মেটা বোর্ড এ এটা নিয়ে থ্রেড লিখেছেন 1miau, থ্রেড লিংকঃ
https://bitcointalksearch.org/topic/campaign-to-improve-posting-quality-for-local-boards-5409763ক্যাম্পেইন টি শুরু করেছেন 1miau
এবং কো স্পন্সর করেছেন GazetaBitcoin
বিটকয়েন-সম্পর্কিত কন্টেন্ট এর একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসাবে বিটকয়েনটকের ভূমিকা ধরে রাখার জন্য ভাল কোয়ালিটির পোস্ট করা গুরুত্বপূর্ণ, আশা করি কিছু নতুন লোক এখানে সাইন আপ করবে এবং অবশ্যই স্টাবলিশ মেম্বাররা একটিভ থাকবেন এবং বিটকয়েনটক ছেড়ে যাবে না।
যেহেতু স্প্যামারদেরকে বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করা থেকে আটকানোর জন্য মেরিট না দেয়াই যথেষ্ট না, ভালো পোস্ট কে উৎসাহ দেয়ার জন্য মেরিট সিস্টেম নিয়ে আসা হয় এবং মেরিট সোর্সদের কে এডভাইজ করা হয় তারা যেনো ভালো কন্টেন্ট গুলোকে পুরস্কৃত করেন এবং অরুচিকর এবং শিট পোস্ট কে নিরুৎসাহিত করেন।
1miau তার জার্মান বোর্ড এ তার নিজের বানানো কিছু ক্রিয়েটারিয়া দিয়ে ভালো এবং খারাপ পোস্টগুলোকে নির্ধারণ করে থাকেন। যেখানে তিনি ভালো পোস্ট কে মেরিট দিয়ে থাকেন এবং খারাপ পোস্ট গুলো কে নিরুৎসাহিত করে।
আমাদের থ্রেড এ অনেক নতুন এবং পুরাতন মেম্বার আছে যাদের মধ্যে অনেকেই এখনো ফোরামের ব্যাসিক কিছু জিনিস এভয়েড করে চলে। ফোরামের অফিশিয়াল রুলসের বাইরেও কিছু কমন ব্যাপার আছে যেগুলো আপনাকে আপনার নিজের কমন সেন্স ব্যাবহার করে মেনে চলতে হবে। নিজের পোস্ট কোয়ালিটি মেইন্টেইন করার জন্য কিছু জিনিস মাথায় রাখা জরুরী। পোস্ট কোয়ালিটি ভালো রাখার জন্য কি কি করতে পারেন, সেগুলো 1miau এবং আমার নিজের কিছু মতামত থেকে তুলে ধরার চেস্ট করলাম যেগুলো আপনারা ফলো করলে আগের চেয়ে বেশি মেরিট পেতে পারেন।
পোস্ট কোয়ালিটি ভালো রাখার জন্য যা করতে পারেনঃ যখন নতুন থ্রেড ক্রিয়েট করবেন, তখন এগুলো খেয়াল রাখবেন
- গাইড/টিউটোরিয়াল এবং ইনোভেটিভ নতুন কিছু নিয়ে টপিক লিখতে পারেন যেখানে অনেক মানুষ ইন্টারেস্টেড হতে পারে।
- নতুন উপায়ে কোনো র্যাফেল বা গিভাওয়ে করতে পারেন।
- আরটিকেল লেখার সময় ভেতরে স্পেস করে করে লিখবেন। ছোট ছোট প্যারাগ্রাফ করে লিখবেন।
- বড় পোস্ট লেখার সময় লেখাকে কয়েকটা ভাগ করে নিবেন এবং প্রতিটা ভাগের জন্য সাব হেডিং ব্যাবহার করতে পারেন।
- পোস্ট এ টেবিল, পয়েন্টার বা ইমেজ ব্যাবহার করতে পারেন। কোনো কিছু বুঝানোর ক্ষেত্রে ছবি ব্যাবহার করা জরুরি।
- পোস্ট লেখার পর সেটা পোস্ট করার আগে পড়ে নিবেন যে আপনি নিজে বুঝতে পারেন কি না।
- কমেন্ট করার সময় ভেবে দেখবেন যে আপনার পোস্ট টা আসলে ইন্টারেস্টেড কি না।
- আপনার থ্রেড বা পোস্ট গুলো আপডেটেড রাখার চেস্টা করুন। ধরেন আপনি ২ বছর আগে পোস্ট করেছিলেন, কিন্তু এখন সেটার ইমেজ শো করছে না, এই ক্ষেত্রে নতুন ইমেজ ব্যাবহার করুন।
- সঠিক ইমেজ সাইজ ব্যাবহার করুন। মাঝে মাঝে এমন স্ক্রিনশট বা অন্যান্য ইমেজ ব্যাবহার করি, যা পুরো পেইজ জুড়ে যায়গা নিয়ে নেয়। ফোরামের ম্যাক্সিমাম Width হলো ১০৫০। ছবিতে সব সময় Width সাইজ ব্যাবহার করবেন। একই সাথে Width এবং হাইট ব্যাবহার করার প্রয়োজন নেই।
কি করতে পারেন, সেটার চাইতে কি এভয়েড করবেন, এই লিস্ট টাই বড় হবে। আমরা অনেকেই আন-নেসেসারি কিছু কাজ করে থাকি যেগুলো আসলে আমাদের এভয়েড করে উচিৎ।
যা যা এভয়েড করবেনঃ- পিরামিড কোট, এটা খুবই বিরক্তিকর। আপনি কোনো পোস্ট কে কোট করে উত্তর দিতে চাইলে আপনি অংশটুকুর উত্তর দিতে চান, শুধু সেইটুকু কোট করুন
- অযথা মেনশন করা বন্ধ করুন। আমাদের বাংলাদেশি ইউজার রা হুদাই সিরিয়াল ধরে সবাইকে মেনশন করতে থাকে। এগুলো খুবই বিরক্তিকর
- নিউজ কপি পেস্ট, আমাদের থ্রেডেই একটা সময় প্রচুর পরিমান নিউজ কপি পেস্ট হতো। খুব গুরুত্বপূর্ণ না হলে নিউজ পোস্ট করা বন্ধ করুন।
- টেক্সট এর ওয়াল এভয়েড করুন। ফোরামে অনেকেই দেখবেন ওয়ালের মতো লিখে যাচ্ছে, এটা করবেন না। লেখাকে ছোট ছোট ভাগ করে করে লিখুন।
- স্ক্যাম প্রজেক্ট এভয়েড করুন। এর মধ্যে পিরামিড স্কিমগুলো অন্যতম
- পোস্ট করার সময় বানানের প্রতি খেয়াল রাখুন। ভূল হতেই পারে, তবে ভুল ধরতে পারলে শুধরে নিন।
- কপি পেস্ট এভয়েড করুন। যদিও এটা অলরেডি ফোরাম রুলসেই আছে। তবে আমি এখানেও মেনশন করে দিলাম।
- এ আই ব্যাবহার করবেন না। আমাদের থ্রেড এর কয়েকজন এ আই ব্যাবহার করে ধরা খেয়ে ট্যাগ খেয়েও বসে আছে।
- যেই ব্যাপারে জানেন না, সেই ব্যাপারে পোস্ট করতে যাবেন না। অল্প বিদ্যা ভয়ংকরী বলেই আমরা জানি।
পোস্ট কোয়ালিটি ভালো করার জন্য আরো অনেক কিছুই করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমার মাথায় আসছে না। মনে হলে আমি পোস্ট এডিট করে নতুন করে এড করে দিবো। আর এই পোস্ট এর মাধ্যমে সবাইকে অনুরোধ করবো আপনিও আপনার আইডিয়া শেয়ার করুন যে কিভাবে পোস্ট কোয়ালিটি ভালো করা যায়। আমাদের কি কি করা উচিৎ এবং কি কি এড়িয়ে চলা উচিৎ। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
এডিটঃ
সাধারনত মেনে চলা নিয়মগুলো এরকমসাধারন নিয়মগুলো হচ্ছে এরকম যেগুলো সেলফ মোডারেটেড আর্টিকেল থ্রেড গুলো নিয়ন্ত্রন করতে সহযোগিতা করে। যখন সাধারন নিয়মগুলো মেনে চলার কথা বলা হয়, তখন সাধারনত নিচের নিয়মগুলো মেনে চলার কথা বলা হয়ে থাকেঃ
- কোনো অফ-টপিক পোস্ট করবেন না
- পিরামিড কোট করবেন না
- অপ্রয়োজনীয় বাংলিশ ব্যাবহার করবেন না
- লো কোয়ালিটির (শিটপোস্ট) পোস্ট করবেন না
- কাউকে অপমান করবেন না
- অপ্রয়োজনীয় মিমস/গিফ পোস্ট করবেন না
- কোনো ট্রল করবেন না
- দয়া করে ভালো এবং সঠিক বাংলা ব্যাবহার করুন এবং বানানের দিকে খেয়াল রাখুন
যদি সাধারন ভাবে মেনে চলা নিয়মের কথা উল্লেখ করা হয়, তাহলে এই নিয়ম অনুসারে থ্রেড টি মডারেট করা হবে। সাধারনত মেনে চলা নিয়মগুলো কমন প্রপার্টি।