Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 86. (Read 5687385 times)

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 16, 2024, 02:22:14 PM
ভাই এরা আছেন?? Tongue

টেলিপোর্ট করলাম বাট আরো কিছু প্রশ্ন ছিল। এক ফোরামে অন্য ফোরামের কথা বলা হয়তো খারাপ দেখায়, তবুও এখানেই বলতেছি, কারন এখানে বেশি কমফোর্টেবল আমি। আর একদিনে তো একটা জিনিস আয়ত্ব হয়না, তাই এই আরকি হয়তো বুঝছেন।

১. নোটিফিকেশনটা পাবো কিভাবে? এখানে তো বট ইউজ করে মেনশন, কোট, টপিক ট্রাক ইত্যাদি করি। নকি আলাদা কোনো সিস্টেমই আছে!?
২. ফোনে কি ইউজ করা যাবে? নাকি বিটকয়েনটকের মতো আলাদা থার্ড পার্টি এক্সটেনশন ইউজ করে, পেজ রিসাইজ করে ইউজ করতে হয়? ঐ বারবার জুম জুম করে দেখা বিরক্তিকর।
৩. যদি আলাদা টুলস ইউজ করার দরকার হয়, তাহলে সেগুলোর লিংক দিয়েন।
যাইহোক মিয়া অলরেডি যখন টেলিপোর্ট করে ফেলেছেন আপনি সেখানে ঘাটাঘাটি করে দেখলে পারতেন। যে বিষয়ে জানার আছে সে বিষয়ে বাংলা লোকাল বোর্ডে বা গ্লোবালে প্রশ্ন করুন। এতে আপনার জানাও হলো পাশাপাশি এক্টিভিটি বাড়লো।

এখন প্রশ্নের উত্তর দেই যা জানি। মিয়া আমি আপনার আগেই এই বিষয়ে প্রশ্ন করেছিলাম, দেখেন বাংলা লোকাল বোর্ডে একটা টপিক ক্রিয়েট করেছি। যে নোটিফিকেশন বট সিস্টেম আছে কীনা? কিন্তু সেখানে আপনি বট সিস্টেম কোন কিছুই পাবেন না। তবে আপডেট হতেছে আশা করি ভবিষ্যতে পাওয়া যাবে। আর মিয়া অল্টকয়েনে জুম করে দেখার প্রয়োজন নাই, এমনেই পড়তে পারবেন। আশা করি মিয়া বিষয়টি ক্লিয়ার হইছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 16, 2024, 01:26:59 PM
ভাই এরা আছেন?? Tongue

টেলিপোর্ট করলাম বাট আরো কিছু প্রশ্ন ছিল। এক ফোরামে অন্য ফোরামের কথা বলা হয়তো খারাপ দেখায়, তবুও এখানেই বলতেছি, কারন এখানে বেশি কমফোর্টেবল আমি। আর একদিনে তো একটা জিনিস আয়ত্ব হয়না, তাই এই আরকি হয়তো বুঝছেন।

১. নোটিফিকেশনটা পাবো কিভাবে? এখানে তো বট ইউজ করে মেনশন, কোট, টপিক ট্রাক ইত্যাদি করি। নকি আলাদা কোনো সিস্টেমই আছে!?
২. ফোনে কি ইউজ করা যাবে? নাকি বিটকয়েনটকের মতো আলাদা থার্ড পার্টি এক্সটেনশন ইউজ করে, পেজ রিসাইজ করে ইউজ করতে হয়? ঐ বারবার জুম জুম করে দেখা বিরক্তিকর।
৩. যদি আলাদা টুলস ইউজ করার দরকার হয়, তাহলে সেগুলোর লিংক দিয়েন।

hero member
Activity: 840
Merit: 522
January 16, 2024, 10:58:27 AM
এটা খুবই দুঃখজনক আমাদে মাঝে একজন সিনিয়র মেম্বারকে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে। আপনার পোস্ট থেকে জানতে পারলাম কয়েকদিন আগেই তাকে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে। কি কারনে তাকে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হলো আমি জানিনা। আরো একজন সদস্য তার একাউন্টটি হয়তো ব্যান্ড করা হবে হয়তোবা তাকেউ নেগেটিভ ফিডব্যাক দেওয়া হবে। অলরেডি চারটা নিউটল খেয়েছেন। দুইজন সদস্যই বাংলা থেকে হারিয়ে গেল। বাংলা থেকে একজন সদস্য কমে যাওয়া মানে অনেকটাই পিছিয়ে পড়া।

তনময় ভাইয়ের কেইস টা পুরাতন। সে নতুন করে ট্যাগ খেলো তার একাউন্ট সম্ভবত হ্যাক হয়েছে। তবে যে কারনে নেগেটিভ ট্যাগ দেয়া হলো, সেটা আসলে আমি সাপোর্ট করিনি এবং সেই থ্রেড এ আমিও পোষ্ট করে আমার মন্তব্য জানিয়েছি। আমি আর কোনো বাংলাদেশি ভাইকে সেখানে পোষ্ট করতে দেখিনি। আর রোকসানা এই আইডিটার ব্যাপারে বলবো, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। উনি নতুন কোনো মেম্বার না। ফোরামে আছে ১ বছরের বেশি সময় ধরে। বিভিন্ন সময় নানান আকাম কুকাম করেছে। ওনাকে অনেকেই অনেকবার সতর্ক করার পরেও উনি ওনার মতো করে কাজ করে গেছে। যদিও উনি কোনো নেগেটিভ ট্যাগ খায়নি, তবে ওনার একাউন্ট এর যে অবস্থা, ভবিষ্যতেও আর কোনো ক্যাম্পেইনে জয়েন করতে পারবে বলে আমার মনে হয় না। আচ্ছা, ওনারা ছাড়াও আমাদের থ্রেড এর আরো কিছু একাউন্ট ছিলো, ওনারা কই গেলো?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 16, 2024, 04:03:22 AM
কেউ প্রশ্নটার উত্তর জানলে বইলেন। Tongue
না ভাই, জানি না। আপনি একাউন্ট করে সেই ফোরামে এডমিন কে প্রাইভেট মেসেজে নক করেন। আমি বেশ কয়েকবার নক করেছি এবং প্রতিবারই খুব তারাতারি রিপ্লাই পেয়েছি। যেহেতু ওনারা চাচ্ছে ফোরাম কে দ্রুত একটিভ করতে, এডমিন প্রায় সবাইকেই সমান গুরুত্ব দিয়ে মেসেজের উত্তর দেয়। আমার মনে হয় কেউ চাইলে তার র‍্যাংক আপগ্রেড ও করতে পারবে?

Quote
আরো একটা প্রশ্ন অল্টকয়েনের সিগ্নেচারে মিনিমাম শুরু সিনিয়র থেকে তাইনা?
না ভাই, ব্যাপার টা এমন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি বিটকয়েন টকে ফুল মেম্বার থেকে শুরু কি না, উত্তর টা হবে এটা ডিপেন্ড করে ক্যাম্পেইন ম্যানেজার এর ওপর। তিনি চাইলে শুধু মেম্বার বা জুনিয়র মেম্বার ও এলাউ করতে পারে। তেমনই অলটকয়েন টকে আপাতত সিনিয়র মেম্বার নিলেও হয়তো ফুল মেম্বার ও নিতে পারে। অলরেডি মনে হয় একটা ক্যাম্পেইনে ফুল মেম্বার নিচ্ছে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 15, 2024, 11:22:00 PM
যাইহোক সর্বশেষ আপনাকে বলি, টেলিপোর্ট কইরা ফালান মিয়া। সবাই সেখানে যাচ্ছে আপনি শুধু বসে রইছেন।

যেহেতু টেলিপোর্ট করতে বলতেছেন তাহলে আরো একটা প্রশ্ন আছে। ধরেন আমি এখন টেলিপোর্ট করলাম, এই মুহূর্তে আমি সিনিয়র। কিন্তু কয়েকমাস বাদে আমি হিরো হয়ে গেলাম (বিটকয়েনটকে), তবে অল্টকয়েনটকে কোনো কারনবশত সেই আগের সিনিয়রই আছি। এক্ষেত্রে কি রেঙ্ক "আপগ্রেড" করার কোনো সিস্টেম আছে? টেলিপোর্ট করতে দিতেছে সেটা অন্য বিষয় তবে আমি যেটা বল্লাম সেটা কিভাবে কি বা আদেও সম্ভব কিনা জানিনা।

কেউ প্রশ্নটার উত্তর জানলে বইলেন। Tongue

ভাই অন্য প্লেস থেকে যে টেলিপোর্টেড করে সেম র‍্যংক এর মরজাদা দিচ্ছে এটাই তো কপাল, কোনো কষ্ট ছাড়াই সেম র‍্যংক পাচ্ছেন। এখন পর্যন্ত আপনি একবার টেলিপোর্টেড করতে পারবেন। তারপরে আপনার এ্যাক্টিভিটি অনুযায়ী র‍্যংক বাড়বে।

আরো একটা প্রশ্ন অল্টকয়েনের সিগ্নেচারে মিনিমাম শুরু সিনিয়র থেকে তাইনা?

না ফুল মেম্ববার থেকেই, বিটকয়েন্টল্ক এর মতই, তবে ম্যানেজার পরিচিত বা ভালো সম্পর্ক থাকলে এক্সট্রা কিছু খাতির পাবেন, এটা সব যায়গাতেই সমান ।  Cheesy
member
Activity: 94
Merit: 28
January 15, 2024, 09:04:27 PM
আমাদের বাংলাদেশ থ্রেড এর নাম উজ্জল করা ব্যাক্তি roksana.hee, যিনি ২০২৪ সাল আসার পর বাংলাদেশ থ্রেড এ আর কোনো পোষ্ট করেন নি, হঠাৎ করেই এ আই পোষ্টিং এর জন্য কট খেয়ে গেলেন। ১০০ মেরিট হওয়ার আগ পর্যন্ত উনি সহ আরো বেশ কয়েকটা একাউন্ট বাংলাদেশ থ্রেড একেবারে মাথায় তুলে রাখতো। তারপর ক্যাম্পেইনে জয়েন করে এখন গত ১৫ দিনে আর বাংলাদেশ থ্রেড এ পোষ্ট করেন নাই। একাধিক বার ওয়ার্নিং খেয়েও যখন কোনো পাবলিক না শোধরায়, তারা আসলে কি ডিজার্ভ করে? আমি এসব কারনে নেগেটিভ ট্যাগ দেয়ার পক্ষে ছিলাম না কখনোই। তনময় এর ন্যাগেটিভ ট্যাগ নিয়ে কাউকে কথা বলতেও দেখলাম না। আর এই পাবলিক যদি নেগেটিভ ট্যাগ খায়, কেমন হবে? উনি তো দেখতাম সবাইকে নানান পরামর্শ দিতো। এখন নিজেই কট খেয়ে গেলো?
এটা খুবই দুঃখজনক আমাদে মাঝে একজন সিনিয়র মেম্বারকে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে। আপনার পোস্ট থেকে জানতে পারলাম কয়েকদিন আগেই তাকে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে। কি কারনে তাকে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হলো আমি জানিনা। আরো একজন সদস্য তার একাউন্টটি হয়তো ব্যান্ড করা হবে হয়তোবা তাকেউ নেগেটিভ ফিডব্যাক দেওয়া হবে। অলরেডি চারটা নিউটল খেয়েছেন। দুইজন সদস্যই বাংলা থেকে হারিয়ে গেল। বাংলা থেকে একজন সদস্য কমে যাওয়া মানে অনেকটাই পিছিয়ে পড়া।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 15, 2024, 04:40:26 PM
যাইহোক সর্বশেষ আপনাকে বলি, টেলিপোর্ট কইরা ফালান মিয়া। সবাই সেখানে যাচ্ছে আপনি শুধু বসে রইছেন।

যেহেতু টেলিপোর্ট করতে বলতেছেন তাহলে আরো একটা প্রশ্ন আছে। ধরেন আমি এখন টেলিপোর্ট করলাম, এই মুহূর্তে আমি সিনিয়র। কিন্তু কয়েকমাস বাদে আমি হিরো হয়ে গেলাম (বিটকয়েনটকে), তবে অল্টকয়েনটকে কোনো কারনবশত সেই আগের সিনিয়রই আছি। এক্ষেত্রে কি রেঙ্ক "আপগ্রেড" করার কোনো সিস্টেম আছে? টেলিপোর্ট করতে দিতেছে সেটা অন্য বিষয় তবে আমি যেটা বল্লাম সেটা কিভাবে কি বা আদেও সম্ভব কিনা জানিনা।

কেউ প্রশ্নটার উত্তর জানলে বইলেন। Tongue

আরো একটা প্রশ্ন অল্টকয়েনের সিগ্নেচারে মিনিমাম শুরু সিনিয়র থেকে তাইনা?
ভাই বিষয়টি আমি সঠিক জানি না, তবে আপনি যদি এখানে সিনিয়র মেম্বার / হিরো হন তাহলে এডমিন এর সাথে মনে হয় আলাপ করলে রেংক আপ করে দিতে পারে।

মিয়া আমি আপনার চালাকি ধরে ফেলেছি, আপনি আশা করি শীঘ্রই সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলবেন। এখন আপনি ফুল মেম্বার আছেন দেখেই একাউন্ট টেলিপোর্ট করতেছেন না। আশা করি মিয়া আপনার সিনিয়র মেম্বার হওয়ার এক্টিভিটি হওয়ার আগেই, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলবেন। তবে আপনার এক্টিবিটি জন্য উপেক্ষা করতে হবে প্রায় ৪০ দিন তো লাগবেই ২৪০ এক্টিভিটি হওয়ার জন্য।

এখন আপনার দুটি রাস্তা আছে, আমি সঠিক জানি না যদি টেলিপোর্ট করার সময় আরো অনেক দিন পর্যন্ত থাকে। তাহলে আপনি সিনিয়র মেম্বার হয়ে টেলিপোর্ট করতে পারেন। এবং দ্বিতীয়ত,,  এখন যদি টেলিপোর্ট করেন তাহলে যদি নিয়মিত এক্টিব থেকে পোস্ট করতে পারেন আশা করি এই বিটকয়েন টকের থেকে অল্টকয়েনে টকে আগে সিনিয়র মেম্বার হয়ে যাবেন। কারন আপনি সেখানে পোস্ট করলেই এক্টিবিটি বেড়ে যাচ্ছে, আর এক্টিভিটি বেড়ে গেলেই রেংক আপ হচ্ছে। দেখেন আপনি এখন কি করতে চান।

আর ভাই আপনার শেষ প্রশ্ন ফুল মেম্বার দের নেওয়া হয় হাতে গনা কয়েকজন। ২-৪ জনে সুযোগ পেয়েছে কিনা সঠিক জানি না। তবে সিনিয়র মেম্বার বা তার উপরের সদস্যদের বেশি নেওয়া হয়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 15, 2024, 04:06:28 PM
যাইহোক সর্বশেষ আপনাকে বলি, টেলিপোর্ট কইরা ফালান মিয়া। সবাই সেখানে যাচ্ছে আপনি শুধু বসে রইছেন।

যেহেতু টেলিপোর্ট করতে বলতেছেন তাহলে আরো একটা প্রশ্ন আছে। ধরেন আমি এখন টেলিপোর্ট করলাম, এই মুহূর্তে আমি সিনিয়র। কিন্তু কয়েকমাস বাদে আমি হিরো হয়ে গেলাম (বিটকয়েনটকে), তবে অল্টকয়েনটকে কোনো কারনবশত সেই আগের সিনিয়রই আছি। এক্ষেত্রে কি রেঙ্ক "আপগ্রেড" করার কোনো সিস্টেম আছে? টেলিপোর্ট করতে দিতেছে সেটা অন্য বিষয় তবে আমি যেটা বল্লাম সেটা কিভাবে কি বা আদেও সম্ভব কিনা জানিনা।

কেউ প্রশ্নটার উত্তর জানলে বইলেন। Tongue

আরো একটা প্রশ্ন অল্টকয়েনের সিগ্নেচারে মিনিমাম শুরু সিনিয়র থেকে তাইনা?

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 15, 2024, 03:43:32 PM

১. একসাথে ২ জায়গায় সিগ্নেচার করা যাবে বা যাবেসা বা এএনএন থ্রেডে কি এমন কোনো নতুন রুলস এড করা হইছে?
ভাই আমিও প্রথমে এই কনফিউশনে ছিলাম, কিভাবে একজন উইজার অল্টকয়েনে সিংনেচার করবে আবার বিটকয়েন টকে সিগনেচার করবে। তবে আমি এখন বুঝতে পারলাম বিষয়টি। এখানে আমি কোন নিয়ম কানুন দেখছি না। অল্টকয়েনে আপনি আপনার একাউন্ট যদি টেলিপোর্ট করে নিন,  তাহলে আপনি অল্টকয়েনের নিয়মে সেখানে পোস্ট করবেন। আর বিটকয়েন টক এখানে তো আছেনই এখানের নিয়ম অনুযায়ী পোস্ট করবেন। এখান আপনি বলতে পারেন, অল্টকয়েনে একাউন্ট যদি ব্যান করে তাইলে কি বিটকয়েনে প্রভাব পড়েব কিনা? আমি যতদুর জানি কোন প্রভাব পড়বে না।

Quote
২. এমন কি কোনো সিগ্নেচার রানিং আছে যেটা অল্টকয়েনটক আর বিটকয়েকটক দুই জায়গায়ই চলতেছে? (মিক্সার বাদে অন্য কিছু)।
এটা এখনো দেখতে পাই নাই, যে অল্টকয়েন টকে সিগনেচার চলে আবার বিটকয়েনটক ফরামেও চলে। যে সকল ক্যাম্পেইন গুলো বিটকয়েনটকে থেকে ব্যান করা হয়েছে, শুধু মিক্সার ক্যম্পেইনে গুলো আসতেছে। তবে আরো অনেক ক্যাম্পেইন ভবিষ্যতে আসবে।

Quote
৩. সেক্ষেত্রে যদি সত্য হয়ে থাকে তাহলে কি একজন ইউজার দুইখানেই সিগ্নেচার করতে পারবে? আলাদা আলাদা কোম্পানির সিগ্নেচার। এমন কাউকে দেখেছেন? (যদি ম্যানেজার একসেপ্ট করে)।

৪. আপনারদের মধ্যে আসলেই কি কেউ ২ খানেই সিগ্নেচার করতেছেন? নাকি ১ জায়গায় করতেই মাথার ঘাম পায়ে ওঠে?

নোট: আমি অল্টকয়েনটক ইউজ করিনা। Tongue
আমি শুধু আমাদের এখানের মধ্যে Learn Bitcoin ভাই কে দেখি তিনিই শুধু বিটকয়েন টকে ও অল্টকয়েন টকে উভয় প্লাটফর্মে সিগনেচার করছেন। অল্টকয়েন টকে একটাই সিগনেচার ক্যম্পেইনে আছেন, আর এখানে তো দেখতেই পাচ্ছেন। দুটি আলাদা ক্যাম্পেইনে নিযুক্ত আছেন।

যাইহোক সর্বশেষ আপনাকে বলি, টেলিপোর্ট কইরা ফালান মিয়া। সবাই সেখানে যাচ্ছে আপনি শুধু বসে রইছেন।


Negotiation ভাই এই বিষয়ে বলেছেন, আমিও কিছু ধারনা দিলাম।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 15, 2024, 02:27:17 PM
ভাই আমার একটা কনফিউশন ছিলো, কেউ যদি একটু ক্লিয়ার করতেন। আপনাদের মধ্যে অনেকরেই দেখলাম, অল্টকয়েনটকে সিগ্নেচার করতেছেন। আবার অনেকরে দেখলাম বিটকয়েনটকেও সিগ্নেচার করতেছেন।

১. একসাথে ২ জায়গায় সিগ্নেচার করা যাবে বা যাবেসা বা এএনএন থ্রেডে কি এমন কোনো নতুন রুলস এড করা হইছে?

২. এমন কি কোনো সিগ্নেচার রানিং আছে যেটা অল্টকয়েনটক আর বিটকয়েকটক দুই জায়গায়ই চলতেছে? (মিক্সার বাদে অন্য কিছু)।

৩. সেক্ষেত্রে যদি সত্য হয়ে থাকে তাহলে কি একজন ইউজার দুইখানেই সিগ্নেচার করতে পারবে? আলাদা আলাদা কোম্পানির সিগ্নেচার। এমন কাউকে দেখেছেন? (যদি ম্যানেজার একসেপ্ট করে)।

৪. আপনারদের মধ্যে আসলেই কি কেউ ২ খানেই সিগ্নেচার করতেছেন? নাকি ১ জায়গায় করতেই মাথার ঘাম পায়ে ওঠে?

নোট: আমি অল্টকয়েনটক ইউজ করিনা। Tongue

এখন পর্জন্ত অল্টকয়েনটকে সেই  সিগ্নেচার গুলো নতুন ভাবে চালু হয়েছে যেগুলো বিটকয়েনটল্ক থেকে নিষিদ্ধ ৩১-১২-২০২৩ থেকে, অনেকেই দুই জায়গাতে সিগ্নেসার করতেছে এখন পর্জন্ত কোন সমস্যা হয়নি, মিক্সার বাদে অন্য সিগ্নেসার চালু নাই, ওখানে যেহেতু এখন নতুন মেম্বার ভালো ভালো অনেক তাই ওখানেও এখন ভালো কিছু হবার চান্স আছে। আমি করতেছিনা তবে অনেকেই দুইজায়গাতেই করতেছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 15, 2024, 12:33:52 PM
ভাই আমার একটা কনফিউশন ছিলো, কেউ যদি একটু ক্লিয়ার করতেন। আপনাদের মধ্যে অনেকরেই দেখলাম, অল্টকয়েনটকে সিগ্নেচার করতেছেন। আবার অনেকরে দেখলাম বিটকয়েনটকেও সিগ্নেচার করতেছেন।

১. একসাথে ২ জায়গায় সিগ্নেচার করা যাবে বা যাবেসা বা এএনএন থ্রেডে কি এমন কোনো নতুন রুলস এড করা হইছে?

২. এমন কি কোনো সিগ্নেচার রানিং আছে যেটা অল্টকয়েনটক আর বিটকয়েকটক দুই জায়গায়ই চলতেছে? (মিক্সার বাদে অন্য কিছু)।

৩. সেক্ষেত্রে যদি সত্য হয়ে থাকে তাহলে কি একজন ইউজার দুইখানেই সিগ্নেচার করতে পারবে? আলাদা আলাদা কোম্পানির সিগ্নেচার। এমন কাউকে দেখেছেন? (যদি ম্যানেজার একসেপ্ট করে)।

৪. আপনারদের মধ্যে আসলেই কি কেউ ২ খানেই সিগ্নেচার করতেছেন? নাকি ১ জায়গায় করতেই মাথার ঘাম পায়ে ওঠে?

নোট: আমি অল্টকয়েনটক ইউজ করিনা। Tongue
full member
Activity: 367
Merit: 136
January 15, 2024, 10:39:27 AM
ভাই আমাদের এখাঙ্কার আঞ্চলিক পাসপোর্ট অফিসের এরা টাকা না নিয়ে করছে এমন রেকোর্ড নাই, আপনাদের অখাঙ্কার জমা গ্রহনকারী মনে হয় একটু নেকদ্বার ভাই, এই জন্যে করতে পারছেন। আমার এক বন্ধুর ৩-৪ বার ঘুরাইছিলো তাই আমি রিস্ক নেইনি, আসলে দালাল কিছু মানুষ কষ্ট কমানোর জন্যে ধরে আর কিছু মানুষ বাধ্য হয় ধরতে। বিশেষ করে টাকা কেউ খুব শখ করে বেশি দেয়না কাউকে। অল্প কিছু ক্ষেত্রে অল্প কিছু মানুষ এখোনো ভালো আছে তাছারা বেশিরভার মানুষের মধ্যেই সর্বোচ্চ অধপতন হয়ে গেছে।
আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস দালাল ছাড়া ১০% মানুষের কাজ করতে পারে না। আমি যখন সর্বপ্রথম পাসপোর্ট করি তখন নিজে নিজে আবেদন করে নিজেই কাগজপত্র জমা করে আসছিলাম। কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য আমার কাছে ফোন দেয় এবং আমাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে বলে। অথচ ওই কাগজপত্রগুলো কিন্তু আমি নিজেই পাসপোর্ট এর আবেদনের সাথে জমা দিয়েছিলাম। আমার নামে কোন মামলা আছে কিনা অথবা আমি কোন অপরাধী কিনা তা জানতে হলে থানা থেকে লোক আমার এলাকায় আসার কথা। কিন্তু ওরা ফোন দিয়ে বলতেছে কিছু ডকুমেন্ট নিয়ে ডিবি অফিস এ যোগাযোগ করার জন্য। যাই হোক পরে গেলাম কাগজপত্র সবকিছু ওকে ছিল। তবুও উনি বিভিন্ন তালবাহানা শুরু করেছিল। সত্যি বলতে আমি কোনদিন কোন পুলিশে ঝামেলায় জড়ায়নি তাই আমি খুব আনইজি ফিল করেছিলাম। তখন একজনের কাছে ফোন দিলাম আর উনি বললো তোমাকে ১০০০ টাকা দিয়ে দিতে। আসলে ভাই ওরা খবর দিয়ে নিয়েছে মূলত টাকার জন্য আমার কাগজপত্রগুলা কিছুই রাখে নাই সেগুলো আবার আমার কাছেই দিয়ে দিয়েছে। এই হচ্ছে ওদের অবস্থা। এখন ভাই বলেন দালাল ছাড়া কিভাবে কাজ করব। অথচ দালালের কাছে এই ১০০০ টাকা প্রথমে দিয়ে দিলে পুলিশ ফোন করতো না বা ভেরিফিকেশনের কোন ঝামেলাই হতো না। তাই বাধ্য হয়ে এখন অল্প কিছু কাজের জন্য দালাল ধরে নেই😞

কি বলেন ভাই, আমি তো মাঝে মাঝে খুজি যে আমার সাথে কেনো এরকম হয় না? আমার সাথে এমন হলে আমি একটু ঘাটাঘাটি করতাম। আসলে সব সময় সবার মুখ থেকেই শুনে আসছি, তবে আমাকে এ ধরনের হয়রানিতে কখনো পড়তে হয়নি। আমি ড্রাইভিং লাইসেন্স করেছি, সেসময় না বুঝে দালাল দিয়ে করিয়েছিলাম। তারপর থেকে আজ অব্দি কোনো কাজের জন্য দালাল ধরে করতে হয়নি। আমি বাইক কিনেছি, নিজের নামে স্মার্ট কার্ড করেছি, কোনো ঝামেলা হয়নি। সময় মতো মোবাইলে এস এম এস এসেছে, গিয়ে কার্ড নিয়ে আসছি। এছাড়াও ২ বছর পর আবার ট্যাক্স টোকেন রিনিউ করা লাগবে, অনলাইনে এপ্ল্যাই করে বিকাশে পেমেন্ট করে দিয়েছি, পোস্ট অফিসের মাধ্যমে আমার ট্যাক্স টোকেন বাসায় চলে আসছে। জন্ম নিবন্ধন, পাসপোর্ট, গাড়ীর কাগজ পত্র থেকে শুরু করে কোনো কিছুতেই আমার সাথে ঝামেলা হলো না। আমি মনে হয় একটু লাকি, নাকি আমি বাকা পথে যাই না সেজন্য? হতে পারে, আবার নাও হতে পারে।
আপনি সত্যি ভাই অনেক লাকি। কারণ আপনি সমস্ত কাজগুলো নিজে নিজে করতে পেরেছেন। আমি জানিনা ভাই সিস্টেম আমরা নষ্ট করেছি নাকি আমরাই সিস্টেমের গেরাকলে পড়ে নষ্ট হয়ে গিয়েছি।




শুভকামনা  @Learn Bitcoin ভাইকে DT2 হওয়ার জন্যে আমাদের কমউনিটিকে লিড দেয়ার জন্যে আরও একজন পেয়ে গেলাম আমরা, মেরিট, DT হওয়া, র‍্যংক আপ আপনার জীবনে সবকিছুই মোটামুটি পেয়ে গেছেন মানে ফোরামের সর্বোচ্চ স্পম্মান গুলো । এখন আপনার কাছে কাম্য নতুনদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সহযোগিতা করবেন তাহলেই হবে।

অভিনন্দন ভাই। মনে হয় আপনার জীবনের ফোরাম জগতের সব কিছুই পাওয়া হয়ে গেল। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে একটু হেল্প করবেন। কারণ ফোরামের অনেক কিছু আমরা এখনো জানিনা তাই মাঝে মাঝে ঝামেলায় পড়ে যাই। তাই আমরা মনে করব আপনি আমাদের ঢাল হিসেবে আছেন।
full member
Activity: 546
Merit: 164
January 15, 2024, 10:18:46 AM
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 15, 2024, 08:39:35 AM
আমাদের বাংলাদেশ থ্রেড এর নাম উজ্জল করা ব্যাক্তি roksana.hee, যিনি ২০২৪ সাল আসার পর বাংলাদেশ থ্রেড এ আর কোনো পোষ্ট করেন নি, হঠাৎ করেই এ আই পোষ্টিং এর জন্য কট খেয়ে গেলেন। ১০০ মেরিট হওয়ার আগ পর্যন্ত উনি সহ আরো বেশ কয়েকটা একাউন্ট বাংলাদেশ থ্রেড একেবারে মাথায় তুলে রাখতো। তারপর ক্যাম্পেইনে জয়েন করে এখন গত ১৫ দিনে আর বাংলাদেশ থ্রেড এ পোষ্ট করেন নাই। একাধিক বার ওয়ার্নিং খেয়েও যখন কোনো পাবলিক না শোধরায়, তারা আসলে কি ডিজার্ভ করে? আমি এসব কারনে নেগেটিভ ট্যাগ দেয়ার পক্ষে ছিলাম না কখনোই। তনময় এর ন্যাগেটিভ ট্যাগ নিয়ে কাউকে কথা বলতেও দেখলাম না। আর এই পাবলিক যদি নেগেটিভ ট্যাগ খায়, কেমন হবে? উনি তো দেখতাম সবাইকে নানান পরামর্শ দিতো। এখন নিজেই কট খেয়ে গেলো?

গ্রামের একটা প্রবাদ আছে ভাই "যে ঘর বানায় তার নিজের ঘরেই অনেক সময় চাল থাকেনা",  তিনি হয়তো খুব শর্টকার্ট ভাবছিলেন সবকিছু কিন্তু ফোরাম আসলেও খুব সহজ না, আবার কারো কারো কাছে খুব কঠিন ও না, এখানে অনেকেই আছে নিজের মন মত সবকিছু করতে চায় এটা আসলেও ঠিক না।

আমার জীবনের ছোট্ট অভিজ্ঞতা, খুব সহজে কোন কিছু পাওয়া যায়না আর যারা পেয়ে যায়, তাদেরকে আল্লাহ্‌ অন্য সমস্যাতে ফেলে দেন।





শুভকামনা  @Learn Bitcoin ভাইকে DT2 হওয়ার জন্যে আমাদের কমউনিটিকে লিড দেয়ার জন্যে আরও একজন পেয়ে গেলাম আমরা, মেরিট, DT হওয়া, র‍্যংক আপ আপনার জীবনে সবকিছুই মোটামুটি পেয়ে গেছেন মানে ফোরামের সর্বোচ্চ স্পম্মান গুলো । এখন আপনার কাছে কাম্য নতুনদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সহযোগিতা করবেন তাহলেই হবে।
edit.
hero member
Activity: 840
Merit: 522
January 15, 2024, 08:09:19 AM
আমাদের বাংলাদেশ থ্রেড এর নাম উজ্জল করা ব্যাক্তি roksana.hee, যিনি ২০২৪ সাল আসার পর বাংলাদেশ থ্রেড এ আর কোনো পোষ্ট করেন নি, হঠাৎ করেই এ আই পোষ্টিং এর জন্য কট খেয়ে গেলেন। ১০০ মেরিট হওয়ার আগ পর্যন্ত উনি সহ আরো বেশ কয়েকটা একাউন্ট বাংলাদেশ থ্রেড একেবারে মাথায় তুলে রাখতো। তারপর ক্যাম্পেইনে জয়েন করে এখন গত ১৫ দিনে আর বাংলাদেশ থ্রেড এ পোষ্ট করেন নাই। একাধিক বার ওয়ার্নিং খেয়েও যখন কোনো পাবলিক না শোধরায়, তারা আসলে কি ডিজার্ভ করে? আমি এসব কারনে নেগেটিভ ট্যাগ দেয়ার পক্ষে ছিলাম না কখনোই। তনময় এর ন্যাগেটিভ ট্যাগ নিয়ে কাউকে কথা বলতেও দেখলাম না। আর এই পাবলিক যদি নেগেটিভ ট্যাগ খায়, কেমন হবে? উনি তো দেখতাম সবাইকে নানান পরামর্শ দিতো। এখন নিজেই কট খেয়ে গেলো?
sr. member
Activity: 798
Merit: 377
January 15, 2024, 04:52:28 AM
ভাই বেশি কিছু কইতামরা, কওয়ার মতো সিচুয়েশনও নাই, যাই হোক ঠান্ডা কেমন? Tongue আমাদের দিকে খাড়ানোরও অবস্থা নাই। আর কয়েক ডিগ্রি কমলে মনে হয় তুষারপাত শুরু হবে। হাত পা জমে কাঁচ হয়ে গেছে, তিনটা কম্বলেও শীত কমেনা, বাপরেবাপ, লল। এবার মনে হয় সর্বনিম্ন ঠান্ডা পড়লো, দিনাজপুরে নাকি ৮.৮ ডিগ্রি চলে শুনলাম।  Smiley

নোট টু অল: একটিভ হয়ে যান মিয়া। Grin

এই বছর সবচেয়ে বেশি শীতের আশঙ্কা দেখা দিয়েছে, আমি পূর্বে এত ঠান্ডা কখনো অনুভব করিনি কিন্তু মাত্র পাঁচ দিন যাবত সবচেয়ে বেশি ঠান্ডা দেখা দিয়েছে। মুরুব্বীরা বলেছে (উনু বর্ষায় দুনু শীত) ২০২৩ সালের বন্যার মাত্রা অনেক কম ছিল তাই এই বছর শীত সবচেয়ে বেশি দেখা দিয়েছে। আমাদের দক্ষিণ অঞ্চলে শীতের প্রভাব একটু কম দেখা দিলেও অতিরিক্ত বাতাসের কারণে ঠান্ডা বেশি আসে।

ভাই বেশি কিছু কইতামরা, কওয়ার মতো সিচুয়েশনও নাই, যাই হোক ঠান্ডা কেমন? Tongue আমাদের দিকে খাড়ানোরও অবস্থা নাই। আর কয়েক ডিগ্রি কমলে মনে হয় তুষারপাত শুরু হবে। হাত পা জমে কাঁচ হয়ে গেছে, তিনটা কম্বলেও শীত কমেনা, বাপরেবাপ, লল। এবার মনে হয় সর্বনিম্ন ঠান্ডা পড়লো, দিনাজপুরে নাকি ৮.৮ ডিগ্রি চলে শুনলাম।  Smiley

নোট টু অল: একটিভ হয়ে যান মিয়া। Grin
এবার এত শীত পড়ছে এই অবস্থা ঘর থেকে বের হতে ইচ্ছা করে না এরকম শীতের মধ্যে। উত্তরাঞ্চলে শীত সবথেকে বেশি বরাবরের মতোই। তবে প্রথমে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি তার কয়েক ঘন্টা পরে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৮ ডিগ্রি। হয়তো এই বছর এটাই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বাংলাদেশে। আমার এখনো মনে আছে ২০১৮ সালে বাংলাদেশের ইতিহাসে সবথেকে কম তাপমাত্রা ছিল যেটা পঞ্চগড়ে ছিল মাত্র 2.6 ডিগ্রি সেলসিয়াস।

এই শীতে গ্রাম অঞ্চলের মানুষদের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে বিশেষ করে যাদের অভাব অনটন রয়েছে। বিগত কয়েকদিন থেকে সবথেকে বেশি শীত পড়েছে।
আমার কাছে শীতের দিন ভালই লাগে কেননা শীতের দিনে পিঠা পুলি খাওয়া যায় বেশি। অনেক আত্মীয়-স্বজন বাড়ি থেকে দাওয়াত পাওয়া যায় সবকিছু মিলিয়ে আনন্দময় কয়েকটি মাস।  Cheesy

শীত এত পরিমান যে পিঠাপুলির কথা ভুলে গেছি, মানুষের দিন পথ চালানো কষ্ট হয়ে গেছে কারণ বাহিরে প্রচুর বাতাস এবং শীত পুরুষ মানুষের কাজ করা সবচেয়ে বেশি কষ্ট হয়ে গেছে। বাহিরে গেলে হাত-পা ঠান্ডা জমে আসে , আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করুন যেন ঠান্ডা একটু কম হয় মানুষ শান্তিতে থাকতে পারে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 15, 2024, 03:43:46 AM
আসলে ভাই আপনি লাকি কোন হিসেবে জানেন? একটু সচেতন আছেন এর জন্যই লাকি অনেকেই ইন্টারনেটে নিজে নিজে ফরম ফিলাপ বা নিজে নিজেই ট্যাক্স দেওয়া বিল পে করাকে একটু ঝামেলা কর মনে করে আর তাই তারা বাঁকা পথে গিয়ে আরও বেশি ঝামেলায় পড়ে। যাই হোক আমার নিজেরও এখন পর্যন্ত কোন কিছুতে এ ধরনের দালালকে টাকা দেওয়ার ইসু ফেস করতে হয়নি, আশা করি সামনে ইনশাল্লাহ দিতে হবে না।

কি বলেন ভাই? ইন্টারনেট এ কাজ করা যদি ঝামেলা মনে হয় কারো কাছে, ওনারা কি করে খাবে বলেন তো?
আমার এলাকার মুরুব্বী রা বলতো যে ইন্টারনেট থেকে ইনকাম করা গেলে মানুষ গায়ে গতরে খেটে কাজ করে কামাই করতো না। মাত্র কয়েক বছরের ব্যাবধান। এখন মোটামোটি সবাই জানে যে ইন্টারনেট এ কাজ করে ইনকাম করা যায়। আমার বাড়ি থেকে বি আর টি এ অফিস ৮০ কিলো দূরে। যাওয়া আসা ১৬০ কিলো বা এক দিনের যাত্রা। একই কাজ যদি আমি কম্পিউটারে বসে ১ ঘন্টায় করে ফেলি, সেখানে আমার সারাটা দিনের পরিশ্রম বেচে গেলো। যাওয়া আসার খরচ বেচে গেলো। আরো কতো হ্যাসেল। এখন হতে পারে সবার কম্পিউটার নেই। তো কি ভাই? মোবাইল ফোন তো আছে? মোবাইলেই সব কিছু করা যায়। শুধুমাত্র কাগজ প্রিন্ট করার জন্য বাজারে যেতে হয়।
sr. member
Activity: 546
Merit: 268
January 14, 2024, 06:38:19 PM
ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে ভারতের বড় পদক্ষেপ অনেক এক্সচেঞ্জ ব্লক করেছে।

আসলে ভারতের আর্থিক লেনদেন সংক্রান্ত আইন না মানার কারনে এক্সচেঞ্জ গুলো ব্যান করা হয়েছে। প্রথমে  আর্থিক লেনদেন না মানার ওয়েবসাইট গুলোকে জানানো হয়েছিল। কিন্তু তারা কোন জবাব না দেওয়ার কঠিন ব্যাবস্থা নেয় ভারত। ২৮ ডিসেম্বর ভারত Binance, Kucoin, Houbi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global, Bitfinex কাছে নোটিশ পাঠিয়েছিল। ১২ ই জানুয়ারি  Binance, Kucoin, OKX-এর মতো জনপ্রিয় এক্সচেঞ্জ ব্লক করেছে।

নিউজ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এর জানা জন্যই তো বলি কেন বিটকয়েন চান্দে গিয়ে আবার হঠাৎ করে পৃথিবীতে আগমন করলো কেন? আসলে মনে হয় ভারতের ক্রিপ্টো ব্যবহার কারীরা বিটকয়েন সহ অন্যান্য কয়েন যারা কিনেছিলেন তারা সেল দিয়েছেন। আপনাদের মতামত কী, ভারতে এই পদক্ষেপ এর জান্যই কি বিটকয়েনের দাম কমেছে?

বিটকয়েন মার্কেটে এরকম অনেক এনাউন্সমেন্ট সর্বদা আসতেই পারে এজন্য মার্কেট হয়তো সাময়িকভাবে রেডজোনে গিয়েছে। তবে আমার মনে হয় এই পরিস্থিতি খুব বেশি সময় স্থায়ী হবে না। কেননা ভারতের পার্লামেন্টে মৌখিকভাবে ক্রিপটোকারেন্সির অনুমোদন দেওয়া হলেও ৩০% ভ্যাট নিয়ে ইন্ডিয়া কিন্তু বিটকয়েনের অনুমতি রয়েছে। ইন্ডিয়া তবুও বিটকয়েন লেনদেনের ক্ষেত্রে জমজমাট ছিল কিন্তু হঠাৎ করে একাধিক এক্সচেঞ্জের নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কেট এরকম হবে স্বাভাবিক। ১৪০ কোটি জনসংখ্যার দেশ থেকে জনপ্রিয় এক্সচেঞ্জগুলো যদি এভাবেই নিষেধাজ্ঞা দিয়ে দেয় তাহলে মার্কেটে যত ভালোই এনাউন্সমেন্ট থাকুক না কেন মার্কেট কিছুটা হলেও নেগেটিভ প্রভাব পড়বে। চায়না কয়েক বছর পর পর বিটকয়েন উপর কিছু না কিছু নিয়ম করবেই ফলে মার্কেট সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং কিছুদিন যাওয়ার পর মার্কেট পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এক্ষেত্রে তাই ঘটবে কেননা আমেরিকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিটকয়েন এর উপর ভালো কিছু করলেও ভারত কিন্তু আমেরিকার বিপরীত অবস্থান নেবেই যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি তাহলে এই চিরন্তন সত্যটা অবশ্যই জানা থাকার কথা।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 14, 2024, 05:51:19 PM
ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে ভারতের বড় পদক্ষেপ অনেক এক্সচেঞ্জ ব্লক করেছে।

আসলে ভারতের আর্থিক লেনদেন সংক্রান্ত আইন না মানার কারনে এক্সচেঞ্জ গুলো ব্যান করা হয়েছে। প্রথমে  আর্থিক লেনদেন না মানার ওয়েবসাইট গুলোকে জানানো হয়েছিল। কিন্তু তারা কোন জবাব না দেওয়ার কঠিন ব্যাবস্থা নেয় ভারত। ২৮ ডিসেম্বর ভারত Binance, Kucoin, Houbi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global, Bitfinex কাছে নোটিশ পাঠিয়েছিল। ১২ ই জানুয়ারি  Binance, Kucoin, OKX-এর মতো জনপ্রিয় এক্সচেঞ্জ ব্লক করেছে।

নিউজ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এর জানা জন্যই তো বলি কেন বিটকয়েন চান্দে গিয়ে আবার হঠাৎ করে পৃথিবীতে আগমন করলো কেন? আসলে মনে হয় ভারতের ক্রিপ্টো ব্যবহার কারীরা বিটকয়েন সহ অন্যান্য কয়েন যারা কিনেছিলেন তারা সেল দিয়েছেন। আপনাদের মতামত কী, ভারতে এই পদক্ষেপ এর জান্যই কি বিটকয়েনের দাম কমেছে?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 14, 2024, 01:16:01 PM
নোট টু অল: একটিভ হয়ে যান মিয়া। Grin
ধুর মিয়া নিজে বলেন একটিভ হয়ে যান মিয়া, আর আপনাকে দেখি এখন লোকাল থ্রেডে কম অ্যাক্টিভ। কাহিনী কি ভাই আপনিও একটিভ হয়ে যান মিয়া।


কি বলেন ভাই, আমি তো মাঝে মাঝে খুজি যে আমার সাথে কেনো এরকম হয় না? আমার সাথে এমন হলে আমি একটু ঘাটাঘাটি করতাম। আসলে সব সময় সবার মুখ থেকেই শুনে আসছি, তবে আমাকে এ ধরনের হয়রানিতে কখনো পড়তে হয়নি। আমি ড্রাইভিং লাইসেন্স করেছি, সেসময় না বুঝে দালাল দিয়ে করিয়েছিলাম। তারপর থেকে আজ অব্দি কোনো কাজের জন্য দালাল ধরে করতে হয়নি। আমি বাইক কিনেছি, নিজের নামে স্মার্ট কার্ড করেছি, কোনো ঝামেলা হয়নি। সময় মতো মোবাইলে এস এম এস এসেছে, গিয়ে কার্ড নিয়ে আসছি। এছাড়াও ২ বছর পর আবার ট্যাক্স টোকেন রিনিউ করা লাগবে, অনলাইনে এপ্ল্যাই করে বিকাশে পেমেন্ট করে দিয়েছি, পোস্ট অফিসের মাধ্যমে আমার ট্যাক্স টোকেন বাসায় চলে আসছে। জন্ম নিবন্ধন, পাসপোর্ট, গাড়ীর কাগজ পত্র থেকে শুরু করে কোনো কিছুতেই আমার সাথে ঝামেলা হলো না। আমি মনে হয় একটু লাকি, নাকি আমি বাকা পথে যাই না সেজন্য? হতে পারে, আবার নাও হতে পারে।
আসলে ভাই আপনি লাকি কোন হিসেবে জানেন? একটু সচেতন আছেন এর জন্যই লাকি অনেকেই ইন্টারনেটে নিজে নিজে ফরম ফিলাপ বা নিজে নিজেই ট্যাক্স দেওয়া বিল পে করাকে একটু ঝামেলা কর মনে করে আর তাই তারা বাঁকা পথে গিয়ে আরও বেশি ঝামেলায় পড়ে। যাই হোক আমার নিজেরও এখন পর্যন্ত কোন কিছুতে এ ধরনের দালালকে টাকা দেওয়ার ইসু ফেস করতে হয়নি, আশা করি সামনে ইনশাল্লাহ দিতে হবে না।
Pages:
Jump to: