Author

Topic: বাংলা (Bengali) - page 161. (Read 5721306 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 11, 2023, 04:34:36 AM
তবে এগুলা হচ্ছে প্রত্যেক মাসের হিসাব তবে ইউজার ভেদে মেরিটের সংখ্যার তারতম হয় কিনা সেটা আমার জানা নেই তবে প্রত্যেক মেরিট সোর্স সমান সংখ্যক মেরিট পেয়ে থাকে না।
একেক জনের সোর্স মেরিট এলোকেশন একেক রকম।
sr. member
Activity: 546
Merit: 268
September 11, 2023, 02:54:58 AM
আচ্ছা ভাই মেরিট সোর্সটা কী? যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন প্লিজ।
মেরিট সোর্স মূলত এমন ইউজারদের বোঝায় যারা মূলত প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ মেরিট তাদের একাউন্টে ডিস্ট্রিবিউট হয়ে থাকে এবং তারা ওই মেরিট থেকে অন্যান্য ইজারদের মেরিট প্রদান করে থাকে।

মেরিট সোর্স সম্পর্কে কিছুটা ধারণা পাবেন: https://bitcointalksearch.org/topic/m.52990489

Merit source, amount and users: https://bitcointalk.org/index.php?action=merit;stats=sources

টোটাল মেরিট সোর্স ইউজার: ১০৯
টোটাল মেরিট জেনারেটর: ৩৩৯৪০
টোটাল মেরিট পার ইউজার: ৩৩৯৪০÷১০৯ = ৩১২
তবে এগুলা হচ্ছে প্রত্যেক মাসের হিসাব তবে ইউজার ভেদে মেরিটের সংখ্যার তারতম হয় কিনা সেটা আমার জানা নেই তবে প্রত্যেক মেরিট সোর্স সমান সংখ্যক মেরিট পেয়ে থাকে না।
jr. member
Activity: 462
Merit: 2
September 11, 2023, 02:35:32 AM
আচ্ছা ভাই মেরিট সোর্সটা কী? যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন প্লিজ।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 11, 2023, 12:37:20 AM
বিজয়ী হয়েছি ভাই।  Smiley কেউ যদি একটু পরবর্তী প্রক্রিয়া নিয়ে হেল্প করতেন অনেক উপকার হতো। আমি বাহির থেকে কখনো কিছু আনাই নি। কিভাবে কি করবো বুঝতেছিনা। অলরেডি Little Mouse ভাইকে মেসেজ করেছি। আর যারা সিনিয়র আছে তারাও যদি একটু সাহায্য করতেন!?
Winning Link: https://bitcointalksearch.org/topic/m.62823273

আশা করি @krogothmanhattan আপনার উত্তর দিয়ে দিয়েছেন, সে বোঝাতে চেয়েছে যে আপনি যদি USA থাকেন তাহলে ফ্রি শিপিং, অন্যথাই আপনাকে শিপিং ফি বহন করতে হবে ।  (আপনার উইনার এর যে গিফট)।
এর আগে আমাদের কমুনিটির @LDL ভাই মনে হয় গিফট এর পরিপর্তে BTC নিয়েছিলেন, @krogothmanhattan কে আপনি মেসেজ করেন সে আপনাকে অপশন দিতে পারে।   

59 - DYING_S0UL

 And we have a winner!

https://mempool.space/block/00000000000000000003e3aaab8405f17845bf19a4c4b331397f398677e4559c

  The blocks finally reached out and grabbed a winning number.

   Please reach and out tell me what you want me to do....

   Free shipping in the USA to you or MJ. Overseas you will need to cover or I can ship to MJ for free then you pay from there on

   Thanks to the rest for participating and will see you for the next free raffle soon ye all!!
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 10, 2023, 12:45:17 PM
বিজয়ী হয়েছি ভাই।  Smiley কেউ যদি একটু পরবর্তী প্রক্রিয়া নিয়ে হেল্প করতেন অনেক উপকার হতো। আমি বাহির থেকে কখনো কিছু আনাই নি। কিভাবে কি করবো বুঝতেছিনা। অলরেডি Little Mouse ভাইকে মেসেজ করেছি। আর যারা সিনিয়র আছে তারাও যদি একটু সাহায্য করতেন!?
Winning Link: https://bitcointalksearch.org/topic/m.62823273
আসলে সত্যি কথা বলতে আমার এ বিষয়ে কোনো এক্সপেরিয়েন্সি নাই ।  আমি কোনদিন  কোন কনটেস্টে উইন ও হয়নি  আর কোন কালেক্টিভস  বাহির থেকে আনিনি  সো আমি এ বিষয়ে আসলে কোন পরামর্শ আপনাকে দিতে পারছি না।

তবে আপনি যারা এ বিষয়ে এক্সপেরিয়েন্স তাদের কাছ থেকে জানতে পারেন  আমাদের লোকাল ফোরামের লোকজনদের কাছ থেকে এগুলো জেনে নিতে পারেন যদি তারা  এক্সপেরিয়েন্স থাকে।  তাদেরকে পিএম করেও জানতে পারেন ।

তবে Learn Bitcoin  ভাইয়ের মতো আমিও  বলব এখানে কিন্তু প্রাইভেসি ইস্যু আছে  আর যেহেতু আমাদের বাংলাদেশে এখনো   ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয়নি,  পদক্ষেপগুলো অবশ্য ভেবে চিন্তে নাওয়াই উচিত।   আর যেহেতু এখানে  বিটকয়েন  এর অ্যামাউন্ট রয়েছে সম্পর্কে  তাই আরেকটু সতর্ক হয়ে থাকবেন।  আমি মূলত এখানে এপ্লাই করেছিলাম  নিজে তো বাঙালি  আর বাঙালি মাগনা পাইলে আলকাতরাও নিয়ে যায় ,  আগে পেয়ে নেই পরেরটা পরের বিষয়।  আপনি চাইলে  এটা যদি গ্রহণ করতে না চান,  তাহলে  এমন যদি করা যায়   আপনি আরেকটা টপিক করলেন giveaway  সেখানে  আপনি  এটা অন্যের হাতে দিয়ে দিলেন যারে এটা নিতে কোন সমস্যা হবে না।  যে টাকা পাবেন সেটা কিন্তু খুব একটা বেশ ম্যাটার না।

আমি নিজে পাইলে  হয়তো এরকম কিছুই একটা করতাম  জাস্ট আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
September 10, 2023, 11:42:49 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৮ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-528th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5466327
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!





hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 10, 2023, 10:14:00 AM
বিজয়ী হয়েছি ভাই।  Smiley কেউ যদি একটু পরবর্তী প্রক্রিয়া নিয়ে হেল্প করতেন অনেক উপকার হতো। আমি বাহির থেকে কখনো কিছু আনাই নি। কিভাবে কি করবো বুঝতেছিনা। অলরেডি Little Mouse ভাইকে মেসেজ করেছি। আর যারা সিনিয়র আছে তারাও যদি একটু সাহায্য করতেন!?

Winning Link: https://bitcointalksearch.org/topic/m.62823273

প্রথমত আপনাকে অভিনন্দন।
এবার আসি আসল ব্যাপারে। আমার আগের সেই ঘটনা মনে আছে যেখানে আমার সাধারন একটা জার্সির জন্য ৮ হাজার টাকা চাইছে? আমি এখনো পার্সেল হাতে পাইনি। প্রায় ২ সপ্তাহ হতে চললো। একটু আগে ফোন দিলাম কাষ্টমার কেয়ারে, ফোন কেউ পিক করছে না। যেহেতু পার্সেল টা রিসিভ করার জন্য শিপিং ফি টা আপনার দিতে হবে, সুতরাং এই ব্যাপারে একটু সাবধান থাকবেন কারন এমন একটা দেশে বাস করি, কখন এটার জন্য ৫ হাজার টাকা চেয়ে বসে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। যাই হোক, আপনি জিনিসটা কে কতোটা ভ্যালুয়েবল মনে করেন সেটার ওপর ডিপেন্ড করছে সব। আপনার কাছে যদি ভ্যালুয়েবল মনে হয় তাহলে টাকা খরচ করে আনতে পারেন। আরেকটা ব্যাপার হলো আপনি ওনার কাছে জানতে পারেন যে এটার শিপিং চার্জ কতো সকল প্রকার কাষ্টমস চার্জ সহ। সেটা আপনি ওনাকে পেমেন্ট করে দিতে পারেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 10, 2023, 05:36:50 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৭ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-527th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5465518
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!




বিজয়ী হয়েছি ভাই।  Smiley কেউ যদি একটু পরবর্তী প্রক্রিয়া নিয়ে হেল্প করতেন অনেক উপকার হতো। আমি বাহির থেকে কখনো কিছু আনাই নি। কিভাবে কি করবো বুঝতেছিনা। অলরেডি Little Mouse ভাইকে মেসেজ করেছি। আর যারা সিনিয়র আছে তারাও যদি একটু সাহায্য করতেন!?

Winning Link: https://bitcointalksearch.org/topic/m.62823273

Quote from: Crypto Library
Quote from: Learn Bitcoin
Quote from: LDL
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 10, 2023, 03:40:31 AM
১০০*২=২০০
২০০*২=৪০০
৪০০*২=৮০০
৮০০*২=১৬০০
১৬০০*২=৩২০০
৩২০০*২=৬৪০০
৬৪০০*২=১২৮০০
১২৮০০*২=২৫৬০০
২৫৬০০*২=৫১২০০
৫১২০০*২=১০২৪০০
১০২৪০০*২=২০৪৮০০
২০৪৮০০*২=৪০৯৬০০
৪০৯৬০০*২=৮১৯২০০
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
কিছুদিন আগে আমি ১০০ ডলার বিনিয়োগ করেছি। ১০০ ডলারের ENJIN ক্রয় করেছি। তারা এই মাসের ১৩ তারিখ তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে। আমি আশা করছি আমার এই জার্নির প্রথম স্টেপ খুব শীঘ্রই ডান হবে।
যারা আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে নক দিন। আপনার ফান্ড আপনার কাছেই থাকবে। আপনার ফান্ড আমাকে দিতে হবে না। শুধু সবাই মিলে আলোচনা করতে পারবো যেটা আমাদেরকে কিছু ভালো প্রজেক্ট খুজে পেতে সহায়তা করবে।

বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬
full member
Activity: 770
Merit: 184
September 10, 2023, 03:36:29 AM
It would have been nice to get this attention in any other context.  WikiLeaks has kicked the hornet's nest, and the swarm is headed towards us.

কিন্তু আমার এমন মনে হয় না যে সরকার তখন সাতোশি কে কিছু করেছে। কারন যার জন্য বা যে কারনে করবে, তারা সে জুলিয়ানকেই ধরতে পারেনি তখনো, সাতোশি কে কিভাবে ধরবে? অবশ্য জুলিয়ান এখন কারাগারে আছেন।

ব্যাপার গুলা একটু জটিল এবং অনেক চিন্তা ভাবনা করেও অনেক প্রশ্নের জট খোলা যায়না, কিন্তু আপনার সাথে এই ক্ষেত্রে আমি একমত যে, সাতোশি কে সরকার এখনো কিছু করতে পারেনি আর সে যদি বেচেও থাকে তাহলেও কোনো সরকার তাকে কিছুই করতে পারবেনা।
প্রযুক্তির এই যুগে যেহেতু তিনি নিজেকে সম্পুর্ণভাবে বেনামি রাখতে সমর্থ হয়েছেন তাকে কেউ আর খুজে পাবে বলে মনে হয় না। তবে যদি সাতোশির কোন নিশ্চিত তথ্য পাওয়া যায় তাহলে তিনি যে দেশেরই হোক না কেন তাকে অবশ্যই তলব করবে। তাকে নানাভাবে অভিযুক্ত করা হবে। তিনি যে আধুনিক বিশ্বের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানকারী একজন ব্যক্তি তা বিশ্বনেতাদের অনেকেই অস্বীকার করবেন। এতে বিটকয়েনের প্রতি মানুষর যেই আস্থা আছে তা হারিয়ে যাবে। কারন তখন এটিকে সম্পুর্ণভাবে আমরা ডিসেন্ট্রালাইজড বলতে পারব না।  আরও কিছু নানা বিধ সমস্যা সৃস্টি হতে পারে। আমি মনে করি তিনি হয়তো বেঁচে আছেন তবে তার পরিচয় বেনামি থাকাই বিটকয়েনর জন্য মঙ্গল জনক। আর একটি বিষয় হল যে সময়টিতে জুলিয়ান কে ধরার জন্য সরকার ব্যস্ত হয়ে উঠেছিলেন সেই সময়ে বিটকয়েনের জনপ্রিয়তা ছিল না। ফলে সরকার এটিকে খুব বেশি গুরুত্বের সাথে নেয় নি যতটা তারা এখন অনুধাবন করছে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 10, 2023, 02:53:11 AM
It would have been nice to get this attention in any other context.  WikiLeaks has kicked the hornet's nest, and the swarm is headed towards us.

কিন্তু আমার এমন মনে হয় না যে সরকার তখন সাতোশি কে কিছু করেছে। কারন যার জন্য বা যে কারনে করবে, তারা সে জুলিয়ানকেই ধরতে পারেনি তখনো, সাতোশি কে কিভাবে ধরবে? অবশ্য জুলিয়ান এখন কারাগারে আছেন।

ব্যাপার গুলা একটু জটিল এবং অনেক চিন্তা ভাবনা করেও অনেক প্রশ্নের জট খোলা যায়না, কিন্তু আপনার সাথে এই ক্ষেত্রে আমি একমত যে, সাতোশি কে সরকার এখনো কিছু করতে পারেনি আর সে যদি বেচেও থাকে তাহলেও কোনো সরকার তাকে কিছুই করতে পারবেনা।

sr. member
Activity: 546
Merit: 268
September 10, 2023, 12:58:47 AM


দারুন একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। যদিও বিষয়টি আমার কাছে খুব কঠিন তবুও আমি যতটুকু পারছি সেটা উপস্থাপন করার চেষ্টা করলাম।
সামেসন দ্বারা কি পরিমান বিটকয়েন পর্যাপ্ত আছে সেটা নির্দেশ করে।
n=৩২, n=0 দ্বারা 2 লক্ষ দশ হাজার ব্লকে ৩৩ টি রিডাকশনকে বোঝায়।
২১০০০০×৫০/২^n দিয়ে প্রতি চার বছরে ব্লক কে বোঝায় অর্থাৎ চার বছরে দুই লক্ষ দশ হাজার ব্লকে বিটকয়েন ৫০/২, ২৫/২, ১২.৫/২, ৬.২৫/২  ইত্যাদি হারে কমে আসবে। n দিয়ে কত তম হালবিং হবে সেই সংখ্যাকে বোঝায়। ধরি সামনের বছরে চতুর্থতম হালবিং বোঝাবে।


hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 09, 2023, 10:28:44 PM
এই ঘটনাটা বা কাহিনীটা বলার কারণ উপরে যে সব পর্যবেক্ষণ বা কথা শুনলাম এগুলো অবাস্তব কিছু না সাতোশি যে জিনিসটা চাচ্ছিলেন মানে চেয়েছেন সেটা অনেক স্বার্থপর বড় তিমিদের নিকট তাদের ভাত হারানোর মতন হতেও পারে এমন কিছু যাই হোক রহস্য হয়তো কোনদিন উদঘাটন হবে না। তবে প্রশ্ন এখানেই যে সে তো বিটকয়েন টকে অ্যাকাউন্ট খুলে এক্টিভ ছিল হঠাৎ করে অফ হয়ে গেল কেন। আপনি সুন্দর একটা জিনিস পেশ করেছেন।

আসলে এগুলোর কোনটা সঠিক আমরা তো জানি না। হতে পারে সাতোশি বেচে আছেন এবং আমাদের মাঝেই আছেন। একদিন যদি হঠাৎ করে জানতে পারেন থেমোস ই সাতোশি, ব্যাপার টা কেমন হবে বলেন তো? তবে আমার কোনো কারনেই মনে হয় না থেমোস সাতোশি হতে পারেন। বিটকয়েন কমিউনিটি নতুন থাকা অবস্থায় যখন উইকিলিকস বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলো এবং সেটা নিয়ে তখন তুমুল আলোচনা সমালোচনার তৈরী হয়। তখনই সাতোশি অনমান করতে পেরেছিলেন যে মানুষ আর্থিক স্বাধীনতার জন্য লড়াই করবে আর এটা সহজ হবে না। সরকার তখন থেকেই বিটকয়েন কে রিস্ট্রিক্ট করতে চেয়েছে। কিন্তু তখনকার সময় সরকারের এমন কোনো প্রযুক্তি বা এমন কেউ ছিলো না যারা তাদের সহায়তা করবে। কারন সবাই চায় তাদের থেকে মুক্তি পেতে। সাতোশি অসন্ন বিপদ আশংকা করেই এই পোষ্ট করেছিলো;

It would have been nice to get this attention in any other context.  WikiLeaks has kicked the hornet's nest, and the swarm is headed towards us.

কিন্তু আমার এমন মনে হয় না যে সরকার তখন সাতোশি কে কিছু করেছে। কারন যার জন্য বা যে কারনে করবে, তারা সে জুলিয়ানকেই ধরতে পারেনি তখনো, সাতোশি কে কিভাবে ধরবে? অবশ্য জুলিয়ান এখন কারাগারে আছেন।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 09, 2023, 10:07:45 PM
ক্রিপ্টো ব্যবসায়ীকে ১১ হাজার বছরের কারাদণ্ড দিল তুরস্ক ।



তুরস্কের এক ক্রিপ্টো ব্যবসায়ীকে ১১ হাজার বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অর্থ পাচার, জালিয়াতি এবং অপরাধী সংগঠন তৈরির অপরাধে তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

থোডেক্স নামে ক্রিপ্টো কারেন্সি লেনদেন প্রতিষ্ঠান গঠন করেছিলেন ফারুক ফাতিহ ওজার (২৯)। তিনি তাঁর দুই ভাই সেরাপ ও গুভেন আলবেনিয়ায় পালিয়ে গিয়েছিলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত ফাতিহ ও তাঁর দুই ভাইয়ের প্রত্যেককে ১১ হাজার ১৯৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

আদালতের কাছে মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অর্থ পাচার, জালিয়াতি এবং অপরাধী সংগঠন তৈরির অপরাধে থোডেক্সের প্রতিষ্ঠাতার ৪০ হাজার ৫৬২ বছর কারাদণ্ড আবেদন করেছিলেন। তবে আদালত কৌঁসুলির সেই আবেদন না রেখে তিন ভাইকেই ১১ হাজার ১৯৬ বছর করে কারাদণ্ড দেন।

তবে ফাতিহ ওজার তাঁর বিরুদ্ধে আনা অপরাধী সংগঠন তৈরির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতকে বলেছেন, ‘আমি যদি কোনো অপরাধী সংগঠন প্রতিষ্ঠান করতে পারতাম, তবে নিশ্চয়ই এত কাঁচা কাজ করতাম না।’

সোর্স লিংকঃ ক্রিপ্টো ব্যবসায়ীকে ১১ হাজার বছরের কারাদণ্ড দিল তুরস্ক ।


আমার মতামত হচ্ছে প্রকিত পক্ষে এই মানুষটি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে, সে হয়তো মুক্তি পেতে পারে, যখন কিনা তুরস্কের ক্রিপ্টো বৈধতা পাবে, পুরো প্রিথিবি যখন ক্রিপ্টো কারেন্সিকে বৈধতা দেবার চিন্তা করছে তখন, এতটুকু আশা করা যায় যে আগামীতে সব দেশ ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা দেবে, এবং সবাই খুব সহজে লেনদেন করতে পারবে। 
sr. member
Activity: 1008
Merit: 366
September 09, 2023, 12:16:40 PM
এখানে আমার একটি ডাউট আছে যেহেতু আমাদের দেশে এখনো বিটকয়েনের কোন বৈধতা দেওয়া হয়নি সেই ক্ষেত্রে যদি আমি কোন এডভোকেটের সাহায্য নেই তাহলে সেটি কি সমর্থনযোগ্য হবে? যদি বভিষ্যতে সেই ওয়ালেট নিয়ে কোন মামলা হয় তাহলে সেটি আদালতে উপস্থাপন করা হলে কেমন হবে? যেহেতু বিটকয়েন সরকারের দ্বারা সমর্থিত নয় তাহলে সেই বিটকয়েন কি সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হবে কি না? তবে আমি মনে করি যদি আজকে থেকে এই ধরনের ঘটনা 20 বছর পরে হয় তাহলে আমরা সেই সময়ে আমাদের দেশে বিটকয়েনের বৈধতা পেতে পারি। 

বৈধতা না দেওয়া পর্যন্ত এডভোকেটের সাহায্য না নেওয়াটাই ভালো। কারণ আইনি ঝামেলা অবশ্যই হবে। যদি সেফ এ রাখার জন্য আপনি এডভোকেট এর সাহায্য নিতে চান তাহলে নিয়েন না। আপনি কিছু টেকনিক এর মাধ্যমে এই কাজ টা করতে পারেন। আমার জানা মতে আপনার পারসোনাল জিনিষ এর তথ্য দিতে হয় না ব্যাংক এ রাখার সময়। আপনি পেনড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভ(SSD) ইউজ করতে পারেন। তবে এর মধ্যে কি রাখা আছে তার তথ্য দিতে হবে না এবং এটিকে সেফ রাখার জন্য পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। এবং ফাইল এনক্রিপ্ট করে রাখবেন। তাহলে কেউ ওইটা এক্সেস করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। এই পাসওয়ার্ড আপনি শেয়ার করতে পারেন আপানার কাছের মানুষদের কাছে যারা পরবর্তীতে ওই ব্যাংক এ রাখা আমানত এক্সেস করতে পারবে।

আর অন্য কারণ এ হইলে ঝামেলায় জড়াইতে পারেন। সুতরাং না করাটাই ভালো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 09, 2023, 12:16:26 PM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 09, 2023, 12:16:05 PM
সাতোশি পৃথিবীতে নেই এভাবে আমি বলতে চাই না। কারন আমরা কেউ জানি না তিনি কোথায় আছেন। আমি শুধুমাত্র পসিবিলিটি শেয়ার করেছি যে এটা হতেও পারে আবার নাও হতে পারে। আর সাতোশি না থাকলে তার বিটকয়েনের একসেস অন্য কেউ পাবে ব্যপার টা সেরকম ও না। সাতোশি প্রাইভেসি নিয়ে মারাক্তক রকমের কনসার্ড! সে কখনোই তার ওয়ালেট এনক্রিপ্টেড করা ছাড়া রাখবে না। সে যদি মারা গিয়েও থাকে, অন্য কারো হাতে তার ওয়ালেট থাকলেও সেই ওয়ালেট ক্র্যাক করা যে কেউ পারবে না। সুতরাং একজন মারা যাওয়া মানেই এই নয় যে যারা তার কম্পিউটার বা অন্য ডিভাইস পাবে তারা তার ওয়ালেট একসেস করতে পারবে। আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।
আপনার উপরের পোস্টটি পড়ে আমার ভেতরে খুব থ্রিলিং একটা ব্যাপার ফিল হয়েছে। এমন অনেক ঘটনা ঘটেছে যে অনেক বড় বড় শক্তিধর দেশ বা গোয়েন্দা সংস্থা তাদের স্বার্থের জন্য এমন অনেক মানুষকে উধাও করে ফেলেছে। কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম সেখানে একজন টিকটকার সিম্পল ব্লগ করতে করতে হঠাৎ করে ক্যামেরায় একটা কিছু দেখতে পায় তারপর সে এটা নিয়ে বারবার ভিডিও বা অনুসন্ধান করতে যেতে চাইলে এক সময় সে একটা আইনি সংস্থার দ্বারা বাধা প্রাপ্ত হয় তারপরও সে যখন সেই অনুসন্ধান চালিয়ে যেতে থাকে তখন সে কিছুদিনের জন্য উধাও থাকে পরবর্তীতে সে একটি ভিডিও পেশ করে যে সে এর আগে যে সব ভিডিও করেছে সেগুলো সব মিথ্যা।
আবার তার কিছুদিন পরে আবার সে বল যে তাকে আটকে রাখা যাবে না সে অনুসন্ধান চালিয়ে যাবে এভাবে আর একটি ভিডিও করার পর তারপর থেকে তাকে আর ইন্টারনেটের জগত কিংবা কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে তার ফ্যামিলিসহ সবাই মৃত হিসেবে গণ্য করে নিয়েছে।
এই ঘটনাটা বা কাহিনীটা বলার কারণ উপরে যে সব পর্যবেক্ষণ বা কথা শুনলাম এগুলো অবাস্তব কিছু না সাতোশি যে জিনিসটা চাচ্ছিলেন মানে চেয়েছেন সেটা অনেক স্বার্থপর বড় তিমিদের নিকট তাদের ভাত হারানোর মতন হতেও পারে এমন কিছু যাই হোক রহস্য হয়তো কোনদিন উদঘাটন হবে না। তবে প্রশ্ন এখানেই যে সে তো বিটকয়েন টকে অ্যাকাউন্ট খুলে এক্টিভ ছিল হঠাৎ করে অফ হয়ে গেল কেন। আপনি সুন্দর একটা জিনিস পেশ করেছেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 09, 2023, 11:01:38 AM
তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
প্রস্তাবনা সুন্দর কিন্তু লোকাল বোর্ড পেতে আমার মনে হয় না এইটা কোন ইস্যু হতে পারে। যদি আমাদের লোকালে যথেষ্ট মেম্বার থাকে + এক্টিভিটি থাকে, তাহলে আশা করি আমরা লোকাল বোর্ড পেয়ে যাবো। মোটামুটি আরো ২০-৩৫ জন এক্টিভ মেম্বার লাগে। আপনি তো অনেকদিন এইখানে আছেন। আপনি এক্টিভ হতে পারেন। আমাদের জন্য সেটা ভালো হত। নিশ্চয়ই আপনি এইখানে আমাদের বেশি ক্রিপ্টোকারেন্সি নিয়ে জ্ঞান রাখেন।
তাছাড়া যে যত যাই বলুক, এই থ্রেড ক্রিয়েটর এর উপরে আমরা কেউ না। কারন এইটা সেলফ মডারেটেড থ্রেড। উনার সিদ্ধান্তই বড়।

কেউ যদি Flush.com এর গিভএওয়েতে জয়েন করতে চান- https://bitcointalksearch.org/topic/flushcom-exclusive-contest-win-00005-btc-5466093

শর্ত- ফ্লাশে আপনার একটা একাউন্ট থাকতে হবে এবং যে কোন এমাউন্ট এর একটা ডিপোজিট থাকতে হবে।
যারা নতুন, ফ্লাশে একাউন্ট করে ছোট এমাউন্ট ডিপোজিয় করতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 09, 2023, 08:09:13 AM
sr. member
Activity: 616
Merit: 322
September 09, 2023, 06:33:00 AM
Jump to: