Author

Topic: বাংলা (Bengali) - page 207. (Read 5729841 times)

newbie
Activity: 85
Merit: 0
June 18, 2023, 12:10:02 AM
are u from bangladesh?
I live in Banglades. And you?
I am from Bangladesh bro.

আমার activity 28 টা হয়ে আটকে আছে কেন?  😭😭 প্লিজ হেল্প মি।
bro...জুনিয়র মেম্বার হতে গেলে একটা একাউন্ট কমপক্ষে ৩০ দিনের পুরনো হতে হয়.....আর তাই আপনি যতই পোস্ট করেন ৩০ টা এক্টিভিটি হতে ৩০ দিন ই লাগবে...
Thank you so mach vai.
full member
Activity: 490
Merit: 119
June 17, 2023, 11:41:44 PM
আমার accunt e Trust -1 দেওয়া হয়েছে এটি কি + করার জন্য কি কোন ব্যবস্থা আছে🙏

যদি ও আমার কনো ভুল ছিল না।আমার post copy করে অন্য জন post করেছিল তার জন্য আমাকে trust -1 দেওয়া হয়েছে!

আরে ভাই আপনি চুরি করবেন অথচ ধরা খাবেন না, নিজেকে খুব চালাক মনে করেন নাকি! আসলে যে নিজেকে বেশি চালাক মনে করে সে ততো তাড়াতাড়ি ধরা পড়ে যায়, ভাইয়া। একটা একাউন্টে নেগেটিভ ট্রাস্ট কেউ এত সহজে দেয় না, এটা আপনাকে বুঝতে হবে। কিছুদিন আগেও @Bitcoin_people ভাইকে নিয়ে কথা উঠেছিল। আপনি হয়তো সেটা দেখে থাকতে পারেন বা একটু পড়ে দেখতে পারেন। আপনার পোস্ট যদি কেউ চুরি করে, তাহলে আপনার বিটকয়েন এড্রেস এবং ওনার বিটকয়েন এড্রেসটা সিম কিভাবে হলো, ভাই।

আপনার নেগেটিভ ট্রাস্ট পোস্ট লিঙ্ক

আশা করি ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না।
newbie
Activity: 252
Merit: 0
June 17, 2023, 10:23:48 PM
আমার accunt e Trust -1 দেওয়া হয়েছে এটি কি + করার জন্য কি কোন ব্যবস্থা আছে🙏

যদি ও আমার কনো ভুল ছিল না।আমার post copy করে অন্য জন post করেছিল তার জন্য আমাকে trust -1 দেওয়া হয়েছে!
full member
Activity: 490
Merit: 119
June 17, 2023, 08:24:40 PM
@Little Mouse, @Shasan, @Crypto Library, @LDL, @Bitcoin_People ভাই সহ অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করছি, বিটকয়েন টক বাংলাদেশ ফোরামে কোন পোস্টটি সর্বোচ্চ সংখ্যক মেরিট লাভ করছে। বাংলাদেশের টপ আনার মেরিট পোস্ট ছিল= ৩৩ মেরিটের। আমি অনেক খোঁজাখুঁজি করেও সেই পোস্টটি বের করতে পারিনি। যদি সিনিয়র ভাইরা কেউ সেই পোস্টটি বের করতে সহযোগিতা করতেন তাহলে খুব উপকৃত হইতাম। ভাই এমন কোন টুলস আছে কি? যে টুলস দিয়ে শুধু একটি থ্রেডের লিং দিয়েই সেই থ্রেডের টপ মেরিট আর্নার বা কোয়ালিটি পোস্টগুলো দেখা যাবে। যদি কারো কাছে এইরকম টুলসে্র নাম জানা থাকে, আমাকে একটু জানাবেন প্লিজ।
newbie
Activity: 75
Merit: 0
June 17, 2023, 10:06:06 AM
আমি Bitcoine Accunt এ নতুন
আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt  এর প্রতি কাজ করতে!😊
এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখতেন তাহলে অবশ্যই এর সমাধান পেয়ে যেতেন। তাছাড়াও আমাদের এই লোকাল থ্রেডের প্রথম পেজে বিটকয়েন ফোরামের নিয়ম সহ আরো অনেক বিষয় পিন করে রাখা হয়েছে। আপনার উচিত প্রথম পেজে সকল লিংকে ঢুকে সবগুলি ভালোভাবে পড়ে নেওয়া। যারা নতুনে আসেন তারাই এই ধরনের প্রশ্ন করে থাকেন। যাইহোক আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, প্রথমে আপনাকে ১ টি মেরিট পেতে হবে এবং ৩০ এক্টিবিটি থাকতে হবে।
আপনার সুবিধার জন্য আমি কোট করে দিলাম দেখে নিতে পারেন।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি
যারা নতুনে আসেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্রথমে অবশ্যই প্রথম পেজে সকল নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে নিবেন।

আমরা সকলেই জানি বিটকয়েন স্ট্যান্ডার্ড বইটির লেখক Saifedean Ammous। বিটকয়েন স্ট্যান্ডার্ড থেকে 133টি আশ্চর্যজনক উক্তি শেয়ার করেছেন Bitcoin News। যদি কারো উক্তি গুলো পড়ার ইচ্ছা তাহলে অবশ্যই লিংকে ঢুকে পরে নিতে পারেন।


ভাই আপনাকে অংসখ্য ধন্যবাদ আপনি আমাকে quote করে না দিলে আমার বের করতে অনেক সমায় লাগতো
আমি দেখলাম অনেক কিছু সিখলাম ও কেমনে মেরিট নিতে হয়

আমি এখন থেকে অনেকে ভালো ভালো post করার চেষ্টা করন🥰


আমি Bitcoine Accunt এ নতুন
আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt  এর প্রতি কাজ করতে!😊

আপনাকে আপনার নিজের র‍্যাঙ্ক বাড়ানোর জন্য আপনাকে ভাল ভাল কোয়ালিটি ফুল পোস্ট করতে হবে। আপনি যত ভালো ভালো পোস্ট করবেন এবং সেই পোষ্টের মাধ্যমে বিটকয়েনটক ইউজারা নতুন কোন জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। দেখবেন আপনার রেঙ্ক বেড়ে গেছে। আপনার ব্যাংক বাড়ানোর জন্য আমি নিচে কিছু বিটকয়েনটক ফোরামের গাইডলাইন লিংক দিয়ে দিলাম। আপনি একটু পড়ে নেবেন।

Newbies - Read before posting: https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727

FAQ: Everything you need to know about forum 'activity, account ranks, and merit: https://bitcointalksearch.org/topic/faq-everything-you-need-to-know-about-forum-activity-account-ranks-and-merit-2766177

Merit & new rank requirements: https://bitcointalksearch.org/topic/merit-new-rank-requirements-2818350

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি আমাকে link দিয়ে বুজিয়ে দেওয়ার জন্য
❤️❤️আপনি অনেক এগিয়ে  যাবেন দুয়া করি আপনার জন্য ❤️❤️
jr. member
Activity: 34
Merit: 2
June 17, 2023, 09:26:10 AM
আসসালামু আলাইকুম কলিজার ভাই Fuso.hp আপনাকে অনেক অনেক অভিনন্দন Full Member হওয়ার জন্য আপনার  জন্য দোয়া রইল যাতে আপনি আরব এগিয়ে যেতে পারেন  সবাইকে সাহায্য করতে পারেন 🥰
newbie
Activity: 7
Merit: 7
June 17, 2023, 09:00:07 AM


Fuso.hp ভাই আপনাকে অভিনন্দন জানাতে দেরি হলেও  আপনাকে অনেক অনেক অভিনন্দন Full Member হওয়ার জন্য  আপনার পরিশ্রমের কারণে  আপনি সফলতা পাইছেন আপনার জন্য দোয়া রইল আপনি আরো এগিয়ে যান আপনি ফরমের সবাইকে অনেক সাহায্য করেন আমি জানি একটা আইডি বড় বানাতে গেলে অনেক পরিশ্রম লাগে তো ভালো থাকবেন সবাই আপনাদের জন্য দোয়া রইল আমার🤗🫶🤜

full member
Activity: 367
Merit: 136
June 17, 2023, 08:25:58 AM
                                   

Fuso.hp অভিনন্দন  ভাইজান। আবারো প্রমাণ হয়ে গেল ''পরিশ্রম সাফল্যের চাবিকাঠি''। আপনার পরিশ্রমের কারণে এবং ধৈর্যের সাথে কাজ করার জন্য অতি অল্প সময়ে আপনি ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করেছেন। আমরা আশাবাদী আপনি আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এভাবে পরিশ্রম করে যান ভাইজান, নিশ্চয়ই খুব শীঘ্রই আপনি আরো বড় থেকে বড় হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।❤️❤️❤️
sr. member
Activity: 1008
Merit: 366
June 17, 2023, 07:11:25 AM
মার্কেটের এমন পরিস্থিতিতে কিছু মিমি কয়েনেরও ব্যাপক দর হারিয়েছে যারা মিমি কয়েনে বিনিয়োগ করতে চান তাদের কি করা উচিত? এমন পরিস্থিতে মার্কেটে বিনিয়োগ করা কি উপযুক্ত বিশেষ করে অল্ট কয়েনের ক্ষেত্রে? আপনাদের মুল্যবান মতামত হয়তো অল্টকয়েন বিনিয়োগকারীদের জন্যে এই মুহুর্তে উপকারি হতে পারে।
SEC যখন বাইন্যান্স এর বিরুদ্ধে মামলা করেছে, তখন তা কিন্তু শুধুমাত্র বিশেষ কয়েকটা অল্ট কয়েন এর বিরুদ্ধে করেছে। তাদের টার্গেট কখনোই বিটকয়েন ছিলনা। তবে যখন এটি সম্পূর্ণ বাইন্যান্স কে ঘিরেই করা হয়েছে, তখন মার্কেট সেন্টিমেন্ট এর কারণে বিটকয়েনের মার্কেটেও কিছু প্রভাব দেখা গিয়েছে। তবে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে শুধুমাত্র বিটকয়েন সবচেয়ে কম প্রাইজ ডাম্পের শিকার হয়েছে।

আমি এখন অল্ট কয়েন গুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। প্রথমত এগুলো সেন্ট্রালাইজড, দ্বিতীয়তঃ এমন কোন ব্যাকগ্রাউন্ড নেই যার ওপর ভরসা করে এগুলোর উপর ইনভেস্ট করতে পারব। আপনি তো অনেকদিন ধরেই ফোরামে আছেন, এবং বিটকয়েন সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে আপনার এটি আমি মনে করি। এবং ইতিহাস সাক্ষী আছে যে বিটকয়েন অনেকবার বিয়ার মার্কেটের শিকার হয়েছে তবে ঠিকই আবার উঠে দাঁড়িয়েছে পরবর্তী বুল মার্কেটে। অন্যান্য অল্ট কয়েন যেগুলো বিয়ান মার্কেটে শিকার হয়েছে, তাদের বেশিরভাগই  বুল মার্কেটে গ্রো করেছে শুধুমাত্র বিটকয়েন মার্কেট এর সাথে জড়িত ট্রেডারদের সেন্টিমেন্ট এর কারন। বাকি গুলোর এখন কোনো হদিস ই নেই।

সে ক্ষেত্রে আমার মনে হয় না কোন মিম টোকেন এটি করতে পারবে এবং বর্তমান মার্কেটের কন্ডিশন অনুযায়ী এর সফলতার হার অনেক কম। আমার মতে পরবর্তী ভুল মার্কেট আসার আগ পর্যন্ত DCA এর মাধ্যমে যত পারেন বিটকয়েন কিনে রাখেন। আশা করি বুল মার্কেটে অনেক ভালো একটি প্রফিট পাবেন। তবে সর্বশেষে বলতে চাই, আপনার এসেট আপনার সিদ্ধান্ত।  আপনি যদি এনালাইসিস এর মাধ্যমে কোন মিম কয়েন বা অল্ট কয়েনের দ্বারা লাভবান হতে পারেন, তাহলে সেটি আপনারই ভালো অথবা লস হইলে সেটি আপনারই ক্ষতি। এইখানে আমার বলার কিছু নাই আর বলতেও চাই না। নিজের মতো রিসার্চ করে নিজের ডিসিশন নিন যে আপনি কি করতে চান
[DYOR]
full member
Activity: 490
Merit: 119
June 17, 2023, 06:38:21 AM
আমি Bitcoine Accunt এ নতুন
আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt  এর প্রতি কাজ করতে!😊

আপনাকে আপনার নিজের র‍্যাঙ্ক বাড়ানোর জন্য আপনাকে ভাল ভাল কোয়ালিটি ফুল পোস্ট করতে হবে। আপনি যত ভালো ভালো পোস্ট করবেন এবং সেই পোষ্টের মাধ্যমে বিটকয়েনটক ইউজারা নতুন কোন জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। দেখবেন আপনার রেঙ্ক বেড়ে গেছে। আপনার ব্যাংক বাড়ানোর জন্য আমি নিচে কিছু বিটকয়েনটক ফোরামের গাইডলাইন লিংক দিয়ে দিলাম। আপনি একটু পড়ে নেবেন।

Newbies - Read before posting: https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727

FAQ: Everything you need to know about forum 'activity, account ranks, and merit: https://bitcointalksearch.org/topic/faq-everything-you-need-to-know-about-forum-activity-account-ranks-and-merit-2766177

Merit & new rank requirements: https://bitcointalksearch.org/topic/merit-new-rank-requirements-2818350
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 17, 2023, 05:19:29 AM
আমি Bitcoine Accunt এ নতুন
আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt  এর প্রতি কাজ করতে!😊
এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখতেন তাহলে অবশ্যই এর সমাধান পেয়ে যেতেন। তাছাড়াও আমাদের এই লোকাল থ্রেডের প্রথম পেজে বিটকয়েন ফোরামের নিয়ম সহ আরো অনেক বিষয় পিন করে রাখা হয়েছে। আপনার উচিত প্রথম পেজে সকল লিংকে ঢুকে সবগুলি ভালোভাবে পড়ে নেওয়া। যারা নতুনে আসেন তারাই এই ধরনের প্রশ্ন করে থাকেন। যাইহোক আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, প্রথমে আপনাকে ১ টি মেরিট পেতে হবে এবং ৩০ এক্টিবিটি থাকতে হবে।
আপনার সুবিধার জন্য আমি কোট করে দিলাম দেখে নিতে পারেন।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি
যারা নতুনে আসেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্রথমে অবশ্যই প্রথম পেজে সকল নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে নিবেন।

আমরা সকলেই জানি বিটকয়েন স্ট্যান্ডার্ড বইটির লেখক Saifedean Ammous। বিটকয়েন স্ট্যান্ডার্ড থেকে 133টি আশ্চর্যজনক উক্তি শেয়ার করেছেন Bitcoin News। যদি কারো উক্তি গুলো পড়ার ইচ্ছা তাহলে অবশ্যই লিংকে ঢুকে পরে নিতে পারেন।
newbie
Activity: 75
Merit: 0
June 17, 2023, 04:46:50 AM
আমি Bitcoine Accunt এ নতুন
আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt  এর প্রতি কাজ করতে!😊
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 17, 2023, 01:32:18 AM
@BD Crypto, @Bd officer @2Pizza410000BTC, @synchronym, @Gulttam2a2
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে।

আমার এই র‍্যাঙ্ক অর্জনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা সাহায্য না করলে কখনোই আমি এই কাঙ্খিত রেঙ্কে পৌঁছাতে পারতাম না। বাংলা সেকশনের অনেক সদস্যই আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছে। মনে আশা এবং ইচ্ছাশক্তি ছিল তাই কখনো হাল ছাড়েনি কিন্তু সফলতা এত দ্রুত পাবো এটা আমি ভেবেছিলাম না। আমার কাছে এই র‍্যাঙ্ক বিশাল একটি অর্জন বলে আমি মনে করি।
@Gulttam2a2 ভাই আপনি যেমনটি বলেছেন 'পরিশ্রম সফলতা চাবিকাঠি' পরিশ্রম ধৈর্য শক্তি আত্মবিশ্বাস এগুলা যদি একজন মানুষের মধ্যে থাকে সে অবশ্যই সফল হবে। তাই আমাদের সঠিক জায়গায় সঠিক শ্রম এর পাশাপাশি নিজের প্রতি বিশ্বাস এবং কাজের প্রতি ধৈর্য রাখতে হবে তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে আবারো অনেক ধন্যবাদ।
অভিনন্দন প্রিয় ভাই @Fuso.hp  Smiley
অনেক কস্টের পরে Full Member অর্জন করেছেন আপনি এইভাবেই এগিয়ে যান আমরা আপনার পাশে আছি সবসময় । আমাদের সাথে এইভাবে যেন থাকতে পারেন দোয়া করি আপনি আরো ভালো কিছু করেন এবং এভাবেই আমাদের পাশে থাকেন । আপনাকে এই বাংলা ফোরাম এর পক্ষে থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । এইভাবে এগিয়ে যান ইনশাআল্লাহ্ খুব শীঘ্রই Sr Member অর্জন করবেন দোয়া ও শুভকামনা রইলো প্রিয় ভাই ।
full member
Activity: 770
Merit: 184
June 17, 2023, 01:06:44 AM
বর্তমানে ক্রিপ্টোমার্কেটে বেয়ারিশ ট্রেন্ডের একটি প্রভাব দেখা গিয়েছে। আমরা জানি যে বাইন্যান্স এবং এর মালিকের বিরুদ্ধে মামলা হওয়ার পর ক্রিপ্টো মার্কেটে ব্যাপক মুল্য হ্রাস পেয়েছে বিশেষ করে অল্টকয়েন গুলোতে। এই মামলা যদি বছরের পর বছর চলতে থাকে যেমনটি হয়েছে এক্স আর পির বিরুদ্ধে এমন পরিস্থিতিতে বাইন্যান্স কয়েনে বিনিয়োগ করা উচিত হবে কি? শুধু তাই নয় যেহেতু বাইন্যান্স একটি বড় ক্রিপ্টো একচেঞ্জ সেহেতু এই মুহুর্তে ক্রিপ্টোকারেন্সিতে এর বড় একটি প্রভাব থাকবে যা আগামি বুলিশ ট্রেন্ডের জন্য একটি বড় বাঁধা। মার্কেটের এমন পরিস্থিতিতে কিছু মিমি কয়েনেরও ব্যাপক দর হারিয়েছে যারা মিমি কয়েনে বিনিয়োগ করতে চান তাদের কি করা উচিত? এমন পরিস্থিতে মার্কেটে বিনিয়োগ করা কি উপযুক্ত বিশেষ করে অল্ট কয়েনের ক্ষেত্রে? আপনাদের মুল্যবান মতামত হয়তো অল্টকয়েন বিনিয়োগকারীদের জন্যে এই মুহুর্তে উপকারি হতে পারে।
full member
Activity: 490
Merit: 119
June 17, 2023, 12:50:13 AM
'পরিশ্রম সফলতা চাবিকাঠি' পরিশ্রম ধৈর্য শক্তি আত্মবিশ্বাস এগুলা যদি একজন মানুষের মধ্যে থাকে সে অবশ্যই সফল হবে। তাই আমাদের সঠিক জায়গায় সঠিক শ্রম এর পাশাপাশি নিজের প্রতি বিশ্বাস এবং কাজের প্রতি ধৈর্য রাখতে হবে তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে আবারো অনেক ধন্যবাদ।

@Fuso.hp ভাই,
সফলতা প্রতিটা মানুষের জীবনের প্রশান্তির একটা জায়গা। ফোরামে নতুন একজন ফুল মেম্বার পাওয়াতে আমরা সবাই আন্তরিকভাবে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
sr. member
Activity: 490
Merit: 294
June 16, 2023, 11:18:22 PM
@BD Crypto, @Bd officer @2Pizza410000BTC, @synchronym, @Gulttam2a2
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে।

আমার এই র‍্যাঙ্ক অর্জনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা সাহায্য না করলে কখনোই আমি এই কাঙ্খিত রেঙ্কে পৌঁছাতে পারতাম না। বাংলা সেকশনের অনেক সদস্যই আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছে। মনে আশা এবং ইচ্ছাশক্তি ছিল তাই কখনো হাল ছাড়েনি কিন্তু সফলতা এত দ্রুত পাবো এটা আমি ভেবেছিলাম না। আমার কাছে এই র‍্যাঙ্ক বিশাল একটি অর্জন বলে আমি মনে করি।
@Gulttam2a2 ভাই আপনি যেমনটি বলেছেন 'পরিশ্রম সফলতা চাবিকাঠি' পরিশ্রম ধৈর্য শক্তি আত্মবিশ্বাস এগুলা যদি একজন মানুষের মধ্যে থাকে সে অবশ্যই সফল হবে। তাই আমাদের সঠিক জায়গায় সঠিক শ্রম এর পাশাপাশি নিজের প্রতি বিশ্বাস এবং কাজের প্রতি ধৈর্য রাখতে হবে তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে আবারো অনেক ধন্যবাদ।
member
Activity: 112
Merit: 34
June 16, 2023, 10:24:28 PM
@Fuso.hp অনেক অনেক অভিনন্দন ভাইয়া আপনাকে।বাংলায় একটা প্রবাদ আছে "পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি"যেটা আমাদের সবারই জানা আছে। আপনি সেটা করেছেন। অনেক ধৈর্য এবং অনেক পরিশ্রমের ফলে আপনি মেম্বার থেকে ফুল মেম্বারের র‍্যাংক অর্জন করেছেন। আপনাদের মত সিনিয়র মেম্বার ভাইরা আমাদের মত ছোট মেম্বারদের অনুপ্রেরণা। আশা করছি ভাইয়া আপনি এবং আপনার মত সিনিয়র ভাইদের কাছে থেকে আমার মত ছোট ইজাররা অনেক সাহায্য পেয়ে থাকি এবং ভবিষ্যতে আরও অনেক সাহায্য পাবো এই কামনা করছি। দোয়া করি ভাই আপনার জন্য আপনি যেন ভবিষ্যতে সামনে এগিয়ে যেতে পারেন,আপনি আপনার লক্ষ্যে যেন পৌঁছাতে পারেন এবং এর থেকে আরও বড় র‍্যাংক অর্জন করতে পারেন। বাংলা লোকাল বোর্ড ফোরাম এর পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য এবং আবারও অভিনন্দন ভাইয়া।
full member
Activity: 546
Merit: 164
June 16, 2023, 10:20:16 PM
@Fuso.hp ভাই আপনাকে অনেক অভিনন্দন  Full Member হওয়ার জন্য। নিশ্চয় আপনার এই জার্নিটা অনেক সহজ ছিল না।  এই ফোরামে একটি আইডি ফুল মেম্বার হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক ধৈর্যের  থাকতে হয়। আপনার এই পথ চলাটা আরো দীর্ঘ হোক সেই শুভকামনা রইল আপনার জন্য। আমরা যারা নতুন আছি তাদের জন্য দোয়া রাখবেন আমরা জানি আপনাদের মত এই ফোরামে দীর্ঘ পথ চলতে পারি।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 16, 2023, 09:19:17 PM
সাতোশি নাকামোতোনামা

আজকে টুইটারে কিছু ইনফরমেশন খুঁজতে গিয়ে এই বিষয়টি চোখে পড়ল। তাই আপাতত আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি বিষয়টি আপনাদের খুব ভালো লাগবে। বিষয়টি অন্যরা কি নাম দেবে সেটা ভিন্ন কথা কিন্তু আমি সাতোশি নাকামোতোর এই বিষয়টিকে সাতোশি নাকামোতো নামা হিসেবে আখ্যায়িত করলাম।
সোর্স: tweet
আমার মনে হয় সাতোশি নাকামোতো বিশেষ কোন ব্যক্তি নয় বরং এটি হয়তো Hal Finney এর কোন বিশেষ ছদ্মনাম হবে। তাছাড়া যদিও সাতোশি নাকামোতো এমন কেউ থেকে থাকেন তাহলে সে হয়তো আর দুনিয়ার মধ্যে নেই। সাতোশি নাকামোতো তার মাইন করা প্রথম বিটকয়েন লেনদেন কিন্তু Hal Finney এর সাথে করেছিলেন। বিশেষ খাতিরের লোক না হলে সাতোশি নাকামোতো কেন তার সাথে লেনদেন করতে যাবেন। তাই ব্যক্তিগতভাবে হালফিন্নির সাথে সাতোশি নাকামোতোর সাথে কোন যোগসূত্র ছিল অথবা নিজেই সাতোশি নাকামোতো হবে। Hal Finney এর মৃত্যুর মধ্যে দিয়ে সাতোশি নাকামোতোর হয়তো জীবনের অবসান হয়ে গেছে।

@@Fuso.hp আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনি ফুল মেম্বার রেংক অর্জন করেছেন। আপনার ফুল মেম্বার জীবনের পথ চলা ভালো হোক।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 16, 2023, 08:24:34 PM
বিটকয়েনের বিয়ার মার্কেট
বিটকয়েনের মূল্য হ্রাস এবং ক্যাপিটুলেশন সময়কাল নিয়ে আলোচনা করে 2022 সালের বিয়ার মার্কেট বিটকয়েনের ইতিহাসে সবচেয়ে দুর্বল বিয়ার মার্কেট ছিল। ২০১১ সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ কমে ৯৩.৭% কমে $৩১.৯১ থেকে $২ এসেছিলো যা বিটকয়েন ইতিহাসে সর্বোচ্চ দাম কমেছিলো। ২০১৫ সালে বিটকয়েনে দাম ৮৭.৭% কমে $১২৪২ থেকে $১৫২ এসেছিলো যা বিটকয়েন বিয়ার মার্কেটের দ্বিতীয়তম বিয়ার মার্কেট ছিল। ২০১৮ সালে বিটকয়েনে দাম ৮৪.৩% কমে $১৯৮৯১ থেকে $৩১২৪ এসেছিলো। ২০২২ সালে ৭৬.৭% কমে বিটকয়েনের সর্বোচ্চ দাম $৬৯০০০ থেকে $১৫৭৯৭ নেমেছিল।

আরোও বিস্তারিত


""অভিনন্দন"" @Fuso.hp ভাই কে। আমাদের লোকাল কমিনিউটির আরও একজন সদস্য ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করলেন। আমাদের গর্বের বিষয় প্রতিনিয়ত আমাদের লোকাল কমিনিউটিতে রেংক আপ হচ্ছে। আমাদের লোকাল থ্রেডে আরও এক দাপ এগিয়ে যাচ্ছে। যাইহোক Fuso.hp ভাইয়ের জন্য শুভকামনা তিনি যেনো আরও সামনে এগিয়ে যেতে পারেন।
Jump to: