যাহোক প্রস্তুতি গ্রহণ করতেই হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বউ নেই কি হয়েছে , একলা একলা পিজ্জা তৈরি করলেও খারাপ হবে না ।।
আজকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের) একটা ভাষণ মনে পড়লো, যার যা আছে তা নিয়েই লড়ো। আপনারা প্রস্তুতি নিন পিজ্জা বানান শুরু করে দিন। যাদের বউ আছে তারা বউ দিয়া বানান
। আর আমার মতো যাদের বউ নাই তারা কী করবেন
নিজে একাই শুরু করে দিন।
প্যাড়া নেয়ার কোনো দরকার নাই। পিজ্জা খেতে কেমন হবে, সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। আপনার পিজ্জার রেটিং দিবে সবাই সেটার ডেকোরেশন লুক দেখে। সুতরাং খেতে অখাদ্য হলেও সমস্যা নেই। আপাতত দেখতে সুন্দর হয় এমন পিজ্জা বানানো তে লেগে পরুন
। সব চাইতে বড় কথা হলো, কনটেস্ট এ প্রাইজ জেতার চেয়েও, অংশগ্রহণ আনন্দময়। তবে উইনার হলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় না আমরা বাংলাদেশিরা গুড লুখিং পিজ্জা বানানো তে এক্সপার্ট! আমরা পিজ্জা বানাই বা কিনে খাই কোনো একটা অকেশনে। আর অন্যান্য দেশের মানুষ পিজ্জা দুপুরের বা রাতের খাবারের জন্য বানায় বা কিনে নিয়ে আসে। সুতরাং তাদের সাথে আমাদের কম্পেয়ার করাটাও ঠিক হবে না।
তাই সবাইকে বলবো, উইনার হওয়ার জন্য নয়, বরং আপনার নিজেকে এবং বাংলাদেশ থ্রেড এর প্রতিনিধি হয়ে নিজে পারটিসিপেট করুন। ভাগ্য ভালো হলে উইনার হয়ে যেতেও পারেন। সবাইকে শুভ কামনা!
শুভ বিটকয়েন পিজা দিবস। আমি এই দিনটি তখনই উদযাপন করবো যখন আমি পিজার জন্য বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তাহলে সেটা সার্থক হবে আমার জন্যে।
কেমন হয় যদি আমি আপনার অর্ডার একসেপ্ট করে আপনার ঠিকানায় পিজ্জা পাঠিয়ে দেই? আর আপনি আমাকে বিটকয়েনে পেমেন্ট করবেন? অনেকটা সেই লাজলোর মতো ব্যাপার হবে। তবে আমরা আসলেই এতো টা পিছিয়ে আছি। আজকের দিনে বাইরের দেশের কিছু শপ বিটকয়েন পেমেন্ট একসেপ্ট করে, এর জন্য থার্ড পারটি ব্যাবহার করতে হয় না। আজকের বাংলাদেশে আপনি থার্ড পারটি ছাড়া পেমেন্ট করতে পারবেন না। তবে হয়তো ভবিষ্যতে কোনো দিন সম্ভব হতেও পারে!
আপাতত আপনি চাইলে আমরা দুজন মিলে একটা হিস্টোরি ক্রিয়েট করতেই পারি!