Author

Topic: বাংলা (Bengali) - page 207. (Read 5314058 times)

sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 07, 2023, 11:37:23 PM


Binance ১০০ টির উপরে ট্রেডিং পেয়ার ক্যানসেল করেছে  Securities Exchange Commission এর মামলায়।

JUST IN - #Binance US will delist around 100 trading pairs and has paused OTC trading

টুইট: https://twitter.com/BitcoinMagazine/status/1666486925794967553?s=19
sr. member
Activity: 546
Merit: 309
June 07, 2023, 09:27:54 PM
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।
উদাহরণঃ

বিষয়টা সত্যি হাস্যকর। যারা এমন কার্যকলাপ করেন তারা কখনো বড় হতে পারবে না। বড় হওয়ার জন্য প্রয়োজন নিজের প্রচেষ্টা। এরা নিজে চেষ্টা করেন না। নিজেদের উপর তাদের কোনো কনফিডেন্স নাই আর এ কারনেই ইনবক্স করে এরা মেরিট ভিক্ষা চায় আবার না দিতে চাইলে টাকার অফার করেন। এদের থেকে সাবধান, অনেকে আছেন কাউকে বিপদে ফেলার জন্য এমন কনভারসেশন তৈরি করে এবং সুযোগ পেলে এসব প্রমান সহ ফোরামে পোস্ট করে বিপদে ফেলার চেষ্টা করে। বাংগালী হয়ে বাংগালীর কথা না বললেই নয়। বাংগালী জাতি সবচাইতে খারাপ এরা নিজে বড় হতে পারবে না আবার কেউ ভালো পজিশনে থাকলে তাকে কেমনে টেনে নামাবে সেটা নিয়ে ব্যাস্ত থাকে। তাই এই আবর্জনা থেকে সর্বদা সাবধানে থাকবেন। আর এমন ম্যাসেজ পেলে তাৎক্ষণিক ব্লক করে দেন।





সবাই সাবধানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এখন এবং ফরেন রিজার্ভও প্রায় খালি যার কারনে কয়লা আমদানিতে আটকে গিয়েছিলো বাংলাদেশ। এর জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটই বন্ধ রয়েছে যার ইফেক্ট আমাদের উপর পরছে। কারেন্ট থাকে না দিন রাতের অধিকাংশ সময়ে। আর সরকার এখন রাজস্ব আদায়ে অনেক মরিয়া হয়ে উঠেছে। যাদের ETIN  আছে তাদের এখন করযোগ্য আয় না হলেও দিতে হবে ২০০০ টাকা আয়কর রিটার্ন।
এদিকে হুন্ডি ব্যবসার দিকে কড়াভাবে নজর রাখা হচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি ক্রয়/বিক্রয়ের উপরেউ রাখা হচ্ছে কড়া নজরদারি তাই যারা Binance P2P তে ডলার ক্রয়/বিক্রয় করেন তারা সাবধান হোন এবং এর সাথে অন্য কোথাও ক্রয়/বিক্রয় করাতেও সতর্কতা অবলম্বন করুন। তা না হলে যেকোনো সময় ঝামেলায় পরতে পারেন। বাংলাদেশ ব্যাংকের এই নোটিশ লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং এর সাথে কাজ করছেন মোবাইল ব্যাংকিং কম্পানি NAGAD
full member
Activity: 490
Merit: 119
June 07, 2023, 02:13:09 PM
বিটকয়েনটক ফোরামের - সাধারণ পরিসংখ্যান


-বিটকয়েনটক ফোরামের মোট সদস্য: 3543764
-বিটকয়েনটক ফোরামের মোট পোস্ট: 62328958
-বিটকয়েনটক ফোরামের মোট বিষয়: 1355627
-বিটকয়েনটক ফোরামের মোট বিভাগ: 6
-বিটকয়েনটক ফোরামের অনলাইন ব্যবহারকারী: 280
-বিটকয়েনটক ফোরামের সর্বাধিক অনলাইন: 7150 - এপ্রিল 10, 2013, 06:12:15 PM
-বিটকয়েনটক ফোরামের মোট পেজ ভিউ: 4795109378
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিন গড় নিবন্ধন: 288.59
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিন গড়ে পোস্ট: 5297.9
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিনের গড় বিষয়: 213.36
-বিটকয়েনটক ফোরামের মোট বোর্ড: 262টি
-বিটকয়েনটক ফোরামের সর্বশেষ সদস্যঃ @ZeshanRandhawa
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিন গড় অনলাইন: 121.84
-বিটকয়েনটক ফোরামের পুরুষ থেকে মহিলা অনুপাত: 1:28436
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিন গড় পৃষ্ঠা ভিউ: 968513.31

full member
Activity: 742
Merit: 157
June 07, 2023, 12:14:02 PM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 07, 2023, 10:53:14 AM
newbie
Activity: 22
Merit: 0
June 07, 2023, 09:49:38 AM
যেহেতু আমি একজন নতুন বিটকয়েন ইউজার । তাই আমার পোস্টের কোয়ালিটি ভালো হয় না। তবে একটা আশ্বাস নিয়ে আমি বিটকয়েন ফোরামে থাকতে চাই । সেটা হলো এখানে অনেক সিনিয়র ভাইয়েরা রয়েছে । তাদের হাত ধরে এবং তাদের দেখানো রুলস অনুযায়ী পোস্ট করলে আমরা অনেক কিছু শিখতে পারবো । এবং ভবিষ্যতে বড় কিছু করতে পারবো । তাই অলসতা না করে আমি প্রতিদিন বাংলাদেশ লোকাল থ্রেড এ পোস্ট করে যাব । এবং অন্যদের কোয়ালিটি ফুল পোস্টগুলি দেখে শিখে নিব । কারণ কেউ কোনদিন এক ধাপেই বড় হয় না । ছোট থেকেই বড় হতে হয় । তাই সবার দয়া ও আশ্বাস নিয়ে আমি কিছু করে দেখাতে চাই।

সবাইকে ধন্যবাদ!!
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 07, 2023, 09:22:21 AM
এই সূত্রে থেকে জানা যায় বিনান্স হুমকির মুখে রয়েছে তাই আমি বলতে চাচ্ছি যে অনেকের ই হয়তো সম্পদ বিনান্স করে রেখেছেন তাই আপাতত অর্ধেক সম্পদ আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যান। তাহলে কিছুটা হুমকির মুখ থেকে রক্ষা পাওয়া যাবে।
আপনি সঠিক বলেছেন যারা বাইন্যান্সে কিপ্টো সম্পদ রেখেছেন তাদের অর্ধেক সম্পদ অন্য প্লাটফর্মে রাখা ভালো হবে। যাইহোক বাইন্যান্স হুমকির মুখে রয়েছে বলেই আজকে কিপ্টো সম্পদ অর্ধেক অন্য প্লাটফর্মে রাখলেই হবে না। কিপ্টো সম্পদ আমাদের শুধু একটি প্লাটফর্মে রাখলে হবে না, একটি প্লাটফর্মে রাখলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই একাদিক প্লাটফর্মে রাখাই উত্তম। একটি প্ল্যাটফর্ম যদিও হ্যাক হয়ে যায় তবুও অন্য প্লাটফর্মে সম্পদ থাকবে।


আর্থিক সম্পদের মধ্যে গত এক দশক ধরে বিটকয়েন সবচেয়ে ভালো পারফর্ম করে যাচ্ছে। আশা করা যায় সামনে দিনগুলিতেও বিটকয়েন ভালো পারফর্ম করবে।


উৎস



2023 সালে ৬৫% পাম্প, 2024 সালে halving বছর অনেক পাম্প না করলেও 150% তো হবেই মিনিমাম। Halving এর পরের বছর বিটকয়েন প্রায় কয়েকগুণ বেড়ে যায়।





আজ থেকে 9 বছর আগে আফগানিস্তানের মহিলারা ফিনান্সিয়ালি স্বাধীন হতে চেয়েছিল। আফগানিস্তানের মহিলারা যখন বিটকয়েনের দাম $৬০০ তখন আফগানিস্তানের মহিলারা বিটকয়েন ব্যবহার করতে শুরু করেছিল।
আফগানিস্তানের মহিলারা মাসিক ৫০ মিলিয়ন সাতোশি অর্জন করতে সক্ষম হয়েছিল।

Afghan women using #Bitcoin    to achieve financial freedom at $600, 9 years ago

Earning 50,000,000 sats a month without permission, banks, or centralized control ✊

টুইটার টুইট: https://twitter.com/pete_rizzo_/status/1666412354458796032?s=19
staff
Activity: 2436
Merit: 2347
June 07, 2023, 09:05:40 AM
         আলহামদুলিল্লাহ
আজকে আমি অনেক হ্যাপি আপনাদের ভালোবাসায় আজকে আমি ম্যারিটে পরিণত হলাম। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ এভাবে সাপোর্ট করবেন। আমি আপনাদের কে নতুন নতুন অনেক ভালো পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করব।  সিনিয়র ভাইয়েরা আপনারা ছোট ইউজারদেরকে একটু  সাপোর্ট করবেন তাদেরকে  উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। কেননা তারাও আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে

ধন্যবাদ সবাইকে   

আপনার নতুন র্যাঙ্কের জন্য অভিনন্দন। কিন্তু আপনি যদি প্লাজিয়ারাইজিং করতে থাকেন, তবে আপনার অ্যাকাউন্ট ফোরামে দীর্ঘ সময় রাখা সম্ভব নয়।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 07, 2023, 07:06:04 AM
এই সূত্রে থেকে জানা যায় বিনান্স হুমকির মুখে রয়েছে তাই আমি বলতে চাচ্ছি যে অনেকের ই হয়তো সম্পদ বিনান্স করে রেখেছেন তাই আপাতত অর্ধেক সম্পদ আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যান। তাহলে কিছুটা হুমকির মুখ থেকে রক্ষা পাওয়া যাবে।
আপনি সঠিক বলেছেন যারা বাইন্যান্সে কিপ্টো সম্পদ রেখেছেন তাদের অর্ধেক সম্পদ অন্য প্লাটফর্মে রাখা ভালো হবে। যাইহোক বাইন্যান্স হুমকির মুখে রয়েছে বলেই আজকে কিপ্টো সম্পদ অর্ধেক অন্য প্লাটফর্মে রাখলেই হবে না। কিপ্টো সম্পদ আমাদের শুধু একটি প্লাটফর্মে রাখলে হবে না, একটি প্লাটফর্মে রাখলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই একাদিক প্লাটফর্মে রাখাই উত্তম। একটি প্ল্যাটফর্ম যদিও হ্যাক হয়ে যায় তবুও অন্য প্লাটফর্মে সম্পদ থাকবে।


আর্থিক সম্পদের মধ্যে গত এক দশক ধরে বিটকয়েন সবচেয়ে ভালো পারফর্ম করে যাচ্ছে। আশা করা যায় সামনে দিনগুলিতেও বিটকয়েন ভালো পারফর্ম করবে।


উৎস


full member
Activity: 742
Merit: 157
June 07, 2023, 06:52:16 AM
বাংলাদেশের/আন্তর্জাতিক কয়েকটি কড়া সংবাদ।।।

বিদেশে ঘুরতে গেলে এনবিআরে সম্পদের তথ্য জানাতে হবে
গত এক যুগে বাংলাদেশ থেকে হাজার হজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। বিভিন্নভাবে এই টাকা পাচার করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রত্যক্ষভাবে অর্থস্থানান্তরের ঘটনা ঘটে থাকে যেখানে সরকারেরও কিছু করার থাকে না।

দেশের টাকা যখন বিদেশে খরচ করা হয় তখন তা দেশের জন্য ক্ষতি। বর্তমানে সরকার দেখছে যে আমাদের দেশের মানুষের মধ্যে বিদেশ ভ্রমনের প্রতিযোগীতা শুরু হয়েছে। যা আমাদের দেশের অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে।

যে কোন সাধারন কারনেই মানুষ এখন বিদেশে যেতে ইচ্ছুক। মেডিক্যাল সার্ভিস এবং আমদানি নির্ভর ব্যবসায়, শপিং অথবা ভ্রমনের জন্য অনেকেই বিদেশে গমন করে থাকেন। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ্য লক্ষ্য মানুষ ইন্ডিয়াতে ভিড় জমায়। কেউ চিকিৎসার জন্য কেউ বা ভ্রমনের জন্য আবার কেউ বা অন্যান্য কাজের জন্য। এইভাবে প্রচুর বৈদেশিক মুদ্রার খরচ করা হয়ে থাকে। এখানে কেউ কেউ অবৈধভাবে অর্থ পাচারও করে থাকে।  বিদেশে গমন করা নিয়ে সরকার কোনভাবে আটকাতে না পারলেও সাম্প্রতিক সময়ে নতুন একটি আইন তৈরী করার প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের প্রত্যেকেরই এন বি আরে সব ধরনের তথ্য জানাতে হবে বিদেশ ভ্রমনের পরে। আমি মনে করি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন অনেকেই চাইলেও বিদেশে গমন করা থেকে কিছুটা হলেও বিরত থাকার চেস্টা করবেন। বৈদেশিক মুদ্রার অপচয় থেকে কিছুটা হলেও বাংলাদেশ রক্ষা পাবে। 
full member
Activity: 420
Merit: 130
June 07, 2023, 01:23:46 AM
ইডিট
ভাইয়ো লজ্জা দিয়েন না, বাংলাদেশের দুদুকের সাথে তুলনা করে তাদের মান-সম্মানে আঘাত দিয়েন না। সকালে ঘুম থেকে উঠে ধুপ করে এই নিউজটা দেখলাম তো তাই ভাবলাম মিথ্যা কিনা। পরে নিউজ ঘাটাঘাটি করে দেখলাম ঘটনা ১০০% সত্য। আমিও কিছু নিউজ এখানে শেয়ার করলাম।
Quote
SEC in their Binance lawsuit seems to be claiming that SOL, ADA, MATIC, FIL, ATOM, SAND, MANA, ALGO, AXS, COTI, BUSD, & BNB are securities.

Binance Lawsuit notice: https://www.courtlistener.com/docket/67474542/v-securities-and-exchange-commission/

Quote
SEC in their Coinbase lawsuit seems to be claiming that SOL, ADA, MATIC, FIL, SAND, AXS, CHZ, FLOW, ICP, NEAR, VGX, DASH, and NEXO are securities


https://twitter.com/lopp/status/1665750550862786564?s=19
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 07, 2023, 01:08:44 AM
বিনান্স কে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে আমার কাছে সামান্য পরিমাণ বিনান্স আছে সে ক্ষেত্রে আমি সিনিয়র ভাইদের পরামর্শ দাবি করছি যারা এই সম্পর্কে অভিজ্ঞ। এবং আমি নিজেও টেনশনের মধ্যে পড়ে গেলাম।

অভিযোগ আনা হয়েছে CZ, Binance এবং Binance US এর বিরুদ্দে যে তারা নিয়ম মেনে প্লাটফর্ম পরিচালনা করছে না। The United States Securities and Exchange Commission আট টি একশন সাজেশন করেছে। তবে সেগুলো কি কি, সেটা বিস্তারিত ভাবে জানতে পারিনি। তবে কয়েনটেলিগ্রাফের আর্টিকেল অনুযায়ী Binance US এর সকল কাজ এবং ইউজারদের ব্যালেন্স ফ্রিজ করে রাখার জন্য বলা হয়েছে। বলে রাখা ভালো, Binance এবং Binance US দুইটা আলাদা ভাবে পরিচালিত হয়ে থাকে। Binance যে ভাবে পরিচালিত হয়ে থাকে, সেটা US এর অনেক রুলস ভায়োলেট করে। সে কারনেই Binance মূলত Binance US খুলেছে শুধুমাত্র US গ্রাহকদের জন্য। সেটার নিয়ম কানুন আলাদা। যেখানে তারা নিয়ম মেনে চলার জন্য ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে, সেখানে কি রুলস ভায়োলেট করেছে আমি জানি না। তবে সময় হলেই দেখা যাবে। আপাতত Binance US গ্রাহকদের ফান্ড সরিয়ে ফেলার পরামর্শ থাকবে।

এই নিল ওই নিল যাহ! কান নিয়েছে চিলে
কানের পিছে ছুটছি মরে, আমরা সবাই মিলে......

....আমি আপাতত এই সমস্ত গুজব তথ্যে বিশ্বাস করিনা। তাছাড়া মিডিয়ারা সব সময় ছোট্ট বিষয়টি বৃহৎ আকারে দেখতে পছন্দ করে। আমি মিডিয়ার তথ্য সম্পর্কে আমার দেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করবোনা তবে মিডিয়া একটু বেশি বেশি লেখে।
কান চিলে নিবে কেনো? আর এটাকে আপনার গুজব কেনো মনে হচ্ছে? The United States Securities and Exchange Commission কে আপনার বাংলাদেশের দুদক মনে হচ্ছে? তারা তাদের আওতাধিন সব কিছু মনিটরিং করে। তারা Binance এর কিছু করতে না পারলেও Binance US সবসময় শাট-ডাউন করে দেয়ার মতো ক্ষমতা হাতে রাখে। আপনি নিজেই তো কয়েনটেলিগ্রাফের নিউজ শেয়ার করলেন।
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 06, 2023, 08:32:42 PM
বিকাশ দিচ্ছে আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে গত ৮ মে ব্র্যান্ড পার্টনারশিপ ঘোষণা করেছিল বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান তারা।

বিকাশ তখনই ঘোষণা দিয়েছিল, আর্জেন্টাইন ফুটবল তারকাদের সঙ্গে বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের যোগাযোগ আরও বাড়াতে তারা উদ্যোগ নেবে। সেই উদ্যোগের অংশ হিসেবেই শুরু হচ্ছে বিকাশের নতুন প্রচারণা, যে প্রচারণার সময় বিকাশে কেনাকাটা করে মিলবে আর্জেন্টিনায় গিয়ে লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজ-হুলিয়ান আলভারেজদের খেলা দেখার সুযোগ।

বিকাশের একটি সূত্র জানিয়েছে, ৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই প্রচারণা চলবে ২৮ জুন পর্যন্ত। প্রতি সপ্তাহে বিকাশ ‘পেমেন্ট’ ব্যবহার করে সর্বোচ্চ কেনাকাটা করা ৭ জন করে তিন সপ্তাহে মোট ২১ জন পাবেন আর্জেন্টিনায় গিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের খেলা দেখার সুযোগ।

এই প্রচারণায় জয়ীদের বিমান টিকিট, হোটেলে থাকার খরচ দেবে বিকাশ। ফিফা আন্তর্জাতিক সূচি অনুযায়ী আর্জেন্টিনা দল যখন পরবর্তী সময়ে নিজেদের মাঠে খেলবে, সেই সময় এই সফরের ব্যবস্থা করা হবে। প্রচারণায় জয়ীদের সঙ্গে বিকাশের পক্ষ থেকে যোগাযোগ করে ম্যাচের তারিখ, প্রতিপক্ষ, ভেন্যুসহ বিস্তারিত সফরসূচি জানিয়ে দেওয়া হবে।

গত বছর কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের তীব্র ভালোবাসা হয়ে উঠে বৈশ্বিক সংবাদমাধ্যমের খবর। লিওনেল মেসিদের নিয়ে এ দেশের মানুষের প্রবল আবেগ স্পর্শ করে আর্জেন্টিনার মানুষদেরও। এরই ধারাবাহিকতায় দুই দেশের কূটনীতিক সম্পর্ক পায় নতুন মাত্রা, তারপর গত মাসে বিকাশের সঙ্গে এএফএর ব্র্যান্ড পার্টনারশিপ হয়।

বিকাশ ও এএফএ তখনই আশা প্রকাশ করেছিল, এ অংশীদারত্বের ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা দলে তাদের প্রিয় তারকাদের আরও কাছাকাছি যেতে পারবেন, ভালোবাসার আদান-প্রদান বাড়বে এবং দুই দেশের ফুটবল সম্পর্কও আরও শক্ত হবে। বিকাশের নতুন এই প্রচারণা সেই ধারাবাহিক উদ্যোগেরই প্রথম ধাপ।
সোর্স প্রথম আলো
full member
Activity: 420
Merit: 130
June 06, 2023, 08:10:56 PM
বাইনান্সের জন্য দুঃসংবাদ।
সবসময় চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ গুলোতে।

JUST IN - 🇺🇸 SEC files for restraining order to freeze #Binance US assets https:/[Suspicious link removed]/aF6C2xOmI2




SEC উঠে বসে লেগেছে। কিছু একটা করেই ছাড়বে।

নিউজটির লিঃ: https://twitter.com/BitcoinMagazine/status/1666179773301678084?t=wsCIx-xmlMCuAMAkeGpqxQ&s=19



সতর্কতা
সতর্কতা
সতর্কতা

🚨 WITHDRAW YOUR #BITCOIN FROM EXCHANGES 🚨

https://twitter.com/BitcoinMagazine/status/1666206476744941621?t=6cbcTiUHbCg-pUSMPPEvbA&s=19
এই নিল ওই নিল যাহ! কান নিয়েছে চিলে
কানের পিছে ছুটছি মরে, আমরা সবাই মিলে

কবিতাটি অনেকেই পড়েছে কিন্তু এর অর্থ হচ্ছে কান চিলে নিয়েছে কথাটা কতটুক যুক্তিসম্মত আগে ভেবে দেখতে হবে। চিলে কান নিয়েছে কিনা সেটা সুনিশ্চিত হতে হবে। ঠিক আছে বেশ কয়েকদিন ধরে বাইনান্স এক্সচেঞ্জ নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। তবে আপনারা বিষয়টি খেয়াল করুন এবং আপনি যে টুইট গুলি শেয়ার করেছেন তার নিচে কমেন্টগুলো ভালো পড়ুন ফলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে।
SEC বিষয়টি এক তরফা করেছে এবং তারা সব সময় ক্রিপ্টোকারেন্সির বিপরীতে কাজ করে। আমি আপাতত এই সমস্ত গুজব তথ্যে বিশ্বাস করিনা। তাছাড়া মিডিয়ারা সব সময় ছোট্ট বিষয়টি বৃহৎ আকারে দেখতে পছন্দ করে। আমি মিডিয়ার তথ্য সম্পর্কে আমার দেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করবোনা তবে মিডিয়া একটু বেশি বেশি লেখে।
sr. member
Activity: 784
Merit: 372
June 06, 2023, 06:49:50 PM
বাইনান্সের জন্য দুঃসংবাদ।
সবসময় চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ গুলোতে।

JUST IN - 🇺🇸 SEC files for restraining order to freeze #Binance US assets https:/[Suspicious link removed]/aF6C2xOmI2




SEC উঠে বসে লেগেছে। কিছু একটা করেই ছাড়বে।

নিউজটির লিঃ: https://twitter.com/BitcoinMagazine/status/1666179773301678084?t=wsCIx-xmlMCuAMAkeGpqxQ&s=19



সতর্কতা
সতর্কতা
সতর্কতা

🚨 WITHDRAW YOUR #BITCOIN FROM EXCHANGES 🚨

https://twitter.com/BitcoinMagazine/status/1666206476744941621?t=6cbcTiUHbCg-pUSMPPEvbA&s=19

বিনান্স কে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে আমার কাছে সামান্য পরিমাণ বিনান্স আছে সে ক্ষেত্রে আমি সিনিয়র ভাইদের পরামর্শ দাবি করছি যারা এই সম্পর্কে অভিজ্ঞ। এবং আমি নিজেও টেনশনের মধ্যে পড়ে গেলাম।

সকল সদস্য কে বলা হচ্ছে?

Update News:
আমি কিছুটা সংবাদ সংগ্রহ করতে পেরেছি যে @Binance এর বিরুদ্ধে SEC অভিযোগ করেছে যে আদালতের নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণে চিহ্নিত করা হয়েছে।

https://twitter.com/MetaLawMan/status/1666125600195596293?t=3lXwPt12ovse2XkVCcf_nA&s=19

এই সূত্রে থেকে জানা যায় বিনান্স হুমকির মুখে রয়েছে তাই আমি বলতে চাচ্ছি যে অনেকের ই হয়তো সম্পদ বিনান্স করে রেখেছেন তাই আপাতত অর্ধেক সম্পদ আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যান। তাহলে কিছুটা হুমকির মুখ থেকে রক্ষা পাওয়া যাবে।
sr. member
Activity: 1386
Merit: 451
June 06, 2023, 06:48:43 PM
বাইনান্সের জন্য দুঃসংবাদ।
সবসময় চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ গুলোতে।

JUST IN - 🇺🇸 SEC files for restraining order to freeze #Binance US assets https:/[Suspicious link removed]/aF6C2xOmI2




SEC উঠে বসে লেগেছে। কিছু একটা করেই ছাড়বে।

নিউজটির লিঃ: https://twitter.com/BitcoinMagazine/status/1666179773301678084?t=wsCIx-xmlMCuAMAkeGpqxQ&s=19



সতর্কতা
সতর্কতা
সতর্কতা

🚨 WITHDRAW YOUR #BITCOIN FROM EXCHANGES 🚨

https://twitter.com/BitcoinMagazine/status/1666206476744941621?t=6cbcTiUHbCg-pUSMPPEvbA&s=19
নিউজটা আমি সকালে ঘুম থেকে উঠে এক্সচেঞ্জ ওপেন করতেই দেখেছি। এই মুহূর্তে কি করব বুঝতে পারছি না। কেননা আমার যে ফান্ড আছে সমস্ত ফান্ড বিনাঞ্চ এক্সচেঞ্জে রেখে দিয়েছি। এর পরে বাইনান্স কয়েন আমার কাছে প্রায় 14 টার বেশি রয়েছে। এখানে আমার অভিজ্ঞ ভাইদের অনুসরণ করছি এই মুহূর্তে আমি কিছু বুঝতে পারছি না আমার বাইনান্স এক্সচেঞ্জ থেকে সমস্ত ফান্ড সরিয়ে অন্য কোথাও নিয়ে যাব নাকি? দয়া করে আপনারা আমাকে এই ব্যাপারে সাহায্য করুন।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 06, 2023, 04:59:56 PM
বাইনান্সের জন্য দুঃসংবাদ।
সবসময় চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ গুলোতে।

JUST IN - 🇺🇸 SEC files for restraining order to freeze #Binance US assets https:/[Suspicious link removed]/aF6C2xOmI2




SEC উঠে বসে লেগেছে। কিছু একটা করেই ছাড়বে।

নিউজটির লিঃ: https://twitter.com/BitcoinMagazine/status/1666179773301678084?t=wsCIx-xmlMCuAMAkeGpqxQ&s=19



সতর্কতা
সতর্কতা
সতর্কতা

🚨 WITHDRAW YOUR #BITCOIN FROM EXCHANGES 🚨

https://twitter.com/BitcoinMagazine/status/1666206476744941621?t=6cbcTiUHbCg-pUSMPPEvbA&s=19
sr. member
Activity: 1008
Merit: 366
June 06, 2023, 02:58:10 PM
এজন্যই আপনাদের ইউজার নেম মেনশন করে দিছি কারণ আগে আপনারা রেগুলার একটিভ ছিলেন কিন্তু এখন আপনাদের উপস্থিতি খুবই কম মনে হয়। ছোট ইউজারদের প্রাপ্তির জায়গা হচ্ছে যখন কোন সিনিয়র সদস্য জুনিয়র কোন সদস্যের পোস্ট এর রিপ্লাই বলে ভাই আপনার পোস্ট সুন্দর হয়েছে আপনি এগিয়ে যান, এই একটি কথা ছোট ইউজারদের কতটা অনুপ্রেরণা জায়গায় তা শুধুমাত্র ছোট সদস্যরা জানে। আপনাদের কাছে মেরিট না থাকলে কোন সমস্যা নেই কিন্তু আপনারা আবারো একটিভ হয়ে তুলনামূলক ছোট ইউজারদের উৎসাহী করে তুলুন।

আপনার মেনশন দেওয়াটা ঠিক আছে কারন আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছেন এবং যাদের যাদেরকে বলছেন তাদেরকে আলাদাভাবে মেনশন করেছেন.  এটি থেকে বোঝাচ্ছে যে আপনি স্পেসিফিক কোন এক ব্যক্তির কাছ থেকে কিছু জানতে আগ্রহী বা তাকে প্রশ্ন করেছেন। হুট করে কেউ যদি পোস্টটি দেখে, তাহলে ভাষা না জানলেও সে বিষয়টিকে খারাপ ভাবে নিবে না। আর যেহেতু এখন বাংলা কমিউনিটি প্রতিনিয়ত মডারেট করা হচ্ছে সুতরাং বাইরে থেকে অথবা অন্যান্য আলাদা বোর্ডের সিনিয়র মেম্বাররা অবশ্যই মাঝে মাঝে এখানে এসে আমাদের এক্টিভিটি গুলো দেখে যাবে। অনেকেই হয়তো অনুবাদ করে দেখবে না, তবে চোখের পলকে একটি পোষ্টের যেই মান, তা যেভাবে মেনশন করে পোস্ট করা হয়েছে তা ধরে রাখতে পারে নাই । সুতরাং আমি তাদেরকেই বলেছি । আপনি যেটা বললেন যে অনুপ্রেরণা, আসলে ভাই আমি ইন্ট্রোভার্ট টাইপের। সহজে কোন ডিসকাশনে জড়াই না। এ থেকে বুঝতেই পারছেন বিশেষ কোনো প্রয়োজন অথবা আপনাদের করা প্রশ্নের যেই উত্তরটা, আমি জানি সে বিষয়ে রিপ্লাই দিয়ে থাকি।  সুতরাং আগে যেভাবে বললাম, জিজ্ঞেস করলে অবশ্যই উত্তরটা পেয়ে যাবেন এবং যখন আমি যখন কোন পোস্ট করব, তখন যে পোস্টগুলো সুন্দর হবে, সবগুলো একসাথে কোট করে পোস্ট করব। শুধুমাত্র পোষ্টের বিষয়ে উৎসাহ দিয়ে আরেকটি পোস্ট করা হয়তো স্প্যাম হিসেবে কাউন্ট করা হবে। এইজন্যই আমি হয়তো সেভাবে আপনাদের অনুপ্রেরণা দিতে পারছিনা। তার জন্য আমি খুবই দুঃখিত।

Quote
যেহেতু নাম মেনশন করা নিয়ে আপনি সতর্ক করেছেন তাই আশা করছি পরবর্তীতে যারা পোস্ট করবেন তারা নাম উল্লেখ করে পোস্ট করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ ভাই।

নাম উল্লেখ করা বা মেনশন নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই। কারণ কোন স্পেসিফিক কাউকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং তাদের কাছে প্রশ্নের উত্তর থাকলে আপনারও জানতে সুবিধা হবে। আর এই শেখার মাঝে আমরা অনেক কিছু শিখে নিবো।  তবে উপরে যেভাবে বললাম, সবাইকে একসাথে এইভাবে মেনশন দিয়ে যারা পোস্ট করেছেন তারা এটি থেকে বিরত থাকুন এবং সঠিকভাবে  মেনশন এর ব্যবহারের মাধ্যমে পোস্ট করুন। তাহলে আশা করি কেউ আপনাদের কে আর কিছু বলবে না।



লল ভাই পুরাই লল। এগুলা কামলা রা কই থিকা আসে। নিজের যোগ্যতা নাই, মেরিট চাইয়া লাভ আছে? এক্সপোজ কইরা ব্যান করায় দেন।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 06, 2023, 01:56:15 PM
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।
উদাহরণঃ
Jump to: