বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বিটকয়েন সাপ্লাইয়ের বেশিরভাগ বিটকয়েন তাদের দখলে রেখেছে। যদিও এক্ষেত্রে অনেকগুলো বিটকয়েন অনুমান করা হচ্ছে যে চিরতরে হারিয়ে গেছে। তবে বেশিরভাগ বিটকয়েন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর অধীনে রয়েছে। বিশ্বের ১০টি বড় বড় একাউন্ট এখানে তুলে ধরলাম যাদের অধীনে লক্ষ লক্ষ বিটকয়েন মজুদ রয়েছে। তবে এসব বিটকয়েন হোল্ডাররা বিক্রি করার পরিবর্তে দীর্ঘদিন হোল্ড করে রেখেছেন।
১. সাতোশি নাকামোটা ১০০০০০০ বিটকয়েন
২. গ্রেস্কেল বিটকয়েন ৬৪৩৫৭২ বিটকয়েন
৩. বাইনান্স ৪৯৮১৪৭ বিটকয়েন
৪. বিটফিনেক্স ১৯২৫০৮ বিটকয়েন
৫. আমেরিকান সরকার ১৭৫০০০ বিটকয়েন
৬. মাইক্রোস্ট্রাটেজি ১৫২৮০০ বিটকয়েন
৭. ব্লকডট ওয়ান ১৪০০০০ বিটকয়েন
৮. ও কে এক্স ১১৮৩৩৪ বিটকয়েন
৯. রবিন হুড ১১৮৩০০
১০. উইনঙকেলবস ৭০০০০ বিটকয়েন
তবে সাতোশি নাকামোটা সহ আরো বেশ কয়েকটি ওয়ালেটের বিটকয়েন চিরতরে হারিয়ে গেছে বলে ধারণ করা হচ্ছে। এসব বিটকয়েনের পরিমাণ ও নমুনা নিচে তুলে ধরা হলো।
বিটকয়েন মোট সাপ্লাইয়ের ২২.৫২% বিটকয়েন যদি চিরতরে হারিয়ে যায় এবং আরো কিছু বিটকয়েন হোল্ডাররা যাদের এখন পর্যন্ত কোন রেসপন্স নেই ধারণা করা হচ্ছে সে সকল ওয়ালেট গুলোও খুব সম্ভবত চিরতরে হারিয়ে গেছে। তাহলে বিটকয়েন এমন একটি মূল্যবান ভার্চুয়াল কারেন্সিতে পরিণত হবে যার ধারণা এখন পর্যন্ত আমরা করতে পারছি না। তবে অনেকেই বিভিন্ন সময়ে বিটকয়েন বিভিন্ন পর্যায়ে চলে যাবে এ নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছেন। যাহোক যারা এখনো বিটকয়েনে বিনিয়োগ করি নাই তাদের জন্য বিনিয়োগ করার যথেষ্ট সময় আছে। বিনিয়োগ করে নিন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন।