Author

Topic: বাংলা (Bengali) - page 394. (Read 5719294 times)

jr. member
Activity: 266
Merit: 1
December 11, 2020, 10:37:21 PM
আপনি একটি কয়েন দিয়ে ট্রেডিং করবেন। বাট সেই কয়েন এর বাজার বিশ্লেষণ এবং ট্রেডিং টেকনিক্যাল এনালাইসিস কিভাবে বের করবেন। আর মূলত আমি জানতে চাই টেকনিক্যাল এনালাইসিস আমরা কিভাবে বুঝতে পারবো আর টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য কতটুকু ভূমিকা পালন করবে


সাধারণত পুজিবাজার বা ফরেক্সে ৩ ধরণের এনালাইসিস বিদ্যমান রয়েছে, যেমন: ১. ফান্ডামেন্টাল এনালাইসিস, ২. টেকনিক্যাল এনালাইসিস এবং ৩. সেন্টিমেন্টাল এনালাইসিস।
কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।
1 টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
1.1 টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
1.2 টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
1.3 টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
1.4 Candlestick চার্টের সুবিধাগুলো কি কি ?
টেকনিক্যাল এনালাইসিস এর উপকারিতা এবং সীমাবদ্ধতা কি?
টেকনিক্যাল এনালাইসিস এর সুবিধা সমূহ:-
(১). বাজার বা শেয়ারের মুভমেন্ট বুঝতে সাহায্য করে: বাজার বা শেয়ারের ট্রেন্ড অর্থাৎ উর্ধ্বমূখী, নিন্ম মুখী নাকি সমান্তরাল তা বুঝতে সাহায্য করে।
(২). এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ: শেয়ার বাজারে ইচ্ছেমত শুধু ক্রয় বিক্রয় করলেই মুনাফা হয় না। মুনাফা পেতে হলে বিনিয়োগকারীকে সঠিক সময়ে এন্ট্রি এবং সঠিক সময়ে এক্সিট দিতে হয়; কেন্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, মুভিং এভারেজ ইত্যাদির সমন্বয়ে যা একমাত্র টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমেই সম্ভব।
(৩). দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচ: ফান্ডামেন্টাল এনালাইসিস করতে সকল কোম্পানির ডাটা সংগ্রহ করে তা এক এক করে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়-বহুল বটে, পক্ষান্তরে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে খুব কম সময়ে বাজারের সামগ্রিক চিত্র এবং সকল শেয়ারের তথ্য বিশ্লেষণ করা যায় কম সময়ে এবং তা ফান্ডামেন্টাল এনালাইসিসের তুলনায় বেস সস্তা বটে।
টেকনিক্যাল এনালাইসিস এর সীমাবদ্ধতা:-
(১). পূর্বাভাষ নির্ভুল নয়ঃ টেকনিক্যাল এনালাইসিস বাজার বা শেয়ারের পূর্বাভাষ জানতে ব্যাবহার হয়ে থাকে। প্রায় সকল ইন্ডিকেটর সম্ভাব্য এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখালেও তা শতভাগ সঠিক পূর্বাভাষে মিলে না। অনেক ক্ষেত্রে সম্ভাব্য এন্ট্রি দেখানোর পর শেয়ারের দাম কমে আবার বিপরীতে সম্ভাব্য এক্সিট দেখানোর পর বাজার দর বৃদ্ধি পেতে শুরু করে।
(২). টেকনিক্যাল ইনডিকেটর গুলো সিগনাল প্রদর্শনে অভিন্নতা নেইঃ কিছু ক্ষেত্রে দেখা যায় একটি ইনডিকেটর বাই সিগনাল দেখাচ্ছে তো আরেকটি ইনডিকেটর সেল সিগনাল দেখাচ্ছে ফলে ট্রেডারদের হর হামেশাই দেখা জায় সিদ্ধান্ত হীনতায় ভুগতে।
(৩). পক্ষপাতদুষ্ট মতামত: টেকনিক্যাল এনালিস্টদের প্রায় দ্বিমত করতে দেখা যায়, এক বা একাধিক ইনডিকেটর বিবেচনায় নিয়ে একজন হয়ত মত দিলেন এখন ক্রয় করার সময় কিন্তু আরেকজন মত দিলেন হয়ত এখনই এক্সিট বা সেল করার মোক্ষম সুযোগ।
টেকনিক্যাল বিশ্লেষণ: চার্টের ধরন
টেকনিক্যাল এনালাইসিস এ সাধারণ ৪ ধরনের চার্ট ব্যবহার হার হয়ে থাকে, যেমন লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং পয়েন্ট ও ফিগার চার্ট।

পয়েন্ট এন্ড ফিগার চার্ট: প্রাথমিক যুগে যখন টেকনিক্যাল এনালাইসিস এর সফটওয়্যার গুলি ছিল না তখন শুধুমাত্র শেয়ার দরের উপর ভিত্তি করে X ও O দিয়ে এক ধরনের ড্রইং করা হত- এটাকেই পয়েন্ট এন্ড ফিগার চার্ট বল হয়।

লাইন চার্ট: এটি একটি বেসিক চার্ট কারণ এতে নির্দিষ্ট দিন/ সময়ে কোন নির্দিষ্ট শেয়ারের ক্লোজিং দর দেখায়।

বার চার্ট: লাইন চার্টের সাথে কোন নির্দিষ্ট দিনে শেয়ারের প্রারম্ভিক বা ওপেনিং দর, ক্লোজিং বা সমাপনী দর মিলিয়ে বার চার্ট তৈরি হয়ে থাকে।

ক্যান্ডেলস্টিক চার্ট: বার চার্টের আধুনিক সংস্করণ হল ক্যান্ডেলস্টিক চার্ট। বার চার্টের ভার্টিকেল ও হরাইজন্টাল লাইন যোগ করে এবং ক্লোজিং দরের উপর ভিত্তি করে বিভিন্ন রঙের সমন্বয়ে এটি তৈরি হয়ে থাকে। ওপেনিং দরের তুলনায় ক্লোজিং দর বেশি হলে ক্যান্ডলের রঙ সবুজ অথবা সাদা হয় আর বিপরীতে ওপেনিং এর চেয়ে ক্লোজিং দর কম হলে ক্যান্ডেল কালো অথবা লাল হয়ে থাকে। প্রায় ৩০০ বছর আগে সর্ব প্রথম এটি জাপানে ব্যবহার হওয়াতে কেউ কেউ একে জাপানিজ ক্যান্ডেলস্টিক ও বলে থাকেন  ।
আমি আশাবাদী আপনি তা জানতে চান কিছু হলেও বুঝাতে পেরেছি।[/size]
jr. member
Activity: 99
Merit: 4
December 11, 2020, 09:33:22 PM
আপনি একটি কয়েন দিয়ে ট্রেডিং করবেন। বাট সেই কয়েন এর বাজার বিশ্লেষণ এবং ট্রেডিং টেকনিক্যাল এনালাইসিস কিভাবে বের করবেন। আর মূলত আমি জানতে চাই টেকনিক্যাল এনালাইসিস আমরা কিভাবে বুঝতে পারবো আর টেকনিক্যাল এনালাইসিস আমাদের ট্রেড করার জন্য কতটুকু ভূমিকা পালন করবে
jr. member
Activity: 99
Merit: 4
December 11, 2020, 09:09:52 PM
ভাই আপনাদের কারো জানামতে আমাদের বাংলাদেশী কোন কয়েন আছে যেটা খুব ভাল করবে অচিরেই।

না এখোনো নেই তবে হওয়ার সম্ভাবনা আছে।তবে বিটকয়েন আগে বাংলাদেশে লিগাল হতে হবে।তারপর এসব চিন্তা ভাবনা।
বাংলাদেশে বিটকয়েন এতো সহজে বৈধ হবেনা ভাই। তবে কিছু দিন আগে একটি সংবাদ মাধ্যমে পেয়েছি যে তারা ভার্চুয়াল মুদ্রার কথা ভাবতেছে। কারন সকল দেশ ভার্চুয়াল মুদ্রার জন্য এগিয়ে যাচ্ছে দিন দিন। তাই তারা প্রাইভেট ব্লকচেইন প্রজেক্ট শুরু করতে পারে
member
Activity: 86
Merit: 21
December 11, 2020, 06:03:01 AM
নোট- আমি ডাটা ছাড়া নরমালী বলেছি যেহেতু মোটামুটি লোকাল বোর্ড খেয়াল করি সেই হিসেবে।
আপনি ঠিকই বলেছেন। নভেম্বার মাসের এক্টিভিটিতেও বাংলাদেশ ১১তম অবস্থানের রয়েছে। অক্টোবর এ মোট পোস্ট সংখ্যা ছিল ৩০৬ টি যা নভেম্বরে এসে ৩১১ টি হয়েছে- https://bitcointalksearch.org/topic/m.55779585
অবশ্যই আমাদের এক্টিভিটি বাড়ছে যেটা আমাদের জন্য ভালো এবং সেটা যদি একবার এডমিন থিমসের নজরে আনা যায় তাহলে আমাদের জন্য লোকাল বোর্ড পাওয়া যাবে। তবে আমাদের এই এক্টিভিটি ধরে রাখতে হবে। কমে গেলে আলাদা বোর্ড পাওয়া কষ্টকর হয়ে যাবে।

বাংলাদেশিদের জন্যে পুর্নাংগ বোর্ড আগামিতে পাওয়া যাবে আমরা সতর্কতার সাথে বাংলাতে হেল্পফুল পোস্ট প্রতিনিওত করতে থাকলে সময় লাগবে তবে আমরা বাংলা বোর্ড পাবো। একে অন্যকে সাহাজ্য করতে থাকলে এখানে গঠন মুলক পোস্ট অনেক বেশি এটার মাধ্যমে তখন সবাই উপক্রিত হবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 10, 2020, 11:50:03 PM
নোট- আমি ডাটা ছাড়া নরমালী বলেছি যেহেতু মোটামুটি লোকাল বোর্ড খেয়াল করি সেই হিসেবে।
আপনি ঠিকই বলেছেন। নভেম্বার মাসের এক্টিভিটিতেও বাংলাদেশ ১১তম অবস্থানের রয়েছে। অক্টোবর এ মোট পোস্ট সংখ্যা ছিল ৩০৬ টি যা নভেম্বরে এসে ৩১১ টি হয়েছে- https://bitcointalksearch.org/topic/m.55779585
অবশ্যই আমাদের এক্টিভিটি বাড়ছে যেটা আমাদের জন্য ভালো এবং সেটা যদি একবার এডমিন থিমসের নজরে আনা যায় তাহলে আমাদের জন্য লোকাল বোর্ড পাওয়া যাবে। তবে আমাদের এই এক্টিভিটি ধরে রাখতে হবে। কমে গেলে আলাদা বোর্ড পাওয়া কষ্টকর হয়ে যাবে।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
December 10, 2020, 10:50:35 PM

 খেয়াল করলে দেখবেন আমাদের এখানে প্রতিদিন ইদানিং ১৫-২০ টা পোস্ট হয়। যা খুবই কম একটি পূর্ণাঙ্গ বোর্ড হবার জন্য।
ভুল বলছেন। বর্তমানে আমাদের এই পোস্টের এক্টিভিটি অনেক বেশি। যদিও মোস্ট রিসেন্ট নভেম্বর মাসের ডেটা নেই আমার কাছে, অক্টোবর ২০২০ এর পরিসংখ্যান অনুযায়ী সব লোকাল বোর্ড কিংবা লোকাল থ্রেড মিলিয়ে আমাদের এই থ্রেডের অবস্থান ১১তম। নিঃসন্দেহে আমাদের এই অবস্থান অনেকগুলো লোকাল বোর্ড থেকে যথেষ্ট ভালো।
হ্যা ঠিক বলছেন, তথ্য টি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু মোস্ট রিসেন্টলি এমন ভাবেই যাচ্ছে। একটু কমবেশি হবে আর কি। প্রতিদিন গড়ে প্রায় এক পেজ করে বাড়ছে। কিন্তু গত মাসে একটিভিটি আরো বেশি ছিল। ইদানিং একটু কম। কিন্তু সর্বোপরি চিন্তা করলে আমরা আগাচ্ছি আর দিন দিন সংখ্যাটি বাড়ছে।

নোট- আমি ডাটা ছাড়া নরমালী বলেছি যেহেতু মোটামুটি লোকাল বোর্ড খেয়াল করি সেই হিসেবে।

আমি বিটকয়েন ফ্রমে নতুন তাই আমার এখানে করণীয় কি কি কাজ তাই সিনিয়রা আমাকে সাহায্য সহযোগিতা করবেন ধন্যবাদ।
আগে ফোরাম সম্পর্কে জানুন, জানার চেষ্টা করুন কোথায় কি আছে, কিভাবে কি করতে হয়। একটু লোকাল বোর্ড স্ক্রল করুন, আপনার অনেক কনফিশন কেটে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্টলি, ফোরাম এর নিয়ম কানুন একটু ভালোভাবে জানার চেষ্টা করুন। সর্বোপরি আপনার এই যাত্রা শুভ হোক, আর লোকাল বোর্ডে এক্টিভিটি আশা করি।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 10, 2020, 10:39:49 PM

 খেয়াল করলে দেখবেন আমাদের এখানে প্রতিদিন ইদানিং ১৫-২০ টা পোস্ট হয়। যা খুবই কম একটি পূর্ণাঙ্গ বোর্ড হবার জন্য।
ভুল বলছেন। বর্তমানে আমাদের এই পোস্টের এক্টিভিটি অনেক বেশি। যদিও মোস্ট রিসেন্ট নভেম্বর মাসের ডেটা নেই আমার কাছে, অক্টোবর ২০২০ এর পরিসংখ্যান অনুযায়ী সব লোকাল বোর্ড কিংবা লোকাল থ্রেড মিলিয়ে আমাদের এই থ্রেডের অবস্থান ১১তম। নিঃসন্দেহে আমাদের এই অবস্থান অনেকগুলো লোকাল বোর্ড থেকে যথেষ্ট ভালো।
newbie
Activity: 350
Merit: 0
December 10, 2020, 08:40:19 PM
আমি বিটকয়েন ফ্রমে নতুন তাই আমার এখানে করণীয় কি কি কাজ তাই সিনিয়রা আমাকে সাহায্য সহযোগিতা করবেন ধন্যবাদ।
jr. member
Activity: 560
Merit: 2
December 10, 2020, 08:28:23 PM
মার্জিন ট্রেডিং  ত্রুিপ্টোকারেন্সি আসলে কি
এ সম্পকে কোন সিনিয়র ভাই জানলে আমাকে বলে সাহায্য করেন।

মার্জিন ট্রেডিং সম্পর্কে এত সুন্দর করে বুঝানো জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।এখানে আমাকে কি পরিমাণ সুদ বা ইন্টারেস্ট দিতে হবে বললে অনেক উপকার হবে। আর আর্টিকেলটি পরে আরো অনেক কিছু জেনেছি।

মার্জিন ট্রেডিং মূল অর্থই হচ্ছে কিছু ব্যক্তিগত ব্যলান্সের উপর ভিত্তি করে এক্সচেন্জ থেকে ধার নিয়ে ট্রেড করা। যেই ধার ঘন্টার উপর নির্ভর করে ইন্টারেস্ট বা সুদ দিতে হয়। অতএব আপনার ট্রেড করা শেষ হয়ে গেলেই দ্রুত আপনার ধার পরিশোধ করে দিত ভুলবেন না। কারন আপনি ধার নেওয়ার পরে ট্রেড করুন আর নাই করুন যত সময় পার হবে আপনার উপর তোতই সুদের পরিমান বাড়তে থাকবে।  মার্জিন ট্রেডিং এ যেমন আপনি তাড়াতাড়ি বেশি লাভ করতে পারবেন তেমনি খুব অল্প সময় এ সবকিছু হারাতে পারেন ।

এই আর্টিকেলটা পড়লে আপনি  আরও ভাল ধারণা পাবেন মার্জিন ট্রেডিং সম্পরকে  ঃ
১। https://www.fxbangladesh.com/margin-trading/
২। https://academy.binance.com/en/articles/what-is-margin-trading
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 10, 2020, 08:01:25 PM
কিছু দিন পূর্বেও Google Play Store এর সিকিউরিটি নিয়ে আমার কোন সন্দেহ ছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি হাজারো fake app দিয়ে Play Store ভর্তি। এ যেন স্ক্যামারদের অভয়ারন্য। এসকল fake app ডাউনলোড করে অনেকেই ফান্ড হারানোসহ আরো বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। এসকল স্ক্যামারদের থেকে আমাদের সুরক্ষিত রাখার জন্য ফোরামের বিভিন্ন মেম্বাররা আমাদের বার বার সতর্ক করছেন। তাদের এই সতর্কতাকে ত্বরান্বিত করার জন্য আমার ছোট্ট এই উদ্যোগ।

এই অ্যাপস গুলোর জন্য নিচে ক্লিক করবেন না।


Name
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
December 10, 2020, 12:25:22 PM
সকলের কাছে আমার একটি প্রশ্ন।  আমি এখানে নতুন। তবে বাংলা ভাষায় সব ধরনের টপিক সেকশন নেই কেনো

একটি স্বয়ংসম্পূর্ন বোর্ড তখনই তৈরি হবে যখন বিভিন্ন টপিক নিয়ে বিস্তর আলোচনা হবে এবং প্রচুর একটিভি তৈরি হবে তখন। আমাদের অনেক বড় রেঙ্ক করা আইডি আছে কিন্তু লোকাল বোর্ড এ একটিভ না। এমন অনেক বড় বড় আইডি আছে তারা অন্যান্য সেকশন এ অনেক ভালো অবদান কিন্তু লোকাল বোর্ড এ আসেও না।
 
খেয়াল করলে দেখবেন আমাদের এখানে প্রতিদিন ইদানিং ১৫-২০ টা পোস্ট হয়। যা খুবই কম একটি পূর্ণাঙ্গ বোর্ড হবার জন্য।
jr. member
Activity: 99
Merit: 4
December 10, 2020, 11:41:37 AM
ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে।


অবশ্যই ক্রিপ্টোকারেন্সি একটি ভাল বিনিয়োগ । আপনি বিটকয়েন বা ভাল যে কয়েন গুলা আছে সেগুলার প্রাইস চার্ট দেখলেই বুঝতে পারবেন যে ৫ বছর আগে ওইগুলার দাম কি ছিল আর এখন কি অবস্থা । ভাবেন তো ৫ বছর আগে যে বিট কয়েন কিনে রেখে ছিল তারা সবাই আজকে মিলিওনার । আসতে আসতে এর ব্যাবহার বারতেই আছে । তো আপনি যদি এখন ভাল ভাল কয়েন গুলা কিনে রাখতে পারেন অবশ্যই আপনার সাধ্যমত তবে ভবিষ্যৎ এ আপনি ভাল ফল পাবেন ।

আপনি ভালো কথা তুলে ধরেছেন। ক্রিপটো মুদ্রা দিয়ে বিনিয়োগ খুবই লাভজনক। তবে বিনিয়োগ করার জন্য আমাদের প্রথমে ক্রিপটো বিশ্বের অভিজ্ঞতা লাভ করা প্রয়োজন।  আমরা যদি ক্রিপটো মুদ্রার বাজারেরে দিকে লক্ষ্য করি তাহলে আমরা অনেক মুদ্রা দেখতে পাবো। তবে সেখান থেকে আমাকে ভালো মুদ্রা বেছে নিতে হবে।  আর বিনিয়োগ হলো সফল ভ্রমন। বিনিয়োগ কোনো এককালীন ইভেন্ট নয়,তাই বিনিয়োগ দীর্ঘদিনের জন্য করতে হবে। আর বিনিয়োগ করার জন্য আপনাকে সঠিক কয়েন এবং নিরাপদ একচেন্জ সাইট খুজে নিতে হবে। আর মাল্টিপল মুদ্রা দিয়ে বিনিয়োগ করলে ঝুকি কম থাকে
jr. member
Activity: 99
Merit: 4
December 10, 2020, 11:24:39 AM
সকলের কাছে আমার একটি প্রশ্ন।  আমি এখানে নতুন। তবে বাংলা ভাষায় সব ধরনের টপিক সেকশন নেই কেনো
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 10, 2020, 07:24:00 AM
মাইক্রোস্ট্রাটেজি সম্প্রতি ৫০ মিলিয়ন ডলার পুনরায় বিটকয়েন এ বিনিয়োগ করেছেন। তারা এইবার সর্বমোট ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন যার গড় মুল্য ছিল ১৯৪০০+ ডলার। এ নিয়ে তাদের সর্বমোট বিটকয়েন হল ৪০৮২৪ বিটকয়েন।
তারা যেহেতু ১৯৪০০ তে ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন, কি মনে হয় আপনাদের? বিটকয়েন কি আপাতত ডাম্প হওয়ার কোন চান্স আছে? আমি দেখছি না। যেভাবে এই কয়েকদিন কিছুটা স্টাবল হয়ে আছে আমার মনে হয় আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের ডিসেম্বার এর পাম্প শুরু হবে এবং ২০০০০ ডলারের রেসিস্টেন্স ভাংবে।
বিষয়টি অতি গুরুত্বপূর্ন, এর দ্বারা সহজেই অনুমান করা যায় বিটকয়েনের পপুলারিটি অনেক অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আর তারা যে ১৯৪০০ দিয়ে বিটকয়েন কিনেছে তা দ্বারা আরো একটি বিষয় খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তা হচ্ছে, মাইক্রোস্ট্রাটেজি এখন আগের চেয়েও অনেক বুলিশ। সো, আগমী দিন যে বিটকয়েনের দিন আসছে তা খুব সহজেই অনুমান করা যাচ্ছে।
সো, ২০২১ উজ্জল বছর হবে বিটকয়েনের জন্য (নিজস্ব অভিমত)। নিজ দ্বায়িত্বে ইনভেস্ট করবেন। এর দ্বারা কোন এ্যডভাইস দেওয়া হচ্ছে না।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 10, 2020, 02:26:59 AM

আমাদের দেশের অনেক Newbie/ Junior মেম্বার আছেন যারা Rank up করতে চান। কিন্তু মেরিটের জন্য Rank up হচ্ছে না। আবার অনেকেই আছেন যারা Newbie মেম্বার হবার জন্য বিভিন্ন বাউন্টিতে জয়েন হতে পারছেন না। তাদের জন্য আমি নিচে কিছু মেরিট গিভওয়ে টপিকের লিঙ্ক দিচ্ছি। আপনারা চাইলে apply করতে পারেন। ভাগ্য ভালো হলে কিছু মেরিট পেয়ে যেতে পারেন।

১. Giving merit to newbies for good replies
২. Giving X Newbie/Jr. Members a Chance to Rank Up
৩. [Merit] Help newbies and those who have a little left to the next rank
৪. [Merit] Hey Newbies! Can You Sign A Message?
৫. [Merit] Hey Bitcoiners! Can You Send Encrypted Messages?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 09, 2020, 08:32:25 PM
সকল নতুনদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কোথা থেকে বিটকয়েন কিনবো কোনো রকম প্রতারিত না হয়ে কারন বাংলাদেশ তো বিটকয়েন লিগাল না তো ব্যাংক এর সাহায্যে তো কিনতে পারবো না যা অন্য দেশে হয়ে থাকে? আর নিজের টাকা অন্যের উপর ভরসা করাও যায় না দেখা গেল কেউ আবার হয়ে থাকে। সেখানেও রিস্ক অল্প টাকা হলে তা হয়তো দেয় তবে বেশি টাকার ব্যাপার হলেই বাটপারি করে।  আর তারা যানে যে বাটপারি করলেও ওদের সমস্যা নাই কারন পুলিশ কেস করতে পারবে না করলে ও নিজেই ফাসবে কারন বিটকয়েন তো লিগাল না। এত্ত সমস্যা যে কি করি। এখন আপনারা বলছেন আরে ভাই আপনি ও তো সমস্যাই বলছে সমধান কিছু থাকলে তা বলুন।
এইটা ঠিক যে আমাদের দেশে এখনো ভালো কোন মাধ্যম নেই বিটকয়েন বায় সেল করার। পিটুপি সর্বোত্তম পন্থা। যাই হোক, আমি সাধারনত বিটকয়েন ক্রয় করে থাকি- https://bitcointalksearch.org/topic/sell-bitcoin-in-bangladesh-buying-btc-for-bdt-bangladeshi-taka-98tk-per-usd-5251387, যদি কেউ বিক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন। আর যদি কেউ ক্রয় করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন।
jr. member
Activity: 840
Merit: 1
December 09, 2020, 07:50:11 PM
@ristarakib
আমার প্রোফাইলে শো করে, আসলে আমি যথা সময়েই রিপোর্ট সাবমিট  করেছি, এর আগে এমনটা হয়নি, আর যে বাউন্টি গুলোতে সমস্যা হয়েছে সেগুলাতে স্বাপ্তাহিক রিপোর্ট থ্রেডেই পোষ্ট করতে বলা হয়েছে,
যেমন betfury bounty,  interfinex bounty, unicap bounty
আরো কাছে আমি বুৃঝতেছিনা এমনটা কেন হচ্ছে


জানিনা আপনার সমস্যার সমাধান পেয়েছেন কিনা। তারপরও আমি আপনাকে বলছি। আপনি যেসব বাউন্টি উল্লেখ করেছেন এইগুলো সপ্তাহিক রিপোর্টে সমস্যা করছে সত্যি। এটা আমি যেভাবে সমাধান পেয়েছি সেটা হল। যেমন ধরেন আপনি সপ্তাহে রিপোর্টটা 5 নাম্বার পেজে ছিল, আপনি এখন পাঁচ নাম্বার পেজে না খুজে তার আগের পেজ 4 নাম্বার পেজে খোঁজেন তাহলে আপনার পোস্টটা দেখতে পাবেন।

বিকল্প ভাবে করতে পারেন: যেমন ধরেন আপনার প্রোফাইলে ওই বাউন্টি সাপ্তাহিক পোস্ট দেখতে পারছেন, আপনি ওই পোস্ট টিতে ক্লিক করুন তারপরে আপনাকে বাউন্টি থ্রেডে যে পেজে নিয়ে যাবে তার আগের পেজটাতে খুঁজুন আপনার পোস্ট পেয়ে যাবেন।

জ্বি ধন্যবাদ আপনাকে সমস্যাটি আপনার কথামতই হয়েছে
পোষ্টগুলো পূর্বের পেজে পাওয়া যায়.
full member
Activity: 700
Merit: 182
December 09, 2020, 12:16:31 PM
BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা।   



অনেক ভালোভাবে অনেক ভালো কিছু পয়েন্ট আমাদের বলেছেন কিন্তু যারা নতুন বিটকয়েন এ বাংলাদেশ থেকে তাদের জন্য সব থেকে জরুরি কিছু কথা বলার দরকার ছিলো তা বলেন নি। ব্যাপার না এই সুযোগ আমি কাজে লাগাই আমি কিছু তথ্য দেই নতুন যারা বিটকয়েন ইন্ডাস্ট্রিতে এসেছে বা যারা আসবে তাদের জন্য।
সকল নতুনদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কোথা থেকে বিটকয়েন কিনবো কোনো রকম প্রতারিত না হয়ে কারন বাংলাদেশ তো বিটকয়েন লিগাল না তো ব্যাংক এর সাহায্যে তো কিনতে পারবো না যা অন্য দেশে হয়ে থাকে? আর নিজের টাকা অন্যের উপর ভরসা করাও যায় না দেখা গেল কেউ আবার হয়ে থাকে। সেখানেও রিস্ক অল্প টাকা হলে তা হয়তো দেয় তবে বেশি টাকার ব্যাপার হলেই বাটপারি করে।  আর তারা যানে যে বাটপারি করলেও ওদের সমস্যা নাই কারন পুলিশ কেস করতে পারবে না করলে ও নিজেই ফাসবে কারন বিটকয়েন তো লিগাল না। এত্ত সমস্যা যে কি করি। এখন আপনারা বলছেন আরে ভাই আপনি ও তো সমস্যাই বলছে সমধান কিছু থাকলে তা বলুন।

এখন সমধান হচ্ছে একটাই p2p trading এটা আমরা করবো বিশ্বের সব থেকে বিশ্বস্ত এক্সেঞ্জ থেকে তা তে টাকা হারানোর ভয় নেই কেউ চিট করলেও কোম্পানির থেকে আমরা নিতে পারবো। আর এই সমধানটা কিছুদিন আগেই এসেছে বিশ্বের সবথেকে বড় দুইটা এক্সেঞ্জ Kucoin আর BINANCE বাংলাদেশি Taka কে মানে BDT কে তাদের p2P fiat কারেস্নিতে যোগ করেছে এখানে তারা বাংলাদেশের থেকে ভেরিফাই করে ক্রিপ্টকারেন্সি বায়ার সেলার নিবে যাদের ধারা আমরা বায় সেল করতে পারবো। যদি কেউ প্রতারণা করে কোম্পানি কে প্রমান দিলে তারা আমাদের টাকা ফেরত দিবে এবং সেই প্রতারক এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।
তবে হ্যা বাংলাদেশ এ এখনো যেহেতু বিটকয়েন আসে নি লিগালি তাই মাঝে মাঝে irregulation সমস্যা দিতে পারে।

ধন্যবাদ আসা করি এই লেখা টুকু আমার সকল নতুন বিটকয়েন ইন্ডাস্ট্রিতে আসা ভাই বোনের উপকারে আসবে।
hero member
Activity: 823
Merit: 500
SquidCoin.cash
December 09, 2020, 12:00:55 PM
মার্জিন ট্রেডিং  ত্রুিপ্টোকারেন্সি আসলে কি
এ সম্পকে কোন সিনিয়র ভাই জানলে আমাকে বলে সাহায্য করেন।


মার্জিন ট্রেডিং মূল অর্থই হচ্ছে কিছু ব্যক্তিগত ব্যলান্সের উপর ভিত্তি করে এক্সচেন্জ থেকে ধার নিয়ে ট্রেড করা। যেই ধার ঘন্টার উপর নির্ভর করে ইন্টারেস্ট বা সুদ দিতে হয়। অতএব আপনার ট্রেড করা শেষ হয়ে গেলেই দ্রুত আপনার ধার পরিশোধ করে দিত ভুলবেন না। কারন আপনি ধার নেওয়ার পরে ট্রেড করুন আর নাই করুন যত সময় পার হবে আপনার উপর তোতই সুদের পরিমান বাড়তে থাকবে।  মার্জিন ট্রেডিং এ যেমন আপনি তাড়াতাড়ি বেশি লাভ করতে পারবেন তেমনি খুব অল্প সময় এ সবকিছু হারাতে পারেন ।

এই আর্টিকেলটা পড়লে আপনি  আরও ভাল ধারণা পাবেন মার্জিন ট্রেডিং সম্পরকে  ঃ
১। https://www.fxbangladesh.com/margin-trading/
২। https://academy.binance.com/en/articles/what-is-margin-trading
jr. member
Activity: 560
Merit: 2
December 09, 2020, 07:15:53 AM
মার্জিন ট্রেডিং  ত্রুিপ্টোকারেন্সি আসলে কি
এ সম্পকে কোন সিনিয়র ভাই জানলে আমাকে বলে সাহায্য করেন।
Jump to:
© 2020, Bitcointalksearch.org