Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 10. (Read 5695161 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 19, 2024, 07:49:04 AM
আরে ভাই আপনার ব্যবসাটা আমার কাছে সৌখিন ব্যবসা মনে হচ্ছে Grin । মুরগি পালতেছেন সাথে আবার কোয়েল পাখি আপনার শুধু লাভ আর লাভ। আপনি যে জাতের মুরগির কথা বললেন সেগুলোর দাম তো মার্কেটে আরো বেশি পোল্ট্রি মুরগির তুলনায় এমনকি সেগুলোর ডিমের দামও বেশি। এমনিতেই পল্টি মুরগির ডিম আমাদের এখানে প্রায় 60 টাকা হালি। তাছাড়া পোল্টি মুরগির দাম অনেক বেশি যার ফলে এখন ইচ্ছা হলেও খুব সহজেই মাংস কিনে খাওয়া সম্ভব হচ্ছে না।

শখের প্রজেক্ট বলতে পারেন, ইংরেজিতে যাকে পার্ট টাইম জব বলে। না ভাই ওতোটাও লাভ না, আপনি যেভাবে বলতেছেন শুনে মনে হচ্ছে আমি বোধয় টাকার বান্ডিলে বসে আছি। সাপ্লাই এন্ড ডিমান্ড বলতে তো কথা আছে। এমনতো না যে আমার দোকান আছে, এখানে পালি দোকানে বিক্রি করি। ডিমের ক্ষেত্রে শুধু ভাও করতে পারতেছি আপাতত। এজন্য নিজের টাকা দিয়েই ফিড কিনতে হচ্ছে। আশা করতেছি, মুরগি বেচলে, এই বাহিরের টাকা গুলে আবার উঠে আসবে, হিসাব সমান সমান হবে। সব থেকে বড় সুবিধা নিজের পরিবারের জন্য কিছু কিনতে হচ্ছে না। বাগানে শাকসবজি হইতেছে, বাসায় হাস মুরগি পালতেছি, এতে ওভারঅল বাজারে যে টাকা খরচ হতো তা আর আগের মতো হয়না।

এই বিষয়ে শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি মুরগীর ফার্ম করছেন। এটা আমার অনেক দিনের স্বপ্ন, কিন্তু আমাদের বাড়িতে যায়গা খুবই কম, পরিকল্পনা আছে রাস্তায় সাথে আমাদের ভালো জমি আছে সেখানে বাড়ি নিবো এর পর ফার্ম করবো। এছাড়া অর্থের সংকট আছে কিছু। ইনশাআল্লাহ ভবিষ্যতে মুরগীর ফার্ম করবো, আল্লাহ যেন তৌফিক দেন। আপনার জন্য শুভকামনা ভাই।

ভাই বেশ যায়গা লাগে না তো! আপনি ছোট পরিসরে অল্প যায়গার মধ্যেই বদ্ধ ভাবে পালতে পারবেন। আমরা সেভাবেই করি। এক রুম পরিমাণ যায়গা যথেষ্ট। আপনি চাইলে খাঁচা করেও (৩x৬ ফিট) করতে পারবেন। আমাদের ২ টাই আছে। অনেকেই মনে করে বিশাল যায়গা লাগে খোলামেলা লাগে বিশাল শেড লাগে, বাট এতো কিছু লাগে না। এভাবে করতে চাইলে অনেক টাকা পয়সা নিয়ে নামতে হয়, তখন আর সেটা পার্ট টাইম থাকে না, মেইন ব্যবসা হয়ে যায়।
sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 19, 2024, 06:16:05 AM
তাই আপনারা কি মনে করেন এটা কি আসলে ওয়ার্কআউট করবে? মানে আমি  বুল সিজনে বিটকয়েন সেল করে জমি কিনে রাখবো এবং বেয়ার সিজনে জমি বিক্রি করে  বিটকয়েন ইনভেস্টমেন্ট করব। এবং আমার টার্গেট ২০২৬ বা ২৭ সালে অ্যারাউন্ড ৩০কে এর আশেপাশে বিটকয়েন ক্রয় করা।


যদি কাগজ পাতি ঠিক থাকে তাহলে জমি বিক্রি করা বা ক্রয় করতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে আপনাদের এক্সপেরিয়েন্স থেকে আপনারা জানান আমার এক্সপেরিয়েন্স থেকে চার থেকে পাঁচ মাসেরও বেশি সময় লেগেছে যদিও জমিতে কিছু সমস্যা ছিল।

আরেকটা কথা কারো কি গোল্ড বার ক্রয় করা বা বিক্রয় করার সম্পর্কে কোন আইডিয়া রয়েছে?
ভাই বিটকয়েন ও স্বর্ণ এবং জমি এই তিনটি বিনিয়োগ করার জন্য ভালো, তবে জমি কেনা সবচেয়ে ঝুঁকিমুক্ত সম্পদ, জমির পরে স্বর্ণকে রাখতে পারি। এই তিনটির মধ্যে বিটকয়েন হল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আবার যদি লাভের পরিপ্রেক্ষিতে দেখি তাহলে জমি এবং স্বর্ণের চেয়ে বিটকয়েনে বেশি প্রফিট করা যায়। যে জিনিসে ঝুঁকি বেশি সেখানে অবশ্যই প্রফিটও বেশি হবে।যাইহোক, এখন আপনি যদি এই বুলরানে বিটকয়েন বিক্রি করে দিয়ে জমি কিনে রাখেন তাহলে বিটকয়েনের মতো প্রফিট করতে পারবেন না। আপনি হয়তো বিটকয়েনে বিনিয়োগ করে ১-২ বছরের মধ্যেই কয়েকগুন প্রফিটে রয়েছে, কিন্তু আপনি জমি কিনে রাখলে ১-২ বছরের মধ্যে খুব একটা প্রফিট করতে পারবেন না।

এখন ভালো পজিশনে জমি কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর ভালো পজিশনে জমি না কিনলে বিক্রি করার সময় গ্রাহক পাবেন না। উপরে দুই ভাইয়ে উল্লেখ করেছেন, যে জমি বিক্রি করা সহজ নয় আবার কেনাও কিন্তু সহজ নয়। আপনার যে জমি পছন্দ হবে সে জমি দেখবেন জমি দাতা বিক্রি করবে না। জমি কিনলে অবশ্যই দীর্ঘমেয়াদের জন্য কিনতে হবে, যেমন ১০-১৫ বছরের মতো সময় নিয়ে জমি কিনতে হবে। আপনি যে পরিকল্পনা করেছেন ১-২ বছরে কত টাকাই প্রফিট হবে, বিক্রি করতে গেলে নানান জামেলা এবং খরচ, কিনতে গেলে খরচ। তাই আমার মতে ১-২ বছরের জন্য জমি না কেনাই উত্তম।

আর স্বর্ণের ক্ষেত্রেও একই মনে করি আপনি ১-২ বছরে কতটাই প্রফিট করতে পারবেন। আবার স্বর্ণ সংরক্ষণ করাও কিন্তু ঝামেলার একটা বিষয়।

হ্যাঁ, এই জিনিস টা করতে পারেন, যেটা আমার পরামর্শ আপনি এই বুলরানে বিটকয়েন সেল দিয়ে জমি কিনতে পারেন যেটা দীর্ঘমেয়াদী। আপনি যদি জমি কিনে দীর্ঘমেয়াদি ভাবে রাখেন তাহলে অবশ্যই ঝুঁকিমুক্তভাবে ভালো প্রফিট করতে পারবেন। আমার বাবা আজ থেকে ১৫-১৬ বছর হবে, ১ বিঘা জমি ১৫ হাজার টাকা দিয়ে কিনেছিলো, আজকে তার বর্তমানে ১ শতাংশের দাম ৩০ হাজার টাকা করে বলে কিন্তু আমরা বিক্রি করি না। তাই জমি কিনলে ভালো পজিশনে খুজে কিনতে পারেন।

২০২৬ বা ২৭ সালে যখন বিটকয়েন কিনতে চাইবেন তখন যখন বিয়ার মার্কেট শুরু হবে তখন আপনার ইনকাম থেকে কিছু কিছু করে DCA পদ্ধতিতে বিনিয়োগ করবেন। বিটকয়েনের মার্কেট অনিশ্চিত কখন কি হবে সেটা কেউ বলতে পারবে না। সবচেয়ে ভালো নিজে সিদ্ধান্ত নিন আপনার জন্য কোনটা বেটার হবে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
November 19, 2024, 01:18:45 AM
আমি আপনাকে এই প্ল্যানে কোনোদিন সাপোর্ট করবো না ভাই। জমি কেনাও সহজ না, আর বিক্রি করাও সহজ না। আপনি যখন জমি ক্রয় করবেন, তখন জমি সাফ-কবলা দলিল করে কিনে নিতে সেখানে দলিল করার একটা খরচ আছে। ডিপেন্ড করবে জমির পরিমানের ওপর এবং আপনারে এলাকার দামের ওপর। এখানে ভালো পরিমানে একটা টাকা আপনার খরচ হয়ে যাবে। আর জমি বিক্রি করতে গেলে, আপনি চাইলেই জমি বিক্রি করে দিতে পারবেন না। কাষ্টমার পাবেন না। যাদের পাবেন, তাদের সাথে আপনার দাম বনাবনি হবে না।

একমাত্র শহরে জমি কিনলে, সেটা বিক্রি করার সময় একাধিক গ্রাহক পাওয়া যেতে পারে। তারপরেও, আপনি মনে করলেন আমি ১ মাসের মধ্যে জমি সেল করে দিবো, সেটা পারবেন না। এমন অনেক জমি আছে যেখানে মানুষ বছরের পর বছর জমি বিক্রি হবে ব্যানার লাগিয়ে রেখেছেন, কিন্তু বিক্রি করতে পারছে না। অন্য কিছু চিন্তা করেন। আর যদি জমি কিনে ব্যাবহার করতে পারেন বা রেখে দেওয়ার প্ল্যান করেন, তাহলে কিনতে পারেন।

আপনার সাথে আমি এই বিষয়ে একমত একটা জমি কেনা যেমন খুব সহজ না ঠিক সেই জমি বিক্রি করাও তেমন একটা সহজ না।  অনেকেই শহরে জমি কিনে এখন আর বিক্রি করতে পারছেনা। মাঝে কয়েক বছর জমি কেনা বেচার পরিমান অনেক বেড়ে গেছিলো কিন্ত এখন বর্ত্মানে অনেক কমে গেছে। বিশেষ করে সরকার পরিবর্তন হবার পরে। 

যদি কাগজ পাতি ঠিক থাকে তাহলে জমি বিক্রি করা বা ক্রয় করতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে আপনাদের এক্সপেরিয়েন্স থেকে আপনারা জানান আমার এক্সপেরিয়েন্স থেকে চার থেকে পাঁচ মাসেরও বেশি সময় লেগেছে যদিও জমিতে কিছু সমস্যা ছিল।

জমি খারিজ ও নামজারি করতে সাধারনত ১৫-২০ দিন লাগে, এখানে এ মাস ধরে নিতে পারেন, আর আপনার যদি দামদর ঠিক থাকে তাহলে একদিনেও জমি বিক্রি করতে পারবেন। তবে এর মাঝে আরো একটা বিষয় হচ্ছে আঞ্চলিক অফিস হলে সপ্তাহে দুইদিন জমি রেজিস্টারি এর কার্যক্রম হয়ে থাকে, আর মেট্রোপলিটন বা সিটির মধ্যে হলে কোর্ট খোলা থালেই হয়। আর @Learn Bitcoin ভাই তো বিস্তারিত বলেই দিছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 19, 2024, 12:19:31 AM
যদি কাগজ পাতি ঠিক থাকে তাহলে জমি বিক্রি করা বা ক্রয় করতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে আপনাদের এক্সপেরিয়েন্স থেকে আপনারা জানান আমার এক্সপেরিয়েন্স থেকে চার থেকে পাঁচ মাসেরও বেশি সময় লেগেছে যদিও জমিতে কিছু সমস্যা ছিল।

আমি আপনাকে এই প্ল্যানে কোনোদিন সাপোর্ট করবো না ভাই। জমি কেনাও সহজ না, আর বিক্রি করাও সহজ না। আপনি যখন জমি ক্রয় করবেন, তখন জমি সাফ-কবলা দলিল করে কিনে নিতে সেখানে দলিল করার একটা খরচ আছে। ডিপেন্ড করবে জমির পরিমানের ওপর এবং আপনারে এলাকার দামের ওপর। এখানে ভালো পরিমানে একটা টাকা আপনার খরচ হয়ে যাবে। আর জমি বিক্রি করতে গেলে, আপনি চাইলেই জমি বিক্রি করে দিতে পারবেন না। কাষ্টমার পাবেন না। যাদের পাবেন, তাদের সাথে আপনার দাম বনাবনি হবে না।

একমাত্র শহরে জমি কিনলে, সেটা বিক্রি করার সময় একাধিক গ্রাহক পাওয়া যেতে পারে। তারপরেও, আপনি মনে করলেন আমি ১ মাসের মধ্যে জমি সেল করে দিবো, সেটা পারবেন না। এমন অনেক জমি আছে যেখানে মানুষ বছরের পর বছর জমি বিক্রি হবে ব্যানার লাগিয়ে রেখেছেন, কিন্তু বিক্রি করতে পারছে না। অন্য কিছু চিন্তা করেন। আর যদি জমি কিনে ব্যাবহার করতে পারেন বা রেখে দেওয়ার প্ল্যান করেন, তাহলে কিনতে পারেন।
member
Activity: 63
Merit: 7
November 18, 2024, 01:15:03 PM
আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin
এই প্রিয় মুরগির ব্যবসায়ী ভাই দয়া করে মুরগির দামটা একটু কমিয়ে আনুন না হলে তো আমরা মুরগি এত দাম দিয়ে কিনে খেতে পারব না ভাই। আমাদের জন্য একটু সহজলভ্য করে দেন ভাই। হাহাহা ভাই মজা করে বললাম কিন্তু কিছু মনে করবেন না। আপনার মুরগির ফার্মে প্রত্যেক চালানে কতটা করে মুরগির বাচ্চা আনেন? নাকি আপনি নিজেই আপনার ফার্মে ডিম ফোটান? তবে মুরগির খাবারের যে দাম তাতে লাভের অংকটা অনেক কম গেছে।

ভাই আমি গরিব মানুষ। মাত্র ৭০ টাকা হালি ডিম বেচি। বয়লার পালিনা, সব দেশি, ফাউমি, ব্ল্যাক অস্ট্রালর্প জাতের মুরগি, সেই হিসেবে হ্যাঁ দাম তো একটু বেশিই হবে। বাচ্চা নিজেরা ফুটাই, ইনকিউবেটর মেশিন আছে, সেখানে ৭০-১০০ ডিম আরামসে ফুটানা যায়। ফার্ম বললে ভুল হবে, ঘরোয়া ভাবে ছোট খাটো একটা প্রজেক্ট বলতে পারেন। হ্যা ভাই লাভ অনেকটকই কম তুলনামূলক। মাঝে মাঝে তো মুরগির টাকা দিয়ে মুরগিরই ফিড কিনছি। মাসে ৩ বস্তা লেয়ার লেয়ার ১ লাগে, পার বস্তা +-৩০০০ টাকা। আবার সোনলী গ্রোয়ার, স্টাটার ফিডও লাগে। সব মিলায়ে ব্যাপক খরচ, অতোটাও ইজি ব্যবসা না। একটা সুবিধা হইছে যদিও, ডিম আর মাংসের চাহিদা মিটে যাচ্ছে। লাস্ট কবে যে ডিম বা মাংস কিনছি মনে করতে পারতেছিনা। এদিকে কোয়েল পাখি পালতেছি। সেখানেও ডেইলি ১০-১৫ টা ডিম দেয় গড়ে। মুরগির ক্ষেত্রে ২০-২৫ পাইতাম ডেইলি, শীত আসায় একটু কমে গেছে ১৫ করে দিচ্ছে। তো এই হলো কাহিনি। Smiley
আরে ভাই আপনার ব্যবসাটা আমার কাছে সৌখিন ব্যবসা মনে হচ্ছে Grin । মুরগি পালতেছেন সাথে আবার কোয়েল পাখি আপনার শুধু লাভ আর লাভ। আপনি যে জাতের মুরগির কথা বললেন সেগুলোর দাম তো মার্কেটে আরো বেশি পোল্ট্রি মুরগির তুলনায় এমনকি সেগুলোর ডিমের দামও বেশি। এমনিতেই পল্টি মুরগির ডিম আমাদের এখানে প্রায় 60 টাকা হালি। তাছাড়া পোল্টি মুরগির দাম অনেক বেশি যার ফলে এখন ইচ্ছা হলেও খুব সহজেই মাংস কিনে খাওয়া সম্ভব হচ্ছে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 18, 2024, 12:20:37 PM
আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin
এই প্রিয় মুরগির ব্যবসায়ী ভাই দয়া করে মুরগির দামটা একটু কমিয়ে আনুন না হলে তো আমরা মুরগি এত দাম দিয়ে কিনে খেতে পারব না ভাই। আমাদের জন্য একটু সহজলভ্য করে দেন ভাই। হাহাহা ভাই মজা করে বললাম কিন্তু কিছু মনে করবেন না। আপনার মুরগির ফার্মে প্রত্যেক চালানে কতটা করে মুরগির বাচ্চা আনেন? নাকি আপনি নিজেই আপনার ফার্মে ডিম ফোটান? তবে মুরগির খাবারের যে দাম তাতে লাভের অংকটা অনেক কম গেছে।

ভাই আমি গরিব মানুষ। মাত্র ৭০ টাকা হালি ডিম বেচি। বয়লার পালিনা, সব দেশি, ফাউমি, ব্ল্যাক অস্ট্রালর্প জাতের মুরগি, সেই হিসেবে হ্যাঁ দাম তো একটু বেশিই হবে। বাচ্চা নিজেরা ফুটাই, ইনকিউবেটর মেশিন আছে, সেখানে ৭০-১০০ ডিম আরামসে ফুটানা যায়। ফার্ম বললে ভুল হবে, ঘরোয়া ভাবে ছোট খাটো একটা প্রজেক্ট বলতে পারেন। হ্যা ভাই লাভ অনেকটকই কম তুলনামূলক। মাঝে মাঝে তো মুরগির টাকা দিয়ে মুরগিরই ফিড কিনছি। মাসে ৩ বস্তা লেয়ার লেয়ার ১ লাগে, পার বস্তা +-৩০০০ টাকা। আবার সোনলী গ্রোয়ার, স্টাটার ফিডও লাগে। সব মিলায়ে ব্যাপক খরচ, অতোটাও ইজি ব্যবসা না। একটা সুবিধা হইছে যদিও, ডিম আর মাংসের চাহিদা মিটে যাচ্ছে। লাস্ট কবে যে ডিম বা মাংস কিনছি মনে করতে পারতেছিনা। এদিকে কোয়েল পাখি পালতেছি। সেখানেও ডেইলি ১০-১৫ টা ডিম দেয় গড়ে। মুরগির ক্ষেত্রে ২০-২৫ পাইতাম ডেইলি, শীত আসায় একটু কমে গেছে ১৫ করে দিচ্ছে। তো এই হলো কাহিনি। Smiley
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 18, 2024, 11:47:47 AM


কি অবস্থা সবার আজকে একটা স্ট্রাটেজি নিয়ে আলাপ চাচ্ছি এবং আপনাদের মতামত এবং পরামর্শ চাচ্ছি.

অনেকে হয়তো জানেন আমি লং টার্মের জন্য কিছু বিটকয়েন হোল্ডিং করেছিলাম এবং সেগুলো বর্তমানে ৫০% প্রোফিটে রয়েছে এবং যদি আমি সেগুলোকে ১০০ কে তে সেল করি তাহলে আমার প্রফিট হবে ৬৫.৫৫ পার্সেন্ট।
যদিও আমি আমার এই  ফান্ড গুলোকে ৮-১০ বছরের জন্য হোল্ডিং করতে চেয়েছিলাম তবে আমার মাথায় একটা চিন্তা করতেছে এখন যে আমি যদি এই বুল সিজনে বিটকয়েন সেল করে আমার আশেপাশে কিছু জায়গা কিনে রাখি তাহলে  জায়গাটি অবশ্যই যদি দুই বছর পরে যদি বেয়ার সিজন আসে তাহলে কম সে কম 30 থেকে 40% প্রফিটে সেল করতে পারবো এবং পরবর্তীতে যদি বিয়ার সিজনে বিটকয়েন ইনভেস্টমেন্ট করি এবং হোল্ডিং করে আবার যদি বুল সিজনে ফেল করি তাহলে পাঁচ থেকে ছয় গুন প্রফিট অর্জন করা যেতে পারে।
যেমন ২০২২ সালের ডিসেম্বর মাসে আমার কাছে ৫ লাখ টাকা ছিল এক্সপিরিয়েন্স ছিল না এবং মনের ভেতর ভয় ছিল এজন্য আর ইনভেসমেন্ট করিনি তখন যদি ইনভেস্টমেন্ট করে এখনও পর্যন্ত হোল্ডিং করে আসতাম তাহলে হয়তো আমার সেই ৫ লাখ এখন ৩০ লাখের উপরে থাকতো।

তাই আপনারা কি মনে করেন এটা কি আসলে ওয়ার্কআউট করবে? মানে আমি  বুল সিজনে বিটকয়েন সেল করে জমি কিনে রাখবো এবং বেয়ার সিজনে জমি বিক্রি করে  বিটকয়েন ইনভেস্টমেন্ট করব। এবং আমার টার্গেট ২০২৬ বা ২৭ সালে অ্যারাউন্ড ৩০কে এর আশেপাশে বিটকয়েন ক্রয় করা।


যদি কাগজ পাতি ঠিক থাকে তাহলে জমি বিক্রি করা বা ক্রয় করতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে আপনাদের এক্সপেরিয়েন্স থেকে আপনারা জানান আমার এক্সপেরিয়েন্স থেকে চার থেকে পাঁচ মাসেরও বেশি সময় লেগেছে যদিও জমিতে কিছু সমস্যা ছিল।

আরেকটা কথা কারো কি গোল্ড বার ক্রয় করা বা বিক্রয় করার সম্পর্কে কোন আইডিয়া রয়েছে?
যেমন আমি যদি এখন গোল্ড  বার ক্রয় করি পরবর্তীতে কি আমার সেল দেওয়ার ক্ষেত্রে ক্ষয় হিসেবে কিছু পার্সেন্টেজ বাদ যাবে?
যেমনটা আমরা পুরাতন গয়না কাটি বিক্রি করার সময় দেখে থাকি ?
sr. member
Activity: 616
Merit: 322
November 18, 2024, 11:45:44 AM
ফোরামের প্ৰথম রাঙ্ক জুনিয়র মেম্বারে পদোন্নতি করতে পেরে আমি আজ সত্যিই খুব খুশি।  যদিও এটি  বড় কোনো পদোন্নতি নয় , কিন্তু আমার জন্য এটি অবশ্যই সেরা মুহূর্ত।  এমন মুহূর্ত আমি হয়তো পরবর্তী রাঙ্ক আপ করতে পেরেও পাবো না।  জুনিয়র মেম্বার হওয়ার মুহূর্তটা এই ফোরামে আমার জন্য সেরা মুহূর্ত।
আলহামদুলিল্লাহ, আজকে আমি Jr.member এ পদোন্নতি করলাম। এটি আমার জন্য খুশির বিষয়। ছোট হলেও, এটা আমার কমিউনিটি ইন্টারঅ্যাকশন, এই rank up আমাকে আরও শিখতে এবং অবদান রাখতে উৎসাহিত করছে। যদিও এটি খুবই ছোট একটি পদ তবুও এটি আমার জন্য খুবই আনন্দের। এবং আমি এখন থেকে ভালো ভাবে ফোরামে অবদান রাখার চেষ্টা করবো। এবং পরবর্তী র্যাংক অর্জন করার চেষ্টা করবো, এটি আমার জন্য একটি স্টার্টআপ পয়েন্ট।
সেই সুন্দর। চালিয়ে যান সামনে ভালো কিছু করবেন। আপনাদের জন্য আমি আনন্দিত আমি আপনাদের উপর নজর রাখবো। আশা করি ভবিষ্যতে আপনাদের অবস্থান ভালো যায়গায় দেখতে পাবো।

ভাই আমার মনে হয় আপনি স্থির ভাবে বিজনেসটায় বসতে পারতেছেন না। ভাই যেহেতু আপনি গ্রামের বাজার থেকে একটু বড় বাজারের দিকে শিফট করতেছেন সেহেতু বলবো আপনি যে পরিকল্পনা করেছেন সেটা ভালো কিন্তু ভাই বুঝে শুনে দোকানটা নিয়ে পরবর্তী সময়ে যেন আর নড়াচড়া করতে না হয় কারণ বিজনেস করতে হলে আপনাকে সেখানে স্থির হতে হবে। আশা করি আপনার এই যাত্রাটা ভালো হবে একটু ধৈর্য ধারণ করেন তখন তা ভালোমতো সাজিয়ে গুছিয়ে নেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ ভালো কিছু দেবে। আমার অনেক ভালো লেগেছে আপনি বিজনেস করার চেষ্টা করতেছেন বিজনেস জিনিসটা আমার অনেক প্রিয়।

কয়েকদিন যাবৎ আসলে খুবই ব্যাস্ত সময় পার করছিলাম এই দোকান শিফট করা নিয়েই। আজকে মাত্র পিসিতে বসার সময় পেলাম। এই কয়েকদিন ধরে মোবাইলে আর ল্যাপটপে কাজ করছিলাম এবং খুবিই ব্যাস্ত সময়ের মাঝে ছিলাম। আজকে এখন একটু ফ্রি টাইম পেয়েই ফোরামে ঢু মারতে আসলাম। যে যাই বলুক না কেনো, আমি দোকান শিফট করেছি এর পেছনের প্রথম কারন হলো প্রত্যাশা মতো সেল না হওয়া। আমি যদি আমার ইনভেষ্টমেন্ট ফেলে রাখি এবং প্রতি মাসেই লস করি, তাহলে বিজনেস গ্রো করবে না। আমার দরকার ছিলো এমন একটা লোকেশন যেখানে আমি প্রত্যাশা মতো সেল করতে পারবো। যাই হোক, যেহেতু এইখানের বাজার একটু বড়, আশা করি এখানে সেল একটু বৃদ্ধি হবে। তবে সব কিছুর আগে আল্লাহর করুনার ওপর ভরসা করতে চাই। আল্লাহ চাইলে এবার ঘুরে দাড়ানোর চেষ্টা করবো।
ভালো করছেন। অনলাইনে যত কিছুই করেননা কেনো আর যত টাকা ইনকাম করেননা কেনো সেগুলো দিয়ে বেশিদিন সারভাইভ করতে পারবেন না কারণ অনলাইনে ইনকাম আপনার জন্য প্যাসিবি ইনকাম নিয়ে আসবেন না তাই এগুলোর পাশাপাশি একটি ভালো জব অথবা একটি বিসনেস থাকা প্রয়োজন। এখন হয়তো বা কষ্ট করতেছে তবে একবার গুছিয়ে নিতে পারলে আর কিছু পটেনশিয়াল কাস্টমার পেয়ে গেলে তারপর থেকে ভালো কিছু পাওয়া যায়। তবে ধৈর্য ধরে একটি পজিশনে দীর্ঘদিন ব্যবসা করতে হবে যখন আপনি সবার মাঝে পরিচিত হবেন এবং সবাই জানবে যে আপনার কাছে ভালো প্রোডাক্ট আছে তখন অটোমেটিক সেল বেড়ে যাবে।
jr. member
Activity: 33
Merit: 8
November 18, 2024, 12:25:29 AM
আলহামদুলিল্লাহ, আজকে আমি Jr.member এ পদোন্নতি করলাম। এটি আমার জন্য খুশির বিষয়। ছোট হলেও, এটা আমার কমিউনিটি ইন্টারঅ্যাকশন, এই rank up আমাকে আরও শিখতে এবং অবদান রাখতে উৎসাহিত করছে। যদিও এটি খুবই ছোট একটি পদ তবুও এটি আমার জন্য খুবই আনন্দের। এবং আমি এখন থেকে ভালো ভাবে ফোরামে অবদান রাখার চেষ্টা করবো। এবং পরবর্তী র্যাংক অর্জন করার চেষ্টা করবো, এটি আমার জন্য একটি স্টার্টআপ পয়েন্ট।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 17, 2024, 08:17:25 AM
ভাই আমার মনে হয় আপনি স্থির ভাবে বিজনেসটায় বসতে পারতেছেন না। ভাই যেহেতু আপনি গ্রামের বাজার থেকে একটু বড় বাজারের দিকে শিফট করতেছেন সেহেতু বলবো আপনি যে পরিকল্পনা করেছেন সেটা ভালো কিন্তু ভাই বুঝে শুনে দোকানটা নিয়ে পরবর্তী সময়ে যেন আর নড়াচড়া করতে না হয় কারণ বিজনেস করতে হলে আপনাকে সেখানে স্থির হতে হবে। আশা করি আপনার এই যাত্রাটা ভালো হবে একটু ধৈর্য ধারণ করেন তখন তা ভালোমতো সাজিয়ে গুছিয়ে নেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ ভালো কিছু দেবে। আমার অনেক ভালো লেগেছে আপনি বিজনেস করার চেষ্টা করতেছেন বিজনেস জিনিসটা আমার অনেক প্রিয়।

কয়েকদিন যাবৎ আসলে খুবই ব্যাস্ত সময় পার করছিলাম এই দোকান শিফট করা নিয়েই। আজকে মাত্র পিসিতে বসার সময় পেলাম। এই কয়েকদিন ধরে মোবাইলে আর ল্যাপটপে কাজ করছিলাম এবং খুবিই ব্যাস্ত সময়ের মাঝে ছিলাম। আজকে এখন একটু ফ্রি টাইম পেয়েই ফোরামে ঢু মারতে আসলাম। যে যাই বলুক না কেনো, আমি দোকান শিফট করেছি এর পেছনের প্রথম কারন হলো প্রত্যাশা মতো সেল না হওয়া। আমি যদি আমার ইনভেষ্টমেন্ট ফেলে রাখি এবং প্রতি মাসেই লস করি, তাহলে বিজনেস গ্রো করবে না। আমার দরকার ছিলো এমন একটা লোকেশন যেখানে আমি প্রত্যাশা মতো সেল করতে পারবো। যাই হোক, যেহেতু এইখানের বাজার একটু বড়, আশা করি এখানে সেল একটু বৃদ্ধি হবে। তবে সব কিছুর আগে আল্লাহর করুনার ওপর ভরসা করতে চাই। আল্লাহ চাইলে এবার ঘুরে দাড়ানোর চেষ্টা করবো।
member
Activity: 9
Merit: 0
November 17, 2024, 04:32:11 AM
ফোরামের প্ৰথম রাঙ্ক জুনিয়র মেম্বারে পদোন্নতি করতে পেরে আমি আজ সত্যিই খুব খুশি।  যদিও এটি  বড় কোনো পদোন্নতি নয় , কিন্তু আমার জন্য এটি অবশ্যই সেরা মুহূর্ত।  এমন মুহূর্ত আমি হয়তো পরবর্তী রাঙ্ক আপ করতে পেরেও পাবো না।  জুনিয়র মেম্বার হওয়ার মুহূর্তটা এই ফোরামে আমার জন্য সেরা মুহূর্ত।
full member
Activity: 238
Merit: 177
November 15, 2024, 02:20:29 PM
জেনে ভালো লাগলো যে আপনি ছাত্র থাকা অবস্থাতেই টিউশন করে নিজের খরচের পাশাপাশি অন্য কাজ করেও টাকা জমাচ্ছেন। ইনভেস্টমেন্ট এর যায়গায় আসলে কাউকেই সাজেশন দেয়া ঠিক না। কারণ ইনভেস্টমেন্ট মানেই লাভ/লস। যেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে লস হওয়ার সম্ভাবনাও আছে। আজকে আমার সাজেশনে কেউ কোনো কয়েনে ইনভেস্ট করে সামনের মাসে লসে ঢুকে গেলে সেটার জন্য আমাকে ব্লেইম করতেই পারে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ক্রিপ্টো মার্কেটে একেবারে নতুন না। তো, আশা করি কোথায় ইনভেস্ট করা উচিৎ, আর কোথায় করা উচিৎ না, সেটা আপনি অলরেডি বুঝতে পারেন।
জি ভাই আপনি ঠিকই বলেছেন কাউকে ইনভেস্ট করার কথাটা বলা এটা আসলে একটা রিক্স এর ব্যাপার হয়ে যায় কারণ পরবর্তী সময়ে যদি সে লাভ করতে পারে তাহলে কোন কথা নেই যদি পাই চান্স মার্কেট খারাপ হওয়ার কারণে যদি লস হয় তাহলে দেখা যাবে যে ব্লেম দেওয়ার শেষ নাই সেজন্য ভাই কাউকে এরকমভাবে সাজেশন দেওয়া উচিত নয় আমিও দেই না কখনো এরকম ভাবে। তবে যদি কেউ আইডিয়া দেয় তবে তাদের বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে সাহায্য করার চেষ্টা করি পরবর্তী সময়ে এসে কোনটাই ইনভেস্ট করবে কোন টোকেন কিনবে এটা তার একমাত্র ব্যক্তিগত ব্যাপার। আমি যখন কোন টোকেন কিনি তার আগে আমি টোকেন সম্পর্কে একটু এনালাইসিস করি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন আর্টিকেল থেকে এর সম্পর্কে জানার চেষ্টা করি যদি মনে হয় না এটা ভালো হবে তাহলে আমি ওটা ইনভেস্ট করি।

আমার সমস্যা হচ্ছে লোকেশন নিয়ে। আমি মূলত গ্রাম এলাকায় থাকি। আর আমি যেই দোকান নিয়েছি, সেগুলো গ্রামে খুব কমই চলে। যাদের আগে থেকেই দোকান আছে, তাদের দোকান মোটামোটি রানিং আছে। এর পেছনের কারণ হলো, গ্রামের মানুষ সব সময় তাদের পূর্ব পরিচিত দোকান থেকেই মালামাল কিনতে পছন্দ করে। বাড়ি থেকেই প্ল্যান করে যায় যে বাজারে গিয়ে ওই দোকানে যাবো। সেটা বন্ধ থাকলেই কেবল অন্য দোকানে যায়। তো আমি চাচ্ছিলাম ছোট বাজার থেকে মুভ করে বড় বাজারে যেতে। সেখানে দোকানের ভাড়াও বেশি, এডভান্স ও বেশি, আবার অন্যান্য সকল খরচ তো আছেই। যাই হোক, চেষ্টা করে দেখি কি করা যায়।
ভাই আমার মনে হয় আপনি স্থির ভাবে বিজনেসটায় বসতে পারতেছেন না। ভাই যেহেতু আপনি গ্রামের বাজার থেকে একটু বড় বাজারের দিকে শিফট করতেছেন সেহেতু বলবো আপনি যে পরিকল্পনা করেছেন সেটা ভালো কিন্তু ভাই বুঝে শুনে দোকানটা নিয়ে পরবর্তী সময়ে যেন আর নড়াচড়া করতে না হয় কারণ বিজনেস করতে হলে আপনাকে সেখানে স্থির হতে হবে। আশা করি আপনার এই যাত্রাটা ভালো হবে একটু ধৈর্য ধারণ করেন তখন তা ভালোমতো সাজিয়ে গুছিয়ে নেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ ভালো কিছু দেবে। আমার অনেক ভালো লেগেছে আপনি বিজনেস করার চেষ্টা করতেছেন বিজনেস জিনিসটা আমার অনেক প্রিয়।

যদিও আমাদের ছোটখাটো একটা বিজনেস আছে বাবার। আমাদের তাঁত শিল্পের একটা অংশ তুলে ধরলাম দেখেন। আমাদের বাসায় মূলত তাঁতের শাড়ি বানানো হতো সেইসাথে বিভিন্ন জায়গায় সেল হতো এখন সেটা স্থির করে ফেলেছি এখন আর আমাদের কাপড় সেল করার জন্য হাটেও যেতে হয় না আমাদের বাসা থেকেই সব সেল হয়ে যায়। এক সময় ছিল তাঁত শিল্প পরবর্তীতে আস্তে আস্তে হ্যাললোম করলাম তারপর হ্যাললোমের শাড়ি বানানো তে যে খরচ যায় তার থেকে পাওয়াল্লম ভালো হয়। এরপর আস্তে আস্তে দশটার মত পারলাম করা হয়েছে আমাদের। মোটামুটি আলহামদুলিল্লাহ এইখান থেকে আমাদের সবকিছু অনেক সুন্দর ভাবেই চালাচ্ছে আল্লাহ তা'আলা। প্রথমদিকে আমাদের অনেক সমস্যা হতো একসময় বন্ধ হয়ে যাওয়া অবস্থা হয়েছিল কোভিড-১৯ সময়। যাইহোক এখন সবকিছু কাটিয়ে ওঠে অনেকটা ভালোর দিকে এসেছে।

আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin
এই প্রিয় মুরগির ব্যবসায়ী ভাই দয়া করে মুরগির দামটা একটু কমিয়ে আনুন না হলে তো আমরা মুরগি এত দাম দিয়ে কিনে খেতে পারব না ভাই। আমাদের জন্য একটু সহজলভ্য করে দেন ভাই। হাহাহা ভাই মজা করে বললাম কিন্তু কিছু মনে করবেন না। আপনার মুরগির ফার্মে প্রত্যেক চালানে কতটা করে মুরগির বাচ্চা আনেন? নাকি আপনি নিজেই আপনার ফার্মে ডিম ফোটান? তবে মুরগির খাবারের যে দাম তাতে লাভের অংকটা অনেক কম গেছে।

তারপর বলুন ভাই বিটকয়েনের আকাশচুম্বীক প্রাইজ পেডিকশন দেখে কেমন লাগলো আপনাদের। আর বিটকয়েনে বিনিয়োগ করে এই সময় কেউ কি রকম লাভ করতে পেরেছেন। আমি যদিও খুব বেশি বিনিয়োগ করতে পারেনি তবে অল্প ছোটখাটো বিনিয়োগ থেকেও আমি মোটামুটি ভালই লাভ এর অংক দেখতে পাচ্ছি। বিটকয়েনের দাম যেভাবে বাড়তেছিল প্রতিমুহূর্তে আমি ক্যান্ডেল দেখে মনে হচ্ছিল কোন দৌড় প্রতিযোগিতা দেখতেছি এত দ্রুত প্রাইজটা ৯২ পার করে ফেলেছিল। যাইহোক এরকম থাকলে মনে হয় খুব তাড়াতাড়ি ১০০k স্পর্শ করে ফেলবে।
বিটকয়েনে বিনিয়োগ করার আরো বেশি আত্মবিশ্বাস হয়ে গেছে আমার আমার এই দাঁড়ানো এত রাখার চেষ্টা করব সব সময়। আমার চিন্তা ভাবনা হচ্ছে যাই হোক অল্প পারি আর বেশি পারি যখন যেরকম পারবো সেরকমই বিনিয়োগ করে রাখবো। তবে আমি এই বিনিয়োগটা বন্ধ করব না চেষ্টা করব যত সম্ভব চালিয়ে যাবার জন্য.
hero member
Activity: 840
Merit: 522
November 15, 2024, 12:54:48 PM
টন কয়েন নিয়ে আমি এর আগেও কয়েকবার শুনেছি কিন্তু সেই টোকেন  আমি কখনো কিনি নাই।  বিটকয়েন মার্কেট বুলিশ হওয়ার পর আমি কিছুটা PEPE টোকেন কিনে রেখেছি।  আপাতত আমি প্রায় ৬০ শতাংশ এর মতো মুনাফা দেখতে পাচ্ছি।  কিন্তু কালকে পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৭৫ শতাংশ।  আজকে এর দাম কিছুটা নিচে দেখতে পাচ্ছি।  আজকে সারাদিনে প্রায় ১৫ শতাংশ মূল্য হারিয়েছে।  এখন কি আমার এই কয়েন আরো কিছু দিন ধরে রাখা উচিত? PEPE টোকেন কি আগামী কিছু দিনে বাড়তে পারে নাকি কমে যাবে? আমার লক্ষ ২x  রিটার্ন পাওয়া মাত্রই টোকেনগুলো বিক্রি করে দিবো এবং অন্য টোকেনে  ইনভেস্ট করবো , বেশি সম্ভব টন কয়েন কিনবো।  টন থেকে কত গুন রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে?

PEPE আর টন দুইটা আলাদা ক্যাটাগরির টোকেন। PEPE হচ্ছে একটা পিওর মিম টোকেন যেটাকে আমরা শিটকয়েন ও বলে থাকি। এটার মুভমেন্ট কখন কিরকম হবে কেউ বলতে পারে না। এসব টোকেন সাধারণত মারাক্তক আকারের ভলাটাইল হয়ে থাকে। যদি পাম্প করে, তাহলে ২০-৩০% পাম্প করে ফেলে। আবার যদি ডাউন হতে শুরু করে, একদিনেই ২০-৩০% ডাউন হয়ে যাবে।

অপর দিকে টন হচ্ছে একটা কয়েন। যেটার পেছনে টেলিগ্রামের ডেভেলপার টিম এবং মালিক রয়েছে। টনের নিজস্ব একটা ইকোসিস্টেম আছে অলরেডি। টন এর নিজের ব্লকচেইন আছে যেখানে অন্যান্য প্রজেক্ট ও লঞ্চ করা যাচ্ছে। এই ধরনের কয়েন খুব বেশি ভলাটাইল না। কিন্তু যেহেতু এটা ফান্ডামেন্টালি অনেক বেশি স্ট্রং, আশা করা যায় বুল রানে এই কয়েন অনেক বেশি রিটার্ন দিবে। তবে কোনোটাই ফাইনান্সিয়াল এডভাইস না। নিজে যাচাই বাছাই করে ইনভেস্ট করবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 15, 2024, 04:21:35 AM
বিটকয়েন ৯০ হাজার রেন্জ এ ঢোকার পরেই আমি মনে করি অনেক পুরাতন হোল্ডার রা কিছু ক্যাশ আউট করেছে। কয়েকদিন ধরে ৯০-৯৩ এ চলা অবস্থায় অনেকেই নিজেদের প্রফিট বুক করে নিচ্ছে। এটাই সম্ভবত কারেকশন নেয়ার কারন। বর্তমানে মার্কেটে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট করার মতো নিউজ বা অন্যান্য কোনো কারন দেখছি না। আমি জানি না এটা আসলেই কারেকশন কি না। কারন ভালো করে কারেকশন নিলে মার্কেট আবার ৭০ হাজার এ যেতে পারে।

প্রথম যখন ৭৪ হাজারের অল টাইম হাই বানালো, তারপর কিন্তু কারেকশন নিয়ে মার্কেট একদম ৫৪ হাজারে গিয়েছিলো। আমি প্যানিক সেলার সেখানেই কিছু সেল করে দিয়েছিলাম। এখন যেহেতু বিটকয়েন ৮৭ হাজারে আছে, এটা কারেকশন নিলে আবার ৭০ হাজারে আসতে পারে। তারপর ১০০ কে ক্রস করে একদম ১১০ বা ১২০ এ চলে যেতে পারে।
আসলে বর্তমানে বিটকয়েন যে সিচুয়েশনে রয়েছে মানে যে প্রাইজ রেঞ্জে রয়েছে এটাতে আসলে বলা বা প্রেডিকশন করা খুবই কঠিন যে মার্কেট সামনে একটা বড় কারেকশন নিবে নাকি এই ছোট কারেকশন এর মাধ্যমে আবারও পাম্প করে ফেলবে। যদি মার্কেট নব্বুই হাজারের উপরে থাকতো তাহলে একটা কথা ছিল কিন্তু এটা এখন আমার কাছে ডেঞ্জারাস স্টেশন মনে হচ্ছে।
আর তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 24 ঘন্টার মধ্যে ট্রেডিং ভলিউম কমেছে 28.44% এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা মার্কেট ক্যাপ বিটকয়েনের মার্কেট কমেছে 2.0৯% এর মতন যেখানে বিটকয়েনের মার্কেট 1.834 ট্রিলিয়ন ডলারের এর উপরে উঠেছিল সেখানে বর্তমানে মার্কেট ক্যাপ রয়েছে 1.75 ট্রিলিয়ন ডলার। আমার তো এখন ভয় হচ্ছে আমরা কি অলরেডি বিটকয়েন এর এবারের সাইকেলের অল টাইম প্রাইস দেখে ফেলেছি?
আমার তো ইচ্ছা হচ্ছে এখন যদি বিটকয়েন ১ লাখ টাচ করে তাহলে আমি আমার সম্পূর্ণ বিটকয়েন গুলোকে ফেল করে দিব এবং পরবর্তীতে সেগুলো দিয়ে একটা ভালো অ্যাসেট কিনে ফোল্ডিং করে আবার ২০২৬ বা ২০২৭ সালের দিকে ইনভেসমেন্ট করব।
আর চিন্তা করতেছি এসেট হিসেবে গ্রামের থেকে কিছু জমি কিনব যেখানে অল্প টাকায় ভালো একটা জমি কেনা যাবে এবং পাশাপাশি পরবর্তীতে যদি ইচ্ছা থাকে তাহলে সেল করে আবার বিটকয়েনে ইনভেস্টমেন্ট করলে বিশাল প্রফিট হবে।
ইনভেসমেন্ট এমাউন্ট টাও বাড়ানো যাবে কারণ জমির দাম কখনো কমে না সব সময় বাড়ে। আর এখানে আমি আমার বাড়তি কোন ফান্ড ইনভেস্টমেন্ট করব না যা টাকা সম্পূর্ণ বিটকয়েন এর প্রফিট এবং আমার এই ফোরাম থেকে আর্নিং করে সেটিং করার অ্যামাউন্ট।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 14, 2024, 11:58:05 PM
একবার আমার মনে হচ্ছে যে আমি ১০০কে তে গেলে সেল দিয়ে দিব আবার মনে হচ্ছে না আরো কিছুদিন ওয়েট করব যদি এটা আরো বেশি পাম্প করে।
আমরা যদি বিটকয়েনের মার্কেট ক্যাপ দেখি মার্কেট ক্যাপ এবার আগের বুলসিজন এর তুলনায় এই বুলসিজন অ্যারাউন্ড ৪২ পার্সেন্ট পাম্প দিয়েছে. আর আমরা এবারের মার্কেট ক্যাপ এর অনুযায়ী বিটকয়েনের অলটাইম হাই প্রাইস কত হওয়া উচিত তাহলে বিটকয়েনের অলটাইম হাই  মার্কেট ক্যাপ অনুযায়ী এবার  97000 থেকে 98 হাজার এ থাকার কথা।

এখন দেখা যাক আবার বিটকয়েন কারেকশন নিচ্ছে।

বিটকয়েন ৯০ হাজার রেন্জ এ ঢোকার পরেই আমি মনে করি অনেক পুরাতন হোল্ডার রা কিছু ক্যাশ আউট করেছে। কয়েকদিন ধরে ৯০-৯৩ এ চলা অবস্থায় অনেকেই নিজেদের প্রফিট বুক করে নিচ্ছে। এটাই সম্ভবত কারেকশন নেয়ার কারন। বর্তমানে মার্কেটে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট করার মতো নিউজ বা অন্যান্য কোনো কারন দেখছি না। আমি জানি না এটা আসলেই কারেকশন কি না। কারন ভালো করে কারেকশন নিলে মার্কেট আবার ৭০ হাজার এ যেতে পারে।

প্রথম যখন ৭৪ হাজারের অল টাইম হাই বানালো, তারপর কিন্তু কারেকশন নিয়ে মার্কেট একদম ৫৪ হাজারে গিয়েছিলো। আমি প্যানিক সেলার সেখানেই কিছু সেল করে দিয়েছিলাম। এখন যেহেতু বিটকয়েন ৮৭ হাজারে আছে, এটা কারেকশন নিলে আবার ৭০ হাজারে আসতে পারে। তারপর ১০০ কে ক্রস করে একদম ১১০ বা ১২০ এ চলে যেতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 14, 2024, 01:41:22 PM
তারপর? কেমন আছেন সবাই?  Grin Grin

বিটকয়েন হোল্ডারদের তো ঈদ মনে হচ্ছে। বিটকয়েন অলরেডি ৮৯ হাজার ৫০০ তে গিয়েছিলো আজকে। বিটকয়েন যে গতিতে সামনের দিকে যাচ্ছে, এই মাসেই ১০০কে তে চলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ব্যাক্তিগত ভাবে আমি মনে করেছিলাম বিটকয়েন ৮৫ হাজারে যাওয়ার পর একটা কারেকশন নিবে, এবং কারেকশন নিয়ে বিটকয়েন ৬৫ থেকে ৭০ হাজারের দিকে যেতে পারে। কিন্তু মার্কেট একদম পজেটিভ মনে হচ্ছে। কোনো প্রকার নেগেটিভ নিউজ দেখা যাচ্ছে না। বর্তমানে যে ভলাটিলিটি দেখা যাচ্ছে, এটা একদমই নরমাল। কোনো নেগেটিভ নিউজ মার্কেটে হিট না করলে বিটকয়েন এভাবে সামনের দিকে আগাবে মনে হচ্ছে। আমি চাচ্ছিলাম বিটকয়েন একটা কারেকশন নিক। আবার এটাও ঠিক যে বিটকয়েন কারেকশন নিলেই অল্টকয়েন এর অবস্থা খারাপ হয়ে যাবে। আপাতত অল্টকয়েন ও পাম্প করছে।
আলহামদুলিল্লাহ  ভালো আছি।
গোপন খবর তো জেনেই গেছেন তাহলে আসলেই যারা বিটকয়েন হোল্ডিং করে আসতে ছিল তাদের মনে ঈদ চলতেছে তবে এখানে সবচাইতে বড় বিষয় হচ্ছে হোল্ডিং এমাউন্ট ধরে রাখা বা সেল দেওয়া।
একবার আমার মনে হচ্ছে যে আমি ১০০কে তে গেলে সেল দিয়ে দিব আবার মনে হচ্ছে না আরো কিছুদিন ওয়েট করব যদি এটা আরো বেশি পাম্প করে।
আমরা যদি বিটকয়েনের মার্কেট ক্যাপ দেখি মার্কেট ক্যাপ এবার আগের বুলসিজন এর তুলনায় এই বুলসিজন অ্যারাউন্ড ৪২ পার্সেন্ট পাম্প দিয়েছে. আর আমরা এবারের মার্কেট ক্যাপ এর অনুযায়ী বিটকয়েনের অলটাইম হাই প্রাইস কত হওয়া উচিত তাহলে বিটকয়েনের অলটাইম হাই  মার্কেট ক্যাপ অনুযায়ী এবার  97000 থেকে 98 হাজার এ থাকার কথা।

এখন দেখা যাক আবার বিটকয়েন কারেকশন নিচ্ছে।
member
Activity: 9
Merit: 0
November 14, 2024, 11:11:46 AM
কিন্তু এ কি , এখনও অল্টকয়েন সিজন শুরুই হয় ? আমি ঐটা দেখার জন্যও অনেক আগ্রহী। তবে অল্টকয়েন যদি সত্যি যদি ১০ বা ২০ গুন করে বাড়ে তো এইখানে অনেক সুন্দর একটি ব্যাবসা করা যেতে পারে।  অভিজ্ঞদেড় থাকে একটু পরামর্শ চাই আমি কি করতে পারি ?

কাহিনী মূলত এখানেই, কেউ জানে না কোন টোকেনের দাম বাড়বে, কেউ জানে না কোন টোকেনের দাম কমবে। কোন টোকেনে ইনভেস্ট করলে, রিটার্ন আসবে। আবার কোন টোকেনে ইনভেস্ট করলে আরো লস হবে। মুলত মিম টোকেন গুলোই ৪০ গুন ৫০ গুন অব্দি পাম্প করে থাকে। এছাড়াও অনেক অল্টকয়েন ১০ থেকে ২০ গুন পাম্প করে। কিন্তু সেগুলো কোন অল্টকয়েন, সেটাই কেউ জানে না আগে থেকে। আপনাকে নিজে রিসার্চ করে বের করতে হবে।

ধরেন, ব্যাক্তিগত ভাবে আমি মনে করি টুন কয়েন এই বুল রানে ৩০ ডলারের বেশি প্রাইস হবে। যেটার কারেন্ট প্রাইস ৫ ডলারের মতো। কিন্তু আমি চাই না আরেকজনকে এটা বলতে। আমার কথা শুনে কেউ ইনভেস্ট করলো, তারপর দেখা গেলো সেই টোকেনের দাম বাড়েনি। তখন সেটার দোষ আমার ঘাড়ে আসবে। সেজন্য সবাই নিজের পছন্দের টোকেনে ইনভেস্ট করা উচিৎ।

টন কয়েন নিয়ে আমি এর আগেও কয়েকবার শুনেছি কিন্তু সেই টোকেন  আমি কখনো কিনি নাই।  বিটকয়েন মার্কেট বুলিশ হওয়ার পর আমি কিছুটা PEPE টোকেন কিনে রেখেছি।  আপাতত আমি প্রায় ৬০ শতাংশ এর মতো মুনাফা দেখতে পাচ্ছি।  কিন্তু কালকে পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৭৫ শতাংশ।  আজকে এর দাম কিছুটা নিচে দেখতে পাচ্ছি।  আজকে সারাদিনে প্রায় ১৫ শতাংশ মূল্য হারিয়েছে।  এখন কি আমার এই কয়েন আরো কিছু দিন ধরে রাখা উচিত? PEPE টোকেন কি আগামী কিছু দিনে বাড়তে পারে নাকি কমে যাবে? আমার লক্ষ ২x  রিটার্ন পাওয়া মাত্রই টোকেনগুলো বিক্রি করে দিবো এবং অন্য টোকেনে  ইনভেস্ট করবো , বেশি সম্ভব টন কয়েন কিনবো।  টন থেকে কত গুন রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে?
hero member
Activity: 840
Merit: 522
November 14, 2024, 08:29:34 AM
কিন্তু এ কি , এখনও অল্টকয়েন সিজন শুরুই হয় ? আমি ঐটা দেখার জন্যও অনেক আগ্রহী। তবে অল্টকয়েন যদি সত্যি যদি ১০ বা ২০ গুন করে বাড়ে তো এইখানে অনেক সুন্দর একটি ব্যাবসা করা যেতে পারে।  অভিজ্ঞদেড় থাকে একটু পরামর্শ চাই আমি কি করতে পারি ?

কাহিনী মূলত এখানেই, কেউ জানে না কোন টোকেনের দাম বাড়বে, কেউ জানে না কোন টোকেনের দাম কমবে। কোন টোকেনে ইনভেস্ট করলে, রিটার্ন আসবে। আবার কোন টোকেনে ইনভেস্ট করলে আরো লস হবে। মুলত মিম টোকেন গুলোই ৪০ গুন ৫০ গুন অব্দি পাম্প করে থাকে। এছাড়াও অনেক অল্টকয়েন ১০ থেকে ২০ গুন পাম্প করে। কিন্তু সেগুলো কোন অল্টকয়েন, সেটাই কেউ জানে না আগে থেকে। আপনাকে নিজে রিসার্চ করে বের করতে হবে।

ধরেন, ব্যাক্তিগত ভাবে আমি মনে করি টুন কয়েন এই বুল রানে ৩০ ডলারের বেশি প্রাইস হবে। যেটার কারেন্ট প্রাইস ৫ ডলারের মতো। কিন্তু আমি চাই না আরেকজনকে এটা বলতে। আমার কথা শুনে কেউ ইনভেস্ট করলো, তারপর দেখা গেলো সেই টোকেনের দাম বাড়েনি। তখন সেটার দোষ আমার ঘাড়ে আসবে। সেজন্য সবাই নিজের পছন্দের টোকেনে ইনভেস্ট করা উচিৎ।
jr. member
Activity: 4
Merit: 0
November 13, 2024, 10:21:57 AM
আমার পুরো জীবন-কালে আমি যে পাম্প এর কথাগুলো শুনছিলাম , আমার মনে হয় তা এই বছরের পাম্প এর কাছে কিছুই না । আমি সত্যি এই বছরের পাম্প দেখে খুবই আকর্ষণীয় হয়েছে । আমার চোখে দেখা এটি প্রথম এবং খুবই আকর্ষণীয় পাম্প ।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পাম্প আসলে কিছুই না। ২০২১ সালেও বিটকয়েন ৫ দিনে ১০ হাজার ডলার + পাম্প করেছিলো। এইবার বিটকয়েন আরেকটু বেশি পাম্প করেছে।
আমি বিশ্বাস করতে পারছি না যে যায় বছরের পাম্প ও ২০২১ সালের পাম্প এর সামনে কিছুই না। আমি শুধু সবাইকে বলতে শুনেছি যে অদূর ভবিষতে একটি বিশাল বড় পাম্প হবে যা , আমাদের সবার জন একটি আনন্দের সময় হয়। আর এখন আমি তা অনুভব করতে পারছি।  এটি সত্যি খুবই আনন্দের। 

কিন্তু অল্টকয়েন সিজন এখনো শুরু হয়নি। অল্টকয়েন সিজন শুরু হলে দেখবেন একদিনে একটা অল্টকয়েন ১০ গুন পাম্প করেছে। যে টোকেন সকালে দেখলেন ১ সেন্ট, বিকালে দেখবেন সেটা ১০ সেন্ট হয়ে গেছে। তবে সব টোকেনের ক্ষেত্রে যে এরকম হবে, এমনটা নয়। বেশিরভাগ অল্টকয়েন এতো পরিমানে পাম্প করে না। তবে যে কয়েকটা করে, আমি অভাগা সেই টোকেন কিনতে পারি না আগে থেকে। একবার পাম্প হয়ে গেলে সেই টোকেন কেনা মানেই লস।
কিন্তু এ কি , এখনও অল্টকয়েন সিজন শুরুই হয় ? আমি ঐটা দেখার জন্যও অনেক আগ্রহী। তবে অল্টকয়েন যদি সত্যি যদি ১০ বা ২০ গুন করে বাড়ে তো এইখানে অনেক সুন্দর একটি ব্যাবসা করা যেতে পারে।  অভিজ্ঞদেড় থাকে একটু পরামর্শ চাই আমি কি করতে পারি ?
hero member
Activity: 840
Merit: 522
November 13, 2024, 07:42:26 AM
আমার পুরো জীবন-কালে আমি যে পাম্প এর কথাগুলো শুনছিলাম , আমার মনে হয় তা এই বছরের পাম্প এর কাছে কিছুই না । আমি সত্যি এই বছরের পাম্প দেখে খুবই আকর্ষণীয় হয়েছে । আমার চোখে দেখা এটি প্রথম এবং খুবই আকর্ষণীয় পাম্প ।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পাম্প আসলে কিছুই না। ২০২১ সালেও বিটকয়েন ৫ দিনে ১০ হাজার ডলার + পাম্প করেছিলো। এইবার বিটকয়েন আরেকটু বেশি পাম্প করেছে। কিন্তু অল্টকয়েন সিজন এখনো শুরু হয়নি। অল্টকয়েন সিজন শুরু হলে দেখবেন একদিনে একটা অল্টকয়েন ১০ গুন পাম্প করেছে। যে টোকেন সকালে দেখলেন ১ সেন্ট, বিকালে দেখবেন সেটা ১০ সেন্ট হয়ে গেছে। তবে সব টোকেনের ক্ষেত্রে যে এরকম হবে, এমনটা নয়। বেশিরভাগ অল্টকয়েন এতো পরিমানে পাম্প করে না। তবে যে কয়েকটা করে, আমি অভাগা সেই টোকেন কিনতে পারি না আগে থেকে। একবার পাম্প হয়ে গেলে সেই টোকেন কেনা মানেই লস।

কিন্তু আমি কিছু জায়গায় লোকেদের বলতে শুনেছি যে এত বেশি দাম বৃদ্ধি নাকি একটি বড় পরিসরে দাম কমে যাবার কারণ হতে পারে?
হতেও পারে, আবার নাও হতে পারে। বিটকয়েনের ক্ষেত্রে খুব বেশি এফেক্ট পড়বে না। কিন্তু অল্টকয়েন যেটা একদিনে ২০ গুন পাম্প করে, সেটা একদিনে ২০ গুন ডাম্প ও করতে পারে। ক্রিপ্টোতে এসব জিনিস মাথায় রেখেই ইনভেষ্ট করতে হয়।
Pages:
Jump to: