Author

Topic: বাংলা (Bengali) - page 160. (Read 5721430 times)

hero member
Activity: 840
Merit: 522
September 12, 2023, 10:18:03 AM
বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বিটকয়েন সাপ্লাইয়ের বেশিরভাগ বিটকয়েন তাদের দখলে রেখেছে। যদিও এক্ষেত্রে অনেকগুলো বিটকয়েন অনুমান করা হচ্ছে যে চিরতরে হারিয়ে গেছে। তবে বেশিরভাগ বিটকয়েন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর অধীনে রয়েছে। বিশ্বের ১০টি বড় বড় একাউন্ট এখানে তুলে ধরলাম যাদের অধীনে লক্ষ লক্ষ বিটকয়েন মজুদ রয়েছে। তবে এসব বিটকয়েন হোল্ডাররা বিক্রি করার পরিবর্তে দীর্ঘদিন হোল্ড করে রেখেছেন।

এই ধরনের তথ্য দেখলেই ভয় লাগে। ব্যাপারটা খুবই চিন্তার। যদি অল্প কয়েকটা কোম্পানির কাছে বেশিরভাগ বিটকয়েন হোল্ড এ থাকে, মারকেট মেনুপুলেশন করা তাদের জন্য কোনো ব্যাপার ই হবে না। কয়েক হাজার বিটকয়েন বিক্রি করলেই মারকেট ডাউন ট্রেন্ড এ চলে যায়, সেখানে যাদের কাছে প্রায় লাখ লাখ বিটকয়েন আছে, তারা চাইলে মারকেট কি করতে পারে একবার ভেবে দেখুন। তবে এখান থেকে বাচার আসলে কোনো উপায় আমি দেখছি না।

৩. বাইনান্স ৪৯৮১৪৭ বিটকয়েন
এই তথ্যটার সোর্স টা একটু দিবেন? আমি কয়েনমারকেটক্যাপ এ দেখলাম বাইনান্স এর অন-চেইন বিটকয়েন আছে  ৪৪৮৪৬৩ টা। আর বাকি গুলো অন্যান্য চেইনে যেগুলো আসলে বিটকয়েন নয় বরং টোকেন। আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটাকে অরিজিনাল বিটকয়েন মনে করে ভুল করে থাকে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 12, 2023, 09:52:55 AM
বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বিটকয়েন সাপ্লাইয়ের বেশিরভাগ বিটকয়েন তাদের দখলে রেখেছে। যদিও এক্ষেত্রে অনেকগুলো বিটকয়েন অনুমান করা হচ্ছে যে চিরতরে হারিয়ে গেছে। তবে বেশিরভাগ বিটকয়েন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর অধীনে রয়েছে। বিশ্বের ১০টি বড় বড় একাউন্ট এখানে তুলে ধরলাম যাদের অধীনে লক্ষ লক্ষ বিটকয়েন মজুদ রয়েছে। তবে এসব বিটকয়েন হোল্ডাররা বিক্রি করার পরিবর্তে দীর্ঘদিন হোল্ড করে রেখেছেন।


এতোদিন ধরে বিটকয়েন নিয়ে মারামারি করি বাট এটা আমি জানতামই না। শুধু বিটকয়েন নয় বাকি যতো অল্ট কয়েন আছে সবারই এমন অনেক ইতিহাস আছে। শুধুমাত্র অনিচ্ছাকৃতভাবে নয় ইচ্ছাকৃত ভাবেও অনেক সময় এমন করা হয়। ক্রিপ্টোর ভাষায় এই পদ্ধতিটিকে Token Burning বলা হয়। তো এখানে কনসেপ্টটা হলো টোকেন/কয়েন এমন একটা আ্যড্রেসে সেন্ট করা হয় যার মালিকানাধীন কারোর কাছে নেই। সহজ ভাষায় ঐ নির্দিষ্ট আ্যাড্রেসের সিড ফেস বা প্রাইভেট কি যাই বলেননা কেন, কারো কাছেই নেই। এভাবে কয়েনগুলো চিরতরে হারিয়ে যায় যেমনটা আপনি আপনার পোস্টে দেখিয়েছেন। এটা করা হয় মূলত ঐ কয়েনের সার্কুলেশন কামানোর জন্য! এতে করে ঐ কয়েনের সাপ্লাই কমে যায় আর দামে প্রভাব পড়ে!

আমার অনেক পুরানো একটি আর্টিকেলের কথা মনে পড়ে কয়েন আলাপের। আপনি চাইলে পড়তে পাড়েন। এই ওয়েব সাইটটা সম্ভবতো Little Mouse ভাইয়ের/জড়িত।

https://www.coinalap.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8/

টোকেন বার্ন করাও One of the reasons হতে পারে আমার মতে। কোথাও কোনো ভুল হলে ধরায় দিয়েন। আর যদি টোকেন বার্ন করা এই বিষয়টি না বোঝেন তাহলে নিচের পোস্টটি পড়ুন। বুঝবেন আশা করি।

https://www.coindesk.com/learn/what-does-it-mean-to-burn-crypto/
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 12, 2023, 08:09:04 AM
আরো কিছু বিটকয়েন হোল্ডাররা যাদের এখন পর্যন্ত কোন রেসপন্স নেই ধারণা করা হচ্ছে সে সকল ওয়ালেট গুলোও খুব সম্ভবত চিরতরে হারিয়ে গেছে।
এমন ধারনা করাটা আসলেই বোকামি/ভুল। আমরা ধরে নিচ্ছি সাতোশি নাকামোতোর ১০ লক্ষ বিটকয়েন হারিয়ে গেছে। অথচ আমরা জানিই না সাতোশির কাছে ১০ লক্ষ বিটকয়েন আছে কি না। এড্রেস গুলো অনেক আগের হওয়ায় এমন ধারনা। তাছাড়া, শুরুর দিকে শুধু সাতোশি একা মাইনিং করেছিল বলে ধারনা করা হয় কিন্তু আমি আসলে এই ব্যাপারে মানতে নারাজ। যাই হোক, যদি ধরেও নেই যে সাতোশির কাছে ১০ লক্ষ বিটকয়েন আছে, তবুও আমরা বলতে পারি না সেগুলো চিরতরে হারিয়ে গেছে। কারণ হতে পারে-
১। সাতোশি ইচ্ছে করেই সেগুলো মুভ করছে না।
২। সাতোশি ভবিষ্যতের জন্য এইগুলো রেখে গিয়েছে। গুপ্তধন হিসেবে। হয়তবা কোন একদিন কেউ এর রহস্য খুজে পাবে এবং সে সাথে সাতোশির রেখে যাওয়া বিটকয়েনও।

তবে, এমনও হতে পারে যে সাতোশি ইচ্ছে করেই কয়েনগুলো নষ্ট করেছে। তার দিক থেকে একদম ফেয়ার থাকার জন্য। শুরুর দিকে সে একা মাইনিং করলে সে অনেক বিটকয়েনের মালিক যেটা অনেকের চোখেই আনফেয়ার, যার কারনে সাতোশি সেগুলো নষ্ট করেই ফেলেছেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 12, 2023, 06:19:54 AM
আসলে এইসব হিসেব গুলা যতোই ভালো ভাবে বিশ্লেষণ করেন না কেনো সঠিক কোনো রেজাল্ট আসেনা, কিছু হলেও ত্রুটি থেকেই যায় কারন হচ্ছে বিটকয়েন এর দাম উঠানামার ফলে হিসেব মিলানো অনেক কঠিন হয়ে পরে, তাই আপনি এখন যেটা দেখবেন একটু পরে তা আর মিলাতে পারবেন না বিটকয়েন এর নিয়ম টাই এটা।
আসলে  বিটকয়েন  না আপনি যদি দেখেন দুনিয়া প্রায় প্রতিটা জিনিসই  এরকম  কখন বাজারের অবস্থা  কি রকম হবে এটা  আগে থেকেই কেউ  ১০০%  গ্যারান্টি দিয়ে বলতে পারেনা.  দেখেন বাংলাদেশের কাঁচাবাজার কখন বাজার সিন্ডিকেট করে বাজারের অবস্থা ঘুরিয়ে ফেলে  তা কেউ বলতে পারে না.  

 তবে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস হিসেবেও কিছু কথা রয়েছে যা গ্রুপের হিস্টোরি যাচাই করে কখন কোন সময় কি রকম যায় এগুলো দেখে অনেকটা বলা যায়  মানে অনুমান করা যায়  ভবিষ্যতের মার্কেট কিরকম হবে  বা মার্কেটের ফ্লো গুলো কি রকম হয়ে থাকে।

একটা সোর্স থেকে জানতে পারলাম  ১৩ তারিখ  এ SEC  এর মামলা করার বিরুদ্ধে FTX  এক্সচেঞ্জার  আপেল  করেছিল  সেটা তারা অনুমোদন পেতে যেতে পারে যে তাদের হোল্ডিং থাকে বিটকয়েন গুলো  বা অন্যান্য ফান্ডগুলো  একটা বড় লিমিট রেখে সেলিং করতে পারবে যেন তারা তাদের সংগঠনটি আবার পুনরায় করতে পারে।

অর্থাৎ তারা যেহেতু ক্রিপ্টো কারেন্সি এর  একটা বিশাল এমাউন্টের ফান্ড  হোল্ড করেছে তাই তাদের সেলিং এ  মার্কেটে প্রভাব দেখা যেতে পারে ,  তবে তাদের হোল্ডিং এ ধারণা করা যাচ্ছে যে Solana  কয়েনের উপর চাপ বেশি পড়তে পারে  যাই হোক 13 তারিখ আগে আসুক আগামীকালই 13 তারিখ  দেখা যাবে কি ঘটনা ঘটতে যাচ্ছে।  এগুলো জাস্ট অনুমান মাত্র  তবে যারা ডে  ট্রেডিং করেন তারা  এই বিষয়ে সংবাদ সমূহে বেশি  চোখ রাখতে পারেন  হতেও পারে  ফিউচার  ট্রেডিং  এ  সর্টে দিয়ে  ভালো একটা প্রফিট নিতে পারেন।
~snip~
আপনাকে ধন্যবাদ এই তথ্যটির জন্য,  এতদিন ধরে কাজ করি এটাই আমার জানা ছিল না।
sr. member
Activity: 546
Merit: 268
September 12, 2023, 04:56:52 AM
বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বিটকয়েন সাপ্লাইয়ের বেশিরভাগ বিটকয়েন তাদের দখলে রেখেছে। যদিও এক্ষেত্রে অনেকগুলো বিটকয়েন অনুমান করা হচ্ছে যে চিরতরে হারিয়ে গেছে। তবে বেশিরভাগ বিটকয়েন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর অধীনে রয়েছে। বিশ্বের ১০টি বড় বড় একাউন্ট এখানে তুলে ধরলাম যাদের অধীনে লক্ষ লক্ষ বিটকয়েন মজুদ রয়েছে। তবে এসব বিটকয়েন হোল্ডাররা বিক্রি করার পরিবর্তে দীর্ঘদিন হোল্ড করে রেখেছেন।

১. সাতোশি নাকামোটা ১০০০০০০ বিটকয়েন
২. গ্রেস্কেল বিটকয়েন ৬৪৩৫৭২ বিটকয়েন
৩. বাইনান্স ৪৯৮১৪৭ বিটকয়েন
৪. বিটফিনেক্স ১৯২৫০৮ বিটকয়েন
৫. আমেরিকান সরকার ১৭৫০০০ বিটকয়েন
৬. মাইক্রোস্ট্রাটেজি ১৫২৮০০ বিটকয়েন
৭. ব্লকডট ওয়ান ১৪০০০০ বিটকয়েন
৮. ও কে এক্স ১১৮৩৩৪ বিটকয়েন
৯. রবিন হুড ১১৮৩০০
১০. উইনঙকেলবস ৭০০০০ বিটকয়েন

তবে সাতোশি নাকামোটা সহ আরো বেশ কয়েকটি ওয়ালেটের বিটকয়েন চিরতরে হারিয়ে গেছে বলে ধারণ করা হচ্ছে। এসব বিটকয়েনের পরিমাণ ও নমুনা নিচে তুলে ধরা হলো।



বিটকয়েন মোট সাপ্লাইয়ের ২২.৫২% বিটকয়েন যদি চিরতরে হারিয়ে যায় এবং আরো কিছু বিটকয়েন হোল্ডাররা যাদের এখন পর্যন্ত কোন রেসপন্স নেই ধারণা করা হচ্ছে সে সকল ওয়ালেট গুলোও খুব সম্ভবত চিরতরে হারিয়ে গেছে। তাহলে বিটকয়েন এমন একটি মূল্যবান ভার্চুয়াল কারেন্সিতে পরিণত হবে যার ধারণা এখন পর্যন্ত আমরা করতে পারছি না। তবে অনেকেই বিভিন্ন সময়ে বিটকয়েন বিভিন্ন পর্যায়ে চলে যাবে এ নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছেন। যাহোক যারা এখনো বিটকয়েনে বিনিয়োগ করি নাই তাদের জন্য বিনিয়োগ করার যথেষ্ট সময় আছে। বিনিয়োগ করে নিন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 12, 2023, 04:41:38 AM

বিটকয়েনের দামের সাথে মাসের কোন সম্পৃক্ততা নেই। এখানে সেপ্টেম্বর মাসে শুধু বিটকয়েনের দামের একটি দিনের অথবা মাস শেষে যেদিন গণনা করা হয়েছে ঐদিন বিটকয়েনের দাম কিরূপ ছিল সেই হিসেবটা এখানে দেওয়া হয়েছে। মনে করেন ২০০০ সালে সেপ্টেম্বর মাসে ২৯ তারিখে দিন ১২ টার সময় বিটকয়েনের দাম ছিল ৪০ হাজার ডলার দাম আগের দিনের চেয়ে+২.৪০% বেশি ছিল কিন্তু ৩০ সেপ্টেম্বর বিটকয়েনের দাম ৩৯৬৫০ ডলারে এসেছিল এবং আগের ২৯ সেপ্টেম্বরের তুলনায় বিটকয়েনের দাম -১.৪৬% হ্রাস পেয়েছিল ।
এটা দিয়ে সারা জীবন বিটকয়েনের দামের তুলনামূলক বিশ্লেষণ করা ঠিক হবে না। সেপ্টেম্বর মাসের তুলনায় অন্যান্য মাসে বিটকয়েনের দাম আরো কমে যেতে পারে অথবা আরো দাম বৃদ্ধি পেতে পারে। আপনি যেহেতু বিটকয়েনে এসেছেন সেহেতু অপেক্ষা করুন আরো বৈচিত্র কিছু দেখতে পাবেন।

আসলে এইসব হিসেব গুলা যতোই ভালো ভাবে বিশ্লেষণ করেন না কেনো সঠিক কোনো রেজাল্ট আসেনা, কিছু হলেও ত্রুটি থেকেই যায় কারন হচ্ছে বিটকয়েন এর দাম উঠানামার ফলে হিসেব মিলানো অনেক কঠিন হয়ে পরে, তাই আপনি এখন যেটা দেখবেন একটু পরে তা আর মিলাতে পারবেন না বিটকয়েন এর নিয়ম টাই এটা।
jr. member
Activity: 462
Merit: 2
September 12, 2023, 02:43:59 AM

ছবিটা এখান থেকে নেওয়া
উত্তর কোরিয়ার হ্যাকাররা Stake.com (বিশ্বের বৃহত্তম অনলাইন ক্রিপ্টো ক্যাসিনো) থেকে ৪১ মিলিয়ন ডলার চুরি করেছে। এফবিআই বলেছে যে এই হ্যাকার গ্রুপটি শুধুমাত্র এই বছরেই ২০০ মিলিয়নের বেশি ডলার চুরি করেছে।
Source
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 12, 2023, 02:24:44 AM

বিটকয়েনের দামের সাথে মাসের কোন সম্পৃক্ততা নেই। এখানে সেপ্টেম্বর মাসে শুধু বিটকয়েনের দামের একটি দিনের অথবা মাস শেষে যেদিন গণনা করা হয়েছে ঐদিন বিটকয়েনের দাম কিরূপ ছিল সেই হিসেবটা এখানে দেওয়া হয়েছে। মনে করেন ২০০০ সালে সেপ্টেম্বর মাসে ২৯ তারিখে দিন ১২ টার সময় বিটকয়েনের দাম ছিল ৪০ হাজার ডলার দাম আগের দিনের চেয়ে+২.৪০% বেশি ছিল কিন্তু ৩০ সেপ্টেম্বর বিটকয়েনের দাম ৩৯৬৫০ ডলারে এসেছিল এবং আগের ২৯ সেপ্টেম্বরের তুলনায় বিটকয়েনের দাম -১.৪৬% হ্রাস পেয়েছিল ।
এটা দিয়ে সারা জীবন বিটকয়েনের দামের তুলনামূলক বিশ্লেষণ করা ঠিক হবে না। সেপ্টেম্বর মাসের তুলনায় অন্যান্য মাসে বিটকয়েনের দাম আরো কমে যেতে পারে অথবা আরো দাম বৃদ্ধি পেতে পারে। আপনি যেহেতু বিটকয়েনে এসেছেন সেহেতু অপেক্ষা করুন আরো বৈচিত্র কিছু দেখতে পাবেন।
member
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
September 12, 2023, 02:13:28 AM
তারা মানুষের অঙ্গহানি করে ফেসবুকে ভিডিও দিয়ে শক্তির জানান দিত: র‍্যাব
https://www.prothomalo.com/bangladesh/crime/ip47c6llgd

আমরা অনেক সময় মনে করে থাকি যে আমাদের আশে পাসে যা কিছুই হোক তা প্রশাশনের মাধ্যমেই হয় বা জানে, এরকম অনেক ক্ষণস্থায়ী ঘটনা থাকে যা খুব সহোজে কারো নজরে আসেনা আবার প্রমান করা কঠিন হয় বাংলাদেশের আইন অনুজায়ী, যে কারনে আমাদের দেশে, এই ধরনের অপরাধ বেড়েই চলেছে, আবার বিপরীত চিত্রও আমরা অনেক সময় দেখে থাকি।
আমাদেরকের আমাদের নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে সাম্থ্য অনুজায়ী, তাহলে অপরাধ একেবারে দূর হয়ত করা যাবেনা, কিন্তু তুলোনা মুলোক ভাবে কমানো যাবে।

আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় আমরা যদি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন্য নিউজ পোর্টালের মাধ্যমে সঠিক জায়গাতে আমাদের আওয়াজ পৌছাতে পারি তাহলে  আমাদের দেশেও বিটকয়েন বৈধ করা সম্ভব।

ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেকেই এখন কথা বলছে, খালিদ ফরহাদ' নামের একজন কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছেলো সেখানে সে বলেছে বিটকয়েন বা ব্লকচেইন আগামীতে প্রিথিবিতে ভালো অবদান রাখবে। আরো একজন একটা ইন্টারভিউ দিয়েছিলো সেখানে সে বিটকয়েনে ইনভেস্টের কথা বলেছিলো, আর আগামীতে বিটকয়েন ই শক্তিশালী মুদ্রা হতে পারে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 11, 2023, 10:44:19 PM
তারা মানুষের অঙ্গহানি করে ফেসবুকে ভিডিও দিয়ে শক্তির জানান দিত: র‍্যাব
https://www.prothomalo.com/bangladesh/crime/ip47c6llgd

আমরা অনেক সময় মনে করে থাকি যে আমাদের আশে পাসে যা কিছুই হোক তা প্রশাশনের মাধ্যমেই হয় বা জানে, এরকম অনেক ক্ষণস্থায়ী ঘটনা থাকে যা খুব সহোজে কারো নজরে আসেনা আবার প্রমান করা কঠিন হয় বাংলাদেশের আইন অনুজায়ী, যে কারনে আমাদের দেশে, এই ধরনের অপরাধ বেড়েই চলেছে, আবার বিপরীত চিত্রও আমরা অনেক সময় দেখে থাকি।
আমাদেরকের আমাদের নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে সাম্থ্য অনুজায়ী, তাহলে অপরাধ একেবারে দূর হয়ত করা যাবেনা, কিন্তু তুলোনা মুলোক ভাবে কমানো যাবে।

আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় আমরা যদি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন্য নিউজ পোর্টালের মাধ্যমে সঠিক জায়গাতে আমাদের আওয়াজ পৌছাতে পারি তাহলে  আমাদের দেশেও বিটকয়েন বৈধ করা সম্ভব।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 11, 2023, 09:34:09 PM
এই ভিডিওটা কেউ দেখেছেন? সময় থাকলে দেইখেন! আমার আসলেই অনেক খারাপ লেগেছে ভিডিওটা দেখে। এখানে একবেলা খাওয়ার জন্য মানুষদের কতো যে স্ট্রাগল করতে হয় তা দেখানো হয়েছে। আর আমরা তিনবেলা খেয়েও কেনো শুকরিয়া করিনা। হ্যা বাংলাদেশ যে অনেক ধনী তাও না এখানেও নানা বাধা আছে। অনেক গরিব রয়েছে। কিন্তু যারা নামীদামী রেস্তরাঁয় যান, তিন বেলা খাওয়ার মতো সামর্থ্য আছে তাদের খাবার নষ্ট করার আগে অন্তত তিনবার ভাবা উচিত। এই মেসেজটা তাদের জন্য। কেউ পায় না আর কেউ পেয়েও মূল্য দেয় না!

https://youtu.be/-rYyhzBgK2U?si=rhmDMIxwzYns8XdQ
ভিডিওটা আমাদের দেশের না হলেও সম্পুর্ন সদৃশ্য আমাদের দেশের ফুটপাতে থাকা মানুষের সাথে মিল রয়েছে। আমাদের দেশের হাজার হাজার মানুষ খাবার না পেয়ে রাস্তার ফুটপাতে ঘুরে বেড়ার খাবারের সন্ধানে। তারা কোন উপায় না পেয়ে আবর্জনা থেকে পচা খাবার কুড়িয়ে নিয়ে কোনরকম ভাবে দিন পার করে দেয়। আমাদের দেশের কিছু জঘন্য মানুষ আছে তারা অসহায়তার সুযোগ নিয়ে ফুটপাতে থাকা যুবতী বা মেয়েদের কে দর্শন করে ইত্যাদি খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে। পরিশেষে দেখা যায় ওই মেয়েটা মা হয়ে যায়, এখন নিজের পেট চালাতে কষ্ট হয় সে কিভাবে তার বাচ্চা কে খাওয়াবে? আমাদের বাংগালীদের মাঝে মনুষ্যত্ব কোথায়? গ্রামে এই ধরনের লোক নাই বললেই চলে যদিও থাকে গ্রামবাসিরা অনেক সাহায্য সহোযোগিতা করে থাকে। আমাদের ভাংগালীদের মনুষ্যত্ব বদলানো উচিত যতটুকু পারা যায় এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
sr. member
Activity: 546
Merit: 268
September 11, 2023, 11:00:27 AM


সেপ্টেম্বর মাসে বিটকয়েনের দামের সাথে বৈরিতা কেন?

আমরা জানি বিটকয়েনের বাজার সময়ের সাথে সাথে উঠানামা করে বিশেষ করে ক্রিপ্টো কারেন্সিতে যদি হ্যাঁক অথবা অন্য কোন নেগেটিভ ইমপেক্ট করে তাহলে বিটকয়েনের দাম কমে আসতে পারে আবার যদি বাজারে পজিটিভ কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে বিটকয়েনের বাজার বৃদ্ধি পেতে থাকে।
কিন্তু কি এমন রহস্য লুকিয়ে আছে সেপ্টেম্বর মাসের মধ্যে যেখানে প্রতিনিয়ত বাজার একটি নেগেটিভ ট্রেন্ডের মধ্যে থাকে। বিটকয়েন আবিষ্কারের পর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত বিটকয়েনের দাম  এনালাইসিস করলে আপনারা তার স্পষ্ট প্রমাণ পাবেন কেননা সেপ্টেম্বর মাসে প্রত্যেক বছরই বিটকয়েন নেগেটিভ মার্কেটের মধ্যে দিয়ে শেষ হয়েছে। কেন সেপ্টেম্বর মাসে প্রতি বছরই এমন ঘটনা ঘটে? নাকি সেপ্টেম্বর মাসে বিশেষ কোনো শত্রুতা রয়েছে বিটকয়েনের সাথে যার কারণে প্রত্যেক বছরই বিটকয়েন একটি নেগেটিভ টেন্ডস এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায়।


@DYING_S0UL ভাই ভিডিওটিতে এই পৃথিবীতে যারা সামান্য খাবারের জন্য কঠিনতম সংগ্রাম করে তাদের জীবনের একটি ফুটেজ ফুটে উঠেছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুধু ফিলিপাইনের কিছু অংশের ছবি নয় বরং সারা পৃথিবীতে যারা খাবারের জন্য সংগ্রাম করছে তাদের প্রত্যেকের জীবনের কথা বলে। আমি আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া এরকম একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটি চত্বরে মজুমদার আর্টস অডিটরিয়ামে একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিলাম সেখানে অনুষ্ঠান শেষে রেডিমেড বিরানি খেতে দেওয়া হয়। যখন বিরানীর প্যাকেট খুলে দু-এক বার মুখে দিয়েছি ঠিক ওই সময় আমার হাত ধরে একটি পথ শিশু বলতে লাগলো ভাইজান আমাকে বিরানির খাপটা দেবেন? আমি বললাম তুমি এই খাপ দিয়ে কি করবা তখন ওই পথ শিশু বলে বিরানির প্যাকেটের গায়ে যে সামান্য ভাতগুলো লেগে রয়েছে তা আমি আমার পরিবারের জন্য নিয়ে যাব। সত্য কথা তখন আমার বিবেককে নাড়া দিয়েছিল এবং আমি তখন খাওয়া শেষ করে পুরো বিরানির প্যাকেটই তাকে দিয়ে দেই। তখন দ্রব্যমূলের দাম এত বেশি ছিল না ছিল না এত দুর্নীতির পাহাড়। ঠিক তখন যদি বাংলাদেশের এরকম কঠিনতম জীবন ছিল ঠিক এখন দেখুন এক বাংলাদেশের অবস্থা আরো বেশি শোচনীয়। আপনি কয়জন পথশিশুকে এইভাবে সাহায্য করতে পারবেন। পৃথিবীর প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে এ সকল হাজার হাজার পথশিশু বিনা খাবারে বিনা চিকিৎসায় কঠিনতম জীবন যাপন করছে যার প্রত্যেকটি মুহূর্ত উপরের এই ভিডিওর মাধ্যমে ফুটে উঠেছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 11, 2023, 10:55:06 AM
এই ভিডিওটা কেউ দেখেছেন? সময় থাকলে দেইখেন! আমার আসলেই অনেক খারাপ লেগেছে ভিডিওটা দেখে। এখানে একবেলা খাওয়ার জন্য মানুষদের কতো যে স্ট্রাগল করতে হয় তা দেখানো হয়েছে। আর আমরা তিনবেলা খেয়েও কেনো শুকরিয়া করিনা। হ্যা বাংলাদেশ যে অনেক ধনী তাও না এখানেও নানা বাধা আছে। অনেক গরিব রয়েছে। কিন্তু যারা নামীদামী রেস্তরাঁয় যান, তিন বেলা খাওয়ার মতো সামর্থ্য আছে তাদের খাবার নষ্ট করার আগে অন্তত তিনবার ভাবা উচিত। এই মেসেজটা তাদের জন্য। কেউ পায় না আর কেউ পেয়েও মূল্য দেয় না!

https://youtu.be/-rYyhzBgK2U?si=rhmDMIxwzYns8XdQ
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 11, 2023, 10:05:12 AM
আলিএক্সপ্রেস থেকে আমি একবার 'টাইপ সি' ক্যাবল অর্ডার করাইছিলাম এক বড় ভাইয়ের মাধ্যমে, কিন্ত অবাক করা বিষয় সেটার দাম ছিলো ৳১২৫ টাকা, আর কাস্টমের ভ্যাট সহো আমার কাছে রিসিপ আসছিলো ৳৫০০ টাকার কিছু বেশি, পরে আমি আর সেটা রিসিভ করিনি ১৫দিন পরে এমনি রিটার্ন চলে গেছিলো।

এমাজনে বিভিন্ন সময়ে অফার দেয় ল্যাপটপের দাম দেখবেন $৩৫০ ডলার আর শিপিং+ভ্যাট $১৩০০ ডলারের বেশি ।   Cool Cool Cool

তাও তো আপনি বেচে গেছেন মনে হচ্ছে। ১২৫ টাকার মাল সব সহ ৫০০ টাকা। তবুও অনেক দরকারি কিছু প্রোডাক্ট আছে যেগুলোর ভ্যাট ট্যাক্স বেশি দিয়ে হলেও আনতে হয় বাধ্য হয়ে। কিন্তু ধরেন আপনার ভ্যাট ট্যাক্স সহ মালের দাম আসলো ৫০০ টাকা আর এর মাঝখানে এক অপরিচিত লোক ফোন দিয়ে বলবে চা পান খাওয়ার জন্য ২০০০ টাকা বিকাশ করেন, ব্যাপারটা তখন কেমন হবে বলেন তো? হাস্যকর না? আসলে আমাদের কাছে সাময়িক হাস্যকর মনে হলেও ব্যাপারটা খুবই খারাপ এবং দুঃখ জনক। এজন্য দেখবেন বাংলাদেশে কেউ এভাবে প্রোডাক্ট কিনে না। সবাই কোনো না কোনো মাধ্যমে নিয়ে আসে। ফেইসবুকে কিছু ওয়েবসাইটের পেইজ আছে যাদের কে কেজি দরে মালের টাকা দিলে তারা সেটা বিদেশ থেকে এনে দেয়। তবে সব কোম্পানি সব দেশ থেকে মাল আনে না। বেশিরভাগ শুধু চায়না আর ইন্ডিয়া থেকে মাল এনে থাকে। এসব কোম্পানি দিয়ে আনলে আপনার আলাদা করে ভ্যাট ট্যাক্স দেয় লাগবে না। সব কাজ তারাই করবে।

হুম ভাই, অনেকদিন আগে একজন পোস্ট করেছিলো ফেসবুকে, তার আইপ্যাড এর জন্যে টাইপ সি হাব' কিনেছিলো আলি এক্সপ্রেস থেকে $৮ ডলার দিয়ে অইটা যখন বাংলাদেশে আসছিলো কাস্টম থেকে তখন তাকে ফোন দিয়ে বলেছিলো চা খাবার জন্যে ১০ হাজার টাকা লাগবে, সে তখন কুস্টিয়াতে থাকতো আর তাকে আনতে যেতে বলেছিলো চট্রগ্রাম, সেই ব্যাক্তিও আর প্রোডাক্ট আনতে যায়নি।  Grin Grin Grin

এর মান বাংলাদেশ এর জন্যই আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশে সবকিছুই দাম আকাশ ছোয়া আবার বাহির থিকা কোনোনকিছু আনতে চাইলে রখনো বাশ দিয়া দেয় কাস্টমস থিকা। তাই লাভ নাই কম দামে কোনো কিছু কেনার স্বপ্নে দেইখা।

বাংলাদেশ থেকে অনেকেই অনেক কিছু কিনতে চায় আসলে কাস্টম এর ঝামেলা এবং অতিরিক্ত ভ্যাট এর জন্যে কেনেনা, আর যারা ভালো কিছু আনে তারা ঘুরতে যেয়ে আনে, আর বাংলাদেশের পাসপোর্ট পাওয়া একটা কপালের ব্যাপার।  Lips sealed
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 11, 2023, 08:38:38 AM
বিজয়ী হয়েছি ভাই।  Smiley কেউ যদি একটু পরবর্তী প্রক্রিয়া নিয়ে হেল্প করতেন অনেক উপকার হতো। আমি বাহির থেকে কখনো কিছু আনাই নি। কিভাবে কি করবো বুঝতেছিনা। অলরেডি Little Mouse ভাইকে মেসেজ করেছি। আর যারা সিনিয়র আছে তারাও যদি একটু সাহায্য করতেন!?
krogothmanhattan আমারেও একটা কালেক্টভ পাঠাইছে আমি এটা ঝোকে নিয়া ফেলছি এখন আমি নিজেই চিন্তায় আছি যে এটা আসার পর আবার কোন ঝামেলা হবে। শিপিং হবার যদি আবার টাকা চাইয়া বসে তাইলে আরেক ঝামেলা। আমার এখনো এই বিষয় নিয়া এক্সপেরিয়েন্স হয়নি অবে আমার পার্সেল যখন আসে তখন আমি বলতে পারবো যে এটা আসলে কেমনে আসে আর টাকা পয়সা লাগে কি না আর এগুলা নিয়া কোনো ঝামেলা হয় কি না। আপনে আপাতত তাকে বলেন তার কাছেই এটা হোল্ড করতে। আমি হাতে পাইলে এখানে আপডেট জানাবো। রখন সিদ্ধান্ত নিয়েন যে এটা ডেলিভারি নিবেন কি না

সমস্যা নাই ভাই, আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম ঝোকের বশে। তাকে অলরেডি আমার উত্তর পাঠিয়ে দিয়েছি। আশা করি ওনি যা ভালো বুঝবেন করবেন! এসব নিয়ে আমার পেরা নাই। কারন আমার কাছে আগে থেকেই ঐ রকম একটা কার্ড আছে। তাও আবার লোহার। সেইম কোম্পানি।
sr. member
Activity: 616
Merit: 322
September 11, 2023, 08:30:43 AM
বিজয়ী হয়েছি ভাই।  Smiley কেউ যদি একটু পরবর্তী প্রক্রিয়া নিয়ে হেল্প করতেন অনেক উপকার হতো। আমি বাহির থেকে কখনো কিছু আনাই নি। কিভাবে কি করবো বুঝতেছিনা। অলরেডি Little Mouse ভাইকে মেসেজ করেছি। আর যারা সিনিয়র আছে তারাও যদি একটু সাহায্য করতেন!?
krogothmanhattan আমারেও একটা কালেক্টভ পাঠাইছে আমি এটা ঝোকে ডেলিভারি নিয়া ফেলছি এখন আমি নিজেই চিন্তায় আছি যে এটা আসার পর আবার কোন ঝামেলা হবে। শিপিং হবার যদি আবার টাকা চাইয়া বসে তাইলে আরেক ঝামেলা। আমার এখনো এই বিষয় নিয়া এক্সপেরিয়েন্স হয়নি অবে আমার পার্সেল যখন আসে তখন আমি বলতে পারবো যে এটা আসলে কেমনে আসে আর টাকা পয়সা লাগে কি না আর এগুলা নিয়া কোনো ঝামেলা হয় কি না। আপনে আপাতত তাকে বলেন তার কাছেই এটা হোল্ড করতে। আমি হাতে পাইলে এখানে আপডেট জানাবো। রখন সিদ্ধান্ত নিয়েন যে এটা ডেলিভারি নিবেন কি না

তবে Learn Bitcoin  ভাইয়ের মতো আমিও  বলব এখানে কিন্তু প্রাইভেসি ইস্যু আছে  আর যেহেতু আমাদের বাংলাদেশে এখনো   ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয়নি,  পদক্ষেপগুলো অবশ্য ভেবে চিন্তে নাওয়াই উচিত।   আর যেহেতু এখানে  বিটকয়েন  এর অ্যামাউন্ট রয়েছে সম্পর্কে  তাই আরেকটু সতর্ক হয়ে থাকবেন।
আচ্ছা যাই হোক, কাস্টমস এর ব্যাপারে আসি। বাংলাদেশে বাইরের দেশগুলো থেকে দুই টাকার প্রোডাক্ট আসলেও আপনাকে সেটা ছাড়ানোর জন্য ঘুস দিতে হবে। এজন্য খেয়াল করবেন প্রবাসীরা সব সময় কেউ আসলে তার সাথে প্রোডাক্ট পাঠিয়ে দেয়, নইলে নিজেরা নিয়ে আসে। তারা কখনো কুরিয়ার ইউজ করে না কারন বাংলাদেশের সিস্টেম নষ্ট। এখানে ১০ টাকার প্রোডাক্ট আনতে ২০ টাকার ট্যাক্স আর আরো ২০ টাকার ঘুস লাগে। আমরা গ্রামে এটাকে বলি গানের চেয়ে বাজনা বেশি। বাশের চেয়ে কঞ্চি বড়! এগুলাই মুল সমস্যা।

আলিএক্সপ্রেস থেকে আমি একবার 'টাইপ সি' ক্যাবল অর্ডার করাইছিলাম এক বড় ভাইয়ের মাধ্যমে, কিন্ত অবাক করা বিষয় সেটার দাম ছিলো ৳১২৫ টাকা, আর কাস্টমের ভ্যাট সহো আমার কাছে রিসিপ আসছিলো ৳৫০০ টাকার কিছু বেশি, পরে আমি আর সেটা রিসিভ করিনি ১৫দিন পরে এমনি রিটার্ন চলে গেছিলো।

এমাজনে বিভিন্ন সময়ে অফার দেয় ল্যাপটপের দাম দেখবেন $৩৫০ ডলার আর শিপিং+ভ্যাট $১৩০০ ডলারের বেশি ।   Cool Cool Cool
এর মান বাংলাদেশ এর জন্যই আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশে সবকিছুই দাম আকাশ ছোয়া আবার বাহির থিকা কোনোনকিছু আনতে চাইলে রখনো বাশ দিয়া দেয় কাস্টমস থিকা। তাই লাভ নাই কম দামে কোনো কিছু কেনার স্বপ্নে দেইখা।  
hero member
Activity: 840
Merit: 522
September 11, 2023, 08:19:36 AM
আলিএক্সপ্রেস থেকে আমি একবার 'টাইপ সি' ক্যাবল অর্ডার করাইছিলাম এক বড় ভাইয়ের মাধ্যমে, কিন্ত অবাক করা বিষয় সেটার দাম ছিলো ৳১২৫ টাকা, আর কাস্টমের ভ্যাট সহো আমার কাছে রিসিপ আসছিলো ৳৫০০ টাকার কিছু বেশি, পরে আমি আর সেটা রিসিভ করিনি ১৫দিন পরে এমনি রিটার্ন চলে গেছিলো।

এমাজনে বিভিন্ন সময়ে অফার দেয় ল্যাপটপের দাম দেখবেন $৩৫০ ডলার আর শিপিং+ভ্যাট $১৩০০ ডলারের বেশি ।   Cool Cool Cool

তাও তো আপনি বেচে গেছেন মনে হচ্ছে। ১২৫ টাকার মাল সব সহ ৫০০ টাকা। তবুও অনেক দরকারি কিছু প্রোডাক্ট আছে যেগুলোর ভ্যাট ট্যাক্স বেশি দিয়ে হলেও আনতে হয় বাধ্য হয়ে। কিন্তু ধরেন আপনার ভ্যাট ট্যাক্স সহ মালের দাম আসলো ৫০০ টাকা আর এর মাঝখানে এক অপরিচিত লোক ফোন দিয়ে বলবে চা পান খাওয়ার জন্য ২০০০ টাকা বিকাশ করেন, ব্যাপারটা তখন কেমন হবে বলেন তো? হাস্যকর না? আসলে আমাদের কাছে সাময়িক হাস্যকর মনে হলেও ব্যাপারটা খুবই খারাপ এবং দুঃখ জনক। এজন্য দেখবেন বাংলাদেশে কেউ এভাবে প্রোডাক্ট কিনে না। সবাই কোনো না কোনো মাধ্যমে নিয়ে আসে। ফেইসবুকে কিছু ওয়েবসাইটের পেইজ আছে যাদের কে কেজি দরে মালের টাকা দিলে তারা সেটা বিদেশ থেকে এনে দেয়। তবে সব কোম্পানি সব দেশ থেকে মাল আনে না। বেশিরভাগ শুধু চায়না আর ইন্ডিয়া থেকে মাল এনে থাকে। এসব কোম্পানি দিয়ে আনলে আপনার আলাদা করে ভ্যাট ট্যাক্স দেয় লাগবে না। সব কাজ তারাই করবে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 11, 2023, 08:08:59 AM
তবে Learn Bitcoin  ভাইয়ের মতো আমিও  বলব এখানে কিন্তু প্রাইভেসি ইস্যু আছে  আর যেহেতু আমাদের বাংলাদেশে এখনো   ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয়নি,  পদক্ষেপগুলো অবশ্য ভেবে চিন্তে নাওয়াই উচিত।   আর যেহেতু এখানে  বিটকয়েন  এর অ্যামাউন্ট রয়েছে সম্পর্কে  তাই আরেকটু সতর্ক হয়ে থাকবেন।
আচ্ছা যাই হোক, কাস্টমস এর ব্যাপারে আসি। বাংলাদেশে বাইরের দেশগুলো থেকে দুই টাকার প্রোডাক্ট আসলেও আপনাকে সেটা ছাড়ানোর জন্য ঘুস দিতে হবে। এজন্য খেয়াল করবেন প্রবাসীরা সব সময় কেউ আসলে তার সাথে প্রোডাক্ট পাঠিয়ে দেয়, নইলে নিজেরা নিয়ে আসে। তারা কখনো কুরিয়ার ইউজ করে না কারন বাংলাদেশের সিস্টেম নষ্ট। এখানে ১০ টাকার প্রোডাক্ট আনতে ২০ টাকার ট্যাক্স আর আরো ২০ টাকার ঘুস লাগে। আমরা গ্রামে এটাকে বলি গানের চেয়ে বাজনা বেশি। বাশের চেয়ে কঞ্চি বড়! এগুলাই মুল সমস্যা।

আলিএক্সপ্রেস থেকে আমি একবার 'টাইপ সি' ক্যাবল অর্ডার করাইছিলাম এক বড় ভাইয়ের মাধ্যমে, কিন্ত অবাক করা বিষয় সেটার দাম ছিলো ৳১২৫ টাকা, আর কাস্টমের ভ্যাট সহো আমার কাছে রিসিপ আসছিলো ৳৫০০ টাকার কিছু বেশি, পরে আমি আর সেটা রিসিভ করিনি ১৫দিন পরে এমনি রিটার্ন চলে গেছিলো।

এমাজনে বিভিন্ন সময়ে অফার দেয় ল্যাপটপের দাম দেখবেন $৩৫০ ডলার আর শিপিং+ভ্যাট $১৩০০ ডলারের বেশি ।   Cool Cool Cool
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
September 11, 2023, 07:08:11 AM
আচ্ছা ভাই মেরিট সোর্সটা কী? যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন প্লিজ।
মেরিট সোর্স মূলত এমন ইউজারদের বোঝায় যারা মূলত প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ মেরিট তাদের একাউন্টে ডিস্ট্রিবিউট হয়ে থাকে এবং তারা ওই মেরিট থেকে অন্যান্য ইজারদের মেরিট প্রদান করে থাকে।

মেরিট সোর্স সম্পর্কে কিছুটা ধারণা পাবেন: https://bitcointalksearch.org/topic/m.52990489

Merit source, amount and users: https://bitcointalk.org/index.php?action=merit;stats=sources

টোটাল মেরিট সোর্স ইউজার: ১০৯
টোটাল মেরিট জেনারেটর: ৩৩৯৪০
টোটাল মেরিট পার ইউজার: ৩৩৯৪০÷১০৯ = ৩১২
তবে এগুলা হচ্ছে প্রত্যেক মাসের হিসাব তবে ইউজার ভেদে মেরিটের সংখ্যার তারতম হয় কিনা সেটা আমার জানা নেই তবে প্রত্যেক মেরিট সোর্স সমান সংখ্যক মেরিট পেয়ে থাকে না।
মেরিট সোর্স সব জায়গাতেই আছে শুধুমাত্র আমাদের বাংলাদেশের কারো নেই। তবে আমাদের বাংলাদেশ থেকে মেরিট সোর্স পাওয়ার মত ইউজার রয়েছে তারা যদি একটু চেষ্টা করে তাহলে আমি মনে করি মেরিট সোর্স পাওয়া তাদের পক্ষে অনেক সহজ হবে। তবে আমরা আশা করি খুব শীঘ্রই মেরিট সোর্স ইউজার পাব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 11, 2023, 06:42:35 AM
তবে Learn Bitcoin  ভাইয়ের মতো আমিও  বলব এখানে কিন্তু প্রাইভেসি ইস্যু আছে  আর যেহেতু আমাদের বাংলাদেশে এখনো   ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয়নি,  পদক্ষেপগুলো অবশ্য ভেবে চিন্তে নাওয়াই উচিত।   আর যেহেতু এখানে  বিটকয়েন  এর অ্যামাউন্ট রয়েছে সম্পর্কে  তাই আরেকটু সতর্ক হয়ে থাকবেন।

ভাই, প্রাইভেসি যেমন তেমন, সমস্যা হলো বাংলাদেশের কাস্টমস! যিনি গিভওয়ে টা করেছেন, ওনার কাছে কারো প্রাইভেসি নষ্ট হবে বলে আমার মনে হয় না। আপনি ওনার কাছে যা কিছুই শেয়ার করেন না কেনো, আশা করি উনি সব কিছু গোপন রাখবেন। এটা তার এতোদিনের বিল্ড করা রেপুটেশন এর ওপর ভিত্তি করে বললাম। আর আমরা বাংলাদেশি রা প্রাইভেসি নিয়ে তেমন একটা ভাবি না। নইলে কি আর আমরা নিজেদের সব প্রাইভেট ইনফো দিয়ে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ইউজ করি?

আচ্ছা যাই হোক, কাস্টমস এর ব্যাপারে আসি। বাংলাদেশে বাইরের দেশগুলো থেকে দুই টাকার প্রোডাক্ট আসলেও আপনাকে সেটা ছাড়ানোর জন্য ঘুস দিতে হবে। এজন্য খেয়াল করবেন প্রবাসীরা সব সময় কেউ আসলে তার সাথে প্রোডাক্ট পাঠিয়ে দেয়, নইলে নিজেরা নিয়ে আসে। তারা কখনো কুরিয়ার ইউজ করে না কারন বাংলাদেশের সিস্টেম নষ্ট। এখানে ১০ টাকার প্রোডাক্ট আনতে ২০ টাকার ট্যাক্স আর আরো ২০ টাকার ঘুস লাগে। আমরা গ্রামে এটাকে বলি গানের চেয়ে বাজনা বেশি। বাশের চেয়ে কঞ্চি বড়! এগুলাই মুল সমস্যা।
Jump to: