ, অফিস, কাস্টোমার সাপোর্ট, এগুলা পাওয়া যায়না শুধু এ্যাক্টিভ দেখায়। মেইল লগিন করার সাথে যদি দেখেন জেগুলো উল্ল্যেখ সেগুলর লাইসেন্স ফ্রি হয়ে গেছে তাহলে আপনার অফিসিয়াল লাইসেন্স। আর না হলে ধরে নিবেন জেকোনো ভাবে প্যাথস ফাইল দিয়ে এ্যাক্টিভ হয়েছে। 
member
Activity: 108
Merit: 46
January 22, 2024, 03:31:05 PM
যাই হোক আমি একটা ডোমেইন পারচেস্ট করতে চাচ্ছি। আপনাদের মধ্যে কারো কি ক্রিপ্ত কারেন্সি সাপোর্ট করে এমন ডোমেইন হোস্ট প্রোভাইডার এর এক্সপেরিয়েন্স আছে?
আমি লো কস্টে ভালো সিকিউর এবং প্রাইভেসি মেইনটেইন হবে এমন একটি ডোমেইন হোস্ট প্রোভাইডার ওয়েবসাইট খুজছি।
যদিও আমি ডোমেন হোস্ট কখনো ব্যবহার করিনি আমারও করার ইচ্ছা ছিল ছোটখাটো ফেসবুক বিজনেস চালাই সেটার জন্য, ভাই আপনি এই https://www.hostinger.com/ ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। যদিও আমি নিজে এটি ব্যবহার করিনি তবে আমার এক পরিচিত কাছের বন্ধু রয়েছে সে এটি এক বছরের জন্য ইউজ করেছে তার কাছ থেকে শুনেছি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে এরকম গুলোর মধ্যে মোটামুটি ভালো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 22, 2024, 01:25:52 PM
একটা পোস্টকে প্রাইমারি রাখবেন সেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পোস্টগুলো লিস্ট আকারে রেখে দিবেন। আর প্রতি মাসে মাসে সেটিকে কোট করে লিস্টগুলো আপডেট করবেন। আর BitCoinDream ভাইয়ের নিকট অনুরোধ থাকবে যে আমাদের লোকাল থ্রেডের ও. পি. তে লিস্টের জায়গায় ৮ নম্বর নামের একটি নতুন লিস্ট অ্যাড Learn Bitcoin ভাই এর ওই প্রাইমারি পোস্টটিকে এড করে দিবেন।
হ্যা ভাই আইডিয়াটা খারাপ না। সবগুলো গুরুত্বপূর্ণ টপিকস/পোস্টগুলো OP তে যদি এড করা হতো, তাহলে পেজে পেজে ঘুরে পোস্ট খোঁজা লাগতো না। অনেক ভালোভালো পোস্ট পেজের মধ্যে ধামাচাপা খেয়ে হারিয়ে গেছে। নিজস্ব লোকাল বোর্ড না পাওয়া অব্দি এভাবে পোস্টগুলো সেভ করা ছাড়া অন্য কোনো উপায় দেখতেছিনা।



সবাই এক্টিভ হয়ে যান মিয়া... Tongue
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 22, 2024, 12:17:36 PM
মূলত এরকম দরকারি পোস্ট পাওয়া যায়না বলেই আমি ইনফরমেটিভ পোস্ট আরকাইভ নামের একটা পোস্ট লিখতে চেয়েছিলাম যেটা প্রতি মাসে আপডেট করে করে পোস্ট করবো ভেবেছিলাম। যেহেতু রোক্সানা একাউন্ট পোস্ট করার কথা বলছিলো, তাই আমি ওনার ওপরে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, হাতে কিছু অনুবাদের কাজ আছে এই মুহূর্তে, যেগুলো করার পর আমি একটু সময় পাবো। জানুয়ারী মাস শেষ হলেই ইনফরমেটিভ পোস্ট গুলো এক সাথে করে একটা লিস্ট বানাবো।
সেটাইতো ভাই আমি তো এটার কথা ভুলেই গিয়েছিলাম, যার কাছে দায়িত্ব দিয়েছিলেন তাকে দেখলাম ফুল মেম্বার হওয়ার পর থেকে আমাদের লোকাল থ্রেডে খুবই কম একটিভ আবার এখন দেখি প্লাগোরিজম উনার একাউন্টে ট্যাগ দিয়ে ভর্তি হয়ে গিয়েছে।
যাই হোক আমি বলব এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনি নেন। একটা পোস্টকে প্রাইমারি রাখবেন সেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পোস্টগুলো লিস্ট আকারে রেখে দিবেন। আর প্রতি মাসে মাসে সেটিকে কোট করে লিস্টগুলো আপডেট করবেন। আর BitCoinDream ভাইয়ের নিকট অনুরোধ থাকবে যে আমাদের লোকাল থ্রেডের ও. পি. তে লিস্টের জায়গায় ৮ নম্বর নামের একটি নতুন লিস্ট অ্যাড Learn Bitcoin ভাই এর ওই প্রাইমারি পোস্টটিকে এড করে দিবেন।
চাইলে আমার এই লিস্ট থেকে কিছু সেখানে রাখতে পারেন- Wink
Quote
ট্রেজর হার্ডওয়্যার ওয়ালেট এর থার্ড পার্টি সাপোর্ট সেন্টার হ্যাক হয়েছিলো। এবং ২০২১ সাল থেকে যেসব গ্রাহক তাদের সাপোর্ট এ যোগাযোগ করেছে, তাদের সকলের ইমেইল এড্রেস এবং নিক নেম হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। সে ইউজারের পরিমান ৬৬০০০। এমনকি তারা কিছু গ্রাহক কে সিড পাঠানোর জন্য অফিশিয়াল ইমেইল থেকে মেইল ও করেছে। যদিও ট্রেজর দাবি করছে যে কোনো গ্রাহকের ফান্ড লস হয় নি। https://blog.trezor.io/trezor-security-update-stay-vigilant-against-potential-phishing-attack-bb05015a21f8
এটা তো ভাই ভয়ের খবর, যারা যারা ট্রেজর হার্ডওয়্যার ওয়ালেট পারচেজ করেছে তাদের মধ্যেই তো বেশিরভাগ ওই সাপোর্ট এ যোগাযোগ করেছে। এখন সেই ইউজারগুলো টার্গেটেড ফিশিং এটাক এর শিকার না হলে হচ্ছে। যেহেতু মেইল এর হ্যাকারদের হাতে গিয়েছে। ট্রেজর যত দাবি করুক ভবিষ্যতে যে গ্রাহকরা ফিশিং অ্যাটাক এর শিকার হয়ে ফান্ড লস এর শিকার হবে না এটার কোন গ্যারান্টি নেই। আর ফিশিং এটাক এর শিকার হলে প্রমানও থাকবে না যে ট্রেজর সাপোর্ট সেন্টার এক হওয়ার কারণে এটার ভিকটিম।

যাই হোক আমি একটা ডোমেইন পারচেস্ট করতে চাচ্ছি। আপনাদের মধ্যে কারো কি ক্রিপ্ত কারেন্সি সাপোর্ট করে এমন ডোমেইন হোস্ট প্রোভাইডার এর এক্সপেরিয়েন্স আছে?
আমি লো কস্টে ভালো সিকিউর এবং প্রাইভেসি মেইনটেইন হবে এমন একটি ডোমেইন হোস্ট প্রোভাইডার ওয়েবসাইট খুজছি।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 22, 2024, 12:08:59 PM
আচ্ছা আগে একটা বিষয় নিয়ে পোস্ট হইছিলো কি না সেইটা বাইর করার কি কোনো টুলস আছে? শর্টকাট ব্যবস্থা কি?
সম্ভাব্য টপিকগুলোতে আপনি যে পোস্ট খুজতেছেন সে পোস্টের মধ্যে যেসব শব্দ থাকতে পারে সেগুলো দিয়ে সার্চ করতে পারেন। অথবা ninjastic.space  এ গিয়ে টপিক আইডি দিয়েও সার্চ করতে পারেন।
sr. member
Activity: 616
Merit: 322
January 22, 2024, 11:14:23 AM
যদিও আজকে ঘাটতে গিয়ে দেখলাম আমাদের Little Mouse ভাই পূর্বেই অনেক সুন্দর করে একটি পোস্ট করেছে Loycev টপিকটি। যাইহোক ওনার এই পোস্টটি দেখার পর আমার মনে হয় না আর কোন নতুন পোষ্টের প্রয়োজন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে লিটল মাউস ভাইয়ের উপরের পোস্টটি পড়তে পারেন। তবে অবশ্যই অ্যাবিউজ থেকে দূরে থাকবেন আশা করি যা দেখলাম আমাদের বাংলা থ্রেডের বেশিরভাগ মানুষই এই ট্রাস্ট এর ব্যবহার সম্পর্কে জানেনা।
Little Mouse ভাই যেহেতু এই বিষয়ে অনেক আগেই একবার ট্রান্সলেট করে পোস্ট করছিলো তাই আপনার এই quote কোরাটাই যথেষ্ট আবার নতুন কইরা কোনো পোস্ট করার দরকার নাই কারন এখনে যথেষ্ট সুন্দর বিবরন দেওয়া আছে। Little Mouse ভাই দেখি এইটা ২০২০ সালে ট্রান্সলেট করেছিলো আর এটা অনেক নিচে পইরা গেছে তাই এইটা মনে না থাকাটা স্বাভাবিক। আপনে যহন এইটা খুইজা পাইছেন আপনাকে ধন্যবাদ। আচ্ছা আগে একটা বিষয় নিয়ে পোস্ট হইছিলো কি না সেইটা বাইর করার কি কোনো টুলস আছে? শর্টকাট ব্যবস্থা কি?
শর্টকাট ওয়ে বলতে আপনি গুগল ব্যবহার করতে পারেন আমার জানামতে এটি সবচাইতে দ্রুত এবং কার্যকরী মাধ্যম হতে পারে। আপনি এভাবে সার্চ করবেন যেমন এখন আলোচিত বিষয় হলো ট্রাস্ট সিস্টেম আপনি গুগলে সার্চ করুন এরকম Keyword লিখে (How to work Trust system Bitcointalk) এ ক্ষেত্রে আপনে গ্লোবাল টপিকগুলা দেখতে পাবেন সেই টপিক ভিজিটি করে দেখেন সেই টপিকগুলা বাংগালী কোনো মেম্বার ট্রান্সলেট করেছে কি না যদি করে সেখানে লিংক পাবেন Little Mouse ভাই এর এই ট্রান্সলেটটা যেভাবে খুজে পাওয়া গেছে। আবার বাংলা পোস্টেগুলা খোজার আরেকটা ওয়ে হলো এভবে সার্চ করতে পারেন এমন Keyword লিখে (ট্রাস্ট সিস্টেম কিভাবে কাজ করে Bitcointalk) তাইলে এমন কোনো কিছু থাকলে গুগল সার্চ রেজাল্টে আপনে দেখতে পাবেন।
member
Activity: 448
Merit: 10
January 22, 2024, 10:34:14 AM
যদিও আজকে ঘাটতে গিয়ে দেখলাম আমাদের Little Mouse ভাই পূর্বেই অনেক সুন্দর করে একটি পোস্ট করেছে Loycev টপিকটি। যাইহোক ওনার এই পোস্টটি দেখার পর আমার মনে হয় না আর কোন নতুন পোষ্টের প্রয়োজন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে লিটল মাউস ভাইয়ের উপরের পোস্টটি পড়তে পারেন। তবে অবশ্যই অ্যাবিউজ থেকে দূরে থাকবেন আশা করি যা দেখলাম আমাদের বাংলা থ্রেডের বেশিরভাগ মানুষই এই ট্রাস্ট এর ব্যবহার সম্পর্কে জানেনা।
Little Mouse ভাই যেহেতু এই বিষয়ে অনেক আগেই একবার ট্রান্সলেট করে পোস্ট করছিলো তাই আপনার এই quote কোরাটাই যথেষ্ট আবার নতুন কইরা কোনো পোস্ট করার দরকার নাই কারন এখনে যথেষ্ট সুন্দর বিবরন দেওয়া আছে। Little Mouse ভাই দেখি এইটা ২০২০ সালে ট্রান্সলেট করেছিলো আর এটা অনেক নিচে পইরা গেছে তাই এইটা মনে না থাকাটা স্বাভাবিক। আপনে যহন এইটা খুইজা পাইছেন আপনাকে ধন্যবাদ। আচ্ছা আগে একটা বিষয় নিয়ে পোস্ট হইছিলো কি না সেইটা বাইর করার কি কোনো টুলস আছে? শর্টকাট ব্যবস্থা কি?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 22, 2024, 02:39:06 AM
প্রথমে একজনকে ধরেছিলো, পরে অই একজনের মাধ্যমেই সবাইকে ধরছে, পুলিশের হাতে ফোন ছিলো যারা  যোগাযোগ করছিলো সেই সময় সবাইকে ধরছে, এখোনো বের হতে পারেনি। ২ মাস তো হতেই চলেছে।
ওত্তেরি, কি শুনাইলেন! এ তো সাংঘাতিক কথাবার্তা। বাইদাওয়ে ওনাদের কোন আইন/ধারার জেলে ফেলে রাখছে সেটার ডিটেইল জানেন?

Quote
যদি আপনি প্যাথস ফাইল দিয়ে এ্যাক্টিভ করেন তাহলে শুধুমাত্র এ্যাক্টিভ করা লাগবেনা ডিজিটাল লাইসেন্স শো করবে, কিন্তু মেইল লগিন করলে কোনো সুজোগ শুবিধা পাবেন না, যেমন মাইক্রোসফট অফিস প্রিমিয়াম, অন ড্রাইভ স্টোরেজ, কাস্টোমার সাপোর্ট এগুলা পাবেন না। বর্তমানে উইন্ডোজ ১১ এর ডিজিটাল লাইসেন্স এর দাম Special Price Tk 18,000, ryanscomputers থেকে নিলে বাইরে সম্ভাবত আরো বেশি।
প্যাথস ফাইল দ্বারা কি আপনি প্যাচ (Patch/crack/activator) মিন করছেন? ধরতে পারিনাই।

না ভাই আমারটা জেনুইন-কি দ্বারা একটিভ করা। আর একটা মজার বিষয় শুনবেন? আমাকে আলাদা করে কখনো উইন্ডোজ এক্টিভ করতে হয়না। মানে কোনো কিছু লগিনও করতে হয়না, মাইক্রোসফ্ট একাউন্ট মেইল, কিছুই লাগেনা। অটোমিটিক এক্টিভ হয়ে যাবে। সম্ভবতো আমার ডিভাইস আইডি/হার্ডওয়ার আইডি/প্রোডাক্ট আইডি এগুলোর সাথে Sync হয়ে আছে কোনো এক সিস্টেমে। তাই কিছু করতে হয়না।

প্রথমে উইন্ডোজে (এক্টিভেটেড) ছিলাম, পরে ভাবলাম লিনাক্সে যাই, পরে আবার কিছুদিন পর ফ্রেশ উইন্ডোজে ব্যাক করলাম, করে দেখি আগে থেকেই এক্টিভ হয়ে আছে, উ লা লা। Grin

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 22, 2024, 02:22:25 AM
এক্সজাক কাহিনিটা শেয়ার করা যাবে? কি ঘটছিল, পরবর্তীতে কি হইছে? আমার সাথে/আশেপাশে এমন হয়নি বাট বেশিরভাগ সময় যাদের নিউজ শুনছি, মানে ক্রিপ্টো রিলেটেড কিছুর সাথে থাকা ব্যক্তিদের ধরছে বা কিছু, এক্ষেত্রে প্রতিবারই তারা জুয়ার সাথে জড়িত ছিল এটা খেয়াল করছি। মানে সরাসরি ক্রিপ্টো থাকা বা ব্যবহারের জন্য ধরছে এমন শুনিনি। কিন্তু ক্রিপ্টো ব্যবহার করে ডলার কেনা বেচা, সাইটে  লোড করা, মানে জুয়া খেলা আরকি, এসবের কারণে ধরছে এমন শুনছি।

প্রথমে একজনকে ধরেছিলো, পরে অই একজনের মাধ্যমেই সবাইকে ধরছে, পুলিশের হাতে ফোন ছিলো যারা  যোগাযোগ করছিলো সেই সময় সবাইকে ধরছে, এখোনো বের হতে পারেনি। ২ মাস তো হতেই চলেছে।

ক্রাক ইউজ করিনা আর, ডিজিটাল লাইসেন্স দিয়ে লাইফটাইম একটিভ করা আমারটা।  Grin

যদি আপনি প্যাথস ফাইল দিয়ে এ্যাক্টিভ করেন তাহলে শুধুমাত্র এ্যাক্টিভ করা লাগবেনা ডিজিটাল লাইসেন্স শো করবে, কিন্তু মেইল লগিন করলে কোনো সুজোগ শুবিধা পাবেন না, যেমন মাইক্রোসফট অফিস প্রিমিয়াম, অন ড্রাইভ স্টোরেজ, কাস্টোমার সাপোর্ট এগুলা পাবেন না। বর্তমানে উইন্ডোজ ১১ এর ডিজিটাল লাইসেন্স এর দাম Special Price Tk 18,000, ryanscomputers থেকে নিলে বাইরে সম্ভাবত আরো বেশি।
Pages:
Jump to: