Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 88. (Read 5687385 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 12, 2024, 02:10:06 AM
পাসপোর্ট করার জন্য কখনোই কোনো দালাল ধরবেন না। আর পাসপোর্ট অফিসের আশে পাশে যেসব দোকান থাকে, সেগুলো থেকে আবেদন করবেন না। তারা সব একই গোয়ালের গরু। আমার এবং আমার পরিবারের সকলের পাসপোর্ট এর আবেদন আমি নিজেই করেছি এবং সকল কাজ নিজে করেছি। এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবার পাসপোর্ট হাতে পেয়েছি। আমার বাচ্চার পাসপোর্ট এর আবেদন নিজে করে একটা দোকানে দকেহিয়ে জিজ্ঞেস করেছিলাম, ভাই দেখেন তো ঠিক আছে কি না। সে বললো যে ভাই এটা হবে না। নতুন করে করতে হবে। আমি তার কথা না শুনে সেটাই জমা দিয়েছি। এবং পাসপোর্ট ও হাতে পেয়েছি। তার মানে সেই লোক কিছু ধান্দা করতে চেয়েছিলো। দেশটা আসলে এমনই। আমাকে আপনাকে সচেতন হতে হবে।
এই ভাই ইউনিয়ন, পৌরসভা এসব জায়গায় জন্ম নিবন্ধন সঠিক করণ বা তৈরি করন এগুলোর ক্ষেত্রে সেখানে সরাসরি গিয়ে যোগাযোগ না করাই ভালো, আপনার মতন আমিও করেছি আমি এবং আমার এক বন্ধু দুজনেই এন আই ডি এর জন্য এপ্লিকেশন করতে গিয়েছিলাম পরে আমাদের দুজনেরই নামের ভুলের কারণে এপ্লিকেশন করতে পারিনি তারপরে বাসায় চলে আসলাম আর ঢুকলাম ইউটিউবে লাগালাম সার্চ- তারপর নিজে নিজেই অ্যাপ্লিকেশন করে ফর্মটা প্রিন্ট করে জাস্ট ইউনিয়ন পরিষদে জমা দিয়েছিলাম তার ৭ দিনের মাথায় ঠিক হয়ে গিয়েছে। আসলে আমরা সঠিক রাস্তাটাই চিনিনা এর জন্য আমাদের টাকা ঢালতে হয়, আর বলবেন যে আমি পারিনা অ্যাপ্লিকেশন করতে, এমন কিছু নাই যে করা যায় না আর ইউটিউবে এ ধরনের কাজকর্মের সকল কিছুই পাবেন।
যাক ভাই আপনি ভালো একটা কথা বলেছেন পাসপোর্ট এর কথা বলে, কারণ আশেপাশের দোকানগুলোর সাথে অনেক সময় দালালদের লিংক করা থাকে দরকার পড়লে তারা নিজেরাই দুই একটা জিনিস ভুল টাইপ করে দিবে। পরবর্তীতে ওইটার জন্য আপনার পাসপোর্ট আটকে যাবে তারপর টাকা দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। আমি নিজেও ভাবতেছি আমার একটা পাসপোর্ট তৈরি করব, আমার এক বন্ধু করেছে ভালো একটা এমাউন্ট দালালকে দিতে হয়েছে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 11, 2024, 11:51:56 PM
ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, আমাদের এক মাস্টার ছিল। আমরা যখন স্কুলের পড়া মুখস্ত না করে স্কুলে যাইতাম। আমাদের সেই মাসটার একটা প্রবাদ বলতেন ""মাইরের উপর কোন ঔষধ নাই "" মাইর দিলে সব ঠিক হয়ে যাবে।

বর্তমান আমাদের বাংলাদেশে সর্বক্ষেত্রেই এমন অবস্থা হয়েছে যে ""ঘুষের উপর কোন ঔষধ নাই "" আসলে আমাদের এই সোনার দেশে কোন জিনিসটা ঘুষ ছাড়া হয়। যত বড় কঠিন কাজ হোক না কেন ঘুষ দিলে সাথে সাথে সমাধান হয়ে যায়।

আসলে বর্তমানে আমাদের মাঝে মানবতা বলতে কিছু নেই। বর্তমানে মানুষ এমন হয়েছে নিজে বাঁচলেই হইল, অন্যরা কিভাবে চলবে তা খেয়াল করে না। মানুষের মাঝে যদি মানবতা থাকতো তাইলে আর আজকে কোন কাজ করিয়ে নেওয়ার জন্য ঘুস দেওয়া লাগতো না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 11, 2024, 12:20:14 PM
----
ইউনিয়ন অফিসে একটা কাগজের জন্য গেলে প্রত্যেকটা মানুষ হয়রানি হয়। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ যেনো মানুষের কাছে আতংকের নাম হয়ে গেছে। অফিসে গেলে একই কথা, সার্ভার নাই। অথচ গ্রাম পুলিশের কাছে ৫০০ টাকা ধরিয়ে দিতে ২ দিনের মধ্যে সব ঠিক হয়ে যায়। বিদ্যুৎ নিয়ে দুইদিন পর পর নাটক হয়।
২০২১ সালে অনলাইনে বুস্টিং এর জন্যে পাসপোর্ট করতে জেয়ে প্রতিটা ধাপে ধাপে হয়রানির শিকার হইছিলাম, আমার এন আই ডি কার্ডে নাম একটু ভুল ছিলো এই জন্যে জন্ম বিবন্ধন করা লাগছিলো, এটা করতে ৩দিন ঘুরাইছিলো। পরে ১হাজার টাকা দিসিলাম এক দিনেই হয়ে গেছিলো। এন আই ডি সংশধন করতে বলেছিলো ৩মাসের আগে হবেনা। পরে যখন ২হাজার টাকা দিলাম ২৪ ঘন্টাও লাগেনি এন আই ডি ডাউনলোড করার মেসেজ দিয়ে দিসিলো। আর পাসপোর্ট একবারেই জমা নিয়েছিলো, কারন আগেই দালাল ধরছিলাম অখানেও ৩হাজার টাকা এক্সট্রা লাগছে।

২০২২ সালে আমার মেয়ের জন্মনিবন্ধন করতে ১৫০০টাকা নিয়েছিলো।
ভাই সেইম অবস্থা। আপনার তো NID তে নামগত একটা ভুল ছিল আর আমার সময় ওদের ভুল সংশোধনের জন্য ওদেরই টাকা দিতে হইছিল।

ভালোভাবে কাহিনিটা বলি। তো আমরা সবাইই জানি জন্মনিবন্ধনের যে কাগজি ভার্সন আছে সেটা কিন্তু বংলা ভার্সন, সেখানে কোনো ইংরেজি নাই। সারাজীবন আমরা বাংলাটাই ইউজ করছি। কিন্তু রিসেন্টলি কয়েকবছর দেখতেছি সব ডিজিটাল, জন্মনিবন্ধনও। একদিন ওয়েবসাইটে গিয়ে দেখি বাংলায় সবই ঠিক আছে ইংরেজিতে সব ভুল। ধরেন আমার নাম বাংলায় "ডাইং সোল" কিন্তু ইংরেজিতে লিখে রাখছে djsosg, এমন। আবার বাপের নামে লেখা জাস্ট Md, আর মায়ের তো কোনো নামই নাই, ঘরই ফাঁকা, লল।

তো ইউনিয়ন পরিষদে গেলাম, বলে এখানে হবেনা, যেখান থেকে জন্মনিবন্ধন ইস্যু হইছে সেখানে যেতে হবে, এই লাগবে সেই লাগবে, মানে নানান এক্সকিউজ। বলে রাখি আমি এক জেলা থেকে অন্য জেলায় সিফ্ট হইছি, দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত। এভাবে আমাকে কয়েক মাস ঘুরাইছে, তার দ্বারা সম্ভবই না কোনোভাবে। পরে ২০০০ টাকা ঘুষ দিলাম, আর জাদুর মতো সম্ভব হয়ে গেলো।

এখানে কিন্তু আমার কোনো ভুল ছিলনা, ভুল ছিলো যারা এসব ডাটা ওয়েবসাইটে ইন্ট্রি করছে, মানে তাদের কর্মচারী। কিন্তু টাকা গেলো আমার। মানে ওদের দোষ ঠিক করার জন্য ওদেরই টাকা দেয়া লাগলো।

বাহ ******* নাতি বাহ।  Smiley

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 11, 2024, 10:15:04 AM
Breaking News:বিটকয়েন ইটিএফ অফিসিয়াল ভাবে অনুমোদন দিয়েছে। দীর্ঘ দিন সিরিয়ালি নাটকের পর আজকে বিটকয়েনের ইটিএফ অনুমোদন সত্যিই ভালো লাগার মতো একটি খবর। ইটিএফ অনুমোদনের খবর প্রকাশিত হওয়ার পর থেকে বিটকয়েন বাজার হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে বিটকয়েন বাজার $47695।
BTC দেখি পুরাই চান্দে যাচ্ছে আজকে কুকয়েন দেখলাম প্রায় কিছুক্ষন আগে প্রায় ৪৯ হাজার ডলারে উঠেছিলো। বিটকয়েন যেভাবে পাম্প করছে তাতে মনে হয় আজকেই ৫০ হাজার ডলার অতিক্রম করতে পারে। অনেকেই অনুমান করেছিলো জানুয়ারিতে ৫০ হাজার ডলার ছুয়ে ফেলবে, তাদের অনুমান সত্যিই হতে চলেছে।

তবে ETH অনেকটাই পাম্প করেছে, সাথে সাথে আরো অন্যান্য কয়েনের দাম ও বাড়তে চলেছে। মার্কেট আজকে সবুজ রঙে রয়েছেন।  Cheesy
hero member
Activity: 840
Merit: 522
January 11, 2024, 10:03:02 AM
আরো মজার কাহিনী হলো গিয়ে শুধু বিল গেটস নয় আমার নিজের টুইটার একাউন্টে বছরখানেক আগে এরকম হয়েছিল। তা মূলত ঘটেছিল একটা ক্র্যাক ফাইল ডাউনলোড করেছিলাম আর তাতে কাজ হয়ে গিয়েছিল আমার ব্রাউজার এর সকল ডাটা সব কিছুর অ্যাক্সেস নিয়ে নিয়েছিল, মেটা মাস্ক এক্সটেনশনে কিছু টোকেন হোল্ডিং ছিল সেগুলো পুটুস পুটুস করে টেনে নিয়ে গিয়েছে।
তারপর পাঁচ হাজারের উপরে ফলোয়ার্স ছিল আমার ওই দুইটার একাউন্টে ওইটা সুন্দর করে এক্সেস নিয়ে ইলন মাস্ক এর নাম এবং প্রোফাইল পিক দিয়ে এ ধরনের  ফিশিং শুরু করেছিল, যদিও পরবর্তীতে অ্যাকাউন্টটি সাসপেন্ডেড হয়ে গিয়েছে। কিন্তু বড় বড় ইনফ্লুয়েন্সার দের ক্ষেত্রে এসব ঘটনা আমার কাছে অনেক সময় কেমন যেন সাজানো মনে হয়।

ভাই এতো মজার কাহিনী শুনলে তো ইন্টারনেট চালাতেই ভয় লাগে। ভালো লাগলো যে আপনিও বিল গেট্স এর থেকে একদম পিছিয়ে নেই। বিল গেট্সকে আপনার থেকে এগিয়ে যেতে দেন নাই। আমারো ইথেরিয়াম ওয়ালেট হ্যাক হয়েছে এবং আগের ইমেইল হ্যাক হয়েছে। ইমেইল রিকভার করার উপায় থাকলে আর করিনি। কারন সেটা খুব বেশি প্রয়োজনীয় ছিলো না। আর ইমেইল রিকভার করা গেলেও, ক্রিপ্টো ওয়ালেট একবার হ্যাক হয়ে গেলে, সেগুলো আর ব্যাবহার করা যায় না।

টুইটারে অনেক বেশি ফেইক এডস এবং অনেক বেশি ফেইক প্রজেক্ট। ইনফ্লুয়েন্সার রা টাকা কামানোর জন্য নিজেরাই এসব ম্যালওয়্যার পোষ্ট করে তারপর বলে যে আমার একাউন্ট হ্যাক হয়েছিলো। মাঝখান থেকে তারা আসলে কিছু টাকা কামাই করে নেয়। আর টুইটার বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো তো এগুলো কখানো যাচাই ও করে না।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
January 11, 2024, 09:43:41 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 11, 2024, 04:08:28 AM
২০২১ সালে অনলাইনে বুস্টিং এর জন্যে পাসপোর্ট করতে জেয়ে প্রতিটা ধাপে ধাপে হয়রানির শিকার হইছিলাম, আমার এন আই ডি কার্ডে নাম একটু ভুল ছিলো এই জন্যে জন্ম বিবন্ধন করা লাগছিলো, এটা করতে ৩দিন ঘুরাইছিলো। পরে ১হাজার টাকা দিসিলাম এক দিনেই হয়ে গেছিলো। এন আই ডি সংশধন করতে বলেছিলো ৩মাসের আগে হবেনা। পরে যখন ২হাজার টাকা দিলাম ২৪ ঘন্টাও লাগেনি এন আই ডি ডাউনলোড করার মেসেজ দিয়ে দিসিলো। আর পাসপোর্ট একবারেই জমা নিয়েছিলো, কারন আগেই দালাল ধরছিলাম অখানেও ৩হাজার টাকা এক্সট্রা লাগছে।

সমস্যা তো ভাই হবেই। যখন মেম্বার চেয়ারম্যান এর নির্বাচন হয়, তখন পাবলিক চা পান খাওয়ার জন্য টাকা চায়। তারা কি জানে না যে এই লোক মেম্বার হলে এই টাকা আমার কাছ থেকেই সুধে আসলে সব নিয়ে নিবে? ইউনিয়ন অফিস একটা হয়রানির আখড়া হয়ে গেছে। তবে আপনি নিজে সতর্ক হলে এরা কিছুই করতে পারবে না। কিভাবে সতর্ক হবেন? আমাকে দেখেন আমি কিভাবে কি করেছি।

বাচ্চা জন্ম নেয়ার ৪০ দিনের ভেতরে জন্মনিবন্ধন আবেদন করতে হবে। এবং সেটা করার জন্য আপনার এলাকার কমিউনিটি ক্লিনিকে যেখানে টিকা প্রদান করে, সেইখানের সেবিকা বা ম্যাডাম নিজেরাই সেই আবেদন পুরন করে নিয়ে যাবে। অযথা যদি দেড়ি করেন, সেটার জন্য আপনাকে হয়রানি হতে হবে। আমি ৪০ দিনের ভেতরেই আবেদন করেছি এবং কিছুদিন পরেই আমার মোবাইলে জন্ম নিবন্ধন এর মেসেজ চলে এসেছে। আমাকে আলদা কোনো টাকা খরচ করতে হয়নি।

এখন প্রতিটা কাজই অনলাইন। কিছুদিন আগে আমার নিজের জন্মনিবন্ধন ইংরেজি করার প্রয়োজন পরেছিলো। আমি নিজেই অনলাইনে আবেদন করে দোকান থেকে প্রিন্ট করে ইউনিয়ন অফিসে জমা দিয়ে এসেছি। ১২০ টাকা লেগেছিলো মনে হয়। পরে গ্রাম পুলিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে।

পাসপোর্ট করার জন্য কখনোই কোনো দালাল ধরবেন না। আর পাসপোর্ট অফিসের আশে পাশে যেসব দোকান থাকে, সেগুলো থেকে আবেদন করবেন না। তারা সব একই গোয়ালের গরু। আমার এবং আমার পরিবারের সকলের পাসপোর্ট এর আবেদন আমি নিজেই করেছি এবং সকল কাজ নিজে করেছি। এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবার পাসপোর্ট হাতে পেয়েছি। আমার বাচ্চার পাসপোর্ট এর আবেদন নিজে করে একটা দোকানে দকেহিয়ে জিজ্ঞেস করেছিলাম, ভাই দেখেন তো ঠিক আছে কি না। সে বললো যে ভাই এটা হবে না। নতুন করে করতে হবে। আমি তার কথা না শুনে সেটাই জমা দিয়েছি। এবং পাসপোর্ট ও হাতে পেয়েছি। তার মানে সেই লোক কিছু ধান্দা করতে চেয়েছিলো। দেশটা আসলে এমনই। আমাকে আপনাকে সচেতন হতে হবে।

full member
Activity: 546
Merit: 164
January 11, 2024, 03:13:38 AM
যদি এক সরকার দেশ ১০০ বছর শাসন করে, তাতেও আমার সমস্যা নাই। আমার সমস্যা অন্য যায়গায়। জনগনের বাক স্বাধীনতা দিতে হবে। কিন্তু সেটা বাংলাদেশে নাই বললেই চলে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলতেই পারবেন না। নির্বাচনের ২ থেকে ৩ দিন আগে আমার এক চাচা মার্কেটে গিয়ে দোকানের লোকজন কে বলতেছে এখানে কিসের ট্রাকের আলাপ চলে? ট্রাকের কোনো আলাপ চলবে না, শুধু নৌকার আলাপ করতে পারবি। আমি সেখানে ছিলাম না। এভাবে মানুষের মুখ যারা বন্ধ করে রাখতে চায়, তারা কিভাবে জনগনের প্রতিনিধি হতে পারে?
এখন যারা বয়স্ক ভাতা পাচ্ছে তাদেরকে পর্যন্ত  আওয়ামী লীগের প্রার্থীরা বাসায় গিয়ে হুমকি দিচ্ছে তোমরা যদি  নৌকাতে ভোট না দাও তাহলে তোমাদের বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়া হবে। বর্তমান আমাদের দেশে এমন পরিস্থিতি হচ্ছে যে একজন স্বাধীন দেশে যে আমরা বসবাস করছি সেটা বোঝার উপায় নাই। স্বাধীন দেশে বসবাস করলে প্রত্যেকটা জনগণই তাদের মতামত প্রকাশ করতে পারে কিন্তু আমাদের দেশে কোন মতামত প্রকাশ করার অবকাশ নেই ।শুধু সরকারের প্রশংসা করতে হবে একটা কথা সরকারের বিপক্ষে  হলেই সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী গ্রেফতার করবে না হলে আওয়ামী লীগ লীগের কিছু সন্ত্রাস বাহিনী এসে অত্যাচার করবে ।এই হল আমাদের স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে বসবাস করছি। আর ভোট চুরির কথা নাইবা বললাম আমরা যারা  যমুনা টিভির নিউজগুলো দেখেছি তারা অবশ্যই বুঝতে পারবো আমাদের দেশে নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে। যমুনা টিভির ক্যামেরাতে প্রত্যেকটা কেন্দ্রের ভোট চুরির ঘটনা সুন্দরভাবে প্রকাশ করেছে ১৮ বছর না হতেই একজন কিশোর ভোট দিচ্ছে শিশুকে দিয়ে ভোট দেয়া হচ্ছে। সরকার বলছে যে ৬০% ভোট কাস্ট হয়েছে কিন্তু অরিজিনালি ২০% ভোট ও কাস্ট হয়নি।  এটা নাকি সুষ্ঠু নির্বাচন  যেখানে প্রদান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করেনি সেটা আবার কিসের নির্বাচন হলো।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 10, 2024, 10:59:01 PM
----

যদি এক সরকার দেশ ১০০ বছর শাসন করে, তাতেও আমার সমস্যা নাই। আমার সমস্যা অন্য যায়গায়। জনগনের বাক স্বাধীনতা দিতে হবে। কিন্তু সেটা বাংলাদেশে নাই বললেই চলে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলতেই পারবেন না। নির্বাচনের ২ থেকে ৩ দিন আগে আমার এক চাচা মার্কেটে গিয়ে দোকানের লোকজন কে বলতেছে এখানে কিসের ট্রাকের আলাপ চলে? ট্রাকের কোনো আলাপ চলবে না, শুধু নৌকার আলাপ করতে পারবি। আমি সেখানে ছিলাম না। এভাবে মানুষের মুখ যারা বন্ধ করে রাখতে চায়, তারা কিভাবে জনগনের প্রতিনিধি হতে পারে?

ইউনিয়ন অফিসে একটা কাগজের জন্য গেলে প্রত্যেকটা মানুষ হয়রানি হয়। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ যেনো মানুষের কাছে আতংকের নাম হয়ে গেছে। অফিসে গেলে একই কথা, সার্ভার নাই। অথচ গ্রাম পুলিশের কাছে ৫০০ টাকা ধরিয়ে দিতে ২ দিনের মধ্যে সব ঠিক হয়ে যায়। বিদ্যুৎ নিয়ে দুইদিন পর পর নাটক হয়। বাজারে নিত্যপন্যের দাম আকাশচুম্বী। আরো কতো শত সমস্যা।

আমি আগেই বলেছি যে, আমরা সাধারন মানুষ সরকারের কাছে ভাত কাপড় চাই না। আমরা চাই একটু শান্তি। আমাদের ন্যায্য অধিকার। কিন্তু নিকট ভবিষ্যতেও এই দেশের মানুষ তার অধিকার পাবে না।

২০২১ সালে অনলাইনে বুস্টিং এর জন্যে পাসপোর্ট করতে জেয়ে প্রতিটা ধাপে ধাপে হয়রানির শিকার হইছিলাম, আমার এন আই ডি কার্ডে নাম একটু ভুল ছিলো এই জন্যে জন্ম বিবন্ধন করা লাগছিলো, এটা করতে ৩দিন ঘুরাইছিলো। পরে ১হাজার টাকা দিসিলাম এক দিনেই হয়ে গেছিলো। এন আই ডি সংশধন করতে বলেছিলো ৩মাসের আগে হবেনা। পরে যখন ২হাজার টাকা দিলাম ২৪ ঘন্টাও লাগেনি এন আই ডি ডাউনলোড করার মেসেজ দিয়ে দিসিলো। আর পাসপোর্ট একবারেই জমা নিয়েছিলো, কারন আগেই দালাল ধরছিলাম অখানেও ৩হাজার টাকা এক্সট্রা লাগছে।

২০২২ সালে আমার মেয়ের জন্মনিবন্ধন করতে ১৫০০টাকা নিয়েছিলো।

এখন প্রতিটা যায়গাতে এরকম হলে আপনি বা আমি ভালো হলেও কোনো লাভ নাই। পুরা সিস্টেমেই সমস্যা।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
January 10, 2024, 06:17:30 PM
Breaking News:বিটকয়েন ইটিএফ অফিসিয়াল ভাবে অনুমোদন দিয়েছে। দীর্ঘ দিন সিরিয়ালি নাটকের পর আজকে বিটকয়েনের ইটিএফ অনুমোদন সত্যিই ভালো লাগার মতো একটি খবর। ইটিএফ অনুমোদনের খবর প্রকাশিত হওয়ার পর থেকে বিটকয়েন বাজার হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে বিটকয়েন বাজার $47695।

https://twitter.com/BitcoinMagazine/status/1745198148862046507?t=RDFL4v9ul9LHjFv3rppgLg&s=19
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 10, 2024, 04:43:23 PM
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
January 10, 2024, 02:52:29 PM
ভোটাভুটি হইছে এমন যে পার্থি আমরা আর মামুরা আর ভোটার হলো নানি আর খালারা। USA, UK, Canadian সরকার টুইট করছে যে তাদের দেশ থেকে যারা নির্বাচন দেখতে এসেছিলো তারা এসেছিলো তাদের ব্যাক্তিগতভাবে সরকারিভাবে তারা কাউকে পাঠায়নি এর জন্যই  বলি পশ্চিমা দেশগুলো কিভাবে এই নির্বাচনকে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বলতে পারে। আমি আওয়ামী লীগের বিপক্ষে না। আমি আওয়ামী লীগ সাপর্ট করি তবুও এমন কর্মকাণ্ড মেনে নিতে কষ্ট হয়। যাইহোক কে সরকার হলো এটা আমাদের দেখার বিষয় না। দেশের উন্নয়ন হচ্ছে এটাই মিথ্যা না। দেশের অনেক উন্নতি হইছবে৷ তবে আরো উন্নয়ন করার আগে সরকারের এটার উপর নজর দেওয়া উচিৎ যে কিভানে ডলারের দাম কমানো যায়। কারন ডলারের দাম কমাইলেই পন্যের দাম কমানো সম্ভব। আর খাদ্য পন্যের দাম কমাইলের দেশের মানুষ খুশি।
মজার কথা হচ্ছে ভাইয়া লাখ লাখ কোটি টাকা অন্যের থেকে ঋণ নিয়ে এ ধরনের উন্নয়ন করাই যায় পাশাপাশি একটা বড় অংকের টাকা সুইচ ব্যাংক থেকে বেগম পাড়া সব জায়গায় পাঠানো যায়। যেখানে বাক স্বাধীনতা নেই শুধু আছে উন্নয়নের তসবি গাওয়া সেই খানের উন্নয়নকে আমি ধিক্কার জানাই। মুখ বেঁধে রেখে আমাদের সামনে পোলাও মাংস রাখার কোন মানেই হয় না।
এই যে 2024 সাল শুরু হল আর কদিন পর থেকে দেখতে পাবেন দিনের বোঝা কাকে বলে, তাছাড়া বর্তমান সরকারের যে ভাব দেখতেছি তাতে মনে হচ্ছে আমাদের শেষ সম্বল টেক্সটাইল খাত কেউ স্যাংশন লাগিয়ে তারপর বিদায় নিবে।
মানে আপনার আমার সন্তানেরা এখন লাখ টাকার উপরে ঋণের বোঝা মাথায় নিয়ে তারপর দুনিয়াতে আসবে। তাই ভাই এই উন্নয়ন ধুয়ে পানি খেলেও লাভ নাই।  Grin
ভাই এত সত্য কথা বলেন কেন, এত সত্য কথা বললে তো আপনার/আমার সমস্যা হয়ে যাবে। আপনারা/ আমরা এই দেশের উন্নয়ন দেখে যাব তারা যে উন্নয়ন করছে এই উন্নয়নের বিরুদ্ধে কিছু বললে আপনি/আমি দেশদ্রোহী হয়ে যাব। যে দেশে কিছু বলা যায় না কিছু বললেই সাথে সাথে একশন শুরু হয়ে যায় সেই দেশ নিয়ে এখন আর মাথা ঘামানো উচিত নয়।

আর ব্যবসায়িক ক্ষেত্রে স্যাংশন, এই দেশ যদি ধ্বংসও হয়ে যায় তাও এই সরকারের কিছুই হবে না কারণ এই সরকারের ক্ষমতা দরকার দেশ দরকার নয়। আমাদের যে দেশকে বন্ধু ভাবা হয় সেই দেশ ভারত চাচ্ছে বাংলাদেশ সবকিছুতে স্যাংশন খেয়ে যাক। অলরেডি আমাদের দেশের কিছু গার্মেন্টস কোম্পানি বন্ধ হয়ে গেছে তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে দেশের প্রায় সমস্ত টেক্সটাইল এবং গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। যখনই আমাদের দেশ থেকে বাণিজ্যিক লেনদেন বন্ধ হয়ে যাবে তখনই ইন্ডিয়া তার দেশে বাণিজ্যিক লেনদেন চালু করে দেবে আর এটাই হচ্ছে ইন্ডিয়ার মূল সার্থকতা।

ভাই কিছুদিন পর আমাদের দেশে ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরতে হবে। এই দেশ আর দেশ নেই এই দেশ ডিমের খোসারমত একদম খোসা করে দিয়েছে। আসলে ভাই এত কথা বলতে চাইছিলাম না কেমন জানি মন থেকে বেরিয়ে আসলো হয়তো এটাই আমার দেশের প্রতি ভালোবাসা যার কারণে মন থেকে বেরিয়ে আসলো। যাই হোক আল্লাহ এই দেশকে তুমি হেফাজত কর।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 10, 2024, 01:59:35 PM
ভোটাভুটি হইছে এমন যে পার্থি আমরা আর মামুরা আর ভোটার হলো নানি আর খালারা। USA, UK, Canadian সরকার টুইট করছে যে তাদের দেশ থেকে যারা নির্বাচন দেখতে এসেছিলো তারা এসেছিলো তাদের ব্যাক্তিগতভাবে সরকারিভাবে তারা কাউকে পাঠায়নি এর জন্যই  বলি পশ্চিমা দেশগুলো কিভাবে এই নির্বাচনকে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বলতে পারে। আমি আওয়ামী লীগের বিপক্ষে না। আমি আওয়ামী লীগ সাপর্ট করি তবুও এমন কর্মকাণ্ড মেনে নিতে কষ্ট হয়। যাইহোক কে সরকার হলো এটা আমাদের দেখার বিষয় না। দেশের উন্নয়ন হচ্ছে এটাই মিথ্যা না। দেশের অনেক উন্নতি হইছবে৷ তবে আরো উন্নয়ন করার আগে সরকারের এটার উপর নজর দেওয়া উচিৎ যে কিভানে ডলারের দাম কমানো যায়। কারন ডলারের দাম কমাইলেই পন্যের দাম কমানো সম্ভব। আর খাদ্য পন্যের দাম কমাইলের দেশের মানুষ খুশি।
মজার কথা হচ্ছে ভাইয়া লাখ লাখ কোটি টাকা অন্যের থেকে ঋণ নিয়ে এ ধরনের উন্নয়ন করাই যায় পাশাপাশি একটা বড় অংকের টাকা সুইচ ব্যাংক থেকে বেগম পাড়া সব জায়গায় পাঠানো যায়। যেখানে বাক স্বাধীনতা নেই শুধু আছে উন্নয়নের তসবি গাওয়া সেই খানের উন্নয়নকে আমি ধিক্কার জানাই। মুখ বেঁধে রেখে আমাদের সামনে পোলাও মাংস রাখার কোন মানেই হয় না।
এই যে 2024 সাল শুরু হল আর কদিন পর থেকে দেখতে পাবেন দিনের বোঝা কাকে বলে, তাছাড়া বর্তমান সরকারের যে ভাব দেখতেছি তাতে মনে হচ্ছে আমাদের শেষ সম্বল টেক্সটাইল খাত কেউ স্যাংশন লাগিয়ে তারপর বিদায় নিবে।
মানে আপনার আমার সন্তানেরা এখন লাখ টাকার উপরে ঋণের বোঝা মাথায় নিয়ে তারপর দুনিয়াতে আসবে। তাই ভাই এই উন্নয়ন ধুয়ে পানি খেলেও লাভ নাই।  Grin

মজার ব্যাপার হলো এমন ঘটনা কিন্তু এটাই প্রথম না। এর আগেও এমন একাউন্ট হ্যাক এর ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে মনে হয় একটা নিউজ ওয়েবসাইট ভুল টুইট করেছিলো যার ফলে বিটকয়েনের মার্কেটে দারুন একটা মুভমেন্ট আসে। তারপর তারা একটা ওয়েবসাইটে বেশ কিছু প্রফিট ক্যাশ করার পর আবার সেই টুইট ডিলেট করে দিয়ে সরি বলে। এছাড়া বেশ কিছু ইনফ্লুয়েন্সারের একাউন্ট হ্যাক করে হ্যাকাররা তাদের বিটকয়েন বা ইথেরিয়াম এড্রেস পোষ্ট করে সেই এড্রেস এ বিটকয়েন পাঠাতে বলে। আর তারা অফার করতো যে ১ ঘন্টা বা ২ ঘন্টা পর তারা দুই গুন ক্রিপ্টো ফেরত পাবে। পরে যানা যায় সেসব একাউন্ট আসলে হ্যাক হয়েছিলো। এর আগে বিল গেটস এর সাথে একই ধরনের ঘটনা ঘটেছিলো। তাই এই ধরনের নিউজ প্রথমেই বিশ্বাস করা ঠিক হবে না।
আরো মজার কাহিনী হলো গিয়ে শুধু বিল গেটস নয় আমার নিজের টুইটার একাউন্টে বছরখানেক আগে এরকম হয়েছিল। তা মূলত ঘটেছিল একটা ক্র্যাক ফাইল ডাউনলোড করেছিলাম আর তাতে কাজ হয়ে গিয়েছিল আমার ব্রাউজার এর সকল ডাটা সব কিছুর অ্যাক্সেস নিয়ে নিয়েছিল, মেটা মাস্ক এক্সটেনশনে কিছু টোকেন হোল্ডিং ছিল সেগুলো পুটুস পুটুস করে টেনে নিয়ে গিয়েছে।
তারপর পাঁচ হাজারের উপরে ফলোয়ার্স ছিল আমার ওই দুইটার একাউন্টে ওইটা সুন্দর করে এক্সেস নিয়ে ইলন মাস্ক এর নাম এবং প্রোফাইল পিক দিয়ে এ ধরনের  ফিশিং শুরু করেছিল, যদিও পরবর্তীতে অ্যাকাউন্টটি সাসপেন্ডেড হয়ে গিয়েছে। কিন্তু বড় বড় ইনফ্লুয়েন্সার দের ক্ষেত্রে এসব ঘটনা আমার কাছে অনেক সময় কেমন যেন সাজানো মনে হয়।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 10, 2024, 01:38:06 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৪৫ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-545th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5480895
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953



hero member
Activity: 840
Merit: 522
January 10, 2024, 10:45:19 AM
জাল বিটকয়েন ইটিএফ কে আপনারা কি মনে করেন এটা কি একটি সিরিয়াল নাটকের মত মনে হচ্ছে না? কিছুক্ষণ আগে U.S securities exchange and commission থেকে পোস্ট করা হয়েছে বিটকয়েন ইটিএফ অনুমোদন করা হয়েছে এবং তার একটু পরেই Gray Gensler বলেছেন @SECGov (X)twitter account আপস করা হয়েছে এবং একটি অনঅনুমোদিত টুইট পোস্ট করা হয়েছে। ইটিএফ অনুমোদনের পর মার্কেট বাড়তে শুরু করে তার একটু পরে বলা হয় অনুমোদন করা হয়নি এবং সেখান থেকে মার্কেট ডাউন হতে শুরু করে। এখান থেকে কি বোঝা যাচ্ছে না বিটকয়েন ইটিএফ সম্পূর্ণ নাটকীয় একটি ঘটনা। এতদিন কোন টুইটের একাউন্ট হ্যাক হলো না আর আজকে বিটকয়েন ইটিএফ অনুমোদন দেওয়ার সাথে সাথে টুইটার একাউন্ট হ্যাক হয়ে গেল?

মজার ব্যাপার হলো এমন ঘটনা কিন্তু এটাই প্রথম না। এর আগেও এমন একাউন্ট হ্যাক এর ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে মনে হয় একটা নিউজ ওয়েবসাইট ভুল টুইট করেছিলো যার ফলে বিটকয়েনের মার্কেটে দারুন একটা মুভমেন্ট আসে। তারপর তারা একটা ওয়েবসাইটে বেশ কিছু প্রফিট ক্যাশ করার পর আবার সেই টুইট ডিলেট করে দিয়ে সরি বলে। এছাড়া বেশ কিছু ইনফ্লুয়েন্সারের একাউন্ট হ্যাক করে হ্যাকাররা তাদের বিটকয়েন বা ইথেরিয়াম এড্রেস পোষ্ট করে সেই এড্রেস এ বিটকয়েন পাঠাতে বলে। আর তারা অফার করতো যে ১ ঘন্টা বা ২ ঘন্টা পর তারা দুই গুন ক্রিপ্টো ফেরত পাবে। পরে যানা যায় সেসব একাউন্ট আসলে হ্যাক হয়েছিলো। এর আগে বিল গেটস এর সাথে একই ধরনের ঘটনা ঘটেছিলো। তাই এই ধরনের নিউজ প্রথমেই বিশ্বাস করা ঠিক হবে না।
sr. member
Activity: 616
Merit: 322
January 10, 2024, 10:28:25 AM
মানুষ গনতন্ত্র অধিকার আবারো কোনোদিন ফিরে পাবে কি না তা বলা যায় না। জনগণের ভোটের কোনো দাম নাই তাই ভোট দিতে যায়নাই মানুষ এবারের নির্বাচনে। আমি এবছর প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইছি তাই খুশিতে ভোট দিতে গেছি যাইয়া দেখি ভোটার নাই। ৭ ঘন্টায় ভোট পড়েছিলো ২৭% পরে শেষের ১ ঘন্টার নাকি ভোট হইছে ১৩% মোট ৪০% ভোট কাস্ট হইছে পুরা বাংলাদেশে। যাইহোক প্রথম ভোট তাই আমি ভোট মিস করিনি আর আমার পছন্দের পার্থি আমাদের আসন থেকে বিজয়ী হইছে এটা অনেকটাই আনন্দের যে প্রথম ভোট নষ্ট হয়নাই।
আমারও ভাই ভোটার হওয়ার পরে সংসদ নির্বাচনের এটাই প্রথম ভোট দেওয়ার সুযোগ ছিল, কিন্তু ভাই আমি ভোট দেইনি বর্জন করেছি বর্জন করার কারণ অবশ্যই বিএনপি এর আহ্বান নয় নিজ থেকে  স্বইচ্ছায়।
কারণ এবারের নির্বাচন অনেকটাই এরকম হয়েছে-
"ঈগল জিতলে আমি তোমার,
নৌকা জিতলে তুমি আমার।"

সো এই নির্বাচনের আবার কিসের ভোটাভুটি। তাই অযথা নিজের টাইম সেখানে ওয়েস্ট না করে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম।
ভোটাভুটি হইছে এমন যে পার্থি আমরা আর মামুরা আর ভোটার হলো নানি আর খালারা। USA, UK, Canadian সরকার টুইট করছে যে তাদের দেশ থেকে যারা নির্বাচন দেখতে এসেছিলো তারা এসেছিলো তাদের ব্যাক্তিগতভাবে সরকারিভাবে তারা কাউকে পাঠায়নি এর জন্যই  বলি পশ্চিমা দেশগুলো কিভাবে এই নির্বাচনকে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বলতে পারে। আমি আওয়ামী লীগের বিপক্ষে না। আমি আওয়ামী লীগ সাপর্ট করি তবুও এমন কর্মকাণ্ড মেনে নিতে কষ্ট হয়। যাইহোক কে সরকার হলো এটা আমাদের দেখার বিষয় না। দেশের উন্নয়ন হচ্ছে এটাই মিথ্যা না। দেশের অনেক উন্নতি হইছবে৷ তবে আরো উন্নয়ন করার আগে সরকারের এটার উপর নজর দেওয়া উচিৎ যে কিভানে ডলারের দাম কমানো যায়। কারন ডলারের দাম কমাইলেই পন্যের দাম কমানো সম্ভব। আর খাদ্য পন্যের দাম কমাইলের দেশের মানুষ খুশি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 10, 2024, 10:17:49 AM
মানুষ গনতন্ত্র অধিকার আবারো কোনোদিন ফিরে পাবে কি না তা বলা যায় না। জনগণের ভোটের কোনো দাম নাই তাই ভোট দিতে যায়নাই মানুষ এবারের নির্বাচনে। আমি এবছর প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইছি তাই খুশিতে ভোট দিতে গেছি যাইয়া দেখি ভোটার নাই। ৭ ঘন্টায় ভোট পড়েছিলো ২৭% পরে শেষের ১ ঘন্টার নাকি ভোট হইছে ১৩% মোট ৪০% ভোট কাস্ট হইছে পুরা বাংলাদেশে। যাইহোক প্রথম ভোট তাই আমি ভোট মিস করিনি আর আমার পছন্দের পার্থি আমাদের আসন থেকে বিজয়ী হইছে এটা অনেকটাই আনন্দের যে প্রথম ভোট নষ্ট হয়নাই।
আমারও ভাই ভোটার হওয়ার পরে সংসদ নির্বাচনের এটাই প্রথম ভোট দেওয়ার সুযোগ ছিল, কিন্তু ভাই আমি ভোট দেইনি বর্জন করেছি বর্জন করার কারণ অবশ্যই বিএনপি এর আহ্বান নয় নিজ থেকে  স্বইচ্ছায়।
কারণ এবারের নির্বাচন অনেকটাই এরকম হয়েছে-
"ঈগল জিতলে আমি তোমার,
নৌকা জিতলে তুমি আমার।"

সো এই নির্বাচনের আবার কিসের ভোটাভুটি। তাই অযথা নিজের টাইম সেখানে ওয়েস্ট না করে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম।

জাল বিটকয়েন ইটিএফ কে আপনারা কি মনে করেন এটা কি একটি সিরিয়াল নাটকের মত মনে হচ্ছে না? কিছুক্ষণ আগে U.S securities exchange and commission থেকে পোস্ট করা হয়েছে বিটকয়েন ইটিএফ অনুমোদন করা হয়েছে এবং তার একটু পরেই Gray Gensler বলেছেন @SECGov (X)twitter account আপস করা হয়েছে এবং একটি অনঅনুমোদিত টুইট পোস্ট করা হয়েছে। ইটিএফ অনুমোদনের পর মার্কেট বাড়তে শুরু করে তার একটু পরে বলা হয় অনুমোদন করা হয়নি এবং সেখান থেকে মার্কেট ডাউন হতে শুরু করে। এখান থেকে কি বোঝা যাচ্ছে না বিটকয়েন ইটিএফ সম্পূর্ণ নাটকীয় একটি ঘটনা। এতদিন কোন টুইটের একাউন্ট হ্যাক হলো না আর আজকে বিটকয়েন ইটিএফ অনুমোদন দেওয়ার সাথে সাথে টুইটার একাউন্ট হ্যাক হয়ে গেল?

এটা ভাই নাটক মনে করবো কেন এটা তো ভাই সার্কাস। সকালে উঠে আমিও টুইটারে নোটিফিকেশন পায় যে বিটকয়েন ইপিএফ অনুমোদন দেওয়া হয়েছে পরে দেখি এই কান্ড। তবে আমার যা মনে হচ্ছে তারা একসেপ্ট ও করবে না রিজেক্টও করবে না শুধু ঝুলিয়ে রাখবে তবে ভবিষ্যতে একসেপ্ট করা ছাড়া হয়তো অন্য কোন উপায় থাকবেনা।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 09, 2024, 08:10:54 PM
2stout আরও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন।  তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-2nd-of-2-bread-qualifiers-first-free-raffle-of-2024-4-spots-5479970 এখানে আবেদনের জন্য কোন নিয়ম নাই। একজন একটি আবেদন করতে পারবেন। সলুট সংখ্যা সীমিত তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। মাল্টিপল অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।
Happy New Year!  26 slots (00-25), please state desired slot here, avoid duplicates within a raffle offering, and only pick one of the raffles this is the second one.  See below link for rules and how things work.  Thx!

https://bitcointalksearch.org/topic/ann-want-bread-last-2023first-2024-free-raffles-5479737

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
January 09, 2024, 06:24:38 PM
জাল বিটকয়েন ইটিএফ কে আপনারা কি মনে করেন এটা কি একটি সিরিয়াল নাটকের মত মনে হচ্ছে না? কিছুক্ষণ আগে U.S securities exchange and commission থেকে পোস্ট করা হয়েছে বিটকয়েন ইটিএফ অনুমোদন করা হয়েছে এবং তার একটু পরেই Gray Gensler বলেছেন @SECGov (X)twitter account আপস করা হয়েছে এবং একটি অনঅনুমোদিত টুইট পোস্ট করা হয়েছে। ইটিএফ অনুমোদনের পর মার্কেট বাড়তে শুরু করে তার একটু পরে বলা হয় অনুমোদন করা হয়নি এবং সেখান থেকে মার্কেট ডাউন হতে শুরু করে। এখান থেকে কি বোঝা যাচ্ছে না বিটকয়েন ইটিএফ সম্পূর্ণ নাটকীয় একটি ঘটনা। এতদিন কোন টুইটের একাউন্ট হ্যাক হলো না আর আজকে বিটকয়েন ইটিএফ অনুমোদন দেওয়ার সাথে সাথে টুইটার একাউন্ট হ্যাক হয়ে গেল?
full member
Activity: 546
Merit: 164
January 09, 2024, 09:52:14 AM
ভোট কাকে দেবো?
প্রতিযোগিতা থাকলে ভোট দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমি ভোট দিতে গিয়েছিলাম এবং গিয়ে দেখি ভোট কেন্দ্র ফাঁকা। তাই এই বছর আমি সিরিয়াল ছাড়া ভোট দিতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ আমি ভোট মিস করিনি। তবে আমি পরিস্থিতি দেখে বুঝতে পেরেছি প্রচুর জালিয়াতি হয়েছে ভোটকেন্দ্রে।
অনেক জালিয়াতি ভোট দিয়েছে জনগণ, আমার এক পরিচিত ভাই একাই 27 টি ভোট দিয়েছেন ভোট দিয়েছে। হাজার চেষ্টা করে নির্বাচন কমিশনের ঘোষণা মোট ৪০% ভোট কাউন্ট হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ জুড়ে অরিজিনালি ভোট এত কাউন্ট হয়নি। ৪০% দেখানো হয়েছে সম্পূর্ণ জালিয়াতি করে বাহিরের দেশগুলোকে প্রমাণ দেওয়ার জন্য এই কাজগুলো করেছে বাংলাদেশের সরকার।

আসলে একটা দলের সাপোর্ট করলেই তার গুনগান গাইতে হবে এমন কোনো কথা নয়। আমার বাবা চাচারা সব সময় আওয়ামীলীগ করতো এবং চাচারাও এখনো করছে। কিন্তু একই সরকার বার বার দেশের ক্ষমতায় থেকে দেশে কি উন্নয়ন করছে, জনগনের অধিকার কতোটুকু আছে, সেগূলো দেখার মতো বিষয়। আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সরকার দেশের স্ট্রাকচারাল উন্নয়ন করছে, তবে সেগুলো শুধুই শহরের ভেতরেই সীমাবদ্ধ। আমার এতোটুকু বয়সে, আমার গ্রামের পিচে ঢালাই রাস্তাটার সংস্কার হতে দেখিনি। একই এম পি ১৫ বছর থাকার পরেও গ্রামের এই রাস্তায় একটা ইট অব্দি আসে নাই। রাস্তাটা যে, পিচের, সেটা বোঝার কোনো উপায় নেই। ২০ বছরে যদি একটা রাস্তা মেরামত না হয়, তবে সেই সরকার দিয়ে মানুষ কি করবে? সরকারের কাছে তো মানুষ ভাত কাপড় চায় না। চায় ভালো রাস্তা, চিকিৎসা ব্যাবস্থা, শিক্ষা, এগুলোই। সরকার গ্রাম পর্যায়ে কতোটুকু কাজ করেছে সেটা গ্রামে এসে দেখে যান সবাই। আমাদের গ্রামের মানুষের একটাই কথা, উন্নয়ন যেহেতু শহরে করেছে, তাইলে শহরের মানুষ ই ভোট দিক। আমরা ভোট দিবো না। আর সেই প্রভাব এই বারের এম পি ইলেকশনে পরেছে। সতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।
আসলে ভাই সরকার দেশের উন্নয়ন করুক বা না করুক জনগন ভালো চিকিৎসা উন্নত শিক্ষা ব্যবস্থা পায় বা না পায়, জনগন চায় সুস্থ নির্বাচন। যেই সরকার হোক ৫ বছরের উপরে তো আর জনগণ না চাইলে থাকতে পারবে না। ৫ বছর হয়তো জনগণের কষ্ট হবে, কিন্তু আমাদের কপাল পোড়া বাংলাদেশের এমন অবস্থা হয়েছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নাই দেখে জনগন ভোট দিতেই যায় নাই। জনগণ চায় তাদের পছন্দ মতো সরকার ঘঠন করবে, কিন্তু সেই সুযোগ পাচ্ছে না।

Quote
আর নির্বাচন এর ব্যাপারে আমি বলবো, এখানে একটা আন্তর্জাতিক আইন থাকা উচিৎ। কোনো দেশে যদি ৫১ শতাংশ এর কম ভোট কাউন্ট হয়, তাইলে সেই নির্বাচন পুনরায় করতে হবে। কারণ যেই দেশে ৩০% ভোট এ সরকার নির্বাচিত হয়, সেটা কখনোই গ্রহনযোগ্য হতে পারে না।
আমাদের বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নাই। নির্বাচন এখন একতরফা হয়ে গেছে। আমি নিউজে মনে হয় দেখেছিলাম নির্বাচন কমিশনার মনে হয় ৪০% মতো ভোট কাউন্ট এর কথা বলেছিলেন কিন্তু বলেছিলেন এটা সঠিক নাও হতে পারে। আমি নিউজটি বললাম এটা সত্য নাও হতে পারে। তবে আমি মনে করি ৩০-৩৫% বেশি ভোট কাউন্ট হয় নাই। তাইলে তো আর সরকার কীভাবে ঘঠন করে বুঝি না? দেখা যাক শেষ পরিনতি কি হয়। নির্বাচন মনে হয় না আবার হবে।
আমাদের বাংলাদেশের গণতন্ত্রের কথা কি আর বলব যে দেশে সাধারণ জনগণের ভোট দেয়ার কোন প্রয়োজনে হয় না সে দেশে গণতন্ত্র বলে কোন কথা আছে। যেখানে প্রধান বিরোধী দল অংশগ্রহণ ছাড়া নির্বাচন হয় তারপরেও  ৪০% ভোট কাস্ট হয় সরকার দাবি করে  যে গণতন্ত্র জয় হয়েছে যে দেশে ৪০% ভোট কাস্ট হয় সে দেশে গণতন্ত্রের জয় হয় সেটা সাধারণ মানুষ বুঝতে পারে। আমাদের সরকারকে নিয়ে কোন মাথা ব্যাথা নাই কিন্তু আমরা যারা সাধারন জনগণ তাদের ভালো-মন্দ দেখার দরকার সরকারের অথচ এমনভাবে দেশটা চালাচ্ছে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেশি একজন সাধারন মানুষের মধ্যবিত্ত মানুষের সংসার চালানোর কষ্ট হয়ে যাচ্ছে।
Pages:
Jump to: