ক্রিপ্টো কারেন্সি বৈধ হলে আমরা কিছু সুযোগ সুবিধা নিশ্চই পাইতাম, তবে কে চায় নিজের পকেট থেকে টাকা খোয়াতে? আমি ফোরামে এমন অনেক গ্লোবাল মেম্বারদেরকে দেখেছি তাদের ভ্যাট ট্যাক্স নিয়ে হতাশা প্রকাশ করতে। জোকার জস্যু একতা থ্রেড এ বলতেছিলো যে তার দেশে ক্রিপ্টো প্রফিটের ওপর ২৮% ভ্যাট দিতে হয়। তো সেখানে আমি বলছিলাম যে ২৮% ভ্যাট আসলে অনেক বেশি। আমি আমার ইনকামের ওপর ১৫% এর ওপর ভ্যাট দেয়া কল্পনাই করতে পারি না। সেখানে লয়সে পোস্ট করলো যে, যদি সে অন্তত ২৮% ভ্যাট দিতে পারতো! তার মানে বুঝতে পারলেন? তার দেশে হয়তো সেই ভ্যাটের পরিমান আরো বেশি। উন্নত দেশগুলোতে যদি ভ্যাট ট্যাক্স এর পরিমান এরকম হয়, তাহলে আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তে সেই পরিমান টা কতো হতে পারে ভেবে দেখেন। সরকার চাইলে কিন্তু ক্রিপ্টোর বৈধতা দিতে পারে, তবে এতে করে সরকার মহলের অনেক বড় বড় নেতারাও ফেসে যাবে। কারন তারা নিজেরাও বিটকয়েন ইউজার।