Author

Topic: বাংলা (Bengali) - page 186. (Read 5335534 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 10, 2023, 09:37:54 PM
ফেসবুক ইনস্ট্রাগ্রাম এবং লিংকডিন বা টিকটক যাই বলি এগুলো বর্তমানে মানুষের জীবনের সাথে ওতপ্রতভাবে জরিত। মানুষ এগুলো তাদের বন্ধু ভাবতে শুরু করেলেও গোপনীয়তা আইন থাকা সত্বেও কেউই সেটিকে আমলে নেয় না ফলে ব্যবহারকারীর তথ্য সর্বদা ঝুকিতে থাকে।

ভাই, সোশ্যাল মিডিয়াগুলো আমরা প্রতিদিনের একটা রুটিন বানিয়ে ফেলেছি। যখনই ফ্রি টাইম থাকে, দেখবেন মনের অজান্তেই আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছেন। এখন সবাই যেহেতু করছে, এখান থেকে কাউকে আটকানো যাবে না। তাই নিজে সতর্ক থাকতে হবে। আপনি কোন এ্যাপে কি একসেস দিচ্ছেন, সেটা খেয়াল রাখতে হবে। মজার ব্যাপার কি জানেন? এই যে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি নিজেই একসেস দেয়ার সময় দেখিনি যে আমি কি একসেস দিয়েছিলাম।

আর সোশ্যাল মিডিয়ার কথা কি বলবো? বাংলাদেশ এর সরকারি একটা ওয়েবসাইট থেকে কিছুদিন আগে প্রচুর পরিমানে ডাটা লিক হয়েছে। যা ডার্ক ওয়েবে এখন পাওয়া যাচ্ছে। একদিন দেখবেন আপনার নামে কেউ একজন একাউন্ট খুলে সেটা দিকে আকাম কুকাম করে বসে থাকবে। সেটার অপরাধ আসবে আপনার ঘাড়ে। ডাটা লিকের দায় কি সরকার এড়াতে পারে?
full member
Activity: 742
Merit: 157
July 10, 2023, 02:12:25 PM
আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
ভাই এটা অনেকের সাথেই হয়েছে এবং হচ্ছে। আমরা মেসেনজার ব্যাবহার করার জন্য এদর কে মাইক্রোফোন একসেস দিয়ে থাকি। এন্ড্রয়েড ফোন এ গুগল এপ ডিফল্ট ভাবেই থাকে, সেটাও আপনার মাইক্রোফোন একসেস নিয়ে বসে আছে। একটা ব্যাপার কেনার কথা বলছে বসে বসে, কিছুক্ষন পর ফেসবুকে সেটার এড দেখেছি। এটা সবার সাথেই হচ্ছে। কেউ হয়তো খেয়াল করে, আবার কেউ হয়তো খেয়াল করে না। এরকম হয়েছে কয়েকজন বন্ধু মিলে একটা কিছু নিয়ে আলাপ করছি, পরে সবার ফোনেই একই ধরনের এ্যাড আসা শুরু হয়েছে।
ভাই, এইভাবে যদি একজন ব্যবহার কারীর গুরুত্বপূর্ণ তথ্য নেওয়া হয় তাহলে সোস্যাল মিডিয়া ব্যবহারে নিরাপত্তা কোথায়?

একটি আর্টিকেলে দেখলাম 2021 সালে প্রায় 90000 মানুষ সোস্যাল মিডিয়া ব্যবহারের কারনে প্রতারিত হয়েছিলেন। 2022 সালের জুলাইয়ে টুইটার হ্যাক হওয়ার পর 200 মিলিয়ন ব্যবহারকারীর ইমেইল ডেটা চুরি হয়ে ডার্কওয়েবে স্থানান্তর হয়েছিল। 2022 সালে ডেটা কনসার্নেড অথিরিটি ইউ এস স্টেট এবং ফেডারেল এজেন্সিস সরকারী মালিকানাধিন ডিভাইস গুলোতে টিকটিক এ্যাপ ব্যবহার নিষিদ্ধ করার জন্য আগ্রহ দেখিয়েছিলে। তারা ধারনা করেছিলেন যেহেতু টিকটক চীনা কোম্পানির মালিকানাধিন সেহেতু সেখানে তথ্য চুরির মত ঘটনা ঘটা স্বাভাবিক। যদিও এর সুস্পস্ট কোন প্রমান পাওয়া যায় নি তবে এমন হওয়াটাও অস্বাভাবিক নয়। আবার 2023 সালে মেটাকে 1.3 বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল সেখানে ইউরোপিয় ডেটা সুরক্ষা বোর্ড জানিয়েছিল যে মেটা উইরোপিয় জনগনের ব্যেক্তিগত তথ্য মার্কিন সার্ভারে স্থানান্তর করেছিলেন যা তাদের গোপনীতা লক্ষন করেছে।

ফেসবুক ইনস্ট্রাগ্রাম এবং লিংকডিন বা টিকটক যাই বলি এগুলো বর্তমানে মানুষের জীবনের সাথে ওতপ্রতভাবে জরিত। মানুষ এগুলো তাদের বন্ধু ভাবতে শুরু করেলেও গোপনীয়তা আইন থাকা সত্বেও কেউই সেটিকে আমলে নেয় না ফলে ব্যবহারকারীর তথ্য সর্বদা ঝুকিতে থাকে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 10, 2023, 12:28:45 PM
staff
Activity: 2436
Merit: 2347
July 10, 2023, 12:15:25 PM
জিবোন টাই রেড টাস্ট 😭



আমাকে কেন রেড টাস্ট দিয়েছে আমি বোঝতে পারতাছি না।
কেউ যদি বোঝেন তাহলে আমাকে একটু ভালো করে বুঝায়া দেন

অযাচিত PM বার্তা পাঠানোর জন্য। এটি নিয়মের লঙ্ঘন (অনুচ্ছেদ 29)।
newbie
Activity: 23
Merit: 0
July 10, 2023, 12:07:30 PM
জিবোন টাই রেড টাস্ট 😭



আমাকে কেন রেড টাস্ট দিয়েছে আমি বোঝতে পারতাছি না।
কেউ যদি বোঝেন তাহলে আমাকে একটু ভালো করে বুঝায়া দেন
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 10, 2023, 12:04:01 PM
আমরা সচরাচর যে স্মার্টফোন ব্যবহার করি তাতে যে কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ ইন্সটল করার সময় আমাদের কাছ থেকে মোটামুটি সব ধরনের এক্সেস নিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের নিরাপত্তা কোথায় তাহলে? ২০১৭ সালে একবার আমি এরকম ভুলবশত ফিশিং অ্যাপ ইন্সটল করে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। যা আমার জীবনকে তছনছ করে দিয়েছিল। এখন ভাই এই অবস্থা থেকে কি আমাদের পরিত্রাণের কোন পদ্ধতি নেই?
দুঃখ প্রকাশ করছি আপনার খারাপ অভিজ্ঞতার জন্য। আর আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে বলা যায়, সত্যিকার অর্থে পরিত্রাণের পুরোপুরি কার্যকরী কোন পদ্ধতি নেই তবে কিছু বিষয়ে সচেতন হলে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। আর ফিশিং অ্যাপের বিষয়ে সতর্ক হতে অবশ্যই ট্রাস্টেড সোর্স যেমন Playstore বা AppStore থেকে অ্যাপ ইন্সটল করবেন।

আমরা জানি গুগল তাদের Google Service Framework, Google Play Services ইত্যাদির মাধ্যমে ইউজারদের ডাটা কালেক্ট করে। আর আমরা যেহেতু অধিকাংশই অ্যান্ড্রয়েড ব্যবহার করছি তাই গুগলের এই অ্যাক্সেসগুলো আমরা চাইলেও পুরোপুরি বন্ধ করতে পারিনা। আমরা ফেসবুকে বা ওয়েবসাইটে যেসব আমাদের রিলেটেড অ্যাড দেখি এগুলোর কারণ হচ্ছে, আমরা যখন কোন কিছু সার্চ করি বা কোন ওয়েবসাইট এ ঘোরাঘুরি করি তখন ওই ওয়েবসাইট আমাদের ডিভাইসে কুকি ইন্সটল করে দেয় যা আমাদের এক্টিভিটি গুলো এড নেটওয়ার্কের কাছে বলে দেয় এবং সে অনুযায়ী আমরা এড দেখতে পাই। আর আমাদের পারমিশন গুলো তো সাধারণত দেওয়াই থাকে। এখন কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য নিচের সাধারণ পদক্ষেপটি নেওয়া যেতে পারে:

✓ ফোনের অ্যাপ পারমিশনে গিয়ে সাধারণত দেখতে পাবেন সবগুলো পারমিশন (Allow Only While Using The App) করা আছে। ওইখানে আপনি (Ask Everytime) অপশনটি পাবেন এবং সেটা অন রাখতে পারেন। এতে আপনার অজান্তে ক্যামেরা, মাইক্রোফোন বা কোন তথ্য ওই মাধ্যম ব্যবহার করে অ্যাপ সংগ্রহ করতে পারবেনা।
এভাবে আপনি প্রতিটা অ্যাপের জন্য পারমিশন সেট করে নিতে পারবেন।

✓ ফেসবুকে এ ধরনের এড বন্ধ করার জন্য settings থেকে AD Preferences অপশনগুলো হাইড করে রাখতে পারেন। তারপর Ad Settings থেকে ( Data About Your Activities From Partners) অপশনটা অন থাকলে অফ করে দিতে হবে।

যতটুকু নিজে জেনেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম এবং জানি হয়তো ১০০% কার্যকরী না তবে কিছুটা উপকার দিবে আশা করি।
full member
Activity: 367
Merit: 136
July 10, 2023, 12:21:40 AM
ফেসবুকে ডলার বায় সেল অ্যাড দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার খুবই জানতে ইচ্ছে করে ফেসবুক কিভাবে জানে যে আমি ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি?
আমি তো কোনদিন আমার ফেসবুকের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কোন পোস্ট করিনি বা আমার কোন পেজ ও নেই। তাহলে ওরা এরকম অ্যাডের রিকমেন্ডেন্ট আমার কাছে কিভাবে দেয়?
অভিজ্ঞ ভাইয়েরা ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন দয়া করে।
ইন্টারনেট এ আপনি একটা তথ্য পাবলিক করা মানে সেটা একদম পাবলিক হয়ে যাওয়া। সেটা যেখানেই করুন না কেন। আপনি ফেসবুকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনো কিছু লেখেন নি, তাই বলে কি তারা আপনার কর্মকান্ডের কথা জানবে না? তাদের ফেসবুক কিংবা মেসেঞ্জার এপ আপনার ফোনে যতক্ষণ আছে ততক্ষণ আপনি ফোন দিয়ে কি করছেন তার সব তথ্যই তাদের কাছে যাচ্ছে। আপনি মনের অজান্তেই অনেক এপকে অনেক পারমিশন দিয়েছেন। আপনার ফোনে ফেসবুক থাকলেই যথেষ্ট, তারা আপনার কর্মকান্ড জানতে পারবে।

আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
আমরা সচরাচর যে স্মার্টফোন ব্যবহার করি তাতে যে কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ ইন্সটল করার সময় আমাদের কাছ থেকে মোটামুটি সব ধরনের এক্সেস নিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের নিরাপত্তা কোথায় তাহলে? ২০১৭ সালে একবার আমি এরকম ভুলবশত ফিশিং অ্যাপ ইন্সটল করে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। যা আমার জীবনকে তছনছ করে দিয়েছিল। এখন ভাই এই অবস্থা থেকে কি আমাদের পরিত্রাণের কোন পদ্ধতি নেই?
sr. member
Activity: 546
Merit: 309
July 10, 2023, 12:00:32 AM
- আপনি ভূল করেছেন যে একই ওয়ালেট দুই একাউন্টে ব্যবহার করেছেন যা RM$11 এ ৯৪ বার ব্যবহার করেছিলেন। আপমি ঐ একাউন্টের ১৪২ টা পোস্ট ডিলেট করে পোস্ট সংখ্যা ০ করেছেন আপনি ভেবেছিলেন যে পোস্ট ডিলেট কিরলে আর কেও কোনো প্রমাণ খুজে পাবে না। কিন্তু আপনার চিন্তাভাবনা ভূল ছিলো কারন এই ফোরামে আপনি পোস্ট করার সাথে সাথে আপনার পোস্ট Archive হয়ে যায় যা কোনোদিন মোছা সম্ভব না। এবংকি আপনি একটা পোস্ট করার পর যদি সেটি Edit ও করেন তবুও এটা দেখা সম্ভব যে আপনি আগে কি লখেছিলেন এবং পরে edit করে কি লিখেছেন। তাই পরবর্তীতে ফোরাম ব্যবহারে সতর্ক থাকুন। আশা করি সব কিছু বুঝতে পারছেন ধন্যবাদ
আসলে পোষ্ট উনি ডিলেট করেছে কি না আমরা জানি না। যেহেতু তিনি একজন Nuke user, আমার মনে হয় পোষ্ট গুলো এমনিতেই ডিলেট হয়ে গেছে। আমার জানামতে কোনো ইউজার কে Nuke করা হলে তার সকল পোষ্ট এমনিতেই ডিলেট হয়ে সে ইউজার ব্যান হয়ে যায়। কোনো ইউজার Nuke হলো কি না সেটা দেখার জন্য আপনি https://bpip.org/Profile?id=3496337 বিপিআইপি তে দেখতে পারেন। আর আপনি পরবর্তী ফোরাম ব্যাবহারের সতর্ক থাকার পরামর্শ দিতে পারেন না। সে যেহেতু ফোরাম থেকে ব্যান হয়ে গেছে। নিয়ম অনুযায়ী তিনি আর ফোরাম ব্যাবহার করতে পারবেন না। তবুও কেউ যদি ফোরাম ব্যান হওয়ার পরেও ফোরাম ব্যাবহার করে, সেটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। তবে পরবর্তীতে ধরা খেলে আবারও ব্যান খেয়ে যাবে।
এমনও ঘটতে পারে যে তার পোস্ট অটো ডিলিট হয়েছে যেহেতু এটা আমরা নিশ্চিত নই যে এটা কেমনে হয়েছে তবে যেভাবেই ডিলিট হোক না কেনো তার ডেটাই Archive আছে এর কারনে সে ধরা খেতে বাধ্য। আমি Nuke user এর বিষয়ে তেমন কিছু জানি না তাই কোনো মন্তব্য করার চিন্তা করছি না। তবে আপনার থেকে কিছুটা বুঝলাম।

হ্যা আমি নিজেও অনুমান করতে পারছি যে আমার ঐ উপদেশটা দেওয়া ফোরাম সমর্থন করে না। আমি পোস্ট ইডিট করে দিয়েছি আপনিও ইডিট করে ঐ অংশটুকু quote থেকে মুছে দেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 09, 2023, 11:04:56 PM
- আপনি ভূল করেছেন যে একই ওয়ালেট দুই একাউন্টে ব্যবহার করেছেন যা RM$11 এ ৯৪ বার ব্যবহার করেছিলেন। আপমি ঐ একাউন্টের ১৪২ টা পোস্ট ডিলেট করে পোস্ট সংখ্যা ০ করেছেন আপনি ভেবেছিলেন যে পোস্ট ডিলেট কিরলে আর কেও কোনো প্রমাণ খুজে পাবে না। কিন্তু আপনার চিন্তাভাবনা ভূল ছিলো কারন এই ফোরামে আপনি পোস্ট করার সাথে সাথে আপনার পোস্ট Archive হয়ে যায় যা কোনোদিন মোছা সম্ভব না। এবংকি আপনি একটা পোস্ট করার পর যদি সেটি Edit ও করেন তবুও এটা দেখা সম্ভব যে আপনি আগে কি লখেছিলেন এবং পরে edit করে কি লিখেছেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন ধন্যবাদ
আসলে পোষ্ট উনি ডিলেট করেছে কি না আমরা জানি না। যেহেতু তিনি একজন Nuke user, আমার মনে হয় পোষ্ট গুলো এমনিতেই ডিলেট হয়ে গেছে। আমার জানামতে কোনো ইউজার কে Nuke করা হলে তার সকল পোষ্ট এমনিতেই ডিলেট হয়ে সে ইউজার ব্যান হয়ে যায়। কোনো ইউজার Nuke হলো কি না সেটা দেখার জন্য আপনি https://bpip.org/Profile?id=3496337 বিপিআইপি তে দেখতে পারেন। আর আপনি পরবর্তী ফোরাম ব্যাবহারের সতর্ক থাকার পরামর্শ দিতে পারেন না। সে যেহেতু ফোরাম থেকে ব্যান হয়ে গেছে। নিয়ম অনুযায়ী তিনি আর ফোরাম ব্যাবহার করতে পারবেন না। তবুও কেউ যদি ফোরাম ব্যান হওয়ার পরেও ফোরাম ব্যাবহার করে, সেটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। তবে পরবর্তীতে ধরা খেলে আবারও ব্যান খেয়ে যাবে।
sr. member
Activity: 546
Merit: 309
July 09, 2023, 10:51:50 PM
আমাকে কেন রেড টাস্ট দিয়েছে আমি বোঝতে পারতাছি না।
কেউ যদি বোঝেন তাহলে আমাকে একটু ভালো করে বুঝায়া দেন

আর  রেফারেন্স লিংক: https://ninjastic.space/addresses?address=0xdc8dEb9286dA8faaE67f8C9469cB930685AdCB3d

আপনাকে Red Trust দেওয়ার কারন হলো আপনি একটা একাউন্টের সাথে পুরোপুরি কানেক্টেড তা হলো RM$11 একাউন্ট কানেক্টেড থাকাটা কোনো সমস্যা না এই ফোরামে আল্ট একাউন্ট থাকা কোনো সমস্যা না যতক্ষণ পর্যন্ত আপনার কোনো একাউন্ট থেকে কোনো অপকর্মের আলামত না পাওয়া যাবে। তবে এখন কথা হলো তাহলে আপনি আল্ট একাউন্টের জন্য Red কেনো খাইলেন

- আপনি RM$11 দিয়ে ফোরামের কোনো একাউন্টটি রুলস অমান্য করেছিলেন তাই আপনার একাউন্ট  Banned করা হয়েছে। এর মানে আপনাকে এই ফোরাম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু আপনি আবারো এই ফোরামে একটা একাউন্ট খুলেছেন এবং ধরা পরেছেন যে আপনিই হলেন RM$11

- আপনি ভূল করেছেন যে একই ওয়ালেট দুই একাউন্টে ব্যবহার করেছেন যা RM$11 এ ৯৪ বার ব্যবহার করেছিলেন। আপমি ঐ একাউন্টের ১৪২ টা পোস্ট ডিলেট করে পোস্ট সংখ্যা ০ করেছেন আপনি ভেবেছিলেন যে পোস্ট ডিলেট কিরলে আর কেও কোনো প্রমাণ খুজে পাবে না। কিন্তু আপনার চিন্তাভাবনা ভূল ছিলো কারন এই ফোরামে আপনি পোস্ট করার সাথে সাথে আপনার পোস্ট Archive হয়ে যায় যা কোনোদিন মোছা সম্ভব না। এবংকি আপনি একটা পোস্ট করার পর যদি সেটি Edit ও করেন তবুও এটা দেখা সম্ভব যে আপনি আগে কি লখেছিলেন এবং পরে edit করে কি লিখেছেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন ধন্যবাদ
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 09, 2023, 09:00:12 PM
আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
ভাই এটা অনেকের সাথেই হয়েছে এবং হচ্ছে। আমরা মেসেনজার ব্যাবহার করার জন্য এদর কে মাইক্রোফোন একসেস দিয়ে থাকি। এন্ড্রয়েড ফোন এ গুগল এপ ডিফল্ট ভাবেই থাকে, সেটাও আপনার মাইক্রোফোন একসেস নিয়ে বসে আছে। একটা ব্যাপার কেনার কথা বলছে বসে বসে, কিছুক্ষন পর ফেসবুকে সেটার এড দেখেছি। এটা সবার সাথেই হচ্ছে। কেউ হয়তো খেয়াল করে, আবার কেউ হয়তো খেয়াল করে না। এরকম হয়েছে কয়েকজন বন্ধু মিলে একটা কিছু নিয়ে আলাপ করছি, পরে সবার ফোনেই একই ধরনের এ্যাড আসা শুরু হয়েছে।

legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 09, 2023, 01:59:02 PM
এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, কেন তারা মার্কেটের চাইতেও ৭/৮ টাকা কম প্রাইসে ডলার সেল করছে এতে তাদের প্রফিট কি? যেখানে তারা নিজেরাই ১১৫ এর উপরে খুব সহজেই বিক্রি করতে পারে। অতএব এটা একটি স্ক্যাম এর ফাঁদ হওয়া সম্ভাবনা খুবই বেশি তাই সবাই এই ধরনের সাইট থেকে সাবধান । আর পারলে রিপোর্ট করে দিবেন এইসব এড দেখলে।

এইগুলো ১০০% স্ক্যাম, এই ব্যাপারে সন্দেহ রাখবেন না। আমি অতীতেও দেখেছি সব স্ক্যামাররা এইসব এড দিয়ে থাকে। যারা রিয়েল ডিলার তাদের এড আমি দেখেছি বলে মনে পরছে না। আবার এমনও হতে পারে এইগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কাম? মুরগী ধরার চেষ্টা চালাচ্ছে  Grin ফেলে দিয়েন না এইটাকে লল।

ফেসবুকে ডলার বায় সেল অ্যাড দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার খুবই জানতে ইচ্ছে করে ফেসবুক কিভাবে জানে যে আমি ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি?
আমি তো কোনদিন আমার ফেসবুকের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কোন পোস্ট করিনি বা আমার কোন পেজ ও নেই। তাহলে ওরা এরকম অ্যাডের রিকমেন্ডেন্ট আমার কাছে কিভাবে দেয়?
অভিজ্ঞ ভাইয়েরা ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন দয়া করে।
ইন্টারনেট এ আপনি একটা তথ্য পাবলিক করা মানে সেটা একদম পাবলিক হয়ে যাওয়া। সেটা যেখানেই করুন না কেন। আপনি ফেসবুকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনো কিছু লেখেন নি, তাই বলে কি তারা আপনার কর্মকান্ডের কথা জানবে না? তাদের ফেসবুক কিংবা মেসেঞ্জার এপ আপনার ফোনে যতক্ষণ আছে ততক্ষণ আপনি ফোন দিয়ে কি করছেন তার সব তথ্যই তাদের কাছে যাচ্ছে। আপনি মনের অজান্তেই অনেক এপকে অনেক পারমিশন দিয়েছেন। আপনার ফোনে ফেসবুক থাকলেই যথেষ্ট, তারা আপনার কর্মকান্ড জানতে পারবে।

আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
July 09, 2023, 01:35:54 PM
ভাই এতে অবাক হওয়ার কিছু নেই বর্তমানে ফেসবুকে এরকম প্রচুর পরিমাণ অ্যাড শো করে এটি AI ব্যবহার করে সম্ভবত। অনেক সময় কিছু লোক স্কামিং করে আপনাকে মেসেজ ও দেবে। আমি ফেসবুক ব্যবহার করি কিন্তু সেখানে অনেক সময় ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এবং বিভিন্ন ক্যাসিনো সাইট সম্পর্কে পেজ শো করে সেগুলো লাইক বা ফলো করলে প্রতিনিয়তই নতুন নতুন আপডেট নিউজ দিয়ে থাকে। আর আর ডলার বাই সেল করার জন্য অনেক গ্রুপ অথবা পেজ থাকে যেখানে আপনাকে আপনার কোন বন্ধু কিংবা ফ্রেন্ড যদি ইনভাইট করে থাকে তাহলে আপনি সেই সমস্ত অ্যাড গুলো দেখতে পারবেন। আপনি যদি কয়েকবার সেগুলো ফলো করে থাকেন তাহলে আপনার ফেসবুকে অটোমেটিকলি সেগুলো শো করবে এবং আপনাকে অনেক ইস্কামাররা মেসেজ দিয়ে বেশি দামে ডলার বিক্রি করার জন্য লোভ দেখাবে। আমার সাথে এর আগে এরকম একটি কাহিনী হয়েছে একজন ব্যক্তি আমাকে এসএমএস দিয়েছিল তিনি Binance p2p বাই সেল এর কথা বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করেছিল কিন্তু সে সফল হতে পারেনি আমাকে বোকা বানাতে পারেনি।
তবে আপনার ফেসবুকে যদি এরকম ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত তথ্যগুলো আসে তাহলে এটা ভালো কিন্তু আপনি সেখানে কখনোই বিশ্বাস করবেন না এবং তাদের কথায় মনোযোগ না দিয়ে আপনার জ্ঞান কাজে ঘাটিয়ে চলবে এতে আপনার মঙ্গল হবে।
আর এই বর্তমান সময়ে ফেসবুকে প্রায় সকল লোকেদের আইডিতেই এরকম ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অটোমেটিকলি অ্যাড শো করে। আপনি যদি একটি ভিডিও দেখতে বসেন তাহলে দেখবেন অনেক অ্যাড দিয়ে থাকে বিটকয়েন সম্পর্কে তাই এই বিষয় নিয়ে চিন্তিত না হয়ে সচেতন হন। আসলে এখন সবকিছুই উন্নত হচ্ছে এবং সকলেই চায় তার সোশ্যাল মিডিয়ার গুলো কিভাবে উন্নত করা যায় তাই বিভিন্ন কৌশল খাটিয়ে এগুলো করে থাকে হয়তো।
আর আপনি কখনোই ফেসবুকে দেওয়া বাই সেল এর কাছ থেকে লেনদেন করবেন না তাহলে অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন এতে কোন সন্দেহ নেই তাই নিজে সতর্ক হয়ে কাজ করেন এটাই সকলের জন্য ভালো হবে।

ভাই পোস্ট হচ্ছে না খুবই কষ্টে আছি ১ ঘন্টা ধরে চেষ্টা করতেছি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 09, 2023, 01:24:19 PM
ফেসবুকে ডলার বায় সেল অ্যাড দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার খুবই জানতে ইচ্ছে করে ফেসবুক কিভাবে জানে যে আমি ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি?
আমি তো কোনদিন আমার ফেসবুকের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কোন পোস্ট করিনি বা আমার কোন পেজ ও নেই। তাহলে ওরা এরকম অ্যাডের রিকমেন্ডেন্ট আমার কাছে কিভাবে দেয়?
অভিজ্ঞ ভাইয়েরা ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন দয়া করে।
এটাই তো ভাই খেলা,  ওদের এআই সিস্টেম ব্যবহার করে  হয়তো কাজটি করে থাকে।  শুধু এই ক্ষেত্রে নয়  আপনি আপনার  কোন পরিচিত পার্সন এর সাথে   কোন ডিভাইস  বা কোন কিছু  কেনা বা পছন্দ হওয়া নিয়ে আলাপ করতেছেন।  তখনই দেখবেন  ওই ধরনের ডিভাইস সমূহ আপনার সামনে চলে আসবে।
বিশেষ করে দেখবেন যখন আপনি নতুন করে ফেসবুক ইন্সটল করবেন তখন  দেখবেন  ক্যামেরা,  কন্টাক্ট,  ফাইলস মিডিয়া লোকেশন মাইক্রোফোন ইত্যাদি এক্সেস  পারমিশন চাইবে।  তাছাড়া যেহেতু তাদের কোডিং করা অ্যাপস আপনি ইন্সটল করেছেন হয়তো এর মাধ্যমে তারা আপনার মোবাইলের ওই টেক্সিং গুলো  এআই দ্বারা পড়ে নেয় ।  আর এভাবেই তারা বিভিন্ন  ইন কমার্স ওয়েবসাইট এর কাছে  আপনার ডাটা বিক্রি করে টাকা কামাই করে। অনেক সময় দেখবেন যে আপনি যেটা মনে করতেছেন সেটাই আপনার সামনে চলে আসছে এটাই তাদের AI  এর খেলা।

বাই দা রাস্তা,  কারো  কি পোস্ট করতে সমস্যা হচ্ছে?  শুধু লোডিং আর লোডিং দেখাচ্ছে?  আমার কালকে থেকে সমস্যা হচ্ছে  আবার গিয়ে ক্লাউড নিয়ে কোন সমস্যা হলো নাকি?
staff
Activity: 2436
Merit: 2347
July 09, 2023, 12:08:02 PM
আমাকে কেন রেড টাস্ট দিয়েছে আমি বোঝতে পারতাছি না।
কেউ যদি বোঝেন তাহলে আমাকে একটু ভালো করে বুঝায়া দেন

আর  রেফারেন্স লিংক: https://ninjastic.space/addresses?address=0xdc8dEb9286dA8faaE67f8C9469cB930685AdCB3d

আপনি ব্যান থেকে পালান করছেন। এটি নিয়ম লঙ্ঘন (পয়েন্ট 25)।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 09, 2023, 11:25:17 AM
কাট,,,~
আপনাকে নেগেটিভ ট্রাস্ট দেওয়ার কারন হলো আপনি একই ERC এড্রেস ২ টা একাউন্টে ব্যবহার করেছেন। আপনার একাধিক একাউন্ট রয়েছে। আপনার রেফারেন্স লিংক থেকে দেখলাম RM$11, Rbolisna এই দুই একাউন্ট কানেক্টেড হয়েছে। আমি যতদূর বুঝতে পেরেছি, আমি আপনাকে বুঝিয়ে দিলাম, সিনিয়র ভাইয়েরা এই সসম্পর্কে ভালো বুঝেন আশা করি তারা আপনাকে আর বিস্তারিত বুঝিয়ে দিবেন।

member
Activity: 64
Merit: 10
July 09, 2023, 10:42:27 AM
আমাকে কেন রেড টাস্ট দিয়েছে আমি বোঝতে পারতাছি না।
কেউ যদি বোঝেন তাহলে আমাকে একটু ভালো করে বুঝায়া দেন

আর  রেফারেন্স লিংক: https://ninjastic.space/addresses?address=0xdc8dEb9286dA8faaE67f8C9469cB930685AdCB3d
full member
Activity: 367
Merit: 136
July 09, 2023, 10:05:44 AM
একটা বিষয়ে খুব অবাক হলাম, ফেসবুকে ঢুকলেই ডলার ভাই ছেলের পেজের এড দিয়ে ফেসবুক টা ভরে যায়। কিন্তু পেজগুলো এমন অফার দিচ্ছে যা আমার কাছে অবিশ্বাস্য মনে হলো। কারণ কেনই বা তারা বাইনান্স P2P প্রাইস এর থেকেও কম প্রাইসে দিবে। যেখানে বাইন্যান্সে দেখলাম USDT ১১৫ টাকার উপরে সেল হচ্ছে তখন এইসব পেজ কিভাবে USDT 108 টাকায় দিচ্ছে। বিষয়টা আমার কাছে অসামঞ্জস্যপূর্ণ লেগেছে এবং ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। হয়তো এটা স্ক্যাম করার আরো একটি নতুন চাল। কারণ অনেকেই কিছু টাকা বাঁচানোর লোভে এইসব পেজ থেকে ডলার কিনতে গিয়ে হয়তো পুরো টাকাটাই খোয়াবেন। আবার অন্যান্য যে সব ডলার যেমন: PayPal, Perfect Money, Webmoney ইত্যাদির প্রাইসও অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে।
ফেসবুকে ডলার বায় সেল অ্যাড দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার খুবই জানতে ইচ্ছে করে ফেসবুক কিভাবে জানে যে আমি ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি?
আমি তো কোনদিন আমার ফেসবুকের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কোন পোস্ট করিনি বা আমার কোন পেজ ও নেই। তাহলে ওরা এরকম অ্যাডের রিকমেন্ডেন্ট আমার কাছে কিভাবে দেয়?
অভিজ্ঞ ভাইয়েরা ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন দয়া করে।
newbie
Activity: 4
Merit: 0
July 09, 2023, 12:56:30 AM
Hello Boss, এইটা দেখায় ; Sorry, you cannot post new topics in this board!  Roll Eyes
আমার এই  Archival  পোস্ট করা খুবই দরকার। কারন কোন কিছু পোস্ট করার আগে তা চেক করে নেওয়া ভালো, সব ঠিকঠাক আছে কিনা। এজন্য কিছু দিন ধরে চেষ্টা করে কিছুই লাভ হচ্ছে না  দয়া করে কেউ জানলে সাহায্য করুন। আমার কিছু পোস্ট টেস্ট করার আছে।  🙏🙏🙏 আশা করি সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ হবে!

এখানে একটি টপিক তৈরি করুন, "Other languages/locations" বিভাগে, এবং তারপরে আর্কাইভে সরান। আপনি যদি আর্কাইভে সরাতে না পারেন তাহলে আমি সরিয়ে দিব।

Ok Boss. Thanks
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 08, 2023, 10:57:36 PM
একটা বিষয়ে খুব অবাক হলাম, ফেসবুকে ঢুকলেই ডলার ভাই ছেলের পেজের এড দিয়ে ফেসবুক টা ভরে যায়। কিন্তু পেজগুলো এমন অফার দিচ্ছে যা আমার কাছে অবিশ্বাস্য মনে হলো। কারণ কেনই বা তারা বাইনান্স P2P প্রাইস এর থেকেও কম প্রাইসে দিবে। যেখানে বাইন্যান্সে দেখলাম USDT ১১৫ টাকার উপরে সেল হচ্ছে তখন এইসব পেজ কিভাবে USDT 108 টাকায় দিচ্ছে। বিষয়টা আমার কাছে অসামঞ্জস্যপূর্ণ লেগেছে এবং ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। হয়তো এটা স্ক্যাম করার আরো একটি নতুন চাল। কারণ অনেকেই কিছু টাকা বাঁচানোর লোভে এইসব পেজ থেকে ডলার কিনতে গিয়ে হয়তো পুরো টাকাটাই খোয়াবেন। আবার অন্যান্য যে সব ডলার যেমন: PayPal, Perfect Money, Webmoney ইত্যাদির প্রাইসও অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে।

এইধরনের ২ টা পেজ এর স্ক্রিনশট দেওয়া হল:

এর মধ্যে Paxful আবার MTFE ponzi সাইটকে প্রমোট করছে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, কেন তারা মার্কেটের চাইতেও ৭/৮ টাকা কম প্রাইসে ডলার সেল করছে এতে তাদের প্রফিট কি? যেখানে তারা নিজেরাই ১১৫ এর উপরে খুব সহজেই বিক্রি করতে পারে। অতএব এটা একটি স্ক্যাম এর ফাঁদ হওয়া সম্ভাবনা খুবই বেশি তাই সবাই এই ধরনের সাইট থেকে সাবধান । আর পারলে রিপোর্ট করে দিবেন এইসব এড দেখলে।
Jump to: