আবারও দুর্দান্ত কাজ, প্রিয় Learn Bitcoin! আমার দ্বিতীয় মাস্টারপিস (
বিটকয়েন: সাইফারপাঙ্কসদের স্বপ্নের পরে আমি এই বিষয়টিকে এভাবেই দেখি) দেখে আমি আরও বেশি খুশি হয়েছি যে এটা আপনার ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। এটা একটা বেশ লম্বা টপিক, কিন্তু আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ।
এই টপিকটি সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ এবং ব্যাংকগুলোর সাথে সম্পর্কিত ডেন্জার সাইড সম্পর্কে সবাইকে সচেতন করবে৷ একই সময়ে, আর্টিকেলটির লক্ষ্য হল বিটকয়েনকে সাতোশি যেভাবে ব্যবহার করতে চেয়েছিল সেভাবে মানুষকে বোঝানো: পিয়ার-টু-পিয়ার এবং এনোনিমাস ভাবে। আমাদের সকলকে ব্যাংক এবং সরকারী দাসত্ব থেকে মুক্ত রাখার জন্য সাতোশির আবিষ্কারকে বিশ্বস্ত থার্ড পার্টির সাথে যুক্ত করা উচিত না।
টপিকটিতে যে ব্যাপারে আলোচনা করা হয়েছে, সেগুলো আমাদের অনেক আগেই জানা উচিৎ ছিলো। কিন্তু বর্তমানে নতুন রা বিটকয়েন ষ্টোর বা সেল করা মানেই মনে করেন বাইনান্স বা অন্যান্য সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ। আমরা কখনো ভেবে দেখিনি একটা এক্সচেন্জ কেনো আমাদের ব্যাক্তিগত তথ্য যেমন আইডি কার্ড, সেলফি, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করে থাকে। অনেকেই ভেবে থাকি এক্সচেন্জ এটা করে যেনো আমরা একাধিক একাউন্ট খুলতে না পারি। সবচাইতে খারাপ ব্যাপার হলো আমরা আমাদের প্রাইভেসি নিয়ে চিন্তা করি না। আমরা ভেবে দেখি না যে আমাদের আইডি কার্ড, আমাদের ফোন নাম্বার, ঠিকানা অনলাইনে গেলে এসব যে কেউ ব্যাবহার করতে পারবে। আমরা এমন কিছু অপরাধের জন্য ফেসে যেতে পারি যেটা আমরা কখনোই করিনি। হতে পারে অন্য কেউ আমাদের আইডি কার্ড বা আমাদের ছবি ব্যাবহার করে অপরাধ মূলক কোনো কাজ করছে।
আমরা সাধারন মানুষ সোস্যাল মিডিয়ায় ইচ্ছে করেই আমাদের আইডি কার্ড এর ছবি পোষ্ট করি। অনেক ব্যাক্তিগত তথ্য অবাধে কোনো চিন্তা ছাড়াই শেয়ার করছি। আমরা ভাবছি না যে ভবিষ্যতে এগুলো অঅমাদের অনেক বড় ক্ষতির কারন হয়ে দাড়াবে। এখনি আমাদের দেশে গোয়েন্দা রা অপরাধী খুজতে গিয়ে এমন কাউকে পায় যিনি আসলে টেকনোলজি সম্পর্কে তেমন কিছুই জানে না। বিকাশ দিয়ে যারা প্রতারনা করে থাকে, তারা কখনো নিজেরে আইডি ব্যাবহার করে একাউন্ট খোলে না। তারা প্রতারনার জন্য সাধারন মানুষের তথ্য ব্যূাবহার করে থাকে। যেসব মানুষ জানেই না তার নামে একটা বিকাশ একাউন্ট খোলা আছে।
আমি এটাও খেয়াল করেছি ব্যাংক এ টাকা জমা দিতে গেলে KYC ফরম পূরন করতে হয়। কখনো ব্যাংকে জানতে চাইনি আপনারা কেনো এটা নিচ্ছেন। সত্যিই তো, আমার টাকা দিয়ে আমি কি করবো, সেটা ব্যাংক কে কেনো বলতে হবে? থ্রেড এ রোমানিয়ান লোকটির রিপ্লাই পড়ে হাসি পেলেও ব্যাপারটা সত্যিই সিরিয়াস।
যদি আমাদের দেশে বিটকয়েন বৈধতা দেয়া হয় তাহলে শতকরা দুইজন লোক এর ব্যবহার করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তো সারা পৃথিবীতে একই সমস্যা , আমাদের দেশে যেমন সাধারণ মানুষ আছে, পৃথিবীর সকল দেশে এইরকম সাধারণ মানুষ আছে তাদের ক্ষেত্রে বিটকয়েনের বোধগম্যতা ও গ্রহণযোগ্যতা পেতে আরো কয়েক বছর লেগে যেতে পারে।
তবে বিটকয়েন যদি বিশেষ কোন বিপ্লবের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত অথবা বিলুপ্ত না ঘটে তাহলে আগামী প্রজন্মের মিলোনিয়ার ও বিলোনিয়ারদের একমাত্র কম্পিটিশনের উল্লেখযোগ্য মাধ্যম হবে বিটকয়েন।
বিটকয়েনের ব্যাবহারই আমরা এখনো জানি না। আপনাকে অনুরোধ করবো পুরো থ্রেড টি পড়ার জন্য। আমরা বিটকয়েনকে মিলয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর মেশিন মনে করতে পারি না। জেনারেল সেন্স এ এটা একটা মুদ্রা ব্যাবস্থা। তবে যেহেতু এটার সাপ্লাই লিমিটেড, সময়ের সাথে সাথে এটার দাম চাহিদা অনুযায়ী বাড়বে বা কমবে।
খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট বাংলা ট্রান্সলেট করে আমাদের এই লোকাল থ্রেডে পোস্ট করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। GazetaBitcoin স্যার এর পোস্টগুলি অনেক সুন্দর হয়ে থাকে। এ পোস্টটিতে বিটকয়েন নিয়ে সঠিক কথা তুলে ধরা হয়েছে। এক্সেঞ্জার নিয়ে বিভিন্ন ধরনের সঠিক পরামর্শ দেওয়া হয়েছে। এই পোস্টটি পড়ে আমাদের লোকাল থ্রেডের অনেকেই উপকৃত হবেন। আপনি এর আগেও কয়েকটি পোস্ট বাংলা ট্রান্সলেট করে পোস্ট করেছেন। আপনি আরো GazetaBitcoin স্যারের গুরুত্বপূর্ণ পোস্টগুলি বাংলা ট্রান্সলেট করে আমাদের লোকাল থ্রেডে পোস্ট করবেন।
আপনাকে ধন্যবাদ। আশা করি সবাই পোষ্ট গুলো পড়বেন। আপনারা যদি না পড়েন, তাহলে শুধু শুধু ট্রান্সলেট করে তেমন কোনো লাভ নেই। আমি পরিশ্রম করছি, হয়তো মেরিট পাচ্ছি, কিন্তু মেরিট পাওয়াটাই উদ্দেশ্য নয়। আপনারা পড়লেই কেবল আমি ট্রান্সলেশন গুলো করবো।
এখানে অনেকগুলো এ আই চেকার রয়েছে এখানে সর্বোচ্চ ভালো এ আই চেকার কোন টা? এবং কত % ফেক দেখালে বুঝতে পারবো এই পোস্টটা এ আই কন্টেন্ট? আর বাংলা লেখা এ আই কিনা চেক করার মতো কি কোন এ আই চেকার রয়েছে? সিনিয়র ভাইয়েদের পরামর্শ চাই।
AI পোষ্ট গুলো ডিটেক্ট করার জন্য nutildah এর
এই থ্রেড টি দেখতে পারেন। উনি সেখানে সুন্দর করে বুঝিয়েছেন কিভাবে AI পোষ্ট গুলো ধরা যাবে। আর বাংলা পোষ্ট এ আই জেনারেটেড কিনা সেটার জন্য টুলস আমি এখনো পাইনি। পেলে জানাবো।