Author

Topic: বাংলা (Bengali) - page 231. (Read 5803406 times)

sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 23, 2023, 10:39:51 PM
দেশের মুদ্রাস্ফিতির জন্য সবোর্চ্চ নোট কতটুকু দায়ী?

আমাদের বাংলাদেশ এক টাকা ও দুই টাকা এবং 5 টাকা, এই তিন টি নোট সরকারি মুদ্রা। আর যত গুলি নোট আছে সবগুলো ব্যাংক হতে বানানো হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ 1000 টাকার নোট বানানো হয়েছে। আমাদের সুবিধার্থে টাকার হিসাব করার ক্ষেত্রে 1000 টাকার নোট ব্যাবহার করলে অনেক সুবিধা পেয়ে থাকি। আমাদের দেশে শুধুমাত্র সর্বোচ্চ নোট কে দায়ী করা যাবেনা। আমি মনে করি সর্বোচ্চ নোটের কারনে আমাদের দেশে মুদ্রাস্ফীতি খুব একটা বেশি হচ্ছে না । আমাদের দেশে মুদ্রাস্ফীতি হওয়ার কয়েকটি কারণ উল্লেখ করছি

মুদ্রাস্ফিতির অনেকগুলি কারণ রয়েছে, আমাদের বাংলাদেশে তুলনামূলক জনসংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে। এই জনসংখ্যা বৃদ্ধির মুদ্রাস্ফীতির একটি কারণ। প্রাকৃতিক দুর্যোগের ফলে মুদ্রাস্ফীতি হয়ে থাকে। উৎপাদন হ্রাস, উৎপাদন ব্যয় বৃদ্ধি আর আমাদের দেশে তো এখন 24 ঘন্টার মধ্যে সাত-আট ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছিনা  Cry। বিদ্যুৎ না থাকার কারণেই উৎপাদনে সমস্যা দেখা দেয় এর ফলেও মুদ্রাস্ফীতি হয়ে থাকে।

Quote
মুদ্রাস্ফীতি কমাতে বিটকয়েন কি সহায়ক হতে পারে?
আমি মনে করি অনেক দেশেই যদি বিটকয়েনের ফলে মুদ্রাস্ফীতি কমলেও। আমাদের বাংলাদেশ মুদ্রাস্ফীতি কমবে না। যদিও বিটকয়েন আমাদের দেশে বৈধ করে দেয় এবং সব ধরনের লেনদেন সম্পন্ন করতে পারলেও আমাদের বাংলাদেশের মুদ্রাস্ফীতি কমবে না। আমাদের বাংলাদেশ শুধুমাত্র যে সর্বোচ্চ টাকার নোটের উপরেই কিন্তু মুদ্রাস্ফীতি ঘটেনি। অনেকগুলো কারণ রয়েছে আমি উপরে মাত্র কয়েকটি কারন উল্লেখ করেছি।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 23, 2023, 08:17:02 PM
মুদ্রাস্ফীতি কমাতে বিটকয়েন কি সহায়ক হতে পারে?
এ বিটকয়েন লেনদেন ফি নেতিবাচক প্রভাব ফেলতে পারে?
দেশের মুদ্রাস্ফিতির জন্য সবোর্চ্চ নোট কতটুকু দায়ী?


গত ৩-৪ দিন ধরে ভারতের সংবাদ মাধ্যম গুলো তাদের সর্বোচ্চ টাকা Rs 2000 বাজার থেকে তুলে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আজ ২৩ মে থেকে জুন ৩০ তারিখ পর্যন্ত ভারতের সর্বোচ্চ টাকা Rs 2000 নোট ব্যাংক কর্তৃক জনগণের কাছ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে আরবিআই (RBI) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২৩টি অফিসিয়াল শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করেছে।
একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সর্বোচ্চ নোট বাজার থেকে উঠিয়ে নিচ্ছে এবং স্থায়ীভাবে বন্ধের ঘোষণা করে দিয়েছে। এখানে একটি বিষয় কাজ করছে সেটা হচ্ছে আমেরিকার মুদ্রাস্ফিতির ফলে ইন্ডিয়ার মুদ্রাস্ফীতির একটা সম্ভাবনা হতে পারে এজন্য হয়তো ইন্ডিয়ান সরকার আগাম সংকেত বুঝেই তাদের সর্বোচ্চ নোট বাজার থেকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাংলাদেশের জন্য ১০০০ টাকার নোট কতটুকু যুক্তিসঙ্গত?

আমি আমার ছোট্ট জীবনে টাকার বেশ পরিবর্তন দেখেছি, ছোট্টকালে যখন বাজার থেকে মাছ কিনতে গিয়েছি তখন দশ টাকার মাছ কিনলে যথেষ্ট হতো। কেউ যদি ৫০ টাকার মাছ কিনতো আমরা তাকে সর্বোচ্চ ধনী হিসেবে আখ্যায়িত করতাম। কিন্তু বর্তমানে বাজারে ৫০ টাকার মাছ মাছ বিক্রেতারা বিক্রি করে না। আজকের এই দিনটির জন্য টাকার সর্বোচ্চ নোটগুলোকে আমি দায়ী করব। আগে কোন কেনাবেচার ক্ষেত্রে অতিরিক্ত টাকা দাবির ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকা দাবি করতে পারত । এখন একটি মামুলি  বিষয় নিয়ে কেনাবেচা করতে করলে অতিরিক্ত টাকা দাবি করলে সর্বনিম্ন ১০০০ টাকা দাবি করে। এক্ষেত্রে ১ হাজার টাকা না থাকলে কিন্তু ওই 500 টাকা দিয়েই চলতো।
এখন বাংলাদেশের সর্বত্র ১,২ টাকার নোটগুলো দিয়ে লজেন্স ছাড়া অন্য কিছু কেনা যায় না অথচ পূর্বে এক দুই টাকা দিয়ে অনেক কিছু কেনা যেত। ব্যাংকিং ব্যবস্থায় সর্বোচ্চ টাকার নোটগুলো বের করলে ওই দেশের মুদ্রায়স্ফিতির পরিমাণ বৃদ্ধি পায় এ ক্ষেত্রে বাংলাদেশেও তাই হয়েছে। ভারতের মতো বাংলাদেশে কি ১০০০ টাকার নোট উঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপনারা মনে করেন?

বিটকয়েন সহায়ক হবে?
অনেক বিশেষজ্ঞরা বলেন বিটকয়েনকে যদি লেনদেনের মাধ্যম হিসেবে বিবেচনা করা যায় তবে inflation বা মুদ্রা স্ফিতি কমে যাবে কিন্তু কিভাবে কমে যাবে সেটা আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। তবে লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন দিলে মুদ্রাস্ফীতি কমার সম্ভাবনা ৮০ পার্সেন্ট। এক্ষেত্রে বিটকয়েন একটি স্ট্যান্ডার্ড ভ্যালু থাকবে যা পৃথিবীর সর্বত্র সমানভাবে বিরাজমান থাকবে।
কিন্তু বিটকয়েন লেনদেনের ক্ষেত্রে বর্তমানে লেনদেন ফি ব্যাপকভাবে নেতিবাচক ভূমিকা রাখবে। কেননা যদি মনে করি আমার দেশে বিটকয়েন বৈধতা দেওয়া হলো এবং আমি বাজারে একটি পিজজা কেনার জন্য গেলাম । পিজ্জা কেনার কোন একটা পর্যায়ে বিটকয়েন পরিশোধ করতে গেলে ৫ ডলারের পিজা ১৪ ডলার ফি দিয়ে কেনা হলো। এক্ষেত্রে আমার দেশের জন্য একটি পিজজার দাম পরল ১৯ ডলার ।তাহলে কাগজের টাকার চেয়ে বিটকয়েনের ক্ষেত্রে মুদ্রাস্ফিতি প্রায় ৩০০% হলো।
তাই যাই বলা হোক না কেন পৃথিবীতে যত কিছুই ঘটুক না কেন বিটকয়েনর পাশাপাশি ফিয়াটও থাকবে।

উপরের সম্পূর্ণ আলোচনা আমার মনগড়া কথা, এতে ভুল হলে আপনারা কেউ মাইন্ড করবেন না ‌। অতিরিক্ত বিপরীতমুখী হলে আমি আমার পোস্টটি ডিলিট করে দিব।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 23, 2023, 01:21:40 PM
আপনার আগেও একটি পোস্ট দেখেছিলাম যে খানে আপনি ninjastic.space এর উপর ভিত্তি করে একটি টুল বানিয়েছিলেন। One click and jump in to ninjastic.space [Time saving tricks]
আপনার প্রোগ্রামিং বা কোডিং এর উপর ভাল নলেজ আছে। গত কয়েকদিন আগে আপনি আর একটি একটেনশন তৈরী করেছেন যেখানে একজন ব্যাবহকারীকে এখন আর মেনুয়ালি মেরটি সংখ্যা গননা করার প্রয়োজন নেই। এটা ছোট হলেও বড় একটি কাজ বলে আমি মনে করি। কারন প্রায়ই আমারা আমাদের মেরিট সংখ্যা গননা করার জন্য সামান্য সময় হলেও ব্যায় করি। কিন্তু এখন থেকে এর ধরনের সময় ব্যায়ের প্রয়োজন নেই। আপনাকে এমন একটি এক্সটেনশন তৈরী করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
জেনে ভালই লাগতেছে ,  যে আপনি আমার পূর্বের বানানো ওই এক্সটেনশন টি  এর কথা মনে রেখেছেন।  আসলে এক্সটেনশনটি আমি মূলত তৈরি করেছিলাম Royse777  এর কারণে কারণ  আমি দেখতাম কোন ক্যাম্পেইন ম্যানেজার কাদেরকে  হায়ার করতেছে ক্যাম্পেইনের জন্য এবং  তাদের মধ্যে কার পোস্ট কোয়ালিটি কেমন।
কিন্তু এ ক্ষেত্রে Royse777  যাদের একসেপ্ট করতো  তাদের এপ্লিকেশন কে কোট না করে  সরাসরি ইউজার নেম  গুলো পোষ্টের মাধ্যমে জানিয়ে দিতো।  এর মাধ্যমে  হতো কি আমার  তাদের প্রোফাইল খুঁজতে একটু টাইম অপচয় হতো।  তো জিদ করে  নিজেই ট্রাই করেছি এবং পাশাপাশি এক বন্ধুর হেল্প নিয়ে তৈরি করেছিলাম।  যে ইউজার নেম গুলো সিলেক্ট করে সরাসরি ninjasticspace  এ চলে যাওয়া যায়।  তবে ভাই এখনো আমি  কোডিং এবং প্রোগ্রামিং নিয়ে  শিখতেছি  বলতে হলে  এখনো আমি অনেকটাই কাঁচা রয়েছি  এই লাইনে।

তবে ভাই আপনার হয়তো এখানে  একটু বুঝতে ভুল হয়েছে  এবারের স্ক্রিপ্ট বা  কোড গুলো  নিয়ে,  এবারের কোড গুলো আমার তৈরি নয়।  এই স্ক্রিপটি hatshepsut93  এর একটি পোস্ট থেকে নেওয়া হয়েছে ।
তবে আপনার এপ্রিশিয়েশন এর জন্য ধন্যবাদ



বিটকয়েন হাউসের লক্ষ্য হল সৌর ও বায়ু জ্বালানির মত নবায়নযোগ্য শক্তিসূত্র ব্যবহার করে গৃহের বিদ্যুৎ উৎপাদন করা এবং একটি স্মার্ট হোম অটোমেশন সিস্টেমগুলির সাথে ঐক্যবদ্ধ করা।
এই লক্ষ্য আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য  আরো বেশি প্রয়োজন। আর এটির কারণ যে ধরুন বাসায় আপনি মাইনিং করতেছেন আপনার  আবাসিক ইলেকট্রিসিটি  মাসিক বিল   অত্যধিক আসতেছে এবং এ নিয়ে যদি কোন অনুসন্ধান হয় তাহলে তো ধরা, অনেকদিন আগে আমি একটা টপিক ক্রিয়েট করেছিলাম যে  সোলার প্যানেল ব্যাটারি এবং ইনভার্টার দিয়ে কি মাইনিং  সম্ভব কিনা, ?  তা যে সব উত্তর আমি পেয়েছি তার মধ্যে সবার অ্যানসারই ছিল হ্যাঁ কিন্তু এর খরচের পরিমাণ অনেক বেড়ে দাঁড়াবে।  ধরুন বর্তমানে ১ কিলোওয়াট  হাইব্রিড ইনভার্টার সহ সোলার প্যানেল লাগাতে আপনাকে প্রায় এক লাখ টাকা খরচ করতে হবে পাশাপাশি  মাইনিং তৈরি করতে গেলে তো  খরচ  রয়েছেই।
তবে আমি এই  মাইনিং  এর জন্য নবায়নযোগ্য   বিদ্যুৎ শক্তি  কে  সবসময়ই স্বাগতম জানাই।
full member
Activity: 490
Merit: 119
May 23, 2023, 11:08:27 AM
🚀 নতুন - টেক্সাস এনার্জি গ্রিডের প্রাক্তন প্রেসিডেন্ট এরকটি বিবৃতিতে বিটকয়েন খনি সমর্থন করেছেন এবং ERCOT গ্রিডের জন্য এর উপকারিতা স্বীকার করেছেন। তিনি বিটকয়েনের প্রশংসা করেছেন এবং বিটকয়েন খনির মাধ্যমে ERCOT গ্রিডের ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে সুদূরপ্রসারী দৃষ্টান্ত স্থাপন করেন। এই প্রশংসা বিটকয়েন খনির উন্নতি এবং শক্তি উৎসের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে, বিটকয়েন এবং এর পরিবেশগত ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখতে সাহায্য করবে।




====================================================================================================



বিটকয়েন হাউস বা নেক্সট জেনারেশন লিভিং হোমস, ইনক. একটি আদর্শগ্রন্থ হিসেবে উত্থাপিত হয়েছিল যা স্বয়ংসম্পূর্ণ সমন্বিত এবং সাশ্রয়ী আবাসিক গৃহের একটি ধারণা ছিল। এটি আগামীকালের জন্য নতুন জীবনযাপনের একটি সুদুর প্রসারী পরিকল্পনা করে, যেখানে উন্নত প্রযুক্তি এবং পরিবেশগত মানসম্পন্নতার মধ্যে একটি সমন্বয় সৃষ্টি করা হয়েছে। বিটকয়েন হাউসের আদর্শ হল প্রযুক্তি, সাশ্রয়ী জীবনযাপন এবং ক্রিপ্টোকারেন্সি মধ্যে সমন্বিততার সম্ভাবনা প্রদর্শন করা।

বিটকয়েন হাউসের লক্ষ্য হল সৌর ও বায়ু জ্বালানির মত নবায়নযোগ্য শক্তিসূত্র ব্যবহার করে গৃহের বিদ্যুৎ উৎপাদন করা এবং একটি স্মার্ট হোম অটোমেশন সিস্টেমগুলির সাথে ঐক্যবদ্ধ করা।
full member
Activity: 770
Merit: 184
May 23, 2023, 07:35:16 AM
সত্যিই পিৎজা দিবসটি ফোরামে একটি উৎসবমুখর পরিবেশ সৃ্স্টি করে। তবে এটি নিয়ে খুব বেশি এক্সসাইটেড হওযারও কিছু নেই। ধরুন আপনি একটি পিৎজা তৈরী করলেন যা খেতে অসাধারন ছিল কিন্তু আপনি যদি সেই পিৎজাকে সুন্দর রুপ দিতে না পারেন তাহলে টপ পিৎজা মেকারের তালিকাতে থাকতে পারবে না। তবে আমি মনে করি এখানে মজার বিষয় হল আপনি যাই বা যেভাবেই তৈরী করেন না কেন ছবি তোলা শেষে কিন্তু আপনাকে পিৎজা খেতে হয় যা অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আমি সেই সময়টিকে মিস করি। যখন পিৎজা নামটি উচ্ছারিত তখনই এই সুদ্বাদু খাবারের প্রতি লোভ জাগে।

[_img height=400]https://www.talkimg.com/images/2023/05/23/Capture343f420a4553fa45bf.png[/img][_img width=400]https://www.talkimg.com/images/2023/05/23/Capture888156a07e626cb4d9.png[/img]

তাছাড়া @LDL ভাই তো পিৎজার উপকরন ক্রয় করে বসে আছেন। আমার মনে হয় তার পিৎজাটি সবচেয়ে আকর্ষনীয় হবে।  Smiley

[_img]https://www.talkimg.com/images/2023/05/23/ldl234d5673e756d10b.png[/img]

আমার জানা খুব ইচ্ছে, তোমরা এই পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? "learn bitcoin" তাদের পোস্টে এই ধরনের লেখা নেই।

আমি আন্তরিকভাবে দুঃখিত পোস্ট করতে গিয়ে সেখানে কোট মিসিং হয়েছিল। আপনার মাধ্যমে বিষয়টি আস্বস্ত হওয়ার পর আমি সেখানে পোস্ট ইডিট করে তা ঠিক করে দিয়েছি।
@Xal0lex আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দুরদর্শী পর্যবেক্ষন সত্যি আমাকে মুগ্ধ করেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 23, 2023, 06:49:54 AM
আমার জানা খুব ইচ্ছে, তোমরা এই পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? "learn bitcoin" তাদের পোস্টে এই ধরনের লেখা নেই।
অমার ধারণা উনি এটা নিজেই লিখেছেন। Quote করতে গিয়ে ওনার লেখাগুলো আমার পোষ্ট এর ভেতরে চলে গেছে। আমার আগের পোষ্ট এ আমি এটা উল্যেখ করেছি। আশা করি উনি এডিট করে ঠিক করে ফেলবেন  Smiley

আপনি মনে হয় পোষ্ট কোটিং এ একটু ঝামেলা করে ফেলেছেন। আমার পোষ্ট এর ভেতরে আপনার লেখো ঢুকে গেছে।  Grin
sr. member
Activity: 1386
Merit: 451
May 23, 2023, 06:38:41 AM

তাই সবাইকে বলবো, উইনার হওয়ার জন্য নয়, বরং আপনার নিজেকে এবং বাংলাদেশ থ্রেড এর প্রতিনিধি হয়ে নিজে পারটিসিপেট করুন। ভাগ্য ভালো হলে উইনার হয়ে যেতেও পারেন। সবাইকে শুভ কামনা!
আমি নতুন হিসেবে পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করেছি। আসলে ভাই পিজ্জা টা দেখতে হইছে যেমন তা বিষয় না Grin। কিন্তু পিজ্জা টি বাড়ির লোকে খেতে চাইলেন দিলাম, মুখে দিয়েই বের আমার দিকে ছুড়ে মারলো, Grin। তবুও অনেক ভালো লাগছে বাংলাদেশী হয়ে পিজ্জা কন্টটেস্টে অংশগ্রহন করতে পেরে। ভাই উইনার এর কথা বললেন আমি ছোট বেলার প্রাইমারি স্কুলে যখন  পড়তাম। দৌড় প্রতিযোগিতা দিতাম কিন্তু আমার পিছনে কেউ থাকতো না আমিই সবার পিছনে পড়ে থাকতাম Grin। এবারের পিজ্জা কনটেস্টে আশা করি আমার পিছনে কেউ থাকবে না। আমার বানানো পিজ্জাই সবার থেকে খারাপ হয়ে যাবে Embarrassed
আমি নবাগত দেখে আমার ফটো দেখা যাচ্ছে না। আমার পিজ্জা প্রতিযোগিতার অংশগ্রহন করার লিংক. https://bitcointalksearch.org/topic/m.62288223


এর আগেও Learn Bitcoin ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় এসিভমেন্ট, এক্ষেত্রে আপনি সিলেকশন অথবা বিজয়ী হলেন কিনা সেটা দেখার বিষয় না।
তবে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খারাপ হোক ভালো হোক আপনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ থেকে প্রথম পিজ্জা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার পিজ্জা প্রতিযোগিতায় যে কনটেস্ট সাবমিট করেছেন তা মোডারেটর সাহেব ইতোমধ্যেই কোট করে ভিজিবল করে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল যেন আপনি প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেন।
staff
Activity: 2436
Merit: 2347
May 23, 2023, 06:37:39 AM
সত্যিই পিৎজা দিবসটি ফোরামে একটি উৎসবমুখর পরিবেশ সৃ্স্টি করে। তবে এটি নিয়ে খুব বেশি এক্সসাইটেড হওযারও কিছু নেই। ধরুন আপনি একটি পিৎজা তৈরী করলেন যা খেতে অসাধারন ছিল কিন্তু আপনি যদি সেই পিৎজাকে সুন্দর রুপ দিতে না পারেন তাহলে টপ পিৎজা মেকারের তালিকাতে থাকতে পারবে না। তবে আমি মনে করি এখানে মজার বিষয় হল আপনি যাই বা যেভাবেই তৈরী করেন না কেন ছবি তোলা শেষে কিন্তু আপনাকে পিৎজা খেতে হয় যা অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আমি সেই সময়টিকে মিস করি। যখন পিৎজা নামটি উচ্ছারিত তখনই এই সুদ্বাদু খাবারের প্রতি লোভ জাগে।

[_img height=400]https://www.talkimg.com/images/2023/05/23/Capture343f420a4553fa45bf.png[/img][_img width=400]https://www.talkimg.com/images/2023/05/23/Capture888156a07e626cb4d9.png[/img]

তাছাড়া @LDL ভাই তো পিৎজার উপকরন ক্রয় করে বসে আছেন। আমার মনে হয় তার পিৎজাটি সবচেয়ে আকর্ষনীয় হবে।   Smiley

[_img]https://www.talkimg.com/images/2023/05/23/ldl234d5673e756d10b.png[/img]

আমার জানা খুব ইচ্ছে, তোমরা এই পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? "learn bitcoin" তাদের পোস্টে এই ধরনের লেখা নেই।
sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 23, 2023, 06:18:51 AM

তাই সবাইকে বলবো, উইনার হওয়ার জন্য নয়, বরং আপনার নিজেকে এবং বাংলাদেশ থ্রেড এর প্রতিনিধি হয়ে নিজে পারটিসিপেট করুন। ভাগ্য ভালো হলে উইনার হয়ে যেতেও পারেন। সবাইকে শুভ কামনা!
আমি নতুন হিসেবে পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করেছি। আসলে ভাই পিজ্জা টা দেখতে হইছে যেমন তা বিষয় না Grin। কিন্তু পিজ্জা টি বাড়ির লোকে খেতে চাইলেন দিলাম, মুখে দিয়েই বের আমার দিকে ছুড়ে মারলো, Grin। তবুও অনেক ভালো লাগছে বাংলাদেশী হয়ে পিজ্জা কন্টটেস্টে অংশগ্রহন করতে পেরে। ভাই উইনার এর কথা বললেন আমি ছোট বেলার প্রাইমারি স্কুলে যখন  পড়তাম। দৌড় প্রতিযোগিতা দিতাম কিন্তু আমার পিছনে কেউ থাকতো না আমিই সবার পিছনে পড়ে থাকতাম Grin। এবারের পিজ্জা কনটেস্টে আশা করি আমার পিছনে কেউ থাকবে না। আমার বানানো পিজ্জাই সবার থেকে খারাপ হয়ে যাবে Embarrassed
আমি নবাগত দেখে আমার ফটো দেখা যাচ্ছে না। আমার পিজ্জা প্রতিযোগিতার অংশগ্রহন করার লিংক. https://bitcointalksearch.org/topic/m.62288223

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 23, 2023, 05:37:35 AM
Edited Out
আপনি মনে হয় পোষ্ট কোটিং এ একটু ঝামেলা করে ফেলেছেন। আমার পোষ্ট এর ভেতরে আপনার লেখো ঢুকে গেছে।  Grin

আজকে হঠাৎ কি করে যেনো মনে হলো বিটকয়েনের হোয়াইট পেপার নিয়ে একটু ঘেটে দেখি। আমি এমনিতে টুকিটাকি পড়লেও কখনো পুরোটা পড়া হয় নাই। তা ছাড়া আমি ইংরেজিতে ন্যাটিভ না। তো আমি বাংলা ভার্শনে হোয়াইট পেপার খুজতে গিয়ে দেখি অফিশিয়াল ওয়েবসাইটেই বাংলায় ট্রান্সলেট করা হোয়াইট পেপার আছে। ট্রান্সলেটর এর একজনের নাম তন্ময় সরকার। ওনার গিটহাবে এতমন কোনো একটিভিটি দেখলাম না। আরেকজনের নাম সাফিউন মিরাজ, ওনার আবার টুইটার একাউন্ট ডিজেবল হয়ে আছে কোনো কারনে।

তো বাংলা হোয়াইট পেপার ডাউনলোড করে যখন প্রিন্ট করতে যাবো, ভাবলাম একটু পড়ে দেখি। পড়তে গিয়ে পুরাই আবুল হয়ে গেলাম। সিরিয়াসলি ভাই আমি কিছুই বুঝতেছিনা। এমন নয় যে টেকনিক্যাল বিষয় গুলো বুঝতেছিনা, আমি আসলে সহজ জিনিস গুলোও বুঝতেছি না। এর কারন কি জানেন? ট্রান্সলেটর গন অটোমেটিক ট্রান্সলেট মেরে দিয়েছেন। এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিসে এরকম জগাখিচুরী না পাকিয়ে রাখলেও হতো। আমাদের থ্রেড ইংলিশে খুব ভালো এমন কেউ কি এটা পুনরায় ট্রান্সলেট করতে আগ্রহী? Little Mouse ব্যাপার টা একটু দেখবেন কি? আমি করতে চাচ্ছি না কারন আমার ইংলিশ চালিয়ে নেয়ার মতো হলেও টেকনিক্যাল জিনিস গুলো আমি এক্সপ্লেইন করতে পারবো না।
full member
Activity: 770
Merit: 184
May 23, 2023, 05:11:04 AM
কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায়
আমরা  আমাদের কোন পোস্টে বা টপিকে অনেক সময়  অনেক মেরিট পেয়ে থাকি এবং  আমি  এটাও জানি  যে মোট কতগুলো মেরিট পেলামএটা সবারই বারবার জানতে  বা দেখতে ইচ্ছে করে তো  এই স্ক্রিপ্টির সুবিধা হলঃ
-কোন পোস্টে বা টপিকে  মোট কতগুলো  মেরিট পেলেন এগুলো আলাদা আলাদা করে   কাউন্ট করতে হবে না সবগুলো মেরিট একত্রে  দেখাবে
আপনার আগেও একটি পোস্ট দেখেছিলাম যে খানে আপনি ninjastic.space এর উপর ভিত্তি করে একটি টুল বানিয়েছিলেন। One click and jump in to ninjastic.space [Time saving tricks]
আপনার প্রোগ্রামিং বা কোডিং এর উপর ভাল নলেজ আছে। গত কয়েকদিন আগে আপনি আর একটি একটেনশন তৈরী করেছেন যেখানে একজন ব্যাবহকারীকে এখন আর মেনুয়ালি মেরটি সংখ্যা গননা করার প্রয়োজন নেই। এটা ছোট হলেও বড় একটি কাজ বলে আমি মনে করি। কারন প্রায়ই আমারা আমাদের মেরিট সংখ্যা গননা করার জন্য সামান্য সময় হলেও ব্যায় করি। কিন্তু এখন থেকে এর ধরনের সময় ব্যায়ের প্রয়োজন নেই। আপনাকে এমন একটি এক্সটেনশন তৈরী করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

প্যাড়া নেয়ার কোনো দরকার নাই। পিজ্জা খেতে কেমন হবে, সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। আপনার পিজ্জার রেটিং দিবে সবাই সেটার ডেকোরেশন লুক দেখে। সুতরাং খেতে অখাদ্য হলেও সমস্যা নেই। আপাতত দেখতে সুন্দর হয় এমন পিজ্জা বানানো তে লেগে পরুন  Cheesy। সব চাইতে বড় কথা হলো, কনটেস্ট এ প্রাইজ জেতার চেয়েও, অংশগ্রহণ আনন্দময়। তবে উইনার হলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় না আমরা বাংলাদেশিরা গুড লুখিং পিজ্জা বানানো তে এক্সপার্ট! আমরা পিজ্জা বানাই বা কিনে খাই কোনো একটা অকেশনে। আর অন্যান্য দেশের মানুষ পিজ্জা দুপুরের বা রাতের খাবারের জন্য বানায় বা কিনে নিয়ে আসে। সুতরাং তাদের সাথে আমাদের কম্পেয়ার করাটাও ঠিক হবে না।

তাই সবাইকে বলবো, উইনার হওয়ার জন্য নয়, বরং আপনার নিজেকে এবং বাংলাদেশ থ্রেড এর প্রতিনিধি হয়ে নিজে পারটিসিপেট করুন। ভাগ্য ভালো হলে উইনার হয়ে যেতেও পারেন। সবাইকে শুভ কামনা!
সত্যিই পিৎজা দিবসটি ফোরামে একটি উৎসবমুখর পরিবেশ সৃ্স্টি করে। তবে এটি নিয়ে খুব বেশি এক্সসাইটেড হওযারও কিছু নেই। ধরুন আপনি একটি পিৎজা তৈরী করলেন যা খেতে অসাধারন ছিল কিন্তু আপনি যদি সেই পিৎজাকে সুন্দর রুপ দিতে না পারেন তাহলে টপ পিৎজা মেকারের তালিকাতে থাকতে পারবে না। তবে আমি মনে করি এখানে মজার বিষয় হল আপনি যাই বা যেভাবেই তৈরী করেন না কেন ছবি তোলা শেষে কিন্তু আপনাকে পিৎজা খেতে হয় যা অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আমি সেই সময়টিকে মিস করি। যখন পিৎজা নামটি উচ্ছারিত তখনই এই সুদ্বাদু খাবারের প্রতি লোভ জাগে।



Great fun, and every time I go to the local store, I mull the purchase of a(nother) Pizza oven just for the competition:

I am ready for preparing Pizza ...
Flour
Yeast powder
Sugar
Soybean oil
Capsicums
Cheese
Vegetable
Chicken meat
Tometo sos
All above recipes are ready for preparing Pizza for competition.

তাছাড়া @LDL ভাই তো পিৎজার উপকরন ক্রয় করে বসে আছেন। আমার মনে হয় তার পিৎজাটি সবচেয়ে আকর্ষনীয় হবে।  Smiley
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 23, 2023, 01:52:06 AM
পিজ্জা বানানোর জন্য সময় খুঁজে পাওয়া আমার পক্ষে খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে। বাড়িতে বর্তমানে কাজের প্রচুর চাপ আমাদের গ্রামে ধান কাটার কাজ চলছে যার কারণে সারাদিন কাজের মাঝে ব্যস্ত থাকি কিছু সময়ের জন্য ফোরামে সময় দেই। এই কাজ করতে করতে জীবনের অর্ধেক হায়াত ফুরিয়ে গেল তবুও কাজ শেষ হতে চায় না Grin। যাইহোক আমি কয়েকদিন আগে পিজ্জা বানানোর জন্য কয়েকটি পণ্য কিনে এনে রেখে দিয়েছি যেমন পিৎজা প্যান, চিজ, ইস্ট, চিনি, সয়াবিন তেল এবং ফিজিক্যাল বিটকয়েন আরো কয়েকটি জিনিস কেনার বাকি আছে সেগুলো কিনতে হবে কিন্তু কাজের ব্যস্ততায় সময় দিতে পারছি না। তবে পিজ্জা বানানোর জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব দুই-একদিনের মধ্যেই জানিনা পিজ্জা বানালে খেতে পারব কিনা আমি কয়েকদিন যাবৎ youtube এ ভিডিও দেখতেছি পিজ্জা বানানো রেসিপি নিয়ে  Cheesy এগুলো দেখে মনের ভিতর আত্মবিশ্বাস আছে বানাতে পারবো ইনশাআল্লাহ।
পিজ্জা বানাতে আমাকে কেউ সাহায্য করবে না কারণ আমার কোন সঙ্গী নেই তাই নিজে নিজেই কাজ করতে হবে আর এই কাজে সফল হতে হবে।
আমাদের যারা সিঙ্গেল রয়েছে সেই সকল ভাইদের অনেক কষ্ট কারণ একাই সবকিছু সামলাতে হবে বউ থাকলে সে হয়তো কাজে সহযোগিতা করত কিন্তু কি করার আমাদের তো আর বউ নেই  Grin নিজেকেই সব কষ্ট করতে হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 23, 2023, 01:08:26 AM
যাহোক প্রস্তুতি গ্রহণ করতেই হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ‌ বউ নেই কি হয়েছে , একলা একলা পিজ্জা তৈরি করলেও খারাপ হবে না ।।


আজকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের) একটা ভাষণ  মনে পড়লো, যার যা আছে তা নিয়েই লড়ো। আপনারা প্রস্তুতি নিন পিজ্জা বানান শুরু করে দিন। যাদের বউ আছে তারা বউ দিয়া বানান  Grin। আর আমার মতো যাদের বউ নাই তারা কী করবেন Huh নিজে একাই শুরু করে দিন।

প্যাড়া নেয়ার কোনো দরকার নাই। পিজ্জা খেতে কেমন হবে, সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। আপনার পিজ্জার রেটিং দিবে সবাই সেটার ডেকোরেশন লুক দেখে। সুতরাং খেতে অখাদ্য হলেও সমস্যা নেই। আপাতত দেখতে সুন্দর হয় এমন পিজ্জা বানানো তে লেগে পরুন  Cheesy। সব চাইতে বড় কথা হলো, কনটেস্ট এ প্রাইজ জেতার চেয়েও, অংশগ্রহণ আনন্দময়। তবে উইনার হলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় না আমরা বাংলাদেশিরা গুড লুখিং পিজ্জা বানানো তে এক্সপার্ট! আমরা পিজ্জা বানাই বা কিনে খাই কোনো একটা অকেশনে। আর অন্যান্য দেশের মানুষ পিজ্জা দুপুরের বা রাতের খাবারের জন্য বানায় বা কিনে নিয়ে আসে। সুতরাং তাদের সাথে আমাদের কম্পেয়ার করাটাও ঠিক হবে না।

তাই সবাইকে বলবো, উইনার হওয়ার জন্য নয়, বরং আপনার নিজেকে এবং বাংলাদেশ থ্রেড এর প্রতিনিধি হয়ে নিজে পারটিসিপেট করুন। ভাগ্য ভালো হলে উইনার হয়ে যেতেও পারেন। সবাইকে শুভ কামনা!

শুভ বিটকয়েন পিজা দিবস। আমি এই দিনটি তখনই উদযাপন করবো যখন আমি পিজার জন্য বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তাহলে সেটা সার্থক হবে আমার জন্যে।

কেমন হয় যদি আমি আপনার অর্ডার একসেপ্ট করে আপনার ঠিকানায় পিজ্জা পাঠিয়ে দেই? আর আপনি আমাকে বিটকয়েনে পেমেন্ট করবেন? অনেকটা সেই লাজলোর মতো ব্যাপার হবে। তবে আমরা আসলেই এতো টা পিছিয়ে আছি। আজকের দিনে বাইরের দেশের কিছু শপ বিটকয়েন পেমেন্ট একসেপ্ট করে, এর জন্য থার্ড পারটি ব্যাবহার করতে হয় না। আজকের বাংলাদেশে আপনি থার্ড পারটি ছাড়া পেমেন্ট করতে পারবেন না। তবে হয়তো ভবিষ্যতে কোনো দিন সম্ভব হতেও পারে!

আপাতত আপনি চাইলে আমরা দুজন মিলে একটা হিস্টোরি ক্রিয়েট করতেই পারি!
sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 22, 2023, 08:52:54 PM
প্রস্তুত ছিলাম কিন্তু এখন প্রস্তুতি নেই। কয়েকদিন আগে পরীক্ষামূলকভাবে কিছু রেসিপি কিনে এনে বাড়ির বউজি দিয়ে পিজ্জা প্রস্তুত করতে দিয়েছিলাম কিন্তু তারা পিজজার পরিবর্তে কি যে প্রস্তুত করেছিল সেটা না বলাই ভালো। তবে প্রত্যেক কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হয়। আজকের মত একটি বিশ্বমানের প্রতিযোগিতায় আমার বানানো পিজ্জা দিয়ে অংশগ্রহণ করা যাবে না। এখন ভাবছি কি করা যায়, বৌ তো বাপের বাড়ি।

যাহোক প্রস্তুতি গ্রহণ করতেই হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ‌ বউ নেই কি হয়েছে , একলা একলা পিজ্জা তৈরি করলেও খারাপ হবে না ।।

আজকে আপনার বউ এর কথা শুনে আমার বউ এর অভাব বুঝতে পারছি। আমার তো বউ নাই কেডা সাহায্য করবে পিজ্জা বানাইতে  Grin। ভাবছি কারো কাছে থেকে বউ দার নিবো আজকে দিনের জন্য অত্যন্ত, ১ টা পিজ্জা বানান হলে ফেরত দিয়ে দিবো Grin

আমার দাদির সাথে কিছুদিন আগের ঘটনা আমি একটা পিজ্জা কিনে বাড়ি নিয়ে আসি। বউ তো নাই দাদিকে নিয়েই খেতে চেয়েছি যাইহোক, দাদিকে পিজ্জা টা বের করে দেখানো মাত্রই বলে নাতী ভাই কী কিনা এনেছো চাপড়া Grin। আমার দাদি কিনে আনা পিজ্জা কে চাপড়া বলেছিলো। আজকে আমি পিজ্জা তৈরি করতে যাচ্ছি, না জানি কি বলে আল্লাহ জানে Grin

আজকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের) একটা ভাষণ  মনে পড়লো, যার যা আছে তা নিয়েই লড়ো। আপনারা প্রস্তুতি নিন পিজ্জা বানান শুরু করে দিন। যাদের বউ আছে তারা বউ দিয়া বানান  Grin। আর আমার মতো যাদের বউ নাই তারা কী করবেন Huh নিজে একাই শুরু করে দিন।
sr. member
Activity: 1386
Merit: 451
May 22, 2023, 07:13:48 PM
পিজ্জা মেকিং কম্পিটিশনের জন্য আপনি প্রস্তুত তো?

আমরা যারা বাঙালি রয়েছি তারা সবাই কম্পিটিশনের জন্য প্রস্তুত হও। @Learn Bitcoin ভাইয়ের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই এই কম্পিটিশন অংশগ্রহণ করলে অবশ্যই সৎভাবে অংশগ্রহণ করতে হবে, কোন অসাধুতা অবলম্বন করা যাবে না।

প্রতিযোগিতার লিংক নিচে দেওয়া হল।
Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1
প্রস্তুত ছিলাম কিন্তু এখন প্রস্তুতি নেই। কয়েকদিন আগে পরীক্ষামূলকভাবে কিছু রেসিপি কিনে এনে বাড়ির বউজি দিয়ে পিজ্জা প্রস্তুত করতে দিয়েছিলাম কিন্তু তারা পিজজার পরিবর্তে কি যে প্রস্তুত করেছিল সেটা না বলাই ভালো। তবে প্রত্যেক কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হয়। আজকের মত একটি বিশ্বমানের প্রতিযোগিতায় আমার বানানো পিজ্জা দিয়ে অংশগ্রহণ করা যাবে না। এখন ভাবছি কি করা যায়, বৌ তো বাপের বাড়ি।

যাহোক প্রস্তুতি গ্রহণ করতেই হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ‌ বউ নেই কি হয়েছে , একলা একলা পিজ্জা তৈরি করলেও খারাপ হবে না ।।



LDL
hero member
Activity: 742
Merit: 671
May 22, 2023, 05:28:08 PM
পিজ্জা মেকিং কম্পিটিশনের জন্য আপনি প্রস্তুত তো?

প্রতিবছরের মত এবারেও চতুর্থতম বিটকয়েন পিজ্জা দিবসের স্মরণে @Cyrus কর্তৃক আয়োজন করা হয়েছে বিটকয়েন পিজ্জা মেকিং কম্পিটিশন ২০২৩। প্রতিযোগিতাটি ২২ মে ২০২৩ থেকে ০১ জুন ২০২৩ পর্যন্ত অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কম্পিটিশনে যে সকল অংশগ্রহণকারী থাকবে তাদের জন্য ভোটিং সিস্টেম করা হবে ১০ ই জুনে‌‌ ‌।।
বিজয়ীদের মধ্যে পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

Prizes this year include:
  • Bitcoin Pizza Bitcointalk 1yr badge (we might throw a couple more badges for a limited duration)
  • Betnomi Custom Ledger Nano X
  • 7mBTC (5mBTC 1st prize and 2mBTC to the second prize)

আমরা যারা বাঙালি রয়েছি তারা সবাই কম্পিটিশনের জন্য প্রস্তুত হও। @Learn Bitcoin ভাইয়ের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই এই কম্পিটিশন অংশগ্রহণ করলে অবশ্যই সৎভাবে অংশগ্রহণ করতে হবে, কোন অসাধুতা অবলম্বন করা যাবে না।

প্রতিযোগিতার লিংক নিচে দেওয়া হল।
Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 22, 2023, 02:47:10 PM
---

আমিও এটাই পোস্ট করতে গিয়েছিলাম। তারপর দেখি আপনি পোস্ট করেছেন। আগের পোস্ট নিয়েও রিসার্চ করার পর পোস্ট লিখতে গিয়ে অলরেডি ২ জন উত্তর দিয়ে ফেলেছেন  Cheesy একই উত্তর আর দিতে চাই নি বলে আর পোস্ট করিনি। তবে যাই বলেন না কেনো, ব্যাপার টা আমার কাছে ভালো লাগছে।

গাভিন ভাইয়ের কথায় আসা যাক। আমিও দেখেছি উনি সিগনেচার ক্যাম্পেইন ওপেন করে নাই। ওনার Faucet সাইটে প্রতিদিন একজন ৫ বিটকয়েন করে ক্লেইম করতে পারতো। সেটা আবার রিফান্ড করার এড্রেস ও দিয়েছিলো তার থ্রেড এ। উনি প্রথমে ১১০০ বিটকয়েন দিয়ে শুরু করেছিলেন। চাইলে থ্রেড থেকে ঘুরে আসতে পারেন Get 5 free bitcoins from freebitcoins.appspot.com

মজার ব্যাপার কি জানেন? ওনার থ্রেড এর প্রথম রিপ্লাই টা দিয়েছে লাজলো! যাকে নিয়ে ২২ মে এর পিজ্জা ডে এর এতো আয়োজন। একজন ১০ হাজার বিটকয়েন দিয়ে পিজ্জা কিনে। আরেকজন ১১০০ বিটকয়েন দিয়ে Faucet সাইট রান করে! বাহ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 22, 2023, 02:34:47 PM
 আরেকটি সূত্র থেকে জানতে পারলাম Gavin Anderson নামের একজন ব্যক্তি ২০১০ সালে আরেকটি সিগনেচার চালু করেছিলেন যেখানে ৫ বিটকয়েন পার পোষ্ট হিসেবে রিওয়ার্ড দেওয়া হত।
Gavin Andresen- https://bitcointalksearch.org/user/gavin-andresen-224
উনি বিটকয়েনের ডেভেলপার ছিলেন, সম্ভবত এখনো আছেন।
গ্যাভিন আন্দ্রেসেন এর কোন সিগ্নেচার ক্যাম্পেইন এর কথা আমার জানা নেই। আমার মনে হয় আপনি কোন ভুল করছেন। গ্যাভিন আন্দ্রেসেন এর একটা ফসেট ছিল যেখানে প্রতিবারে ৫ বিটকয়েন করে ক্লেইম করা যেত। বিটকয়েনের শুরুর দিকের ঘটনা এটা।
গ্যাভিন সর্বমোট ১৯৭০০ বিটকয়েন দিয়েছিলেন তার ফসেটের মাধ্যমে- https://coingeek.com/how-gavin-andresen-gave-away-19700-bitcoins-in-2010-the-bitcoin-faucet-turns-12/
আর থিমস এর ব্যাপারটাও মনে হয় আপনি ভুল বলছেন। আমার এইরকম কিছু জানা নেই।
full member
Activity: 490
Merit: 119
May 22, 2023, 02:34:08 PM

তবে Little Mouse ভাইয়ের দেওয়া লিংকগুলো থেকে মনে হচ্ছে সেগুলো এখনো দেখার জন্য এভেইলেবল আছে।


@Little Mouse ভাইয়ের দেয়া তথ্য থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ দিয়ে @Little Mouse ভাইকে ছোট করবো না।

Quote
আরেকটি সূত্র থেকে জানতে পারলাম Gavin Anderson নামের একজন ব্যক্তি ২০১০ সালে আরেকটি সিগনেচার চালু করেছিলেন যেখানে ৫ বিটকয়েন পার পোষ্ট হিসেবে রিওয়ার্ড দেওয়া হত।  যেহেতু লিঙ্ক প্রোভাইড করতে পারছি না সুতরাং বলতে পারবো না তথ্যটা কতটুকু সঠিক।

আমার মনে হয় @Little Mouse ভাই এই তথ্যটার পূর্ণতা দিতে পারেন।

@tjtonmoy ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে আমার প্রয়োজনের সে নিজে অনেক কিছু ঘাটাঘাটি করে আমাকে তথ্য দিয়ে উপকৃত করেছেন।
sr. member
Activity: 1008
Merit: 366
May 22, 2023, 02:23:09 PM
~Snip
বিষয়টা দেখার পর আমিও একটু ঘাঁটাঘাটি করলাম। ঘাটাঘাটি থেকে যেটুকু জানতে পারলাম, সর্বপ্রথম সিগনেচার ছিল theymos এর বিটকয়েন ফসেট নিয়ে  একটি ক্যাম্পেইন।  তবে তার লিংকটি আমি খুজে পাই নাই। হয়তো আরকাইভে আছে।  অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। 
তবে Little Mouse ভাইয়ের দেওয়া লিংকগুলো থেকে মনে হচ্ছে সেগুলো এখনো দেখার জন্য এভেইলেবল আছে।  আরেকটি সূত্র থেকে জানতে পারলাম Gavin Anderson নামের একজন ব্যক্তি ২০১০ সালে আরেকটি সিগনেচার চালু করেছিলেন যেখানে ৫ বিটকয়েন পার পোষ্ট হিসেবে রিওয়ার্ড দেওয়া হত।  যেহেতু লিঙ্ক প্রোভাইড করতে পারছি না সুতরাং বলতে পারবো না তথ্যটা কতটুকু সঠিক। তবে কেউ যদি এই ইনফরমেশনের সাহায্যে পোস্টগুলো খুজে বের করতে পারেন তাহলে অবশ্যই এখানে জানাবেন।  অপেক্ষায় থাকলাম আপনাদের রিপ্লাইয়ের। 
Jump to: