Author

Topic: বাংলা (Bengali) - page 162. (Read 5721440 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 09, 2023, 06:02:51 AM
তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।
থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
মতামত চাওয়ারই কোন প্রয়োজন নাই।  বাংলাদেশ রয়েছে এটাতে কি সমস্যা হচ্ছে এটাই তো আমি বুঝতেছিনা।  আপনার কথায় যুক্তি রয়েছে  কিন্তু এমন হলে তো লোকাল বোর্ড মানে  প্রয়োজনই নাই  ইন্ডিয়ার পাকিস্তানের ভাষাও তো সেম হিন্দি  আবার ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্ট ভাষা আছে তারা কি করবে।  মনের একটা প্রশান্তি থাকবে এখানে  বাংলাদেশ নামটাই থাকুক এটা নিয়ে ভোটাভুটি নাই চলুক  আমার মনে হয় এই ফোরামে বেশিরভাগ লোকই বাংলাদেশী আর যদি ইন্ডিয়ান কোন ভাই থেকে থাকেন তারা  ইন্ডিয়ার লোকাল বোর্ডে গিয়ে আবেদন করতে পারেন  চাইল্ড বোর্ড  খোলার জন্য, আর বাংলাদেশ নাম থাকাতে যে  কলকাতার বাঙালিরা এখানে কোন কথা বলতে পারবেনা এমন কোন বাধ্যবাধকতা তো নেই।
আমি নিজেও হিন্দি ,  উর্দু হালকা হালকা পারি  আমি মাঝে মধ্যে পাকিস্তানি বোর্ডে পোস্ট করেছি। তারা একই ভাষায় কথা বলে দেখে যে তাদের ইচ্ছা নেই যে আলাদা বোর্ড থাকুক এমন কিন্তু নয় তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করলে আমার মনে হয় বেশিরভাগ উত্তর এটাই হবে যে আমাদেরও একটা পার্সোনাল বোর্ড থাকুক। বিভক্তির কথা বলতেছি না।
বাংলাদেশী থাকুক, এইসব আলোচনার থেকে টেকনিক্যাল কোন কিছু  শেয়ার হলে আরো বেশি ভালো হবে নতুন কিছু জানতে পারবো। ।  বাই দ্যা ওয়ে নো ওপেনস
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 08, 2023, 10:50:02 PM
আর একখান ভুল ধারণা আছে যে বাংলা থ্রেড হইলে আমাগো ভারতে ঢুকাইয়া দিব। এইটা তিন বছর আগে হইতে পারতো। কিন্তু এখন আর হইবো না। বাংলায় এক্টিভিটি ভারতের দিয়া বেশি।

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...

নাম পরিবর্তনের মধ্যে আলাদা কোনো ফাইদা আছে বলে মনে হয়না কারন নাম ঠিক আছে, যেমন আপনি কিছু ভাষা ব্যাবহার করেছেন সেগুলা আঞ্চলিক ভাষা তাই সেগুলোকে পুরোপুরি বাংলা বলা যায়না, কিন্তু যখন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন তখন, আপনার আঞ্চোলিকতা তেমোন ব্যাপার হবেনা।

সাতোশি পৃথিবীতে নেই এভাবে আমি বলতে চাই না। কারন আমরা কেউ জানি না তিনি কোথায় আছেন। আমি শুধুমাত্র পসিবিলিটি শেয়ার করেছি যে এটা হতেও পারে আবার নাও হতে পারে। আর সাতোশি না থাকলে তার বিটকয়েনের একসেস অন্য কেউ পাবে ব্যপার টা সেরকম ও না। সাতোশি প্রাইভেসি নিয়ে মারাক্তক রকমের কনসার্ড! সে কখনোই তার ওয়ালেট এনক্রিপ্টেড করা ছাড়া রাখবে না। সে যদি মারা গিয়েও থাকে, অন্য কারো হাতে তার ওয়ালেট থাকলেও সেই ওয়ালেট ক্র্যাক করা যে কেউ পারবে না। সুতরাং একজন মারা যাওয়া মানেই এই নয় যে যারা তার কম্পিউটার বা অন্য ডিভাইস পাবে তারা তার ওয়ালেট একসেস করতে পারবে। আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।

ভাই আমিও "সাতোশি" কে নিয়ে কনফিউশন কারন হচ্ছে এটা নিয়ে অনেক বিস্তর ভাবে আলোচনা হয়েছে কিন্তু কেউ আসলে সঠিক কোনো উত্তর দিতে পারেনাই।

অনেক সময় আমার কাছে মনে হয়েছে দুনিয়াতে আপন বলতে কেউ নেই অনেক উথান পতনের মধ্যে দিয়ে সাধারন একটা জীবন জাপন করার চেস্টা করেছি, কিন্তু আমার মতে পরিবারের একজনকে অন্তত জানানো উচিৎ যে আপনার বিটকয়েন কোথাই রয়েছে এবং তা কিভাবে পরের প্রজন্ম ব্যাববার করতে পারবে, তাছাড়া ধারাবাহিকতা হয়তো ধরে রাখা যাবেনা।

Code:
বিদ্রঃ সোর্সঃ যদিও নিজের মতো করে লেখার চেস্টা করি তারপরেও আমার লেখাতে কেউ কোনো সোর্স বা মিল পেলে জানাবেন আমি সেই সোর্স লিংকটি দিয়ে দেবো।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 08, 2023, 10:15:32 PM
 
আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।
জীবন মরনের গ্যারান্টি নেই ভাই। আপনার ওয়ালেটের ব্যাকাপ করে আপনি আপনার বিশ্বস্ত আপনজনের কাছে দিয়ে রাখেন। আমি অতিতে বাউন্টি করে কিছু বিটকয়েন সঞ্চয় করে রেখেছি এবং ঐ ওয়ালেটের সিকিউরিটি আমি আমার আপনজনের কাছে দিয়ে রেখেছি। আমার কিছু হয়ে গেলে সেটা আল্লাহর রহমতে সেই বিটকয়েন যেন আমার আপনজনেরা ভোগ করতে পারে। অবশ্যই সেটা কাগজের মাধ্যমে লিখে সংরক্ষণ করেছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 08, 2023, 10:06:39 PM
sr. member
Activity: 546
Merit: 268
September 08, 2023, 09:34:39 PM

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
ভাই থ্রেডের নাম পরিবর্তনের কোন দরকার নেই কারণ থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) বলতে বাংলাদেশকে ও বাংলাদেশের ভাষাকে বোঝায়।
যদি নাম পরিবর্তন করে বাংলা(Bengali) করা হয় তাহলে তখন এটিকে আপনি শুধু বাংলাদেশ এবং বাংলাদেশের ভাষাকে বোঝাতে পারবেন না। কারন আমরা বাংলাদেশের নাগরিক সেই শর্তে আমাদের মুখের ভাষা বাংলা কিন্তু যদি আপনি বাঙালি বলেন তাহলে কলকাতার বাঙালিদেরকে বুঝানো। তাই বাংলা শুধু আমাদের বাংলাদেশকে বুঝাবেনা বরং এটি কলকাতা সহ আরো বেশ কয়েকটি ইন্ডিয়ার রাজ্যকে বোঝানো হবে। তাই যতই যুক্তি উপস্থাপন করি না কেন আমাদের থ্রেডের কোন নাম পরিবর্তনের দরকার নেই।
member
Activity: 86
Merit: 27
September 08, 2023, 04:01:51 PM
ভাই, যারা সত্যই বাংলায় নিজস্ব সাব-ফোরাম চাইতাসেন, তারা নিচের চার্টটি ভালো কইরা দ্যাখেন...


লোকালের সাব-বোর্ডগুলাও ভালো কইরা দেখেন। ভারত ছাড়া বাকি প্রায় সমস্ত সাব-বোর্ড ভাষাভিত্তিক, দেশভিত্তিক নয়। বহু ভাষাভাষীর দেশ হওনের দরুন ভারত আলাদা সাব পাইসে। তাই হ্যাগো কথা আলাদা। খেয়াল করেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন ইত্যাদি ইংরেজি ভাষাভাষীর দেশগুলার কোনো নিজস্ব সাব নাই। আবার কাতার, সৌদি ইত্যাদি আরব ভাষাভাষীর দেশগুলা আরবিক সাবে কথা কয়। পর্তুগিজ সাবে পর্তুগাল ও ব্রাজিল উভয়ের মানুষই কথা কয়।

পাশাপাশি আরেকটা জিনিস ভাবেন। একটু যদি খোঁজ নিয়া দেখেন, তাইলে জানবেন, বিটকয়েনটক ফোরামের বিভিন্ন ঘটনায়, দেমস একাধিক আইনি সমস্যা ভোগ করসে। তাই, একটা দেশ, যেখানে ক্রিপ্টো ঘোষিতভাবে অবৈধ, সেটারে সাব দিয়া দেমস অহেতুক আইনি সমস্যা বাড়াইতে চাইবো না। কিন্তু ভাষার ভিত্তিতে সাব দিলে সেই সমস্যা নাই। কারণ বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতেই আছেন, যেখানে ক্রিপ্টো ব্যবহার আইনসিদ্ধ।

আর একখান ভুল ধারণা আছে যে বাংলা থ্রেড হইলে আমাগো ভারতে ঢুকাইয়া দিব। এইটা তিন বছর আগে হইতে পারতো। কিন্তু এখন আর হইবো না। বাংলায় এক্টিভিটি ভারতের দিয়া বেশি।

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 08, 2023, 12:35:59 PM
বিটকয়েনের টাকায় অপারেশন
বিটকয়েনের টাকায় জার্সি

বিষয়টি হয়তোবা অনেক ছোট বা অফ টপিক হয়ে গেলো, কিন্তু LDL ভাইয়ের আগের পোস্টটি দেখে আমি নিজেও কন্ট্রোল রাখতে পারলাম না। তাই আবশেষে পোস্টটি করেই ফেল্লাম। আসলে এই অনুভূতি লেখে বোঝানোর মতো নয়। কেউ যখন তার লাইফে প্রথম ইনকাম করে তখন তার যে অনুভূতিটা হয় তা শুধুমাত্র সে একাই জানে। এই ব্যাপারটা আসলেই অসাধারণ। তাই বেশি কিছুই বল্লামনা আশা করি সবাই বিষয়টি বুঝতে পরেছেন।




Bitcoin is the next key to success.
full member
Activity: 770
Merit: 184
September 08, 2023, 12:31:16 PM
~কাট

সবচেয়ে ভালো উপায় হইলো আপনার দলিল নামা করে রেখে যাওয়া। কোনো ব্যাংক অথবা সেফ হিসেবে যেখানে আমানত রাখা যায়। আপনার ওয়ালেট এর কি ব্যাকআপ করে আপনি মৃত্যু বরণ করলে কে ওই আমানত এর মালিক হবে তার কাছে হস্তান্তর করতে পারবে ওই ব্যাংক অথবা যেই সার্ভিসটি আপনি ব্যবহার করতে চান। এই ক্ষেত্রে আপনাকে কোনো ডিভাইস অথবা এমন কিছু ব্যবহার করতে হবে যেটা সহজে নষ্ট হবে না। হতে পারে কোনো পেনড্রাইভ অথবা কাঠ এ খোদাই করা এমন কিছু। আমার জানা মতে আপনি এই সব লকার এ একটি নির্দিষ্ট কারো জন্য এবং লিগ্যাল ভাবে তাদের বয়ষ কত হইলে তারা তা বের করতে পারবে তা নির্ধারন করা যায়।
এখানে আমার একটি ডাউট আছে যেহেতু আমাদের দেশে এখনো বিটকয়েনের কোন বৈধতা দেওয়া হয়নি সেই ক্ষেত্রে যদি আমি কোন এডভোকেটের সাহায্য নেই তাহলে সেটি কি সমর্থনযোগ্য হবে? যদি বভিষ্যতে সেই ওয়ালেট নিয়ে কোন মামলা হয় তাহলে সেটি আদালতে উপস্থাপন করা হলে কেমন হবে? যেহেতু বিটকয়েন সরকারের দ্বারা সমর্থিত নয় তাহলে সেই বিটকয়েন কি সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হবে কি না? তবে আমি মনে করি যদি আজকে থেকে এই ধরনের ঘটনা 20 বছর পরে হয় তাহলে আমরা সেই সময়ে আমাদের দেশে বিটকয়েনের বৈধতা পেতে পারি। 
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 08, 2023, 12:09:06 PM
sr. member
Activity: 546
Merit: 268
September 08, 2023, 11:25:31 AM

যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে?
সাতোশি মার্কিন সরকারের কবলে পড়েছে বা পড়তে পারে দুটি সম্ভাবনা রয়েছে তবে এটা সত্যি যে সাতোশি আর পৃথিবীতে নেই। তবে কোন ব্যক্তি যদি সরকারের অধীনে গুম হয় তবে তার তথ্য অবশ্যই লিক হয় কিন্তু সাতোশি আজও অব্দি জীবিত অবস্থায় আছে না মৃত অবস্থায় রয়েছে সেটা এখনো একটি ধোঁয়াশায় রয়েছে। মার্কিন সরকার যদি তাকে সত্যিই মেরে ফেলে তাহলে তার 1মিলিয়ন বিটকয়েনের লোভ সামলাতে পারবেনা। অবশ্যই সাতোশির ওয়ালেট থেকে তার নিখোঁজ হওয়ার পর বিটকয়েন ট্রানসেকশন হতো।
অনেকেই সাতোশিকে Hal finney এর সাথে তুলনা করে যদিও হাল ফিননি আজ থেকে এক যুগ আগে মারা গেছেন। তার মৃত্যুর মধ্য দিয়েই কি সাতোশি যুগের শেষ হয়ে গেছে কিনা কে জানে। তবে প্রথম বিটকয়েন রিসেভার হিসাবে সাতোশি কেনই বা হাল ফিননিকে বেছে নিল। এটাও তো হতে পারে যে হাল ফিন্নি পরীক্ষামূলক ভাবে তার অল্টারনেটিভ ওয়ালেটে ৫০ টি বিটকয়েন পাঠিয়ে লেনদেনের সত্যতা প্রমাণ করলো।
তবে সব কিছুর ধোঁয়াশা কেবল সাতোশিকে গিরেই রয়েছে। যদি মার্কিন সরকার বিশেষ গোয়েন্দা বাহিনী দিয়ে সাতসীকে মেরেই ফেলে তাহলে ওই গোয়েন্দা বাহিনী হয়তো আর পৃথিবীতে নেই। কেননা আমরা অনেক সিনেমায় দেখেছি কিলার মিশন সাকসেসফুল করার পর ওই কিলারকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় যাতে তথ্য লিক না হয়।

1000000 বিটকয়েন কোন সরকারের কাছে থাকলে সেই বিটকয়েন সরকার বিক্রি করবে না এটা বিশ্বাস করতে পারিনা। Ross Ulbricht এর বাজেয়াপ্ত বিটকয়েন মার্কিন সরকার কয়েক মাস আগে বিক্রির জন্য কয়েনবেস ওয়ালেটে ট্রান্সফারিং করেছে এটা মোটামুটি সবাই জানি। তাই সাতোশির বিটকয়েন খুব সম্ভবত হারিয়ে গেছে। এটা আর উদ্ধার করা সম্ভব নয়।
sr. member
Activity: 1008
Merit: 366
September 08, 2023, 05:07:53 AM
~কাট

সবচেয়ে ভালো উপায় হইলো আপনার দলিল নামা করে রেখে যাওয়া। কোনো ব্যাংক অথবা সেফ হিসেবে যেখানে আমানত রাখা যায়। আপনার ওয়ালেট এর কি ব্যাকআপ করে আপনি মৃত্যু বরণ করলে কে ওই আমানত এর মালিক হবে তার কাছে হস্তান্তর করতে পারবে ওই ব্যাংক অথবা যেই সার্ভিসটি আপনি ব্যবহার করতে চান। এই ক্ষেত্রে আপনাকে কোনো ডিভাইস অথবা এমন কিছু ব্যবহার করতে হবে যেটা সহজে নষ্ট হবে না। হতে পারে কোনো পেনড্রাইভ অথবা কাঠ এ খোদাই করা এমন কিছু। আমার জানা মতে আপনি এই সব লকার এ একটি নির্দিষ্ট কারো জন্য এবং লিগ্যাল ভাবে তাদের বয়ষ কত হইলে তারা তা বের করতে পারবে তা নির্ধারন করা যায়।

তবে এক এর অধিক জায়গায় রাখা টা বুদ্ধিমানের কাজ। আপনি এই প্রোসেসটা ফলো করলে আশা করি বেস্ট রেজাল্ট পাবেন। আরও উপায় আছে যেমন DYING_S0UL ভাই বলেছেন। ওগুলা ও ফলো করতে পারবেন। তবে বিষয় টা আমার কাছে কমপ্লিকেটেড মনে হয়। ধরেন যদি কি হারিয়ে ফেললেন। অথবা আরও বিষয় আছে যার ফলে ক্ষতি হতে পারে। এই জন্য ম্যানুয়ালী করা টা আমারে কাছে বেটার মনে হয়।
sr. member
Activity: 798
Merit: 377
September 08, 2023, 04:26:05 AM
আমরা মানুষ কোন একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আপনি মারা যান, ধরে নিন ভৌত সম্পদ মধ্যে মাঠে আপনার ৫ একর জমি আছে। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী আপনার জমি বন্টন করে নিবে। আপনার যদি সম্পত্তির দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবে। আপনার নামে যদি কোন ভৌত সম্পদ থাকে কোন ভাবে তা আপনার ছেলে মেয়ে ভোগ করতে পারবে।

এখানে আমরা অনেক সদস্য আছি যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন, কেউ আবার সিংনেচার করে ইনকাম করছেন। সবাই জানে আমাদের বাংলাদেশ বিটকয়েন কত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আপনি-আমি চিরকাল বেচে থাকবো না। হঠাৎ করে মারা যেতে পারি। ভৌত সম্পদের মত আপনার ছেলে মেয়েরা আপনার গুপ্ত বিটকয়েন খুঁজে পাবেনা। আপনি ছাড়া কেউ ওয়ালেটের গোপনীয়তা জানতে পারবে না। এখন মুল বিষয় হলো আপনারা বিটকয়েন ধারন করে রেখেছেন একটি নিদিষ্ট ওয়ালেটে, আপনারা ওয়ালেটের গোপনীয়তা কিভাবে সংরক্ষন করছেন? আপনি মারা যাওয়া পর আপনার ছেলে মেয়ে কিভাবে আপনার বিটকয়েন ভোগ করতে পারবে? এ বিষয়ে আপনি কেমন পদক্ষেপ গ্রহন করেছেন ?


এই বিষয়ে আমি ইন্টারন্যাশনাল সেকশনে একটি পোস্ট পড়েছিলাম। লিংকটা হারাই ফেলেছি। বিষয়টা আমার স্পষ্ট মনে নাই, বাট কনসেপ্টটা হলো বিটকয়েন ওয়ালেটে locktime না কি জানি উপায়ে বিটকয়েনকে signed transaction করে রাখা যায়। আপনি আপনার ছেলেমেয়েদের সকল তথ্য দিয়ে রাখবেন। কিন্তু তারা সেটি চাইলেও সাথে সাথে বের করতে পারবেন না। যেমন ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর এমন টাইম বেধে লক করা যায়। ঐ নিদিষ্ট তারিখের পরই ব্লকটি ভ্যালিড হবে এবং আপনি টাকা উত্তলন করতে পারবেন। আমি ঠিকমতো হয়তো বুঝাইতে পারিনাই।

নোট: LoyceV এর এই পোস্টটি পড়েন, আশা করি অনেক অনেক উপকারে আসবে।

পোস্ট লিংক: https://bitcointalksearch.org/topic/using-locktime-for-inheritance-planning-backups-or-gifts-5180850

২য়, আপনি উইল করে দিয়ে যেতে পারেন এবং প্রাইভেট কি কে ৩-৪ ভাগে একটা আপনার উইল অন্য ২টি আপনার সন্তানদের যদি ২ জন হয় এভাবে ভাগে ভাগে দিতে পারেন। এভাবে তারা চাইলেও টাকা বের করতে পারবে না। আপনার মৃৃত্যবরণের পরই শুধুমাত্র ঐ উইল থেকে বাকি মিসিং কি টা পেতে পারবে। আমি এই দুই উপায় জানি।

আমি যদি কখনো আমার ক্রিপ্টো রেখে যেতে চাই তাহলে ১ম উপায়ে রাখবো।

প্রথম বিষয় আমি সমর্থন করি।
কিন্তু দ্বিতীয় পদক্ষেপের ক্ষেত্রে আমি কাগজের মানিব্যাগ পছন্দ করি। কাগজের মানিব্যাগ সবচেয়ে বেশি নিরাপদ কারণ এটি হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নাই যদি আপনি হারিয়ে না ফেলেন। আমি হার্ডওয়ার ওয়ালেট সংরক্ষণ করেছি যার চাবি কাগজের ডাইরি তে সংরক্ষণ করে নিরাপদ স্থানে রেখে দিয়েছি যা পরবর্তী প্রজন্ম এটাকে খুঁজে পাবে। এবং আমাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ।
আমি মারা যাব এটা চিরন্তন সত্য কিন্তু আমার রেখে যাওয়া বিটকয়েন ওয়ালেটের চাবি একমাত্র কাগজের পাতায় লিপিবদ্ধ থাকবে। কাগজের মানিব্যাগ  (ডাইড়ি) আগুন থেকে দূরে এমন স্থানে রেখে দিলে সবচেয়ে নিরাপদ হবে।
jr. member
Activity: 462
Merit: 2
September 08, 2023, 04:09:32 AM
আমরা সবাই বাঙালি। তাই ভাবলাম বাঙালিদের কিছু গুণের একটা তালিকা বানায়।

বাঙালি জাতির কিছু বিশেষ গুণ

১. বাঙালি জাতির প্রত্যেকটা মানুষই বাচাল। সবসময় শুধু কথা বলে। কোনো কারণ ছাড়াই প্রচুর কথা বলে। থামতে বললে কিছুক্ষণ পরে আবার শুরু করে। আর কথা বলার সময় শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা বলাকে একটা ফ্যাশান বানিয়ে ফেলেছে। কথা বেকার সময় দেখা ৯০   ভাগ মিথ্যা কথা বলে আর মাত্র ১০ ভাগ সত্য কথা বলে।

২. বাঙালিরা কখনো কারও থেকে কিছু শিখতে চায় না। শুধু শেখাতে চায়। বর্তমানে অনেক শিশু আছে যারা শিক্ষকেই মানে না।

৩. বাঙালি সবসময় সত্য কথা বলতে ভয় পায়। সত্য কথা বললে যদি জেলে যেতে হয়, তাই বাঙালি মিথ্যার কাছেই মাথা নতুন করে থাকে। বিড়ালের মতো ১০০ বছর বাঁচার কোনো লাভ নাই, সিংহের মতো ১ ঘণ্টা বাঁচতে চাই।

৪. বাঙালি শুধু নিজের সুবিধাটুকু বোঝে। অন্যেরটা নয়। বাঙালি শুধু অন্যের অসুবিধা করে নিজের সুবিধা খোজে।

৫. বর্তমানে বাঙালি জাতির কেউ কাউকে সম্মান ও শ্রদ্ধা করে না। নিজেকে একাই একশ মনে করে। বাঙালি জাতির প্রত্যেকে বড়দের প্রতি সবসময় অভদ্রের মতো আচরণ করে।

৬. বাঙালি জাতির আরেকটা গুন হচ্ছে অন্যকে অপমান করে নিজেকে সম্মানিত করে। আবার কেউ যদি কাউকে অপমান করে খুশি হয়।

৭. বাঙালি জাতির সবাই শুধু অন্যের ভুল ধরতে ব্যস্ত। কিন্তু কেউ নিজের ভুলগুলো খোজে না।

৮. যার ক্ষমতা বেশি বাঙালি তাদের সবসময় মেনে চলে। তাদের সমস্ত অন্যায়কেও মেনে চলে। কেউ প্রতিবাদ করে না। তাদের চরিত্র যদি খারাপও হয়, তাও বাঙালি মনে করে তাদের চরিত্র ফুলের মতো পবিত্র।

৯. বাঙালি আরেকটা কাজও ভালো করতে পারে সেটা হচ্ছে ভণ্ডামি। আমরা তাহেরি হুজুরের জিকির শুনলেই এটা বুঝে যাব।

১০. বাঙালির একটা পুরাতন স্বভাব সেটা বাঙালিদের কাছ থেকে আর গেল না। সেটা হচ্ছে ঋণ পরিশোধ না করা। বাঙালি ঋণ পরিশোধ করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

বাঙালিদের আরও অনেক গুণ আছে। যেমন : চোর, দুদুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর। আসলে বাঙালি জাতি একটা গুণসম্পন্ন জাতি। যাদের গুণের কথা বলি শেষ করা যাবে না। অন্য কোন জাতির বাঙালি জাতির মত এত গুন থাকে না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 08, 2023, 03:53:02 AM
--

---

ভাই আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু আপনাদের পোস্ট দেখে আমি লজ্জা পাচ্ছি। কারণ আমাকে নিয়ে যেগুলো আলোচনা করছেন, সেই রাস্তায় যেতে বহুদুর। আমার পোস্ট টা একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন কেনো এই কথা বললাম।

প্রথম কথা হলো, বাংলাদেশের রেপুটেশন। বাংলাদেশ এর ফোরাম ইউজারদের রেপুটেশন সব সময় প্রশ্নবিদ্ধ ছিলো এবং এখনো আছে। আমি এখানে সিনিয়র মেম্বার বা হিরো মেম্বার হলাম, তার মানেই কিন্তু এই না আমি সব কিছু ছাড়িয়ে গেছি। মেরিট সোর্স বা মোডারেটর হওয়ার জন্য ফোরামে এতো বেশি পোস্ট করা জরুরি না। জরুরি হলো অনেক বেশি পোস্ট করা এবং ফোরাম কে বুঝা। আপনারা খেয়াল করলে দেখবেন, বেশির ভাগ ফোরাম মোডারেটর বা এডমিন তেমন একটা পোস্ট করেন না। তার কারন তাদের কে অনেক বেশি পোস্ট পড়তে হয়। পোস্ট না পড়লে কিন্তু তারা কোন পোস্ট ডিলেট করবে আর কোন পোস্ট এ মেরিট দিবে, সেটা বুঝতে পারবে না। আমি বোঝাতে চাইছি যে এসব মেরিট সোর্স বা মোডারেটর হওয়ার ক্ষেত্রে ফোরামে খুব একটিভ হওয়া জরুরি না। সুতরাং আপনারা যদি আমার পোস্ট করার ফ্রিকোয়েন্সী দেখে আমাকে জাজ করেন, সেটা ভুল হবে।

ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। আজকেই একজন আমার নামে একটা নেগেটিভ কথা বললে ফোরামের ৯০% লোক ভেরিফাই করা ছাড়াই সেটা বিশ্বাস করবে কারন আমি ফোরামে এখনো কোনো রেপুটেশন বিল্ড করতে পারি নাই। মেরিট সোর্স হওয়ার জন্য রেপুটেশন থাকা অত্যন্ত জরুরী। আপনাকে এরকম একটা আস্থা কমিউনিটি থেকে পেতে হবে যেনো কেউ আপনাকে সন্দেহ না করে যে হয়তো আপনি মাল্টি একাউন্ট খুলে নিজে মেরিট সেন্ড করছেন। বা আপনি মেরিট সেল করছেন। এরকম একটা পজিশন আপনাকে বানাতে হবে যেনো আপনাকে নিয়ে কারো মনে এরকম কোনো সন্দেহ না হয়। রেপুটেশন ছাড়া কোনো মেরিট সোর্স এপয়েন্ট করা হবে না এটা আমি শতভাগ শিওর।

এই ক্ষেত্রে আমাদের থ্রেড এ দুইজন একটিভ ভ্যালিড ক্যান্ডিডেট হলেন Shasan & Little Mouse আপাতত ওনাদের ছাড়া আমাদের এখানে রেপুটেশন বানিয়ে ফেলেছেন এমন কাউকে দেখছি না। আবার আমি লিজেন্ডারি হয়ে গেলেই যে মেরিট সোর্স এর ক্যান্ডিডেট হতে পারবো, ব্যাপার টা সেরকম ও না। তখনো সেই একই ব্যাপার। রেপুটেশন কেমন সেটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি যদি কোনোদিন মেরিট সোর্স হওয়ার জন্য এপ্লাই করি, সেদিন আমার নিজের মেরিট ২-৩ হাজারের ওপরে থাকবে। এর আগেই হয়তো আমরা লোকাল বোর্ড পাবো, আর মেরিট সোর্স ও!
full member
Activity: 770
Merit: 184
September 08, 2023, 02:05:41 AM
ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি।

যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে?
আপনার এই রিপ্লাইয়ের ভিত্তিতে এখন অনেকটাই আসস্ত হলাম যে জুলিয়ান কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিটকয়েনের জনক না হলেও তার চিন্তার মধ্যেই কিন্তু বিটকয়েনের বিষয়টি আবৃস্কার হয়েছিল। তিনি অনুভব করেছিলেন যে এই ধরনের একটি পেমেন্ট ব্যবস্থা তাকে এবং জনসাধারন কে আর্থিকভাবে নিরাপত্তা দিতে পারে। যারা জাতীয় পর্যায়ে রাজনেতিক কোন ইস্যুতে বা অন্যকোন কারনে রেসট্রিকটেড হয়ে পরেন তাদের জন্য বিটকয়েন একটি স্বাধীনতা দিয়েছেন। সাতোষি সেই সময়ে পরিস্থিতি বিবেচনা করে তাকে বেনামি হিসেবে পরিচিত করেছেন এটা নিসন্দেহে একটি ভাল সীধান্ত ছিল। অন্যথায় হয়তো বিটকয়েন এতটা দুর পর্যন্ত আসতে পারত না। তবে জুলিয়ান সম্পর্কে যদি আপনার সুন্দর টাইটেল না পড়তাম তাহলে হয়তো এমন একটি গুরুত্বপুর্ণ আমার জানা হত না। আমি সাতিষিকে বিটকয়েনের উদ্ভাবক বা আবৃস্কারক যাই সম্মোধন করি না কেন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির আইডল হিসেবে জুলিয়ানের গুরুত্বকে আজকের পর থেকে অস্বীকার করতে পারব না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 08, 2023, 02:02:18 AM
আমরা মানুষ কোন একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আপনি মারা যান, ধরে নিন ভৌত সম্পদ মধ্যে মাঠে আপনার ৫ একর জমি আছে। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী আপনার জমি বন্টন করে নিবে। আপনার যদি সম্পত্তির দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবে। আপনার নামে যদি কোন ভৌত সম্পদ থাকে কোন ভাবে তা আপনার ছেলে মেয়ে ভোগ করতে পারবে।

এখানে আমরা অনেক সদস্য আছি যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন, কেউ আবার সিংনেচার করে ইনকাম করছেন। সবাই জানে আমাদের বাংলাদেশ বিটকয়েন কত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আপনি-আমি চিরকাল বেচে থাকবো না। হঠাৎ করে মারা যেতে পারি। ভৌত সম্পদের মত আপনার ছেলে মেয়েরা আপনার গুপ্ত বিটকয়েন খুঁজে পাবেনা। আপনি ছাড়া কেউ ওয়ালেটের গোপনীয়তা জানতে পারবে না। এখন মুল বিষয় হলো আপনারা বিটকয়েন ধারন করে রেখেছেন একটি নিদিষ্ট ওয়ালেটে, আপনারা ওয়ালেটের গোপনীয়তা কিভাবে সংরক্ষন করছেন? আপনি মারা যাওয়া পর আপনার ছেলে মেয়ে কিভাবে আপনার বিটকয়েন ভোগ করতে পারবে? এ বিষয়ে আপনি কেমন পদক্ষেপ গ্রহন করেছেন ?


এই বিষয়ে আমি ইন্টারন্যাশনাল সেকশনে একটি পোস্ট পড়েছিলাম। লিংকটা হারাই ফেলেছি। বিষয়টা আমার স্পষ্ট মনে নাই, বাট কনসেপ্টটা হলো বিটকয়েন ওয়ালেটে locktime না কি জানি উপায়ে বিটকয়েনকে signed transaction করে রাখা যায়। আপনি আপনার ছেলেমেয়েদের সকল তথ্য দিয়ে রাখবেন। কিন্তু তারা সেটি চাইলেও সাথে সাথে বের করতে পারবেন না। যেমন ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর এমন টাইম বেধে লক করা যায়। ঐ নিদিষ্ট তারিখের পরই ব্লকটি ভ্যালিড হবে এবং আপনি টাকা উত্তলন করতে পারবেন। আমি ঠিকমতো হয়তো বুঝাইতে পারিনাই।

নোট: LoyceV এর এই পোস্টটি পড়েন, আশা করি অনেক অনেক উপকারে আসবে।

পোস্ট লিংক: https://bitcointalksearch.org/topic/using-locktime-for-inheritance-planning-backups-or-gifts-5180850

২য়, আপনি উইল করে দিয়ে যেতে পারেন এবং প্রাইভেট কি কে ৩-৪ ভাগে একটা আপনার উইল অন্য ২টি আপনার সন্তানদের যদি ২ জন হয় এভাবে ভাগে ভাগে দিতে পারেন। এভাবে তারা চাইলেও টাকা বের করতে পারবে না। আপনার মৃৃত্যবরণের পরই শুধুমাত্র ঐ উইল থেকে বাকি মিসিং কি টা পেতে পারবে। আমি এই দুই উপায় জানি।

আমি যদি কখনো আমার ক্রিপ্টো রেখে যেতে চাই তাহলে ১ম উপায়ে রাখবো।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 08, 2023, 12:41:01 AM
আমরা মানুষ কোন একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আপনি মারা যান, ধরে নিন ভৌত সম্পদ মধ্যে মাঠে আপনার ৫ একর জমি আছে। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী আপনার জমি বন্টন করে নিবে। আপনার যদি সম্পত্তির দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবে। আপনার নামে যদি কোন ভৌত সম্পদ থাকে কোন ভাবে তা আপনার ছেলে মেয়ে ভোগ করতে পারবে।

এখানে আমরা অনেক সদস্য আছি যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন, কেউ আবার সিংনেচার করে ইনকাম করছেন। সবাই জানে আমাদের বাংলাদেশ বিটকয়েন কত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আপনি-আমি চিরকাল বেচে থাকবো না। হঠাৎ করে মারা যেতে পারি। ভৌত সম্পদের মত আপনার ছেলে মেয়েরা আপনার গুপ্ত বিটকয়েন খুঁজে পাবেনা। আপনি ছাড়া কেউ ওয়ালেটের গোপনীয়তা জানতে পারবে না। এখন মুল বিষয় হলো আপনারা বিটকয়েন ধারন করে রেখেছেন একটি নিদিষ্ট ওয়ালেটে, আপনারা ওয়ালেটের গোপনীয়তা কিভাবে সংরক্ষন করছেন? আপনি মারা যাওয়া পর আপনার ছেলে মেয়ে কিভাবে আপনার বিটকয়েন ভোগ করতে পারবে? এ বিষয়ে আপনি কেমন পদক্ষেপ গ্রহন করেছেন ?



full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 07, 2023, 10:52:38 PM
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 07, 2023, 10:42:27 PM
এটা নিজস্ব আমার ব্যক্তিগত মতামত, আপনাদেরও মূল্যবান মতামত থাকতে পারে আপনারা এখানে শেয়ার করতে পারেন।
এই বিষয়ের জন্য আমি আপনার সাথে একমত পোষণ করছি। @Learn Bitcoin ভাই সবসময়ই আমাদের লোকাল থ্রেডে একটিভ থাকেন। যে কারো সমস্যায় তিনি সমাধান দিয়ে থাকেন, দেওয়ার চেষ্টা করেন। @Learn Bitcoin ভাই জ্ঞান, মেধা সবদিক দিয়েই আমি তাকে পারফেক্ট মনে করি, কোন পোস্টে মেরিট সেন্ড করা যাবে, কোন পোস্টে সেন্ড করা যাবে না, সে বিষয়ে তার ভালো ধারনা আছে। @Learn Bitcoin ভাইকে আমি একটি শিক্ষকের মত মনে করি, নতুনরা কোন কিছু না বুঝতে পারলে, একজন শিক্ষক যেভাবে ছাত্রদের বুঝিয়ে থাকে তিনি সেভাবে বুঝিয়ে দিয়ে থাকে। বর্তমানে পোস্ট করার দিক দিয়েও তিনি সবার উপরে থাকেন। আমিও চাই, আমাদের লোকাল থ্রেডের মরিট সোর্স হওয়ার জন্য @Learn Bitcoin ভাই পারফেক্ট সদস্য, ।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 07, 2023, 10:16:08 PM
ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল।

ইন্টারন্যাশনাল বোর্ড গুলোতে লোকাল বোর্ড নিয়ে কথা হয় সেটার জন্য আবেদন করলে। আমাদের অনেক পুরাতন একটা এপ্লিকেশন আছে লোকাল বোর্ড এর জন্য। কিন্তু সেটা ইনএকটিভ। আমরা আরো বেশি মেম্বার এবং রেপুটেশন বিল্ড আপ করে নতুন করে এপ্লিকেশন করবো। সেটার জন্য আমাদের কে একটিভিটি ধরে রাখতে হবে। আর লিংক তো অলরেডি পেয়েছেন মনে হয়।

আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট একটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি মেরিট দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার!

আমাদের এখান থেকে মেরিট সোর্স এর একটা এপ্লিকেশন ও আছে https://bitcointalksearch.org/topic/application-to-be-a-merit-source-for-bangladesh-thread-5277099
তবে উনি আর একটিভ না আর উনি মেরিট সোর্স এপ্লিকেশনে বলেছেন উনি আর মেরিট সোর্স হতে চান না। মেরিট সোর্স হওয়ার জন্য অনেক বেশি যোগ্যতা লাগে না। যেটা লাগে সেটা অনেক বেশি নলেজ। কোন পোষ্ট এ মেরিট দেয়া যাবে, কোনটায় যাবে না, একটিভ থাকা, ইত্যাদি। অোমাদের থ্রেড থেকে এখনো নতুন করে কেউ এপ্লাই করেনি। অঅর লোকাল থ্রেড এ মেরিট এর প্রসংগ আসলে বলবো সবাই যার যার মতো করে চেষ্টা করেন। এর বেশি কিছু বলার নেই।

@DYING_S0UL
@Learn Bitcoin
লোকাল বোর্ডের চেয়ে আবেদন ও মেরিট সোর্সের জন্য আবেদন করতে আলাদা থ্রেড খুলতে হবে। এই নিয়ে একদিন লিটল মাউস ভাইয়ের সাথে আলাপ করলাম তিনি আরো কিছুদিন ওয়েট করতে বললেন। অবশ্য ওই ভাই ঠিক সিদ্ধান্তই জানিয়ে দিয়েছেন। @BitcoinDream এই বড় ভাইটি মেরিট সোর্স চেয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন ঠিকই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীতে এই বড় ভাই আবার মানা করে দেয় এবং মেরিট সোর্স না নেওয়ার জন্য রিকুয়েস্ট করেন।
তবে লিটল মাউস ভাইকে আমি মেরিট সোর্সের জন্য আবেদন করতে বলেছিলাম কিন্তু ভাই আবেদন করতে চান না।
তবে মেরিট সোর্স ও আলাদা লোকাল বোর্ড খোলার জন্য একজন বিশ্বস্ত ও খুব একটিভ মেম্বার দরকার। আমি এই মুহূর্তে @Learn Bitcoin ভাইকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। আর মাস ৬এক যাক তারপর learn bitcoin ভাইকে দিয়ে আবেদন করাবো।
@Learn Bitcoin ভাই যদি আবেদন করে তাহলে অবশ্যই আমরা গ্লোবাল থেকে সাপোর্ট পাবো। তাছাড়া লিটল মাউস ভাই বেশ কয়েক মাস অপেক্ষা করতে বললেন যেন এখান থেকে আরও ডজনখানে আপাতত ফুল মেম্বার ও সিনিয়র মেম্বার ইউজার তৈরি হয়। মেরিট সোর্স ও নিজস্ব লোকাল ভোট পেতে অবশ্যই আমাদের কিছু দরকারি ইউজার দরকার।

এটা নিজস্ব আমার ব্যক্তিগত মতামত, আপনাদেরও মূল্যবান মতামত থাকতে পারে আপনারা এখানে শেয়ার করতে পারেন।
Jump to: