Author

Topic: বাংলা (Bengali) - page 159. (Read 5305931 times)

hero member
Activity: 770
Merit: 482
August 31, 2023, 08:33:28 AM
বিটকয়েন টলকে কিভাবে কাজ করব।

এটা আসলে বিটকয়েনটক হবে। আমরা অনেকেই ছোটবেলা আরকাইভ কে আরচিব বলতাম, এটা কোনো ব্যাপার না। আপনি কি আপনার আগের পোষ্ট এর রিপ্লাইগুলো চেক করেছেন? আপনাকে নিয়ে কিন্তু একটু সমালোচনা হয়েছে। আর আপনাকে কিছু পরামর্শ ও দেয়া হয়েছে আপনার আগের পোষ্ট এ। আপনি যদি আগের পোষ্ট গুলো না পড়ে নতুন করে আবার পোষ্ট করেন, তাহলে আপনি শিখবেন কিভাবে? আর আগের পোষ্ট যদি পড়ে থাকেন, সেটার রিপ্লাই যদি না দেন, তাহলে তো বুঝার কোনো উপায় থাকে না যে আপনি পোষ্ট গুলো পড়েছেন কি না। নইলে একই সাজেশন বার বার দেয়া লাগবে। আমি আর সাজেশন দিতে চাই না। অলরেডি অনেক সাজেশন দেয়া হয়েছে, সেগুলো ফলো করুন। কাজ করার আগে নিজের নাম টা বড় করুন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 31, 2023, 04:13:27 AM
বিটকয়েন টলকে কিভাবে কাজ করব।

বিটকয়েনটক কোন কাজ করার জায়গা না। বরং এটি একটা শিক্ষণীয় ফোরাম। আপনি এখানে বিটকয়েন সম্পর্কিত যাবতীয় যা আছে সকল তথ্য পাবেন। আপনাকে একটা কথা বলে রাখি, এটা কোনো সোসিয়াল মিডিয়া প্লাটফর্ম না যে আপনার না মনে চাইবে যেভাবে মনে চাইবে যা ইচ্ছা পোস্ট করবেন। এই ফোরামটি অনেক কঠোর নিয়ম কানুনের ব্যাপরে। সো আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অবশ্যই। আপনার সর্বপ্রথম উচিত এই ফোরামের নিয়ম কানুন পড়ে নেয়া। (উপরের ভাই ব্রাদার রা যেসব লিংক দিয়েছে তা চেক করে নিবেন)

এখন আসি আয় করার কথায়। আপনি এখান থেকে অনেক ভাবেই আয় করতে পারবেন। কিন্তু প্রথমে আপনাকে শিখতে হবে এই ফোরামটি কিভাবে চলে। এখানে আপনি চাইলে বাউন্টির কাজ করতে পারেন। বাউন্টি মূলত বিভিন্ন কোম্পানির জন্য প্রচার প্রচারণার কাজ। এই কাজের জন্য আপনাকে ফেসবুক, টুইটার ইত্যাদি একাউন্ট থাকা অবশ্যক। অনেকেই বাউন্টি করে বাট আমি আপনাকে এটা করার উপদেশ দিবো না। বাউন্টি ছাড়াও আপনি সিগ্নেচার করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার মিনিমাম ফুল মেম্বার রাঙ্কের আইডি প্রয়োজন। এর জন্য আপনার ১২০ এক্টিভিটি এবং ১০০ মেরিট লাগে। তো আপনি যদি এই ফোরামে লেগে থাকেন, সময় দেন তাহলে আস্তে আস্তে উপরে উঠে যাবেন।

একটা কথা বলে রাখি, এখানে কোনো ধরনের কপি, পেস্ট, অন্যের পোস্ট কাজ চুরি এসব করা যাবে না। কোনো রকম অসৎ কাজে যদি ধরা পড়েন তাহলে আপনার আইডি ব্যান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।
full member
Activity: 490
Merit: 119
newbie
Activity: 2
Merit: 0
August 31, 2023, 02:56:09 AM
বিটকয়েন টলকে কিভাবে কাজ করব।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 30, 2023, 12:20:43 PM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 30, 2023, 11:24:32 AM
কোট

