Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 89. (Read 5290867 times)

member
Activity: 108
Merit: 46
December 16, 2023, 12:24:17 PM
আচ্ছা ভাই বিটকয়েন এর গ্যাস ফি এত বাড়ার কারণ কি? আমার ট্রাস্ট ওয়ালেটে কিছু পরিমাণে বিটকয়েন ছিল কিন্তু বর্তমানে ফি অত্যধিক পরিমাণে বেশি হওয়ার কারণে ট্রান্সফার করতে পারছি না কোন ওয়েও দেখতে পাচ্ছি না,
full member
Activity: 504
Merit: 163
December 16, 2023, 10:21:13 AM
আমিও সেটাই ভেবে রেখেছিলাম। তবে আজকেই দেখি পেয়াজ আনতে হবে। তবে আমাদের বাজারে দাম কিছুটা সহনশীল। আশা করি বাজারে গিয়ে চোখ কপালে উঠবে না।
ভাই কমে গেছে ভাই কমে গেছে Grin। নতুন পিয়াজ আসার খবরে আবার ঝড়ের মতো কমছে। সন্ধায় বাজারে গেছিলাম, দেখি ১১০ টাকা কেজি এখন। তাই আবার ২ কেজি কিনে আনলাম। তবে পিয়াজের দাম সহনীয় পর্যায়ে গেলেও, আলু সেই আগের মতোই আছে, ৫৫ চলে আমাদের দিকে। অন্যদিকে পিয়াজের স্টক একটু কম দেখলাম। দোকানদারকে বল্লাম বলে, এই অস্থিতিশীল অবস্থায় একবারে বেশি কিনা রিস্ক, আজকে ১৮০ তে কিনলাম, আর পরের দিন ১১০-১২০ এ বেচা লাগতেছে। তাই ১০ কেজি ২০ কেজি এইভাবে কিনি। নয়তো আগে তো ৩-৪ বস্তা কিনে রাখতাম।

গুদাম সিন্ডিকেটের এখন মাথায় হাত দিতে হবে। গুদাম করা পিয়াজ ২ দিন পর থেকে চারা গাছ হওয়া শুরু করবে, লল।



ভারত তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ করার সাথে সাথে হুট করে পেঁয়াজের দাম ৩০০ টাকা কেজি হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের জন্য আজকে বাজারে এই অবস্থা। তাই আমাদের সকলেরই উচিত পুরাতন পিয়াজ না কিনে আমাদের নতুন পেঁয়াজ কেনা উচিত যাতে করে আমাদের দেশে কৃষক গুলো বেঁচে থাকে। যদি আমরা পুরাতন পিয়াজ কিনে খায় তাহলে গুদাম সিন্ডিকেটের ব্যবসায় সাহায্য করা হবে। তাই আসুন আমরা সকলেই নতুন পিয়াজ কিনি।
sr. member
Activity: 392
Merit: 350
December 16, 2023, 10:09:43 AM
একটি সতর্কতামূলক পোস্ট

বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় ১৭-১৮ টি জেলায় ধান কাটতে গিয়ে অনেক কৃষক রাসেল'স ভাইপারের (চন্দ্রবোড়া) কামড়ের শিকার হচ্ছে।
এই সাপ কামড়ানোর ৮০-৯০ মিনিটের মধ্যে এন্টিভেনম না দিলে মৃত্যু নিশ্চিত।

এই সাপ এর কামড় থেকে রক্ষায় ধান কাটার একদিন আগে জমিতে ব্লিচিং পাউডার ছিটানো বা গামবুট ব্যাবহার করা জরুরি।

তবে এ সাপ রেসকেউ করার চেয়ে মেরে ফেলাই উত্তম। কারণ এটি একবারে ৪০-৫০ টি বাচ্চা প্রসব এর মাধ্যমে বংশবিস্তার করে৷
আমাদের উত্তরবঙ্গের আমার এলাকার আশেপাশে সম্প্রীতি একটি ঘটনা ঘটেছে যেখানে একজন এই সাপের কামড়ে আহত হয়েছে পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেওয়ার পর সে সুস্থ হয়েছে।
আমাদের এখানে যারা আছে তারা সবাই মোটামুটি কৃষি প্রধান পরিবারের মানুষ। আমাদের সামনে যেহেতু ইরি ধান রোপন করার সময় আসছে তাই সবাইকে সতর্কতার সহিত কাজগুলো করা উচিত। বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে রাসেলস ভাইপার বেশি দেখা যায়। খাবারের সন্ধানে ফসলের মাঠে চলে আসে এই বিষাক্ত সাপ। এই সাপের পছন্দের খাবার হচ্ছে ইঁদুর যেটি ধান ক্ষেতে বেশি থাকে গর্ত করে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 16, 2023, 09:14:51 AM
আমিও সেটাই ভেবে রেখেছিলাম। তবে আজকেই দেখি পেয়াজ আনতে হবে। তবে আমাদের বাজারে দাম কিছুটা সহনশীল। আশা করি বাজারে গিয়ে চোখ কপালে উঠবে না।
ভাই কমে গেছে ভাই কমে গেছে Grin। নতুন পিয়াজ আসার খবরে আবার ঝড়ের মতো কমছে। সন্ধায় বাজারে গেছিলাম, দেখি ১১০ টাকা কেজি এখন। তাই আবার ২ কেজি কিনে আনলাম। তবে পিয়াজের দাম সহনীয় পর্যায়ে গেলেও, আলু সেই আগের মতোই আছে, ৫৫ চলে আমাদের দিকে। অন্যদিকে পিয়াজের স্টক একটু কম দেখলাম। দোকানদারকে বল্লাম বলে, এই অস্থিতিশীল অবস্থায় একবারে বেশি কিনা রিস্ক, আজকে ১৮০ তে কিনলাম, আর পরের দিন ১১০-১২০ এ বেচা লাগতেছে। তাই ১০ কেজি ২০ কেজি এইভাবে কিনি। নয়তো আগে তো ৩-৪ বস্তা কিনে রাখতাম।

গুদাম সিন্ডিকেটের এখন মাথায় হাত দিতে হবে। গুদাম করা পিয়াজ ২ দিন পর থেকে চারা গাছ হওয়া শুরু করবে, লল।


hero member
Activity: 770
Merit: 482
December 16, 2023, 07:22:37 AM
ভাই আমাদের এদিকে মনিটরিং নাই বল্লেই চলে একদমই নাই। তাও ভালো পরিচিত দোকানদার থাকায় কমে কমে আনতে পারি। তবে এখানে দোকানদার গুলোরও কোন দোষ নাই। ১৮০-১৯০ টাকা কেজি কিনে যদি ২০০ টাকায় বেচে, তাহলে দোষের কিছু দেখিনা। বাট আমরা হুদাই দোকানদার গুলোর উপর রাগ দেখায় বসি যেখানে দোষ সব সিন্ডিকেটের।
মনিটরিং যেমন হয়না, বেশিরভাগ গ্রাম্য বাজারে কোনো বাজার কমিটি নাই। আর বাজারে পন্যের দামের তালিকা তো একেবারেই নাই। বাজারে কমিটি থাকলে কমিটির কাছে আপনি নালিশ করতে পারবেন। একবারে তৃনমূল পর্যায়ে গিয়ে দাম কন্ট্রোল করা যায় না। তবে এক রাতের ব্যাবধানে যেখানে দাম হেড় ফের হয়, সেখানেই মূলত সমস্যা। সেটা যে কোনো বাজার হতে পারে। সব বাজারেই অসাধু ব্যাবসায়ী আছে। শুধুমাত্র খবর শুনেই তারা দাম বাড়িয়ে থাকে। তার কতো তে কেনা, কতো বিক্রি করতে হবে, এসব নিয়ে কোনো প্রকার মাথাব্যাথা নাই।

না ভাই আমি অনেক ডিটারমেন্ট এইবার। খাইলামনা পিয়াজ, কি হয় দেখি। দাম কমুক আগে। অবশ্য আমাদের বাগানে পিয়াজ লাগানোও হইছে অলরেডি, কয়েক মাসের মধ্যে ফলন পাবো বলে আশা করতেছি।
আমিও সেটাই ভেবে রেখেছিলাম। তবে আজকেই দেখি পেয়াজ আনতে হবে। তবে আমাদের বাজারে দাম কিছুটা সহনশীল। আশা করি বাজারে গিয়ে চোখ কপালে উঠবে না।
full member
Activity: 504
Merit: 163
December 16, 2023, 04:28:00 AM
মহান বিজয় দিবসের শুভেচ্ছা
আজকের এই দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয় একটি দিন। ৩০ লক্ষ শহীদের প্রাণ ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ। তারা যদি দেশের জন্য জীবন না দিত তাহলে আমরা পৃথিবীর বুকে মানচিত্রে বাংলাদেশ নামক দেশ দেখতে পেতাম না। হয়তো আমরা পূর্ব পাকিস্তান বলে আখ্যায়িত হতাম। যারা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
স্বাধীনতার ৫২ বছর যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে স্বাধীন দেশ। দেশের স্বাধীনতার জন্য জীবন বিলিয়ে দেওয়া বীর শহীদ।সে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ের যে স্বাধীনতা পেয়েছে অবশ্যই আমাদের শেষ স্বাধীনতা রক্ষা করতে হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 16, 2023, 03:01:19 AM
এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক  এ লোকাল  মডারেটর হিসেবে রয়েছে।
আমিও সেখানে একাউন্ট মাইগ্রেট করেছি। সেখানে বাংলা লোকাল বোর্ড আছে দেখে ভালো লাগলো। তবে ২ জন মোডারেটর এর কেউ সেখানে বেশ কয়েকমাস যাবৎ একটিভ নাই। তারা হয়তো হটাৎ এই চেন্জ খেয়াল ও করে নাই। রিভিউ মাষ্টার ভাই তো সেখানে মোড দেখলাম। কিন্তু একটিভ নাই। সেখানে আবার দেখলাম কিছু ক্লোন একাউন্ট। আর অটো ট্রান্সলেটর এর খেলা চলছে। মোডারেটর একটিভ হয়ে গেলে এগুলো কিছুটা কমে আসবে অঅশা করা যায়। আমার ক্যাম্পেইন তো ২ সপ্তাহ আগেই বন্ধ হয়ে গেলো।
লোকাল বোর্ড বহুত আগে থেকে আগে থেকেই ছিল কিন্তু আমি প্রথম দিন যখন আমার একাউন্ট সেখানে টেলিপোর্ট করি তখন বাংলাদেশ লোকাল বোর্ড খুজতেছিলাম পাইনি পরে আদারসে গিয়েছে সেখানেও পাইনি, পরে সেদিন দেখি ৪ নম্বরে অবস্থান করতেছে, বিষয়টা অনেকটা 3 idiot মুভির মতন হয়েছে, লাস্টের দিকে  খুঁজতেছিলাম পাইনি পরে দেখি উপরে  অবস্থান করতেছি। যাইহোক  সেখানে বাংলা লোকাল বোর্ডে একটিভিটি দেখলাম অনেক, এর মাধ্যমে বুঝা যাইতেছে যে Altcointalk এ একসময় আমাদের বাঙ্গালীদের রাজত্ব ছিল।
 আর ভাই মডারেটরদের একটিভ নিয়ে কথা কি বলব মডারেটররা একটিভ হলো ঠিক আছে কিন্তু কাদের কে মডারেট করবে যেখানে অ্যাক্টিভিটি নাই সেখানে কি মডারেট করবে :") তাছাড়া তারা দুজনই তাদের নিজেদের ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে হয়তো এদিকে টাইম দিতে পারে না।
বাই দ্যা ওয়ে আপনি তো খালি মাইগ্রেট করেন নাই অলরেডি আপনার শেষ হয়ে যাওয়া সিগনেচার ক্যাম্পেইন আবার নতুন করে সেখানে শুরু করলেন, যাই হোক এইটা এবং AoBT এর সদস্য পদ পাওয়ার জন্য  অভিনন্দন। Wink

এ পর্যন্ত আমি শুধু দেখেছি Roysee দুইটা সিগনেচার ক্যাম্পেইন সেখানে লাঞ্চ করেছে, আর দুইটার মধ্যেই সিনিয়র মেম্বার থেকে নেওয়া শুরু করেছে ফুল মেম্বার আপাতত বন্ধ রেখেছে। এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক  এ লোকাল  মডারেটর হিসেবে রয়েছে।
সত্যি বলতে ভাই আমি আসলে বুঝতেছিনা কি করা যায়। টেলিপোর্ট করবো কিনা করবোনা। আমি তো মাত্র ফুল রাংঙ্ক এ। আর ফুলের তো কোনো ক্যাম্পেইনও নাই। তবে একটা কনফিউশন ছিলো, ধরেন আমি ফুলে টেলিপোর্ট করলাম কথার কথা, তারপর যদি বিটকয়েনটকে সিনিয়র হয়ে যাই, তখন কি আবার সিনিয়রে ট্রান্সফার নেয়া যাবে? ঐখানে একজনের কমেন্ট দেখলাম যে, সিনিয়র থেকে হিরোতো গেছে, তাই নতুন করে আপগ্রেড চাচ্ছে।
যদিও আমাদের বেশিরভাগ এরই এখন উদ্দেশ্য হলো সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়া তাই আমি বলব আপনি সেখানে অ্যাকাউন্ট না খুলে আপনার অ্যাক্টিভিটি টা বিটকয়েনটকেই চালিয়ে যান কারণ দুই দিকে টাইম দিলে কোনটাই ভালোভাবে হবে না।
তাছাড়া একাউন্ট খুলে রাখতে পারেন মাইগ্রেট করতে পারেন, আমার মনে হয় পরবর্তীতে আবার যদি এখানে সিনিয়র বা হিরো মেম্বার হোন সেখানে মাইগ্রেট করতে কোন প্রবলেম হবে না। কারণ যা দেখলাম সেখানে এডমিন এই বিষয়গুলো অনেকটা সহজ ভাবেই হ্যান্ডেল করতেছে। জাস্ট তাকে পিএম করে রিকোয়েস্ট করলেই আমি মনে করি পরবর্তীতে আবার আপডেট করে দিবে।


Quote
মালাম আবার কে/কি ? কি মিন করলেন বুঝলামনা।  Huh
ইনি হলো আমাদের বাংলা থ্রেডের + altcointalk ফোরামের বাংলা বোর্ডের একজন পুরাতন পাবলিক  Grin

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
December 16, 2023, 02:34:10 AM
সত্যি বলতে ভাই আমি আসলে বুঝতেছিনা কি করা যায়। টেলিপোর্ট করবো কিনা করবোনা। আমি তো মাত্র ফুল রাংঙ্ক এ। আর ফুলের তো কোনো ক্যাম্পেইনও নাই। তবে একটা কনফিউশন ছিলো, ধরেন আমি ফুলে টেলিপোর্ট করলাম কথার কথা, তারপর যদি বিটকয়েনটকে সিনিয়র হয়ে যাই, তখন কি আবার সিনিয়রে ট্রান্সফার নেয়া যাবে? ঐখানে একজনের কমেন্ট দেখলাম যে, সিনিয়র থেকে হিরোতো গেছে, তাই নতুন করে আপগ্রেড চাচ্ছে।
মিয়া কইরা ফালান তারাতারি। আমিও অলরেডি টেলিপোর্ট করে ফেলেছি। আমার মনে হয় যতদুর জানি পোস্ট করলেই এক্টিবিটি বাড়ে আর এক্টিবিটি বেড়ে গেলেই রেংক আপ করা যায়। অল্টকয়েনে কোন মেরিট সিস্টেম নাই, সেখানে দেখেন যারা বাউন্টি করে তারা একএক জনে হিরো, লিজেন্ড মেম্বার। মজার বিষয় হলো LB ভাই বলেছেন বাংলা লোকাল বোর্ড সেখানে রয়েছে। আমারো অনেক ভালো লেগেছে বাংলা লোকাল বোর্ড দেখে।
Quote
মালাম আবার কে/কি ? কি মিন করলেন বুঝলামনা।  Huh
মিয়া মালাম ভাই হলেল বাংলা লোকাল বোর্ডের একজন মোডারেটর। তাই Crypto library ভাই মজা করে বলেছেন মালাম ভাইয়েরা সব কই।  Grin
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 16, 2023, 02:13:46 AM
এ পর্যন্ত আমি শুধু দেখেছি Roysee দুইটা সিগনেচার ক্যাম্পেইন সেখানে লাঞ্চ করেছে, আর দুইটার মধ্যেই সিনিয়র মেম্বার থেকে নেওয়া শুরু করেছে ফুল মেম্বার আপাতত বন্ধ রেখেছে। এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক  এ লোকাল  মডারেটর হিসেবে রয়েছে।
সত্যি বলতে ভাই আমি আসলে বুঝতেছিনা কি করা যায়। টেলিপোর্ট করবো কিনা করবোনা। আমি তো মাত্র ফুল রাংঙ্ক এ। আর ফুলের তো কোনো ক্যাম্পেইনও নাই। তবে একটা কনফিউশন ছিলো, ধরেন আমি ফুলে টেলিপোর্ট করলাম কথার কথা, তারপর যদি বিটকয়েনটকে সিনিয়র হয়ে যাই, তখন কি আবার সিনিয়রে ট্রান্সফার নেয়া যাবে? ঐখানে একজনের কমেন্ট দেখলাম যে, সিনিয়র থেকে হিরোতো গেছে, তাই নতুন করে আপগ্রেড চাচ্ছে।

মালাম আবার কে/কি ? কি মিন করলেন বুঝলামনা।  Huh

কোট
সিগ্নেচারটা জোস লাগতেছে ভাই। আবাবো কংগো (অফিসিয়ালি)। Grin
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 16, 2023, 01:47:21 AM
এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক  এ লোকাল  মডারেটর হিসেবে রয়েছে।

আমিও সেখানে একাউন্ট মাইগ্রেট করেছি। সেখানে বাংলা লোকাল বোর্ড আছে দেখে ভালো লাগলো। তবে ২ জন মোডারেটর এর কেউ সেখানে বেশ কয়েকমাস যাবৎ একটিভ নাই। তারা হয়তো হটাৎ এই চেন্জ খেয়াল ও করে নাই। রিভিউ মাষ্টার ভাই তো সেখানে মোড দেখলাম। কিন্তু একটিভ নাই। সেখানে আবার দেখলাম কিছু ক্লোন একাউন্ট। আর অটো ট্রান্সলেটর এর খেলা চলছে। মোডারেটর একটিভ হয়ে গেলে এগুলো কিছুটা কমে আসবে অঅশা করা যায়। আমার ক্যাম্পেইন তো ২ সপ্তাহ আগেই বন্ধ হয়ে গেলো।
member
Activity: 94
Merit: 28
December 15, 2023, 11:06:25 PM
মহান বিজয় দিবসের শুভেচ্ছা
আজকের এই দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয় একটি দিন। ৩০ লক্ষ শহীদের প্রাণ ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ। তারা যদি দেশের জন্য জীবন না দিত তাহলে আমরা পৃথিবীর বুকে মানচিত্রে বাংলাদেশ নামক দেশ দেখতে পেতাম না। হয়তো আমরা পূর্ব পাকিস্তান বলে আখ্যায়িত হতাম। যারা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 15, 2023, 02:28:10 PM
altcointalk এর ট্রাফিক অনেক কম ভাই অনেক কম। তবে যাদের মেইন উদ্দেশ্য সিগ্নেচার করা তাদের তো আর ট্যাফিক নিয়ে কোনো পেরা নাই, তাদের জাস্ট টাকা আসলেই হলো।
ভাই বিটকয়েন টক ফোরাম এর চেয়ে আল্টকয়েনটক ট্রাফিক কম হবে মানে শুধু কম না অনেক কম হবে এটা স্বাভাবিক ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ফোরাম বলতে গেলে আমি মনে করে একটাই আর অন্যগুলো যা আছে আল্টকয়েনটক বলেন, বিটকয়েন গার্ডেন বলেন,  বিটকয়েন ডট কম ফোরাম বলেন এর সকল কিছুই হল গুলো শুধু শোঁ।  সো এইগুলার ট্রাফিক এর কথা তো বলার আগে বিটকয়েনটক ফোরামের ট্রাফিক এর কথা মাথায় থেকে বাদ দিতে হবে। না হলে তাদের ফোরামে যে ট্রাফিক সেগুলো গুনায়ই পড়বে না।
Quote
ফুল মেম্বারদের ক্যাম্পেইনে নিতেছে কিনা জানিনা, খেয়াল করিনাই। তবে সিনিয়র মেম্বারের নিচে একাউন্ট করা আমার কাছে বেকার মনে হয়। সিনিয়র হলে মোটামোটা ট্রাই করা যেতো। দেখি সিনিয়র যদি হতে পারি তখন ভাববো, তবে আপনি Crypto Library ভাই করে রাখতে পারেন একাউন্ট, ক্ষতি দেখিনা কোনো।
এ পর্যন্ত আমি শুধু দেখেছি Roysee দুইটা সিগনেচার ক্যাম্পেইন সেখানে লাঞ্চ করেছে, আর দুইটার মধ্যেই সিনিয়র মেম্বার থেকে নেওয়া শুরু করেছে ফুল মেম্বার আপাতত বন্ধ রেখেছে। এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক  এ লোকাল  মডারেটর হিসেবে রয়েছে।
sr. member
Activity: 392
Merit: 350
December 15, 2023, 01:04:20 PM
মহান বিজয় দিবসের শুভেচ্ছা


১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে।

সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়,
জয় বাংলা বাংলার জয়,
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে,
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

মহামুক্তির আনন্দ ঘোর এই দিনে এক নতুন উল্লাস জাতিকে প্রাণ সঞ্চার করে সজীবতা এনে দেয়। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি চোখে আনন্দ অশ্রু আর ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে। বিন্দু বিন্দু স্বপ্নের অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়।
বিশ্ব কবির সোনার বাংলা,
নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তাহার নেইকো শেষ,
বাংলাদেশ আমার বাংলাদেশ।

বাঙালি যেন খুঁজে পায় তার আপন সত্ত্বাকে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 15, 2023, 11:40:30 AM
কোট
ভাই রাফেল পোস্টটা মাত্র চেক করলাম। এটা তো জাস্ট কাগজি একটা জিনিস, অনেকটা পুরানো আমালের দূর্লভ টাকা, বা স্টাম্প কার্ড টাইপের কিছু। আমি ভাবছি ওয়ালেট কার্ড টাইপের কিছু। আমার মনে হয়না কোনো সমস্যা হবে এটা নিলে। আমি যেগুলো জিতছিলাম, সেগুলোতে চাইলে টাকা ভরে রাখা যাইতো। মানে ইউজকেস আছে। বাট এটাতো সাজায়ে ফ্রেম করে রাখার মতো কিছু মনে হইতেছে।

আমি এ যাবৎ ৩ টা কার্ড জিতছি/পাইছি। বিটকয়েনটক থেকে ২ টা, আর অন্য এক জায়গা থেকে ১টা। এজন্য ৩ নং এর কথা উল্লেখ করিনি। ঐটা ছিল এক কোম্পানি থেকে। যখন তারা প্রথম প্রথম চালু হয়, তখন প্রথমদিকের ইউজারদের ইনফরমেশন নিছিলো। আমিও তখন প্রথম প্রথম বেশি কিছু বুঝিনি তথ্য দিয়ে দিসিলাম। হঠাৎ একদিন পোস্ট অফিস থেকে কল দিয়ে বলে আপনার জন্য পার্সেল আসছে, নিয়ে যাইয়েন। কোনো সমস্যায় পড়িনি ঐবার। কার্ডটা এখনো আমার কাছে আছে। আমি শুধু আমার ঘটনাটা বল্লাম, বাকিটা আপনার ইচ্ছা।
full member
Activity: 504
Merit: 163
December 15, 2023, 11:29:37 AM
ঢাকা এবং তার আশে পাশের জেলা গুলোতেই বেশি বাজার মনিটরিং করা হয়। তাছাড়া বাইরের শহর বলেন, বা গ্রাম বলেন, সেখানে শুধুমাত্র একটু গুজবই দাম বাড়ার জন্য যথেষ্ঠ। একই বাজারে আপনি ভোক্তা অধিদপ্তরের লোক আসার নিউজ ছড়ায়া দেখেন তো কাজ করে নাকি। করবে বলে মনে হয় না। মানুষ লোভের ওপরে কোনো কিছুকেই প্রাধান্য দেয় না। সেটা হোক পুলিশ, বা যে কোনো কিছু। মানুষের ভেতরে পরকালের ভয় অব্দি নাই। তাদের কাছে কিছু আশা করবো কিভাবে বলেন?

আপনি আজকে বাজারে গিয়ে বলেন যে কালকে থেকে সয়াবিন ২৫০ টাকা লিটার। একটা দোকানিও যাচাই করবে না। কালকে থেকেই ২৫০ বেচা শুরু করবে। আবার কমে গেলে আগর মাল শেষ হয়নি বলবে। এভাবেই চলছে বাংলাদেশের বাজার গুলো। পেয়াজ রান্নার জন্য মেন্ডাটোরি না। তবে উপমহাদেশে পেয়াজ অনেক বেশি জনপ্রিয়।
ভাই আমাদের এদিকে মনিটরিং নাই বল্লেই চলে একদমই নাই। তাও ভালো পরিচিত দোকানদার থাকায় কমে কমে আনতে পারি। তবে এখানে দোকানদার গুলোরও কোন দোষ নাই। ১৮০-১৯০ টাকা কেজি কিনে যদি ২০০ টাকায় বেচে, তাহলে দোষের কিছু দেখিনা। বাট আমরা হুদাই দোকানদার গুলোর উপর রাগ দেখায় বসি যেখানে দোষ সব সিন্ডিকেটের।

না ভাই আমি অনেক ডিটারমেন্ট এইবার। খাইলামনা পিয়াজ, কি হয় দেখি। দাম কমুক আগে। অবশ্য আমাদের বাগানে পিয়াজ লাগানোও হইছে অলরেডি, কয়েক মাসের মধ্যে ফলন পাবো বলে আশা করতেছি।
বর্তমান বাজারের পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে কিছু সিন্ডিকেটে ব্যবসায়ীদের জন্য আজকে বাজারের এই অবস্থা। সরকার যদি সব জায়গায় বাজারের মনিটরিং ব্যবস্থা রাখতো অবশ্যই সিন্ডিকেটরা তেমন একটা সুবিধা করতে পারত না। এতে করে সাধারণ জনগণ অনেকটা সুবিধা পেত। অবশ্যই আমাদের দেশের সরকারের উচিত যখন কোন দ্রব্যমূলের দাম অহেতুক বেড়ে যায় অবশ্যই বাজারে মনিটরিং করা উচিত।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
December 15, 2023, 10:18:06 AM
অভিনন্দন ভাই আপনাকে, আপনারও কপাল আর আমাদেরও কপাল আমি তো এ পর্যন্ত অনেকগুলা এরকম রেফেল ড্র তে অংশগ্রহণ করছি কোন বাড়ি আমার কপাল খুলে নি। এখন আসি আপনার প্রশ্নের জবাবে, যেহেতু ক্রিপ্ত কারেন্সি আমাদের দেশে অবৈধ সেহেতু আমি মনে করি এসব জিনিস নিতে গিয়ে আপনার লোকেশন রিভিল করা ভালো হবে না। তবে আপনার নিকট দুইটা অপশন থাকতে পারে, এক বাহিরের দেশে যেখানে ক্রিপ্টোকারেন্সি বৈধ সে দেশে যদি আপনার কোন কাছের মানুষ থাকে তাহলে তার নিকট  সেটি গিফট পাঠাতে পারেন অথবা আপনি ফোরামের অন্য কোন মেম্বারদের মধ্যে এটি গিফট দিয়ে দিতে পারেন।
ভাই জানি না এই কপাল পোড়ার ভাগ্য এত ভালো হলো কীভাবে। ভাই আমার বেলায় একটা ঘটনা ঘটে আমি যেটা মন থেকে চাই সেই জিনিস পাই না। আবার কোন কিছু যদি অবহেলা করে হালকা চেষ্টা করি পাওয়ার ইচ্চা থাকে না দেখি সেই জিনিস পেয়ে গেছি। এই ফ্রি রাফেল এর বেলায় ঠিক এমন হয়েছে, ১০-১৫ জন লোকের মধ্যে যে আমি বিজয়ী হতে পারবো তা আশা করি নাই। অংশগ্রহণ করছিলাম পাইলে পাইলাম না পাইলে নাই। দেখি শেষ পর্যন্ত আমার কপালে ছিলো পেয়ে গেলাম। আসলে ভাই সব কিছুই ভাগ্য, ফ্রি রাফেল জিতলাম কিন্তু আমার আর পাওয়া হবে না, আমাদের দেশে ক্রিপ্টো ব্যান থাকার কারনে। যাইহোক, বাহিরের দেশে আমার এত ঘনিষ্ঠ কোন আত্মীয়-স্বজন নাই। আমার ফরামের কোন একজন কে গিফট করে দিতে হবে।

(বাইদাওয়ে Congratulations Bd officer.)
ধন্যবাদ ভাই, আসলে খুবই ভালো লাগছে রাফেল টা বিজয়ী হয়ে। কিন্তু আফসোস সেই একটাই পুরস্কার আনতে গেলেই পরে যাবো বিপদে। তবুও অনেক ভালো লাগছে যে বিজয়ী তো হয়েছি।  Cheesy
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 15, 2023, 09:56:54 AM
ঢাকা এবং তার আশে পাশের জেলা গুলোতেই বেশি বাজার মনিটরিং করা হয়। তাছাড়া বাইরের শহর বলেন, বা গ্রাম বলেন, সেখানে শুধুমাত্র একটু গুজবই দাম বাড়ার জন্য যথেষ্ঠ। একই বাজারে আপনি ভোক্তা অধিদপ্তরের লোক আসার নিউজ ছড়ায়া দেখেন তো কাজ করে নাকি। করবে বলে মনে হয় না। মানুষ লোভের ওপরে কোনো কিছুকেই প্রাধান্য দেয় না। সেটা হোক পুলিশ, বা যে কোনো কিছু। মানুষের ভেতরে পরকালের ভয় অব্দি নাই। তাদের কাছে কিছু আশা করবো কিভাবে বলেন?

আপনি আজকে বাজারে গিয়ে বলেন যে কালকে থেকে সয়াবিন ২৫০ টাকা লিটার। একটা দোকানিও যাচাই করবে না। কালকে থেকেই ২৫০ বেচা শুরু করবে। আবার কমে গেলে আগর মাল শেষ হয়নি বলবে। এভাবেই চলছে বাংলাদেশের বাজার গুলো। পেয়াজ রান্নার জন্য মেন্ডাটোরি না। তবে উপমহাদেশে পেয়াজ অনেক বেশি জনপ্রিয়।
ভাই আমাদের এদিকে মনিটরিং নাই বল্লেই চলে একদমই নাই। তাও ভালো পরিচিত দোকানদার থাকায় কমে কমে আনতে পারি। তবে এখানে দোকানদার গুলোরও কোন দোষ নাই। ১৮০-১৯০ টাকা কেজি কিনে যদি ২০০ টাকায় বেচে, তাহলে দোষের কিছু দেখিনা। বাট আমরা হুদাই দোকানদার গুলোর উপর রাগ দেখায় বসি যেখানে দোষ সব সিন্ডিকেটের।

না ভাই আমি অনেক ডিটারমেন্ট এইবার। খাইলামনা পিয়াজ, কি হয় দেখি। দাম কমুক আগে। অবশ্য আমাদের বাগানে পিয়াজ লাগানোও হইছে অলরেডি, কয়েক মাসের মধ্যে ফলন পাবো বলে আশা করতেছি।
hero member
Activity: 770
Merit: 482
December 15, 2023, 07:34:38 AM
আমি কমবেশি সব মিডিয়ামেই এক্টিভ আছি তবে আমার চোঁখে পিয়াজ নিয়ে কোনো পজিটিভ নিউজ পড়েনি, যাই হোক ব্যাপার না, হয়তো মিস পড়ছে কোনো ভাবে। আসলে সত্যি বলতে জানিনা ভাই, আমাদের দিকে আগের মতই উচ্চমূল্য আছে। সম্ভবতো প্রত্যন্ত এলাকা তাই বাজার মনিটরিং ব্যবস্থা তেমন ভালো না। ঢাকা হলে হিসাব আলাদা। আমি আপাতত কোনো মতে সারভাইভ করার চেষ্টা করতেছি। ভাগ্য ভালো দাম বাড়ার আগের দিনই ২ কেজি কিনছিলাম দুর্ঘটনাবশত, আহা। ঐটা দিয়েই একটা একটা করে খেয়ে চলতেছি। দাম না কমা পর্যন্ত কিনব না। আমার এখনো মনে আছে, করোনার সময় সম্ভবতো পিয়াজের দাম যখন ২৫০-৩০০ তখন আমি পিয়াজ ছাড়াই সবকিছু খাইতাম। আর মজার বিষয় হলো, তরকারীতে যে পিয়াজ দিতেই হবে এমন কিছু না। যে ভালো রাধুনি সে যদি ভালো করে রান্না করে তাহলে কেউ বুঝতেই পারবে না পিয়াজ আছে নাকি নাই।
মূলত ঢাকা এবং তার আশে পাশের জেলা গুলোতেই বেশি বাজার মনিটরিং করা হয়। তাছাড়া বাইরের শহর বলেন, বা গ্রাম বলেন, সেখানে শুধুমাত্র একটু গুজবই দাম বাড়ার জন্য যথেষ্ঠ। একই বাজারে আপনি ভোক্তা অধিদপ্তরের লোক আসার নিউজ ছড়ায়া দেখেন তো কাজ করে নাকি। করবে বলে মনে হয় না। মানুষ লোভের ওপরে কোনো কিছুকেই প্রাধান্য দেয় না। সেটা হোক পুলিশ, বা যে কোনো কিছু। মানুষের ভেতরে পরকালের ভয় অব্দি নাই। তাদের কাছে কিছু আশা করবো কিভাবে বলেন?

আপনি আজকে বাজারে গিয়ে বলেন যে কালকে থেকে সয়াবিন ২৫০ টাকা লিটার। একটা দোকানিও যাচাই করবে না। কালকে থেকেই ২৫০ বেচা শুরু করবে। আবার কমে গেলে আগর মাল শেষ হয়নি বলবে। এভাবেই চলছে বাংলাদেশের বাজার গুলো। পেয়াজ রান্নার জন্য মেন্ডাটোরি না। তবে উপমহাদেশে পেয়াজ অনেক বেশি জনপ্রিয়।
sr. member
Activity: 434
Merit: 350
December 15, 2023, 05:32:17 AM
sr. member
Activity: 1008
Merit: 366
December 15, 2023, 05:15:33 AM
কেমন আছেন ভাইয়েরা. আশা করি সবাই ভাল আছেন. আজ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে আসলাম. গত পরশু আমার নানী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে. এরপর দ্রুত উনাকে হাসপাতালে নেওয়া হয় এবং ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বলেন তিনি ব্রেন স্ট্রোক করেছেন. এখন আপাতত চিকিৎসাধীন আছেন. তবে অবস্থা খুবই খারাপ. এখন চোখও খুলতে পারতেছেন না এবং কথাও বলতে পারতেছেন না. ডাক্তার বলেছেন প্রায় ১৫ থেকে ২০ দিন এইভাবে চিকিৎসায় রাখতে হবে. ভালো হওয়ার সম্ভাবনা কম তবে চিকিৎসার মাধ্যমে ভালো হতে পারে. আমার কাছে যা কিছু ছিল সবকিছু বিক্রি করে প্রায় দেড় লাখ টাকার মত জমা করেছি. কিন্তু এখনো ৫০-৬০ হাজার টাকা লাগবে. অনেকের কাছে হাত পাতলাম অনেকেই সাহায্য করেছে আবার অনেকেই করতে পারে নাই. এখনো সম্পূর্ণ টাকার ব্যবস্থা হয় নাই. এই বিষয় নিয়ে গ্লোবালে একটা পোস্ট করেছি ইতিমধ্যে. তবে সেখানে কি রকম রেসপন্স পাবো জানিনা. তাই লোকাল কমিউনিটিতে এসে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি. এইভাবে হাত পাততে অনেক খারাপ লাগছে তবে পরিস্থিতির শিকার হয়ে আজ আমি আপনাদের কাছে. যদি কেউ ধার হিসেবে দেন তাও চলবে. একটু সময় লাগবে তবে আমি পরিশোধ করে দিব. বিস্তারিত গ্লোবাল পোস্টে আছে. দয়া করে পড়ে নিবেন. আপাতত অনেক ব্যস্ততার মাঝে আছি বলে বেশি কিছু লিখতে পারছি না. যদি সম্ভব হয় সাহায্য করবেন.
global post : https://bitcointalksearch.org/topic/m.63328712

Edit : I'll apply for a loan later. Don't send any crypto to me.
Pages:
Jump to: