Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 89. (Read 5687385 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 09, 2024, 07:28:44 AM
----

যদি এক সরকার দেশ ১০০ বছর শাসন করে, তাতেও আমার সমস্যা নাই। আমার সমস্যা অন্য যায়গায়। জনগনের বাক স্বাধীনতা দিতে হবে। কিন্তু সেটা বাংলাদেশে নাই বললেই চলে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলতেই পারবেন না। নির্বাচনের ২ থেকে ৩ দিন আগে আমার এক চাচা মার্কেটে গিয়ে দোকানের লোকজন কে বলতেছে এখানে কিসের ট্রাকের আলাপ চলে? ট্রাকের কোনো আলাপ চলবে না, শুধু নৌকার আলাপ করতে পারবি। আমি সেখানে ছিলাম না। এভাবে মানুষের মুখ যারা বন্ধ করে রাখতে চায়, তারা কিভাবে জনগনের প্রতিনিধি হতে পারে?

ইউনিয়ন অফিসে একটা কাগজের জন্য গেলে প্রত্যেকটা মানুষ হয়রানি হয়। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ যেনো মানুষের কাছে আতংকের নাম হয়ে গেছে। অফিসে গেলে একই কথা, সার্ভার নাই। অথচ গ্রাম পুলিশের কাছে ৫০০ টাকা ধরিয়ে দিতে ২ দিনের মধ্যে সব ঠিক হয়ে যায়। বিদ্যুৎ নিয়ে দুইদিন পর পর নাটক হয়। বাজারে নিত্যপন্যের দাম আকাশচুম্বী। আরো কতো শত সমস্যা।

আমি আগেই বলেছি যে, আমরা সাধারন মানুষ সরকারের কাছে ভাত কাপড় চাই না। আমরা চাই একটু শান্তি। আমাদের ন্যায্য অধিকার। কিন্তু নিকট ভবিষ্যতেও এই দেশের মানুষ তার অধিকার পাবে না।
sr. member
Activity: 420
Merit: 376
January 09, 2024, 06:48:28 AM
~~

Quote
~~
আমাদের বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নাই। নির্বাচন এখন একতরফা হয়ে গেছে। আমি নিউজে মনে হয় দেখেছিলাম নির্বাচন কমিশনার মনে হয় ৪০% মতো ভোট কাউন্ট এর কথা বলেছিলেন কিন্তু বলেছিলেন এটা সঠিক নাও হতে পারে। আমি নিউজটি বললাম এটা সত্য নাও হতে পারে। তবে আমি মনে করি ৩০-৩৫% বেশি ভোট কাউন্ট হয় নাই। তাইলে তো আর সরকার কীভাবে ঘঠন করে বুঝি না? দেখা যাক শেষ পরিনতি কি হয়। নির্বাচন মনে হয় না আবার হবে।
আমি যতটুকু জানি সেই অনুযায়ী নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেশের জনগণ প্রশাসনিক কাজের জন্য তাদের ভোটের মাধ্যমে পছন্দমত একজন প্রতিনিধিকে বেছে নিবে। কিন্তু আমাদের দেশের জনগণের কাছ থেকে সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে তাদের পছন্দমত কোন প্রার্থী তারা নির্বাচিত করতে পারছে না তাদের ভোটের মাধ্যমে।  যে সব প্রতিনিধি নির্বাচিত হচ্ছে তারা জবরদস্তির মাধ্যমে নির্বাচিত হচ্ছে কোন ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে না।

আমি বিবিসি নিউজ এ দেখলাম সাত তারিখে নির্বাচনে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত এবং রাশিয়া। আবার অন্য একটি পত্রিকায় দেখলাম যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়নি। আসলে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়নি।

গণতান্ত্রিক দেশ মানে হচ্ছে সেই দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের প্রার্থী নির্বাচিত করবে কিন্তু বাংলাদেশ এখন একনায়তন্ত্র দেশ হয়ে যাচ্ছে অর্থাৎ এই দেশে জনগণের ভোটের কোন অধিকার থাকবে না ভবিষ্যতে এমনটি হবে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 09, 2024, 06:07:07 AM
ভোট কাকে দেবো?
প্রতিযোগিতা থাকলে ভোট দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমি ভোট দিতে গিয়েছিলাম এবং গিয়ে দেখি ভোট কেন্দ্র ফাঁকা। তাই এই বছর আমি সিরিয়াল ছাড়া ভোট দিতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ আমি ভোট মিস করিনি। তবে আমি পরিস্থিতি দেখে বুঝতে পেরেছি প্রচুর জালিয়াতি হয়েছে ভোটকেন্দ্রে।
অনেক জালিয়াতি ভোট দিয়েছে জনগণ, আমার এক পরিচিত ভাই একাই 27 টি ভোট দিয়েছেন ভোট দিয়েছে। হাজার চেষ্টা করে নির্বাচন কমিশনের ঘোষণা মোট ৪০% ভোট কাউন্ট হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ জুড়ে অরিজিনালি ভোট এত কাউন্ট হয়নি। ৪০% দেখানো হয়েছে সম্পূর্ণ জালিয়াতি করে বাহিরের দেশগুলোকে প্রমাণ দেওয়ার জন্য এই কাজগুলো করেছে বাংলাদেশের সরকার।

আসলে একটা দলের সাপোর্ট করলেই তার গুনগান গাইতে হবে এমন কোনো কথা নয়। আমার বাবা চাচারা সব সময় আওয়ামীলীগ করতো এবং চাচারাও এখনো করছে। কিন্তু একই সরকার বার বার দেশের ক্ষমতায় থেকে দেশে কি উন্নয়ন করছে, জনগনের অধিকার কতোটুকু আছে, সেগূলো দেখার মতো বিষয়। আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সরকার দেশের স্ট্রাকচারাল উন্নয়ন করছে, তবে সেগুলো শুধুই শহরের ভেতরেই সীমাবদ্ধ। আমার এতোটুকু বয়সে, আমার গ্রামের পিচে ঢালাই রাস্তাটার সংস্কার হতে দেখিনি। একই এম পি ১৫ বছর থাকার পরেও গ্রামের এই রাস্তায় একটা ইট অব্দি আসে নাই। রাস্তাটা যে, পিচের, সেটা বোঝার কোনো উপায় নেই। ২০ বছরে যদি একটা রাস্তা মেরামত না হয়, তবে সেই সরকার দিয়ে মানুষ কি করবে? সরকারের কাছে তো মানুষ ভাত কাপড় চায় না। চায় ভালো রাস্তা, চিকিৎসা ব্যাবস্থা, শিক্ষা, এগুলোই। সরকার গ্রাম পর্যায়ে কতোটুকু কাজ করেছে সেটা গ্রামে এসে দেখে যান সবাই। আমাদের গ্রামের মানুষের একটাই কথা, উন্নয়ন যেহেতু শহরে করেছে, তাইলে শহরের মানুষ ই ভোট দিক। আমরা ভোট দিবো না। আর সেই প্রভাব এই বারের এম পি ইলেকশনে পরেছে। সতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।
আসলে ভাই সরকার দেশের উন্নয়ন করুক বা না করুক জনগন ভালো চিকিৎসা উন্নত শিক্ষা ব্যবস্থা পায় বা না পায়, জনগন চায় সুস্থ নির্বাচন। যেই সরকার হোক ৫ বছরের উপরে তো আর জনগণ না চাইলে থাকতে পারবে না। ৫ বছর হয়তো জনগণের কষ্ট হবে, কিন্তু আমাদের কপাল পোড়া বাংলাদেশের এমন অবস্থা হয়েছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নাই দেখে জনগন ভোট দিতেই যায় নাই। জনগণ চায় তাদের পছন্দ মতো সরকার ঘঠন করবে, কিন্তু সেই সুযোগ পাচ্ছে না।

Quote
আর নির্বাচন এর ব্যাপারে আমি বলবো, এখানে একটা আন্তর্জাতিক আইন থাকা উচিৎ। কোনো দেশে যদি ৫১ শতাংশ এর কম ভোট কাউন্ট হয়, তাইলে সেই নির্বাচন পুনরায় করতে হবে। কারণ যেই দেশে ৩০% ভোট এ সরকার নির্বাচিত হয়, সেটা কখনোই গ্রহনযোগ্য হতে পারে না।
আমাদের বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নাই। নির্বাচন এখন একতরফা হয়ে গেছে। আমি নিউজে মনে হয় দেখেছিলাম নির্বাচন কমিশনার মনে হয় ৪০% মতো ভোট কাউন্ট এর কথা বলেছিলেন কিন্তু বলেছিলেন এটা সঠিক নাও হতে পারে। আমি নিউজটি বললাম এটা সত্য নাও হতে পারে। তবে আমি মনে করি ৩০-৩৫% বেশি ভোট কাউন্ট হয় নাই। তাইলে তো আর সরকার কীভাবে ঘঠন করে বুঝি না? দেখা যাক শেষ পরিনতি কি হয়। নির্বাচন মনে হয় না আবার হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 09, 2024, 04:10:00 AM
ভোট কাকে দেবো?
প্রতিযোগিতা থাকলে ভোট দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমি ভোট দিতে গিয়েছিলাম এবং গিয়ে দেখি ভোট কেন্দ্র ফাঁকা। তাই এই বছর আমি সিরিয়াল ছাড়া ভোট দিতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ আমি ভোট মিস করিনি। তবে আমি পরিস্থিতি দেখে বুঝতে পেরেছি প্রচুর জালিয়াতি হয়েছে ভোটকেন্দ্রে।
অনেক জালিয়াতি ভোট দিয়েছে জনগণ, আমার এক পরিচিত ভাই একাই 27 টি ভোট দিয়েছেন ভোট দিয়েছে। হাজার চেষ্টা করে নির্বাচন কমিশনের ঘোষণা মোট ৪০% ভোট কাউন্ট হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ জুড়ে অরিজিনালি ভোট এত কাউন্ট হয়নি। ৪০% দেখানো হয়েছে সম্পূর্ণ জালিয়াতি করে বাহিরের দেশগুলোকে প্রমাণ দেওয়ার জন্য এই কাজগুলো করেছে বাংলাদেশের সরকার।

আসলে একটা দলের সাপোর্ট করলেই তার গুনগান গাইতে হবে এমন কোনো কথা নয়। আমার বাবা চাচারা সব সময় আওয়ামীলীগ করতো এবং চাচারাও এখনো করছে। কিন্তু একই সরকার বার বার দেশের ক্ষমতায় থেকে দেশে কি উন্নয়ন করছে, জনগনের অধিকার কতোটুকু আছে, সেগূলো দেখার মতো বিষয়। আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সরকার দেশের স্ট্রাকচারাল উন্নয়ন করছে, তবে সেগুলো শুধুই শহরের ভেতরেই সীমাবদ্ধ। আমার এতোটুকু বয়সে, আমার গ্রামের পিচে ঢালাই রাস্তাটার সংস্কার হতে দেখিনি। একই এম পি ১৫ বছর থাকার পরেও গ্রামের এই রাস্তায় একটা ইট অব্দি আসে নাই। রাস্তাটা যে, পিচের, সেটা বোঝার কোনো উপায় নেই। ২০ বছরে যদি একটা রাস্তা মেরামত না হয়, তবে সেই সরকার দিয়ে মানুষ কি করবে? সরকারের কাছে তো মানুষ ভাত কাপড় চায় না। চায় ভালো রাস্তা, চিকিৎসা ব্যাবস্থা, শিক্ষা, এগুলোই। সরকার গ্রাম পর্যায়ে কতোটুকু কাজ করেছে সেটা গ্রামে এসে দেখে যান সবাই। আমাদের গ্রামের মানুষের একটাই কথা, উন্নয়ন যেহেতু শহরে করেছে, তাইলে শহরের মানুষ ই ভোট দিক। আমরা ভোট দিবো না। আর সেই প্রভাব এই বারের এম পি ইলেকশনে পরেছে। সতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।

আর নির্বাচন এর ব্যাপারে আমি বলবো, এখানে একটা আন্তর্জাতিক আইন থাকা উচিৎ। কোনো দেশে যদি ৫১ শতাংশ এর কম ভোট কাউন্ট হয়, তাইলে সেই নির্বাচন পুনরায় করতে হবে। কারণ যেই দেশে ৩০% ভোট এ সরকার নির্বাচিত হয়, সেটা কখনোই গ্রহনযোগ্য হতে পারে না।
sr. member
Activity: 798
Merit: 377
January 09, 2024, 03:01:27 AM
আপনাদের সকলের এলাকার নির্বাচনের কি অবস্থা, ভোট কেমন দিলেন সবাই?
ভাই নির্বাচনের আর অবস্থা। এমন নির্বাচন হয়েছে যে কেন্দ্রে লোকসংখ্যা খুবই কম ছিল। এমন নির্বাচনের কারণে কেন্দ্রে ভোট দিতে যাইনি মনের দুঃখে। গত সাত তারিখে যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয়েছে সেটাকে একচুয়ালি নির্বাচন বলা যায় না। একতরফা নির্বাচন কখনো নির্বাচন হয় না। সারা বাংলাদেশের নৌকা সব থেকে বেশি আসন পেয়েছে যেটা সবাই অনুমান করেছিল যে তারাই সবকিছু বেশি পাবে।
মানুষ গনতন্ত্র অধিকার আবারো কোনোদিন ফিরে পাবে কি না তা বলা যায় না। জনগণের ভোটের কোনো দাম নাই তাই ভোট দিতে যায়নাই মানুষ এবারের নির্বাচনে। আমি এবছর প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইছি তাই খুশিতে ভোট দিতে গেছি যাইয়া দেখি ভোটার নাই। ৭ ঘন্টায় ভোট পড়েছিলো ২৭% পরে শেষের ১ ঘন্টার নাকি ভোট হইছে ১৩% মোট ৪০% ভোট কাস্ট হইছে পুরা বাংলাদেশে। যাইহোক প্রথম ভোট তাই আমি ভোট মিস করিনি আর আমার পছন্দের পার্থি আমাদের আসন থেকে বিজয়ী হইছে এটা অনেকটাই আনন্দের যে প্রথম ভোট নষ্ট হয়নাই।


News link.


The United States supports the people of Bangladesh and their aspirations for democracy, freedom of peaceful assembly, and freedom of expression.  The United States notes the Awami League party won a majority of seats in the January 7, 2024 parliamentary elections.  The United States remains concerned by the arrests of thousands of political opposition members and by reports of irregularities on elections day.  The United States shares the view with other observers that these elections were not free or fair and we regret that not all parties participated.

নিউজ ২ঃ Parliamentary Elections in Bangladesh

আমাদের দেশের অর্থনৈতিন অবস্থা আসলেই অনেক খারাপ হবে এবার কারন এ্যামেরিকার চাল বোঝা অনেক কস্টকর, এর আগে যেসব দেশের সাথে এ্যামেরিকা খেলা শুরু করছে কেউ টিকে থাকতে পারেনি, শুধুমাত্র  ইরান আর আফগানস্থান ছাড়া কেউ টিকে থাকে পারেনি, তবে এবারের অবস্থা যে খুব বেশি ভালোনা তা বোঝা যাচ্ছে, সবথেকে খারাপ হচ্ছে লুটপাট করতেছে এবং গেঞ্জাম নীর্বাচনের পরে বেশি।  Cry



ভোট কাকে দেবো?
প্রতিযোগিতা থাকলে ভোট দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমি ভোট দিতে গিয়েছিলাম এবং গিয়ে দেখি ভোট কেন্দ্র ফাঁকা। তাই এই বছর আমি সিরিয়াল ছাড়া ভোট দিতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ আমি ভোট মিস করিনি। তবে আমি পরিস্থিতি দেখে বুঝতে পেরেছি প্রচুর জালিয়াতি হয়েছে ভোটকেন্দ্রে।
অনেক জালিয়াতি ভোট দিয়েছে জনগণ, আমার এক পরিচিত ভাই একাই 27 টি ভোট দিয়েছেন ভোট দিয়েছে। হাজার চেষ্টা করে নির্বাচন কমিশনের ঘোষণা মোট ৪০% ভোট কাউন্ট হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ জুড়ে অরিজিনালি ভোট এত কাউন্ট হয়নি। ৪০% দেখানো হয়েছে সম্পূর্ণ জালিয়াতি করে বাহিরের দেশগুলোকে প্রমাণ দেওয়ার জন্য এই কাজগুলো করেছে বাংলাদেশের সরকার।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 09, 2024, 12:11:18 AM
আপনাদের সকলের এলাকার নির্বাচনের কি অবস্থা, ভোট কেমন দিলেন সবাই?
ভাই নির্বাচনের আর অবস্থা। এমন নির্বাচন হয়েছে যে কেন্দ্রে লোকসংখ্যা খুবই কম ছিল। এমন নির্বাচনের কারণে কেন্দ্রে ভোট দিতে যাইনি মনের দুঃখে। গত সাত তারিখে যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয়েছে সেটাকে একচুয়ালি নির্বাচন বলা যায় না। একতরফা নির্বাচন কখনো নির্বাচন হয় না। সারা বাংলাদেশের নৌকা সব থেকে বেশি আসন পেয়েছে যেটা সবাই অনুমান করেছিল যে তারাই সবকিছু বেশি পাবে।
মানুষ গনতন্ত্র অধিকার আবারো কোনোদিন ফিরে পাবে কি না তা বলা যায় না। জনগণের ভোটের কোনো দাম নাই তাই ভোট দিতে যায়নাই মানুষ এবারের নির্বাচনে। আমি এবছর প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইছি তাই খুশিতে ভোট দিতে গেছি যাইয়া দেখি ভোটার নাই। ৭ ঘন্টায় ভোট পড়েছিলো ২৭% পরে শেষের ১ ঘন্টার নাকি ভোট হইছে ১৩% মোট ৪০% ভোট কাস্ট হইছে পুরা বাংলাদেশে। যাইহোক প্রথম ভোট তাই আমি ভোট মিস করিনি আর আমার পছন্দের পার্থি আমাদের আসন থেকে বিজয়ী হইছে এটা অনেকটাই আনন্দের যে প্রথম ভোট নষ্ট হয়নাই।


News link.
edit


The United States supports the people of Bangladesh and their aspirations for democracy, freedom of peaceful assembly, and freedom of expression.  The United States notes the Awami League party won a majority of seats in the January 7, 2024 parliamentary elections.  The United States remains concerned by the arrests of thousands of political opposition members and by reports of irregularities on elections day.  The United States shares the view with other observers that these elections were not free or fair and we regret that not all parties participated.

নিউজ ২ঃ Parliamentary Elections in Bangladesh

আমাদের দেশের অর্থনৈতিন অবস্থা আসলেই অনেক খারাপ হবে এবার কারন এ্যামেরিকার চাল বোঝা অনেক কস্টকর, এর আগে যেসব দেশের সাথে এ্যামেরিকা খেলা শুরু করছে কেউ টিকে থাকতে পারেনি, শুধুমাত্র  ইরান আর আফগানস্থান ছাড়া কেউ টিকে থাকে পারেনি, তবে এবারের অবস্থা যে খুব বেশি ভালোনা তা বোঝা যাচ্ছে, সবথেকে খারাপ হচ্ছে লুটপাট করতেছে এবং গেঞ্জাম নীর্বাচনের পরে বেশি।  Cry

sr. member
Activity: 616
Merit: 322
January 08, 2024, 11:41:46 AM
আপনাদের সকলের এলাকার নির্বাচনের কি অবস্থা, ভোট কেমন দিলেন সবাই?
ভাই নির্বাচনের আর অবস্থা। এমন নির্বাচন হয়েছে যে কেন্দ্রে লোকসংখ্যা খুবই কম ছিল। এমন নির্বাচনের কারণে কেন্দ্রে ভোট দিতে যাইনি মনের দুঃখে। গত সাত তারিখে যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয়েছে সেটাকে একচুয়ালি নির্বাচন বলা যায় না। একতরফা নির্বাচন কখনো নির্বাচন হয় না। সারা বাংলাদেশের নৌকা সব থেকে বেশি আসন পেয়েছে যেটা সবাই অনুমান করেছিল যে তারাই সবকিছু বেশি পাবে।
মানুষ গনতন্ত্র অধিকার আবারো কোনোদিন ফিরে পাবে কি না তা বলা যায় না। জনগণের ভোটের কোনো দাম নাই তাই ভোট দিতে যায়নাই মানুষ এবারের নির্বাচনে। আমি এবছর প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইছি তাই খুশিতে ভোট দিতে গেছি যাইয়া দেখি ভোটার নাই। ৭ ঘন্টায় ভোট পড়েছিলো ২৭% পরে শেষের ১ ঘন্টার নাকি ভোট হইছে ১৩% মোট ৪০% ভোট কাস্ট হইছে পুরা বাংলাদেশে। যাইহোক প্রথম ভোট তাই আমি ভোট মিস করিনি আর আমার পছন্দের পার্থি আমাদের আসন থেকে বিজয়ী হইছে এটা অনেকটাই আনন্দের যে প্রথম ভোট নষ্ট হয়নাই।
hero member
Activity: 840
Merit: 522
January 08, 2024, 09:58:00 AM
সঠিক বলছেন ভাই ট্রানজেকশন ফি এটা করার মাধ্যমে বাঁচানো সম্ভব কিন্তু এর ফলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি নিজেও আমার বাইনান্স ওয়ালেট এড্রেস গুলো সহজে সবার নিকট  রিভিল করিনা।
তাছাড়া আর একটা বড় কথা মিক্সার ক্যাম্পেইন গুলোতে যারা জয়েন আছেন আমি শুধু বিটকয়েন টকের কথা বলতেছি না কারণ সম্প্রতি এখানে মিক্সার রিলেটেড সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আল্টকয়েনটকে ক্যাম্পেইন চালু করা হয়েছে, তো এমন কোন একজন দিবেন না যেখানে একটু ভালো অ্যামাউন্ট এর ফান্ড রয়েছে। বিশেষ করে সেগুলো যদি মিক্সার রিলেটেড কিছু হয়। সম্প্রতি আমরা সি*বাদ ক্যাম্পেইন পার্টিসিপেন্টের বাইন্যান্স থেকে নোটিফিকেশন পেতেও দেখেছি।

আপনি কোন কোন সার্ভিস এর সাথে লেনদেন করেছেন, সেটা এক্সপোজ হওয়ার পাশাপাশি যদি কোনো কারনে সেই লেনদেন একচেঞ্জ ফ্ল্যাগ করে ফেলে, তারা একাউন্ট ফ্রিজ করে দিতে পারে। তাছাড়া  ধরেন আপনি চাচ্ছেন না আপনার বিটকয়েন এড্রেস দিয়ে কার সাথে ট্রাঞ্জেকশন করেছেন সেটা কেউ দেখুক, কিন্তু যখন আপনি এক্সচেঞ্জ এর এড্রেস ব্যাবহার করেন, তখন আপনার এড্রেস পরিবর্তন করার কোনো উপায় থাকছে না। এক্ষেত্রে আপনি চাইলেও আপনার ট্রানজেকশন গোপন করতে পারবেন না। যেটা আপনার প্রাইভেসি মারাক্তক ভাবে ক্ষতিগ্রস্থ করছে। আপনি যদি কখনো আরো একতা একাউন্ট খুলতে চান, তখন সেটার লেনদেন ও এটার সাথে কানেকটেড হয়ে যেতে পারে।
sr. member
Activity: 420
Merit: 376
January 08, 2024, 08:04:57 AM
আমি এই জিনিস টা বুঝি না। অনেকেই দেখি বলতাছে ETF এপ্রুপ হইবো। আসলে ETF জিনিস টা কী? এই টা এফ্রুপ হলে কি হয়?
একটি বিটকয়েন ইটিএফ একটি ঐতিহ্যবাহী বিনিয়োগ বাহন।
এখানে প্রবেশ করে দেখুন ইটিএফ সম্পর্কে সবকিছু জানতে পারবেন।
বিটকয়েন ETF কি
member
Activity: 94
Merit: 28
January 08, 2024, 07:40:56 AM
ETF এপ্রুভাল নিয়ে কি নাটক হচ্ছে দেখতেই তো পাচ্ছেন মনে হয়। কয়েকদিন আগে কয়েকজন টুইট করলো যে সব ETF রিজেক্ট করে দেয়া হবে। আর কিছু নিউজ মিডিয়া সেগুলোকে ধুমায়া প্রচার শুরু করলো। আর বিটকয়েন হুট করেই ৪৫ হাজার ডলার থেকে ৪১ হাজারে চলে আসে। আর অল্টকয়েন গুলো সমান তালে নিচে নামতে থাকে। যখন মানুষ বুঝতে পারলো যে এর সবই আসলে অনুমান করে বলা, তখন আবার মার্কেট আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। যাই হোক, অনেক যায়গা থেকে শোনলাম ১০ তারিখের দিকে কিছু নিউজ আসতে পারে। তখন হয়তো মারকেটে আরেকটা মুভমেন্ট দেখা যাবে।
আমি এই জিনিস টা বুঝি না। অনেকেই দেখি বলতাছে ETF এপ্রুপ হইবো। আসলে ETF জিনিস টা কী? এই টা এফ্রুপ হলে কি হয়?
sr. member
Activity: 420
Merit: 376
January 08, 2024, 07:19:49 AM
প্রথম বারের মতো ডিটি নেটওয়ার্ক এ এসেছি। যদিও এটা একদম টেম্পোরারি। তবুও এই ব্যাপারে আমি বেশ এক্সাইটেট।
কনগ্রাচুলেশন ভাই ডিটি নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য। যদিও এখন টেম্পোরারি হয়তো ভবিষ্যতে পার্মানেন্টলি হয়ে যাবেন ইনশাল্লাহ।

আমাদের ফোরামের সবার কাছে একটু অনুরোধ করছি যদিও এটা বলা ঠিক হচ্ছে না তারপরও বলতে বাধ্য হচ্ছি আপনাদের সবার কাছে আপন ভেবে। আমার পরবর্তী র্যাংকের আমি কাছাকাছি এসেছি আমার কোন পোস্ট যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু সাহায্য সহযোগিতা করবেন ভাইয়েরা। তবে আমার একটা জিনিস কম আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। তাছাড়া আমার এই কথাটি যদি কারো মন খারাপের কারণ হয় তাহলে শুধু বলবেন আপনার "এই পোস্ট করা উচিত হয়নি"। আমি এডিট করে ডিলিট করে দেব এই অংশটুকু।

বাংলায় একটা প্রবাদ আছে "দশের লাঠি একের বোঝা" আছে সেটা মেনে আপনাদের কাছে এইটুকু উপস্থাপন করলাম।
আমি যতদুর জানি যতদুর বুঝতে পেরেছি এই থ্রেডের প্রথম পেজ থেকে জানতে পেরেছি, আপনার ফুলমেম্বার হতে ১০০মেরিট + ১২০ এক্টিবিটি প্রয়োজন। এখন আপনার ১২০ এক্টিবিটির জন্য অপেক্ষা করতে হবে। যদিও আপনার ১০০ মেরি হয়ে যায় তাইলে লাভ কী? সেই ১২০ এক্টিবিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ধৈর্য ধরাই উত্তম মনে করি। আপনি যেভাবে ৮৪ এক্টিবিটি হতে না হতেই ৭৫ টা মেরিট পেয়েছেন। আশা করি আপনার মাঝে অনেক টেলেন্ট আছে ১২০ এক্টিবিটি হওয়ার আগেই ফুল মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলবেন। আর যদি ১২০ এক্টিবিটি হওয়ার পরে ১০০ মেরিট অর্জন করতে না পারেন তাহলে এখানে সিনিয়র যারা আছেন তারা হয়তো কিছুটা করে সাহায্য করলে ফুল মেম্বার হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।

😱😱😱 রচনাটি লেখার জন্য ধন্যবাদ। আমি আমার পোষ্টের মধ্যেও বলেছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 08, 2024, 06:01:11 AM
আসলে আমিও একই কথা বলবো ২০২৪ সালটা হবে বিটকয়েন এর জন্য রিকভারি এর বছর, বিটকয়েন হালবিং এর আর প্রায় ১১৫ দিন এর মতন রয়েছে- যদিও বিটকয়েন এর প্রাইস কখন কি হবে কোন কিছুই গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে মনে হচ্ছে যে বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত বিটকয়েন ৩৭ হাজার ৫০ পঞ্চাশ হাজার ডলার এর রেঞ্জেই থাকবে, তারপর বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার পর হয়তো বুল-রান এবং নতুন অলটাইম হাই প্রাইস দেখতে পারি।

ETF এপ্রুভাল নিয়ে কি নাটক হচ্ছে দেখতেই তো পাচ্ছেন মনে হয়। কয়েকদিন আগে কয়েকজন টুইট করলো যে সব ETF রিজেক্ট করে দেয়া হবে। আর কিছু নিউজ মিডিয়া সেগুলোকে ধুমায়া প্রচার শুরু করলো। আর বিটকয়েন হুট করেই ৪৫ হাজার ডলার থেকে ৪১ হাজারে চলে আসে। আর অল্টকয়েন গুলো সমান তালে নিচে নামতে থাকে। যখন মানুষ বুঝতে পারলো যে এর সবই আসলে অনুমান করে বলা, তখন আবার মার্কেট আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। যাই হোক, অনেক যায়গা থেকে শোনলাম ১০ তারিখের দিকে কিছু নিউজ আসতে পারে। তখন হয়তো মারকেটে আরেকটা মুভমেন্ট দেখা যাবে। আজকে সুযোগ মতো ওয়ান ইঞ্চ কিনে নিলাম কিছু। দেখা যাক কি হয়।

প্রথম বারের মতো ডিটি নেটওয়ার্ক এ এসেছি। যদিও এটা একদম টেম্পোরারি। তবুও এই ব্যাপারে আমি বেশ এক্সাইটেট।
member
Activity: 94
Merit: 28
January 08, 2024, 05:08:24 AM
আমাদের ফোরামের সবার কাছে একটু অনুরোধ করছি যদিও এটা বলা ঠিক হচ্ছে না তারপরও বলতে বাধ্য হচ্ছি আপনাদের সবার কাছে আপন ভেবে। আমার পরবর্তী র্যাংকের আমি কাছাকাছি এসেছি আমার কোন পোস্ট যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু সাহায্য সহযোগিতা করবেন ভাইয়েরা। তবে আমার একটা জিনিস কম আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। তাছাড়া আমার এই কথাটি যদি কারো মন খারাপের কারণ হয় তাহলে শুধু বলবেন আপনার "এই পোস্ট করা উচিত হয়নি"। আমি এডিট করে ডিলিট করে দেব এই অংশটুকু।

বাংলায় একটা প্রবাদ আছে "দশের লাঠি একের বোঝা" আছে সেটা মেনে আপনাদের কাছে এইটুকু উপস্থাপন করলাম।
আমি যতদুর জানি যতদুর বুঝতে পেরেছি এই থ্রেডের প্রথম পেজ থেকে জানতে পেরেছি, আপনার ফুলমেম্বার হতে ১০০মেরিট + ১২০ এক্টিবিটি প্রয়োজন। এখন আপনার ১২০ এক্টিবিটির জন্য অপেক্ষা করতে হবে। যদিও আপনার ১০০ মেরি হয়ে যায় তাইলে লাভ কী? সেই ১২০ এক্টিবিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ধৈর্য ধরাই উত্তম মনে করি। আপনি যেভাবে ৮৪ এক্টিবিটি হতে না হতেই ৭৫ টা মেরিট পেয়েছেন। আশা করি আপনার মাঝে অনেক টেলেন্ট আছে ১২০ এক্টিবিটি হওয়ার আগেই ফুল মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলবেন। আর যদি ১২০ এক্টিবিটি হওয়ার পরে ১০০ মেরিট অর্জন করতে না পারেন তাহলে এখানে সিনিয়র যারা আছেন তারা হয়তো কিছুটা করে সাহায্য করলে ফুল মেম্বার হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
sr. member
Activity: 420
Merit: 376
January 08, 2024, 04:36:42 AM
আপনাদের সকলের এলাকার নির্বাচনের কি অবস্থা, ভোট কেমন দিলেন সবাই?
ভাই নির্বাচনের আর অবস্থা। এমন নির্বাচন হয়েছে যে কেন্দ্রে লোকসংখ্যা খুবই কম ছিল। এমন নির্বাচনের কারণে কেন্দ্রে ভোট দিতে যাইনি মনের দুঃখে। গত সাত তারিখে যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয়েছে সেটাকে একচুয়ালি নির্বাচন বলা যায় না। একতরফা নির্বাচন কখনো নির্বাচন হয় না। সারা বাংলাদেশের নৌকা সব থেকে বেশি আসন পেয়েছে যেটা সবাই অনুমান করেছিল যে তারাই সবকিছু বেশি পাবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 08, 2024, 01:51:38 AM
কোট
আছি ভাই মরিনাই। আসলে ভাই একটু বিজি ছিলাম তাই সময় দিতে পারতেছিনা। প্রথমত অসুস্থ ছিলাম হয়তো জানেননা। তাই আসতামনা। পরে ঠিক হওয়ার পর আর ভাললাগতেছিলোনা। সারাটাদিন বাসায় থাকতে হতো। হাওয়া বদলের দরকার অনুভব করতেছিলাম। তাই ভাবলাম একটা ট্রুর দেই। এই আরকি একদুই জায়গায় ট্রুর দিলাম। বাড়ি আসছি ৫-৬ দিন হইছে কিন্তু আবার বাসায় একটু কাজ চলতেছে। সেটা নিয়ে আবার বিজি। আশেপাশেই আছি মরি নাই।

নির্বাচন নিয়ে কিছু বলার নাই। এমন ফলাফল হবে এটাই এক্সপেক্টেট ছিল।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 07, 2024, 10:16:28 PM
২০২২ সাল থেকে বিটকয়েনের অবস্থার অবনতি হওয়া শুরু করেছিল। ২০২৩ সালে অনেক বেশি অবনতি হয়েছিল এবং সেখান থেকে ২০০৩ সালের শেষের দিকে আমরা বিটকয়েনের একটি নতুন রূপ দেখতে পেয়েছি। এবং মার্কেট ধীরে ধীরে স্টাবল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৪ সালে এসে আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বিটকয়েনের অবনতিটা ধীরে ধীরে রিকভারি হতে যাচ্ছে। এবং সামনে আমাদের জন্য একটি ভালো সুসংবাদ বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি। আমার মনে হয় এটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। ২০২৪ সালে বিটকয়েনের অবস্থা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন।
আমি মনে করি ২০২৪-২০২৫ সাল বিটকয়েন প্রেমিদের জন্য আনন্দের বছর হতে পারে। অনেকেই ২০২১ সালে বিটকয়েনে বিনিয়োগ করে লস খেয়েছিলো, যারা ধৈর্য ধরে হোল্ড করেছিলো তারা কিছুটা হলেও রিকোভারী করতে পেরেছে, তবে পুরোপুরি রিকোভারী করতে পারে নাই। আশা করা যায় এই বছরের শেষের দিকে হয়তো বা ২০২৫ সালে অবশ্যই রিকোভারী করতে পারবে। যারা ২০২৩ সালের শুরু থেকেই DCA পদ্ধতিতে বিনিয়োগ করেছেন, তারা তো বর্তমানে অনেক প্রফিটে আছেন। এখনো মনে হয় বিনিয়োগ করার সময় রয়েছে। এখনো বিনিয়োগ করতে পারলে আশা করা যায় হালভিং এর পরের বছর অনেক প্রফিট পাওয়া যাইতে পারে। বিটকয়েন প্রেমিদের জন্য সুদিন আসছে চলেছে। : D

@DYING_S0UL ভাইয়ের কি হইলো, এখানে কোন সারা নাই। কয়েকদিন ধরেই দেখি বাংলায় এক্টিব নাই।

আপনাদের সকলের এলাকার নির্বাচনের কি অবস্থা, ভোট কেমন দিলেন সবাই?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 07, 2024, 11:41:14 AM
ট্রানজেকশন ফি বাচানোর জন্র এটা খুব একটা খারাপ আইডিয়া নয়, তবে প্রাইভেসির কথা চিন্তা করলে এই আইডিয়া আসলেই ভালো নয়। কেউ চাইবে না তার এক্সচেন্জ এর ডিপোজিট এড্রেস রিভিল করে দিতে। এর কারন হলো এক্সচেন্জ এ মূলত একটা একাউন্ট এর ডিপোজিট এড্রেস আপনি আর কখনোই পরিবর্তন করতে পারবেন না। একই এড্রেস এ বিভিন্ন কারনে বিটকয়েন রিসিভ করতে হতে পারে, আবার এক্সচেন্জ থেকে কাউকে বিটকয়েন সেন্ড করার প্রয়োজন হলে বিপদে পড়ে যাবেন। এক্সচেন্জ এ বর্তমানে ট্রানজেকশন ফি দেখলে আপনার সাধ মিটে যাবে। বিটকয়েনের ট্রানজেকশন ফি যতোই বেশি হোক না কেনো, আপনি ট্রানজেকশন করতে গেলে যে ফি দিবেন, এক্সচেন্জ এ তার ১০ গুন বেশি ফি চার্জ করে বসে থাকে। তাছাড়া সেখানে কিছু লিমিটেশন আছে। যেমন আপনি চাইলেই কাউকে ৫০০০০ সাতোশি সেন্ড করতে পারবেন না।
সঠিক বলছেন ভাই ট্রানজেকশন ফি এটা করার মাধ্যমে বাঁচানো সম্ভব কিন্তু এর ফলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি নিজেও আমার বাইনান্স ওয়ালেট এড্রেস গুলো সহজে সবার নিকট  রিভিল করিনা।
তাছাড়া আর একটা বড় কথা মিক্সার ক্যাম্পেইন গুলোতে যারা জয়েন আছেন আমি শুধু বিটকয়েন টকের কথা বলতেছি না কারণ সম্প্রতি এখানে মিক্সার রিলেটেড সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আল্টকয়েনটকে ক্যাম্পেইন চালু করা হয়েছে, তো এমন কোন একজন দিবেন না যেখানে একটু ভালো অ্যামাউন্ট এর ফান্ড রয়েছে। বিশেষ করে সেগুলো যদি মিক্সার রিলেটেড কিছু হয়। সম্প্রতি আমরা সি*বাদ ক্যাম্পেইন পার্টিসিপেন্টের বাইন্যান্স থেকে নোটিফিকেশন পেতেও দেখেছি।

২০২২ সাল থেকে বিটকয়েনের অবস্থার অবনতি হওয়া শুরু করেছিল। ২০২৩ সালে অনেক বেশি অবনতি হয়েছিল এবং সেখান থেকে ২০০৩ সালের শেষের দিকে আমরা বিটকয়েনের একটি নতুন রূপ দেখতে পেয়েছি। এবং মার্কেট ধীরে ধীরে স্টাবল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৪ সালে এসে আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বিটকয়েনের অবনতিটা ধীরে ধীরে রিকভারি হতে যাচ্ছে। এবং সামনে আমাদের জন্য একটি ভালো সুসংবাদ বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি। আমার মনে হয় এটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। ২০২৪ সালে বিটকয়েনের অবস্থা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন।
আসলে আমিও একই কথা বলবো ২০২৪ সালটা হবে বিটকয়েন এর জন্য রিকভারি এর বছর, বিটকয়েন হালবিং এর আর প্রায় ১১৫ দিন এর মতন রয়েছে- যদিও বিটকয়েন এর প্রাইস কখন কি হবে কোন কিছুই গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে মনে হচ্ছে যে বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত বিটকয়েন ৩৭ হাজার ৫০ পঞ্চাশ হাজার ডলার এর রেঞ্জেই থাকবে, তারপর বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার পর হয়তো বুল-রান এবং নতুন অলটাইম হাই প্রাইস দেখতে পারি।
jr. member
Activity: 31
Merit: 6
January 07, 2024, 11:25:38 AM
২০২২ সাল থেকে বিটকয়েনের অবস্থার অবনতি হওয়া শুরু করেছিল। ২০২৩ সালে অনেক বেশি অবনতি হয়েছিল এবং সেখান থেকে ২০০৩ সালের শেষের দিকে আমরা বিটকয়েনের একটি নতুন রূপ দেখতে পেয়েছি। এবং মার্কেট ধীরে ধীরে স্টাবল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৪ সালে এসে আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বিটকয়েনের অবনতিটা ধীরে ধীরে রিকভারি হতে যাচ্ছে। এবং সামনে আমাদের জন্য একটি ভালো সুসংবাদ বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি। আমার মনে হয় এটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। ২০২৪ সালে বিটকয়েনের অবস্থা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন।
hero member
Activity: 840
Merit: 522
January 07, 2024, 10:04:25 AM
বেশ কিছুদিন ধরে ট্রানজেকশন ফি অত্যাধিক বৃদ্ধি পেয়েছে যার কারণে মানুষ লেনদেন করতে পারছে না। এটা বর্তমানে সবচেয়ে আলোচিত সমস্যা। তবে আমরা যারা বিটকয়েন ফোরামে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করছি এবং সপ্তাহে যে উপার্জন করছি সেই উপার্জনের জন্য বাইনান্স এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে  ক্যাম্পেইন ম্যানেজারের সাহায্যে যদি আমরা এড্রেস পরিবর্তন করে নিতে পারি তাহলে সরাসরি আমাদের এক্সচেঞ্জ একাউন্টে বিটকয়েন চলে আসবে এবং সেই বিটকয়েন দিয়ে আমরা p2p মাধ্যমে খুব সহজেই দেশীয় কারেন্সিতে রূপান্তর করতে পারি এ ক্ষেত্রে কোন ট্রানজেকশন ফি দেওয়া লাগবে না। যেহেতু আমাদের পারিবারিক চাহিদার জন্য সাপ্তাহিক অর্থ বিক্রি করতে হয় সেহেতু আমাদের এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা সবচেয়ে উত্তম। তবে এই পদ্ধতি যার যার নিজস্ব ঝুঁকি নিয়ে করতে হবে কারণ অনেকেই বলতে পারে এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা অনেক ঝুঁকিপূর্ণ।

তবে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার জন্য রয়েছেন তাদের ক্ষেত্রে নিজস্ব একাউন্ট ব্যবহার করা উত্তম।

ট্রানজেকশন ফি বাচানোর জন্র এটা খুব একটা খারাপ আইডিয়া নয়, তবে প্রাইভেসির কথা চিন্তা করলে এই আইডিয়া আসলেই ভালো নয়। কেউ চাইবে না তার এক্সচেন্জ এর ডিপোজিট এড্রেস রিভিল করে দিতে। এর কারন হলো এক্সচেন্জ এ মূলত একটা একাউন্ট এর ডিপোজিট এড্রেস আপনি আর কখনোই পরিবর্তন করতে পারবেন না। একই এড্রেস এ বিভিন্ন কারনে বিটকয়েন রিসিভ করতে হতে পারে, আবার এক্সচেন্জ থেকে কাউকে বিটকয়েন সেন্ড করার প্রয়োজন হলে বিপদে পড়ে যাবেন। এক্সচেন্জ এ বর্তমানে ট্রানজেকশন ফি দেখলে আপনার সাধ মিটে যাবে। বিটকয়েনের ট্রানজেকশন ফি যতোই বেশি হোক না কেনো, আপনি ট্রানজেকশন করতে গেলে যে ফি দিবেন, এক্সচেন্জ এ তার ১০ গুন বেশি ফি চার্জ করে বসে থাকে। তাছাড়া সেখানে কিছু লিমিটেশন আছে। যেমন আপনি চাইলেই কাউকে ৫০০০০ সাতোশি সেন্ড করতে পারবেন না।
jr. member
Activity: 31
Merit: 6
January 06, 2024, 11:34:15 PM
মার্কেট বিয়ারিং এর জন্য বাউন্টি আসতেছে না আর যেগুলো আসতেছে সেগুলো খুব ভালো না।  নতুন নতুন একাউন্ট দিয়ে দেখি বাউন্টি ছাড়ে অনেকে এরা নতুন এরা পেমেন্ট দেবে বলে মনে হয় না। এদের বেশিরভাগ প্রজেক্ট ইস্কাম করে।
হ্যাঁ এটা অবশ্য ঠিক আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রজেক্ট ভালো বাউন্টি রান করেছে হান্টার্সরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করেছে অনেক দিন ধরে কিন্তু পরে আর পেমেন্ট করা হয়নি। আবার শোনা যায় যে প্রজেক্ট ম্যানেজাররা ঠিকই পেয়ে করেছে কিন্তু বাউন্টি ম্যানেজমেন্টের সবাই মেরে দিয়ে চলে গেছে।  সেজন্য আমি বলছিলাম যে যারা পে করে তাদের কাজগুলো করবেন।
Pages:
Jump to: