আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
এইটা তো ভাই ছিল মাইক্রোফোনের কথা, আমার ক্ষেত্রে অনেক সময় এমন হয়েছে যে একটা জিনিস মনে মনে চিন্তা করতেছে এগুলো সামনে এসে পড়ছে, এটার কথা কি বলবো ভাই বলেন :")
আমাদের এক ইন্সট্রাক্টর বলতো যে এই গুগল আমাদের মন কেউ পড়তে পারে সেটা সেদিন থেকে বিশ্বাস করা শুরু করছি। এইগুলা তো টেকনোলজি এর জাস্ট প্রথম পর্যায়ে, সামনে এলন মাস্ক নিউরো লিংক আনার চেষ্টা করতেছে সেগুলা আরো কি ভয়াবহ হবে সেটা চিন্তা করতেছি-
ক্লাউডফ্লার কয়েকদিন পর পর আকাম করে। এই আকামের জন্য ফোরামে পোষ্ট করতেই পারছিলাম না। আবার একই পোষ্ট কয়েকবার করে ফেলেছি। পরে আবার ডিলেট করতে হয়েছিলো। আবার একই কারনে স্ক্র্যাপার বট গুলো কাজ করছে না। লয়সের স্ক্র্যাপার, ট্রাইনিনজার স্ক্র্যাপার, বিপিআইপি স্ক্র্যাপার সবগুলোই থমকে গেছিলো। হঠাৎ করেই কোনো মেনশন বা মেরিট নটিফিকেশন পাচ্ছিলাম না। কালকে এডমিন লয়সের এবং ট্রাইনিনজার বট হোয়াইলিষ্ট করে দিছে। যার কারনে এগুলো আবার কাজ করা শুরু করছে। কিন্তু বিপিআইপির ভদ তো নাই, সাচমুন মনে হয় থেমস কে পি এম করে নাই। যার কারনে বিপিআইপি এখনো আপডেট হয় নাই। আমি সাচমুনের থ্রেড এ একটু আগে
পোষ্ট করেছি। আশা করি বিপিআইপিও কাজ করা শুরু করবে। কি একটা অবস্থায় পড়ে আছি। একই আইপি থেকে ডেস্কটপে পোষ্ট করতে পারছি, কিন্তু মোবাইল দিয়ে ফোরাম একসেস করতে পারছি না।
সেম হেয়ার ব্রাদার, আরো অনেকেরও দেখছি একবারে ৭-৮টা পোস্ট পরপর, প্রথমবার এটি হওয়ার পর যখন বিষয়টি বুঝলাম পরে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে নিজের প্রোফাইলে লাস্ট পোস্টে গিয়ে দেখতাম যে পোস্ট হয়েছে কিনা। আবার গত কয়েক মাস আগে বিটকয়েন ফোরাম প্রায় এক ঘণ্টার মতো ডাউন ছিল, মাঝে মাঝে বিষয়গুলো আসলে অনেকের নিকট কষ্টদায়ক হয়ে ওঠে কেননা ধরেন আপনার কোন কাজ পরে রয়েছে এবং লাস্ট ঘন্টা রয়েছে ওই কাজগুলো জমা দেওয়ার জন্য তখন এই সমস্যাটা হলে কি করা যাবে?
আসলে দোষটা কে দিব ক্লাউড ফেয়ারকে নাকি দুষ্ট কোন মানুষ জনদের কারণ ফোরামে অনেক জায়গায় দেখলাম এটার জন্য DDOS এটা কেউ অনেকে দোষষে, বুঝলাম না বিটকয়েন টক ফোরামের আবার ভালো রকম শত্রুও রয়েছে।
আচ্ছা ভাই আমাদের এখানে কেউ কি
MERN ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে জড়িত আছেন? আসলে আমি নিজেকে ফুললি MERN stack এ শিফট করতে চাচ্ছি।
এর জন্য ভালো কোন প্লাটফর্মের কোর্স জানা থাকলে আমাকে সাজেস্ট করবেন (: ,,,,,, আর সাথে থেকে সামনে হেল্প করবেন