Author

Topic: বাংলা (Bengali) - page 395. (Read 5719294 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 09, 2020, 12:01:29 AM
১০ বছর নাও লাগতে পারে বিতকোয়েণ অনেক গুলা কোম্পানির সাথে  কাজ করা শুরু করে দিয়েছে তাতে করে আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে বিটকয়েন একদিন ১লাখ ডলার ছাড়ায়ে যাবে, তবে তা হচ্ছে আমাদের নাগালের বাইরে যখন বিটক্যেনের দাম বাড়বে আমরা চাইলেও তখন বিটকয়েন জমা রাখতে পারবোনা । তখন আমাদেরকে দেখে শুধু আফসোস করতে হবে ।
বিটকয়েন অনেক কোম্পানির সাথে কাজ শুরু করেছে বলাটা সম্পুর্ণ ভুল কারন, বিটকয়েন কোন কোম্পানি না যে তারা অন্য কোম্পানির কাছে যাচ্ছে এবং বিটকয়েন গ্রহন করার জন্য বলছে। এইটা ঠিক যে অনেক কোম্পানি বিটকয়েন গ্রহন করছে এবং অনেক প্রতিষ্ঠান বিটকয়েনে বিনিয়োগ করছে।
এখনো বিটকয়েন সংরক্ষণ করার অনেক সময় আছে ভাই। মাত্র তো ২০০০০ ডলার।
jr. member
Activity: 54
Merit: 3
December 08, 2020, 11:50:52 PM
২০২১ থেকে ২০২৪ এর মধ্যে যে কোনো সময় ০.১ থেকে ০.২ মিলিয়ন ডলার প্রতি বিটকয়েনের দাম হইব বইলা আমি আশা রাখি। তবে এই দাম ক্ষণস্থায়ী হইব বইলা আমার ধারণা।
১০০০০০ থেকে ২০০০০০ ডলার প্রতি বিটকয়েন? এইটা কি ইনফ্লেশন এর কারনে হবে? নরমাল ইকোনমিতে আমি মনে করি এইটা অসম্ভব। ১০০০০০ ডলার প্রতি বিটকয়েন মানে মোটামুটি বিটিসির গ্রহনযোগ্যতা সব জায়গায় থাকবে, মানে গণ-গ্রহনযোগ্যতা (নিজে আবিষ্কার করা শব্দ  Grin) যেটা আমার মনে হয় আরো ৮/১০ বছর লাগবে।

১০ বছর নাও লাগতে পারে বিতকোয়েণ অনেক গুলা কোম্পানির সাথে  কাজ করা শুরু করে দিয়েছে তাতে করে আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে বিটকয়েন একদিন ১লাখ ডলার ছাড়ায়ে যাবে, তবে তা হচ্ছে আমাদের নাগালের বাইরে যখন বিটক্যেনের দাম বাড়বে আমরা চাইলেও তখন বিটকয়েন জমা রাখতে পারবোনা । তখন আমাদেরকে দেখে শুধু আফসোস করতে হবে ।
jr. member
Activity: 560
Merit: 2
December 08, 2020, 11:33:53 PM
ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে।


অবশ্যই ক্রিপ্টোকারেন্সি একটি ভাল বিনিয়োগ । আপনি বিটকয়েন বা ভাল যে কয়েন গুলা আছে সেগুলার প্রাইস চার্ট দেখলেই বুঝতে পারবেন যে ৫ বছর আগে ওইগুলার দাম কি ছিল আর এখন কি অবস্থা । ভাবেন তো ৫ বছর আগে যে বিট কয়েন কিনে রেখে ছিল তারা সবাই আজকে মিলিওনার । আসতে আসতে এর ব্যাবহার বারতেই আছে । তো আপনি যদি এখন ভাল ভাল কয়েন গুলা কিনে রাখতে পারেন অবশ্যই আপনার সাধ্যমত তবে ভবিষ্যৎ এ আপনি ভাল ফল পাবেন ।

এত সুন্দর করে বিনিয়োগ বিষয়টার ওপর বুঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি অবশ্যাই বিনিয়োগ করবো। ভাইয়া আপনি কি আমাকে বলে সাহায্য করবেন? বর্তমানে কোন কয়েন গুলো মার্কেটে ভালো?
পরবর্তীতে দাম বাড়তে পারে।

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 08, 2020, 10:05:04 PM
২০২১ থেকে ২০২৪ এর মধ্যে যে কোনো সময় ০.১ থেকে ০.২ মিলিয়ন ডলার প্রতি বিটকয়েনের দাম হইব বইলা আমি আশা রাখি। তবে এই দাম ক্ষণস্থায়ী হইব বইলা আমার ধারণা।
১০০০০০ থেকে ২০০০০০ ডলার প্রতি বিটকয়েন? এইটা কি ইনফ্লেশন এর কারনে হবে? নরমাল ইকোনমিতে আমি মনে করি এইটা অসম্ভব। ১০০০০০ ডলার প্রতি বিটকয়েন মানে মোটামুটি বিটিসির গ্রহনযোগ্যতা সব জায়গায় থাকবে, মানে গণ-গ্রহনযোগ্যতা (নিজে আবিষ্কার করা শব্দ  Grin) যেটা আমার মনে হয় আরো ৮/১০ বছর লাগবে।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
December 08, 2020, 09:27:32 PM
ত্রুিপ্টোকারেন্সি তে কেন ট্রেডিং এত জনপ্রিয় হয়েছে। কারো জানা থাকলে আমাকে বলেন অনেক উপকার হবে। এতে যাদের জানা নেই তারাও জানবে।
একটু টেকনিক্যাল চিন্তা, ট্রেড হচ্ছে বলেই আমরা এখানে একসাথ হয়েছি। পুরো বিশ্বটাই কিন্তু ট্রেড এবং শেয়ার এর মাধ্যমে চলছে। হয়তো ক্রিপ্টো ট্রেডিং একটু ভিন্নতা নিয়ে আসছে এই তো। ট্রেড আছে বলেই ক্রিপ্টোকারেন্সির গ্রহনযোগ্যতা আছে এবং দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

ট্রেড না হলে আমরা এখানে মিলিত হতাম না। আমরা কিছু পাওয়ার আশায় এখানে এসেছি এবং ট্রেড চলমান আছে বলেই আমরাও উপকৃত হচ্ছি।
member
Activity: 86
Merit: 27
December 08, 2020, 11:51:00 AM
মাইক্রোস্ট্রাটেজি সম্প্রতি ৫০ মিলিয়ন ডলার পুনরায় বিটকয়েন এ বিনিয়োগ করেছেন। তারা এইবার সর্বমোট ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন যার গড় মুল্য ছিল ১৯৪০০+ ডলার। এ নিয়ে তাদের সর্বমোট বিটকয়েন হল ৪০৮২৪ বিটকয়েন।
তারা যেহেতু ১৯৪০০ তে ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন, কি মনে হয় আপনাদের? বিটকয়েন কি আপাতত ডাম্প হওয়ার কোন চান্স আছে? আমি দেখছি না। যেভাবে এই কয়েকদিন কিছুটা স্টাবল হয়ে আছে আমার মনে হয় আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের ডিসেম্বার এর পাম্প শুরু হবে এবং ২০০০০ ডলারের রেসিস্টেন্স ভাংবে।
মাইক্রোস্ট্রাটেজি আরো বিটকয়েন কেননের লাইগা ৪০০ মিলিয়ন ডলার তুলতাসে Convertible Notes দিয়া।

https://bitcoinmagazine.com/articles/microstrategy-offers-400-million-of-convertible-notes-to-buy-more-bitcoin

২০২১ থেকে ২০২৪ এর মধ্যে যে কোনো সময় ০.১ থেকে ০.২ মিলিয়ন ডলার প্রতি বিটকয়েনের দাম হইব বইলা আমি আশা রাখি। তবে এই দাম ক্ষণস্থায়ী হইব বইলা আমার ধারণা।
member
Activity: 308
Merit: 22
December 08, 2020, 10:50:23 AM
মাইক্রোস্ট্রাটেজি সম্প্রতি ৫০ মিলিয়ন ডলার পুনরায় বিটকয়েন এ বিনিয়োগ করেছেন। তারা এইবার সর্বমোট ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন যার গড় মুল্য ছিল ১৯৪০০+ ডলার। এ নিয়ে তাদের সর্বমোট বিটকয়েন হল ৪০৮২৪ বিটকয়েন।
তারা যেহেতু ১৯৪০০ তে ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন, কি মনে হয় আপনাদের? বিটকয়েন কি আপাতত ডাম্প হওয়ার কোন চান্স আছে? আমি দেখছি না। যেভাবে এই কয়েকদিন কিছুটা স্টাবল হয়ে আছে আমার মনে হয় আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের ডিসেম্বার এর পাম্প শুরু হবে এবং ২০০০০ ডলারের রেসিস্টেন্স ভাংবে।
সত্যি বিটকয়েন মার্কেটের জন্য বুলিশ নিউজ, তাই আমার ধারণা বিটকয়েন ক্রয়ের জন্য উপযুক্ত সময়। এখন কিছু সময়ের অপেক্ষা পরবর্তী রেসিট্যান্স ভাঙ্গার জন্য।  ২০০০০ ডলারের রেসিস্টেন্স ভাঙা এখন সময়ের ব্যাপার, আমার প্রশ্নটি হচ্ছে রেসিস্টেন্স ভেঙে গেলে আপনি কী করবেন ভাই?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 08, 2020, 10:11:40 AM
মাইক্রোস্ট্রাটেজি সম্প্রতি ৫০ মিলিয়ন ডলার পুনরায় বিটকয়েন এ বিনিয়োগ করেছেন। তারা এইবার সর্বমোট ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন যার গড় মুল্য ছিল ১৯৪০০+ ডলার। এ নিয়ে তাদের সর্বমোট বিটকয়েন হল ৪০৮২৪ বিটকয়েন।
তারা যেহেতু ১৯৪০০ তে ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন, কি মনে হয় আপনাদের? বিটকয়েন কি আপাতত ডাম্প হওয়ার কোন চান্স আছে? আমি দেখছি না। যেভাবে এই কয়েকদিন কিছুটা স্টাবল হয়ে আছে আমার মনে হয় আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের ডিসেম্বার এর পাম্প শুরু হবে এবং ২০০০০ ডলারের রেসিস্টেন্স ভাংবে।
jr. member
Activity: 560
Merit: 2
December 08, 2020, 09:08:07 AM
ত্রুিপ্টোকারেন্সি তে কেন ট্রেডিং এত জনপ্রিয় হয়েছে। কারো জানা থাকলে আমাকে বলেন অনেক উপকার হবে। এতে যাদের জানা নেই তারাও জানবে।
full member
Activity: 1526
Merit: 110
December 08, 2020, 08:59:44 AM
📢📢📢নতুন বছরের জন্য নিজেকে একটি উপহার পান - আমাদের প্রতিযোগিতায় অংশ নিন এবং 200 USDT পর্যন্ত জয়!  মোট পুলের পুরস্কার 700 মার্কিন ডলার!🔥🔥🔥

নিয়ম খুব সহজ:
 ✅https://app.tecra.space/login এ নিবন্ধন করুন
 ✅কেওয়াইসি যাচাইকরণ পাস করুন


 এখানেই শেষ! 📈🎁💲 শুভকামনা!

 🚀🚀🚀আরও তথ্য -> https://tecra.space/news/register-and-take-part-in-the-tecra-space-new-years-competition

এই ওয়েবসাইট সম্পর্কে কি আমাদের সিনিয়রদের কোন অভিজ্ঞতা আছে? এটি কি বাংলাদেশী ওয়েবসাইট? আমিতো দেখলাম এদের হেডকোয়াটার পোল্যান্ডে। তাহলে এই পোস্টটি আমাদের লোকাল বোর্ডে আসলো কিভাবে? এই ওয়েবসাইটে kyc করা কতটা নিরাপদ?
member
Activity: 238
Merit: 28
December 08, 2020, 02:52:49 AM
member
Activity: 1386
Merit: 10
December 07, 2020, 01:58:41 PM
@ristarakib
আমার প্রোফাইলে শো করে, আসলে আমি যথা সময়েই রিপোর্ট সাবমিট  করেছি, এর আগে এমনটা হয়নি, আর যে বাউন্টি গুলোতে সমস্যা হয়েছে সেগুলাতে স্বাপ্তাহিক রিপোর্ট থ্রেডেই পোষ্ট করতে বলা হয়েছে,
যেমন betfury bounty,  interfinex bounty, unicap bounty
আরো কাছে আমি বুৃঝতেছিনা এমনটা কেন হচ্ছে


জানিনা আপনার সমস্যার সমাধান পেয়েছেন কিনা। তারপরও আমি আপনাকে বলছি। আপনি যেসব বাউন্টি উল্লেখ করেছেন এইগুলো সপ্তাহিক রিপোর্টে সমস্যা করছে সত্যি। এটা আমি যেভাবে সমাধান পেয়েছি সেটা হল। যেমন ধরেন আপনি সপ্তাহে রিপোর্টটা 5 নাম্বার পেজে ছিল, আপনি এখন পাঁচ নাম্বার পেজে না খুজে তার আগের পেজ 4 নাম্বার পেজে খোঁজেন তাহলে আপনার পোস্টটা দেখতে পাবেন।

বিকল্প ভাবে করতে পারেন: যেমন ধরেন আপনার প্রোফাইলে ওই বাউন্টি সাপ্তাহিক পোস্ট দেখতে পারছেন, আপনি ওই পোস্ট টিতে ক্লিক করুন তারপরে আপনাকে বাউন্টি থ্রেডে যে পেজে নিয়ে যাবে তার আগের পেজটাতে খুঁজুন আপনার পোস্ট পেয়ে যাবেন।
hero member
Activity: 823
Merit: 500
SquidCoin.cash
December 07, 2020, 01:42:26 PM
ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে।


অবশ্যই ক্রিপ্টোকারেন্সি একটি ভাল বিনিয়োগ । আপনি বিটকয়েন বা ভাল যে কয়েন গুলা আছে সেগুলার প্রাইস চার্ট দেখলেই বুঝতে পারবেন যে ৫ বছর আগে ওইগুলার দাম কি ছিল আর এখন কি অবস্থা । ভাবেন তো ৫ বছর আগে যে বিট কয়েন কিনে রেখে ছিল তারা সবাই আজকে মিলিওনার । আসতে আসতে এর ব্যাবহার বারতেই আছে । তো আপনি যদি এখন ভাল ভাল কয়েন গুলা কিনে রাখতে পারেন অবশ্যই আপনার সাধ্যমত তবে ভবিষ্যৎ এ আপনি ভাল ফল পাবেন ।
newbie
Activity: 191
Merit: 0
December 07, 2020, 11:55:41 AM
ট্রেড্রিংভিউ ফোলো করে বাই সেল করলে কতটা ফল পাওয়া যাবে?? যদি কেউ ট্রেড্রিং ভিউ ফোলো করে থাকেন এবং কতটা পজেটিভ হয় যদি কেউ শেয়ার করতেন খুব ভাল হতো আমি আনেক দিন স্টোক করে রাখতে চাই না ট্রেড করতে চাই জানি এখানে অনেক রিস্কি তারপরও মাসে ৫-১০ % আসলে সন্তুস্ট।

যারা প্রফেশনাল ট্রেডার তারা ট্রেডিংভিউ ফলো করেই ট্রেড নেয়। কারণ, টেকনিক্যাল এনালাইসিস করতে যেসব টুলস লাগে, তা সবই আপনি ট্রেডিং ভিউ তে পাবেন। আপনার প্রশ্ন শুনে মনে হল, আপনি এ বিষয়ে দক্ষ নন। তাই ট্রেড না নেয়াই ভাল। তবুও যদি নেন, মাসে ৫-১০% দূরে থাক, ১০০% ফান্ড হারাতে হবে। তারপরও ইউর মানি, ইউর রিস্ক। আমি শুধু এডভাইস দিলাম। আর বিনামূল্যে আরেকটা পরামর্শ দিতে পারি, টেকনিক্যাল এনালাইসিস শিখে নিন। যদি শিখতে চান, তবে নিচের বই অথবা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন।
১। The Candlestick Trading Bible
২। Crypto Notes হিন্দি ভাষা
৩। No Nonsense Forex
৪। Rayner Teo

গুরুত্বপূর্ণ এডভাইস দাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি ঠিক ধরেছেন আমি নতুন গত ১ মাস থেকে কয়েনসবিটে  ২০০ ডলার নিয়ে ট্রেড্রিং করছি ট্রেড্রিংটা শিক্ষার জন্য। ছোটো ছোটো কয়েন গুলো ১০-২০ ডলার করে বাই সেল করছি তাদের গত ১ মাসের প্রাইস দেখে আমার চাওয়ার চাইতে ভালোই প্রোফিট হয়ছে। এবং গুগোল থেকে জানার চেস্টা করছি
jr. member
Activity: 616
Merit: 1
December 07, 2020, 11:34:44 AM
ভাই আপনি যে কথাটা লেখেছেন । এটার কোন প্রমাণ দিতে পারবেন । যে আপনি পিটুপি কেনাবেচা করছেন । বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে  ক্রিপ্টোকারেন্সী লেনদেন সম্পন্ন বেআইনি । আপনি  হয়ত জানেন না। এ ভাবে লেনদেন করলে খাল কেটে কুমির নিয়ে আসা। জেলখানায় যেতে টাইম লাগবে না।
যদিও আমি বাইন্যান্স কিংবা কুকয়েন কোনটার পিটুপি প্লাটফর্ম এখনো চেক করি নি- এইরকম ক্ষেত্রে বিকাশ, নগদ এইসব একাউন্ট বেশি ব্যবহার হয় সম্ভবত। কিংবা ব্যাংক পেমেন্ট অপশন সেলার এলাউ করলেও সেটা বাইন্যান্সের সাথে কোন ভাবেই সম্পৃক্ত না। সুতরাং সেইদিক থেকে রিস্ক নেই বলা যায়।




পিটুপি করতে গেলে আইডি ভেরিফিকেশন করতে হয় । আর মোবাইল নাম্বার টা ও ভেরিফিকেশন করতে হয়। এর ফলে গ্রাহকদের লেনদেনে চুরির ভয় থাকে না।


পিটুপি কী এবং এর সুবিধা কী কী?

উত্তরঃ পিটুপি হল পিয়ার টু পিয়ার।

পিটুপির সুবিধা হল । ১. খুব সহজে কেনা বেচা করা যায় । ২. ফি খরচ খুব কম হয় খরচ নাই বললেই চলে । ৩ . যে কেউ পিটুপি কেনা বেচা অংশগ্রহণ করতে পারে। ৪. পিটুপি ব্যবহারে নিজের সুরক্ষা নিজেরকাছে থাকে।


পিটুপি কি ভাবে  কাজ করে ?

উত্তরঃ উদাহরণ (ক) নামের ব্যক্তি  বিক্রয়  করবে বিটকয়েন সে বাইনান্সে আড দিল । তার পর বাইনান্সে (ক) নামের ব্যক্তি বিটকয়েন লক করে দিবে ।

এখন  (খ ) নামের ব্যক্তি  কিনবে বিটকয়েন  সে পিটুপির আড দেখে বাইনান্সে আপলাই করবে সে বিটকয়েন কিনবে । এখন বাইনান্স বলবে আপনি (ক) নামের ব্যক্তির বিটকয়ে কিনতেছেন  তার ব্যাংকে টাকা জমা দিয়ে সেটার কপি জমা দেন আমাদের কাছে । তার পর বাইনান্সে সেটা চেক করে ঠিক থাকলে । (খ) নামের ব্যক্তিকে সেই বিটকয়েন আনলক করে দেয়।


আর যদি পিটুপিতে কোন সমস্যা হয় তা হলে (ক) এবং (খ) এর জন্য ডিসপিউ অপশন থাকে ।
যার মানে লেনদেনে সমস্যা আছে, আবার সেটা ভাল করে চেক করে বাইনান্সে।

jr. member
Activity: 54
Merit: 3
December 07, 2020, 08:35:48 AM
ভাই আপনি যে কথাটা লেখেছেন । এটার কোন প্রমাণ দিতে পারবেন । যে আপনি পিটুপি কেনাবেচা করছেন । বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে  ক্রিপ্টোকারেন্সী লেনদেন সম্পন্ন বেআইনি । আপনি  হয়ত জানেন না। এ ভাবে লেনদেন করলে খাল কেটে কুমির নিয়ে আসা। জেলখানায় যেতে টাইম লাগবে না।
যদিও আমি বাইন্যান্স কিংবা কুকয়েন কোনটার পিটুপি প্লাটফর্ম এখনো চেক করি নি- এইরকম ক্ষেত্রে বিকাশ, নগদ এইসব একাউন্ট বেশি ব্যবহার হয় সম্ভবত। কিংবা ব্যাংক পেমেন্ট অপশন সেলার এলাউ করলেও সেটা বাইন্যান্সের সাথে কোন ভাবেই সম্পৃক্ত না। সুতরাং সেইদিক থেকে রিস্ক নেই বলা যায়।

বাংলাদেশ ব্যাংক এখন পর্জন্ত যদিও ক্রিপ্টো কারেন্সি এ্যাক্সেপ্ট করেনি বাইন্যান্স কিংবা কুকয়েন আদিও মার্কেটে টিকে থাকতে পারবে কিনা এটা অনেকটাই অনিশ্চিত, এখানে আসলে ব্যাক্তি থেকে ব্যাক্তি ভেরি করে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি বৈধ না হলেও ব্রখন বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সিতে অনেক লেনদেন করা যায়। আর অনেকেই কাজ করে টাকাও হাতে পাছে। বাইন্যান্সের সার্ভিস দিলে এখানে অনেক্তাই রিস্ক ছাড়া লেনদেন করা যাবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 07, 2020, 08:21:55 AM
ভাই আপনি যে কথাটা লেখেছেন । এটার কোন প্রমাণ দিতে পারবেন । যে আপনি পিটুপি কেনাবেচা করছেন । বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে  ক্রিপ্টোকারেন্সী লেনদেন সম্পন্ন বেআইনি । আপনি  হয়ত জানেন না। এ ভাবে লেনদেন করলে খাল কেটে কুমির নিয়ে আসা। জেলখানায় যেতে টাইম লাগবে না।
যদিও আমি বাইন্যান্স কিংবা কুকয়েন কোনটার পিটুপি প্লাটফর্ম এখনো চেক করি নি- এইরকম ক্ষেত্রে বিকাশ, নগদ এইসব একাউন্ট বেশি ব্যবহার হয় সম্ভবত। কিংবা ব্যাংক পেমেন্ট অপশন সেলার এলাউ করলেও সেটা বাইন্যান্সের সাথে কোন ভাবেই সম্পৃক্ত না। সুতরাং সেইদিক থেকে রিস্ক নেই বলা যায়।
full member
Activity: 1526
Merit: 110
December 07, 2020, 07:45:57 AM
অনেক সময়ে দেখা যায় যে মোবাইল দিয়ে কাজ করতে লাগলে লিংক ঠিক ভাবে কপি হয়না কোটস করে নিউ পেজ নিয়ে করলে হয় মোবাইল দিয়ে কেউ একটু দেখায়ে না দিলে একা একা করতে পারা অনেক কঠিন হয়ে যায়।
ভাই আপনার কথাটা আমি এখনো বুঝতে পারলাম না। একটু পরিস্কার করে বললে ভাল হতো। আমিতো মোবাইল দিয়েই কাজ করি। আমারতো কোন সমস্যা হয় না। আমি প্রতিদিনের কাজের লিঙ্ক নোটপ্যাডে জমা করে রাখি। সপ্তাহ শেষে লিঙ্কগুলো কপি করে বাউন্টি থ্রেডে পোস্ট করে দেই।
jr. member
Activity: 616
Merit: 1
December 07, 2020, 05:46:12 AM
আমি কি কোনভাবে বিটকয়েন, ETH কিনতে পারব? যদি কোনো সিনিয়র ভাইয়ের কাছে এই নিয়ম জানা থাকে তাহলে আমাকে বলে সাহায্য করবেন ?
আমি কয়েকদিন আগেই একটা পোষ্ট দিয়েছিলাম যে, বাইন্যান্স কুকয়েন উভয়েই এখন P2P ট্রেডিং সার্ভিস চালু করেছে বাংলাদেশিদের জন্য। আমি নিজেও সেখানে লেনদেন করি। আমি উভয় অর্থাৎ বাইন্যান্স এবং কুকয়েনে P2P ট্রেড করি। আমাদের দেশে যে হারে লোকাল বাই সেলে ফ্রড হয় এর জন্য এই সার্ভিস অতি গুরত্বপূর্ণ এবং নিরাপদ। যেহেতু এই ট্রেড নিয়ন্ত্রন করে থাকে এক্সচেন্জ গুলো তাই এখানে ফ্রড হওয়ার কোন সম্ভাবনা নেই। আপনি টাকা বা ডলার সেল করার পরে সেলার আপনার পেমেন্ট না দিয়ে থাকলে আপনি সরাসরি এক্সচেন্জে আপিল করতে পারেন। আপনার আপিলের সামাধান না হওয়া পর্যন্ত সেলারের ডলার বা টাকা এক্সচেন্জ লক করে রাখবে। সো, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার টাকা বা ডলার কেউ মেরে দিতে পারবে না।


ভাই আপনি যে কথাটা লেখেছেন । এটার কোন প্রমাণ দিতে পারবেন । যে আপনি পিটুপি কেনাবেচা করছেন । বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে  ক্রিপ্টোকারেন্সী লেনদেন সম্পন্ন বেআইনি । আপনি  হয়ত জানেন না। এ ভাবে লেনদেন করলে খাল কেটে কুমির নিয়ে আসা। জেলখানায় যেতে টাইম লাগবে না।

আমার উত্তরে কিছু মনে করবেন না। যা সত্যি সেটাই তুলে ধরলাম।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 07, 2020, 05:01:17 AM
আমি কি কোনভাবে বিটকয়েন, ETH কিনতে পারব? যদি কোনো সিনিয়র ভাইয়ের কাছে এই নিয়ম জানা থাকে তাহলে আমাকে বলে সাহায্য করবেন ?
আমি কয়েকদিন আগেই একটা পোষ্ট দিয়েছিলাম যে, বাইন্যান্স কুকয়েন উভয়েই এখন P2P ট্রেডিং সার্ভিস চালু করেছে বাংলাদেশিদের জন্য। আমি নিজেও সেখানে লেনদেন করি। আমি উভয় অর্থাৎ বাইন্যান্স এবং কুকয়েনে P2P ট্রেড করি। আমাদের দেশে যে হারে লোকাল বাই সেলে ফ্রড হয় এর জন্য এই সার্ভিস অতি গুরত্বপূর্ণ এবং নিরাপদ। যেহেতু এই ট্রেড নিয়ন্ত্রন করে থাকে এক্সচেন্জ গুলো তাই এখানে ফ্রড হওয়ার কোন সম্ভাবনা নেই। আপনি টাকা বা ডলার সেল করার পরে সেলার আপনার পেমেন্ট না দিয়ে থাকলে আপনি সরাসরি এক্সচেন্জে আপিল করতে পারেন। আপনার আপিলের সামাধান না হওয়া পর্যন্ত সেলারের ডলার বা টাকা এক্সচেন্জ লক করে রাখবে। সো, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার টাকা বা ডলার কেউ মেরে দিতে পারবে না।
Jump to: