Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 95. (Read 5321652 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 05, 2023, 01:16:54 AM
আমি জানি ফোরামে এই বিষয় নিয়ে কথা বলা থেকে বিরত থাকতে বলা হয়েছে/বিরত থাকা উচিত, তাই নির্দিষ্ট কোনো নামে গেলামনা। সবাই অবগত রিসেন্টলি একটা বিটকয়েন রিলেটেড সার্ভিস ওয়েবসাইট সিজ করেছে কতৃপক্ষ, সেটার আপডেট কেউকি জানেন? গুগল করলাম বাট আহামরি কোনো ইউজফুল কিছু পাইলাম না, সবই পুরানো নিউজ। কেস কতদূর?

কেউ রিপ্লাই করলেও বুঝেশুনে কইরেন।
sr. member
Activity: 406
Merit: 371
December 04, 2023, 10:53:55 PM
এখনো না বুঝতে আপনাকে আর কেউ বুঝাতে পারবে বলে মনে হয় না।
এখন আমি বুঝতে পারছি এবং আমার ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারি সেটা নিচে উল্লেখ করলাম। আপনি অনেক সুন্দর একটি টিউটোরিয়াল লিখেছেন যার জন্য হয়তো এটা শিখতে পেরেছি আমি। ধন্যবাদ।

আপনারটার ক্ষেত্রে দেখেন, three dot এ ক্লিক করার পর advance অপশন সো করতেছে। সেখানে চাপুন। তারপর একটা মেনুতে নিয়ে যাবে। সেখানে ৪ টা অপশন থাকবে, ১. START ২.SHARE ৩.IDENTITIES ৪.SUBKEYS। এর মধ্যে SHARE এ চাপুন তাহলে ফিঙ্গারপ্রিন্ট টা পেয়ে যাবেন।

এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই ভাই।  Smiley
@DYING_SOUL ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। হয়তো আপনার আছেন বলে আমাদের মত ছোটরা যেটা না বুঝি সেটা বারবার জিজ্ঞেস করলেও আপনারা ভালোভাবে বুঝিয়ে দেন।

আপনি যদি একটু ভালোভাবে ঘাটাঘাটি করতেন তাহলে অবশ্যই আপনার নিজের Fingerprint বের করতে পারতেন।
এটা বের করা একদম সহজ ইতিমধ্যেই @DYING_SOUL
ভাই তার পোষ্টের মাধ্যমে আপনাকে খুবই সহজভাবে বিস্তারিত বলে দিয়েছে। হয়তো আপনি তার পোস্ট পড়লে শিখবেন।
আমি আপনাকে আরো একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে। এই ছবিগুলো একটু ভাল করে লক্ষ্য করলে আপনি অবশ্যই আপনার নিজের Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট) বের করতে পারবেন।

প্রথমে আপনি আপনার OpenKeychain App প্রবেশ
করবেন।
প্রবেশ করার পর এই ছবিগুলো দেখুন আশা করি Fingerprint নিয়ে যদি কোন সমস্যা থেকে থাকে সবকিছু ক্লিয়ার হবে আপনার।

       



উদাহরণস্বরূপ, আমার Fingerprint (ফিঙ্গারপ্রিন্ট): 0095c51d2d76a2ccd0018358c19eb88593b11ac5

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের দুজনকে আপনাদের দুজনের সাহায্য সহযোগিতায় আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখন বের করতে পারি।
হয়তো ভবিষ্যতেও আপনারা এমন ভাবে যারা যেটা না বুঝে তাদেরকে সেটা ভালো করে বুঝিয়ে দেবেন এই আশা রাখতে পারি আপনাদের উপর।
@DYING_SOUL & @cryptoWODL
ভাই দুঃখিত আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সেন্ডেবল মেরিট না থাকায় আপনাদের দুজনের শিক্ষনীয় পোস্ট এর সঠিক মূল্যায়ন করতে পারলাম না।
তবে আমার কাছে যখন পর্যন্ত হবে তখন আমি অবশ্যই মূল্যায়ন করতে ভুলবো না আপনাদের এই পোস্ট দুটি।
বাই দ্যা ওয়ে,
ফিঙ্গারপ্রিন্ট:
Code:
712ae96305c27a60a262d21ab89d831ad04da7a9

আমি এখন খুশি কারণ আমি নতুন কিছু একটা শিখলাম আপনাদের মাধ্যমে।
sr. member
Activity: 434
Merit: 350
December 04, 2023, 10:29:00 PM
এই ভাই! হচ্ছে টা কি বলেন তো দেখি। ক্যাটাগরি টা হলো বেষ্ট স্ক্যাম বাস্টার। ফোরামে এতো এতো ভালো ভালো স্ক্যাম বাস্টার থাকতে পাবলিক আমাকে কেনো চুজ করবে? আমি তো রেপুটেশনের দিক থেকে তেমন কেউ না। তাছাড়া খুব বেশি স্ক্যাম সাইট লিংক করতে পেরেছি তাও না। আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা ভোট দিয়েছেন। তবে সবচাইতে বেশি সারপ্রাইজড হলাম যখন দেখলাম NotATether আমাকে ভোট দিলো।

সত্যি বলতে, আমি জানি এতো বেশি মেম্বারের মাঝে আমি কখনোই উইন হবো না। তবে এই যে কয়েকটা ভোট এ নাম থেকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই ভালো লাগছে। আমি কখনোই এরকম কোনো নমিনেশন পাওয়ার চিন্তাও করি নাই। আর বোট পাওয়া তো পরের ব্যাপার।
আপনি ইতিমধ্যেই ভাই, আমি সহ পাঁচজনের ভোট পেয়েছেন। আমি স্কাম বুস্টার এর স্লটটা খালি রেখেছিলাম সেখানে এডিট করে আজকে আমি আপনার নাম দিয়ে দিয়েছি।
আপনি সহ আমাদের বাংলা লোকাল বোর্ডের আরেক সনামধন্য ব্যক্তি @Little Mouse ভাই এর নাম দেখতে পেয়েছি।

আরেকটা মজার বিষয় হলো, আমি bitcoingirl.club কে মিস বিটায়েনটক ক্যাটাগরিতে আড করছিলাম। বাট দা ফ্যানি থিং ইজ, সে নাকি পুরুষ মানুষ  Tongue। লল।
এটা সত্যিই ফানি  Grin আমিও তো ভেবেছিলাম সে মহিলা যার জন্য তাকে আমি মিস বিটকয়েনটক ক্যাটাগরিতে রেখেছি। Cheesy
আপনার কাছ থেকে জানতে পারলাম যে সে পুরুষ, যার জন্যএখন এডিট করে তার নামটা সরিয়ে দিয়েছি। Wink

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 04, 2023, 10:22:09 PM

এই ভাই! হচ্ছে টা কি বলেন তো দেখি। ক্যাটাগরি টা হলো বেষ্ট স্ক্যাম বাস্টার। ফোরামে এতো এতো ভালো ভালো স্ক্যাম বাস্টার থাকতে পাবলিক আমাকে কেনো চুজ করবে? আমি তো রেপুটেশনের দিক থেকে তেমন কেউ না। তাছাড়া খুব বেশি স্ক্যাম সাইট লিংক করতে পেরেছি তাও না। আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা ভোট দিয়েছেন। তবে সবচাইতে বেশি সারপ্রাইজড হলাম যখন দেখলাম NotATether আমাকে ভোট দিলো।

সত্যি বলতে, আমি জানি এতো বেশি মেম্বারের মাঝে আমি কখনোই উইন হবো না। তবে এই যে কয়েকটা ভোট এ নাম থেকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই ভালো লাগছে। আমি কখনোই এরকম কোনো নমিনেশন পাওয়ার চিন্তাও করি নাই। আর বোট পাওয়া তো পরের ব্যাপার।

আইলা জাদু  Grin। মনে মনে ঠিকই লাড্ডু ফুটতেছে আপনার, বুঝতেছি ভাই বুঝতেছি। হ্যা এই বিষয়টা আমারো অবাক লাগছে যখন দেখলাম NotATether আপনার নাম এড করছে তাও আবার লিংক আকারে। আসলেই অবাক করা বিষয়। পরে ভাবলাম দেই, দেশি মানুষকেই ভোট দেই, হারলেও বা কি জিতলেও বা কি, নমিনেশন পাইছেন এতেই সুনাম। তবে আমার মনে হচ্ছে, Gazeta ই জিতবে। কারণ বেশিরভাগ স্প্যামবাস্টার এ ওর নাম।

আরেকটা মজার বিষয় হলো, আমি bitcoingirl.club কে মিস বিটায়েনটক ক্যাটাগরিতে আড করছিলাম। বাট দা ফ্যানি থিং ইজ, সে নাকি পুরুষ মানুষ  Tongue। লল।

বাইদাওয়ে, ভোটাভোটি কতদিন পপর্যন্ত চলবে কেউ জানেন? সম্ভবতো ৬০ দিন দেখলাম কোথায় জানি, খেয়াল করিনি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 04, 2023, 08:48:09 PM
বদ্দা বেস্ট অফ লাক। অনেকেই দেখলাম আপনার নামও নমিনেশনে দিয়েছে, বিটকয়েনটক কনটেস্টে। এবার যদি বাংলাদেশ থেকে কেউ জিতে বিষয়টা কিন্তু খারাপ হয়না। আলাদা একটা পরিচয় পাওয়া যাবে সবার দ্বারে। বাংলাদেশেও যে স্ক্যামবাস্টার আছে সবাই জানবে।  Wink

জিতুক বা না জিতুক  সেটা বড় বিষয় নয়,  ফোরামের কমিউনিটিতে যে  নামের একটা পরিচয় বা পরিচিতি হচ্ছে  আমার কাছে এটাই মনোমুগ্ধকর লাগতেছে।  অভিনন্দন Learn Bitcoin ভাই।

এই ভাই! হচ্ছে টা কি বলেন তো দেখি। ক্যাটাগরি টা হলো বেষ্ট স্ক্যাম বাস্টার। ফোরামে এতো এতো ভালো ভালো স্ক্যাম বাস্টার থাকতে পাবলিক আমাকে কেনো চুজ করবে? আমি তো রেপুটেশনের দিক থেকে তেমন কেউ না। তাছাড়া খুব বেশি স্ক্যাম সাইট লিংক করতে পেরেছি তাও না। আপনাদের ধন্যবাদ যে আমাকে আপনারা ভোট দিয়েছেন। তবে সবচাইতে বেশি সারপ্রাইজড হলাম যখন দেখলাম NotATether আমাকে ভোট দিলো।

সত্যি বলতে, আমি জানি এতো বেশি মেম্বারের মাঝে আমি কখনোই উইন হবো না। তবে এই যে কয়েকটা ভোট এ নাম থেকে যাচ্ছে, ব্যাপারটা আসলেই ভালো লাগছে। আমি কখনোই এরকম কোনো নমিনেশন পাওয়ার চিন্তাও করি নাই। আর বোট পাওয়া তো পরের ব্যাপার।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 04, 2023, 02:37:11 PM
জিতুক বা না জিতুক  সেটা বড় বিষয় নয়,  ফোরামের কমিউনিটিতে যে  নামের একটা পরিচয় বা পরিচিতি হচ্ছে  আমার কাছে এটাই মনোমুগ্ধকর লাগতেছে।  অভিনন্দন Learn Bitcoin ভাই।

জী ভাই সেটা তো অবশ্যই। দেশি মানুষ যখন বিদেশে গিয়ে সুনামধন্য কাজ করে আসে সেটা আসলেই ভালো লাগে। হয়তো বেশিই বলে ফেল্লাম, তবুও আসলেই এমন অনুভূতি হয় অনেকেই। কাইন্ড অফ বলতে পারেন, বুক ফুলিয়ে কথা বলার মতো। যেহেতু অনেকেই রেকগনাইচেশন পাইতেছে, সেহেতু আশা করা যায় ভালো কিছুই পাবো।

ভুলে ডিশকাশনের লিংক দিয়ে দিসিলাম। অনেকগুলো ভাষায় দেখি অনুবাদ করা হইছে। ঠিক করে দিসে, বাইদাওয়ে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 04, 2023, 01:10:35 PM
কোট
জী ভাই একটু আগে পড়লাম রুলস গুলো। সাবমিটও ডান। দেখা যাক কি হয়। Grin

কনটেস্ট
বদ্দা বেস্ট অফ লাক। অনেকেই দেখলাম আপনার নামও নমিনেশনে দিয়েছে, বিটকয়েনটক কনটেস্টে। এবার যদি বাংলাদেশ থেকে কেউ জিতে বিষয়টা কিন্তু খারাপ হয়না। আলাদা একটা পরিচয় পাওয়া যাবে সবার দ্বারে। বাংলাদেশেও যে স্ক্যামবাস্টার আছে সবাই জানবে।  Wink
জিতুক বা না জিতুক  সেটা বড় বিষয় নয়,  ফোরামের কমিউনিটিতে যে  নামের একটা পরিচয় বা পরিচিতি হচ্ছে  আমার কাছে এটাই মনোমুগ্ধকর লাগতেছে।  অভিনন্দন Learn Bitcoin ভাই।

এখনো যারা ভোট দেননাই জলদি ভোট দিয়ে আসুন।  Wink
Bitcointalk Community Awards 🏆
অখে
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 04, 2023, 12:50:05 PM
কোট
জী ভাই একটু আগে পড়লাম রুলস গুলো। সাবমিটও ডান। দেখা যাক কি হয়। Grin

কনটেস্ট
বদ্দা বেস্ট অফ লাক। অনেকেই দেখলাম আপনার নামও নমিনেশনে দিয়েছে, বিটকয়েনটক কনটেস্টে। এবার যদি বাংলাদেশ থেকে কেউ জিতে বিষয়টা কিন্তু খারাপ হয়না। আলাদা একটা পরিচয় পাওয়া যাবে সবার দ্বারে। বাংলাদেশেও যে স্ক্যামবাস্টার আছে সবাই জানবে।  Wink




এখনো যারা ভোট দেননাই জলদি ভোট দিয়ে আসুন।  Wink
Bitcointalk Community Awards 🏆

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 04, 2023, 12:11:35 PM
বিটকয়েন টক কমিউনিটি অ্যাওয়ার্ড  ২০২৩ এর ভোটিং শুরু হয়ে গিয়েছে।

যাদের ৫০টি বা এর ওপর  মেরিট রয়েছে তারা নিজেদের পছন্দের মেম্বারদের বাছাই করে  ভোট দিয়ে অংশগ্রহণ করতে পারেন। 

ভাই আমার জাস্ট একটা প্রশ্ন ছিল। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। কিছু ক্যাটাগরির জন্য পছন্দের মেম্বার আছে আমার। তবে যদি এমন কোনো ক্যাটাগরি থাকে যেখানে আমার চয়েজের কোনো মেম্বারই নাই (কথার কথা), সেক্ষেত্রে কি ঐ স্লটটা খালি রাখা যাবে? কারণ আমি অনেক মেম্বারকে ঐভাবে চিনিনা, কে কোন দিকে ভালো কন্ট্রিবিউট করেছে।
ভাই কোন সমস্যা, সিঙ্গারা, পেয়ারা কোন কিছুই নেই। যে ক্যাটাগরিতে আপনার চয়েজের কোন মেম্বার নেই সেটা খালি রাখেন পরবর্তীতে এই ভোটিং পিরিয়ড শেষ হওয়ার আগে ওই ক্যাটাগরির জন্য যদি কোন মেম্বারকে আপনার চয়েস হয় তাহলে জাস্ট আপনার পোস্টটি এডিট করে সেখানে ওই মেম্বারের নামটি বসিয়ে দিবেন।  Wink
  • You can edit your application until the thread is locked Note.

তাছাড়া নমিনেশন ডিসক্রিপশন গুলো পড়লে আমি মনে করি আপনি আপনার  ভোটের জন্য পছন্দের মেম্বার সহজে খুঁজে পাবেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 04, 2023, 10:52:54 AM
বিটকয়েন টক কমিউনিটি অ্যাওয়ার্ড  ২০২৩ এর ভোটিং শুরু হয়ে গিয়েছে।

যাদের ৫০টি বা এর ওপর  মেরিট রয়েছে তারা নিজেদের পছন্দের মেম্বারদের বাছাই করে  ভোট দিয়ে অংশগ্রহণ করতে পারেন। 

ভাই আমার জাস্ট একটা প্রশ্ন ছিল। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। কিছু ক্যাটাগরির জন্য পছন্দের মেম্বার আছে আমার। তবে যদি এমন কোনো ক্যাটাগরি থাকে যেখানে আমার চয়েজের কোনো মেম্বারই নাই (কথার কথা), সেক্ষেত্রে কি ঐ স্লটটা খালি রাখা যাবে? কারণ আমি অনেক মেম্বারকে ঐভাবে চিনিনা, কে কোন দিকে ভালো কন্ট্রিবিউট করেছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 03, 2023, 10:20:28 PM
বিটকয়েন টক কমিউনিটি অ্যাওয়ার্ড  ২০২৩ এর ভোটিং শুরু হয়ে গিয়েছে।

যাদের ৫০টি বা এর ওপর  মেরিট রয়েছে তারা নিজেদের পছন্দের মেম্বারদের বাছাই করে  ভোট দিয়ে অংশগ্রহণ করতে পারেন।  টপিকটি আমি নিচে ছোট করে কোট করে দিলাম-
sr. member
Activity: 784
Merit: 372
December 03, 2023, 09:16:43 PM
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes

ভূমিকম্পের সময় আমি অনেক ভয়ে ছিলাম কারণ আমি যখন দাঁড়িয়ে রয়েছি তখন মাতাল অবস্থার মত হঠাৎ কেমন জানি ঢুলতেছিলাম। আমি বুঝতেই পারিনি আমি কি করবো তখন অনেকটাই ভয়ে ছিলাম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ । বেশি ক্ষয়ক্ষতির সংবাদ আমি শুনতে পাইনি, আল্লাহ এই ধরনের গজব থেকে সবাইকে রক্ষা করুন।
full member
Activity: 532
Merit: 163
December 02, 2023, 09:17:36 PM
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes
আমি ডাইনিং রুমে বসে টিভি দেখছিলাম হঠাৎ করে দেখে মাথার উপরে ফ্যানটা নাড়াচাড়া করছে। প্রথমে আমি ভয় পেয়েছি ফ্যানের সুইচ তো দেওয়া নেই তাহলে ফ্যানটা কেমন করে ঘুরছে তারপরে বুঝতে পারলাম  যে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তারপরে ফ্যামিলিতে থাকা সবাইকে নিয়ে বাহিরে বের হয়ে আসলাম। এই ভূমিকম্পটা বর্তমান সময়ে সব জায়গাতে বেশি দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভূমিকম্প হাত থেকে হেফাজত করুক আমিন।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 02, 2023, 04:27:28 PM
shasan ভাই, আপনি তো Vsion Hub Campaign এর Token escrowed করেছেন। কিন্তু আমি যখন এই Campaign এর Instragram এ join হতে যাই তখনি এই লেখাটা আসে।
আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি এ বিষয়ে ক্যামপেইন ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের ক্যাম্পেইন এ পোস্ট করতে পারেন অথবা তাদের অ্যানাউন্সমেন্ট টপিক এ পোস্ট করতে পারেন। আমি শুধুমাত্র এই ফান্ড হোল্ড করতেছি আমার আর কোন দায়িত্ব নাই। আমি তাদের ক্যাম্পেইনে কি কি হচ্ছে, কারা একসেপ্টেড হচ্ছে, কিভাবে আবেদন করছে, এসব বিষয়ে একপ্রকার কিছুই জানিনা।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 02, 2023, 02:06:20 PM
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes

শুয়ে শেয়ে ফোন ঘাটতেছিলাম, দেখি খাট কাপে। কিছুই বুঝলামনা। তারপর দেখি আসলেই খাট কাপতেছে। পাশে ল্যাপটপের লিড খোলা অবস্থায় ছিল, দেখি একবার ডানে একবার বামে এভাবে ডান-বাম, ডান-বাম কাপতেছে। আমি আসলে বুঝাইতে পারবোনা অনুভূতিটা। খুব ভয় পেয়ে গেছিলাম। এত তাড়াতাড়ি এত বড় ভূমিকম্প হইছে যে, রিয়াক্ট করারও সময় পাইনি। আল্লাহ্‌  সবাইকে মাফ করুক।
member
Activity: 86
Merit: 27
December 02, 2023, 01:00:28 PM
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes
full member
Activity: 532
Merit: 163
December 02, 2023, 05:51:48 AM
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩

প্রথম দশজন পোস্টদাতা
1. synchronym [38]
@Crypto Library প্রথমে আপনাকে জানাই অনেক ধন্যবাদ এত সুন্দর করে নভেম্বর মাসের পোস্ট অ্যাক্টিভিটি করেছেন। আমি কখনো ভাবি নি যে   নভেম্বর মাসে পোস্টদাতা ১০ জনের মধ্যে একজন হতে পারব ‌ সত্যি বলতে দশজনের মধ্যে একজন হতে পেরে আমার অনেক ভালো লাগছে। পোস্টদাতা ১০ জনকে  আমার পক্ষে থেকে অনেক অনেক অভিনন্দন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 02, 2023, 03:44:08 AM
তাহলে কিভাবে বের করব ফিঙ্গারপ্রিন্ট?

অলরেডি দুইজন পোষ্ট করে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দেখিয়ে দিয়েছে, আশা করি এখন বুঝতে পেরেছেন। ভাই, সব কিছুর ব্যাপারে যদি এতই অপারগ হোন, তাহলে কেমনে হবে বলেন! এরকম ভাবে প্রতি ফ্রেমে স্ক্রিনশট নিয়ে তো আর টিউটোরিয়াল বানানো যায় না। কিছু কিছু জিনিস নিজে নিজে খুজে খুজে দেখতে হয়। আমি এই এপ এর সব কিছু একদিনে বুঝিনি। প্রায় ১৫ দিন মোবাইলে এমনিতেই ফেলে রাখছি। পরে আস্তে আস্তে ঘাটাঘাটি করে এগুলো বের করছি।

এটা নিয়ে গুগলে সার্চ করলে তেমন কোনো গাইড দেখি না। আপনি যদি ২ বার দেখেন ক্লান্ত হয়ে যান, তাহলে কেমনে হবে? নিজে থেকে একটু ঘাটাঘাটি করার দরকার আছে। এখনো না বুঝতে আপনাকে আর কেউ বুঝাতে পারবে বলে মনে হয় না।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
December 01, 2023, 09:47:33 PM
প্রথম দশজন পোস্টদাতা
7. 2Pizza410000BTC [19]
খুবই ভালো লাগলো নভেম্বর মাসের পোস্ট দাতা ১০ জন সদস্যের মধ্যে আমার নাম দেখতে পেরে। @Crypto Library ভাইকে ধন্যবাদ জানাই আপনি সুন্দরভাবে নভেম্বর মাসের পোস্ট অ্যাক্টিভিটি এবং মেরিট আদান-প্রদান সুন্দরভাবে গচ্ছিত করে তালিকা করেছেন। এই তালিকা করার ফলে আমি মনে করি আমাদের বাংলা লোকাল বোর্ডের প্রত্যেকটা সদস্যের মধ্যে উৎসাহী তৈরি হবে পরবর্তী মাসে ১০ জন তালিকার মধ্যে প্রবেশ করার জন্য। লিস্টে উঠে আসা দশজন সদস্যকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আমরা পরবর্তীতে ১০ জনের সারিতে থাকতে পারবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 01, 2023, 04:04:16 PM
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এ মাসে আর সুখবর আসতে পারলো না  Cry , অক্টোবর মাসের চেয়ে  মেরিট অর্জনের দিক থেকে অনেকটাই পিছিয়ে পোস্ট এক্টিভিটিও অনেক কমে গিয়েছে।  নিচে চার্ট গুলোতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
তবে আশাহত হচ্ছি না কারণ ২০২৩ সাল শেষ হওয়ার এখনো এক মাস বাকি রয়েছে আশা করি এ মাসে আমরা মেরিট এবং একটিভিটি দুটোতেই এ বছরের রেকর্ড ভাঙতে পারবো।  সবার জন্য শুভকামনা রইল।
তবে  বরাবরের মতো আবারো রিমাইন্ডার দিয়ে দেই Not only quantity we need quality too Wink

নভেম্বর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 385টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 140টি




অক্টোবর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 551টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 241টি




প্রথম দশজন পোস্টদাতা
1. synchronym [38]
2. Fuso.hp [32]
3. DYING_S0UL [31]
4. HelliumZ [29]
5. cryptoWODL [27]
6. Learn Bitcoin [26]
7. 2Pizza410000BTC [19]
8. Crypto Library [15]
9. roksana.hee [15]
10. Bd officer [13]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
Pages:
Jump to: