Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 84. (Read 5290083 times)

newbie
Activity: 1
Merit: 0
January 01, 2024, 11:33:58 AM
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি বিটকয়েনটক ফোরাম এবং বাংলা লোকাল থ্রেডে একজন নতুন সদস্য। আমি এখানে log in করে দেখলাম এটি একটা বিদেশি সাইট কিন্তু একটু খোজাখুজির পরে এই বাংলা লোকাল থ্রেড দেখে বেশ খুশি হলাম।🥰 কারণ এখানে অনন্ত বাঙালীতো আছে। আমি আশা সিনিয়র ভায়েরা সবসময় আমার পাশে থাকবে এবং আমি যেন তাদের থেকে অনেক কিছু শিখতে পারি।



যাইহোক, আমাদের মধ্যে বেশিরভাগই হয়তো মুসলিম। কিন্তু আমরা খ্রিষ্টানদের নববর্ষ পালন করলাম আর হিজরি নববর্ষ সম্পর্কে কিছুই জানলাম না! এটা কিন্তু মানানসই হলোনা। আবার আজকে তো সবার দুঃখ করা উচিৎ কারণ আমাদের সবার জীবন থেকে আরও একটা বছর কেটে গেল আর আমরা মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। কিন্তু আজকে সবাই আনন্দ করছে!



অনেক কথা বলে ফেলেছি। সবাই যেন সঠিক পথে ২০২৪ সালটা পার করতে পারে আর আল্লাহর হুকুম মানতে পারে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান কর। আমিন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 01, 2024, 03:36:59 AM
সবাইকে ইংরেজি ২০২৪ এর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি যত দুঃখ এবং হতাশা ২০২৩ সালে ছিল সেগুলো কেটে গিয়ে ২০২৪ টা আমাদের আনন্দের এবং সাকসেসের হবে।
আপনাকেও অনেক বেশি শুভেচ্ছা। আশা করি বউ বাচ্চা নিয়ে আগামী বছর ভালো কাটবে। আর বউ বাচ্চা না থাকলে আপাতত এটাকে অগ্রিম উইস হিসেবে ধরে নিতে পারেন।

এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
কুকয়েনে আমি বেশ কয়েকবার ট্রেডিং করেছি এবং আমার কাছে ভালোই মনে হয়েছে। বাইনান্সে যেসব বায়ার সেলার রা ট্রেড অফার করে, কুকয়েনে সেই একই পাপিরাও ট্রেড করে। যদিও কমিউনিটি অনেকটাই ভিন্ন। তবে আমার সেখানে ২০/৩০ কে ট্রানজেকশন করার এক্সপেরিয়েন্স আছে। অনেকটা বাইনান্স এর মতোই। কিছু ভিন্নতা আছে, তবে তাতে করে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়।

[পিকচার গুগল থেকে ডাউনলোড করর এডিট করা হয়েছে]
ভাই, ছবি গুলো একটা সাইজ করে দেন। পুরো পেইজ জুড়ে একটা ছবি, দেখতেই তো কেমন জানি লাগছে।

1. Learn Bitcoin [343]
খারাপ না। আমি এতো পোষ্ট করেছি দেখে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 01, 2024, 03:11:35 AM

সকলকে ইংরেজি নববর্শের শুভেচ্ছা, নতুন বছরে সবার জীবনে আনান্দ বয়ে আনুক, জীবন যাপনে আরো সহজ হয়ে উঠুক প্রত্যেকের ।



sr. member
Activity: 546
Merit: 309
January 01, 2024, 02:55:21 AM
আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
আমিতো প্রায় প্রতিদিন p2p ব্যবহার করি আমার এন্ড্রয়েড ফোনের অ্যাপ থেকে আমি কোন সময় এরকম সমস্যার সম্মুখীন হই না। তবে অনেকদিন আগে আমারে একজন দেখাই ছিল তার মোবাইল ফোনের Binance app থেকে p2p তে BDT এর জন্য কোন কিছু শো করে না। আমি এর জন্য কতক্ষণ চেষ্টা করছি তার মোবাইল এর এর ডেটা কানেকশনে কাজ হইলো না তখন আমার ফোন থেকে Hospot দিয়াও চেষ্টা করছি কিন্তু কাজ হয়নাই। সম্ভবত Binance থেকে কারো কারো জন্য এমন সমস্যা করে আইডেন্টিটি sync না হওয়ার কারনে কারনে। তবে এই সমস্যা অটোমেটিক ঠিক হয়। তারপরও আপনি Binance এর app এর clear Data করে আপনার অ্যাকাউন্ট পুনরায় লগইন করে দেখতে পারেন সমস্যাটির সমাধান হয় কি না। তারপরও সমস্যার সমাধান না হলে আপনি Binance এর support এ কথা বলে দেখেন একচুল সমস্যা কিসের
LDL
hero member
Activity: 742
Merit: 671
January 01, 2024, 12:46:27 AM
বাংলাদেশ কমিউনিটির সকল ভাই-বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার ভালো কাটুক সেই শুভকামনা রইলো।

আরে ভাই ২০১৪-১৫ ও ১৬ এই তিন বছর বেশি পোস্ট না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ২০১৪ ১৫ ১৬ বছরে সাধারণত পোস্ট কাউন্ট হলেই অ্যাক্টিভিটি বেড়ে যেত তখন এখানকার ইউজাররা অনেক বেশি স্পামিং করতে শুরু করেছিল। এজন্য শুরুর তিন বছর আমাদের বাংলা লোকাল কমিউনিটির বেশিরভাগ পোস্ট ডিলিট করে দেওয়া হয়। এজন্য ওই তিন বছর পোস্ট খুঁজে পাওয়া যায় না। কিন্তু পরবর্তীতে রেঙ্ক সিস্টেম পরিবর্তন হওয়ার পরপরই আমাদের কমিউনিটির পোস্ট সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এখন প্রতি মাসে আমাদের এখানে গড়ে সাড়ে চারশোর উপরে পোস্ট হয়ে থাকে। আমাদের এখানকার প্রত্যেক পোস্টেই প্রায় ভালো মানের হওয়া শুরু করেছে জন্য এখন আর ডিলেট করার প্রয়োজন হয় না।



১২০+ জনের প্রায় ১৭৭৭+ পোস্ট ডিলেট করে দেওয়া হয়েছিল।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
December 31, 2023, 05:10:53 PM

[পিকচার গুগল থেকে ডাউনলোড করর এডিট করা হয়েছে]

বাংলাদেশ লোকাল কমিনিউটির সকল সদস্যবৃন্দদের নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে একটি বছর চলে গেলো, ২০২৩ সাল আজকে শেষ হলো। এই ২০২৩ সালে অনেকেই অনেক কিছু হাড়িয়েছেন, অনেকেই অনেক কিছু অর্জন করেছেন। কারো এই ২০২৩ সাল দুঃখে কষ্টে কেটেছে, কারো আবার সুখে শান্তিতে এই ২০২৩ সাল কেটেছে।২০২৪ সাল যেন সকলের জীবনে শান্তি বয়ে আনে। আবারো সকল কে নতুন বছরের শুভেচ্ছা। Happy New Year।


২০২৩ সালে আমাদের এই লোকাল থ্রেডে মোট পোস্ট হয়েছে ৪৩৬৬ টি। ২০২৩ সালে @Learn Bitcoin ভাই এই বছরে সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছেন। তিনি ৩৪৩ টি পোস্ট করেছেন। @Crypto Library ভাই ২ নাম্বারে রয়েছেন ২১২ টি পোস্ট করে। @LDL ভাই তিনিও ২১২ টি পোস্ট করে ৩ নাম্বারে রয়েছেন। ২০২৩ সালে প্রথম ১০ জন পোস্টদাতার নাম উল্লেখ করে হলো।
1. Learn Bitcoin [343]
2. Crypto Library [212]
3. LDL [212]
4. roksana.hee [199]
5. DYING_S0UL [180]
6. Bd officer [178]
7. Bitcoin_people [164]
8. Little Mouse [164]
9. shasan [127]
10. tjtonmoy [121]
ninjastic.space
আমাদের লোকাল থ্রেডে ২০১৪ সালে খোলা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ পোস্ট করা হয়েছে ৪৩৬৬ টি। ২০১৮ সালেও অনেক পোস্ট হয়েছিলো ৩২৬২ টি। আশা করি ২০২৪ সালে আরও অনেক বেশি পোস্ট হবে।
২০২৩ সালে মোট পোস্ট হয়েছে ৪৩৬৬ টি।
২০২২ সালে মোট পোস্ট হয়েছিলো ১০৮৫ টি
২০২১ সালে মোট পোস্ট হয়েছে ১০৭৪ টি
২০২০ সালে মোট পোস্ট হয়েছে ১৬৪০ টি
২০১৯ সালে মোট পোস্ট হয়েছে ৪৩৩ টি
২০১৮ সালে মোট পোস্ট হয়েছে ৩২৬২ টি
২০১৭ সালে মোট পোস্ট হয়েছে ৬৯৯টি
২০১৬ সালে মোট ১ টি পোস্ট হয় নাই,
২০১৫ মোট পোস্ট হয়েছে ১টি
২০১৪ মোট পোস্ট হয়েছে ৬ টি


hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 31, 2023, 01:31:00 PM
সবাইকে ইংরেজি ২০২৪ এর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি যত দুঃখ এবং হতাশা ২০২৩ সালে ছিল সেগুলো কেটে গিয়ে ২০২৪ টা আমাদের আনন্দের এবং সাকসেসের হবে।


আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
এখনো কি ভাই সমস্যাটা হচ্ছে? আমি আমার ল্যাপটপ এবং পিসি দুটোতেই দেখলাম কোন সমস্যা নেই। আসলে কি এরর শো করতেছে? যেমন- This site can’t be reached একটা  এরর, আর বাইন্যান্সের একাউন্ট রিলেটেড কোন সমস্যা হলে হয়তো ব্রাউজিং থাকা অবস্থায় কোন মেসেজ করবে, এরকম কোন কিছু হলে বাইনান্স সাপোর্টের সাথে যোগাযোগ করতে হবে।
তাছাড়া আপনি Negotiation ভাই এর সাজেশন অনুযায়ী  আপনার ব্রাউজারের Cached ডাটা ডিলিট করে আবার চেষ্টা করে দেখতে পারেন অথবা অন্য কোন ব্রাউজার এ ট্রাই করে দেখতে পারেন।

এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
full member
Activity: 504
Merit: 163
December 31, 2023, 06:01:19 AM
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। ব্যর্থতার গ্লানি ভুল,  নতুন বছরে সবাই সফলতার পিছনে নতুন উদ্যমে শুরু করবেন। যদি কেউ মন থেকে কোন কিছু চায়, তাহলে সে সেটা পায। দোয়া করি সবাই মন থেকে ন্যায় জিনিস, ন্যায্য জিনিস, ভালো জিনিস চাইবেন, আল্লাহ সবার মনের আশা পূরণ করবেন, ইনশাআল্লাহ।
আর মাত্র কয়েক ঘন্টা কয়েক ঘন্টা পরে আমরা ২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪ সাল কে বরণ করবো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হয়তো বা ২০২৩ সাল কারো জীবনে অনেক সুখ নিয়ে এসেছিল বা কারো জীবনে অনেক কষ্টের স্মৃতি জড়ানো ছিল। তাই সব দুঃখ কষ্ট ভুলে আমরা এটা কামনা করি যাতে করে আমরা ২০২৪ সাল আমাদের সবার জীবনেই  সুখ স্বাচ্ছন্দ বয়ে নিয়ে আসছে। আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 31, 2023, 02:05:34 AM
আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?

অনেক সময় ক্যাস প্রব্লেম এর জন্যেও এমন সমস্যা দেখা দেয়, আপনি আপনার ব্রাউজিং থেকে হিস্টোরি ক্লিয়ার করে দেখেন, যদি তাও সমস্যার সমাধান না হয় তাহলে আপনি ডিভাইস গুলো দিয়ে ইন্টারনেট ব্যাবহার করছেন সবগুলো অফ করে অন করেন, এর পরেও যদি সমস্যা দেখা দেই আপনার আই এস পি প্রোভাইডার কে ফোন দেন। এটা যদি ক্যাস এ সমস্যা না থাকে তাহলে  আপনার শেয়ার আইপি এর জন্যে এমন হচ্ছে। একটা আইপি অনেকগুলো ডিভাইসে ব্যাবহার করলে এই সমস্যা বেশি দেখা দেয়, ডিভাইস গুলো অন অফ করলে অনেক সময় আইপি চেঞ্জ হয়ে নতুন আইপি পায় তখন এটা ঠিক হয়ে যায়।


https://www.binance.com/en-ZA/feed/post/74139

Edited.
full member
Activity: 490
Merit: 119
December 31, 2023, 01:52:21 AM
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। ব্যর্থতার গ্লানি ভুল,  নতুন বছরে সবাই সফলতার পিছনে নতুন উদ্যমে শুরু করবেন। যদি কেউ মন থেকে কোন কিছু চায়, তাহলে সে সেটা পায। দোয়া করি সবাই মন থেকে ন্যায় জিনিস, ন্যায্য জিনিস, ভালো জিনিস চাইবেন, আল্লাহ সবার মনের আশা পূরণ করবেন, ইনশাআল্লাহ।

নতুন বছর কাছে একটি নতুন সূচনা। বিটকয়েনের প্রতি কাজ করা দেখে, আমার স্ত্রী এখন বিটকয়েনকে বিশ্বাস করতে শুরু করেছে। আমার স্ত্রীও এখন আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেন।


একটা কথা না বলে পারছি না, আমার পাঁচ বছরের ছেলে বলে, "এই দেশ থেকে অন্য কোন দেশে চলে যাই, যেখানে বিটকয়েন বৈধ, সেখানে যাইয়া আমরা বিটকয়েন মাইনিং করব, বিটকয়েন নিয়ে কাজ করব, বাবা। আজ সত্যি মনে হচ্ছে, বিটকয়েন এর সাথে জড়িত না হওয়াটা আমার জীবনের বড় ব্যর্থতা ছিল। যেটা আমার পাঁচ বছরের  ছেলে বুঝতে পারল,  আমি বুঝতে পারলাম না। "


সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন কমিউনিটি বাংলাদেশ। নতুন কিছু করব সবাই ইনশাল্লাহ, নতুন বছরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ।
সবার সহযোগিতার মাধ্যমে নতুন বছরেই আমাদের বাংলাদেশ লোকাল বোর্ড প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ ।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 31, 2023, 01:25:45 AM
আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 30, 2023, 08:15:05 PM
তবে তারপরেও আল্টিমেটলি আমি বলব যে ব্যানটা উঠে গেলেই ভালো হবে, তবে যদি আমাদের সরকার একটু করের অনুভূতিশীল হয়, আল্টিমেটলি ভালো হবে কেন বললাম এই যে বললেন বাংলাদেশ থেকে লোক নিতে চায় না লোক হায়ার করতে চায় না, তাছাড়া আমরা লিগালি ভালো কোন স্টার্টআপ দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে নিজেরাও কোন উদ্যোগ গ্রহণ করতে পারছি না। উল্টো বিটকয়েন পেলেই তাদেরকে জেলে পাঠানো হচ্ছে।
কিছুদিন আগেই একটা স্টার্ট আপ দেখলাম যেটা এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর সার্ভিস প্রোভাইড করে। অনেকটা ওয়াইস ডট কমের মতো। আর সেতার ব্যাপারে যতটুকু জানলাম, সেটার মালিক বাংলাদেশি। তো চিন্তা করে দেখেন যে বাংলাদেশে যদি ক্রিপ্টো লিগ্যাল হতো, তখন তো এই স্টার্ট আপ টা আমাদের হতো। এটা সম্ভবত লিটল মাউস ভাই আমাকে বলেছিলো। আমি সঠিক মনে করতে পারছি না। বাংলাদেশে অনেক ব্লকচেইন ডেভেলপার আছে যারা এসব প্রজেক্ট এ কাজ করতে আগ্রহী! কিন্তু সরকার তাদের তেমন কোনো সুবিধাই করে দিচ্ছে না। ক্রিপ্টোই যদি লিগ্যাল না হয়, তারা শিখবে কি করে?


Quote
সার্ভিস সেলিং বলতে আপনার যে স্কিল আছে সেই স্কিলকেই সেলিং এর কথা বলেছি, যেমন অলরেডি  দুইটা উল্লেখ করে দিয়েছেন তাছাড়া অন্যান্য স্কিল যেমন যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট তাছাড়া আরও রয়েছে ফোরামের এনাউন্সমেন্ট থ্রেড ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ইত্যাদি।
আমার তো তেমন কোনো এক্ট্রা বলার মতো স্কিল নাই। ডিজাইন, ডেভেলপমেন্ট ২০১৩ সালের দিকে যখন ওয়াপকা ছিলো, তখন সাইট বানায়া বানায়া সেল করতাম। ২০১৫ সালের দিকে সুমিরবিডি, ফিউশান বিডির গ্রাবার দিয়ে মিউজিক ডাউনলোড ওয়েবসাইট বানায়া সেল করতাম। এক সময় ডোমেইন হোস্টিং ও সেল করতাম। তারপর হুট করে সব থেকে বের হয়ে গিয়ে চাকরি তে মনোযোগ দিয়েছিলাম। যাই হোক, সেগুলো ছিলো কপি পেস্ট  Grin Grin
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 30, 2023, 02:14:59 PM
ভাই লোকেদের কাছ থেকে একটা পরামর্শ চাই,
Kucoin এক্সচেঞ্জার থেকে আমি আমার  কিছু USDT অন্য এক্সচেঞ্জারে নিতে চাই, তবে কোন কয়েন বা টোকেনে উইড্র করলে সব চাইতে কম ফি দেওয়া লাগবে, আমি মূলত আগে trx ব্যবহার করতাম এখনো করি কিন্তু এটার উইথট্র ফি বেড়ে গিয়েছে, এখন অল্টারনেটিভ খুজছি।
আসলে কু'কয়েন একচেঞ্জার এক সময় আমার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোর মধ্যে ফেভারিট ছিল কারণ তখন কেওয়াইসি ছাড়া মোটামুটি আমার কাজ চালানো যেত। আর এখন এটিতে কেওয়াইসি ভেরিফিকেশন বাধ্যতামূলক করে দিয়েছে।
যাই হোক আমি আপনাকে বলব যে TRX কয়েনে উইথড্র করুন, কারণ এর থেকে আমি আর ভালো অপশন দেখছি না- তাছাড়া এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যদি আপনার নিকট কোনোটি আরো বেশি কমপাটিবল মনে হয়- https://withdrawalfees.com/exchanges/kucoin
তবে এক্ষেত্রে যে টোকেন বা কয়েন বাছাই করবেন প্রাথমিকভাবে দেখে নিবেন সেগুলো আপনি যে  একচেঞ্জারে নিতে চাচ্ছেন সেগুলোতে লিস্টেড রয়েছে কিনা, কারণ লিস্টেড না থাকলে আপনার পুরো ফান্ডটাই জলে যাবে। আরেকটি জিনিস খেয়াল করবেন যে কয়েনটি যেন মিম কয়েন না হয়, কারণ এক্ষেত্রে অনেক সময় দেখবেন  উইথড্র করতে করতে আপনার প্রাইস অনেক ড্রপ করে ফেলেছে সে ক্ষেত্রে কম উইথড্রফি এর জন্য খাজনার চেয়ে বাজনা বেশি পড়বে। এক্ষেত্রে TRX মোটামুটি একটা টেবিল পজিশনে রয়েছে বর্তমানে।
member
Activity: 108
Merit: 46
December 30, 2023, 02:12:03 PM
ভাই লোকেদের কাছ থেকে একটা পরামর্শ চাই,
Kucoin এক্সচেঞ্জার থেকে আমি আমার  কিছু USDT অন্য এক্সচেঞ্জারে নিতে চাই, তবে কোন কয়েন বা টোকেনে উইড্র করলে সব চাইতে কম ফি দেওয়া লাগবে, আমি মূলত আগে trx ব্যবহার করতাম এখনো করি কিন্তু এটার উইথট্র ফি বেড়ে গিয়েছে, এখন অল্টারনেটিভ খুজছি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 30, 2023, 08:23:52 AM
আমার আসলে তেমন কোনো প্রজেক্ট এ কাজ করার এক্সপেরিয়েন্স নাই। বেশ কিছু ইন্টারন্যাশনাল টাইপের এক্সন্জে এ কাজ করার ট্রাই করেছিলাম। তবে বেশিরভাগ এক্সচেন্জগুলো বাংলাদেশ থেকে হায়ার করে না। এর পেছনে কি কারন থাকতে পারে জানি না। তবে ক্রিপ্টোকারেন্সি ব্যান আমাদের অনেকের জীবনে একটা অভিশাপের মতো হয়ে আছে। ব্যান উঠে গেলে খুব উপক্রিত হবো ব্যাপার টা এমন ও না। তবে, দুইটা সাইডেই বেশ সমস্যা আছে।
ঠিক বলছেন ভাই ব্যান উঠে গেলে হয়তো ২০% পার্সেন্ট বা ৩০% পার্সেন্ট করের বোঝা মাথায় নিয়ে তারপরে কাজ করতে হবে বলতে গেলে নিজের আয়ে তিন ভাগের এক ভাগ সরকারকে দিয়ে দিতে হবে তখন। তবে তারপরেও আল্টিমেটলি আমি বলব যে ব্যানটা উঠে গেলেই ভালো হবে, তবে যদি আমাদের সরকার একটু করের অনুভূতিশীল হয়, আল্টিমেটলি ভালো হবে কেন বললাম এই যে বললেন বাংলাদেশ থেকে লোক নিতে চায় না লোক হায়ার করতে চায় না, তাছাড়া আমরা লিগালি ভালো কোন স্টার্টআপ দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে নিজেরাও কোন উদ্যোগ গ্রহণ করতে পারছি না। উল্টো বিটকয়েন পেলেই তাদেরকে জেলে পাঠানো হচ্ছে।

Quote
জানি না আপনি কোনে সার্ভিস সেলিং এর কথা বলছেন। তবে আপাতত ফোরামে সিগন্যাচার সেলিং ছাড়া তেমন কিছু করছি না। ট্রান্সলেশন করতে আমার ভালো লাগে। বেশ কিছু টপিক ট্রান্সলেট করার পর AOBT তে জয়েন করলাম। দেখা যাক, সেখান থেকে কিছু কাজ হাতে পাই কি না।
সার্ভিস সেলিং বলতে আপনার যে স্কিল আছে সেই স্কিলকেই সেলিং এর কথা বলেছি, যেমন অলরেডি  দুইটা উল্লেখ করে দিয়েছেন তাছাড়া অন্যান্য স্কিল যেমন যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট তাছাড়া আরও রয়েছে ফোরামের এনাউন্সমেন্ট থ্রেড ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ইত্যাদি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 30, 2023, 07:20:31 AM
বর্তমানে দেশের যে পরিস্থিতি, ক্রিপ্ত কারেন্সি এর ওপর আইনের কোন শিথিলতা এখনো আসতেছে না। আর আমার মনে হচ্ছে এই শিথিলতা আসতেও আরো অনেক সময় লাগবে। তাই বর্তমানে আমরা যা করতে পারি সেটা হল যে এই ক্রিপ্টো কারেন্সি এর জগতে থেকেই ক্রিপটো কারেন্সি আর্ন করা এবং রিয়েল লাইফে যতটুকু প্রয়োজন বা যখন প্রয়োজন তখন ওই অর্থ বের করে ব্যবহার করা। আমার মনে হয় আমাদের বর্তমানে আমাদের সার্ভিস সেলিং করাই একটা বেটার অপশন। এখন এইসব সার্ভিস সেলিং করে চালিয়ে যাই পাশাপাশি যদি সুযোগ আসে ডিসেন্টালাইজ কোন প্রজেক্ট এর সাথে যুক্ত হওয়ার যুক্ত হব এবং এই এক্সপেরিয়েন্স গুলো ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আমাদের দেশের ক্রিপ্টো কারেন্সি এর এই প্রতিবন্ধকতা গুলো কেটে যাবে তখন কাজে লাগাবো।

আমার আসলে তেমন কোনো প্রজেক্ট এ কাজ করার এক্সপেরিয়েন্স নাই। বেশ কিছু ইন্টারন্যাশনাল টাইপের এক্সন্জে এ কাজ করার ট্রাই করেছিলাম। তবে বেশিরভাগ এক্সচেন্জগুলো বাংলাদেশ থেকে হায়ার করে না। এর পেছনে কি কারন থাকতে পারে জানি না। তবে ক্রিপ্টোকারেন্সি ব্যান আমাদের অনেকের জীবনে একটা অভিশাপের মতো হয়ে আছে। ব্যান উঠে গেলে খুব উপক্রিত হবো ব্যাপার টা এমন ও না। তবে, দুইটা সাইডেই বেশ সমস্যা আছে।

জানি না আপনি কোনে সার্ভিস সেলিং এর কথা বলছেন। তবে আপাতত ফোরামে সিগন্যাচার সেলিং ছাড়া তেমন কিছু করছি না। ট্রান্সলেশন করতে আমার ভালো লাগে। বেশ কিছু টপিক ট্রান্সলেট করার পর AOBT তে জয়েন করলাম। দেখা যাক, সেখান থেকে কিছু কাজ হাতে পাই কি না।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 30, 2023, 06:55:06 AM
GazetaBitcoin একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন।  এই ফ্রি রেফেল এর জন্য  যে কেউ আবেদন করতে পারবেন (১লা সেপ্টচেবার এর পর যারা অ্যাকাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন নাহ তাছাড়া গত ১২০ দিনে সর্বনিম্ন ৫টা মেরিট পেতে হবে)। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-12-mixtum-collectible-cards-5479659


আপনার কথা মত ইতিমধ্যেই ঝটপট করে আবেদন করে ফেলেছি  Roll Eyes। জীবনের প্রথম এই ধরনের কোন ফ্রি রেফেল ড্র তে অংশগ্রহণ করলাম। জানিনা বিজয়ী হতে পারব কিনা। Wink হয়তো সেটা ভাগ্যের ব্যাপার।


আবেদন করে কপালে না থাকলে পাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ হচ্ছে এগুলা পাইতে হলে কপাল থাকতে হয় আমি এখন একবার পাইনি কার কাছ থেকেই, কয়েকটাতে মনে হয় আবেদন করেছিলাম। আপনে পাইলে আপনার কপাল ভালো ।
full member
Activity: 504
Merit: 163
December 29, 2023, 11:41:18 PM
প্রশ্নঃ
ডিজিটাল কারেন্সি (বিটকয়েন) নামে পরিচিত তার ব্যবহার সম্পর্কে আপনার সম্মানিত মতামত কী? এটা কি জায়েজ? এবং এর উপর কি যাকাত ফরয।
যারা বিটকয়েন ভালো ভাবে বুঝবে তারা কখনোই বিটকয়েন হারাম বলবে না। যাকাত নিয়ে আমি এতটা কখনো জানার চেষ্টা করি নাই, যে বিটকয়েনের উপর যাকাত ফরজ কিনা। যেহেতু বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় বিটকয়েনের উপর অবশ্যই যাকাত দিতে হবে। টাকা পয়সার ও সম্পদের উপর যেভাবে যাকাত দিতে হয়, ঠিক তেমনি মনে হয় বিটকয়েনে উপর যাকাত দিতে হবে।

বিটকয়েনের উপর যাকাত যদি ফরজ হয় তাইলে তো আমার অনেক সময় হিসেব নিকাশ করতে গেলে সমস্যা পরে যেতে হবে। যেমন বিটকয়েনের দাম সব সময় কম বেশি হয়ে থাকে  আবার দেখা যায় সপ্তাহের শুরুতে ৪০ হাজার আবার শেষে ৪৪ হাজারে রয়েছে। যাকাত সম্পর্কে আপনাদের কি মনে হয়? কিভাবে বিটকয়েনের উপর যাকাত দিতে হবে?

যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি তাই আমার তেমন একটা ধারণা নেই যাকাত কিভাবে বন্টন করে।
স্বর্ণের এবং রুপার দাম ওঠানামা করে বর্তমান বাজারে। আমার মনে হয় যখন আপনি যাকাত দেবেন তখন বাজারে কি পরিমাণ মুল্য আছে স্বর্ণের ও রুপার ওই অনুযায়ী আপনি আপনার যাকাতের টাকা হিসাব করেন।
ঠিক তেমনি বিটকয়েনের বাজার উঠানামা করে। আপনি যখন যাকাতের হিসাব করবেন তখন বর্তমান বাজার কি রকম আছে সেই হিসেবে যাকাতের টাকা হিসাব করাটাই সবচেয়ে ভালো হয়।
অভিজ্ঞ ভাইয়েরা, যাদের কোরআন ও হাদীসের সম্পর্কে বিস্তর ধারণা আছে কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের এটা সম্পর্কে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।

যাকাত সাধারণত সম্পদের পরিমাণের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ৭/½ তোলা স্বর্ণ এবং ৫২/½ বড়ি রুপার পরিমাণ সমান সম্পদ হলে যাকাত ওই ব্যক্তির উপর ফরজ। এখন কোথায় আসি বিটকয়েন নিয়ে ইতিমধ্যেই এই নিউজটি সোশ্যাল মিডিয়া প্রচার হচ্ছে। বিষয়টি হচ্ছে এমন যেখানে লাভ লোকসান বিষয় রয়েছে সেখানে যদি আপনি ব্যবসা করেন তাহলে অবশ্যই সেটা হালাল হতে পারে(বাকিটা আল্লাহতালাই ভালো জানে)।
যেহেতু সারা বিশ্বের প্রায় সব মানুষ বিটকয়েনের সাথে কিছু না কিছু ভাবে জড়িত রয়েছে। যেমন আমাদের বাংলাদেশ ে ৯০% মুসলমান দেশে বিটকয়েন গোপনে ব্যবহৃত হচ্ছে, এবং সরকারিভাবেও বিটকয়েন বাংলাদেশের জন্য নিষিদ্ধ কিন্তু আমাদের কোনভাবেই সরকার চাপ দিচ্ছে না বললেই চলে। আমি যদি আমার কষ্টের জমানো টাকা বিটকয়েনে বিনিয়োগ করে রেখে ট্রেড করি অথবা দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করি সেটা ওই ব্যক্তির ওপর নির্ভর করবে এবং জায়েজ হতে পারে।

কিন্তু কেউ যদি এই বিটকয়েন দিয়ে জুয়া খেলে সেটা অবৈধ হবে কারণ ইসলামের দৃষ্টিতে জুয়া নিষিদ্ধ।

মুসলমানের উপর যাকাত হচ্ছে ফরজ কারণ এটা সাধারণত গরিবের হক তাই যাদের  ওপর যাকাত ফরজ অবশ্যই তারা সে ফরজটা পালন করে। আমরা যারা বিটকয়েন এ কাজ করে কি পরিমান বিটকয়েন থাকলে আমাদের যাকাত দিতে হবে সে বিষয়ে সত্যি আমার তেমন কোন ধারণা নেই। বা কোন হুজুরের মাধ্যমেও এই সম্পর্কে আমি শুনিনি তবে এটা আমাদের জন্য জানা দরকার যে কার কতটা পরিমাণ বিটকয়েন কিনা থাকলে তার উপর যাকাত ফরজ হয়। কারণ এমনিতেও অনেক হুজুররা বলে বিটকয়েন কাজ নাকি হারাম এই টাকা হালাল নয় ইত্যাদি ইত্যাদি এমন অনেক কথা শুনতে পেয়েছি। তাই সঠিকভাবে বলতে পারব না যে কতটা পরিমাণ বিটকয়েন থাকলে আমাদের উপর যাকাত ফরজ হবে।
sr. member
Activity: 392
Merit: 350
December 29, 2023, 10:54:46 AM
GazetaBitcoin একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন।  এই ফ্রি রেফেল এর জন্য  যে কেউ আবেদন করতে পারবেন (১লা সেপ্টচেবার এর পর যারা অ্যাকাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন নাহ তাছাড়া গত ১২০ দিনে সর্বনিম্ন ৫টা মেরিট পেতে হবে)। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-12-mixtum-collectible-cards-5479659


আপনার কথা মত ইতিমধ্যেই ঝটপট করে আবেদন করে ফেলেছি  Roll Eyes। জীবনের প্রথম এই ধরনের কোন ফ্রি রেফেল ড্র তে অংশগ্রহণ করলাম। জানিনা বিজয়ী হতে পারব কিনা। Wink হয়তো সেটা ভাগ্যের ব্যাপার।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 29, 2023, 09:26:51 AM
GazetaBitcoin একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন।  এই ফ্রি রেফেল এর জন্য  যে কেউ আবেদন করতে পারবেন (১লা সেপ্টচেবার এর পর যারা অ্যাকাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন নাহ তাছাড়া গত ১২০ দিনে সর্বনিম্ন ৫টা মেরিট পেতে হবে)। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-12-mixtum-collectible-cards-5479659

Pages:
Jump to: