আমাদের বাংলা থ্রেড এ কিন্তু অনেক টিউটোরিয়াল টাইপের পোস্ট আছে, কিন্তু যেহেতু আমরা একটা থ্রেড এর ভেতরে, পোস্ট গুলো আস্তে আস্তে অন্য পোস্ট এর ভেতরে হারিয়ে যায়। যেকারনে ১ টা পোস্ট ৩০ জন মানুষ পড়তে পারে কি না, সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমাদের থ্রেড এর বেশিরভাগ ইউজার রা ফোরামের অনেক কিছুই জানেন না। আবার অনেকে জানলে সেটার অপ ব্যাবহার করা শুরু করে। আপনারা কি ভেবেছেন যে ট্রাস্ট সিস্টেম কিভাবে কাজ করে? ফিডব্যাক সিস্টেম কিভাবে কাজ করে? অনেকেই হয়তো জানেন, কিন্তু সেগুলোর কোনো ব্যাবহার আমাদের লোকাল ইউজার রা করে না। এখন এসব নিয়ে লিখতে ভয় লাগে যে কখন যানি আপনারা নিজেদের টিম নিয়ে ঝাপিয়ে পড়েন এবিউজ করতে। গতকাল রাতে ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের সাথে কথা হচ্ছিলো এই ব্যাপারেই। উনিও লিখতে চাচ্ছিলো। আপনারা নিজেরা কি ডিটি নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কি করলে ট্রাস্ট ইনক্লুশন পাবেন, কি কি করা উচিৎ, কি কি করা উচিৎ না, সেই ব্যাপারে জানতে চান না? আপনারা যদি এবিউজ না করেন, আশা করি ক্রিপ্টো লাইব্রেরী ভাই আপনাদের জন্য একটা সুন্দর লেখা উপহার দিবেন।
Crypto Library ভাই এই বিষয় নিয়া চিন্তা করার আগেই আমি এইটা নিয়া ভাবছি আর ওনার সাথে আমি আমার এখানে এন্ট্রি হবার কিছুদিন পরেই আলোচনা করছিলাম সেই সময় Crypto Library একটা ভালো পজিশনে ছিলো আর তাকে দেখে মেধাবী মনে হইছে তাই আমি বিষয়টা তার সাথে শেয়ার করছিলাম কিন্তু সে আমারে এইটা পোস্ট করতে না করেছিলো কারন আমরা তো জানি আমাদের এখানে কয়টা গ্রুপ তৈরি হইছে আর প্রতিটা গ্রুপে কতগুলা কইরা একাউন্ট আছে এইটা পোস্ট করলে তারা না জানি আবার কোন খেলা দেখায়।
যাইহোক কিছুদিন যাবত অনেকেই দেখি সতর্ক হইছে আর মেরিট এভিউসিং কমিয়ে দিছে। তাহলে কি ভাই ব্রাদার্সরা সভ্য হতে শুরু করলো নাকি তাদের থলি থেকে Smerit শেষ হইয়া গেছে
যাইহোক যেটাই হোক এভিউসিং তো কমে গেছে এটাই বড় বিষয়। এখন আমাদের বাংগালী থ্রেডে আপনি আর Little Mouse DT র্যাংকে আছেন আপনারা কারো মুখের দিকে না তাকাইয়া কিছু কিছু একশন নেন তাহলে থ্রেডটা আরো পরিষ্কার দেখা যাবে। এখন আপনি আর Little Mouse যেহেতু DT তে আছেন আপনারা এভিউসিং এর বিষয়গুলা পর্যবেক্ষণ কইরা যদি একশন নিয়া এভিউসিং কন্ট্রোল করতে পারেন তাহলে Crypto Library চাইলে ট্রাস্ট সিস্টেমের বিষয়টা পোস্ট করতে পারে অথবা আপনিও করতে পারেন সমস্যা নাই।