Author

Topic: বাংলা (Bengali) - page 158. (Read 5720047 times)

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 14, 2023, 07:47:36 PM
বিটকয়েনের উপর বিভিন্ন ব্যাক্তি , প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিডিকশন করেছেন তার মধ্যে কিছু বাস্তবিক কিছু অবাস্তবিক বলে মনে হচ্ছে। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিডিকশন হাস্যকর ব্যাপার বলে মনে হয়েছে এবং তাহা বর্জনও করা হয়েছে।আজ আমি কতগুলো বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান থেকে প্রদত্ত প্রিডিকশন আপনাদের সামনে উপস্থাপন করবো যদি গ্রহনযোগ্য মনে হয় তাহলে গুরুত্বসহকারে অনুধাবন করবেন আর বর্জন উপযোগী হলে সাথে সাথে বর্জন করতে পারেন।
2024 সালে বিটকয়েনের দামের ভবিষ্যতবানী
এই ধরনের ভবিষ্যৎবাণী অনেকেই করে থাকেন যা বাস্তবে কখনো সত্যি হয় না। এখানে দেখতে পাচ্ছি কেউ ৪৫k নিচে ভবিষ্যৎবাণী করেনি। কয়েকদিন আগে নিউজ এ শুনেছিলাম কে যেনো বলেছিলেন বিটকয়েনের দাম জুনে ১ মিলিয়ন ডলার হবে, তিনি আবার বাজি লাগিয়েছিলেন। কই জুন মাসে তো বিটকয়েন ৩৫ হাজারের উপরে দেখতে পেলাম না। বিটকয়েন ২০২৪ সালে বৃদ্ধি পাবে তবুও এতটা বৃদ্ধি পাবেনা। ২০২৪ সালে হালবিং বছর, ২০২০ সালে হালভিং ডে ছিলো ২০২০ সালে বিটকয়েনের দাম এত তা বৃদ্ধি পেয়েছিল না, ২০২১ সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ মূল্য ৬৯ হাজারে উঠেছিলো। তাই সেই অনুপাতে দেখলে বোঝা যায় বিটকয়েনে দাম ২০২৪ সালে এতটা হতে পারে না, ২০২৫ সালে বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে আশা করা যায়। তবে ২০২৪ সালের হালভিং কেন্দ্র করে অসংখ্য মানুষ বিটকয়েনের বিনিয়োগ করে রেখেছেন। বিটকয়েনের দাম বাড়লেই সেল করে দিতে শুরু করবে। ২০২৪-২৫ সালে বিটকয়েনে দাম বাড়বে তবে এতটা বাড়বে কিনা তা কেউ সঠিক ভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না। তাই এই ধরনের ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে কখনো বিনিয়োগ করা উচিত নয়। তবে ২০২৪ সালের হালবিং বছর সামনে রেখে বিনিয়োগ করা যেতে পারে।
Quote
JP Morgan: $45,000
Arthur Hayes: $70,000
তারা দুজনে যে ভবিষ্যৎবাণী করেছেন যুক্তিসঙ্গত আছে, আর বাকী গুলো অযৌক্তিকর মনে হচ্ছে। যাইহোক কেউ সঠিক ভাবে বলতে পারবে না। ২০২৪ সালে বিটকয়েনের দাম কত হতে পারে।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 14, 2023, 07:44:52 PM
দিনশেষে একটাই কথা, কোনো কিছু চাইলে সেটার পেছনে লেগে থাকতে হবে।
~~
শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যতই নিজেকে ব্যর্থ ভাবি না কেন বারবার কাজ করার সংকল্প নিয়ে এগুতে থাকলে আমরা অবশ্যই সাকসেস হব।

অবশ্যই একজন ব্যক্তি যখন বারবার ব্যর্থ হতে থাকে কোন একটি কাজে সে যদি সেই কাজ পুনরায় আবার চেষ্টা করতে থাকে তাহলে একসময় সেই সফল হবে। হাদিসে বর্ণিত আছে সফল হতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কখনোই সৃষ্ট মেলেনা সেজন্যই আমাদের উচিত যে কাজ কয়েকবার করে সম্পূর্ণ করা যায় না সেই কাজ অবশ্যই আরো কয়েকবার করা উচিত। তাছাড়া আমরা ছোটবেলায় কবিতা পড়েছি একবার না পারিলে দেখো শতবার, অবশ্যই কবি আমাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যদি তোমরা কয়েকবার সফল হতে না পারো তাহলে আরো কয়েকবার চেষ্টা করো তবে সফলতা আসবে। আমাদেরকে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে তবে আমরা সফলতার মুখ দেখতে পাবো, আর যে কাজ আমরা একবারে সম্পূর্ণ না করতে পারি সেই কাজ শতবার করে সম্পন্ন করা সম্ভব হয় এক সময় সেই কাজটি চেষ্টা করার পর সম্পূর্ণ হয়।
sr. member
Activity: 1008
Merit: 366
September 14, 2023, 11:03:46 AM
~কাট


এইখানে কিছু কথা বলতে চাই। এইসব প্রেডিকশন দেখা বাদ দেন। যতদিন আপনি অন্যদের দেওয়া এইসব জিনিষ নিয়ে ঘাটাঘটি করবেন ততদিন আপনি নিজের মস্তিষ্ক দিয়ে ভাবতে পারবেন না। আমি ও চাইলে বলতে পারি বিটকয়েন ২ মিলিয়ন প্রাইস পয়েন্ট এ যাবে। কিন্তু কবে যাবে তা কিন্তু বলি নাই। আর বিটকয়েন এর ইতিহাস দেখলে অনেকেই অনেক মন্তব্য করতেই পারে। তবে তাদের মন্তব্য কি আসলেই সঠিক?
আজ আমি এই ভবিষ্যতবাণী টা করলাম, হয়ত একদিন এইটা হবে। তখন আমি কিন্তু এই পোস্টটি দেখিয়ে লোকজন কে বলতে পারি যে আমি আগে এইটা বলছিলাম ২০২৩ সালে। আমার ভবিষ্যতবাণী সঠিক হয়েছে। সুতরাং এরপর যা যা প্রেডিকশন করব তা ও সঠিক হবে। এইভাবেই লোকজন অন্যদেরকে ম্যানুপুলেট করে এবং নিজেদের কাজে লাগায়। আপনি ভবিষ্যতবাণী টি শুনে ইনভেস্ট করলেন। আপনার সাথে আপনার মত আরও অনেকে করল। এতে দাম উপরে যাবে ঠিক ই কিন্তু যে প্রেডিকশন টি দেওয়া হয়েছে তার আগেই দেখবেন যে আপনাকে ম্যানুপুলেট করেছে সে তার হোল্ড করা বিটকয়েন সেল করে দিয়েছে। এতে সে লাভ করবে এবং আপনি লস এ পরে যাবেন।

সুতরাং এইসব থেকে দূরে থাকেন এবং নিজের মত করে এনালাইসিস করে ইনভেস্ট করেন। এইটাই প্রথম কারণ FOMO তে জড়িয়ে পরার। সুতরাং সাবধান হয়ে যান আগে থেকেই।
sr. member
Activity: 546
Merit: 268
September 14, 2023, 10:26:34 AM
বিটকয়েনের উপর বিভিন্ন ব্যাক্তি , প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিডিকশন করেছেন তার মধ্যে কিছু বাস্তবিক কিছু অবাস্তবিক বলে মনে হচ্ছে। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিডিকশন হাস্যকর ব্যাপার বলে মনে হয়েছে এবং তাহা বর্জনও করা হয়েছে।আজ আমি কতগুলো বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান থেকে প্রদত্ত প্রিডিকশন আপনাদের সামনে উপস্থাপন করবো যদি গ্রহনযোগ্য মনে হয় তাহলে গুরুত্বসহকারে অনুধাবন করবেন আর বর্জন উপযোগী হলে সাথে সাথে বর্জন করতে পারেন।
2024 সালে বিটকয়েনের দামের ভবিষ্যতবানী

Tim Draper: $250k
Adam Back: $100k
Tom Lee: $180,000
JP Morgan: $45,000
Arthur Hayes: $70,000
Robert Kiyosaki: $100k
Cathie Wood: $1 million
Mike Novogratz: $500k
Pantera Capital: $148,000
Standard Chartered: Layah Heilpern: $75,000


source

Cathie Wood: $1 million

এই ভবিষ্যৎ বাণীটি কিভাবে করলেন মাত্র কয়েক মাসের ব্যবধানে বিটকয়েন এত বৃদ্ধি পাবে এটা আমি কেন দুনিয়ার কেউ এত সহজে বিশ্বাস করবে না। এটাই যদি সম্ভব হতো তাহলে যার যা কিছু আছে সব বিক্রি করে দিয়ে বিটকয়েনে বিনিয়োগ করত।

Tim Draper: $250k
Mike Novogratz: $500k

এ সকল ভবিষ্যৎবাণী আপাতত সুদূর ভবিষ্যতে সম্ভব কিন্তু ২০২৪ সালে অবাস্তব অবাস্তব বলে মনে হচ্ছে। যা হোক বিটকয়েন ভবিষ্যতে বৃদ্ধি পাবে কিন্তু এত বেশি বৃদ্ধি পাবে এমনটি ভাবতে গেলে নিজের কাছে কেমন যেন কাল্পনিক জগতে রয়েছে বলে মনে হয়।
sr. member
Activity: 1386
Merit: 451
September 14, 2023, 06:22:25 AM
member
Activity: 64
Merit: 26
September 14, 2023, 05:55:43 AM
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 14, 2023, 05:07:04 AM
দিনশেষে একটাই কথা, কোনো কিছু চাইলে সেটার পেছনে লেগে থাকতে হবে।
কথাটি আপনার অনেক মূল্যবান কোন কিছু পেতে চাইলে অবশ্যই ওই আকাঙ্ক্ষার পিছনে আপনাকে সময় দিতে হবে। আপনি বারবার ব্যর্থ হলেও আপনাকে ওই ব্যর্থতার পিছনেই সময় দিয়ে সফলতার মুখ দেখতে হবে। আপনারা সবাই ছোটবেলায় একটা কাহিনী শুনে থাকবেন যেখানে একটি অনুপ্রেরণামূলক গল্প শোনানো হয়েছিল।
একদা স্কটল্যান্ড এর রাজা রবার্ট ব্রুচ তাহার মাতৃভূমি রাজ্য অন্য একটি রাজা দ্বারা দখল হয়ে যায়। পরাজিত রাজা নিজের মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সৈন্য বাড়াতে থাকে এবং নিজের রাজ্য ফিরিয়ে পেতে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে পরাজিত রাজা রবার্ট ব্রুচ যুদ্ধে পরাজিত হয় । এভাবে পরাজিত রাজা একাধারে 6 বার যুদ্ধে পরাজিত হয়শেষমেষ প্রাণ বাঁচানোর ভয়ে একটি পাহাড়ের গুহায় স্থান নেয়। একদিন গুহায় অবস্থানকালে একটি মাকড়সার একটি আত্মবিশ্বাসমূলক কাহিনী দেখে সে নিজের মধ্যে একটি পরিবর্তন ও সংকল্প তৈরি করেন। গুহায় মাকড়শাটি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য বারবার লাফাতে থাকে এবং বারবার লাফাতে লাফাতে কোন এক সময় মাকড়সাটি তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। এই কাহিনী থেকে রবারড ব্রুচ যুদ্ধের জয়লাভ করার জন্য নিজেকে আবার নতুনভাবে তৈরি করে এবং সপ্তম বারের মাথায় রবার্ট ব্রুচ যুদ্ধে জয়লাভ করে এবং তার মাতৃভূমিকে শত্রুমুক্ত করে।
শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যতই নিজেকে ব্যর্থ ভাবি না কেন বারবার কাজ করার সংকল্প নিয়ে এগুতে থাকলে আমরা অবশ্যই সাকসেস হব।

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 14, 2023, 04:40:00 AM
কোট

হ্যা আগের থেকে বাংলা বোর্ডে এক্টিভিটি বাড়ছে এবং অনেক নতুন নতুন মেম্বার যুক্ত হয়েছে। এর মধ্যে আবার কিছু আছেন যারা অনেক পুরানো মেম্বার। সবাই কমবেশি চেষ্টা করতেছি বোর্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকাল অনেকেরেই দেখি ভালো ভালো ইনফরমেটিভ পোস্ট করতেছে। আমি মনে করি, মেম্বার সংখ্যা যদি তুলনা করা হয়, সে অনুপাতে আমরা যথেষ্ট ভালো আছি। কিন্তু এটা পর্যাপ্ত নয়, আমাদের নিজস্ব বোর্ড পাওয়ার জন্য। আমাদের আরো লেগে থাকতে হবে এটার পেছনে। কিছু কিছু মেম্বার অনেক ভালো পোস্ট করে, বাট আমাদের সাবজেক্ট বেজ টপিক করার সেই ক্ষমতা/এবিলিটি/অপসন এখনো নেই। লোকাল বোর্ড পেলে সব আলাদা ক্যাটাগরি করা যেতো। অনেক ভালো ভালো পোস্ট উপরে মাটিচাপা পড়ে গেছে, আপনার আমার আমাদের। এটা খুব দুঃখের বিষয়। দিনশেষে একটাই কথা, কোনো কিছু চাইলে সেটার পেছনে লেগে থাকতে হবে।
sr. member
Activity: 798
Merit: 377
September 14, 2023, 04:33:30 AM
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 14, 2023, 02:46:42 AM
এই ঘটনাটি একদম বাস্তব ঘটনা তখন আমার মনে হল  আমাদের দেশে এগিয়ে গেছে কই আমাদের দেশ আধুনিক হয়েছে এখনো যদি নারীদেরকে যৌতুকের কারণে এরকম শারীরিকভাবে নির্যাতিত হতে হয় তাহলে কই আমরা সচেতন হলাম আমাদের এই জেনারেশনগুলা বর্তমান অনেক সচেতন তারপরে কিছু কিছু অর্থলোভ পুরুষের কারণে আমাদের দেশের এই অবস্থা  আসুন আমরা সবাই মিলে যৌতুককে না বলি সুন্দর একটি সমাজ গড়ে তুলি।
আমাদের ভদ্র সমাজে এখনো এই যৌতুক এর প্রচলন উঠে যাচ্ছে না। আপনি শুধু পুরুষদেরকেই দোষারোপ করতে পারেন না। এই ভদ্র সমাজে অনেকেই তার মেয়ে বিয়ে দেয়ার জন্য শুধু খোঁজে সরকারি চাকরি ছেলে ৭-৮ লাখ টাকা নিয়ে বসে থাকেন যৌতুক দেওয়ার জন্য। এদিকে লক্ষ্য করেনা ছেলে খারাপ নাকি বা তার চারিত্রিক কোন সমস্যা আছে কিনা সেদিকে যাচাই-বাছাই করে না। পরবর্তীতে মেয়েটি নানান ধরনের নির্যাতনের শিকার হয়। এদিকে গরিব একজন ছেলে তার সংসার সে চালাতে পারে, ভদ্র চারিত্রিক কোন সমস্যা নেই, কিন্তু সে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষে থেকে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। কেন ওই মেয়ের মা-বাবা কি পারে না ৭-৮ লক্ষ টাকা ওই গরিব ছেলেকে দিতে? ওই গরিব ছেলে তিনি ব্যবসা বা গরু কিনে পালন করতে পারবে। আমাদের এই ভদ্র সমাজে মেয়ের মা বাবাকেও সতর্ক থাকতে হবে মেয়ে বিয়ে দেওয়ার সময় অবশ্যই দেখতে হবে ছেলে ভদ্র কিনা বা চারিত্রিক কোন সমস্যা আছে কিনা। শুধু অর্থবিত্ত টাকা দেখে মেয়ে বিয়ে দিলে হবে না, দেখতে হবে মেয়েটা বিয়ে দিলে ওই ছেলেটা মেয়ে কে সুখি রাখতে পারবে কিনা।

এই বিষয় নিয়ে সরকারের কয়েকটি পদক্ষেপ নেওয়া উচিত কোথাও যৌতুক নিতে বা দিতে দেখা গেলে সাথে সাথে আইনের আওতায় এনে যোগ্য শাস্তি প্রদান করা উচিত। যাতে মানুষ দেখে বুঝতে পারে যৌতুক দেওয়া যাবে না, যৌতুক নেওয়াও যাবে না।
sr. member
Activity: 546
Merit: 268
September 14, 2023, 02:35:03 AM
এমটিএফই প্রতারণা,
মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা.

https://www.jagonews24.com/national/news/884226

# যারা দেড় কোটি টাকা বিনিয়োগ আনতে পেরেছেন, তাদের সিইও বানিয়েছেন মাসুদ।
# বাংলাদেশ ছাড়াও এমটিএফইতে বিনিয়োগ করেন নাইজেরিয়া-শ্রীলঙ্কার অসংখ্য মানুষ।
# ইন্টারপোলকে চিঠি দিয়ে মাসুদের বিষয়ে অবহিত করা হবে।
# মানুষের আস্থা অর্জনে সেমিনার, মিটিং, লাঞ্চ ও ডিনার পার্টির আয়োজন করতেন মাসুদ।
# ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ সিআইডির।

এমটিএফই এ যাবৎ কালে বাংলাদেশের সব থেকে বড় প্রতারণা মধ্যে একটি, যে কারণে বাংলাদেশের প্রশাসন চাচ্ছে এটিকে সমাধান করার জন্য, এবং যেকোনো মূল্যে এটার একটা সমাধানে আসতে কারণ অনেকেই বাংলাদেশের প্রশাসনের উপরে দাই চাপিয়ে দিয়েছে, যে কারণে প্রশাসনের অনেকটা বিরক্ত আর প্রশাসন তাদের ক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করবে ইন্টারপোলের সহায়তা নিয়ে ফিরিয়ে আনতে, আর যদি সর্বোচ্চ চেষ্টা করে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কি সবার টাকা সবার ফেরত পাবে? এটা একটা সন্দেহ থেকে যায়, আমরা ইভ্যালের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে কেউ এখন পর্যন্ত তাদের টাকা ফেরত পায়নি, বরঞ্চ টাকা ফেরত পাওয়ার যে সম্ভবনা ছিল তারাও ফেরত পাবে না হয়তো, এখন বাংলাদেশের যে আইনিক যৌটিলতা রয়েছে এটা কি আসলে সমাধানযোগ্য? বা সমাধান হবে ? এটা একটা সন্দেহ থেকে যায়।
আসলে পুলিশ যদি এই রাঘব বলদের গ্রেপ্তার করতেও পারে তার পরেও  আমি মনে করি যারা MTFE তে টাকা রেখেছিল তাদের কোন সমাধান হবে না। কেননা আমরা এর আগে দেখেছি ইভালি, ডেসটিনি এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ FTX দেউলিয়া হাওয়ায় মানুষ কিন্তু এখানে লক্ষ লক্ষ কোটি কোটি এবং বিলিয়ন বিলিয়ন টাকা হারিয়েছে। FTX এর মালিক কিন্তু গ্রেফতার হলেও এবং তার টাকা বাজেয়াপ্ত করা হলেও গ্রাহককে কিন্তু কোন টাকা ফেরত দেওয়া হয়নি। এখানে ভালোভাবেই বোঝা যাচ্ছে MTFE সিওদের যদি গ্রেফতার করতে পারে তারপরেও আমি মনে করি এর কোন সমাধান হবে না। যাদের টাকা হারিয়েছেন তাদের এই টাকা ফেরত পাওয়ার আশা না করাই ভালো কারণ আপনারা এই টাকা কখনোই ফেরত পাবেন না।
ভাইরে নিজের টাকা পরের কাছে গেলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটা অনেকই জানে।
ধরেন গ্রাম্য সালিশে জুরিমানার টাকা যদি মাতব্বরদের কাছে পড়ে যায় সেই টাকার ফিফটি পার্সেন্টও ভুক্তভোগী পায়না। ঠিক তেমনি ইভালি ডেসটিনি ও বর্তমানে MTFE এর টাকা কখনো ভুক্তভোগীরা পাবে না।
টাকার খেলা জগৎ জুড়ে একই রকম কারো টাকা কারো কাছে চলে গেলে সেই টাকার কখনো পূর্বের অবস্থানে ফেরত আসে না। তবে খুব সাম্প্রতিক সময়ে এরকম একটা প্রতারণার মধ্যে মানুষ পড়ে যাবে সেটা কখনো কল্পনাও করতে পারেনি।
বর্তমানে একটি ক্যাসিনো সাইটে গুজব শোনা যাচ্ছে 10 টাকা 20 টাকা বাজি ধরলে হাজার হাজার টাকা নাকি পাওয়া যায় এই সমস্ত ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। MCW নামে একটি ক্যাসিনোসাইট রয়েছে যেগুলোতে বেমানান ভাবে মানুষকে প্রফিট দিচ্ছে। বাংলাদেশের আনাচে-কানাচে শিক্ষিত অশিক্ষিত ছাত্রছাত্রীরা এই ক্যাসিনোর প্রতি মনোনিবেশ করছে। তাদের অবশ্যই পূর্ববর্তী MTFE, Evaly, Destiny, eOrange, RingID এই সকল প্রতারণার ইতিহাস গুলো ঘেটে তারপর এখানে বিনিয়োগ করতে পারেন। সব সময় মনে রাখবেন আপনাকে কেউ কখনো লস দিয়ে কোন জিনিস দেবে না বরং আপনার থেকে লাভ নিয়েই আপনাকে কিছু দেবে। এই সমস্ত ক্যাসিনো থেকে আপনারা সবাই সচেতন এবং দূরে থাকবেন।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
September 14, 2023, 02:26:04 AM
এমটিএফই প্রতারণা,
মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা.

https://www.jagonews24.com/national/news/884226

# যারা দেড় কোটি টাকা বিনিয়োগ আনতে পেরেছেন, তাদের সিইও বানিয়েছেন মাসুদ।
# বাংলাদেশ ছাড়াও এমটিএফইতে বিনিয়োগ করেন নাইজেরিয়া-শ্রীলঙ্কার অসংখ্য মানুষ।
# ইন্টারপোলকে চিঠি দিয়ে মাসুদের বিষয়ে অবহিত করা হবে।
# মানুষের আস্থা অর্জনে সেমিনার, মিটিং, লাঞ্চ ও ডিনার পার্টির আয়োজন করতেন মাসুদ।
# ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ সিআইডির।

এমটিএফই এ যাবৎ কালে বাংলাদেশের সব থেকে বড় প্রতারণা মধ্যে একটি, যে কারণে বাংলাদেশের প্রশাসন চাচ্ছে এটিকে সমাধান করার জন্য, এবং যেকোনো মূল্যে এটার একটা সমাধানে আসতে কারণ অনেকেই বাংলাদেশের প্রশাসনের উপরে দাই চাপিয়ে দিয়েছে, যে কারণে প্রশাসনের অনেকটা বিরক্ত আর প্রশাসন তাদের ক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করবে ইন্টারপোলের সহায়তা নিয়ে ফিরিয়ে আনতে, আর যদি সর্বোচ্চ চেষ্টা করে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কি সবার টাকা সবার ফেরত পাবে? এটা একটা সন্দেহ থেকে যায়, আমরা ইভ্যালের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে কেউ এখন পর্যন্ত তাদের টাকা ফেরত পায়নি, বরঞ্চ টাকা ফেরত পাওয়ার যে সম্ভবনা ছিল তারাও ফেরত পাবে না হয়তো, এখন বাংলাদেশের যে আইনিক যৌটিলতা রয়েছে এটা কি আসলে সমাধানযোগ্য? বা সমাধান হবে ? এটা একটা সন্দেহ থেকে যায়।
আসলে পুলিশ যদি এই রাঘব বলদের গ্রেপ্তার করতেও পারে তার পরেও  আমি মনে করি যারা MTFE তে টাকা রেখেছিল তাদের কোন সমাধান হবে না। কেননা আমরা এর আগে দেখেছি ইভালি, ডেসটিনি এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ FTX দেউলিয়া হাওয়ায় মানুষ কিন্তু এখানে লক্ষ লক্ষ কোটি কোটি এবং বিলিয়ন বিলিয়ন টাকা হারিয়েছে। FTX এর মালিক কিন্তু গ্রেফতার হলেও এবং তার টাকা বাজেয়াপ্ত করা হলেও গ্রাহককে কিন্তু কোন টাকা ফেরত দেওয়া হয়নি। এখানে ভালোভাবেই বোঝা যাচ্ছে MTFE সিওদের যদি গ্রেফতার করতে পারে তারপরেও আমি মনে করি এর কোন সমাধান হবে না। যাদের টাকা হারিয়েছেন তাদের এই টাকা ফেরত পাওয়ার আশা না করাই ভালো কারণ আপনারা এই টাকা কখনোই ফেরত পাবেন না।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 14, 2023, 01:32:05 AM
ভাই এরকম কতই না কেসের দায়িত্ব ইন্টারপুলিশ নিল কিন্তু কারোও টাকা আজ পর্যন্ত ফেরত দেয়ার ইতিহাস আজোও চোখে পড়েনি। যতই আপনাকে আমাকে আশ্বস্তিক করুক না কেন কখনো ওই সমস্ত রাগব বোয়ালদের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। যদিও কিছু টাকা নাইজেরিয়া বা শ্রীলংকানরা ফিরে পেতে পারে কিন্তু বাংলাদেশীদের টাকা ফেরত পাওয়ার কোন সম্ভাবনা নেই।
আমি বা আপনি যদি থানায় জিডি করি তাহলে থানায় ঘুরতে ঘুরতে আমাদের যে পরিমাণ টাকা মেরে নিয়েছে ওই পরিমাণ টাকা থানা আমাদের কাছ থেকেই চুষে চুষে খাবে। যাহোক আমি অতটুক জানিনা তবু আমি এটুকু বলতে পারি যারা ডুবাইতে আশ্রয় নেয় তারা মূলত ৮-৭ বেদেই ডুবাইতে আশ্রয় নেয়। ইন্টারপোলের সহায়তায় যদিও তাকে গ্রেফতার করা সম্ভব হবে কিন্তু দুবাই থেকে তাকে ফেরত পাওয়া কখনো সম্ভব হবে না। তাকে ওই পরিমাণ আশ্বস্ত করেই লুকিয়ে রাখা হয়েছে যেখানে পৃথিবীর সকল শক্তি ডুবাইতে কেন্দ্রীভূত করা হয়। তাই আমি আপনারা যতই টাকা ফেরত পাওয়ার আশায় বুক বেঁধে থাকি না কেন সম্ভাবনা নেই টাকা ফেরত পাওয়ার।

এখানেই আরেক ফাদ! সি আই ডি আপনাকে বলবে অভিযোগ দায়ের করতে এরপর তারা চেষ্টা করবে সে টাকা উদ্ধার করার জন্য। সেই টাকা তারা উদ্ধার করতে পারুক বা না পারুক, আপনি যে ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত, তারা সেটা যেনে গেলো। তারপর মরার ওপর খাড়ার ঘা মারার জন্য আসবে এবং সেই রকম কোনো অফিসারের হাতে পড়লে আপনার রক্ত চুষে শেষ করে দিবে। প্রথমেই বলবে তুই জানিস না বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যাবহার করা অবৈধ? অবশ্যই তুই এখনো ক্রিপ্টোকারেন্সি ইউজ করিস। তারপর আপনার কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে টাকা খাওয়া শুরু করবে আর আপনি এখানে নিরুপায়। আপনি কি করতে পারবেন? আপনার সেই টাকা তো পাবেন ই না উল্টা টাকা যাওয়া শুরু করবে। টাকা না দিলে ধরে চালান করে দিবে। আপনার আসলে কিছুই করার থাকবে না।
একদম ঠিক কথা বলেছেন। সিআইডি পুলিশ ভুক্তভোগীদের অভিযোগ করতে বলেছেন এটা সত্য কিন্তু এই অভিযোগ দায়ের করতে কে আগে যাবে। বিড়ালের গলায় ঘন্টাটা কে আগে বাঁধবে।আমি একজন ভুক্তভোগী কিন্তু আমি যদি অভিযোগ দায়ের করতে যাই তাহলে আমাকে হয়তো অপরাধী বানাতে পারে।আমি কিভাবে টাকা ম্যানেজ করলাম, কোন মাধ্যমে টাকা পেলাম, আমি কি সোর্স থেকে টাকা আয় করি, আপনার টাকা লেনদেন করার প্রমাণ, ইত্যাদি ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে তাহলে আমি কি উত্তর দেব। আমাকে যদি একাধিক প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে আমি কোন উত্তর দিতে পারবো না। পারলেও আমি আমার সিকিউরিটির জন্য প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করব।
প্রশ্নগুলো এড়িয়ে গেলে তারা আমাকে সন্দেহের চোখে দেখবে এতে আমার ঝামেলা আরো বাড়তে পারে। তাই যারা MTFE তে বিনিয়োগ করে লোকসানের সম্মুখীন হয়েছেন তারা আপাতত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা না পর্যন্ত নিজ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করতে যাবেন না। যারা বাংলাদেশী সিইও রয়েছেন তাদের মারফত যদি সম্ভব হয় মামলা করতে পারেন কিন্তু আপনি নিজ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করতে যাবেন না।
এর আগেও বাংলাদেশের এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলোতে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও কোন টাকা ভুক্তভোগীরা ফেরত পাননি। তাই এক্ষেত্রেও টাকা ফেরত পাওয়ার কোন গ্যারান্টি নেই কিন্তু আপনি যদি ক্রিপ্টো কারেন্সির সাথে জড়িত হন তাহলে অবশ্যই আইনের ঝামেলায় জড়ানোর কোন দরকার নেই।

full member
Activity: 546
Merit: 164
September 13, 2023, 11:38:17 PM
যৌতুকের ভয়াবহতা,

যৌতুক হচ্ছে মরণবাদী ক্যান্সারের মত, আমাদের দেশ সমাজ অনেক উন্নত হয়েছে কিন্তু আমাদের মানসিকতার কোন পরিবর্তন হয়নি আজও অনেক নারী এই যৌতুকের শিকার হচ্ছে।
আমার দেখা একটি ঘটনা,  গৃহবধূকে তার শ্বশুরবাড়ি লোকজন তার স্বামী শশুর শাশুড়ি তাকে এমন মানসিক শারীরিক নির্যাতন করতো যা বলার মতো না। বিয়ের সময় তার বাবা তার স্বামীকে একটা মোটরসাইকেল দেয় নগদ এক লক্ষ টাকা দেয় তাতেও তাদের হচ্ছে না কিছুদিন যাওয়ার পরে বিভিন্ন বাহানা তাকে টাকা নিয়ে আসা চাপ দিত  তার স্বামী  টাকা লাগবে সে বেচারি সংসার ঠিক রাখার জন্য তার বাবার কাছে থেকে টাকা নিয়ে এসে দিত যাতে সংসারে শান্তি বজায় থাকে কিন্তু এতে রক্ষা হলো না তার দিন দিন তাদের যৌতুকের চাহিদা বেড়ে যাচ্ছিল। হঠাৎ করে তার স্বামীর একটি চাকরি ঠিক হলো তখন তার শ্বশুর বাড়ির লোকজন বলছে তোমার বাবার কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে আসো আর বাদ বাকি টাকা আমরা দিব তোমার স্বামী চাকরি হবে কিন্তু তখন তার বাবার এত টাকা দেওয়ার অবস্থা ছিল না তার কারণ তার একটি ছোট বোন কিছু দিনে আগেই বিয়ে হয়েছিল ওখানে কিছু খরচ করেছিল তার বাবা এই কারণে তার বাবার হাত ফাঁকা ছিল, তার বাবা বলেছিল আমাকে একটু সময় দিতে হবে আমাকে একটু সময় দিলে আমি টাকার ম্যানেজ করব কিন্তু এই সময়টুকু তার শ্বশুর বাড়ির লোকজনের সহ্য হয়নি শুরু হয়ে গেল মেয়েটির উপর শারীরিক নির্যাতন। এমন ভাবে মারধর করেছিল শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এ নিয়ে পুলিশ এসেছিল কেস এখনো চলছে সম্ভবত তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়া সম্ভাবনাটাই বেশি রয়েছে।

এই ঘটনাটি একদম বাস্তব ঘটনা তখন আমার মনে হল  আমাদের দেশে এগিয়ে গেছে কই আমাদের দেশ আধুনিক হয়েছে এখনো যদি নারীদেরকে যৌতুকের কারণে এরকম শারীরিকভাবে নির্যাতিত হতে হয় তাহলে কই আমরা সচেতন হলাম আমাদের এই জেনারেশনগুলা বর্তমান অনেক সচেতন তারপরে কিছু কিছু অর্থলোভ পুরুষের কারণে আমাদের দেশের এই অবস্থা  আসুন আমরা সবাই মিলে যৌতুককে না বলি সুন্দর একটি সমাজ গড়ে তুলি।
sr. member
Activity: 546
Merit: 268
September 13, 2023, 11:19:53 PM

আশা করছি আপনি অতি তাড়াতাড়ি ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে যাবেন কেননা আপনি ফুল মেম্বারের পদমর্যাদার খুব কাছাকাছি অবস্থান করছেন। আপনি যদি আগে থেকে এই কমিউনিটিতে একটিভ থাকতেন তাহলে অনেক আগেই ফুল মেম্বার হয়ে যেতে পারতেন। তবুও আপনি এখানে প্রতিনিয়ত আপনার মেধা কাজে খাটাচ্ছেন তাই আপনার মেধার মূল্যায়ন অতি শীগ্রই পেয়ে যাবেন।
তাছাড়া অনেকেই অ্যাক্টিভিটির জন্য অপেক্ষা করতে হয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক আগে একটিভিটি পেয়ে গেছেন সামান্য কিছু মেরিটের জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 13, 2023, 10:39:16 PM
বাংলাদেশ বোর্ডের আগে খুব কম ধরনের পোস্ট হত কিন্তু বর্তমানে অনেক বেশি পোস্ট হয় এবং বেশিরভাগ মেম্বার খুব একটিভ এটা অনেক ভালো লাগে, যে কারণে বাংলাদেশ লোকাল বোর্ড অনেকে এগিয়ে আছে এবং আশা করছি সামনে আরো অনেকে এগিয়ে থাকবে, কারণ বাংলাদেশীরা এখন আস্তে আস্তে সচেতন হচ্ছে এবং বাংলাদেশ বোর্ডকে এগিয়ে নিতে সাহায্য করছে, আমরা সবাই যদি এভাবে চেষ্টা করতে থাকি তাহলে সামনে হয়তোবা আমরা লোকাল বোর্ড পেয়ে যাবো এবং অনেক ভালো মেম্বার পাব যারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।

আমরা ইতিমধ্যে লেজেন্ডারি, ফুল মেম্বা্‌ সিনিয়র মেম্বার, এবং অনেক মেম্বার পেয়ে গেছি এবং আশা করছি আগামীতে আরও এমন অনেক মেম্বার পেয়ে যাব, আমরা একে অন্যকে এভাবে যদি সহযোগিতা করতে থাকি তাহলে আমরা হয়তোবা সবথেকে ভালো একটি বোর্ড হিসেবে গণ্য হব আমরা একদিন,
পরিশেষে বলতে চাই আসুন আমরা একে অন্যকে সহযোগিতা এবং সাহায্য করি এবং নতুন থেকে উঠে আসার জন্য সহযোগিতা করি তাহলে আপনার এবং আমার পরবর্তীতে তারা বাংলাদেশে হয়ে প্রতিনিধিত্ব করবে বিটকয়েনটল্ক ফোরামে।

বাংলাদেশের কিছু এ্যাক্টিভ সদস্য।

@Little Mouse
@Review Master
@Learn Bitcoin
@Crypto Library
@LDL
@shasan
@Bitcoin_people
@Bd officer
@tjtonmoy
@2Pizza410000BTC
@Negotiation
@DYING_S0UL
@Popkon6
@Dimitri94
@Z_MBFM
@Shishir99
@Nothingtodo
@DVlog
@Fuso.hp
@HelliumZ


আরো কিছু সদস্য আছে, ধন্যবাদ সবাইকে,
আর @BitCoinDream কে ধন্যবাদ আমাদের এতো সুন্দর একটি টপিকের মাধ্যমে বাংলাদেশিদের তুলে ধরার সুযোগ তৈরী করে দেবার জন্যে।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 13, 2023, 09:24:53 PM
ভাই এরকম কতই না কেসের দায়িত্ব ইন্টারপুলিশ নিল কিন্তু কারোও টাকা আজ পর্যন্ত ফেরত দেয়ার ইতিহাস আজোও চোখে পড়েনি। যতই আপনাকে আমাকে আশ্বস্তিক করুক না কেন কখনো ওই সমস্ত রাগব বোয়ালদের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। যদিও কিছু টাকা নাইজেরিয়া বা শ্রীলংকানরা ফিরে পেতে পারে কিন্তু বাংলাদেশীদের টাকা ফেরত পাওয়ার কোন সম্ভাবনা নেই।
আমি বা আপনি যদি থানায় জিডি করি তাহলে থানায় ঘুরতে ঘুরতে আমাদের যে পরিমাণ টাকা মেরে নিয়েছে ওই পরিমাণ টাকা থানা আমাদের কাছ থেকেই চুষে চুষে খাবে। যাহোক আমি অতটুক জানিনা তবু আমি এটুকু বলতে পারি যারা ডুবাইতে আশ্রয় নেয় তারা মূলত ৮-৭ বেদেই ডুবাইতে আশ্রয় নেয়। ইন্টারপোলের সহায়তায় যদিও তাকে গ্রেফতার করা সম্ভব হবে কিন্তু দুবাই থেকে তাকে ফেরত পাওয়া কখনো সম্ভব হবে না। তাকে ওই পরিমাণ আশ্বস্ত করেই লুকিয়ে রাখা হয়েছে যেখানে পৃথিবীর সকল শক্তি ডুবাইতে কেন্দ্রীভূত করা হয়। তাই আমি আপনারা যতই টাকা ফেরত পাওয়ার আশায় বুক বেঁধে থাকি না কেন সম্ভাবনা নেই টাকা ফেরত পাওয়ার।

এখানেই আরেক ফাদ! সি আই ডি আপনাকে বলবে অভিযোগ দায়ের করতে এরপর তারা চেষ্টা করবে সে টাকা উদ্ধার করার জন্য। সেই টাকা তারা উদ্ধার করতে পারুক বা না পারুক, আপনি যে ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত, তারা সেটা যেনে গেলো। তারপর মরার ওপর খাড়ার ঘা মারার জন্য আসবে এবং সেই রকম কোনো অফিসারের হাতে পড়লে আপনার রক্ত চুষে শেষ করে দিবে। প্রথমেই বলবে তুই জানিস না বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যাবহার করা অবৈধ? অবশ্যই তুই এখনো ক্রিপ্টোকারেন্সি ইউজ করিস। তারপর আপনার কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে টাকা খাওয়া শুরু করবে আর আপনি এখানে নিরুপায়। আপনি কি করতে পারবেন? আপনার সেই টাকা তো পাবেন ই না উল্টা টাকা যাওয়া শুরু করবে। টাকা না দিলে ধরে চালান করে দিবে। আপনার আসলে কিছুই করার থাকবে না।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 13, 2023, 09:10:08 PM
এমটিএফই প্রতারণা,
মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা.

https://www.jagonews24.com/national/news/884226

# যারা দেড় কোটি টাকা বিনিয়োগ আনতে পেরেছেন, তাদের সিইও বানিয়েছেন মাসুদ।
# বাংলাদেশ ছাড়াও এমটিএফইতে বিনিয়োগ করেন নাইজেরিয়া-শ্রীলঙ্কার অসংখ্য মানুষ।
# ইন্টারপোলকে চিঠি দিয়ে মাসুদের বিষয়ে অবহিত করা হবে।
# মানুষের আস্থা অর্জনে সেমিনার, মিটিং, লাঞ্চ ও ডিনার পার্টির আয়োজন করতেন মাসুদ।
# ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ সিআইডির।

এমটিএফই এ যাবৎ কালে বাংলাদেশের সব থেকে বড় প্রতারণা মধ্যে একটি, যে কারণে বাংলাদেশের প্রশাসন চাচ্ছে এটিকে সমাধান করার জন্য, এবং যেকোনো মূল্যে এটার একটা সমাধানে আসতে কারণ অনেকেই বাংলাদেশের প্রশাসনের উপরে দাই চাপিয়ে দিয়েছে, যে কারণে প্রশাসনের অনেকটা বিরক্ত আর প্রশাসন তাদের ক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করবে ইন্টারপোলের সহায়তা নিয়ে ফিরিয়ে আনতে, আর যদি সর্বোচ্চ চেষ্টা করে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কি সবার টাকা সবার ফেরত পাবে? এটা একটা সন্দেহ থেকে যায়, আমরা ইভ্যালের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে কেউ এখন পর্যন্ত তাদের টাকা ফেরত পায়নি, বরঞ্চ টাকা ফেরত পাওয়ার যে সম্ভবনা ছিল তারাও ফেরত পাবে না হয়তো, এখন বাংলাদেশের যে আইনিক যৌটিলতা রয়েছে এটা কি আসলে সমাধানযোগ্য? বা সমাধান হবে ? এটা একটা সন্দেহ থেকে যায়।
ভাই এরকম কতই না কেসের দায়িত্ব ইন্টারপুলিশ নিল কিন্তু কারোও টাকা আজ পর্যন্ত ফেরত দেয়ার ইতিহাস আজোও চোখে পড়েনি। যতই আপনাকে আমাকে আশ্বস্তিক করুক না কেন কখনো ওই সমস্ত রাগব বোয়ালদের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। যদিও কিছু টাকা নাইজেরিয়া বা শ্রীলংকানরা ফিরে পেতে পারে কিন্তু বাংলাদেশীদের টাকা ফেরত পাওয়ার কোন সম্ভাবনা নেই।
আমি বা আপনি যদি থানায় জিডি করি তাহলে থানায় ঘুরতে ঘুরতে আমাদের যে পরিমাণ টাকা মেরে নিয়েছে ওই পরিমাণ টাকা থানা আমাদের কাছ থেকেই চুষে চুষে খাবে। যাহোক আমি অতটুক জানিনা তবু আমি এটুকু বলতে পারি যারা ডুবাইতে আশ্রয় নেয় তারা মূলত ৮-৭ বেদেই ডুবাইতে আশ্রয় নেয়। ইন্টারপোলের সহায়তায় যদিও তাকে গ্রেফতার করা সম্ভব হবে কিন্তু দুবাই থেকে তাকে ফেরত পাওয়া কখনো সম্ভব হবে না। তাকে ওই পরিমাণ আশ্বস্ত করেই লুকিয়ে রাখা হয়েছে যেখানে পৃথিবীর সকল শক্তি ডুবাইতে কেন্দ্রীভূত করা হয়। তাই আমি আপনারা যতই টাকা ফেরত পাওয়ার আশায় বুক বেঁধে থাকি না কেন সম্ভাবনা নেই টাকা ফেরত পাওয়ার।
বাংলাদেশের ইন্টারপুলিশ বলে কথা কতটা যে দায়িত্বশীলতার সাথে কাজ করবে সেটা আমরা বাংলাদেশের মানুষ জানি এবং টাকা যে কত ফেরত আনবে সেটাও আমরা ভালো করেই জানি। আমাদের বাংলাদেশী বর্তমান যে পরিস্থিতি এতে কখনোই টাকা ফেরত আনা সম্ভব হবে না কোন প্রশাসনের এটা পারবে না বরং বাংলাদেশের জনগণকে আশ্বাস দিয়ে আজ পর্যন্ত দেশের এই অবস্থা করেছে। নাইজেরিয়ান শ্রীলঙ্কা দেশের সরকারের ক্ষমতা আছে এবং তারা এটা করতে পারে কিন্তু বাংলাদেশের সরকার এর ক্ষমতা শুধু তার নিজের ফান্ডে টাকা জমা করা ্। আমি কখনোই এটি বিশ্বাস করব না যে বাংলাদেশ পুলিশ প্রশাসন এমটিএফ এর টাকা ফেরত আনবে তাও আবার দুবাই থেকে পৃথিবী উল্টে গেলেও এটা সম্ভব হবে না বাংলাদেশ বলে কথা। একদম সত্য কথা বলেছেন যে যত বড় আশা নিয়েই আমরা বাঙালিরা থাকি না কেন কখনোই এটা সম্ভব হবে না এবং বাংলাদেশের প্রশাসন এটা কখনোই করতে পারবে না, টাকা তো ফেরত দেবে দূরের কথা তারা চেষ্টাও করবে না শুধুমাত্র বলবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এই পর্যন্তই তাদের ক্ষমতা।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 13, 2023, 08:21:34 PM
এমটিএফই প্রতারণা,
মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা.

https://www.jagonews24.com/national/news/884226

# যারা দেড় কোটি টাকা বিনিয়োগ আনতে পেরেছেন, তাদের সিইও বানিয়েছেন মাসুদ।
# বাংলাদেশ ছাড়াও এমটিএফইতে বিনিয়োগ করেন নাইজেরিয়া-শ্রীলঙ্কার অসংখ্য মানুষ।
# ইন্টারপোলকে চিঠি দিয়ে মাসুদের বিষয়ে অবহিত করা হবে।
# মানুষের আস্থা অর্জনে সেমিনার, মিটিং, লাঞ্চ ও ডিনার পার্টির আয়োজন করতেন মাসুদ।
# ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ সিআইডির।

এমটিএফই এ যাবৎ কালে বাংলাদেশের সব থেকে বড় প্রতারণা মধ্যে একটি, যে কারণে বাংলাদেশের প্রশাসন চাচ্ছে এটিকে সমাধান করার জন্য, এবং যেকোনো মূল্যে এটার একটা সমাধানে আসতে কারণ অনেকেই বাংলাদেশের প্রশাসনের উপরে দাই চাপিয়ে দিয়েছে, যে কারণে প্রশাসনের অনেকটা বিরক্ত আর প্রশাসন তাদের ক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করবে ইন্টারপোলের সহায়তা নিয়ে ফিরিয়ে আনতে, আর যদি সর্বোচ্চ চেষ্টা করে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কি সবার টাকা সবার ফেরত পাবে? এটা একটা সন্দেহ থেকে যায়, আমরা ইভ্যালের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে কেউ এখন পর্যন্ত তাদের টাকা ফেরত পায়নি, বরঞ্চ টাকা ফেরত পাওয়ার যে সম্ভবনা ছিল তারাও ফেরত পাবে না হয়তো, এখন বাংলাদেশের যে আইনিক যৌটিলতা রয়েছে এটা কি আসলে সমাধানযোগ্য? বা সমাধান হবে ? এটা একটা সন্দেহ থেকে যায়।
ভাই এরকম কতই না কেসের দায়িত্ব ইন্টারপুলিশ নিল কিন্তু কারোও টাকা আজ পর্যন্ত ফেরত দেয়ার ইতিহাস আজোও চোখে পড়েনি। যতই আপনাকে আমাকে আশ্বস্তিক করুক না কেন কখনো ওই সমস্ত রাগব বোয়ালদের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। যদিও কিছু টাকা নাইজেরিয়া বা শ্রীলংকানরা ফিরে পেতে পারে কিন্তু বাংলাদেশীদের টাকা ফেরত পাওয়ার কোন সম্ভাবনা নেই।
আমি বা আপনি যদি থানায় জিডি করি তাহলে থানায় ঘুরতে ঘুরতে আমাদের যে পরিমাণ টাকা মেরে নিয়েছে ওই পরিমাণ টাকা থানা আমাদের কাছ থেকেই চুষে চুষে খাবে। যাহোক আমি অতটুক জানিনা তবু আমি এটুকু বলতে পারি যারা ডুবাইতে আশ্রয় নেয় তারা মূলত ৮-৭ বেদেই ডুবাইতে আশ্রয় নেয়। ইন্টারপোলের সহায়তায় যদিও তাকে গ্রেফতার করা সম্ভব হবে কিন্তু দুবাই থেকে তাকে ফেরত পাওয়া কখনো সম্ভব হবে না। তাকে ওই পরিমাণ আশ্বস্ত করেই লুকিয়ে রাখা হয়েছে যেখানে পৃথিবীর সকল শক্তি ডুবাইতে কেন্দ্রীভূত করা হয়। তাই আমি আপনারা যতই টাকা ফেরত পাওয়ার আশায় বুক বেঁধে থাকি না কেন সম্ভাবনা নেই টাকা ফেরত পাওয়ার।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
September 13, 2023, 12:48:03 PM
ইউনিজয়েন সুন্দর একটি ফ্রি রেফেল নিয়ে এসেছেন। এখানে যে কেউ আবেদন করতে পারবেন। তবে এক্সেপ্ট করা বা রিজেক্ট করা একান্তই ইউনিজয়েন কোম্পানির ইচ্ছাধীন। তারা ২০ টি কার্ড রেফেলের মাধ্যমে দিবে। যার একটি কার্ড ইতিমধ্যে দিয়ে দিয়েছে। বাকি ১৯ টা কার্ড 19 টা রাফেলের মাধ্যমে দিবে যারা ইচ্ছুক আবেদন করতে পারেন রেফেলের লিংক: https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-unijoin-card-sn-3-the-number-of-slots-is-limited-5466557

Jump to: