Author

Topic: বাংলা (Bengali) - page 159. (Read 5720550 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
September 13, 2023, 12:48:03 PM
ইউনিজয়েন সুন্দর একটি ফ্রি রেফেল নিয়ে এসেছেন। এখানে যে কেউ আবেদন করতে পারবেন। তবে এক্সেপ্ট করা বা রিজেক্ট করা একান্তই ইউনিজয়েন কোম্পানির ইচ্ছাধীন। তারা ২০ টি কার্ড রেফেলের মাধ্যমে দিবে। যার একটি কার্ড ইতিমধ্যে দিয়ে দিয়েছে। বাকি ১৯ টা কার্ড 19 টা রাফেলের মাধ্যমে দিবে যারা ইচ্ছুক আবেদন করতে পারেন রেফেলের লিংক: https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-unijoin-card-sn-3-the-number-of-slots-is-limited-5466557

full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 13, 2023, 11:57:01 AM
এমটিএফই প্রতারণা,
মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা.

https://www.jagonews24.com/national/news/884226

# যারা দেড় কোটি টাকা বিনিয়োগ আনতে পেরেছেন, তাদের সিইও বানিয়েছেন মাসুদ।
# বাংলাদেশ ছাড়াও এমটিএফইতে বিনিয়োগ করেন নাইজেরিয়া-শ্রীলঙ্কার অসংখ্য মানুষ।
# ইন্টারপোলকে চিঠি দিয়ে মাসুদের বিষয়ে অবহিত করা হবে।
# মানুষের আস্থা অর্জনে সেমিনার, মিটিং, লাঞ্চ ও ডিনার পার্টির আয়োজন করতেন মাসুদ।
# ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ সিআইডির।

এমটিএফই এ যাবৎ কালে বাংলাদেশের সব থেকে বড় প্রতারণা মধ্যে একটি, যে কারণে বাংলাদেশের প্রশাসন চাচ্ছে এটিকে সমাধান করার জন্য, এবং যেকোনো মূল্যে এটার একটা সমাধানে আসতে কারণ অনেকেই বাংলাদেশের প্রশাসনের উপরে দাই চাপিয়ে দিয়েছে, যে কারণে প্রশাসনের অনেকটা বিরক্ত আর প্রশাসন তাদের ক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করবে ইন্টারপোলের সহায়তা নিয়ে ফিরিয়ে আনতে, আর যদি সর্বোচ্চ চেষ্টা করে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কি সবার টাকা সবার ফেরত পাবে? এটা একটা সন্দেহ থেকে যায়, আমরা ইভ্যালের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে কেউ এখন পর্যন্ত তাদের টাকা ফেরত পায়নি, বরঞ্চ টাকা ফেরত পাওয়ার যে সম্ভবনা ছিল তারাও ফেরত পাবে না হয়তো, এখন বাংলাদেশের যে আইনিক যৌটিলতা রয়েছে এটা কি আসলে সমাধানযোগ্য? বা সমাধান হবে ? এটা একটা সন্দেহ থেকে যায়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 13, 2023, 09:54:36 AM
আমি টুইটারে গত কয়েকদিন আগে একটি টুইট দেখেছিলাম অবশেষে খুঁজে পেয়েছি। ১১ই নভেম্বর ২০২২ সালে নায়েব বুকেল তার টুইটারে একটি টুইট করেছিলেন সেখানে উল্লেখ করেছিলেন আগামী কাল থকে প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবেন। আমি টুইটারে সবসময় নিউজ পড়ি কিন্তু এই বিষয়ে কোন ইনফর্ম পাই নি যে এল সালভাদর এখনো প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করে কিনা। যদি বিটকয়েন কিনে থাকেন তাহলে আজকে থেকে ৩০৬ দিন আগে বলেছিলেন, সেহেতু ২৩৮১+৩০৬ মোট ২৬৮৭ টি বিটকয়েন হবে। ঘোষণা যখন করেছিলেন যদিও প্রতিদিন বিটকয়েন না কিনে থাকে, তাও হয়তো কিছু দিন কিনতে পারেন। তবে সঠিক ভাবে বলা মুশকিল। তবে এ বিষয়ে আমি সঠিক জানি না আনুমানিক হিসেব করলাম।  Grin

সব সময় যে আসলেই কেনার জন্য বলে থাকেন ব্যাপারটা এরকম নয়। অনেক সময় অনেকেই ইচ্ছে করেই এমন পজেটিভ কিছু বলেন মারকেট এ প্রভাব ফেলানোর জন্য। মুলত তারা বুঝাতে চা যে তারা বিটকয়েনের ব্যাপারে বুলিশ। কিছুদিন আগে কেউ একজন বলেছিলেন বিটকয়েন ১০০ কে অথবা ১ মিলিয়ন হবে ৯০ দিনের ভেতরে। এটা নিয়ে সে বাজি ধরেছিলো বা এরকম কিছু একটা। সে সম্ভবত ইন্ডিয়ান কেউ ছিলো। আমার সঠিক মনে পড়ছে না এখন। তার মানে কিন্তু এই না যে বিটকয়েন ১০০ কে না হলে তিনি আসলেই সব হেরে যাবেন বা বিক্রি করে দিবেন। এগুলো দিয়ে ওনারা মূলত এটাই বুঝাতে চাইছেন যে বিটকয়েন আপট্রেন্ড এ থাকবে এবং এটাই ভবিষ্যতের কারেন্সি। বাংলাদেশেও আমলাদের পরিবর্তন হলে, এক সময় বিটকয়েন বৈধতা পেতে পারে।
sr. member
Activity: 798
Merit: 377
September 13, 2023, 09:48:44 AM

বিটকয়েনের এডোপটেশন অনেক দেশেই অনেক দ্রুত হয়ে যাচ্ছে ভাই। El Salvador এর কথা চিন্তা করেন! ওরা প্রথমত বিটকয়েনকে তাদের দেশে বৈধ করে দিয়েছে। ২য় রিসেন্টলি শুনলাম, তারা নাকি পড়ালেখায় ক্রিপ্টো এডুকেশনের জন্য সাবজেক্ট যুক্ত করাচ্ছে। মানে হচ্ছে তাদের দেশে বাচ্চাকাল থেকেই শিশুরা ক্রিপ্টো নলেজের সাথে বড় হবে। কত বড় এক সুবিধা। আর এদিকে আমাদের দেশে পড়ালেখা কেন ক্রিপ্টোর অবৈধতা পর্যন্ত পেলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে। আমার এখানো মনে আছে, আমার পরিচিত যেসব ভাই ব্রাদার আছে যারা ক্রিপ্টো ব্যবহার করে এ সম্পর্কে জানে তারা সবাই আমাকে এ বিষয়ে কাউকে বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলছে। সোজা বাংলায় না, কাউকে বলা যাবে না, সমস্যা আছে, জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। ঠিক এভাবেই। রিসেন্টলি দেখলাম পুলিশ নাকি এক বাসের নাগরিকের মোবাইল চেক করতেছে! তাকে এই ক্ষমতা কে দিসে? এটা দেখার পর এক বড় ভাই বল্লো ফোনে ক্রিপ্টো রিলেটেড যা যা আছে যেসব আ্যাপ আছে, সব ডিলিট দিতে বা ২য় ডিভাইস ব্যবহার করতে যেটা বাসার বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
ভাই এল সালভাদর দেশের কথা বাদ দেন। এল সালভাদর দেশটির জাতীয় কোষাগার ২৩৮০ টি বিটকয়েনের মালিক যার বর্তমান মূল্য ৬০ মিলিয়নের বেশি। এল সালভাদর দেশের মতো আমাদের দেশকে তুলনা করা যাবে না। এল সালভাদর দেশটি বিটকয়েন বৈধ করে পুরো বিশ্বের মাঝে পরিচিত লাভ করেছে। আমি নিজেই এল সালভাদর দেশটি চিনতাম না নিউজে ঘাটাঘাটি করতে এল সালভাদর দেশ সম্পর্কে জানতে পারি। আমাদের বাংলাদেশে আমরা বিটকয়েন বৈধ দেখতে পাবো কিনা জানি না। তবে এক সময় হতে পারে আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। তবে বৈধ করা হলেও বেশি পরিমানে ট্যাক্স নিবে।

আর আমাদের দেশের একজনের ভালো আরেক জন দেখতে পারে না। যাদের বন্ধু ক্রিপ্টকারেন্সির সাথে জড়িত না সে সকল বন্ধুকে ক্রিপ্টো সম্পর্কে বলা যাবে না। এটা সত্যি বলেছেন বাহিরে গেলে ২য় ডিভাইস ব্যবহার করা উত্তম হবে। তবে ২ -৩ দিনের সফরে গেলে অবশ্যই যে ফোনের মাধ্যমে কাজ করে সেই ফোন নিয়ে যেতে হবে। @Nothingtodo ভাই এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ দিয়েছে, তার উপদেশ অনুযায়ী চললে ঝামেলা মুক্ত থাকা যাবে।

সালভাদর সরকারের অধীনে ২৩৮০/২৩৮১ বিটকয়েন রয়েছে এই তথ্যটি যদিও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ছেপেছে কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত সত্য নয় কেননা সালবদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ঘোষণা করেছেন যে তাঁর দেশ সালভাদর প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবে কিন্তু সেই হিসেবটা আজও প্রকাশ পায়নি। সালভাদর কি প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করছে?
যদি একটি করে বিটকয়েন প্রতিদিন ক্রয় করে থাকে তাহলে সাল বদরের বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি নাও হতে পারে অবশ্যই বেশি হবে। সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য জানানো হয়নি। তবে বিভিন্ন নিউজে সাল বদরের বিটকয়েন সংখ্যা 2380/২৩৮১ এই সংখ্যায় তুলে ধরা হয়।

সালভাদর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শেষ বিটকয়েন ক্রয়ের রেকর্ড রয়েছে যেখানে সালভাদরের সরকার ১৯০০০ দাম প্রতি বিটকয়েন হিসেবে ৮০ কি বিটকয়েন ক্রয় করেছিল। তারপর সালবাদের সরকারের বিটকয়েন ক্রয়ের কোন রেকর্ড আমরা অনলাইনে পাইনি। তাই যদি সালভাদরের সরকার যদি পরবর্তীতে বিটকয়েন ক্রয় করে না থাকে তাহলে বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি হবে।




এল সালভাদর ২০২১ সালে বিটকয়েন আইনি দরপত্র দ্বারা বৈধ ঘোষিত হয়। এবং তারা প্রায় অনেক বিটকয়েন দীর্ঘদিনের জন্য হোল্ড করে। লাস্ট বিটকয়েন ক্রয় করেছেন এল সালভাদের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ২০২২ সালে এবং বাকি সব বিনিয়োগে লোকসানের সম্মুখীন হয়েছে কিন্তু লাস্টের বিনিয়োগ দ্বারা এখনো লভ্যাংশ বিদ্যমান রয়েছে। তবে এই বিয়ার মার্কেট সময়ে পরিবর্তন হলে অবশ্যই লাভের অংশ দেখতে পাবে।
এল সালভাদর প্রেসিডেন্ট নায়েব বুকেলে বিটকয়েন সম্পর্কে যতগুলো পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রায় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং এল সালভাদের জনগণকে সকল প্রকার বিটকয়েন লেনদেন সম্পর্কে সুযোগ সুবিধা দিয়েছেন, যা অন্যান্য দেশে এখনো এই সুবিধা বিদ্যমান নেই।
আমি সোশ্যাল মিডিয়া গুলোতে দেখেছি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সকল ব্যক্তিকে (ছেলে বা মেয়ে উভয়) বিটকয়েন সম্পর্কে শিক্ষাদান করে থাকে। এই বিটকয়েন শিক্ষা পদক্ষেপ দ্বারা অবশ্যই এল সালভাদর জনগণ সহ সকল ব্যক্তি সফলতা অর্জন করবে।

আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতে চাই নায়েব বুকেলে বর্তমান সময়ে আরো বিটকয়েন ক্রয় করা দরকার কারণ এই নিম্ন পরিস্থিতির বাজার আর পাওয়া যাবে না যেহেতু আমাদের সামনে বিটকয়েন হালবিং অপেক্ষা করছে। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই চার বছরের চক্রে হালভিং যা গঠতে অল্প কিছুদিনের অপেক্ষা মাত্র ।



ছবি সোর্স লিংক

আমি মনে করি এল সালভাদর এর সরকার বিটকয়েন বিনিয়োগ করে অবশ্যই সার্থক এবং সফলতা অর্জন করবে।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 13, 2023, 09:43:48 AM
সালভাদর সরকারের অধীনে ২৩৮০/২৩৮১ বিটকয়েন রয়েছে এই তথ্যটি যদিও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ছেপেছে কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত সত্য নয় কেননা সালবদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ঘোষণা করেছেন যে তাঁর দেশ সালভাদর প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবে কিন্তু সেই হিসেবটা আজও প্রকাশ পায়নি। সালভাদর কি প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করছে?

Tweet
আমি টুইটারে গত কয়েকদিন আগে একটি টুইট দেখেছিলাম অবশেষে খুঁজে পেয়েছি। ১১ই নভেম্বর ২০২২ সালে নায়েব বুকেল তার টুইটারে একটি টুইট করেছিলেন সেখানে উল্লেখ করেছিলেন আগামী কাল থকে প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবেন। আমি টুইটারে সবসময় নিউজ পড়ি কিন্তু এই বিষয়ে কোন ইনফর্ম পাই নি যে এল সালভাদর এখনো প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করে কিনা। যদি বিটকয়েন কিনে থাকেন তাহলে আজকে থেকে ৩০৬ দিন আগে বলেছিলেন, সেহেতু ২৩৮১+৩০৬ মোট ২৬৮৭ টি বিটকয়েন হবে। ঘোষণা যখন করেছিলেন যদিও প্রতিদিন বিটকয়েন না কিনে থাকে, তাও হয়তো কিছু দিন কিনতে পারেন। তবে সঠিক ভাবে বলা মুশকিল। তবে এ বিষয়ে আমি সঠিক জানি না আনুমানিক হিসেব করলাম।  Grin
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 13, 2023, 08:53:14 AM

বিটকয়েনের এডোপটেশন অনেক দেশেই অনেক দ্রুত হয়ে যাচ্ছে ভাই। El Salvador এর কথা চিন্তা করেন! ওরা প্রথমত বিটকয়েনকে তাদের দেশে বৈধ করে দিয়েছে। ২য় রিসেন্টলি শুনলাম, তারা নাকি পড়ালেখায় ক্রিপ্টো এডুকেশনের জন্য সাবজেক্ট যুক্ত করাচ্ছে। মানে হচ্ছে তাদের দেশে বাচ্চাকাল থেকেই শিশুরা ক্রিপ্টো নলেজের সাথে বড় হবে। কত বড় এক সুবিধা। আর এদিকে আমাদের দেশে পড়ালেখা কেন ক্রিপ্টোর অবৈধতা পর্যন্ত পেলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে। আমার এখানো মনে আছে, আমার পরিচিত যেসব ভাই ব্রাদার আছে যারা ক্রিপ্টো ব্যবহার করে এ সম্পর্কে জানে তারা সবাই আমাকে এ বিষয়ে কাউকে বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলছে। সোজা বাংলায় না, কাউকে বলা যাবে না, সমস্যা আছে, জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। ঠিক এভাবেই। রিসেন্টলি দেখলাম পুলিশ নাকি এক বাসের নাগরিকের মোবাইল চেক করতেছে! তাকে এই ক্ষমতা কে দিসে? এটা দেখার পর এক বড় ভাই বল্লো ফোনে ক্রিপ্টো রিলেটেড যা যা আছে যেসব আ্যাপ আছে, সব ডিলিট দিতে বা ২য় ডিভাইস ব্যবহার করতে যেটা বাসার বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
ভাই এল সালভাদর দেশের কথা বাদ দেন। এল সালভাদর দেশটির জাতীয় কোষাগার ২৩৮০ টি বিটকয়েনের মালিক যার বর্তমান মূল্য ৬০ মিলিয়নের বেশি। এল সালভাদর দেশের মতো আমাদের দেশকে তুলনা করা যাবে না। এল সালভাদর দেশটি বিটকয়েন বৈধ করে পুরো বিশ্বের মাঝে পরিচিত লাভ করেছে। আমি নিজেই এল সালভাদর দেশটি চিনতাম না নিউজে ঘাটাঘাটি করতে এল সালভাদর দেশ সম্পর্কে জানতে পারি। আমাদের বাংলাদেশে আমরা বিটকয়েন বৈধ দেখতে পাবো কিনা জানি না। তবে এক সময় হতে পারে আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। তবে বৈধ করা হলেও বেশি পরিমানে ট্যাক্স নিবে।

আর আমাদের দেশের একজনের ভালো আরেক জন দেখতে পারে না। যাদের বন্ধু ক্রিপ্টকারেন্সির সাথে জড়িত না সে সকল বন্ধুকে ক্রিপ্টো সম্পর্কে বলা যাবে না। এটা সত্যি বলেছেন বাহিরে গেলে ২য় ডিভাইস ব্যবহার করা উত্তম হবে। তবে ২ -৩ দিনের সফরে গেলে অবশ্যই যে ফোনের মাধ্যমে কাজ করে সেই ফোন নিয়ে যেতে হবে। @Nothingtodo ভাই এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ দিয়েছে, তার উপদেশ অনুযায়ী চললে ঝামেলা মুক্ত থাকা যাবে।

সালভাদর সরকারের অধীনে ২৩৮০/২৩৮১ বিটকয়েন রয়েছে এই তথ্যটি যদিও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ছেপেছে কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত সত্য নয় কেননা সালবদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ঘোষণা করেছেন যে তাঁর দেশ সালভাদর প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবে কিন্তু সেই হিসেবটা আজও প্রকাশ পায়নি। সালভাদর কি প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করছে?
যদি একটি করে বিটকয়েন প্রতিদিন ক্রয় করে থাকে তাহলে সাল বদরের বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি নাও হতে পারে অবশ্যই বেশি হবে। সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য জানানো হয়নি। তবে বিভিন্ন নিউজে সাল বদরের বিটকয়েন সংখ্যা 2380/২৩৮১ এই সংখ্যায় তুলে ধরা হয়।

সালভাদর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শেষ বিটকয়েন ক্রয়ের রেকর্ড রয়েছে যেখানে সালভাদরের সরকার ১৯০০০ দাম প্রতি বিটকয়েন হিসেবে ৮০ কি বিটকয়েন ক্রয় করেছিল। তারপর সালবাদের সরকারের বিটকয়েন ক্রয়ের কোন রেকর্ড আমরা অনলাইনে পাইনি। তাই যদি সালভাদরের সরকার যদি পরবর্তীতে বিটকয়েন ক্রয় করে না থাকে তাহলে বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি হবে।



ইএল সালভাদর সরকার যেহেতু ২০২২ সালের পর আর কোন বিটকয়েন ক্রয় করেনি সেই অনুসারে কোন সংবাদ মাধ্যম তথ্য খুঁজে পাইনি তা নাহলে অবশ্যই সেগুলো জানা যেত। তবে যে তথ্যটি দেখা যাচ্ছে এটি মূলত 2021 এবং 2022 সালের বিটকয়েন ক্রয় করা তুলে ধরা হয়েছে কিন্তু এখনো ২০২৩ সালের নিউজ তুলে ধরা হয়নি যার কারণে কেহ জানে না এর পরবর্তীতে আরও বিটকয়েন ক্রয় করেছে কিনা নায়েব বুকেল। যেহেতু বিটকয়েন ক্রয় করে অধিকাংশ লোকেরাই সেগুলো গোপন রাখার চেষ্টা করে তাই হয়তো পরবর্তীতে আর কোন নিউজ আসেনি সরকারিভাবে তার জন্য বিটকয়েনের সংখ্যা যোগ হয়নি। আমি মনে করি নায়েব বুকেল যদি এরকম একটি পদক্ষেপ গ্রহণ করে যেখানে সে প্রতি বছর বিটকয়েন ক্রয় করবে সেক্ষেত্রে হয়তো সে নিউজগুলো গোপন রেখেছে। ২৩৮০ বিটকয়েন ক্রয় করেছে এই নিউজটি প্রকাশ করা হয়েছে কিন্তু গোপনে আরো হয়তো অনেক বিটকয়েন ক্রয় করেছে দেশটির সরকার কিন্তু এখনো কোনো সংবাদ প্রকাশ পায়নি হতে পারে এটি। কেহই চায়না যে তার সঞ্চয় করে রাখা সম্পদ গুলো সংবাদ মাধ্যমে প্রকাশ করুক সেজন্যই হয়তো ২০২২ সালের পর থেকে ইএল সালবাদর সরকার যে পরিমাণ বিটকয়েন গুলো ক্রয় করেছে সেগুলো প্রকাশ করেনি গোপন রেখেছে আমার বিশ্বাস।
jr. member
Activity: 462
Merit: 2
September 13, 2023, 08:26:09 AM
আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন | আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কয়েক মাস ধরে কোনো পোস্ট করি নাই | আমি একটু ব্যস্ত ছিলাম আর কিছু সমস্যা কারণে প্রায় অনেক দিন কোনো পোস্ট করা হয় নাই | ইনশাআল্লাহ এখন থেকে আবারও পোস্ট করব ঠিক আগের মতো | সবাই সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ | 🙂

ওয়ালাইকুম আসসালাম! আমি আল্লার রহমতে ভালো আছি। আমি দেখলাম আপনি কিছু বান্টি ক্যাম্পেইন পরিচালনা করছেন তাই বাংলা লোকাল বোর্ডে সময় দিতে পারছেন না। কিন্তু আমি খুশি আবার পোস্ট করতে চলেছেন। আমরা সব সময় আপনার সাথে আছি এবং সাপোর্ট করবো সব সময়! আপনার আগামী পোস্টগুলি দেখতে আমরা অত্যন্ত আগ্রহী। সাপোর্ট এবং ইনস্পায়ারেশন একটি অত্যন্ত মূল্যবান সম্পাদক সম্প্রদান, সুতরাং এটি একটি দুর্দান্ত প্রতিক্রিয়া! 😊👍
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
September 13, 2023, 07:59:25 AM
আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন | আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কয়েক মাস ধরে কোনো পোস্ট করি নাই | আমি একটু ব্যস্ত ছিলাম আর কিছু সমস্যা কারণে প্রায় অনেক দিন কোনো পোস্ট করা হয় নাই | ইনশাআল্লাহ এখন থেকে আবারও পোস্ট করব ঠিক আগের মতো | সবাই সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ | 🙂
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 13, 2023, 06:34:42 AM

সালভাদর সরকারের অধীনে ২৩৮০/২৩৮১ বিটকয়েন রয়েছে এই তথ্যটি যদিও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ছেপেছে কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত সত্য নয় কেননা সালবদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ঘোষণা করেছেন যে তাঁর দেশ সালভাদর প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবে কিন্তু সেই হিসেবটা আজও প্রকাশ পায়নি। সালভাদর কি প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করছে?
যদি একটি করে বিটকয়েন প্রতিদিন ক্রয় করে থাকে তাহলে সাল বদরের বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি নাও হতে পারে অবশ্যই বেশি হবে। সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য জানানো হয়নি। তবে বিভিন্ন নিউজে সাল বদরের বিটকয়েন সংখ্যা 2380/২৩৮১ এই সংখ্যায় তুলে ধরা হয়।

সালভাদর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শেষ বিটকয়েন ক্রয়ের রেকর্ড রয়েছে যেখানে সালভাদরের সরকার ১৯০০০ দাম প্রতি বিটকয়েন হিসেবে ৮০ কি বিটকয়েন ক্রয় করেছিল। তারপর সালবাদের সরকারের বিটকয়েন ক্রয়ের কোন রেকর্ড আমরা অনলাইনে পাইনি। তাই যদি সালভাদরের সরকার যদি পরবর্তীতে বিটকয়েন ক্রয় করে না থাকে তাহলে বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি হবে।




বেশিরভাগ মানুষ বিটকয়েনের তথ্য গোপন রাখে এবং এই তথ্য সঠিক কিনা আমি জানিনা, কিন্তু আমার যেটা মনে হয় অধিকাংশ লোক তাদের সঠিক তথ্যটি দেয় না এবং সেটা যদি হয় বিটকয়েন কেন্দ্রিক তথ্য হয় তাহলে সেটা আরো গোপনীয় বজায় রাখে, আর প্রতিটা ব্যাক্তি চায় বিটকয়েনের তথ্য যাতে কেউ না জানে, এখন আপনি যেটা বলছেন সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে হতে পারে, তবে আমার যেটা মনে হয় সাধারণভাবে কেউ খুব একটা বেশি বিটকয়েনের কথা শেয়ার করে না কারণ এটা যদি শেয়ার করে তাহলে কোন দেশের সরকার বা অন্য কোন ব্যক্তি তাকে যেকোনো সময় যেকোনো ধরনের পঝামেলায় ফেলতে  পারে,  এজন্য আমার কাছে মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই সব লেনদেন গুলা অনেকটা ভুয়া হয়ে থাকে, আর এটা সঠিকতা যাচাই করার সঠিক কোন নিয়ম আছে কিনা সেটা আমার জানা নেই যেহেতু বিটকয়েন এড্রেস মালিক বিহীন তৈরি করা যায় এবং সেখানে কোন নাম্বার ঠিকানা প্রয়োজন হয় না সে ক্ষেত্রে এটি গোপন করা অত্যন্ত সহজ।
sr. member
Activity: 546
Merit: 268
September 13, 2023, 03:10:37 AM

বিটকয়েনের এডোপটেশন অনেক দেশেই অনেক দ্রুত হয়ে যাচ্ছে ভাই। El Salvador এর কথা চিন্তা করেন! ওরা প্রথমত বিটকয়েনকে তাদের দেশে বৈধ করে দিয়েছে। ২য় রিসেন্টলি শুনলাম, তারা নাকি পড়ালেখায় ক্রিপ্টো এডুকেশনের জন্য সাবজেক্ট যুক্ত করাচ্ছে। মানে হচ্ছে তাদের দেশে বাচ্চাকাল থেকেই শিশুরা ক্রিপ্টো নলেজের সাথে বড় হবে। কত বড় এক সুবিধা। আর এদিকে আমাদের দেশে পড়ালেখা কেন ক্রিপ্টোর অবৈধতা পর্যন্ত পেলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে। আমার এখানো মনে আছে, আমার পরিচিত যেসব ভাই ব্রাদার আছে যারা ক্রিপ্টো ব্যবহার করে এ সম্পর্কে জানে তারা সবাই আমাকে এ বিষয়ে কাউকে বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলছে। সোজা বাংলায় না, কাউকে বলা যাবে না, সমস্যা আছে, জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। ঠিক এভাবেই। রিসেন্টলি দেখলাম পুলিশ নাকি এক বাসের নাগরিকের মোবাইল চেক করতেছে! তাকে এই ক্ষমতা কে দিসে? এটা দেখার পর এক বড় ভাই বল্লো ফোনে ক্রিপ্টো রিলেটেড যা যা আছে যেসব আ্যাপ আছে, সব ডিলিট দিতে বা ২য় ডিভাইস ব্যবহার করতে যেটা বাসার বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
ভাই এল সালভাদর দেশের কথা বাদ দেন। এল সালভাদর দেশটির জাতীয় কোষাগার ২৩৮০ টি বিটকয়েনের মালিক যার বর্তমান মূল্য ৬০ মিলিয়নের বেশি। এল সালভাদর দেশের মতো আমাদের দেশকে তুলনা করা যাবে না। এল সালভাদর দেশটি বিটকয়েন বৈধ করে পুরো বিশ্বের মাঝে পরিচিত লাভ করেছে। আমি নিজেই এল সালভাদর দেশটি চিনতাম না নিউজে ঘাটাঘাটি করতে এল সালভাদর দেশ সম্পর্কে জানতে পারি। আমাদের বাংলাদেশে আমরা বিটকয়েন বৈধ দেখতে পাবো কিনা জানি না। তবে এক সময় হতে পারে আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। তবে বৈধ করা হলেও বেশি পরিমানে ট্যাক্স নিবে।

আর আমাদের দেশের একজনের ভালো আরেক জন দেখতে পারে না। যাদের বন্ধু ক্রিপ্টকারেন্সির সাথে জড়িত না সে সকল বন্ধুকে ক্রিপ্টো সম্পর্কে বলা যাবে না। এটা সত্যি বলেছেন বাহিরে গেলে ২য় ডিভাইস ব্যবহার করা উত্তম হবে। তবে ২ -৩ দিনের সফরে গেলে অবশ্যই যে ফোনের মাধ্যমে কাজ করে সেই ফোন নিয়ে যেতে হবে। @Nothingtodo ভাই এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ দিয়েছে, তার উপদেশ অনুযায়ী চললে ঝামেলা মুক্ত থাকা যাবে।

সালভাদর সরকারের অধীনে ২৩৮০/২৩৮১ বিটকয়েন রয়েছে এই তথ্যটি যদিও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ছেপেছে কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত সত্য নয় কেননা সালবদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ঘোষণা করেছেন যে তাঁর দেশ সালভাদর প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবে কিন্তু সেই হিসেবটা আজও প্রকাশ পায়নি। সালভাদর কি প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করছে?
যদি একটি করে বিটকয়েন প্রতিদিন ক্রয় করে থাকে তাহলে সাল বদরের বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি নাও হতে পারে অবশ্যই বেশি হবে। সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য জানানো হয়নি। তবে বিভিন্ন নিউজে সাল বদরের বিটকয়েন সংখ্যা 2380/২৩৮১ এই সংখ্যায় তুলে ধরা হয়।

সালভাদর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শেষ বিটকয়েন ক্রয়ের রেকর্ড রয়েছে যেখানে সালভাদরের সরকার ১৯০০০ দাম প্রতি বিটকয়েন হিসেবে ৮০ কি বিটকয়েন ক্রয় করেছিল। তারপর সালবাদের সরকারের বিটকয়েন ক্রয়ের কোন রেকর্ড আমরা অনলাইনে পাইনি। তাই যদি সালভাদরের সরকার যদি পরবর্তীতে বিটকয়েন ক্রয় করে না থাকে তাহলে বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি হবে।


sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 13, 2023, 02:37:34 AM

বিটকয়েনের এডোপটেশন অনেক দেশেই অনেক দ্রুত হয়ে যাচ্ছে ভাই। El Salvador এর কথা চিন্তা করেন! ওরা প্রথমত বিটকয়েনকে তাদের দেশে বৈধ করে দিয়েছে। ২য় রিসেন্টলি শুনলাম, তারা নাকি পড়ালেখায় ক্রিপ্টো এডুকেশনের জন্য সাবজেক্ট যুক্ত করাচ্ছে। মানে হচ্ছে তাদের দেশে বাচ্চাকাল থেকেই শিশুরা ক্রিপ্টো নলেজের সাথে বড় হবে। কত বড় এক সুবিধা। আর এদিকে আমাদের দেশে পড়ালেখা কেন ক্রিপ্টোর অবৈধতা পর্যন্ত পেলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে। আমার এখানো মনে আছে, আমার পরিচিত যেসব ভাই ব্রাদার আছে যারা ক্রিপ্টো ব্যবহার করে এ সম্পর্কে জানে তারা সবাই আমাকে এ বিষয়ে কাউকে বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলছে। সোজা বাংলায় না, কাউকে বলা যাবে না, সমস্যা আছে, জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। ঠিক এভাবেই। রিসেন্টলি দেখলাম পুলিশ নাকি এক বাসের নাগরিকের মোবাইল চেক করতেছে! তাকে এই ক্ষমতা কে দিসে? এটা দেখার পর এক বড় ভাই বল্লো ফোনে ক্রিপ্টো রিলেটেড যা যা আছে যেসব আ্যাপ আছে, সব ডিলিট দিতে বা ২য় ডিভাইস ব্যবহার করতে যেটা বাসার বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
ভাই এল সালভাদর দেশের কথা বাদ দেন। এল সালভাদর দেশটির জাতীয় কোষাগার ২৩৮০ টি বিটকয়েনের মালিক যার বর্তমান মূল্য ৬০ মিলিয়নের বেশি। এল সালভাদর দেশের মতো আমাদের দেশকে তুলনা করা যাবে না। এল সালভাদর দেশটি বিটকয়েন বৈধ করে পুরো বিশ্বের মাঝে পরিচিত লাভ করেছে। আমি নিজেই এল সালভাদর দেশটি চিনতাম না নিউজে ঘাটাঘাটি করতে এল সালভাদর দেশ সম্পর্কে জানতে পারি। আমাদের বাংলাদেশে আমরা বিটকয়েন বৈধ দেখতে পাবো কিনা জানি না। তবে এক সময় হতে পারে আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। তবে বৈধ করা হলেও বেশি পরিমানে ট্যাক্স নিবে।

আর আমাদের দেশের একজনের ভালো আরেক জন দেখতে পারে না। যাদের বন্ধু ক্রিপ্টকারেন্সির সাথে জড়িত না সে সকল বন্ধুকে ক্রিপ্টো সম্পর্কে বলা যাবে না। এটা সত্যি বলেছেন বাহিরে গেলে ২য় ডিভাইস ব্যবহার করা উত্তম হবে। তবে ২ -৩ দিনের সফরে গেলে অবশ্যই যে ফোনের মাধ্যমে কাজ করে সেই ফোন নিয়ে যেতে হবে। @Nothingtodo ভাই এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ দিয়েছে, তার উপদেশ অনুযায়ী চললে ঝামেলা মুক্ত থাকা যাবে।
jr. member
Activity: 462
Merit: 2
September 13, 2023, 01:47:44 AM
টাকা থাকলে অনেক বন্ধু ঘুরঘুর করে
না থাকলে দূরে সরে
টাকা থাকলে শুভাকাঙ্খীর কোনো অভাব নেই
টাকা থাকলে সব জায়গাতেই জামাইআদর
না থাকলে বলে ভাগ বেটা বাঁদর

টাকা নিয়ে কয়েকজন মহান ব্যক্তিদের কিছু উক্তি:
১. মানুষ দুনিয়াতে আসে খালি হাতে চলেও যায় খালি হাতে। টাকা উপার্জন করতে গিয়ে সাস্থ হারায়, আবার সেই সাস্থ ঠিক করতে গিয়ে টাকা নষ্ট করে মাঝখানের জীবন সে এমন ভাবে অতিবাহিত কে যেন সে কখনো জন্মায়ইনি

_হযরত আলী রাঃ

২. টাকা উপর্জন করতে লাগে বুদ্ধি, আর খরচ করতে লাগে মন । টাকা হল বন্ধুর মত, অর্জন করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন।

_সংরক্ষিত

৩. দুনিয়ায় যাদের টাকা আছে, তারাই টাকা পয়সা নিয়ে বেশি মাথা ঘামায়।

_সুনীল গঙ্গোপাধ্যায়

৪. মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলে থাকেন; কিন্তু জগত এমনই ভয়ানক স্থান যে, টাকা না থাকলে তার স্থান কোথাও নেই, সমাজে নেই, স্বজাতির নিকটে নেই, ভ্রাতা ভগ্নির নিকটেও নেই।

_মীর মোশারফ হোসেন

৫. টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।

_সক্রেটিস

Source
sr. member
Activity: 546
Merit: 268
September 13, 2023, 01:23:55 AM
full member
Activity: 504
Merit: 212
September 13, 2023, 01:13:48 AM
আরো কিছু বিটকয়েন হোল্ডাররা যাদের এখন পর্যন্ত কোন রেসপন্স নেই ধারণা করা হচ্ছে সে সকল ওয়ালেট গুলোও খুব সম্ভবত চিরতরে হারিয়ে গেছে।
এমন ধারনা করাটা আসলেই বোকামি/ভুল। আমরা ধরে নিচ্ছি সাতোশি নাকামোতোর ১০ লক্ষ বিটকয়েন হারিয়ে গেছে। অথচ আমরা জানিই না সাতোশির কাছে ১০ লক্ষ বিটকয়েন আছে কি না। এড্রেস গুলো অনেক আগের হওয়ায় এমন ধারনা। তাছাড়া, শুরুর দিকে শুধু সাতোশি একা মাইনিং করেছিল বলে ধারনা করা হয় কিন্তু আমি আসলে এই ব্যাপারে মানতে নারাজ। যাই হোক, যদি ধরেও নেই যে সাতোশির কাছে ১০ লক্ষ বিটকয়েন আছে, তবুও আমরা বলতে পারি না সেগুলো চিরতরে হারিয়ে গেছে। কারণ হতে পারে-
১। সাতোশি ইচ্ছে করেই সেগুলো মুভ করছে না।
২। সাতোশি ভবিষ্যতের জন্য এইগুলো রেখে গিয়েছে। গুপ্তধন হিসেবে। হয়তবা কোন একদিন কেউ এর রহস্য খুজে পাবে এবং সে সাথে সাতোশির রেখে যাওয়া বিটকয়েনও।

তবে, এমনও হতে পারে যে সাতোশি ইচ্ছে করেই কয়েনগুলো নষ্ট করেছে। তার দিক থেকে একদম ফেয়ার থাকার জন্য। শুরুর দিকে সে একা মাইনিং করলে সে অনেক বিটকয়েনের মালিক যেটা অনেকের চোখেই আনফেয়ার, যার কারনে সাতোশি সেগুলো নষ্ট করেই ফেলেছেন।

সাতশির বিটকয়েন এর বিষয়ে যত কিছুই বলা হোক না কেন সব কিছুই অনুমান নির্ভর। ১০ লক্ষ্ বিটকয়েন এর এড্রেসটা যে সাতশির সে বিষয়ে কোনো প্রমান নেই। ওই এড্রেস এর বয়স এবং প্রকৃতি দেখে সবাই অনুমান করে যে সেটা সাতোশি এর ছিলো।  নিশ্চিত ভাবে বলা না গেলেও এটা সত্য যে সাতোশি একটা বড়ো সংখ্যার বিটকয়েন প্রথমদিকের ব্লকগুলো থেকে মাইন করেছিলো। একটাও হতে পারে সাতোশি ছাড়াও আরো কিছু মাইনার প্রথমদিকে ছিলো যারা বিটকয়েন মাইনিং করেছিলো। কারণ বিটকয়েন কে সেইসময় ইন্টারনেটে ঘোষণা করে দেওয়া হয়েছিলো তাই হতেই পারে সাতোশি ছাড়াও আরো মাইনার ছিলো সেই সময়ে।

১। সাতোশি ইচ্ছে করেই সেগুলো মুভ করছে না।

আপনার এই কথার সাথে আমি একমত। ক্রিপ্টোতে হারিয়ে যাওয়া মানে বুঝাই যে বিটকয়েন গুলো অনেক দিন ধরে সরানো হয়নাই। এর মানে এটা নয় সেগুলোকে এক্সেস করা সম্ভব নয় বলা যেতে পারে সেগুলোকে ব্যবহার করা হচ্ছেনা। 
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 13, 2023, 12:00:17 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 12, 2023, 11:42:09 PM
আজকে সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে একটু চাপাচাপি করছিলাম। এমন সময় হঠাৎ করে চোখের সামনে চলে এলো এমন একটি গুড নিউজ। নিউজটি হল বার্সেলোনা স্পেনে বিটকয়েন এক্সচেঞ্জ এটিএম চালু রয়েছে।

বিটকয়েনের এডোপটেশন অনেক দেশেই অনেক দ্রুত হয়ে যাচ্ছে ভাই। El Salvador এর কথা চিন্তা করেন! ওরা প্রথমত বিটকয়েনকে তাদের দেশে বৈধ করে দিয়েছে। ২য় রিসেন্টলি শুনলাম, তারা নাকি পড়ালেখায় ক্রিপ্টো এডুকেশনের জন্য সাবজেক্ট যুক্ত করাচ্ছে। মানে হচ্ছে তাদের দেশে বাচ্চাকাল থেকেই শিশুরা ক্রিপ্টো নলেজের সাথে বড় হবে। কত বড় এক সুবিধা। আর এদিকে আমাদের দেশে পড়ালেখা কেন ক্রিপ্টোর অবৈধতা পর্যন্ত পেলাম না। ভবিষ্যতে কি হবে কে জানে। আমার এখানো মনে আছে, আমার পরিচিত যেসব ভাই ব্রাদার আছে যারা ক্রিপ্টো ব্যবহার করে এ সম্পর্কে জানে তারা সবাই আমাকে এ বিষয়ে কাউকে বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলছে। সোজা বাংলায় না, কাউকে বলা যাবে না, সমস্যা আছে, জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। ঠিক এভাবেই। রিসেন্টলি দেখলাম পুলিশ নাকি এক বাসের নাগরিকের মোবাইল চেক করতেছে! তাকে এই ক্ষমতা কে দিসে? এটা দেখার পর এক বড় ভাই বল্লো ফোনে ক্রিপ্টো রিলেটেড যা যা আছে যেসব আ্যাপ আছে, সব ডিলিট দিতে বা ২য় ডিভাইস ব্যবহার করতে যেটা বাসার বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

বাংলাদেশে হাজার হাজার লোক ক্রিপ্টোর সাথে জড়িত, এর মাধ্যমে তাদের পরিবার চলে বাট এটা সম্পর্কে কাউকে কিছু বলতে পারেনা। অনেকটা লুকিয়ে কাজ করার মতো! ফ্রিলানসার হলে তো কথাই নাই, হ্যা পোলার ফাইবারে আক্যাউন্ট আছে, হ্যা পোলা ওয়েব ভেভোলপার, হ্যা পোলা অনলাইনে মার্কেটিং কাজ করে। বাট যখনই ক্রিপ্টোর কথা আসে পোলা চুপ!!! Wink

যেহেতু এখনো বৈধ নয় আমাদের দেশে সেহেতু সাবধানতা অবলম্বন করাই বেটার। সাবধান থাকতে তো আর ক্ষতি নাই। কে কখন কোন দিক দিয়ে ধরে কে জানে। আইন তো আইনই। আমার কাছে এটা মনে হয়। এ বিষয়ে কারোর মত থাকলে জানায়েন!
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
September 12, 2023, 09:50:39 PM
আজকে সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে একটু চাপাচাপি করছিলাম। এমন সময় হঠাৎ করে চোখের সামনে চলে এলো এমন একটি গুড নিউজ। নিউজটি হল বার্সেলোনা স্পেনে বিটকয়েন এক্সচেঞ্জ এটিএম চালু রয়েছে। বিষয়টা হয়তো কিছু মানুষের কাছে অনেক পরিচিত আবার কিছু মানুষের কাছে অপরিচিত। যেহেতু আমি বিষয়টা আজকে দেখতে পেলাম সেহেতু আমার কাছে অনেক প্রশংসনীয় এবং ভালো লেগেছে। এজন্য এই নিউজ এখানে সকলের প্রকাশ করলাম। আশা করি বিষয়টা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।



ভিডিও লিংক: https://x.com/Lello_95m/status/1700537464857809081?t=1T4TO9SnLBz1T6VcGacIwA&s=09

সোর্স লিংক: https://twitter.com/BitcoinMagazine/status/1700518918459113851?t=taVFmCF84ab37vhhcpx16w&s=19
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 12, 2023, 01:19:47 PM
এই ওয়েব সাইটটা সম্ভবতো Little Mouse ভাইয়ের।
না। আমি সম্প্রতি তাদের সাথে জয়েন করেছি। কয়েন আলাপ অনেক আগের প্রজেক্ট।

আর বাকি গুলো অন্যান্য চেইনে যেগুলো আসলে বিটকয়েন নয় বরং টোকেন। আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটাকে অরিজিনাল বিটকয়েন মনে করে ভুল করে থাকে।
এইটা ঠিক তবে যতগুলো রেপড বিটকয়েন টোকেন আছে সবগুলোই সমপরিমাণ বিটকয়েনে ব্যাকড থাকার কথা। যেমনটা স্ট্যাবলকয়েনের ক্ষেত্রে হয়। প্রতি USDT এর বিপরীতে রিয়েল লাইফের ১ আমেরিকান ডলার ব্যাকড রয়েছে। অবশ্য এলগরিদম বেসড স্ট্যাবলকয়েনের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন।
তবে, এই ডলার কিংবা বিটকয়েনের ব্যাকড থাকাটা ভেরিফাই কিভাবে করে জানি না। বাইন্যান্স ৩ বিলিয়ন ডলার সমপরিমাণ স্ট্যাবলকয়েনের ব্যাক হিসেবে থাকা ডলার তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করেছে। সেই মুহুর্তে যদি তাদের উক্ত স্ট্যাবলকয়েন ডী-পেগ হওয়া শুরু হত, টেকনিক্যালি তাদের স্ট্যাবলকয়েন ফেইল করার কথা।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 12, 2023, 11:49:55 AM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

মঙ্গলবারে এশিয়ান ট্রেডিং ঘন্টায় বিটকয়েনের মূল্য ২৬,০০০ ডলার হয়ে গেছে। মাত্র ৩০ মিনিটের (৩:০০ am থেকে ৩:৩০ am UTC পর্যন্ত) মধ্যে বিটকয়েনের মূল্য ২৫,২১০ ডলার থেকে ২৫,৯৭৩ ডলার এ উঠে এসেছে।



Source
ভাই মার্কেট নামার সময়ও খুব দ্রুত নিম্নমুখী হয়। হয়তো কিছুদিন এভাবে মার্কেট বাড়াতে পারে আবার যখন কোন খারাপ সংবাদ আসবে তখন মার্কেট আবার নিম্নমুখী হবে। বিটকয়েন মার্কেট কখনো একটি নির্দিষ্ট দাম নিয়ে একই স্থানে অবস্থান করে না।। তবে অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েন আবার ত্রিশ হাজার ডলারে যেতে পারে।
jr. member
Activity: 462
Merit: 2
September 12, 2023, 10:58:33 AM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

মঙ্গলবারে এশিয়ান ট্রেডিং ঘন্টায় বিটকয়েনের মূল্য ২৬,০০০ ডলার হয়ে গেছে। মাত্র ৩০ মিনিটের (৩:০০ am থেকে ৩:৩০ am UTC পর্যন্ত) মধ্যে বিটকয়েনের মূল্য ২৫,২১০ ডলার থেকে ২৫,৯৭৩ ডলার এ উঠে এসেছে।



Source
Jump to: