6. LDL [16]
এখন থেকে প্রতিদিন নিয়মিত এক্টিভ থাকার চেষ্টা করব। সবাইকে খুব একটিভ দেখে খুব আনন্দিত হচ্ছি। এভাবেই সকলেই পরিশ্রম করে লোকাল বোর্ডের উন্নয়ন সাধনে কাজ করবো।
অনেক বড় বড় ইউজাররা তাদের পোস্টে DCA লেখে কিন্তু এই Dollar Cost Averaging সংক্ষেপে DCA বিষয়টি মূলত কি?
এটি কি বিটকয়েনের জন্য সহায়ক না প্রতিবন্ধক? কেউ যদি একটু বিস্তারিত বলতেন তাহলে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতাম।
ডলার কোষ্ট এভারেজ মূলত একটা মেথড। মানুষ কয়েকভাবে বিটকয়েন কিনে থাকে। কেউ সরাসরি অর্ডার করে কিনে, কেউ আবার একটা প্রাইস টার্গেট করে অর্ডার প্রেস করে রাখে, যখন বিটকয়েনের প্রাইস নির্দিষ্ট দামে চলে আসে, তখন তার অর্ডার হিট করে। আবার অনেকে প্রতি সপ্তাহে অল্প অল্প করে কিনতে থাকে। ধরেন আমার বাজেট ১০০০ ডলার, আমি এই ১ হাজার ডলারের বিটকয়েন কিনবো। এখন আমি চাইলে আজকেই ১ হাজার ডলারের বিটকয়েন কিনতে পারি। এতে করে আজকের যে দাম, আমাকে সেই দামেই কিনতে হচ্ছে। আগামীকাল যদি দাম কমে যায়, তাহলে আমি লসে থাকবো। আবার বেড়ে গেলে লাভে থাকবো। কিন্তু সব চাইতে ভালো হবে যদি আমি এই ১ হাজার ডলার কে ৫ ভাগে ভাগ করে প্রতি সপ্তাহে ২০০ ডলার করে বিটকয়েন কিনি। এত করে কি হবে? ধরেন আজকে বিটকয়েনেরে দাম ২৬ হাজার ডলার, আজকে আমি ২০০ ডলারের কিনলাম, আগামী সপ্তাহে দেখা গেলো বিটকয়েনের দাম ২৪ হাজার ডলার, তার পরের সপ্তাহে আরো কম বা বেশি। এতে করে মারকেট এর একটা এভারেজ প্রাইসে আমার বিটকয়েন কেনা হলো। এই যে প্রতি সপ্তাহে সপ্তাহে কেনার একটা মেথোড, এটাকেই মূলত ডলার কোষ্ট এভারেজ বা সংক্ষেপ এ DCA বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন।
Learn Bitcoin ভাই যেভাবে একজন আদর্শ শিক্ষকের মত বোঝাচ্ছেন তাতে এখন আর না বোঝার কিছু নেই। ভাই মনে হয় পোলাপান পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। যাহোক আমি ভাইয়ের সাথে আর একটু যোগ করে দেই। ।
D=Dollars/টাকা
C= Cost/মূল্য/দাম
A=Average/গড়
গড়= বিভিন্ন সময়ে বিনিয়োগ ÷ মোট বিনিয়োগ সংখ্যা
ধরেন আপনি ৫০০ টাকার বাজেটের মধ্যে ডিম কিনতে চান। ধরেন ডিমের দাম বাংলাদেশে প্রতিনিয়ত আপডাউন হচ্ছে। আপনি পাঁচটি ক্যাটাগরিতে ডিম কিনলেন ।
১ম ক্যাটেগরি ৪০ টাকা হালি ১৫ টি ডিম= ১৫০ টাকা
২য় ক্যাটেগরি ৪৮ টাকা হালি ১০ টি ডিম= ১২০ টাকা
৩য় ক্যাটেগরি ৩৬ টাকা হালি ১০ টি ডিম= ৯০ টাকা
৪র্থ ক্যাটেগরি ৫২ টাকা হালি ৮ টি ডিম = ১০৪ টাকা
৫ম ক্যাটেগরি ৩৬ টাকা হালি ৪ টি ডিম =৩৬ টাকা
মোট টাকা=৫০০
মোট ডিম=৪৭
Average Cost =৫০০÷৪৭ =১০.৬৪ টাকা