ভাই বিটকয়েনটকে এক্টিভিটি কিভাবে কাজ করে এটা একটু বুঝায় বলবেন! অনেক উপকার হতো। আমি এই সম্পর্কিত ইংরেজিতে যে পোস্টগুলো আছে সবগুলোই পড়েছি, দেখেছি। ঐগুলো আলাদা করে মেনশন করার দরকার নাই। এসবকিছুর পরের এটা বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। আমি জানি এখানে একটা ১৪ এক্টিভিটির লিমিট সেট করা আছে। আমি আমার এই আইডিটা ১ বছরের মতো খুলেছি। কিন্তু কিছু ব্যক্তিগত কারনে ফোরামে এক্টিভ ছিলাম না। তো এখন কথা হলো আমি মূলত গত একদুই মাসের মতো ভালোভাবে এক্টিভ আছি। এই কয় মাসে প্রথম প্রথম আমার এক্টিভিটি বাড়ছে। তারপর হঠাৎ করে ৬৮ এর পর আর বাড়ে না। আবার কিছুদিন পর দেখলাম ২ টা বেড়ে আবার থেমে আছে। আমি প্রতিদিনই ২-৩ টা পোস্ট করি। আমি জানি সময়ের সাথে ইমনিই বাড়বে, এটা নিয়ে প্যারা নেয়ার প্যারা নাই কোনো। বাট আমি বিষয়টা জানার জন্য বোঝার উদ্দেশ্য পোস্টটা করলাম। একেবারে বলতে পারেন শিখার নিয়তে। ধন্যবাদ।

আপনি একাউন্ট যখনই করেন না কেনো সেটার সাথে মূলত একটিভিটির কোনো কানেকশন নেই। যেহেতু আপনি একটিভিটি পিরিয়ড সম্পর্কে জানেন, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। একটিভিটি পিরিয়ড শুরুর দিন থেকে শেষ দিনের ভেতরে যদি আপনি ১ টা পোস্ট করেন, তাহলে সেই পিরিয়ডের ১৪ টা একটিভিটি আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। ধরেন নতুন একটিভিটি পিরিয়ড হচ্ছে ১ থেকে ১৪ তারিখ। পরের একটিভিটি পিরিয়ড হচ্ছে ১৫ থেকে ২৮ তারিখ। দুইটা পিরিয়ডের মধ্যে আপনি যদি ৩০ টা পোস্ট করেন, আপনার রিজার্ভ করা ২৮ টা একটিভিটিই আপনি পাবেন। আপনি এর থেকে বেশি একটিভিটি পাবেন না যদি না আপনার আগেই কিছু রিজার্ভ একটিভিটি না থাকে। আবার ১ থেকে ১৪ তারিখের ভেতরে ১ টা পোস্ট করলেন, আবার ১৫ থেকে ২৮ তারিখের ভেতরে আরেকটা পোস্ট করলেন, তবুও কিন্তু আপনার ২৮ টা একটিভিটি রিজার্ভ করা থাকবে। কিন্তু রিয়েল টাইমে আপনি দুইটা পোস্ট এর জন্য মাত্র দুইটা একটিভিটি পাবেন।

একজন চাইলে ১০ টা পোস্ট করেই ১৪০ একটিভিটি রিজার্ভ করে রাখতে পারে। এজন্য তাকে ১০ টা আলাদা আলাদা একটিভিটি পিরিয়ডে পোস্ট গুলো করতে হবে। কিন্তু তার ১০ টা পোস্ট এর জন্য কিন্তু তার প্রোফাইলে ১০ টা একটিভিটিই শো করবে। ধরেন এখন ১৪০ একটিভিটি রিজার্ভ করা আছে। এখন যদি সেই ব্যাক্তি ১ দিনেই আরো ১৩০ টা পোস্ট করে, তার একটিভিটি ১ দিনেই ১৪০ এ গিয়ে ঠেকবে।

আশা করি বুঝতে পেরেছেন। তবুও কনফিউশান থাকলে বলবেন, আরো বিস্তারিত আলোচনা করা যাবে।

আপনার এখন ৭০ টা একটিভিটি কারন আপনি ৫ টা একটিভিটি পিরিয়ড ধরে পোস্ট করছেন। আপনার পোস্ট সংখ্যা ১৩২। আপনি এখন থেকে যদি আর একটা পোস্ট ও না করেন, আর সামনের একটিভিটি পিরিয়ডে মাত্র ১ টা পোস্ট করেন, আপনার একটিভিটি হয়ে যাবে ৮৪। মানে ১ পোস্ট এর জন্যই যে ১৪ টা রিজার্ভ করা একটিভিটি ছিলো, সেটা এড হয়ে যাবে। প্রতি ১৪ দিন পর পর একটিভিটি ডিস্ট্রিবিউট হয়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 30, 2023, 11:11:17 AM
কোট

ভাই বিটকয়েনটকে এক্টিভিটি কিভাবে কাজ করে এটা একটু বুঝায় বলবেন! অনেক উপকার হতো। আমি এই সম্পর্কিত ইংরেজিতে যে পোস্টগুলো আছে সবগুলোই পড়েছি, দেখেছি। ঐগুলো আলাদা করে মেনশন করার দরকার নাই। এসবকিছুর পরের এটা বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। আমি জানি এখানে একটা ১৪ এক্টিভিটির লিমিট সেট করা আছে। আমি আমার এই আইডিটা ১ বছরের মতো খুলেছি। কিন্তু কিছু ব্যক্তিগত কারনে ফোরামে এক্টিভ ছিলাম না। তো এখন কথা হলো আমি মূলত গত একদুই মাসের মতো ভালোভাবে এক্টিভ আছি। এই কয় মাসে প্রথম প্রথম আমার এক্টিভিটি বাড়ছে। তারপর হঠাৎ করে ৬৮ এর পর আর বাড়ে না। আবার কিছুদিন পর দেখলাম ২ টা বেড়ে আবার থেমে আছে। আমি প্রতিদিনই ২-৩ টা পোস্ট করি। আমি জানি সময়ের সাথে ইমনিই বাড়বে, এটা নিয়ে প্যারা নেয়ার প্যারা নাই কোনো। বাট আমি বিষয়টা জানার জন্য বোঝার উদ্দেশ্য পোস্টটা করলাম। একেবারে বলতে পারেন শিখার নিয়তে। ধন্যবাদ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 30, 2023, 10:32:56 AM
murgichurer baba(মুরগি চোরের বাপ)
আপনার নাম যে রকম তাতে ভাই ‌বিটকয়েনটক এসে কোন লাভ নেই। কারণ আপনার মুরগি চোর ছেলে আছে সে আপনাকে মুরগি চুরি করে নিয়ে আসবে এবং আপনি সেই চুরি করা মুরগি বাজারে সেল দিবেন।
আপনার উদ্দেশ্য একটি কথা বলতে চাই, আপনি কোন প্রকৃতির মানুষ তা আমি মন্তব্য করতে চাই না তবে আপনার নাম আপনাকে আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি নামের অভাব পাবেন না অথচ আপনার আইডির যে নাম দিয়েছেন তাতে করে এই নামটি আপনার পরিবার ও পরিবারের সদস্যদের প্রত্যেকের পরিচয় বহন করে। আপনি এমন কিছু করবেন না যাতে করে সেই কাজ বা নামের মাধ্যমে আপনার চারিত্রিক সনদ ও পরিবারের সদস্যদের অপমান হয়।

নাম শুনলেই কেমন জানি লাগে!  Undecided মানে লাইক সিরিয়াসলি!!! পৃথিবীতে নামের অভাব পড়ছিল নাকি! আর কিছু পাইলো না, শেষমেশ মুরগি চোরের বাপ! ভাইরে ভাইরে। দুনিয়ায় কতো যে নমুনা দেখা লাগবে।

এগুলা নিয়া আসলে কমেন্ট করা ঠিক হবে কি না বুঝতেছি না। কমেন্ট করলে উনি মন খারাপ করবেন। তবে এরকম ইউজারনেম শুধু বিটকয়েনটক এ না, বরং সোশ্যাল মিডিয়া গুলোতে সব চাইতে বেশি দেকা যায়। সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রেমিক পুরুষ, এন্জেল সাদিয়া, আমি হিরো, আমি অমুক, তমুক নামের কোনো অভাব নাই। আপনার মাথায় যা আসে তা লিখেই সার্চ করে দেখেন ফেইসবুকে সেই নামেই আইডি পাবেন।

তো এটা আসলে বাংলাদেশিদের জন্য নতুন কিছু নয়। তবে ইন্টারন্যাশনাল ফোরাম হিসাবে নামে চুজ করাটাও জরুরী। অনেকে ইউনিক ইউজারনেম খুজতে গিয়ে এরকম নাম ব্যাবহার করে থাকেন। তবে এসব নাম অনেক বেশি দৃষ্টিকটু। অবশ্যই এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার। কারো ইউজারনেম তার ট্যালেন্ট বহন করে না। ট্যালেন্ট থাকলে ইউজারনেম যাই হোক না কেনো, কেউ আটকিয়ে রাখতে পারবে না। তবে মানুষ আপনাকে প্রথমে বিচার করবে এই ইউজারনেম দেখেই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 30, 2023, 04:38:17 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
murgichurer baba(মুরগি চোরের বাপ)
আপনার নাম যে রকম তাতে ভাই ‌বিটকয়েনটক এসে কোন লাভ নেই। কারণ আপনার মুরগি চোর ছেলে আছে সে আপনাকে মুরগি চুরি করে নিয়ে আসবে এবং আপনি সেই চুরি করা মুরগি বাজারে সেল দিবেন।
আপনার উদ্দেশ্য একটি কথা বলতে চাই, আপনি কোন প্রকৃতির মানুষ তা আমি মন্তব্য করতে চাই না তবে আপনার নাম আপনাকে আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি নামের অভাব পাবেন না অথচ আপনার আইডির যে নাম দিয়েছেন তাতে করে এই নামটি আপনার পরিবার ও পরিবারের সদস্যদের প্রত্যেকের পরিচয় বহন করে। আপনি এমন কিছু করবেন না যাতে করে সেই কাজ বা নামের মাধ্যমে আপনার চারিত্রিক সনদ ও পরিবারের সদস্যদের অপমান হয়।

নাম শুনলেই কেমন জানি লাগে!  Undecided মানে লাইক সিরিয়াসলি!!! পৃথিবীতে নামের অভাব পড়ছিল নাকি! আর কিছু পাইলো না, শেষমেশ মুরগি চোরের বাপ! ভাইরে ভাইরে। দুনিয়ায় কতো যে নমুনা দেখা লাগবে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 30, 2023, 03:30:27 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
murgichurer baba(মুরগি চোরের বাপ)
আপনার নাম যে রকম তাতে ভাই ‌বিটকয়েনটক এসে কোন লাভ নেই। কারণ আপনার মুরগি চোর ছেলে আছে সে আপনাকে মুরগি চুরি করে নিয়ে আসবে এবং আপনি সেই চুরি করা মুরগি বাজারে সেল দিবেন।
আপনার উদ্দেশ্য একটি কথা বলতে চাই, আপনি কোন প্রকৃতির মানুষ তা আমি মন্তব্য করতে চাই না তবে আপনার নাম আপনাকে আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি নামের অভাব পাবেন না অথচ আপনার আইডির যে নাম দিয়েছেন তাতে করে এই নামটি আপনার পরিবার ও পরিবারের সদস্যদের প্রত্যেকের পরিচয় বহন করে। আপনি এমন কিছু করবেন না যাতে করে সেই কাজ বা নামের মাধ্যমে আপনার চারিত্রিক সনদ ও পরিবারের সদস্যদের অপমান হয়।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 30, 2023, 02:25:21 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
আপনি যেহেতু একজন নতুন ইউজার তাই আপনাকে স্বাগতম জানাই বাংলা লোকাল বোর্ডে আশা করি আপনি এখানে দীর্ঘদিন সময় দিলে এবং ভালো পোস্ট করতে পারলে আপনি ভালো একটি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
আপনি যেহেতু একজন নতুন ইউজার তাই সব সময় সতর্কতা অবলম্বন করবেন কখনোই কপি পেস্ট করবেন না বা ট্রান্সলেট করে পোস্ট করবেন না তাহলে আপনার একাউন্টে সমস্যা হবে।
আপনি ফোরামের নিয়ম অনুসরণ করুন প্রথম পেজে সকল গাইডলাইন দেওয়া আছে সেগুলো লক্ষ্য করুন অবশ্যই বুঝতে পারবেন।
https://bitcointalksearch.org/topic/m.7033740
আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
newbie
Activity: 672
Merit: 0
August 30, 2023, 02:22:48 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।

 ➡️বিটকয়েন টলকে নতুনদের জন্য....
১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
Link: https://bitcointalksearch.org/topic/m.54068442
২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব
Link: https://bitcointalksearch.org/topic/m.54670086
৩. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন!
Link: https://bitcointalksearch.org/topic/m.58292760
৪. মেরিট সংক্রান্ত ধারণা
Link: https://bitcointalksearch.org/topic/m.53602200
৫. ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার
Link: https://bitcointalksearch.org/topic/m.53828556
৬. সার্ভিস বোর্ডের মাধ্যমে আয় করার উপায়
Link: https://bitcointalksearch.org/topic/m.54812130
৭. বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন
Link: https://bitcointalksearch.org/topic/m.55551271
newbie
Activity: 2
Merit: 0
August 30, 2023, 02:12:26 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
newbie
Activity: 672
Merit: 0
August 30, 2023, 01:53:36 AM
  🎦"BUSD" নিউজ🔻🔻
এই বছরের 13 ফেব্রুয়ারিতে, ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) BUSD এর ইস্যুকারী হিসাবে Paxos কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায় করেন যার কারণে,
 ক্রিপ্টো এক্সচেঞ্জ বিনান্স অ্যাপের একটি আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে, এক্সচেঞ্জ ব্যবহারকারীদের বলে যে, এটি 2024 সালে তার স্টেবলকয়েন, BUSD, সমর্থন করা বন্ধ করবে এবং Paxos কোম্পানি ফেব্রুয়ারি 2024 এর মধ্যে BUSD অধিগ্রহণ সম্পূর্ণ না করা পর্যন্ত পরিষেবাগুলি পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

⏩বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া নিউজ লিংকঃ
Binance.com:- https://www.binance.com/en/feed/post/216379
Cointelegraph.com:-
https://cointelegraph.com/news/paxos-to-stop-minting-busd-stablecoins-for-binance
Coindesk.com:-
 https://www.coindesk.com/business/2023/02/13/paxos-to-stop-minting-stablecoin-busd-following-regulatory-action/
Coincu.com:-
https://coincu.com/214437-binance-will-stop-supporting-busd-in-2024/
Blockworks.co:-
https://blockworks.co/news/paxos-to-cease-minting-new-busd-and-end-relationship-with-binance
Cryptopotato.com:-
https://cryptopotato.com/heres-when-paxos-will-stop-minting-binance-usd-busd/
Coingeek.com:-
https://coingeek.com/paxos-ordered-to-cut-ties-with-binance-will-stop-minting-busd-stablecoin/

নিউজটি সম্পন্ন বাংলায় কপিরাইট করা।
hero member
Activity: 770
Merit: 482
August 29, 2023, 11:18:58 PM
ব্রেকিং নিউজ 🔶🔶

আপনার যদি বিনান্সে BUSD থাকে, তাহলে অনুগ্রহ করে এটি বিক্রি করুন এবং এটিকে USDT-তে রূপান্তর করুন।
SEC মামলার কারণে Binance Binance থেকে BUSD সরিয়ে দেবে

দয়া করে সোর্স টা দিবেন প্লিজ। আমি আপনার পোষ্ট দেখার পর প্রায় সব গুলো টপ রেটেড নিউজ ওয়েবসাইট ঘেটে এমন কোনো নিউজের সত্যতা পাই নি। আপনি কোথা থেকে এটা জানলেন? আমি যতো গুলো নিউজ পেয়েছি সব গুলোই পুরাতন এবং বাইনান্স এর BUSD এর সাথে রিলেটেড কিছু পিয়ার রিমুভাল নোটিস। কিন্তু BUSD রিমুভ করবে এরকম কোনো নিউজ আমার চোখে পরে নাই। হতে পারে ভুয়া নিউজ। তবে সোর্স এর ওপর ডিপেন্ড করবে এটা কতটা বিশ্বাসযোগ্য। একটা স্টাবল কয়েন মার্কেট থেকে সরিয়ে নেয়া অতোটাও সহজ হবে না। আর সরিয়ে নিলে অনেক ইউজার বিপদে পড়ে যাবে। এমন অনেক মানুষ আছে যাদের কয়েন কোথায় পড়ে আছে তারা সেটার খোজ ও রাখে না। আর বাইনান্স যদি গ্রাহকদের কথা চিন্তা না করে, তাহলে যে কোনো সময় রিমুভ করে দিতে পারবে।

full member
Activity: 490
Merit: 119
August 29, 2023, 11:07:44 PM


ফুল মেম্বার পদোন্নতি পাওয়ায় @Bd officer ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আপনার নতুন পদোন্নতি পাওয়ায় উৎফুল্ল এবং আনন্দিত। আপনার সামনের নতুন আরেকটা চ্যালেঞ্জের দরজা উন্মুক্ত হলো। আপনার সার্বিক মঙ্গল কামনা করি।
newbie
Activity: 28
Merit: 2
August 29, 2023, 10:43:48 PM
ব্রেকিং নিউজ 🔶🔶

আপনার যদি বিনান্সে BUSD থাকে, তাহলে অনুগ্রহ করে এটি বিক্রি করুন এবং এটিকে USDT-তে রূপান্তর করুন।
SEC মামলার কারণে Binance Binance থেকে BUSD সরিয়ে দেবে
hero member
Activity: 770
Merit: 482
August 29, 2023, 06:53:14 PM
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
ভাই ধৈর্য হারা হবেন না। ফোরামে বেশি বেশি সময় দিন। ভালো মানের এবং তথ্য বহুল পোস্ট করুন তাহলে এমনিতেই মেরিট পেয়ে যাবেন। এর জন্য আপনাকে ফোরামে বেশি বেশি সময় দিতে হবে। বড়ো বড়ো র্্যাংক হোল্ডাররা যে ভাবে একটিভ থাকে এবং তথ্য বহুল পোস্ট করে সেগুলো ফলো করুন এবং সেরকম মানের পোস্ট করুন তাহলে মেরিট পেতে সমস্যা হবে না। আর আপনি মাত্রই ফোরামে এসেছেন এখনি ব্যস্ত হওয়ার দরকার নাই। জাস্ট ধৈর্য ধরে লেগে থেকে ভালো ভালো পোস্ট করুন।

আপনি তো ফোরামেও নতুন না বা এই থ্রেড এ ও নতুন না। আপনি পোষ্ট টা কোট করেছেন সেটা আরো ২২ দিন আগের আর এই পোষ্টে অলরেডি অনেকেই রিপ্লাই দিয়েছে। দয়া করে পোষ্ট এর তারিখ দেখে রিপ্লাই দিলে অনেক বেশি ভালো হয়। আপনি যদি পুরাতন পোষ্টগুলো কোট করে রিপ্লাই দেন যেগুলো অনেক আগেই রিপ্লাই পেয়েছে, আমার মনে হয় না এতে কোনো ক্রেডিবিলিটি আছে। আমার কথায় কিছু মনে করবেন না। এগুলো শুধুই বন্ধুত্বপূর্ণ সাজেশন।


কাল রাতের বিটকয়েন পাম্প টা অনেকের জন্য সোনায় সোহাগা হয়ে এসেছে। যদিও আমি ট্রেডার না, তবে ট্রেডারদের জন্য মারকেট নিউজ সম্পর্কে আপডেট রাখা জরুরী। আগামী আরো কয়েক ঘন্টা বিটকয়েন বুলিশ থাকবে মনে হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে ফিয়ার এন্ড গ্রিড ইনডেক্স বলছে এখনো ফিয়ার!
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
August 29, 2023, 04:14:31 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৬ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-526th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5464751
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!


full member
Activity: 602
Merit: 144
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 29, 2023, 02:54:28 PM
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
ভাই ধৈর্য হারা হবেন না। ফোরামে বেশি বেশি সময় দিন। ভালো মানের এবং তথ্য বহুল পোস্ট করুন তাহলে এমনিতেই মেরিট পেয়ে যাবেন। এর জন্য আপনাকে ফোরামে বেশি বেশি সময় দিতে হবে। বড়ো বড়ো র্্যাংক হোল্ডাররা যে ভাবে একটিভ থাকে এবং তথ্য বহুল পোস্ট করে সেগুলো ফলো করুন এবং সেরকম মানের পোস্ট করুন তাহলে মেরিট পেতে সমস্যা হবে না। আর আপনি মাত্রই ফোরামে এসেছেন এখনি ব্যস্ত হওয়ার দরকার নাই। জাস্ট ধৈর্য ধরে লেগে থেকে ভালো ভালো পোস্ট করুন।
Jump to: