এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক এ লোকাল মডারেটর হিসেবে রয়েছে।
আমিও সেখানে একাউন্ট মাইগ্রেট করেছি। সেখানে বাংলা লোকাল বোর্ড আছে দেখে ভালো লাগলো। তবে ২ জন মোডারেটর এর কেউ সেখানে বেশ কয়েকমাস যাবৎ একটিভ নাই। তারা হয়তো হটাৎ এই চেন্জ খেয়াল ও করে নাই। রিভিউ মাষ্টার ভাই তো সেখানে মোড দেখলাম। কিন্তু একটিভ নাই। সেখানে আবার দেখলাম কিছু ক্লোন একাউন্ট। আর অটো ট্রান্সলেটর এর খেলা চলছে। মোডারেটর একটিভ হয়ে গেলে এগুলো কিছুটা কমে আসবে অঅশা করা যায়। আমার ক্যাম্পেইন তো ২ সপ্তাহ আগেই বন্ধ হয়ে গেলো।
লোকাল বোর্ড বহুত আগে থেকে আগে থেকেই ছিল কিন্তু আমি প্রথম দিন যখন আমার একাউন্ট সেখানে টেলিপোর্ট করি তখন বাংলাদেশ লোকাল বোর্ড খুজতেছিলাম পাইনি পরে আদারসে গিয়েছে সেখানেও পাইনি, পরে সেদিন দেখি ৪ নম্বরে অবস্থান করতেছে, বিষয়টা অনেকটা 3 idiot মুভির মতন হয়েছে, লাস্টের দিকে খুঁজতেছিলাম পাইনি পরে দেখি উপরে অবস্থান করতেছি। যাইহোক সেখানে বাংলা লোকাল বোর্ডে একটিভিটি দেখলাম অনেক, এর মাধ্যমে বুঝা যাইতেছে যে Altcointalk এ একসময় আমাদের বাঙ্গালীদের রাজত্ব ছিল।
আর ভাই মডারেটরদের একটিভ নিয়ে কথা কি বলব মডারেটররা একটিভ হলো ঠিক আছে কিন্তু কাদের কে মডারেট করবে যেখানে অ্যাক্টিভিটি নাই সেখানে কি মডারেট করবে :") তাছাড়া তারা দুজনই তাদের নিজেদের ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে হয়তো এদিকে টাইম দিতে পারে না।
বাই দ্যা ওয়ে আপনি তো খালি মাইগ্রেট করেন নাই অলরেডি আপনার শেষ হয়ে যাওয়া সিগনেচার ক্যাম্পেইন আবার নতুন করে সেখানে শুরু করলেন, যাই হোক এইটা এবং AoBT এর সদস্য পদ পাওয়ার জন্য অভিনন্দন।
এ পর্যন্ত আমি শুধু দেখেছি Roysee দুইটা সিগনেচার ক্যাম্পেইন সেখানে লাঞ্চ করেছে, আর দুইটার মধ্যেই সিনিয়র মেম্বার থেকে নেওয়া শুরু করেছে ফুল মেম্বার আপাতত বন্ধ রেখেছে। এতদিন তো সেখানে অ্যাকাউন্ট থাকার কোন ফায়দায় ছিল না এখন মানুষ টাকা আসবে এই ফায়দায়ই সেখানে অ্যাকাউন্ট তৈরি করতেছে। যদিও আমিও অলরেডি গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত একাউন্ট টেলিপোর্টেশন করে রেখেছি। আমাদের মালাম ভাইয়েরা কই ওনাকে দেখলাম আল্টকয়েনটক এ লোকাল মডারেটর হিসেবে রয়েছে।
সত্যি বলতে ভাই আমি আসলে বুঝতেছিনা কি করা যায়। টেলিপোর্ট করবো কিনা করবোনা। আমি তো মাত্র ফুল রাংঙ্ক এ। আর ফুলের তো কোনো ক্যাম্পেইনও নাই। তবে একটা কনফিউশন ছিলো, ধরেন আমি ফুলে টেলিপোর্ট করলাম কথার কথা, তারপর যদি বিটকয়েনটকে সিনিয়র হয়ে যাই, তখন কি আবার সিনিয়রে ট্রান্সফার নেয়া যাবে? ঐখানে একজনের কমেন্ট দেখলাম যে, সিনিয়র থেকে হিরোতো গেছে, তাই নতুন করে আপগ্রেড চাচ্ছে।
যদিও আমাদের বেশিরভাগ এরই এখন উদ্দেশ্য হলো সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়া তাই আমি বলব আপনি সেখানে অ্যাকাউন্ট না খুলে আপনার অ্যাক্টিভিটি টা বিটকয়েনটকেই চালিয়ে যান কারণ দুই দিকে টাইম দিলে কোনটাই ভালোভাবে হবে না।
তাছাড়া একাউন্ট খুলে রাখতে পারেন মাইগ্রেট করতে পারেন, আমার মনে হয় পরবর্তীতে আবার যদি এখানে সিনিয়র বা হিরো মেম্বার হোন সেখানে মাইগ্রেট করতে কোন প্রবলেম হবে না। কারণ যা দেখলাম সেখানে এডমিন এই বিষয়গুলো অনেকটা সহজ ভাবেই হ্যান্ডেল করতেছে। জাস্ট তাকে পিএম করে রিকোয়েস্ট করলেই আমি মনে করি পরবর্তীতে আবার আপডেট করে দিবে।
মালাম আবার কে/কি ? কি মিন করলেন বুঝলামনা।
ইনি হলো আমাদের বাংলা থ্রেডের + altcointalk ফোরামের বাংলা বোর্ডের একজন পুরাতন পাবলিক