Author

Topic: বাংলা (Bengali) - page 185. (Read 5726958 times)

sr. member
Activity: 490
Merit: 294
August 01, 2023, 12:19:36 PM
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন
ফোরামে প্রথমে নিয়মিত একটিভ থাকুন এবং ভালো মানের পোস্ট করার চেষ্টা করুন। ফোরামে যদি আপনি ভালো মানেন পোস্ট শেয়ার করতে পারেন সে ক্ষেত্রে ভালো মানের পোষ্টের জন্য আপনি কিছু মেরিট অর্জন করতে পারেন আপনার অর্জিত মেরিট এবং নির্দিষ্ট পরিমাণ এক্টিভিটি হলে আপনি জুনিয়রমেম্বার হতে পারবেন। ফোরামে জুনিয়র মেম্বার হতে সাধারণত একটি মেরিট এবং ত্রিশটি এক্টিভিটির প্রয়োজন।

ফোরামে কিভাবে দ্রুত রেঙ্ক বৃদ্ধি করা যায় আমার মনে হয় আপনার সেই বিষয়ে আগেই ফোকাস করা উচিত নয় বরং আপনার এই মুহূর্তে ফোকাস করা উচিত ফোরামের নিয়ম কানুন সম্পর্কে জানা এবং এবং আপনি যেটা জানেন সেটা ফোরামের সাথে শেয়ার করা। মেরিট অর্জন করা যদি আপনার প্রধান লক্ষ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কারণ মেরিট অর্জন প্রধান লক্ষ্য থাকলে পোষ্টের মান কখনোই ভালো হয় না তাই আগে পোষ্টের মান ভালো করার চেষ্টা করুন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
August 01, 2023, 10:40:29 AM
"Utopia P2P Ecosystem 💎 - Android APP Review campaign 🔎 (Newbies to Legendary)" Utopia অ্যাপ রিভিউ ক্যাম্পেইন চালু করেছে যারা আগ্রহী তারা এখানে আবেদন করতে পারেন এখানে নিউবি থেকে লেজেন্ডারি পর্যন্ত যে কেউ আবেদন করতে পারবে।
উৎসঃ https://bitcointalksearch.org/topic/pausedutopia-p2p-ecosystem-android-app-review-campaign-5461687
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 01, 2023, 09:10:08 AM
@Learn Bitcoin ভাই এক নম্বর পজিশনে থাকবেনা কেন, তিনিই তো এখন আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি একটিভ ইউজার। অন্যান্য অনেক ইউজার আছে তারাও বিভিন্ন সময়ে এসে একটিভ হয় কিন্তু Learn Bitcoin ভাইকে আমরা সবসময় পাই। ভাই আরো বেশি পরিমাণে একটিভ থেকে আমাদের বাংলাদেশ লোকালের আরো বেশি উন্নতি করুক সেই প্রত্যাশা করছি।
পরিশেষে আমিও যে চার নম্বর পজিশনে রয়েছি সত্যিই অনেক বেশি আনন্দ লাগছে। সামনের দিনগুলোতে আরো ভালো করব ইনশাআল্লাহ ‌।

আমি ভেবেছিলাম এই মাসে আমার পোষ্ট সংখ্যা অনেক কমে যাবে। কারন, মাসের শুরুর দিকে আমি তেমন একটিভ ছিলাম না। কিন্তু শেষ ১৫ দিনে প্রতিদিনই পোষ্ট করেছি। কোনোদিন ২-৩ টা করে পোষ্ট ও করেছি। তবে আমি মনে করি একটিভিটির পেছনে সিগনেচার ক্যাম্পেইন এর ও হাত আছে। আমি যে ক্যাম্পেইনে আছি এটা লোকাল বোর্ড এর পোষ্ট কাউন্ট করে থাকে। তাছাড়া আমি সপ্তাহে প্রায় ৫০ টার ওপরে পোষ্ট করে থাকি।

তবে সবচাইতে বড় কারন হলো থ্রেড এর একটিভিটি। যদি কেউ কোনো পোষ্ট না করে, তাহলে আমারো তেমন কিছু লেখার বা রিপ্লাই দেয়ার মতো থাকে না। আপনারা সবাই যদি একটিভ থাকেন, সেখানে আমিও আমার মতামত শেয়ার করতে পারি। তবে এই মাসে ৪১ টা পোষ্ট হয়ে যাবে তা বুঝতে পারিনি।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 01, 2023, 05:32:29 AM
জুলাই মাসের মোট পোস্ট হয়েছে=280 টি। জুলাই মাসে এক্টিব মেম্বার ৫১ জন। আমাদের বাংলা লোকাল থ্রেডে অনেক উন্নতি হয়েছে দেখা যাচ্ছে। আগের কয়েকটি মাসের তুলনায় এই জুলাই মাসে পোস্ট সংখ্যা অনেক কম হয়েছে। প্র‍থম ২০ জন পোস্ট দাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো। @Learn বিতচইন ভাই সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছে।
1. Learn Bitcoin [41]

4. 2Pizza410000BTC [13]

@Learn Bitcoin ভাই এক নম্বর পজিশনে থাকবেনা কেন, তিনিই তো এখন আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি একটিভ ইউজার। অন্যান্য অনেক ইউজার আছে তারাও বিভিন্ন সময়ে এসে একটিভ হয় কিন্তু Learn Bitcoin ভাইকে আমরা সবসময় পাই। ভাই আরো বেশি পরিমাণে একটিভ থেকে আমাদের বাংলাদেশ লোকালের আরো বেশি উন্নতি করুক সেই প্রত্যাশা করছি।
পরিশেষে আমিও যে চার নম্বর পজিশনে রয়েছি সত্যিই অনেক বেশি আনন্দ লাগছে। সামনের দিনগুলোতে আরো ভালো করব ইনশাআল্লাহ ‌।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 01, 2023, 04:44:27 AM
জুলাই মাসের মোট পোস্ট হয়েছে=280 টি। জুলাই মাসে এক্টিব মেম্বার ৫১ জন। আমাদের বাংলা লোকাল থ্রেডে অনেক উন্নতি হয়েছে দেখা যাচ্ছে। আগের কয়েকটি মাসের তুলনায় এই জুলাই মাসে পোস্ট সংখ্যা অনেক কম হয়েছে। প্র‍থম ২০ জন পোস্ট দাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো। @Learn বিতচইন ভাই সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছে।
1. Learn Bitcoin [41]
2. Crypto Library [23]
3. BD Crypto [18]
4. 2Pizza410000BTC [13]
5. Bd officer [13]
6. King333 [13]
7. sj13 [11]
8. Dorimon45 [10]
9. Poorman2 [8]
10. Z_MBFM [8]
11. Dimitri94 [7]
12. Little Mouse [7]
13. LDL [6]
14. RewFrew [6]
15. SuparCat [6]
16. roksana.hee [6]
17. shasan [6]
18. Bitcoin_people [5]
19. Mijanur_Rahman [5]
20. Tiger420 [5]

ইনফরমেশন এখান থেকে নেওয়া।।
Crypto Library ভাই এর কাছে থেকে আরো সুন্দর করে চার্টের মাধ্যমে দেখতে পাবো আশা করছি।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 31, 2023, 12:18:11 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২২ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-522nd-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5461592
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!



newbie
Activity: 12
Merit: 0
July 31, 2023, 11:48:20 AM
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন

Newbie member থেকে Jr member হতে হলে আপনাকে ৩০ টা Activity এবং ১ টা Merit দরকার। তবে আপনার কাছে ৩০টার বেশি Activity আছে কিন্তু কোনো Merit নেই। তাই আপনাকে ১টা মেরিট পেতে হবে।

আপনার প্রশ্ন হতে পারে, Merit কী, Merit কীভাবে পাওয়া যায়?

Merit কী?

উত্তর : Merit হলো একটি পুরষ্কার। যদি আপনার পোস্টগুলো আকর্ষণীয় এবং দরকারী হয় তাহলে অন্য Bitcointalk ব্যবহারকারীর দ্বারা আপনার পোস্টে Merit দেওয়া হয়। যদি আপনার পোস্টগুলো আকর্ষণীয় এবং দরকারী হলে অন্যরা তাদের s-merit আপনাকে পুরষ্কার হিসেবে দিবে।

Merit কীভাবে পাওয়া যায়?

উত্তর : Merit পেতে হলে আপনাকে তথ্যপূর্ণ, দরকারী, আকর্ষণীয় এবং ভালো মানের পোস্ট করতে হবে।
jr. member
Activity: 107
Merit: 2
July 31, 2023, 08:40:19 AM
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন

Newbie থেকে  আপনি Jr.Member  পরিণত হতে হলে আপনাকে সুন্দর সুন্দর পোস্ট করতে হবে। যে পোস্টগুলো করবেন সে পোস্টগুলো যেন শিক্ষানীয় হয়।  আপনার পোস্ট দেখে যেন একটি মানুষ ভালো কিছু বুঝতে পারে এবং কিছু শিখতে পারে সে বিষয়ে আপনি পোস্ট করবেন সে যদি আপনার পোস্ট দেখে শিখতে পারে বা বুঝতে পারে তাহলে আপনাকে সে একটি বা একাধিক মেরিট দিতে পারে। আপনি একটি ম্যারিড পেলে Jr.Member  পরিণত হতে পারবেন. কারন আপনার Activity অনেক আছে।

আর হ্যাঁ একটি বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে যে। এখানে কোন আজেবাজে বা অশিক্ষা নিয়েও বিষয় পোস্ট করা যাবে না। যেগুলো দরকারি ও শিক্ষানীয় সেই ধরনের পোস্ট গুলো  করতে হবে। যেমন কিপটো কারেন্সি  বিটকয়েন বা মার্কেটিং এ ধরনের পোস্ট করার চেষ্টা করবেন। এখানে খেলা বা  পার্সোনাল বিষয় পোস্ট করবেন না।

আপনি যে বিষয়টি জানবেন না বুঝবেন না সে বিষয়টি এখানে পোস্ট করবেন।  আপনার পোস্টে অনেক মানুষই রিপ্লাই দিবে এবং সবকিছু বুঝিয়ে দিবে।

আর চেষ্টা করবেন এখানে প্রতিনিয়ত একটিভ থাকার জন্য। আমি আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারছি যে আপনি BOUNTY কাজে জড়িত।


 কিছু বিস্তারিত নিচে বলা হলো

আর এই বাংলা  বোর্ডে  প্রথম পেজে সমস্ত কিছুর ব্যাখ্যা দেয়া হয়েছে। আপনার মনে যা যা প্রশ্ন আছে ওখানে গিয়ে দেখে আসুন বুঝতে পারবেন।

যেমন
১. আমি বিটকয়েনের নতুন আমার করনীয় কি
২. বিটকয়েন ফোরামের  নতুন ব্যবহারকারীর প্রশ্ন ও উত্তর পর্ব
৩. ভালো পোস্টদাতা হয়ে উঠুন
৪. মেরিট সংক্রান্ত ধারণা
৫. ট্রাস্ট সিস্টেমের  সঠিক ব্যবহার
৬. সার্ভিস বোর্ডের মাধ্যমে আয় করার উপায়
৭. বিটকয়েনটক ফোরামের  নিয়ম কানুন

ইত্যাদি আরো অনেক ধরনের প্রশ্ন উত্তর দেয়া হয়েছে।

আশা করছি কিছুটা বুঝাতে পেরেছি
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 31, 2023, 04:26:32 AM
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন
শুধুমাত্র বাউন্টি করার জন্য যদি ফোরামে এসে থাকেন, তাহলে রেংক আপ করার চিন্তা ভুলে যেতে হবে। কারন বাউন্টি পোষ্ট এ কেউ মেরিট দিতে যাবে না। সাধারন ডিসকাশনে জয়েন করে ফোরামে একটিভ হতে হবে। সময়ের সাথে সাথে ফোরামের পরিবেশ বুঝে তার সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। তবেই কেবল আস্তে আস্তে মেরিট পেতে শুরু করবেন। সাধারন ডিসকাশনে নতুন রা মেরিট পাওয়া কষ্টকর। আমার সাজেশন থাকবে আপনি যে ব্যাপরে বেশি ইন্টারেষ্টেড, সে ধরনের থ্রেড গুলোতেই একটিভ হোন। অবশ্য এর জন্য আপনাকে মোটামোটি ধরনের ইংরেজি জানতে হবে। আপনি যদি নিজে না বুঝেন বা মনের ভাব ভালো করে প্রকাশ করতে না পারেন, তাহলে ফোরামে টিকে থাকা মুশকিল।

এই থ্রেড এর প্রথম পেইজটি চেক করুন। সেখানে বেশ কিছু ইনফরমেটিভ পোষ্ট এর লিংক দেয়া আছে। পোষ্ট গুলো কয়েকবার পগলে অনেক কিছু শিখতে পারবেন।
full member
Activity: 490
Merit: 119
July 31, 2023, 03:52:47 AM
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন

অবশ্যই ভালো ভালো পোস্ট করতে হবে। আর সর্বনিম্ন একটা মেরিট না পাওয়া পর্যন্ত আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন না। তাই আপনার প্রতি অনুরোধ রইল, ভালো ভালো পোস্ট করেন এবং হেল্পফুল পোস্ট করেন। যাতে আপনার পোস্ট থেকে একজন মানুষ ভালো কিছু শিক্ষা লাভ করে বিটকয়েন বা  ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। আর আপনি যদি কোন বিষয়ে বুঝে না থাকেন তাহলে গ্রুপে অনেক সিনিয়র ভাইয়েরা আপনাকে সব সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন। তাদের মধ্যে লিটিল মাউস ভাই ক্রিপ্টো লাইব্রেরী ভাই এহাসান ভাইয়ের কথা না বললেই না। এবার সব সময় বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য নিবেদিত প্রাণ।
newbie
Activity: 336
Merit: 0
July 31, 2023, 03:43:37 AM
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 30, 2023, 12:02:02 PM
আবারও দুর্দান্ত কাজ, প্রিয় Learn Bitcoin! আমার দ্বিতীয় মাস্টারপিস (বিটকয়েন: সাইফারপাঙ্কসদের স্বপ্নের পরে আমি এই বিষয়টিকে এভাবেই দেখি) দেখে আমি আরও বেশি খুশি হয়েছি যে এটা আপনার ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। এটা একটা বেশ লম্বা টপিক, কিন্তু আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ।

এই টপিকটি সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ এবং ব্যাংকগুলোর সাথে সম্পর্কিত ডেন্জার সাইড সম্পর্কে সবাইকে সচেতন করবে৷ একই সময়ে, আর্টিকেলটির লক্ষ্য হল বিটকয়েনকে সাতোশি যেভাবে ব্যবহার করতে চেয়েছিল সেভাবে মানুষকে বোঝানো: পিয়ার-টু-পিয়ার এবং এনোনিমাস ভাবে। আমাদের সকলকে ব্যাংক এবং সরকারী দাসত্ব থেকে মুক্ত রাখার জন্য সাতোশির আবিষ্কারকে বিশ্বস্ত থার্ড পার্টির সাথে যুক্ত করা উচিত না।

টপিকটিতে যে ব্যাপারে আলোচনা করা হয়েছে, সেগুলো আমাদের অনেক আগেই জানা উচিৎ ছিলো। কিন্তু বর্তমানে নতুন রা বিটকয়েন ষ্টোর বা সেল করা মানেই মনে করেন বাইনান্স বা অন্যান্য সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ। আমরা কখনো ভেবে দেখিনি একটা এক্সচেন্জ কেনো আমাদের ব্যাক্তিগত তথ্য যেমন আইডি কার্ড, সেলফি, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করে থাকে। অনেকেই ভেবে থাকি এক্সচেন্জ এটা করে যেনো আমরা একাধিক একাউন্ট খুলতে না পারি। সবচাইতে খারাপ ব্যাপার হলো আমরা আমাদের প্রাইভেসি নিয়ে চিন্তা করি না। আমরা ভেবে দেখি না যে আমাদের আইডি কার্ড, আমাদের ফোন নাম্বার, ঠিকানা অনলাইনে গেলে এসব যে কেউ ব্যাবহার করতে পারবে। আমরা এমন কিছু অপরাধের জন্য ফেসে যেতে পারি যেটা আমরা কখনোই করিনি। হতে পারে অন্য কেউ আমাদের আইডি কার্ড বা আমাদের ছবি ব্যাবহার করে অপরাধ মূলক কোনো কাজ করছে।

আমরা সাধারন মানুষ সোস্যাল মিডিয়ায় ইচ্ছে করেই আমাদের আইডি কার্ড এর ছবি পোষ্ট করি। অনেক ব্যাক্তিগত তথ্য অবাধে কোনো চিন্তা ছাড়াই শেয়ার করছি। আমরা ভাবছি না যে ভবিষ্যতে এগুলো অঅমাদের অনেক বড় ক্ষতির কারন হয়ে দাড়াবে। এখনি আমাদের দেশে গোয়েন্দা রা অপরাধী খুজতে গিয়ে এমন কাউকে পায় যিনি আসলে টেকনোলজি সম্পর্কে তেমন কিছুই জানে না। বিকাশ দিয়ে যারা প্রতারনা করে থাকে, তারা কখনো নিজেরে আইডি ব্যাবহার করে একাউন্ট খোলে না। তারা প্রতারনার জন্য সাধারন মানুষের তথ্য ব্যূাবহার করে থাকে। যেসব মানুষ জানেই না তার নামে একটা বিকাশ একাউন্ট খোলা আছে।

আমি এটাও খেয়াল করেছি ব্যাংক এ টাকা জমা দিতে গেলে KYC ফরম পূরন করতে হয়। কখনো ব্যাংকে জানতে চাইনি আপনারা কেনো এটা নিচ্ছেন। সত্যিই তো, আমার টাকা দিয়ে আমি কি করবো, সেটা ব্যাংক কে কেনো বলতে হবে? থ্রেড এ রোমানিয়ান লোকটির রিপ্লাই পড়ে হাসি পেলেও ব্যাপারটা সত্যিই সিরিয়াস।

যদি আমাদের দেশে বিটকয়েন বৈধতা দেয়া হয় তাহলে শতকরা দুইজন লোক এর ব্যবহার করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তো সারা পৃথিবীতে একই সমস্যা , আমাদের দেশে যেমন সাধারণ মানুষ আছে, পৃথিবীর সকল দেশে এইরকম সাধারণ মানুষ আছে তাদের ক্ষেত্রে বিটকয়েনের বোধগম্যতা ও গ্রহণযোগ্যতা পেতে আরো কয়েক বছর লেগে যেতে পারে।
তবে বিটকয়েন যদি বিশেষ কোন বিপ্লবের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত অথবা বিলুপ্ত না ঘটে তাহলে আগামী প্রজন্মের মিলোনিয়ার ও বিলোনিয়ারদের একমাত্র কম্পিটিশনের উল্লেখযোগ্য মাধ্যম হবে বিটকয়েন।
বিটকয়েনের ব্যাবহারই আমরা এখনো জানি না। আপনাকে অনুরোধ করবো পুরো থ্রেড টি পড়ার জন্য। আমরা বিটকয়েনকে মিলয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর মেশিন মনে করতে পারি না। জেনারেল সেন্স এ এটা একটা মুদ্রা ব্যাবস্থা। তবে যেহেতু এটার সাপ্লাই লিমিটেড, সময়ের সাথে সাথে এটার দাম চাহিদা অনুযায়ী বাড়বে বা কমবে।

খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট বাংলা ট্রান্সলেট করে আমাদের এই লোকাল থ্রেডে পোস্ট করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। GazetaBitcoin স্যার এর পোস্টগুলি অনেক সুন্দর হয়ে থাকে। এ পোস্টটিতে বিটকয়েন নিয়ে সঠিক কথা তুলে ধরা হয়েছে। এক্সেঞ্জার নিয়ে বিভিন্ন ধরনের সঠিক পরামর্শ দেওয়া হয়েছে। এই পোস্টটি পড়ে আমাদের লোকাল থ্রেডের অনেকেই উপকৃত হবেন। আপনি এর আগেও কয়েকটি পোস্ট বাংলা ট্রান্সলেট করে পোস্ট করেছেন। আপনি আরো GazetaBitcoin স্যারের গুরুত্বপূর্ণ পোস্টগুলি বাংলা ট্রান্সলেট করে আমাদের লোকাল থ্রেডে পোস্ট করবেন।
আপনাকে ধন্যবাদ। আশা করি সবাই পোষ্ট গুলো পড়বেন। আপনারা যদি না পড়েন, তাহলে শুধু শুধু ট্রান্সলেট করে তেমন কোনো লাভ নেই। আমি পরিশ্রম করছি, হয়তো মেরিট পাচ্ছি, কিন্তু মেরিট পাওয়াটাই উদ্দেশ্য নয়। আপনারা পড়লেই কেবল আমি ট্রান্সলেশন গুলো করবো।

এখানে অনেকগুলো এ আই চেকার রয়েছে এখানে সর্বোচ্চ ভালো এ আই চেকার কোন টা? এবং কত % ফেক দেখালে বুঝতে পারবো এই পোস্টটা এ আই কন্টেন্ট? আর বাংলা লেখা এ আই কিনা চেক করার মতো কি কোন এ আই চেকার রয়েছে? সিনিয়র ভাইয়েদের পরামর্শ চাই।
AI পোষ্ট গুলো ডিটেক্ট করার জন্য nutildah এর এই থ্রেড টি দেখতে পারেন। উনি সেখানে সুন্দর করে বুঝিয়েছেন কিভাবে AI পোষ্ট গুলো ধরা যাবে। আর বাংলা পোষ্ট এ আই জেনারেটেড কিনা সেটার জন্য টুলস আমি এখনো পাইনি। পেলে জানাবো।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
July 30, 2023, 10:34:30 AM
@Learn Bitcoin ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের উদ্দেশ্যে অনুবাদ করে সহজ করে দিয়েছে। যেহেতু পোস্টটি পুরো পৃথিবী সকল মানুষের জন্য প্রযোজ্য সেক্ষেত্রে আমি কেবল আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজনদের সম্পর্কে অথবা মানুষদের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করব। ডিজিটাল সিস্টেম কতটুকু মানুষের কাছে বোধগম্য হয়েছে সেটা আমি বুঝিয়ে বলতে পারব না তবে একটি সাধারন উদাহরণ দিয়ে ডিজিটালাইজেশন আসলে সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে। আমাদের দেশে বিকাশ ও নগদ দুটি জনপ্রিয় মানি ট্রান্সফারিং মাধ্যম। এই দুটো বিষয় সম্পর্কে জানে না এরকম মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য তবুও আপনার-আমার চারপাশের কতজন মানুষ নগদ ও বিকাশ ব্যবহার করতে পারে একটু মিলিয়ে নিন। প্রায়ই আমার কাছে অনেকেই আসে বয়স্ক ভাতার জন্য নগদ খুলতে হবে। আমি প্রায়শত খানেক নগদ ও বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়েছি। যদি আমাদের দেশের মানুষ এতদিন নগদ ও বিকাশ ব্যবহার করা সত্ত্বেও যদি মুষ্টিমেয় মানুষ এর ব্যবহার করতে পারে তাহলে বিটকয়েনের মত এত কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে একজন সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে।
এক্ষেত্রে অবশ্যই কয়েক যুগ লেগে যেতে পারে মানুষের কাছে এর সহজ ব্যবহার আয়ত্ত করা। যদি আমাদের দেশে বিটকয়েন বৈধতা দেয়া হয় তাহলে শতকরা দুইজন লোক এর ব্যবহার করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তো সারা পৃথিবীতে একই সমস্যা , আমাদের দেশে যেমন সাধারণ মানুষ আছে, পৃথিবীর সকল দেশে এইরকম সাধারণ মানুষ আছে তাদের ক্ষেত্রে বিটকয়েনের বোধগম্যতা ও গ্রহণযোগ্যতা পেতে আরো কয়েক বছর লেগে যেতে পারে।
তবে বিটকয়েন যদি বিশেষ কোন বিপ্লবের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত অথবা বিলুপ্ত না ঘটে তাহলে আগামী প্রজন্মের মিলোনিয়ার ও বিলোনিয়ারদের একমাত্র কম্পিটিশনের উল্লেখযোগ্য মাধ্যম হবে বিটকয়েন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 30, 2023, 10:19:15 AM
এখানে কি কোন  মাইনার ভাই আছেন ? আসলে আমি মাইনিং সম্পর্কে জানতে চাচ্ছিলাম,  Hash rate   বিষয়টা আসলে কি ?
TH/s   দ্বারা কি বুঝায় আর এটা কি?
প্রথমেই বলে রাখি, আমি মাইনার না। কখনো বিটকয়েন মাইনিং করি নি। শুধুমাত্র প্রুফ অব স্টেকিং কয়েনগুলোর মধ্যে কিছু কয়েন স্টেকিং করেছি। এইটাকে আবার এক্সচেঞ্জের অফার করা স্টেকিং ভেবে কেউ ভুল করবেন না।
মাইনিং এর সময় আমরা যেটাকে ম্যাথমেটিকেল পাজল বলছি কিংবা গাণিতিক সমস্যার সমাধান বলছি সেটা আসলে টার্গেট হ্যাশ খুঁজে পাওয়াকেই বোঝায়। আপনার মাইনিং ডিভাইস আসলে হ্যাশ খোজার কাজটিই করে থাকে। প্রতি সেকেন্ডে আপনার ডিভাইস কতগুলো হ্যাশ জেনারেট করতে পারতেছে সেটাই আপনার ডিভাইসের হ্যাশরেট। আর বিটকয়েনের ব্লকচেইনে আমরা আমরা যে হ্যাশরেট দেখি, সেটা সমগ্র নেটওয়ার্কে যতগুলো ডিভাইস হ্যাশ খোঁজার কাজ করছে তাদের সম্মিলিত যোগফল।
TH/s এর মানে হল টেরাহ্যাশ পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত টেরা হ্যাশ জেনারেট হচ্ছে। প্রসঙ্গত, ১ টেরা = ১ ট্রিলিয়ন।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 30, 2023, 07:16:44 AM
কাট~
খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট বাংলা ট্রান্সলেট করে আমাদের এই লোকাল থ্রেডে পোস্ট করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। GazetaBitcoin স্যার এর পোস্টগুলি অনেক সুন্দর হয়ে থাকে। এ পোস্টটিতে বিটকয়েন নিয়ে সঠিক কথা তুলে ধরা হয়েছে। এক্সেঞ্জার নিয়ে বিভিন্ন ধরনের সঠিক পরামর্শ দেওয়া হয়েছে। এই পোস্টটি পড়ে আমাদের লোকাল থ্রেডের অনেকেই উপকৃত হবেন। আপনি এর আগেও কয়েকটি পোস্ট বাংলা ট্রান্সলেট করে পোস্ট করেছেন। আপনি আরো GazetaBitcoin স্যারের গুরুত্বপূর্ণ পোস্টগুলি বাংলা ট্রান্সলেট করে আমাদের লোকাল থ্রেডে পোস্ট করবেন।


কিন্তু এ আই আসার পর বুঝা মুশকিল হয়ে গেছে যে আসলে এটা কি কেউ নিজে লেখেছে নাকি এ আই জেনারেটেড।

কয়েয়টি এ আই জেনারেটেড চেকার, মেটা বোর্ডে পেয়েছি। কোট করে দিলাম।
এখানে অনেকগুলো এ আই চেকার রয়েছে এখানে সর্বোচ্চ ভালো এ আই চেকার কোন টা? এবং কত % ফেক দেখালে বুঝতে পারবো এই পোস্টটা এ আই কন্টেন্ট? আর বাংলা লেখা এ আই কিনা চেক করার মতো কি কোন এ আই চেকার রয়েছে? সিনিয়র ভাইয়েদের পরামর্শ চাই।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
July 30, 2023, 07:14:50 AM
[...]

আবারও দুর্দান্ত কাজ, প্রিয় Learn Bitcoin! আমার দ্বিতীয় মাস্টারপিস (বিটকয়েন: সাইফারপাঙ্কসদের স্বপ্নের পরে আমি এই বিষয়টিকে এভাবেই দেখি) দেখে আমি আরও বেশি খুশি হয়েছি যে এটা আপনার ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। এটা একটা বেশ লম্বা টপিক, কিন্তু আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ।

এই টপিকটি সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ এবং ব্যাংকগুলোর সাথে সম্পর্কিত ডেন্জার সাইড সম্পর্কে সবাইকে সচেতন করবে৷ একই সময়ে, আর্টিকেলটির লক্ষ্য হল বিটকয়েনকে সাতোশি যেভাবে ব্যবহার করতে চেয়েছিল সেভাবে মানুষকে বোঝানো: পিয়ার-টু-পিয়ার এবং এনোনিমাস ভাবে। আমাদের সকলকে ব্যাংক এবং সরকারী দাসত্ব থেকে মুক্ত রাখার জন্য সাতোশির আবিষ্কারকে বিশ্বস্ত থার্ড পার্টির সাথে যুক্ত করা উচিত না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
July 30, 2023, 06:30:22 AM
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।
অল্প বিদ্যা ভয়ংকরী। যেসব এপ আপনি সাজেশন করলেন, এগুলো কি আপনি নিজে ব্যাবহার করে দেখেছেন? এরা আসলে পেমেন্ট করে? নাকি প্রশ্ন দেখে নেট থেকে সার্চ করে একটা লিষ্ট বানিয়ে দিলেন শুধু? কোনো কিছু শেয়ার করার আগে ভেবে চিন্তে শেয়ার করবেন। আপনার জন্য কেউ বিপদে পরুক, সেটা নিশ্চই চাইবেন না।

অন্য মাইনিং অ্যাপগুলো কখনো ব্যবহার করিনি বাট Pi মাইনিং অ্যাপ টা রিয়েল। আমি আর আমার এক বড়ভাই Pi মাইনিং যখন শুরু তখন থেকে মাইন করতাম। কিছু দিন আগে তিনি তার অনেকগুলো কয়েন বিক্রি করেন, প্রায় ৮০-৯০ হাজার টাকায়। যদি Pi অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকে এবং KYC সহ বাকি যা যা প্রয়োজন সব ওকে থাকে তাহলে আপনি অবশ্যই Pi থেকে মাইন করে টাকা পাবেন।

নোট: নতুন ব্যবহারকারীরা হয়তো এখন তেমন সুবিধা করতে পারবেন না, কারণ এখন আগের মতো দ্রুত মাইন হয়না। যারা একেবারে প্রথম থেকে এই প্রজেক্ট এর সাথে জড়িত ছিল শুধুমাত্র তারাই মোটা অংকের একটা লাভ করতে পেরেছে।

অবাক করা তথ্য দিলেন তো, যে কয়েনের কোনো ব্লকচেইন ই নাই, সেই কয়েন সেল করলো কিভাবে? আর সেই কয়েন কিনলোই বা কে? যে কিনেছে সে এই কয়েন দিয়ে কি করবে? বিভিন্ন এক্সচেঞ্জ এ পাই কয়েন লিস্ট হয়েছে। তবে সেগুলো ওখান থেকে উইথড্র করা যায় না। তো যে এই কয়েন কিনেছে, সে নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভেবে কিনে থাকতে পারে।

আপনি বললেন আপনি নিজেও মাইনিং করছিলেন। আপনি কি উইথড্র করতে পারছেন? বা আপনিও কি সেল করেছেন? কিভাবে সেল করলেন? আমি যতদুর জানি, আমাদের থ্রেড এ অনেকেই পাই মাইনিং করেছে, আপনি যদি সেল করতে পারেন, ওনাদেরকেও সেল করতে সহযোগিতা করতে পারেন।

P2P ট্রেড এর মাধ্যমে সেল করেছে তিনি। আমি বিস্তারিত তথ্য জানিনা। কিন্তু ভাই আপনি বিশ্বাস করেন বা না করেন তিনি আসলেই পাই সেল করছে। তার কেওআইসি সবকিছু ১০০% ওকে ছিল। একটা OTC গ্রুপ থেকে মূলত একজন তার পাই কেনার অফার করে।

আর আমার বিষয়টা আমি KYC জনীত সমস্যার কারণে এখনো কিছু করতে পারিনি। নয়তো আমিও সেল করার চেষ্টা করতাম।

নোট: আপনারো যদি সব ওকে থাকে তাহলে টেলিগ্রাম চেক করতে পারেন, সেখানে অবশ্যই পাই কেনা বেচা নিয়ে তথ্য পাবেন। ব্লকচেইন থাকুক বা না থাকুক পাই কেনা বেচা হচ্ছে এটা আমি ১০০% সিউর হয়েছি আমার বড় ভাইয়ের সেল করা দেখে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 30, 2023, 06:17:51 AM
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।
অল্প বিদ্যা ভয়ংকরী। যেসব এপ আপনি সাজেশন করলেন, এগুলো কি আপনি নিজে ব্যাবহার করে দেখেছেন? এরা আসলে পেমেন্ট করে? নাকি প্রশ্ন দেখে নেট থেকে সার্চ করে একটা লিষ্ট বানিয়ে দিলেন শুধু? কোনো কিছু শেয়ার করার আগে ভেবে চিন্তে শেয়ার করবেন। আপনার জন্য কেউ বিপদে পরুক, সেটা নিশ্চই চাইবেন না।

অন্য মাইনিং অ্যাপগুলো কখনো ব্যবহার করিনি বাট Pi মাইনিং অ্যাপ টা রিয়েল। আমি আর আমার এক বড়ভাই Pi মাইনিং যখন শুরু তখন থেকে মাইন করতাম। কিছু দিন আগে তিনি তার অনেকগুলো কয়েন বিক্রি করেন, প্রায় ৮০-৯০ হাজার টাকায়। যদি Pi অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকে এবং KYC সহ বাকি যা যা প্রয়োজন সব ওকে থাকে তাহলে আপনি অবশ্যই Pi থেকে মাইন করে টাকা পাবেন।

নোট: নতুন ব্যবহারকারীরা হয়তো এখন তেমন সুবিধা করতে পারবেন না, কারণ এখন আগের মতো দ্রুত মাইন হয়না। যারা একেবারে প্রথম থেকে এই প্রজেক্ট এর সাথে জড়িত ছিল শুধুমাত্র তারাই মোটা অংকের একটা লাভ করতে পেরেছে।

অবাক করা তথ্য দিলেন তো, যে কয়েনের কোনো ব্লকচেইন ই নাই, সেই কয়েন সেল করলো কিভাবে? আর সেই কয়েন কিনলোই বা কে? যে কিনেছে সে এই কয়েন দিয়ে কি করবে? বিভিন্ন এক্সচেঞ্জ এ পাই কয়েন লিস্ট হয়েছে। তবে সেগুলো ওখান থেকে উইথড্র করা যায় না। তো যে এই কয়েন কিনেছে, সে নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভেবে কিনে থাকতে পারে।

আপনি বললেন আপনি নিজেও মাইনিং করছিলেন। আপনি কি উইথড্র করতে পারছেন? বা আপনিও কি সেল করেছেন? কিভাবে সেল করলেন? আমি যতদুর জানি, আমাদের থ্রেড এ অনেকেই পাই মাইনিং করেছে, আপনি যদি সেল করতে পারেন, ওনাদেরকেও সেল করতে সহযোগিতা করতে পারেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
July 30, 2023, 05:58:59 AM
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।
অল্প বিদ্যা ভয়ংকরী। যেসব এপ আপনি সাজেশন করলেন, এগুলো কি আপনি নিজে ব্যাবহার করে দেখেছেন? এরা আসলে পেমেন্ট করে? নাকি প্রশ্ন দেখে নেট থেকে সার্চ করে একটা লিষ্ট বানিয়ে দিলেন শুধু? কোনো কিছু শেয়ার করার আগে ভেবে চিন্তে শেয়ার করবেন। আপনার জন্য কেউ বিপদে পরুক, সেটা নিশ্চই চাইবেন না।

অন্য মাইনিং অ্যাপগুলো কখনো ব্যবহার করিনি বাট Pi মাইনিং অ্যাপ টা রিয়েল। আমি আর আমার এক বড়ভাই Pi মাইনিং যখন শুরু তখন থেকে মাইন করতাম। কিছু দিন আগে তিনি তার অনেকগুলো কয়েন বিক্রি করেন, প্রায় ৮০-৯০ হাজার টাকায়। যদি Pi অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকে এবং KYC সহ বাকি যা যা প্রয়োজন সব ওকে থাকে তাহলে আপনি অবশ্যই Pi থেকে মাইন করে টাকা পাবেন।

নোট: নতুন ব্যবহারকারীরা হয়তো এখন তেমন সুবিধা করতে পারবেন না, কারণ এখন আগের মতো দ্রুত মাইন হয়না। যারা একেবারে প্রথম থেকে এই প্রজেক্ট এর সাথে জড়িত ছিল শুধুমাত্র তারাই মোটা অংকের একটা লাভ করতে পেরেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 30, 2023, 05:39:09 AM
Jump to: