Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 90. (Read 5291232 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 15, 2023, 02:51:58 AM
সমস্যার সমাধান একটা হতে পারে সেটা হলো গিয়ে এই ফারাক্কার সামনে  টেরাক্কা বাঁধ নির্মাণ করা। তারপর ওরা যেমন শুষ্ক মৌসুমে বাঁধ  বন্ধ করে পানি আটকে রাখে, আমাদের সরকার সেটির উল্টোটা করবে বন্যার মৌসুমে বন্ধ করে দিবে। তারপর দুই একবার যাতা খেয়ে আপনা আপনি চুক্তি সই করতে আসবে।
আসলেই ভাই। আইডিয়া কিন্তু খারাপ না। আমি নিজেও এমন ভাবতাম আগে। পালটা বাধ নির্মান করলেই কিন্তু পারে। চায়নাও কিন্তু এমন করে রাখছে (বাধটার নাম মনে পড়তেছেনা, তবে পৃথিবীর বৃহৎ বাধগুলোর একটি)। আরেকটা বিষয় শুষ্ক মৌসুমে চাইলেই কিন্তু অল্প অল্প পানি ছাড়া যায়, কিন্তু তা ছাড়বে না। বর্ষা শুরু হলেই ভাসায় দিবে সব। বাধ থাকলে চুক্তি করতে বাধ্য ছিল ভারত। তবে ভারত কখনোই বাধ নির্মান করতে দিবে না, ইন্টারন্যালি-এক্সটারন্যালি যেভাবে হোক বাধা দিবে। নয়তো পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মতো মেগা প্রকল্প যদি বাস্তবায়ন হতে পারে তাহলে টেরাক্কা তো হাতের মোয়া। এ সরকার থাকাকালিন যদিও এটা সম্ভব না।



ভাই ঝটপট করে আমিও আবেদন করে ফেলেছিলাম। আবার দেখি ঝটপট করেই উইনার হয়েছি।
Quote
অভিনন্দন ভাই আপনাকে, আপনারও কপাল আর আমাদেরও কপাল আমি তো এ পর্যন্ত অনেকগুলা এরকম রেফেল ড্র তে অংশগ্রহণ করছি কোন বাড়ি আমার কপাল খুলে নি।
আপনাদের দুইজনের থেকে তো বড় কপাল আমার মিয়া  Wink। আমি এপর্যন্ত দুইবার জিতছি। একবার ছিল krogothmanhattan এর রাফেল আর আরেকটা ছিল MixTum এর রাফেল। ২য় টায় ৩০ ডলারের রিওয়ার্ডও ছিলো Grin

দুর্ভাগ্যবশত দুইবারের দুইবারই আমি প্রাইজগুলো নেই নি। এক রেপুটেড বিটকয়েনটক মেম্বারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তাকে দিয়ে দিসিলাম। কে হুদাই রিস্ক নিবে আপনারাই বলুন?

(বাইদাওয়ে Congratulations Bd officer.)



Quote
যদিও আমি শুনেছি যে একসময় altcointalk হালকা একটু একটিভ হয়েছিল এই বাউনটি ক্যাম্পেইন গুলোর জন্য। যাইহোক altcointalk এর এডমিন theymos এর বিটকয়েন মিক্সার ব্যান নিয়ে অ্যানাউন্সমেন্ট এর ফায়দা ভালোভাবে নিচ্ছে।
altcointalk এর ট্রাফিক অনেক কম ভাই অনেক কম। তবে যাদের মেইন উদ্দেশ্য সিগ্নেচার করা তাদের তো আর ট্যাফিক নিয়ে কোনো পেরা নাই, তাদের জাস্ট টাকা আসলেই হলো। এই ফায়দা জাস্ট। ফুল মেম্বারদের ক্যাম্পেইনে নিতেছে কিনা জানিনা, খেয়াল করিনাই। তবে সিনিয়র মেম্বারের নিচে একাউন্ট করা আমার কাছে বেকার মনে হয়। সিনিয়র হলে মোটামোটা ট্রাই করা যেতো। দেখি সিনিয়র যদি হতে পারি তখন ভাববো, তবে আপনি Crypto Library ভাই করে রাখতে পারেন একাউন্ট, ক্ষতি দেখিনা কোনো।

বাইদাওয়ে সবাই এক্টিভ হয়ে যান মিয়া  Tongue
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 15, 2023, 01:14:52 AM
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।
কথাটা আসলে এমন হওয়া উচিত ফারাক্কার সমস্যা সমাধান হবে এটি আপনি আমি আমাদের জন্মের আগে থেকে শুনতেছি।
 আপনি যেমন  হোপলেস আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ পাবলিকই এরকমই আশা হত এই ফারাক্কা সমস্যার সমাধান নিয়ে। তবে সমস্যার সমাধান একটা হতে পারে সেটা হলো গিয়ে এই ফারাক্কার সামনে  টেরাক্কা বাঁধ নির্মাণ করা। তারপর ওরা যেমন শুষ্ক মৌসুমে বাঁধ  বন্ধ করে পানি আটকে রাখে, আমাদের সরকার সেটির উল্টোটা করবে বন্যার মৌসুমে বন্ধ করে দিবে। তারপর দুই একবার যাতা খেয়ে আপনা আপনি চুক্তি সই করতে আসবে। টরাক্কার এই আইডিয়াটা কোন ইউটিউব ভিডিওতে যেমন দেখেছিলাম। যদিও বর্তমান সরকার থাকাকালীন এটা আসলে স্বপ্ন।
ভাই ঝটপট করে আমিও আবেদন করে ফেলেছিলাম। আবার দেখি ঝটপট করেই উইনার হয়েছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখানে ফ্রি রাফেল টা শেয়ার করেছিলেন দেখেই আবেদন করে ফেলেছিলাম। এখন কথা হলো আমি কখনো এই ধরনের ফ্রি রাফেল উইন হই নাই। এই টাই আমার প্রথম ফ্রি রাফেল উইন হওয়া। এখন আমি এই পুরুস্কার কিভাবে রিসিভ করতে পারবো?
অভিনন্দন ভাই আপনাকে, আপনারও কপাল আর আমাদেরও কপাল আমি তো এ পর্যন্ত অনেকগুলা এরকম রেফেল ড্র তে অংশগ্রহণ করছি কোন বাড়ি আমার কপাল খুলে নি। এখন আসি আপনার প্রশ্নের জবাবে, যেহেতু ক্রিপ্ত কারেন্সি আমাদের দেশে অবৈধ সেহেতু আমি মনে করি এসব জিনিস নিতে গিয়ে আপনার লোকেশন রিভিল করা ভালো হবে না। তবে আপনার নিকট দুইটা অপশন থাকতে পারে, এক বাহিরের দেশে যেখানে ক্রিপ্টোকারেন্সি বৈধ সে দেশে যদি আপনার কোন কাছের মানুষ থাকে তাহলে তার নিকট  সেটি গিফট পাঠাতে পারেন অথবা আপনি ফোরামের অন্য কোন মেম্বারদের মধ্যে এটি গিফট দিয়ে দিতে পারেন।


Altcoinফোরাম হয়তো অনেকদিন পরে জীবন ফিরা পাইছে। তার কারণ হইল যে এই ফোরাম প্রায় এক থেকে দেড় বছর যাবত কোন রেপুটেবল ম্যানেজার বাউনটি পরিচালনা করে নাই।
দীর্ঘদিন পরে @Roysee777, @julerz12,  @yahoo এর মত ম্যানেজাররা আল্ট কয়েন ফোরামে ফিরা আইছে এমনকি @Roysee777 ইতিমধ্যে দুইটা সিগনেচার ক্যাম্পেইন চালাইতেছেন।
আল্ট কয়েন ফোরাম ভবিষ্যতে হয়তো বিটকয়েন ফোরামের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে যাচ্ছে।@julerz12 সে তার বিটকয়েন টক সার্ভিস থ্রেডে বলছে 31 ডিসেম্বর তারিখ থিকা [banned mixer]সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করবে।
আমাগো এখানে অনেকে উচ্চ রেংকদারি রয়েছে তারা চাইলে একাউন্ট টেলিপোর্টেড করতে পারেন।
টেলিপোর্ট করার জন্য এই লিঙ্কে প্রবেশ করতে হইবে।
Teleported link= https://www.altcoinstalks.com/index.php?topic=178480.0;topicseen

তারপর এই স্টেপ গুলো যথাযথভাবে করতে হবে যদিও অনেকেই হয়তো টেলিপোর্ট কইরা ফালাইছে ইতিমধ্যে।
কথায় আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ, আরো ভালো ভাবে বলতে গেলে শাপে বর।
যদিও আমি শুনেছি যে একসময় altcointalk হালকা একটু একটিভ হয়েছিল এই বাউনটি ক্যাম্পেইন গুলোর জন্য। যাইহোক altcointalk এর এডমিন theymos এর বিটকয়েন মিক্সার ব্যান নিয়ে অ্যানাউন্সমেন্ট এর ফায়দা ভালোভাবে নিচ্ছে। টেলিপোর্টেশন রিকোয়ারমেন্টে আগে হয়তো এটলিস্ট ফুল মেম্বার ছিল সেটি আবার এডিট করে এখন জুনিয়র মেম্বারে নামিয়ে দিয়েছে। তাছাড়া আমার মনে হয় নিউবি একাউন্টও টেলিপোর্ট করে দেবে। সিগনেচার কাম্পেইন যেহেতু চালু হয়েছে মোটামুটি আবার একটিভ হবে।
sr. member
Activity: 392
Merit: 350
December 14, 2023, 09:55:14 PM
Altcoinফোরাম হয়তো অনেকদিন পরে জীবন ফিরা পাইছে। তার কারণ হইল যে এই ফোরাম প্রায় এক থেকে দেড় বছর যাবত কোন রেপুটেবল ম্যানেজার বাউনটি পরিচালনা করে নাই।
দীর্ঘদিন পরে @Roysee777, @julerz12,  @yahoo এর মত ম্যানেজাররা আল্ট কয়েন ফোরামে ফিরা আইছে এমনকি @Roysee777 ইতিমধ্যে দুইটা সিগনেচার ক্যাম্পেইন চালাইতেছেন।
আল্ট কয়েন ফোরাম ভবিষ্যতে হয়তো বিটকয়েন ফোরামের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে যাচ্ছে।@julerz12 সে তার বিটকয়েন টক সার্ভিস থ্রেডে বলছে 31 ডিসেম্বর তারিখ থিকা [banned mixer]সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করবে।
Good news,

The Coinomize team has confirmed that we are continuing the signature campaign on Altcointalks.
As for the rates per post, that is yet to be decided. The official launch will be on Dec. 31st.  Wink
To join the discussion about their service, you can visit their official Altcointalks thread here: https://www.altcoinstalks.com/index.php?topic=312735

আমাগো এখানে অনেকে উচ্চ রেংকদারি রয়েছে তারা চাইলে একাউন্ট টেলিপোর্টেড করতে পারেন।
টেলিপোর্ট করার জন্য এই লিঙ্কে প্রবেশ করতে হইবে।
Teleported link= https://www.altcoinstalks.com/index.php?topic=178480.0;topicseen

তারপর এই স্টেপ গুলো যথাযথভাবে করতে হবে যদিও অনেকেই হয়তো টেলিপোর্ট কইরা ফালাইছে ইতিমধ্যে।
How to find your profile URL

to find simply the url link:
find any post you create, and click on your username




You can also use your referral link, and hence you also use your link to refer other users and earn some nice stuff.
See below how to find the profile url with referral link:


Where to put your Altt url on Bitcointalk

Places where you can put your Altt profile url.

Profile > Forum profile information


Recommended to use the website (unless you are using it for something else) , you will need to fill both boxes (website title: altcoinstalks url: your profile link), for the link to appear
ALTT profile, is where you put your altcoinstalks profile url
website title: just put any keyword, like My Altcointalk profile, or ALTT or even your username


you can also put the url in other places


At the end don't forget to click change profile.

Important


to avoid users trying to pass for other users after teleport, we kindly ask you to :
1- Keep same display name as username (aka username on btt) - Please do not change it.
2- Keep the altt url on btt, for future verifications.
(if any of these rules is broken, and we see a need to, we might have to remove teleportation)
full member
Activity: 504
Merit: 163
December 14, 2023, 01:32:13 PM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 14, 2023, 01:15:23 PM
নিউজ হয়নি বললে ভুল হবে। নিউজ হয়েছে বেশ কিছু। আমি নিয়মিত খবর দেখি, বেশ কয়েকটা চ্যানেলে নিউজ হয়েছে। বাজারে কৃষকের নতুন পেয়াজ আসার পর পেয়াজ আবার ১৩০ থেকে ১৬০ টাকার মধ্যে অবস্থান করছে। তবে কৃষক পাচ্ছে ৮০ থেকে ৯০ টাকার মতো। বাজারে নতুন পেয়াজ আসলে যে দাম কমে যাবে, এটা কিন্তু সবাই জানতো। কৃষকরাও একটু বেশি লাভের আশায় আগাম পেয়াজ তুলেছে। তবে আরো কিছুদিন গেলে পেয়াজ বড় হলে ওজন ও বাড়তো।
আমি কমবেশি সব মিডিয়ামেই এক্টিভ আছি তবে আমার চোঁখে পিয়াজ নিয়ে কোনো পজিটিভ নিউজ পড়েনি, যাই হোক ব্যাপার না, হয়তো মিস পড়ছে কোনো ভাবে। আসলে সত্যি বলতে জানিনা ভাই, আমাদের দিকে আগের মতই উচ্চমূল্য আছে। সম্ভবতো প্রত্যন্ত এলাকা তাই বাজার মনিটরিং ব্যবস্থা তেমন ভালো না। ঢাকা হলে হিসাব আলাদা। আমি আপাতত কোনো মতে সারভাইভ করার চেষ্টা করতেছি। ভাগ্য ভালো দাম বাড়ার আগের দিনই ২ কেজি কিনছিলাম দুর্ঘটনাবশত, আহা। ঐটা দিয়েই একটা একটা করে খেয়ে চলতেছি। দাম না কমা পর্যন্ত কিনব না। আমার এখনো মনে আছে, করোনার সময় সম্ভবতো পিয়াজের দাম যখন ২৫০-৩০০ তখন আমি পিয়াজ ছাড়াই সবকিছু খাইতাম। আর মজার বিষয় হলো, তরকারীতে যে পিয়াজ দিতেই হবে এমন কিছু না। যে ভালো রাধুনি সে যদি ভালো করে রান্না করে তাহলে কেউ বুঝতেই পারবে না পিয়াজ আছে নাকি নাই। হিন্দুদের কথাই ভাবেন, তারা অনেকেই কিন্তু পিয়াজ ছাড়া রান্নাবান্না করে, কোনো সমস্যা নাই। তাদের পন্থা অনুসরণ করতে হবে। যখন দেখবে কেউই কিনতেছেনা, পচা শুরু হইছে, তখন ঠিকই ৭০-৮০ টাকায় বিক্রি করতে বাধ্য হবে।

Quote
বন্ধু হিসাবে শুধু ইলিশ কেনো, সরকার প্রতি বছর যে পরিমান আম ফ্রি তে পাঠায়, তা ১০ টাকা করে কেজি তে দিলেও অনেক টাকা। আর ইলিশ তো বাংলাদেশের সিগন্যাচার পন্য।
এটা নিয়ে আর কিছু কইয়েনই না, হাসবো না কাদবো নিজেও জানিনা Smiley....
full member
Activity: 742
Merit: 157
December 14, 2023, 09:16:54 AM

Quote
বিভিন্ন দেশ তাদের সম্পর্ক ভালো রাখার জন্য অন্যান্য দেশের সাথে চুক্তি করে। আবার নিজেদের লাভের জন্য সেসব চুক্তি বাতিল ও করে। ভারত বন্ধু রাষ্ট্র বলে কথা। কিন্তু ভারত কখনোই তাদের নিজেদের লস দিয়ে বাংলাদেশ কে সাহায্য করতে আসবে না। ফারাক্কা বাধ তারই একটা উদাহারন। ভারত কখনোই শুস্ক মৌসুমে বাংলাদেশে পানি আসতে দেয় না। আবার তারা হুট করেই সব বাধ খুলে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দেয়। যদিও বাধ করার সময় একটা চুক্তি ছিলো। সেটার দিকে কোনো কালের কোনো সরকারই তাকায় নি। বা তাকালেও কোনো রেজাল্ট আনতে পারেনি। গত মৌসুমেও ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয়ার পর বাজার অস্থির হয়ে গিয়েছিলো।
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।
আমরা বাংলাদেশী আমাদের দেশ থেকে ভারত অনেক শক্তিশালী দেশ। আমরা ছোট দেশ হওয়া ভারত আমাদেরকে সেরকম কিছু মনে করে না। ফারাক্কা বাধের জন্য সময় মতো আমরা পানি পাই না, আবার যখন পানির প্রয়োজন হয় না, তখন পানি ছেরে দেয় নানান ধরনের ফসলের ক্ষতি হয়ে যায়। এতে করে সাধারণ জনগণ যারা কৃষি কাজ করেন তারা ক্ষতি সম্মুখীন হয়, এবং দেশে সংকট দেখা যায়। যদি এই জিনিসটা অন্য কোন শক্তিশালী দেশের সঙ্গে ঘটতো তাহলে কি এভাবে মেনে নিতো? কখনই মেনে নিতো না। যেকোন এক ব্যবস্থা করে ফেলতো। হয়তো আমাদের আজীবন মেনে নিতে হবে।
বাংলাদেশের উপর বহু আগে থেকেই কলোনিয়াল পাওয়ার দেখিয়ে আসছে ইন্ডিয়া। তারা বাংলাদেশের রাজনৌতিক, অর্থনৈতিক সাংস্কৃতিক সবজায়গাতেই তাদের আধিপত্য ধরে রেখেছে। বাংলাদেশ স্বাধীন রাস্ট্র হলেও তারা তাদের উপনেবেশিক ক্ষমতা বলে তারা বাংলাদেশ থেকে তাদের স্বার্থ উদ্ধার করছে। তারা কখনও রাজনৌতিক কৌশল ব্যবহার করছে আবার কখনবা অর্থনৌতিক কৌশল। এছাড়া সংস্কৃতিতে বহু আগে থেকেই তাদের একক আদিপত্য রয়েছে। ফলে তারা খুব সহজেই তাদের স্বীকারী হিসেবে বাংলাদেশকে পেতে পারে। যখন বাংলাদেশের জনসাধারন এই বিষয় গুলো খুব ভালভাবে বুঝতে সক্ষম হয় তখন তাদের স্বার্থে আঘাত লাগে।

ভারত একটি বড় এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। তারা অর্থনৈতিকভাবেও সম্মৃদ্ধ। তবে তাই বলে একটি দেশের উপর তারা অন্যায়ভাবে নানা ধরনের অভিযোগ এনে চাপে রাখতে চায় যা আগে সম্ভব হলেও বর্তমান সময়ে তা আর সম্ভব নয়। তারা পেয়াজ নিয়ে যে ধরনের একটি বার্তা দিয়েছে তা আমি মনে করি বাংলাদেশের জন্য ভাল হয়েছে। বাংলাদেশ আগে তাদের উপর সম্পুর্ণভাবে নির্ভর করত এখন তারা বিকল্প খুজছে। ইতমধ্যে পাকিস্তান থেকে পেয়াজ আমদানি করা হচ্ছে। এটা সরকারের পক্ষ্য থেকে একটি যৌক্তিক সীধান্ত হয়েছে। আমরা টাকা দিয়ে পন্য ক্রয় করব কেন আমরা তাদের উপর নির্ভরশীল হব। বাংলাদেশের জনগনও বেশ একই মনোভাব ব্যক্ত করেছে। পেয়াজের মুল্য বাড়তি হওয়ার ঠিক কয়েকদিনের মাথায় আবার পেয়াজের মুল্য পড়তে শুরু করেছে। আমাদের দেশ এবং জনগনের জন্য এটি একটি ভাল মেসেজ বলতে পারি।
hero member
Activity: 770
Merit: 482
December 14, 2023, 07:22:12 AM
ভারতের পিয়াজ রপ্তানি বন্ধের নিউজ ঝড়ের গতিতে মিডিয়া প্রচার করে বসেছে। আর হুরহুর করে দাম বেড়ে গেছে। আমি মনে করি, এই সমস্যা সমাধানে যদি পাল্টা নিউজ করা হতো যে আমরা অন্য কোনো দেশ থেকে আমদামি করার চেষ্টায় আছি তাহলে কিন্তু এতো দুর্ভোগ হতোনা সাধারণ জনসমাজের। আমার মনে হয়না এমন কোনো নিউজ করা হইছে, অন্তত আমার চোঁখে পড়ে।
নিউজ হয়নি বললে ভুল হবে। নিউজ হয়েছে বেশ কিছু। আমি নিয়মিত খবর দেখি, বেশ কয়েকটা চ্যানেলে নিউজ হয়েছে। বাজারে কৃষকের নতুন পেয়াজ আসার পর পেয়াজ আবার ১৩০ থেকে ১৬০ টাকার মধ্যে অবস্থান করছে। তবে কৃষক পাচ্ছে ৮০ থেকে ৯০ টাকার মতো। বাজারে নতুন পেয়াজ আসলে যে দাম কমে যাবে, এটা কিন্তু সবাই জানতো। কৃষকরাও একটু বেশি লাভের আশায় আগাম পেয়াজ তুলেছে। তবে আরো কিছুদিন গেলে পেয়াজ বড় হলে ওজন ও বাড়তো।

Quote
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে[/i], এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস। আর এদিকে আমরা বছরে বছরে টনকে টন ইলিশ উপহারস্বরূপ পাঠাই। বাহ বন্ধুত্ব বাহ। একটা কথা আছে বন্ধুই বন্ধুর হো*া মারে। যা এখন হারে হারে টের পাচ্ছি। এর পরেও সরকার তার বন্ধুর জন্য জান প্রান দিতে রাজি।

ফারাক্কা কেনো শুধু, এটাতো একটা মেজর চুক্তি, অন্য নদীর পানিতেও বাংলাদেশ ঠকে আসছে সব সময়। মমতা যতোদিন আছে, এটার সমাধান ততোদিন হবে বলে আশা করি না। আর বন্ধু হিসাবে শুধু ইলিশ কেনো, সরকার প্রতি বছর যে পরিমান আম ফ্রি তে পাঠায়, তা ১০ টাকা করে কেজি তে দিলেও অনেক টাকা। আর ইলিশ তো বাংলাদেশের সিগন্যাচার পন্য।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
December 13, 2023, 09:05:00 PM

Quote
বিভিন্ন দেশ তাদের সম্পর্ক ভালো রাখার জন্য অন্যান্য দেশের সাথে চুক্তি করে। আবার নিজেদের লাভের জন্য সেসব চুক্তি বাতিল ও করে। ভারত বন্ধু রাষ্ট্র বলে কথা। কিন্তু ভারত কখনোই তাদের নিজেদের লস দিয়ে বাংলাদেশ কে সাহায্য করতে আসবে না। ফারাক্কা বাধ তারই একটা উদাহারন। ভারত কখনোই শুস্ক মৌসুমে বাংলাদেশে পানি আসতে দেয় না। আবার তারা হুট করেই সব বাধ খুলে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দেয়। যদিও বাধ করার সময় একটা চুক্তি ছিলো। সেটার দিকে কোনো কালের কোনো সরকারই তাকায় নি। বা তাকালেও কোনো রেজাল্ট আনতে পারেনি। গত মৌসুমেও ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয়ার পর বাজার অস্থির হয়ে গিয়েছিলো।
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।
আমরা বাংলাদেশী আমাদের দেশ থেকে ভারত অনেক শক্তিশালী দেশ। আমরা ছোট দেশ হওয়া ভারত আমাদেরকে সেরকম কিছু মনে করে না। ফারাক্কা বাধের জন্য সময় মতো আমরা পানি পাই না, আবার যখন পানির প্রয়োজন হয় না, তখন পানি ছেরে দেয় নানান ধরনের ফসলের ক্ষতি হয়ে যায়। এতে করে সাধারণ জনগণ যারা কৃষি কাজ করেন তারা ক্ষতি সম্মুখীন হয়, এবং দেশে সংকট দেখা যায়। যদি এই জিনিসটা অন্য কোন শক্তিশালী দেশের সঙ্গে ঘটতো তাহলে কি এভাবে মেনে নিতো? কখনই মেনে নিতো না। যেকোন এক ব্যবস্থা করে ফেলতো। হয়তো আমাদের আজীবন মেনে নিতে হবে।

2stout  একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (Christmas giveaway )।  তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-1st-of-13-days-of-xmas-5477788 এখানে আবেদনের জন্য কোন নিয়ম নাই। একজন একটি আবেদন করতে পারবেন। সলুট সংখ্যা সীমিত তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। মাল্টিপল অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।
ভাই ঝটপট করে আমিও আবেদন করে ফেলেছিলাম। আবার দেখি ঝটপট করেই উইনার হয়েছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখানে ফ্রি রাফেল টা শেয়ার করেছিলেন দেখেই আবেদন করে ফেলেছিলাম। এখন কথা হলো আমি কখনো এই ধরনের ফ্রি রাফেল উইন হই নাই। এই টাই আমার প্রথম ফ্রি রাফেল উইন হওয়া। এখন আমি এই পুরুস্কার কিভাবে রিসিভ করতে পারবো?
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 13, 2023, 06:26:48 PM
2stout  একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (Christmas giveaway )।  তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-1st-of-13-days-of-xmas-5477788 এখানে আবেদনের জন্য কোন নিয়ম নাই। একজন একটি আবেদন করতে পারবেন। সলুট সংখ্যা সীমিত তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। মাল্টিপল অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।
full member
Activity: 504
Merit: 163
December 13, 2023, 01:22:48 PM
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।
ফারাক্কা নিয়ে ভারত সরকারের সাথে কথা হয়েছে এটা এই দেশের সরকার আমাদের প্রতিনিয়ত মিথ্যা আশ্বাস দেয়। যখন আমাদের দেশে বন্যা হয় এবং বন্যায় বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থান তলিয়ে যায় তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সাংবাদিকরা বলে যে ফারাক্কা ইস্যু নিয়ে ভারতের সাথে কথা হয়েছে এবং তারা অনতৈলম্বে এই সমস্যার সমাধান করবে আমরা শুধু এটাই শুনি এ পর্যন্ত এখনো সমস্যার সমাধান হয়নি হয়তো বা ভবিষ্যতে হবেও না।
Quote
আর এদিকে আমরা বছরে বছরে টনকে টন ইলিশ উপহারস্বরূপ পাঠাই। বাহ বন্ধুত্ব বাহ। একটা কথা আছে বন্ধুই বন্ধুর হো*া মারে। যা এখন হারে হারে টের পাচ্ছি। এর পরেও সরকার তার বন্ধুর জন্য জান প্রান দিতে রাজি।
শুধু আমার কাছে নয় পুরো বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখের বিষয় হচ্ছে যে ইলিশ আমাদের দেশে উৎপাদন হয় সেই ইলিশ আমরা আমাদের দেশে কেন দুই হাজার থেকে ২৫০০ টাকা কেজি করে কিনে খাব। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ বা বন্ধু দেশ ভারতে আমাদের বাংলাদেশের সুনামধন্য সরকার এই ইলিশ প্রত্যেক বছর কয়েক লক্ষ টন করে পাঠায়। অথচ ভারতে বাংলাদেশের তুলনায় ইলিশ মাছের দাম কেজিপ্রতি অনেক কম।
ইলিশ মাছের দাম যেভাবে বাংলাদেশে বৃদ্ধি পায় প্রতি বছর তাতে করে মনে হয় কয়েকদিন পরে আমাদের শুধু ইলিশ মাছের নাম শুনতে হবে টাকা দিয়ে আর কিনে খাওয়া হবে না।
ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ কিন্তু এই জাতীয় মাছ কয়জনি বা খেতে পারে? সবারে কেনার সাধ্য থাকে না কারণ একজন মধ্যবিত্তি  বা নিম্নবিত্ত ফ্যামিলির হাতের নাগালের বাইরে ইলিশের দাম তো মানুষ কেমন করে খাবে। একদিন সত্যিই ইলিশ যে আমাদের জাতীয় মাছ এটা শুধু আমাদের শুনতেই হবে চোখে দেখাটাও হয়তো বা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি লোকজন দেখতে পাবে না। কিন্তু আমাদের দেশের সরকার পুজোর সময় প্রতি বছরই প্রতিবেশী রাষ্ট্র ভারতে লক্ষ টন ইলিশ উপহার পাঠাবে তাতে কোন সমস্যা নাই। তার বিনিময়ে আমাদের প্রতিবেশী দেশ আমাদের ফারাক্কা বাঁধ খুলে পানি খাওয়াবে তার বিনিময়ে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে এরকম ভাবে আমাদের সহযোগিতা করে যাবে।
sr. member
Activity: 434
Merit: 350
December 13, 2023, 10:05:34 AM
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।
ফারাক্কা নিয়ে ভারত সরকারের সাথে কথা হয়েছে এটা এই দেশের সরকার আমাদের প্রতিনিয়ত মিথ্যা আশ্বাস দেয়। যখন আমাদের দেশে বন্যা হয় এবং বন্যায় বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থান তলিয়ে যায় তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সাংবাদিকরা বলে যে ফারাক্কা ইস্যু নিয়ে ভারতের সাথে কথা হয়েছে এবং তারা অনতৈলম্বে এই সমস্যার সমাধান করবে আমরা শুধু এটাই শুনি এ পর্যন্ত এখনো সমস্যার সমাধান হয়নি হয়তো বা ভবিষ্যতে হবেও না।
Quote
আর এদিকে আমরা বছরে বছরে টনকে টন ইলিশ উপহারস্বরূপ পাঠাই। বাহ বন্ধুত্ব বাহ। একটা কথা আছে বন্ধুই বন্ধুর হো*া মারে। যা এখন হারে হারে টের পাচ্ছি। এর পরেও সরকার তার বন্ধুর জন্য জান প্রান দিতে রাজি।
শুধু আমার কাছে নয় পুরো বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখের বিষয় হচ্ছে যে ইলিশ আমাদের দেশে উৎপাদন হয় সেই ইলিশ আমরা আমাদের দেশে কেন দুই হাজার থেকে ২৫০০ টাকা কেজি করে কিনে খাব। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ বা বন্ধু দেশ ভারতে আমাদের বাংলাদেশের সুনামধন্য সরকার এই ইলিশ প্রত্যেক বছর কয়েক লক্ষ টন করে পাঠায়। অথচ ভারতে বাংলাদেশের তুলনায় ইলিশ মাছের দাম কেজিপ্রতি অনেক কম।
ইলিশ মাছের দাম যেভাবে বাংলাদেশে বৃদ্ধি পায় প্রতি বছর তাতে করে মনে হয় কয়েকদিন পরে আমাদের শুধু ইলিশ মাছের নাম শুনতে হবে টাকা দিয়ে আর কিনে খাওয়া হবে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 13, 2023, 08:49:59 AM
রাজনীতির বলি কিন্তু সব সময় জনগনই হয়ে থাকে।
সারাজীবনই হয়ে আসছি, আজও হবো, সামনেও হবো, যতদিন পর্যন্ত এই নোংরা রাজনীতির অবসান না ঘটে। সরকার চাইলেই এসব সমস্যা কিন্তু দূর করতে পারে কিন্তু করবো না, কারন ম্যানি টকস। যেখানে লাভ দেখবে সেখানে যাবে, তার উপর আবার সামনে নির্বাচন। মানুষ বাঁচে মরুক গলে যাক সেটা ম্যাটার না, ম্যাটার হলো গদি সামলানা।

ভারতের পিয়াজ রপ্তানি বন্ধের নিউজ ঝড়ের গতিতে মিডিয়া প্রচার করে বসেছে। আর হুরহুর করে দাম বেড়ে গেছে। আমি মনে করি, এই সমস্যা সমাধানে যদি পাল্টা নিউজ করা হতো যে আমরা অন্য কোনো দেশ থেকে আমদামি করার চেষ্টায় আছি তাহলে কিন্তু এতো দুর্ভোগ হতোনা সাধারণ জনসমাজের। আমার মনে হয়না এমন কোনো নিউজ করা হইছে, অন্তত আমার চোঁখে পড়ে। কিভাবে ইকোনমি অস্থিতিশীল করবে তা নিয়ে যত কাজ। আর সবসময় সবকিছুরই জন্য এক দেশের উপরই নির্ভর করা ভালো ঠেকেনা আমার কাছে। ৩-৪ টা সোর্স থাকা জরুরি। কারন ভাবুন আজ বাদে কাল যদি ভারত একে একে সব প্রোঠাক্ট রপ্তানি বন্ধ করা শুরু করতে থাকে তখন কোথায় গিয়ে ঠেকবো আমরা।

Quote
বিভিন্ন দেশ তাদের সম্পর্ক ভালো রাখার জন্য অন্যান্য দেশের সাথে চুক্তি করে। আবার নিজেদের লাভের জন্য সেসব চুক্তি বাতিল ও করে। ভারত বন্ধু রাষ্ট্র বলে কথা। কিন্তু ভারত কখনোই তাদের নিজেদের লস দিয়ে বাংলাদেশ কে সাহায্য করতে আসবে না। ফারাক্কা বাধ তারই একটা উদাহারন। ভারত কখনোই শুস্ক মৌসুমে বাংলাদেশে পানি আসতে দেয় না। আবার তারা হুট করেই সব বাধ খুলে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দেয়। যদিও বাধ করার সময় একটা চুক্তি ছিলো। সেটার দিকে কোনো কালের কোনো সরকারই তাকায় নি। বা তাকালেও কোনো রেজাল্ট আনতে পারেনি। গত মৌসুমেও ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয়ার পর বাজার অস্থির হয়ে গিয়েছিলো।
ফারাক্কা নিয়ে আমাদের ভারত সরকারের সাথে কথা হইছে, অতি সীগ্রই এর সমাধান হয়ে যাবে, এই কথা মনে হয় আমি আমার জন্মের পর থেকে শুনতেছি। তবে এর প্রাকটিকাল কখনো চোঁখে আসেনি। অদূর ভবির্ষতেও হয়তো আসবে না। ফারাক্কা নিয়ে আমি হোপলেস।

Quote
ভারতে যখন পেয়াজের দাম একটু বেড়ে যায়, তখনই রপ্তানী বন্ধ করে দেয়। তারা নিজেরা খেতে না পারলে আপনাকে খাওয়াতে পারবে না।
আর এদিকে আমরা বছরে বছরে টনকে টন ইলিশ উপহারস্বরূপ পাঠাই। বাহ বন্ধুত্ব বাহ। একটা কথা আছে বন্ধুই বন্ধুর হো*া মারে। যা এখন হারে হারে টের পাচ্ছি। এর পরেও সরকার তার বন্ধুর জন্য জান প্রান দিতে রাজি।
hero member
Activity: 770
Merit: 482
December 13, 2023, 03:41:45 AM
বিশ্ব রাজনীতি নিয়ে আমার তেমন কোন ধারনা নেই আবার ভারতে এই সময়ে কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে সেটাও আমার জানা নেই। কোন কিছু জানিনা সেই হিসেবে এই পোস্টটা দেখে মনে হচ্ছে এটা বিশ্ব রাজনীতিরই অংশ। তারা বুঝাতে চাচ্ছে আমেরিকা যদি সেনশন দিয়ে কিছু করতে চায় ভারত ও বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে।

রাজনীতির বলি কিন্তু সব সময় জনগনই হয়ে থাকে। বিভিন্ন দেশ তাদের সম্পর্ক ভালো রাখার জন্য অন্যান্য দেশের সাথে চুক্তি করে। আবার নিজেদের লাভের জন্য সেসব চুক্তি বাতিল ও করে। ভারত বন্ধু রাষ্ট্র বলে কথা। কিন্তু ভারত কখনোই তাদের নিজেদের লস দিয়ে বাংলাদেশ কে সাহায্য করতে আসবে না। ফারাক্কা বাধ তারই একটা উদাহারন। ভারত কখনোই শুস্ক মৌসুমে বাংলাদেশে পানি আসতে দেয় না। আবার তারা হুট করেই সব বাধ খুলে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দেয়। যদিও বাধ করার সময় একটা চুক্তি ছিলো। সেটার দিকে কোনো কালের কোনো সরকারই তাকায় নি। বা তাকালেও কোনো রেজাল্ট আনতে পারেনি। গত মৌসুমেও ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয়ার পর বাজার অস্থির হয়ে গিয়েছিলো। ভারতে যখন পেয়াজের দাম একটু বেড়ে যায়, তখনই রপ্তানী বন্ধ করে দেয়। তারা নিজেরা খেতে না পারলে আপনাকে খাওয়াতে পারবে না।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 12, 2023, 06:41:35 PM
বাংলাদেশ  উন্নয়নের জোয়ারে ভাসছে  তাই সাথে সাথে পেঁয়াজের দামও উন্নতির পথে। ভারত তিন মাসের জন্য আমদানি রপ্তানি বন্ধ করার সাথে সাথে পিয়াজের দাম যেন আকাশ ছোঁয়া পরিমাণ বেড়ে গেছে। আমি ছয় দিন আগে পিয়াজ কিনেছিলাম ৫ কেজি পেঁয়াজ ৫০০ টাকা দিয়ে অথচ সে আজকে এই পেঁয়াজের দাম বর্তমান প্রায় ৩০০ প্লাস এর কাছাকাছি। এইভাবে যদি বাংলাদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তাহলে সাধারণ মানুষের কোন অবস্থায় দাঁড়াবে এক কেজি পেয়াজ কিনতে যদি আমাদের মতো সাধারণ জনগণকে প্রায় 300 টাকা গুনতে হয় তাহলে আমরা আর দ্রব্যমূল্য কেমন করে কিনব। বাংলাদেশের বর্তমান বাজার পরিস্থিতি এতই খারাপ দেখা যাবে যে  সাধারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ।
বিশ্ব রাজনীতি নিয়ে আমার তেমন কোন ধারনা নেই আবার ভারতে এই সময়ে কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে সেটাও আমার জানা নেই। কোন কিছু জানিনা সেই হিসেবে এই পোস্টটা দেখে মনে হচ্ছে এটা বিশ্ব রাজনীতিরই অংশ। তারা বুঝাতে চাচ্ছে আমেরিকা যদি সেনশন দিয়ে কিছু করতে চায় ভারত ও বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 12, 2023, 10:21:21 AM
কেন জানিনা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমাদের এই বাংলা বোর্ড লাগামহীন পাগলা ঘোড়ার মত চলছে। লাগামহীন ঘোড়া যেমন এদিক সেদিক চলে যায় কোন ঠিক ঠিকানা থাকে না হয়তো তেমনি এই বোর্ড এগিয়ে যাচ্ছে
সিরিয়ালে নাম মেনশন করাকে আমি তেল মারা মনে করি। তেল মারা বন্ধ করে দেন। নিজেকে খুব ছোট মনে করবেন না। আবার খুব বড় মনে করবেন না।

আমরা সবাই জেনারেল ইউজার। আমাদের কাছে ফোরামের আলাদা কোনো ফিচার নাই যেটার মাধ্যমে আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারবো।

ভাই প্রথমত কিছুই বুঝিনাই আপনার কথা। ২য় আরেহ আপনি চাচ্ছেনটা কি? এইটা কি বাংলাদেশ ক্রিকেট টিম নাকি যে প্রাকটিস করে করে এগিয়ে নিয়ে হবে? আপনি আপনার মতো চলবেন আমি আমার মতো চলবো, যদি মনে হয় কমেন্ট করা প্রয়োজন তাহলে কমেন্ট করে দিবেন, এই ব্যাস আর কি লাগে?

এখানে সিনিয়র জুনিয়র কিছু নাই। ফোরাম সিনিয়র জুনিয়র কিছু মানে না। ফোরামের রুলস এর উপরে কেউ নাই। আর ভাই আসলেই তেল মারার এই ব্যাপারটা কমান। সেদিন একটা কমেন্ট দেখলাম, কে জানি মেনশন করে লিখছে, সেন্ডএবেল মেরিট না থাকায় মেরিট দিতে পারলামনা ভাইয়া, আপনিই সম্ভবতো বলছেন। এগুলো বাদদেন। আপনি কি মিন করছেন? আমি গরিব মানুষ আমাকে   টাকা দাও যেনো আমি অন্যদের দান করতে পারি? এমন করবেন না। এটা কেউ ভালো চোঁখে দেখেনা। গ্লোবালে কেউ দেখলে বলতো মেরিট ফিশিং এর ট্রাই করতেছে। লোকালে আমরা আমরা তাই কেউ কিছু মনে করিনা।

শেষে একটাই কথা বলবো, ফোরামে সময় দিন। এর উপর কোনো ঔষধ নাই। আমি কাজের সময় বাদে সারাটাদিন ফোরামে পড়ে থাকি। এমন না যে কোটা ফিল করার জন্য, না!!! হুদাইই বলা যায়। এক পোস্ট থেকে আরেক পোস্টে যাই। পড়ি ৯০%, আর কমেন্ট করি ১০%। আর ফোরামের রুলস মেনে চইলেন, দেখবেন সব ঠিক আছে। অন্যরে সাহায্য করুন, মিনিংফুল ডিসকাশনে অংশ নিন, ইমনিই এদিক সেদিক ওদিক দিয়ে ২-১ টা করে মেরিট আসা শুরু করবে।
hero member
Activity: 770
Merit: 482
December 12, 2023, 08:03:53 AM
ভারত তিন মাসের জন্য পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করার সাথে সাথে প্রত্যেকটা ব্যবসায়ী পেয়াজ  সংরক্ষণ করা শুরু করে দিয়েছে। এর ফলে বাজারে পেঁয়াজের চাহিদা বহু গুণ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম প্রায় 300 টাকার কাছাকাছি হয়েছে। যদি কোন ভাবে মুলা কিনে সংরক্ষণ করা যায় তাহলে মানুষ মুলা কিনে সংরক্ষণ করত এবং মুলার দামটাও বাড়িয়ে দিত। আপনাদের বগুড়াতে হয়তো দুই থেকে তিন টাকা আটি মুলা পাওয়া যায় আমাদের এখানে চার টাকা কেজি মোলা বিক্রি করছে। অন্যান্য সবজির তুলনায় মুলার দামটা অনেকটাই কম হয়তোবা কৃষকের যে টাকা পরিমাণ মুলা চাষ করতে খরচ হয়েছে তার হয়তো এই মুলা বিক্রি করে তার খরচের টাকাটা উঠবে না।

আমি তো আগের পোষ্ট এ অলরেডি বললাম যে অন্যান্য খরচ তো বাদ, জমি থেকে মুলা তুলে, সেধা ধুয়ে প্রসেস করে বাজারে নেয়ার যে খরচ, বিক্রি করে সেই খরচ ওঠাতেও কৃষকের বুকে মাটি ছুয়ে যাচ্ছে। অনেক কৃষক লস করে হলেও জমি খালি করছে কারন তারা সেখানে অন্য শীতের সবজি চাষ করবে। এবার পেয়াজের কথায় আসি, আমার এলাকায় দেখলাম পেয়াজের দামের খুব বেশি তফাৎ হয়নি। আজকে বাজারে গিয়ে পেয়াজের দাম জোনতে চাইলাম, যেটা নতুন বাজারে এসেছে, সেটা ১৩০ টাকা কেজি। আর আগের পেয়াজ ১৬০ টাকা কেজি। অন্যান্য এলাকার তুলনায় আমাদের লোকাল বাজারে পেয়াজের দাম কম। সেটা একটা কারন হতে পারে বাজারের মসজিদ। এখানকার ইমাম সাহেব প্রতিদিন ব্যাবসায়ীদের নানান হাদিস শোনান এবং মজুদ করে বেশি দামে বিক্রি না করার পরামর্শ দেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 11, 2023, 08:34:49 PM
কেন জানিনা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমাদের এই বাংলা বোর্ড লাগামহীন পাগলা ঘোড়ার মত চলছে। লাগামহীন ঘোড়া যেমন এদিক সেদিক চলে যায় কোন ঠিক ঠিকানা থাকে না হয়তো তেমনি এই বোর্ড এগিয়ে যাচ্ছে

আপনার পোষ্ট এর কোনো আগা মাথা আমার মস্তিস্কে ঢুকে নাই। আপনি আপনার এই কথার মাধ্যমে কি বুঝাতে চাইছেন? কি হয়েছে আমাদের লোকাল থ্রেড এর?  লাগামহীন ঘোড়া মনে হবার কারন কি? সেই কারন যদি আপনি নিজেই না জানেন, তাহলে অন্য কেউ কিভাবে সেটা জানবে বা বুঝবে? লোকাল থ্রেড এ কিছু আন-ইউজুয়াল দেখলে আমি সেটা পয়েন্ট আউট করার চেষ্টা করি। কি বলতে চাচ্ছেন সেটা না পেচিয়ে সোজা বলে ফেলবেন। সবাইকে বুঝতে দিন যে কি সমস্যা।

এখন যদি বলেন যে ভাই থ্রেড এ লো কোয়ালিটির পোষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে রিপোর্ট টু মোডারেটর বাটন ব্যাবহার করেন। আমরা কেউ মোডারেটর না যে আমরা এর লাগাম টানবো। একজন নিউবির যে পাওয়ার আছে, সিনিয়রদের কাছে এর চাইতে বেশি কিছুই নাই। হয়তো তারা একটু এক্সপেরিয়েন্সড। এভাবে সিরিয়ালে নাম মেনশন করাকে আমি তেল মারা মনে করি। তেল মারা বন্ধ করে দেন। নিজেকে খুব ছোট মনে করবেন না। আবার খুব বড় মনে করবেন না।

আমরা সবাই জেনারেল ইউজার। আমাদের কাছে ফোরামের আলাদা কোনো ফিচার নাই যেটার মাধ্যমে আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারবো।
full member
Activity: 504
Merit: 163
December 11, 2023, 01:57:17 PM
member
Activity: 94
Merit: 28
December 11, 2023, 10:15:21 AM
- - -✂️✂️
আপনার এই পোস্টটিতে আপনার ব্যক্তিগত gmail শো করতেছে। আপনার এভাবে জিমেইলটি শো করানো উচিত হয়নি। এই gmail এর মাধ্যমে হয়তো আপনার পরিচয় বের করা যেতে পারে, আপনি হয়তো বড় ধরনের কোন বিপদে পরে যেতে পারেন। আপনার পোস্টটি সম্পাদনা করে জিমেইলটি হাইড করে দেওয়ার চেষ্টা করুন।
ধন্যবাদ।।।
sr. member
Activity: 392
Merit: 350
December 11, 2023, 09:01:06 AM
আমাগো এখানে তো অনেক বড় Rank এর আইডি আছে এবং অনেক বড় ভাই আছে তারা যদি আমাগো মত ছোটদের এই বিষয়ে সাহায্য করত এভাবে হয়তো একটু ভালোই হইত আমাগো নিগা। যেমন অন্য দেশে এভাবে সাহায্য করছে যদি আমাগোও সাহায্য করতে কেউ একজন এই পদক্ষেপ নিতো। সম্ভবত এই পদক্ষেপটা ইন্দোনেশিয়ান Board এ নেওয়া হয়েছে।

ক্রিপ্টো লাইব্রেরি ভাই অলরেডি বলেছেন। ফোরামে একটা সময় ছিলো যখন আমি দেখতাম কোনো মেম্বার তার পরের রেংক এর খুব কাছে চলে গেছে, হয়তো আমি মেসেজ করে তার কিছু ভালো পোষ্ট এর লিংক চাইতাম, নয়তো লিটল মাউস ভাই, ক্রিপ্টো লাইব্রেরি ভাইদের কে মেসেজ করে বলতাম যে অমুক কে একটু পুশ করে দেন, তমুক কে পুশ করে দেন। তারপর আমাদের থ্রেড এ শুরু হলো মেরিট এবিউজ! আস্তে আস্তে দেখলাম সবাই একাউন্টের পাহাড় বানাচ্ছে এবিউজ করে করে।
আমি আমার মন থেকে আজকে কিছু বলতে চাইতাছি আপনাদের উদ্দেশ্যে জানিনা সেইটা ভুল না ঠিক।
আমি আমাদের এখানকার কিছু সিনিয়রদের এবং অভিজ্ঞদের নাম বলছি @Little Mouse @shasan @Learn Bitcoin @Crypto Library @LDL @Shihir99 @tjtonmoy @DYING_SOUL
সহ আরো যারা সিনিয়র আছেন তারা অবশ্যই আমাদের এই বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং করবেন ভবিষ্যতেও।
আপনাদের নাম তুলে ধরার কারণে হয়তো আমার অন্যায় হইতে পারে।
কেন জানিনা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমাদের এই বাংলা বোর্ড লাগামহীন পাগলা ঘোড়ার মত চলছে। লাগামহীন ঘোড়া যেমন এদিক সেদিক চলে যায় কোন ঠিক ঠিকানা থাকে না হয়তো তেমনি এই বোর্ড এগিয়ে যাচ্ছে।

আপনাদের কাছে আমার এটা বলার উদ্দেশ্য হইলো লাগামহীন ঘোড়াকে সঠিকভাবে সঠিক পথে নিয়ে আসতে হলে দক্ষ সওয়ারি দরকার হয়।
আমি যেসব সিনিয়র ভাইদের নাম উল্লেখ করলাম তাদেরকে এই দক্ষ  সওয়ারির ভূমিকা পালন করে আমাদের এই বাংলা বোর্ডকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাইতে হবে যাতে করে ভবিষ্যতে কখনো এলোমেলো না হইয়া যায়।

আমরা স্বপ্ন দেখতে পারি যে আমাদের বাংলা বোর্ড একদিন ইন্দোনেশিয়ান লোকাল বোর্ড, নাইজেরিয়ান লোকাল বোর্ড এর মত প্রতিষ্ঠিত হবে আপনাদের মাধ্যমে।

হয়তো আপনাদের দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমাদের এই বাংলা বোর্ড।
 Cheesy
Pages:
Jump to: