জেনে ভালো লাগলো যে আপনি ছাত্র থাকা অবস্থাতেই টিউশন করে নিজের খরচের পাশাপাশি অন্য কাজ করেও টাকা জমাচ্ছেন। ইনভেস্টমেন্ট এর যায়গায় আসলে কাউকেই সাজেশন দেয়া ঠিক না। কারণ ইনভেস্টমেন্ট মানেই লাভ/লস। যেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে লস হওয়ার সম্ভাবনাও আছে। আজকে আমার সাজেশনে কেউ কোনো কয়েনে ইনভেস্ট করে সামনের মাসে লসে ঢুকে গেলে সেটার জন্য আমাকে ব্লেইম করতেই পারে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ক্রিপ্টো মার্কেটে একেবারে নতুন না। তো, আশা করি কোথায় ইনভেস্ট করা উচিৎ, আর কোথায় করা উচিৎ না, সেটা আপনি অলরেডি বুঝতে পারেন।
জি ভাই আপনি ঠিকই বলেছেন কাউকে ইনভেস্ট করার কথাটা বলা এটা আসলে একটা রিক্স এর ব্যাপার হয়ে যায় কারণ পরবর্তী সময়ে যদি সে লাভ করতে পারে তাহলে কোন কথা নেই যদি পাই চান্স মার্কেট খারাপ হওয়ার কারণে যদি লস হয় তাহলে দেখা যাবে যে ব্লেম দেওয়ার শেষ নাই সেজন্য ভাই কাউকে এরকমভাবে সাজেশন দেওয়া উচিত নয় আমিও দেই না কখনো এরকম ভাবে। তবে যদি কেউ আইডিয়া দেয় তবে তাদের বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে সাহায্য করার চেষ্টা করি পরবর্তী সময়ে এসে কোনটাই ইনভেস্ট করবে কোন টোকেন কিনবে এটা তার একমাত্র ব্যক্তিগত ব্যাপার। আমি যখন কোন টোকেন কিনি তার আগে আমি টোকেন সম্পর্কে একটু এনালাইসিস করি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন আর্টিকেল থেকে এর সম্পর্কে জানার চেষ্টা করি যদি মনে হয় না এটা ভালো হবে তাহলে আমি ওটা ইনভেস্ট করি।
আমার সমস্যা হচ্ছে লোকেশন নিয়ে। আমি মূলত গ্রাম এলাকায় থাকি। আর আমি যেই দোকান নিয়েছি, সেগুলো গ্রামে খুব কমই চলে। যাদের আগে থেকেই দোকান আছে, তাদের দোকান মোটামোটি রানিং আছে। এর পেছনের কারণ হলো, গ্রামের মানুষ সব সময় তাদের পূর্ব পরিচিত দোকান থেকেই মালামাল কিনতে পছন্দ করে। বাড়ি থেকেই প্ল্যান করে যায় যে বাজারে গিয়ে ওই দোকানে যাবো। সেটা বন্ধ থাকলেই কেবল অন্য দোকানে যায়। তো আমি চাচ্ছিলাম ছোট বাজার থেকে মুভ করে বড় বাজারে যেতে। সেখানে দোকানের ভাড়াও বেশি, এডভান্স ও বেশি, আবার অন্যান্য সকল খরচ তো আছেই। যাই হোক, চেষ্টা করে দেখি কি করা যায়।
ভাই আমার মনে হয় আপনি স্থির ভাবে বিজনেসটায় বসতে পারতেছেন না। ভাই যেহেতু আপনি গ্রামের বাজার থেকে একটু বড় বাজারের দিকে শিফট করতেছেন সেহেতু বলবো আপনি যে পরিকল্পনা করেছেন সেটা ভালো কিন্তু ভাই বুঝে শুনে দোকানটা নিয়ে পরবর্তী সময়ে যেন আর নড়াচড়া করতে না হয় কারণ বিজনেস করতে হলে আপনাকে সেখানে স্থির হতে হবে। আশা করি আপনার এই যাত্রাটা ভালো হবে একটু ধৈর্য ধারণ করেন তখন তা ভালোমতো সাজিয়ে গুছিয়ে নেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ ভালো কিছু দেবে। আমার অনেক ভালো লেগেছে আপনি বিজনেস করার চেষ্টা করতেছেন বিজনেস জিনিসটা আমার অনেক প্রিয়।

যদিও আমাদের ছোটখাটো একটা বিজনেস আছে বাবার। আমাদের তাঁত শিল্পের একটা অংশ তুলে ধরলাম দেখেন। আমাদের বাসায় মূলত তাঁতের শাড়ি বানানো হতো সেইসাথে বিভিন্ন জায়গায় সেল হতো এখন সেটা স্থির করে ফেলেছি এখন আর আমাদের কাপড় সেল করার জন্য হাটেও যেতে হয় না আমাদের বাসা থেকেই সব সেল হয়ে যায়। এক সময় ছিল তাঁত শিল্প পরবর্তীতে আস্তে আস্তে হ্যাললোম করলাম তারপর হ্যাললোমের শাড়ি বানানো তে যে খরচ যায় তার থেকে পাওয়াল্লম ভালো হয়। এরপর আস্তে আস্তে দশটার মত পারলাম করা হয়েছে আমাদের। মোটামুটি আলহামদুলিল্লাহ এইখান থেকে আমাদের সবকিছু অনেক সুন্দর ভাবেই চালাচ্ছে আল্লাহ তা'আলা। প্রথমদিকে আমাদের অনেক সমস্যা হতো একসময় বন্ধ হয়ে যাওয়া অবস্থা হয়েছিল কোভিড-১৯ সময়। যাইহোক এখন সবকিছু কাটিয়ে ওঠে অনেকটা ভালোর দিকে এসেছে।
আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।

এই প্রিয় মুরগির ব্যবসায়ী ভাই দয়া করে মুরগির দামটা একটু কমিয়ে আনুন না হলে তো আমরা মুরগি এত দাম দিয়ে কিনে খেতে পারব না ভাই। আমাদের জন্য একটু সহজলভ্য করে দেন ভাই। হাহাহা ভাই মজা করে বললাম কিন্তু কিছু মনে করবেন না। আপনার মুরগির ফার্মে প্রত্যেক চালানে কতটা করে মুরগির বাচ্চা আনেন? নাকি আপনি নিজেই আপনার ফার্মে ডিম ফোটান? তবে মুরগির খাবারের যে দাম তাতে লাভের অংকটা অনেক কম গেছে।
তারপর বলুন ভাই বিটকয়েনের আকাশচুম্বীক প্রাইজ পেডিকশন দেখে কেমন লাগলো আপনাদের। আর বিটকয়েনে বিনিয়োগ করে এই সময় কেউ কি রকম লাভ করতে পেরেছেন। আমি যদিও খুব বেশি বিনিয়োগ করতে পারেনি তবে অল্প ছোটখাটো বিনিয়োগ থেকেও আমি মোটামুটি ভালই লাভ এর অংক দেখতে পাচ্ছি। বিটকয়েনের দাম যেভাবে বাড়তেছিল প্রতিমুহূর্তে আমি ক্যান্ডেল দেখে মনে হচ্ছিল কোন দৌড় প্রতিযোগিতা দেখতেছি এত দ্রুত প্রাইজটা ৯২ পার করে ফেলেছিল। যাইহোক এরকম থাকলে মনে হয় খুব তাড়াতাড়ি ১০০k স্পর্শ করে ফেলবে।
বিটকয়েনে বিনিয়োগ করার আরো বেশি আত্মবিশ্বাস হয়ে গেছে আমার আমার এই দাঁড়ানো এত রাখার চেষ্টা করব সব সময়। আমার চিন্তা ভাবনা হচ্ছে যাই হোক অল্প পারি আর বেশি পারি যখন যেরকম পারবো সেরকমই বিনিয়োগ করে রাখবো। তবে আমি এই বিনিয়োগটা বন্ধ করব না চেষ্টা করব যত সম্ভব চালিয়ে যাবার জন্য.