Author

Topic: বাংলা (Bengali) - page 242. (Read 5803406 times)

newbie
Activity: 14
Merit: 0
April 29, 2023, 11:19:12 AM
full member
Activity: 490
Merit: 119
April 29, 2023, 10:41:48 AM


বিটকয়েন অর্ডিনাল নিয়ে বিতর্ক থাকলেও বিটকয়েন অর্ডিনাল এর প্রতিষ্ঠাতা কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে বলেন যে, শখের বসে তৈরি করা একটি প্রজেক্ট যা সারা পৃথিবীতে এতটা সাড়া ফেলবে। তিনি তা কল্পনাও করেননি। তার কাছে মনে হয়েছে এইটা মানুষকে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শিখার জন্য একটি উপযোগী মাধ্যম। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হল বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ে জনগণের জ্ঞান বৃদ্ধি করা এবং একজন ব্যবহারকারী হিসাবে বিটকয়েন ব্যবহার করার জন্য উৎসাহ দেওয়া।

এই প্রজেক্টে কিছু মৌলিক বিষয়গুলি শামিল হয়েছে, যেমন বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি কি, কিভাবে এগুলি কাজ করে, বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সির সাথে তুলনা করা, বিটকয়েন মাইনিং কি এবং কিভাবে এটি কাজ করে এবং কিভাবে একজন ব্যবহারকারী বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন। এছাড়াও, প্রজেক্টটি একজন ব্যবহারকারীকে বিটকয়েন ফুল নোড কি এবং একটি ফুল নোড কিভাবে সক্রিয় রাখতে হবে সেই বিষয়ে শিক্ষা প্রদান করে।

একটা কথা না বললেই না, বিশ্বের যত বড় বড় ব্যক্তিবর্গ বা বড় বড় প্রতিষ্ঠান, যারা আছে তারা মূলত শখের বসেই একটা বড় ব্যবসার সূচনা করে ফেলেন। যা পরবর্তীতে সারা পৃথিবীতে শোরগোল ফেলে দেয়। আপনারা সবাই জানেন ফেসবুক কিভাবে প্রতিষ্ঠিত হয়, এটাও কিন্তু মার্ক জুকারবার্গ ও তার ফ্রেন্ডরা কয়েকজন মিলে শখের বসেই, শয়তানি করতে করতেই ফেসবুকের আবিষ্কার করে ফেলেন।

কেউ কি জানতো ২০০৮ সালের ১৮ই আগস্ট “সাতোশি নাকামোতোর” তৈরি করা বিটকয়েন বর্তমান পৃথিবীর ভার্চুয়াল মুদ্রা বাজারে একটি বৈপ্লবিক বিস্ফোরণ ঘটাবে।

কয়েনালাপের পোষ্টের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, বিটকয়েন অর্ডিনাল কি আসলেই সাতোশি নাকামোতোর বিটকয়েনের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে?
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 29, 2023, 09:19:45 AM
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-10-5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন

আমি এর আগে এই ফ্রি রেফেল ড্রতে জয়েন হওয়ার জন্য গিয়েছিলাম এবং পরবর্তীতে Utopia Massage deep link বাহির করার জন্য পর্যাপ্ত চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। পরবর্তীতে আমি জানতে পারলাম এটি নাকি ডেক্সটপ ছাড়া বের করা যায় না। আর আমার কোন ডেক্সটপ নাই আমি ফোন দিয়ে সব কাজ চালাই তাই এখানে জয়েন হওয়ার জন্য আগ্রহী হয়না। অবশ্য ফ্রি রেফেল এ জয়েন হওয়ার জন্য অনেক আগ্রহী কিন্তু যতই আগ্রহী হই না কেন এটা আমার জন্য সম্ভব হবে না কারণ আমি একজন মোবাইল ইউজার ডেক্সটপ বা ল্যাপটপ ইউজার হলে জয়েন হতাম। Grin





~snip~
@Lucky Star আপনি এমন একটি ভুল করেছেন যে এর কারণে আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। আপনি একজন বাংলাদেশী ইউজার হয়ে অন্য দেশীয় বোর্ড এ পোস্ট করেছেন। আপনি পাকিস্তান বোর্ডে কয়েকটি পোস্ট করেছেন তাও আবার কপি পেস্ট যা শুধু সোর্স লিংক নিয়ে অ্যাড করে দিয়েছেন। আপনি একজন বাংলাদেশী ইউজার হয়ে কিসের কারণে অন্য দেশের বোর্ডে পোস্ট করবেন এটা আপনার জন্য অনেক বড় অপরাধ। এখন আপনাকে এই পোস্ট করার কারণে সম্পূর্ণ কপি পেস্ট করেছেন তাই পাকিস্তান বোর্ডের এক সিনিয়র ভাই আপনার নামে কপি-পেস্ট নিয়ে একটি পোস্ট করেছে।
https://bitcointalksearch.org/topic/m.62168137 এখন যদি আপনার এই কপি পেস্ট এর কারণে একাউন্ট ব্যান হয়ে যায় তাহলে কারো কিছু করার থাকবে না। তাই আমি আপনাকে বলব আপনি যে পোস্টগুলো করেছেন পাকিস্তান বোর্ডে গিয়ে সেখানে গিয়ে তাদের কাছে sorry বলে পোস্টগুলো ডিলিট করে দিন এতে আপনার একাউন্টের জন্য ভালো হবে বলে আমি মনে করি। এবং আপনি পরবর্তীতে যাতে অন্য সকল বোর্ডে গিয়ে কপি পেস্ট না করুন এর জন্য সতর্ক হোন।
ধন্যবাদ।
member
Activity: 406
Merit: 27
Be Happy ☺️
April 29, 2023, 08:41:37 AM
ক্রিপ্টো জগতে এমন একটি প্রাণী রয়েছে যদি আপনি একজন ক্রিপ্টো প্রেমিক হতে থাকেন তাহলে অবশ্যয় আপনার দেখা উচিত ।। এর চলাচল সর্বদা একটি বাজপাখির মত আপনার চোখে পড়বে।।  

হ্যা আপনি ঠিকই ধরেছেন আমি যে প্রাণীর কথা বলছি সেটি হলো whales Bitcoin whales address, এই whales address সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে এটি হলো এমন একটি ওয়ালেট অ্যাড্রেস যেই অ্যাড্রেসে ১০০০ থেকে ৫ হাজার বিটকয়েন থাকে তাকে Whale/তিমি এড্রেস বলে।
Whale=~1855.17BTC গড়ে প্রায় ১.৪৫ হাজার এড্রেস রয়েছে।
বিশেষ করে OG Whale ২০১৩ সাল এর দিকে কেনা হয়েছিল ।।

বিদ্র: আন্ডারলাইন করা অংশ টি এই পোস্ট থেকে নেওয়া হয়েছে ।।

বেশ কয়েকদিন আগে দেখা যায় এই Whale addres হটাৎ করে জেগে উঠেছে এবং ২০১৩ সাল এর পরে এবার (২০২৩/০৪ /১৯ ) বৃহস্পিবার একটি ট্রানজেকশন করা হয় যার পরিমাণ হলে $60M




আবার পরবর্তী তে (২০২৩/০৪/২১) শুক্রবার whale address থেকে $31.6M এর মধ্যে $7.8M লেনদেন করা হয় ।।



দুইটি ওয়ালেট অ্যাড্রেস একই সাথে ২০১৩ সাল এর দিকে হোল্ডিং এ এসেছে এবং তারা একই সাথে কিছুদিন এর ব্যাবধানে তাদের জমাকৃত তহবিল একটি আলাদা ওয়ালেট অ্যাড্রেস এ লেনদেন করেছে ।। এটা হয়তোবা তারা তাদের নিরাপত্তার এবং সতর্কতার জন্য হয়তো তারা এক ওয়ালেট অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেস এ তাদের তহবিল পারাপার করেছেন ।।



সোর্স

সম্পূর্ন তথ্য এইখান থেকে নেওয়া হয়েছে যদি কারো আগ্রহ থাকে তাহলে দেখে আসতে পারেন ।। ধন্যবাদ।।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 29, 2023, 02:30:36 AM
কমপক্ষে পাঁচটা মিনিট মেরিট উপার্জন করতে হবে।
ছোট একটা টাইপিং মিসটেক। ভাই বাংলা লিখতে প্রচুর সমস্যা হয়। অনেক বেশি টাইপিং মিসটেক হয়। পোষ্ট লেকার লেখার পর বানান চেক করে পোষ্ট করি। কিছু ঠিকঠাক করি। পরে আবার দেখি এই পোষ্ট এই আরো বানান ভুল। মাঝে মাঝে অন্যজনের টা নিজের চোখে পরে যায়। কিন্তু নিজের পোষ্ট এর বানান ভুল খোজার সময় চোখে বাধে না।

যাক অবশেষে জয়েন হয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই। এতো লোকের মাঝে কপাল ট্রাই করে দেখি। মনে হয় না লাক ফেভার করবে। আমি যেখানে যাই, সব এমনেই নষ্ট হয়, দাম কমে, বন্ধ হয়ে যাওয়া সহ নানান সমস্যা দেখা দেয়। মাঝে মাঝে মনে হয় আজকে আমি আমার হোল্ড করা কয়েন গুলো সেল দিলে কালকেই মারকেট পাম্প করবে। মারকেট আটকে আছে আমি কুফা মারকেটে আছি বলে।

Utopia সফটওয়্যার ডাউনলোড না করার পেছনে আরেকটা কারণ ছিলো। মনে মনে একটু ভয় কাজ করছিলো যদি কোনো ভাইরাস থাকে? তাই সব গুলা রাউন্ডের পারটিসিপেন্ট লিষ্ট চেক করলাম আগে। অনেক রেপুটেড মেম্বার রা পারটিসিপেট করছে। তার মানে সবাই এই সফটওয়্যার ডাউনলোড করছে। ভাইরাস থাকলে ওনারা তো বলতো। তারপর ডাউনলোড করলাম   Grin
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 29, 2023, 01:15:12 AM
আমার তো merit নাই তাহলে আমি কিভাবে জয়েন করবো merit ছাড়া কি জয়েন করা জাবে যুদি জয়েন করা যায় তাহলে আমাকে একটু জানাবেন ঠিক আছে ধন্যবাদ।
এটা ফ্রি রেফেল এখানে জয়েন করতে হলে আপনাকে কমপক্ষে মেম্বার রেংক এর হতে হবে। এবং গত ১২০ দিনে কমপক্ষে পাঁচটা মেরিট উপার্জন করতে হবে। যদি এই যোগ্যতা অর্জন না হয় তাহলে আপনি এইরা রাফেলে আবেদন করতে পারবেন না।
ধন্যবাদ ভাই রিমাইন্ডার দেয়ার জন্য। প্রতিবার যখন আপনি শেয়ার করেন, তখনি ভাবি যে এই রাউন্ডে লাক ট্রাই করবো। কিন্তু Utopia সফটওয়্যার ডাউনলোড করার আলসেমি তে আর জয়েন করা হয়ে উঠে না। আবা ভেবেছিলাম ১-২ রাউন্ডে পারটিসিপেট করার জন্য হুদািই সফটওয়্যার ডাউনলোড করতে যাবো কেনো? এখন দেখি অনেকদিন ধরেই অনেক গুলা রাউন্ড রেফেল দিলো। ফাইনালি আজকে ডাউনলোড করে পারটিসিপেট করে ফেললাম। দেখি কি আছে কপালে।
যাক অবশেষে জয়েন হয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
full member
Activity: 490
Merit: 119
April 29, 2023, 12:44:46 AM
Autor: joker_josue
Topic original: TalkImg.com - Image hosting for BitcoinTalk




WWW.TALKIMG.COM


আমি একটি নতুন ইমেজ হোস্টিং পরিষেবা উপস্থাপন করছি, যা বিশেষভাবে BitcoinTalk এবং সমগ্র সম্প্রদায়ের জন্য ডিজাইন করা হয়েছে। ফোরামে আপলোড করা কিছু ছবি সঠিকভাবে দেখা যায় না বা লোড হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় যা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করে আসছি, BitcoinTalk ফোরামে আপলোড করা ছবিগুলো, BitcoinTalk ইউজারদের সামনে সঠিকভাবে প্রদর্শিত হওয়ার জন্য টকআইএমজি প্রকল্পের জন্ম হয়েছে।

 উদ্দেশ্য 
BitcoinTalk ফোরামে নিবেদিত একটি হোস্টিং পরিষেবা প্রদান করুন যা প্রত্যেকের জন্য দরকারী এবং ব্যবহারিক।
এই প্রকল্পের উদ্দেশ্য হলো, ফোরামে আপলোড করা ছবিগুলো খুব দ্রুত সময়ে এবং সঠিকভাবে প্রদর্শিত হোক।

 উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ 
- সমস্ত আপলোড করা ছবি শুধুমাত্র ফোরামে ব্যবহার করা যাবে।
- এটি শুধুমাত্র ফোরাম যেসব ফরমেটের ছবি আপলোড করা হয় যেমন (JPG, JPEG, PNG) দ্বারা গৃহীত বিন্যাসে ছবি আপলোড করার অনুমতি দেওয়া হয়।
- ছবিগুলির সর্বোচ্চ আকার 2.5MB হতে হবে৷
- একবার আপলোড হয়ে গেলে, ছবিগুলি মুছে ফেলা যাবে না (যদি না আপনি আপলোডের সময় তৈরি করা লিঙ্কটি ব্যবহার করেন, যা শুধুমাত্র সেই সময়ে অ্যাক্সেসযোগ্য)।
- NSFW ছবি অনুমোদিত নয়।
- ব্যবহারকারীর কোন প্রকার গোপনীয় তথ্য সংরক্ষণ করা হয় না (স্প্যাম নিয়ন্ত্রণের জন্য, শুধুমাত্র আইপি সংরক্ষণ করা হয়)।
- আপলোড করার সময় সমস্ত EXIF তথ্য সিস্টেম দ্বারা মুছে ফেলা হয়।
- Talkimg.com সাইডে ব্যবহারকারী শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থাকবে অন্য কোন তথ্য এখানে রাখা হয় না।

 দীর্ঘ মেয়াদী 
অনলাইন গ্যালারির সাথে আমার বেশ কয়েক বছরের অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই প্রকল্পটিকে যতদিন সম্ভব অনলাইনে ব্যবহার উপযোগী রাখতে চেষ্টা করছি। অবশ্যই, আমরা ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করতে পারি না, তবে আমি মনে করি যে, এই প্রকল্পটি অনেক, অনেক বছর অনলাইনে ব্যবহার উপযোগী থাকবে।

 সংরক্ষণ করা 
সার্ভার স্বয়ংক্রিয়ভাবে সমস্ত ওয়েবসাইট সামগ্রীর নিয়মিত সংরক্ষণ করা হবে।
বিশ্লেষণে: প্রতি মাসে আমি ম্যানুয়ালি আগের মাসের ছবিগুলির একটি স্টোরেজ তৈরি করব, যেটি যে কেউ রাখতে চাইলে তাদের জন্য (কয়েক দিনের জন্য) রাখতে পারবে।

 অনুদান এবং বিজ্ঞাপন 
এই প্রকল্পটি সম্প্রদায়ের অনুদান এবং ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এর মতো বিজ্ঞাপন দ্বারা সমর্থিত হওয়া উচিত।
- অনুদান: এই প্রকল্পকে সমর্থন করতে ইচ্ছুক যে কেউ এই ঠিকানায় তাদের বিটকয়েন দান করতে পারেন: bc1qhwnncpdd8gfzqwjkk9n052wf7g9mvks3xaa7qa
- বিজ্ঞাপন: হোমপেজে শুধুমাত্র একটি বিজ্ঞাপন থাকবে, যা আমাদের আজকের ব্যবহারকারীর সিগনেচারে থাকবে। যদি কোনো ক্যাম্পেইন ম্যানেজার TalkImg-এ বিজ্ঞাপন দিতে চান, অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করুন।

 শীঘ্রই আসছে 
- স্বয়ংক্রিয় ফাইল রূপান্তর সিস্টেম। (কোনো নির্ধারিত তারিখ নেই)
- BBCode - এ ছবির আকার (উচ্চতা বা প্রস্থ) নির্ধারণ করার সম্ভাবনা। (কোনো নির্ধারিত তারিখ নেই)

 আরো বিস্তারিত 
এই প্রকল্পটি @joker_josue দ্বারা পরিচালিত হয়, যিনি এই প্রকল্পটি রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে থাকবে এবং ব্যবহারকারীদের সম্পূর্ণ সমর্থন প্রদান করবে।
আমি আপনার মতামত এবং পরামর্শের জন্য অপেক্ষা করছি; এই পরিষেবাটি সম্প্রদায়ের জন্য এবং সম্প্রদায়কে আরও ভালভাবে পরিবেশন করার জন্য তৈরি করা হয়েছে।
এটার উদ্দেশ্য যে, এই প্রকল্প যতটা সম্ভব দীর্ঘস্থায়ী হয়, এর অনেক গ্রহণযোগ্যতা আছে কি না? অতএব, আপলোড করা প্রতিটি ছবি চিরকালের জন্য সঠিকভাবে প্রদর্শিত হবে।

 দরকারি লিংক 
TalkImg
সেবা পাবার শর্ত
গোপনীয়তা নীতি

 স্থানীয় বোর্ড 
এই টপিকটি একমাত্র যেটি TalkImg ব্যবহারকারীদের সমর্থন করবে, এবং এবং সর্বদা এই প্রকল্পটি অফিসিয়ালি সকল তথ্যের কেন্দ্রবিন্দু হবে।
কিন্তু স্থানীয় বোর্ডগুলিতে অনুবাদ করা বিষয়গুলির তালিকা এখানে রয়েছে:
Bengali roksana.hee
Bahasa Indonesia (Indonesian) dansus021
Deutsch (German) 1miau
Español (Spanish) Porfirii
Pilipinas Peanutswar
Polski cygan
Português (Portuguese) joker_josue
Pyccкий (Russian) zasad@
Română (Romanian) GazetaBitcoin
Türkçe (Turkish) mindrust

If you do a translation, let me know to update the list.
member
Activity: 168
Merit: 58
April 29, 2023, 12:06:29 AM
#Bitcoin    reward hodlers.

Source

এই পিকচারটি ধারা বোঝানো হয়েছে এখন যদি কেউ ১০ টি বিটকয়েন হোল্ড (Hodl) করে ২০২৫ সালে যে দাম হবে। আবার যে ১ বিটকয়েন ২০৩৩ সাল পর্যন্ত হোল্ড (Hodl)করে রাখবে ১ বিটকয়েনের মূল্য ওই ১০ বিটকয়েনের সমান হবে। আবার ০.১ বিটকয়েন ২০৪১ সাল পর্যন্ত হোল্ড (Hodl) করে রাখবে ওই ১০ বিটকয়েনের সমান ০.১ বিটকয়েন হবে। আবার দেখানো হয়েছে ০.০১ বিটকয়েন ২০৪৯ সাল পর্যন্ত হোল্ড (HODL) করে রাখলে ওই ১০ বিটকয়েনের সমান ০.০১ বিটকয়েন হবে।
এই পিকচার থেকে বোঝা যায় বিটকয়েন বেশিদিন হোল্ড করে রাখলে বেশি মুনাফা পাওয়া যাবে।
newbie
Activity: 14
Merit: 0
April 28, 2023, 11:53:27 PM
এপ্রিল 2023 এর সেরা ক্রিপ্টো ওয়ালেট

আপনি যখন ক্রিপ্টোকারেন্সি কিনবেন, তখন আপনার সম্পদকে সুরক্ষিত রাখে এমন ডিজিটাল কীগুলি সঞ্চয় করার জন্য আপনার একটি নিরাপদ জায়গা প্রয়োজন। ক্রিপ্টো ওয়ালেট হল কাজের জন্য সর্বোত্তম হাতিয়ার, যদিও তারা বিলফোল্ডে নগদ জমা করার চেয়ে একটু ভিন্নভাবে কাজ করে।
অগণিত বিকল্পগুলির মধ্যে থেকে বেছে নেওয়ার জন্য, কোন ধরনের ক্রিপ্টো ওয়ালেট আপনার প্রয়োজনের সাথে মানানসই তা নির্ধারণ করা হল প্রথম পদক্ষেপ। বিভিন্ন মানিব্যাগ বিভিন্ন ধরনের কয়েন সমর্থন করে—বেশিরভাগ বিটকয়েন ধরে, কেউ কেউ শুধুমাত্র ইথেরিয়াম পরিচালনা করে, কেউ কেউ যেকোনো ধরনের ক্রিপ্টো ধরে রাখতে পারে—এবং এগুলি দুটি প্রধান স্বাদে আসে: হট ওয়ালেট (ইন্টারনেট সক্ষম) এবং ঠান্ডা ওয়ালেট (যা অফলাইনে থাকে)।

2023 সালের এপ্রিলের 5টি সেরা হট ওয়ালেট৷

হট ওয়ালেট                          র‍্যাঙ্কিং
Coinbase Wallet                  5 Star
SafePal                                  4.5 Star
Crypto.com DeFi Wallet     4.5 Star   
Exodus                                  4.5 Star
Coinbase dApp Wallet          4 Star
হট ওয়ালেট ইন্টারনেটের সাথে সংযুক্ত। এগুলি প্রায়শই একটি স্বতন্ত্র পণ্য হিসাবে পাওয়া যায়—একটি "সফ্টওয়্যার ওয়ালেট"—অথবা একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ দ্বারা অফার করা একটি বৈশিষ্ট্য হিসাবে - একটি তথাকথিত "এক্সচেঞ্জ ওয়ালেট"৷

হট ওয়ালেটগুলি ক্রিপ্টো লেনদেন চালানো সহজ করে তোলে। কিন্তু যেহেতু হট ওয়ালেটগুলি অনলাইনে হোস্ট করা হয়, তাই তারা হ্যাকারদের কাছে বেশি ঝুঁকিপূর্ণ। এই কারণেই কিছু ব্যবহারকারী তাদের ক্রিপ্টোকে দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে কোল্ড স্টোরেজে রাখতে চান।

2023 সালের এপ্রিলের 3টি সেরা কোল্ড ওয়ালেট৷

কোল্ড ওয়ালেট                     র‍্যাঙ্কিং
Ledger Crypto Wallet             5 Star
Trezor                                     5 Star
Ellipal Titan Crypto Wallet     5 Star

কোল্ড ওয়ালেট হল ফিজিক্যাল গ্যাজেটগুলি এমন একটি ফর্ম্যাটে ক্রিপ্টো সংরক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে যা ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়, নিরাপত্তা বাড়ায়। এগুলি সাধারণত হার্ডওয়্যার ডিভাইস, এবং কিছু এমনকি ইউএসবি স্টিকের মতো দেখায়।

তাদের ফর্ম ফ্যাক্টর যাই হোক না কেন, একটি কোল্ড ওয়ালেট আপনার ক্রিপ্টো কীগুলির জন্য কোল্ড স্টোরেজ সরবরাহ করে। এটি হ্যাকিংয়ের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলিকে ব্যাপকভাবে হ্রাস করে, তবে কোল্ড ওয়ালেটগুলিতে গরম ওয়ালেটগুলির মধ্যে প্রচলিত অনেকগুলি অতিরিক্ত ট্রেডিং এবং ইন্টিগ্রেশন বৈশিষ্ট্যগুলির অভাব রয়েছে৷

এপ্রিল 2023 এর সেরা বিটকয়েন ওয়ালেট

ক্রিপ্টো ওয়ালেট নাম          ওয়ালেটের ধরন
Coinbase Wallet                           Hot
Crypto.com DeFi Wallet           Hot
Exodus                                           Hot
Ellipal Titan                                   Cold
Ledger                                           Cold
Trezor                                           Cold
SafePal                                            Cold/Hot

বিটকয়েন বাজার মূলধন দ্বারা শীর্ষ ক্রিপ্টোকারেন্সি হিসাবে রয়ে গেছে। অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো, বিটকয়েনের স্টোরেজের জন্য একটি ক্রিপ্টো ওয়ালেট প্রয়োজন। বেশিরভাগ নেতৃস্থানীয় ক্রিপ্টো ওয়ালেট - গরম বা ঠান্ডা - BTC সমর্থন করে।

কিছু বিশেষ ওয়ালেট আছে যেগুলো বিটকয়েন সমর্থন করে না। মেটামাস্ক, উদাহরণস্বরূপ, বিটকয়েনকে সরাসরি সমর্থন করে না, তবে এর কারণ হল ওয়ালেটটি বিশেষভাবে ইথেরিয়াম-ভিত্তিক ক্রিপ্টো টোকেনের জন্য ডিজাইন করা হয়েছে। অন্যান্য মানিব্যাগে কয়েকটি quirks থাকতে পারে। Coinbase Wallet Web3 শুধুমাত্র তার মোবাইল অ্যাপের মাধ্যমে Bitcoin সমর্থন করে, উদাহরণস্বরূপ।

বিপরীতভাবে, কিছু ক্রিপ্টো ওয়ালেট শুধুমাত্র বড় "B" কে উৎসর্গ করা হয়। Electrum শুধুমাত্র Bitcoin সমর্থন করে। যদি এটি আপনার মালিকানাধীন একমাত্র ক্রিপ্টো হতে চলেছে তবে ইলেক্ট্রাম একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি কখনই হ্যাকের অভিজ্ঞতা হয়নি, প্লাস এটি লেজার এবং ট্রেজারের সাথে একীভূত হয়।
সোর্স
full member
Activity: 490
Merit: 119
April 28, 2023, 10:52:23 PM
ব্লকচেইন অ্যাসোসিয়েশনের সিইও স্মিথ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নীতি ও আইন প্রণেতাদের বিরুদ্ধে ক্রিপ্টো শিল্প “absolutely at war“ নামে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) চেয়ারম্যান গ্যারি গেনসলার এবং সেনেটর এলিজাবেথ ওয়ারেন (ডি-মাস) যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ চিরকাল স্থায়ী হবে না, তবে সম্ভবত পরবর্তী 18-20 মাস চলবে, ক্রিস্টিন স্মিথ বলেছেন।



"এলিজাবেথ ওয়ারেনের একটি ক্রিপ্টো বিরোধী সেনাবাহিনী রয়েছে। তিনি তার প্রচারের জন্য টুইটারে বিজ্ঞাপন দিচ্ছেন যে তার একটি ক্রিপ্টো বিরোধী সেনাবাহিনী রয়েছে," "বেল্টওয়ে কনফিডেন্সিয়াল: ইনসাইড দ্য ডিসি ক্রিপ্টো সিন" স্মিথ এর সময় বলেছিলেন।

সিনেটর এলিজাবেথ ওয়ারেনের (D-Mass.) বিতর্কিত ডিজিটাল অ্যাসেট অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাক্ট (DAAMLA) মূলত ডিসেম্বরে চালু করা হয়েছিল৷ এটি কিছুটা ধুমধাম এর সাথে শুরু হলেও পরবর্তীতে যথেষ্ট সমালোচনা সম্মুখীন হয়েছিল।

তবে যাই হোক প্যানেলের শুরুর সময় স্মিথ একটি আসার ঝলক দেখিয়েছিলেন, বলেছিলেন যে ব্লকচেইন অ্যাসোসিয়েশন সহ একটি প্রো-ক্রিপ্টো "সেনাবাহিনী" শিল্পের জন্য "প্রতিদিন ওয়াশিংটনে" লড়াই করছে। "এমন একটি কারণ রয়েছে যে, এলিজাবেথ ওয়ারেন তার বিল স্থগিত করেছেন কারণ তিনি সহ-স্পন্সর হারিয়েছেন," স্মিথ বলেছিলেন।

মেইন টপিক

sr. member
Activity: 1008
Merit: 366
April 28, 2023, 01:00:55 PM
~Snip
এ থেকে অনেক কিছু শেখার আছে। কিছু জিনিশ ভালো তবে কিছু জিনিশ বর্তমান জেনারেশনের সাথে যায় না। মিতব্যয়ী হওয়া টা অবশ্যই ভালো একটা দিক। তবে মিতব্যয়ী হইতে যেয়ে আপনি অন্যদের থেকে পিছিয়ে পরছেন না তো?
পুরনো জিনিশ এ মায়া থাকে আর যতদিন তা ভালো আছে তা ব্যবহার করার মেন্টালিটি আমার ও আছে। তবে আপনাকে দেখতে হবে আপনি কোয়ালিটি পূর্ণ প্রোডাক্ট ব্যবহার করছেন কি না। পোস্ট এর কথা টাই ধরে নেই। উনি পুরনো গাড়ি ব্যবহার করেন। বর্তমান বাজারে যে সকল গাড়ি বিক্রয় হয় তার গতি কি ওনার গাড়ি থেকে বেশি না? সেফটি, সেলফ ড্রাইভিং কার গুলো, ইলেক্ট্রিক গ্রীন কার, এগুলো কি আপনাকে এডভান্টেজ দিবে না?
সময় এর মূল্য, সেলফ ড্রাইভিং কার এ আপনি বসে কাজ করতে পারবেন নিজের মত। ইলেক্ট্রিক কার গুলো তে আপনি গ্যাস এর পরিবর্তে ইলেক্ট্রিসিটি ব্যবহার করে টাকা বাচাইতে পারবেন। আর নতুন নতুন সেফটি ফিচার গুলো তো নতুন গুলোতেই পাবেন। উনি মডিফাই ও করতে চান না। তাহলে তিনি কেমনে পাবেন এগুলো?

নস্টালজিয়া মানুষের থাকা টা স্বাভাবিক, তবে ওয়ারেন বাফেট এটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন যা কন্ট্রোভারশাল। সুতরাং মানুষের ভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক।
full member
Activity: 490
Merit: 119
April 28, 2023, 11:02:56 AM
ফোরামে ধৈর্যের সাথে টিকে থাকার জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা




বর্তমান সময়ে করা বেশিরভাগ পোস্ট গুলোই অপ্রয়োজনীয় বা অফ টপিক নিয়ে করা হয়। আসুন আমরা এই বাংলাদেশ লোকাল থ্রেটটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিটকয়েন সম্পর্কে না জানা তথ্যগুলো শেয়ার করে সবার জ্ঞানের পরিধি টাকে আরো বৃদ্ধি করি।

ফোরাম যখন ছোট ছিল তখন সব ধরনের পোস্ট করা বা এক্টিভিটিতে দেখানোর জন্য অপ্রয়োজনে পোস্টগুলো কেউ এপ্রুভ করা হতো। কারণ তখন খুবই সামান্য পরিমাণ পোস্ট হতো। এখন যেহেতু ফোরাম বড় হয়েছে প্রতিদিন হাজার হাজার পোস্ট এখানে করা হয়, তাই ফোরামের মডারেটরদের একটা ডিসিশন দেয়া হয়েছে যে, অন্তত ৫০% অফ টপিক বা অপ্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে যে পোস্ট করা হয় সেগুলোকে ফোরামের লিস্ট থেকে ডিলেট করে দেয়া।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 28, 2023, 09:03:55 AM
ওয়ারেন বাফেটের কেন সাধারণ জীবন পছন্দ করেন?



Pic collected from Google.

কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম যে ওয়ারেন বাফেট বিটকয়েন কেন পছন্দ করেন না, বিটকয়েনকে তিনি জুয়ার coin এর সাথে তুলনা করেছেন এবং একটি ভিত্তিহীন মুদ্রার সাথে তুলনা করেছেন। অবশ্য তার বিরুদ্ধে শতশত কমেন্ট এসেছিল এবং তিনি বৃদ্ধ হয়েছেন এবং তার জন্য বিটকয়েন প্রযোজ্য নয় এমন মন্তব্য অনেকেই করেছেন। আমি নিজেও তার বিরুদ্ধে একটি কমেন্ট করেছিলাম যে বুড়ো মানুষের জন্য বিটকয়েন নয় বরং কাগজের টাকায় উপযুক্ত।
কিন্তু আসলে ওয়ারেন বাফেটকে যারা মূল্য দিতে জানে না তারা আসলে তার সম্পর্কে বাজে মন্তব্য করে যাবে। আজকে একটি নিউজ পড়ে তার সম্পর্কে অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম।
ওয়ারেন বাফেট আসলে একটি মৃতব্যয়ী ব্যক্তির প্রতীক, ব্যক্তিগত জীবনে অপচয় পছন্দ করেন না এবং সময়ের অপচয় বিশেষ করে নয়। তিনি তার ব্যক্তিগত জীবনে ব্যবহার করা হাতে লাঠি দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবহার করে আসছে যা তিনি পরিবর্তন করার চিন্তাও করেন না।
তিনি ইচ্ছা করলে প্রতিদিন ডজনখানেক নতুন নতুন গাড়ি ব্যবহার করতে পারেন কিন্তু তিনি তা করেন না। এর পেছনে অনেক কারণ রয়েছে যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তিনি নতুন গাড়ি কিনে টাকার অপচয় পছন্দ করেন না, তাছাড়া গাড়ি কেনার জন্য যে একটি দিন নষ্ট হবে সেটা করতে চান না। তিনি গাড়িতে আকর্ষণীয় করার জন্য গাড়ি সাজসজ্জা ও মডিফাইড করা মোটেই পছন্দ করেন না। তিনি গাড়িতে ব্যান্ডের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তিনি যে গাড়ি ব্যবহার করেন তাতে দুটো এয়ার ব্যাগ লাগানো আছে। ওয়ারেন বাফেট গাড়ির মূল্যর চেয়ে ইউটিলিটি ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। যখন বাড়ির সদস্যরা অতিরিক্ত জোড়াজড়ি করেন ঠিক তখনই তিনি নিজে না গাড়ি কিনে তার মেয়েকে দিয়ে গাড়ি কেনান।
ওয়ারেন বাফেট অতিরিক্ত বাড়ি নির্মাণ পছন্দ করেন না।১৯৫০ সালে তার বাবা নির্মিত একটি পুরনো বাড়িতে বসবাস করেন।
তিনি তার ব্যক্তিগত চলাফেরার জন্য কোন বডিগার্ড রাখেন না, তিনি খুবই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। তাই আমরা ব্যক্তিগত জীবনে ওয়ারেন বাফেটকে যারা কৃপণ ব্যক্তি হিসেবে চিনি তাদের এই পোস্ট তার সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 28, 2023, 06:05:01 AM
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-10-5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন

ধন্যবাদ ভাই রিমাইন্ডার দেয়ার জন্য। প্রতিবার যখন আপনি শেয়ার করেন, তখনি ভাবি যে এই রাউন্ডে লাক ট্রাই করবো। কিন্তু Utopia সফটওয়্যার ডাউনলোড করার আলসেমি তে আর জয়েন করা হয়ে উঠে না। আবার ভেবেছিলাম ১-২ রাউন্ডে পারটিসিপেট করার জন্য হুদাই সফটওয়্যার ডাউনলোড করতে যাবো কেনো? এখন দেখি অনেকদিন ধরেই অনেক গুলা রাউন্ড রেফেল দিলো। ফাইনালি আজকে ডাউনলোড করে পারটিসিপেট করে ফেললাম। দেখি কি আছে কপালে।

আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin

ভাই আপনি একা না, আমরা অনেকেই কিছু কয়েন কিনেছিলাম। যেগুলো কিনে অনেকেই লসে আছে। বিটকয়েন যখন ৫৭-৫৮ হাজার ডলারে ছিলো, তখন অল্টকয়েন সব ১০-২০ গুন করে গ্রো করছিলো। অই সময়ে অনেকেই না বুঝে অনেক কয়েন কিনেছিলো। অনেকে আবার তখনই অল্প প্রফিট রেখে সে করে দিয়েছিলো। কিন্তু কারেকশন শুরু হওয়ার পর থেকে মারকেট আর গ্রো করে নাই। বিশেষ করে অল্ট কয়েন আর গ্রো করে নাই।
newbie
Activity: 14
Merit: 0
April 28, 2023, 05:24:45 AM
আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin
ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি আপনি Matic কেন কিনেছেন আপনি অন্য টোকেন কিনতে পারতেন মারকেটে অনেক টোকেন আছে ওইসব কিনবেন আপনি সুধু সুধু matic কিনতে গেলেন কেন আপনি এখন ARB অথবা Bitcoin, Luna আরো অনেক টোকেন আছে ওই গুলো কিনবেন আর আপনি দেখবেন কোন টোকেন সবচেয়ে বেশি মারকেটে আপডাউন করতেছে ওই গুলো দেখে তার পর কিনবেন তাহলে দেখবেন আপনি প্রফিট পাবেন আর আপনি আর কখনো এইরকম টোকেন কিনবেন না যেই টোকেন কিনে আপনার লস হয় |
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 28, 2023, 04:18:16 AM
আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin
newbie
Activity: 14
Merit: 0
April 28, 2023, 02:11:50 AM
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-10-5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন
আমার তো merit নাই তাহলে আমি কিভাবে জয়েন করবো merit ছাড়া কি জয়েন করা জাবে যুদি জয়েন করা যায় তাহলে আমাকে একটু জানাবেন ঠিক আছে ধন্যবাদ।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 28, 2023, 01:30:40 AM
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-10-5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন

newbie
Activity: 14
Merit: 0
April 28, 2023, 01:11:26 AM
প্রজেক্ট কি?

অনেকেই জানেন না যে প্রজেক্ট কি যারা এখনো জানেন না তাদের জন্য এই পোস্ট করলাম। প্রজেক্ট হচ্ছে এমন একটি উদ্যোগ, যা কোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করা হয়ে থাকে। এই উদ্যোগ হতে পারে কোনো একটি নতুন প্রোডাক্ট তৈরি করা, কোনো নতুন সার্ভিস তৈরি করা অথবা কোনো ফলাফল পাওয়া। তবে প্রজেক্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে।
যেমন- এর নির্দিষ্ট একটি শুরু এবং শেষ থাকতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে শুরু হয়ে প্রজেক্টটি একটি নির্দিষ্ট সময়ে শেষ হতে হবে। এটি ইউনিক হতে হবে। অর্থাৎ অন্য কোনো প্রজেক্টের সাদৃশ্য হতে পারবে না। প্রতিটি প্রজেক্ট থেকে অবশ্যই একটি নতুন প্রোডাক্ট, সার্ভিস অথবা ফলাফল পাওয়া যাবে।
প্রজেক্ট স্বল্পস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে এটি চলমান প্রক্রিয়া নয়। কোনো একটি নতুন প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করার পর প্রজেক্ট সমাপ্ত হয়ে যায়।

উদাহরণস্বরূপ বলা যায়, একটি সফটওয়্যার তৈরি করা একটি প্রজেক্ট হতে পারে, অথবা একটি বাড়ি তৈরি করা একটি প্রজেক্ট হতে পারে। তবে এখানে উল্লেখ্য, ভিন্ন প্রতিষ্ঠানের জন্য একই ধরনের সফটওয়্যার তৈরি করা অথবা একাধিক বাড়ি তৈরি করা কি ভিন্ন ভিন্ন প্রজেক্ট? এখানে খেয়াল করতে হবে, যদি সফটওয়্যার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়, তাহলে প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা নিজস্ব নিয়ম-কানুন থাকে, প্রতিষ্ঠানের লোকেশন ভিন্ন হয় এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু ও শেষ ভিন্ন সময়ে হয়, তাই এই প্রজেক্ট ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা হবে। একই কথা বাড়ি নির্মাণের জন্যও প্রযোজ্য।
দুটি বাড়ি দুটি ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করবে, এদের শুরু এবং শেষ ভিন্ন সময়ে হবে অর্থাৎ এরা আলাদা প্রজেক্ট হিসেবে গণ্য হবে। কোনো পণ্য উৎপাদন প্রক্রিয়া কি প্রজেক্ট হিসেবে গণ্য হবে? যখন কোনো নতুন পণ্য তৈরি করা হয়, তখন এটি একটি প্রজেক্ট। যেমন- নতুন মডেলের গাড়ি তৈরি করা, নতুন মডেলের মোবাইল ফোন তৈরি করা। তবে যখন একই পণ্য বার বার তৈরি করা হবে, তখন তা আর প্রজেক্ট হিসেবে গণ্য হবে না। তখন এটি হবে অপারেশন। কারণ, তখন এটি হয়ে যায় চলমান প্রক্রিয়া। অপারেশন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের প্রতিদিনের কার্যক্রম। অপারেশনের কোনো নির্দিষ্ট সীমারেখা বা সমাপ্তি নেই। এটি নিত্যদিনের কার্যক্রম । অপারেশন শুধু এ পণ্য তৈরিতেই সীমাবদ্ধ নেই, এটি হতে পারে কোনো সার্ভিস প্রদানও। যেমন- হসপিটালের বিভিন্ন সার্ভিস, ব্যাংকের বিভিন্ন সার্ভিস অথবা মোবাইল ফোন কোম্পানির বিভিন্ন সার্ভিক্স প্রভৃতি। প্রজেক্ট এবং অপারেশনের মধ্যে বিভিন্ন মিল থাকলেও চলমান প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তাদেরকে আলাদা করা হয়।

প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেলকে পাঁচটি অংশে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো- ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং , মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ও ক্লোজিং।
আশা করি এখন বুঝতে পারছেন
সোর্স
sr. member
Activity: 1008
Merit: 366
April 27, 2023, 12:58:00 PM
কে এর  Satoshi Nakamoto???
এই সম্পর্কে একটি আর্টিকেল দেখলাম আশাকরি আর্টিকেল টি ইনফরমেটিভ হবে ওই জন্য আমি পোস্ট করছি ।।

বিষয় টি একটি চোরাবালির মত। এটি নিয়ে আপনি যত ঘাটাঘাটী করবেন তত আপনি এর মধ্যে ডুবে যাবেন। সাতোশি নাকামোতো কে বা কারা এটি জানা অনেক কঠিন। বিটকয়েন এর সফলতার পিছনে এটির একটি বিশেষ ভূমিকা রয়েছে। বিটকয়েন যেমন ডিসেন্ট্রালাইজড, এর ক্রিয়েটর ও তেমন কারো অধীনে নয়। পরিচয় গোপন থাকায় কেউ চাইলেও সাতোশি কে খুজে পাবে না। যার ফলে এর কন্ট্রোল কেউ নিতে পারবে না কখনও। মার্কেটে বিটকয়েন এর থেকেও ভালো ভালো প্রোজেক্ট বিদ্যামান, তবে তারা কেনো বিটকয়েন এর মত সফলতা পাচ্ছে না? মূল কারণ সেন্ট্রালাইজড, এগুলো অন্যের অধীনে।
এগুলো নিয়ে যত কম ঘাটবেন, তত ভালো। তবে আপনার আগ্রহ দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Jump to: