Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 92. (Read 5291498 times)

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 08, 2023, 09:58:58 PM
অল্ট কয়েনে যেরকম ভাবে গেইন হয়, লস হওয়ার সময় সেভাবেই সমান তালে লস হয়। আমিও যে কয়েনগুলো আগে কিনেছিলাম, প্রায় সবগুলোই ১০ গুন ডাউন হয়ে আছে। গতকাল রাতে কয়েনমারকেট ক্যাপ এ লগইন করে পুরাতন পোর্টফোলিও টা দেখলাম, সেখানে এখনকার মার্কেট কন্ডিশন অনুযায়ী আমি অনেক লসে আছি। অবশ্য সেই কয়েনগুলো আমি কম রেটে থাকা অবস্থায় সেল করতে বাধ্য হয়েছিলাম।

আপনার কপাল তো তাও ভালো ভাই আর আমার টা তো আরো খারাপ, জখন আমি মনে মনে প্রেডিক করে রাখি সব ঠিক থাকে বেশির ভাগই, আর যখন ইনভেস্ট করি তখন একেবারে জিরো না হয়ে বের হতে পারিনা  Grin Cheesy মানে যা নিয়ে মাঠে নামি একদম জিরো করে উঠে আসি।
member
Activity: 65
Merit: 14
December 08, 2023, 08:38:20 PM
একটা শোক সংবাদ ফোরাম সদস্যদের জন্য

আমাদের ফোরামে @Light _warrior নামক একজন ভাই ছিলেন যিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য কেননা আমরা আমাদের ফোরামের একজন সদস্যকে হারিয়েছি।

এই বিষয় নিয়ে ইতিমধ্যে @icopress পোস্ট করেছে। এবং সেখানে ডোনেশনের কথা বলা হয়েছে আপনারা যদি কেউ চান যার যার সাধ্যমত ডোনেশন দিয়ে @Light _warrior এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারেন।
@Light _warrior এ ভাইয়ের জন্য সত্যিই খুব খারাপ লাগছে তিনি আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছে। মৃত্যু এমন একটি জিনিস পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র আমরা মৃত্যুর কাছে যেন অসহায় ভাবে আত্মসমর্পণ করি।@Light _warrior আমরা যারা ফোরামে আছি তার মৃত্যুতে আমাদেরই অনেক খারাপ লাগছে ।অথচ তার পরিবার কেমন করে এই কষ্ট সামাল দিচ্ছে অবশ্যই তার পরিবারের যদি কোন ভাবে সাহায্য করতে পারতাম অবশ্যই অনেক ভালো লাগতো।@Light _warrior ভাইয়ের জন্য দোয়া করি অবশ্যই আল্লাহ তা'আলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে আমিন ‌।
LDL
hero member
Activity: 742
Merit: 671
December 08, 2023, 02:52:44 PM
একটা শোক সংবাদ ফোরাম সদস্যদের জন্য

আমাদের ফোরামে @Light _warrior নামক একজন ভাই ছিলেন যিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য কেননা আমরা আমাদের ফোরামের একজন সদস্যকে হারিয়েছি।

এই বিষয় নিয়ে ইতিমধ্যে @icopress পোস্ট করেছে। এবং সেখানে ডোনেশনের কথা বলা হয়েছে আপনারা যদি কেউ চান যার যার সাধ্যমত ডোনেশন দিয়ে @Light _warrior এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

@Light _warrior সত্যি খুব খারাপ লাগছে এই ভাইটি আর এই পৃথিবীতে বেঁচে নেই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। মৃত্যুর কাছে আমরা সবাই যেন খুবই অসহায় কখন যে কার ডাক এসে যায় কেউ বলতে পারবেনা। তাই সময় থাকতে সবারই পরকালের জন্য কিছু কাজ করা দরকার।@Light _warrior অবশ্যই ভাইটির জন্য দোয়া রাখে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে আমীন। অবশ্যই আমি আমার সাধ্যমত এই ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই কেমন করে সাহায্য করতে হবে অবশ্যই জানাবেন।
আপনি যে @Light _warrior ভাইকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন এজন্য আপনাকে অনেক সাধুবাদ জানাচ্ছি। কিন্তু হয়তো তার আর এই জগতে সাহায্য লাগবে না কেননা @icopress সাহায্যের জন্য একটি বিটকয়েন এড্রেস দিয়েছিলেন কিন্তু তিনি পরবর্তীতে আর সাহায্য সহযোগিতা লাগবে না এই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছেন।

Unfortunately I must report that light_warrior, a participant in the UniJoin campaign ... has passed away. He and his daughter are refugees from Ukraine who lived in Europe, in the house of one of the forum participants all this time (starting from the moment of the invasion of Ukraine).

At the moment, his body is already heading to Ukraine.

Below is a Bitcoin address for donations (just over $1,000 in Bitcoin was just sent to this Bitcoin address).

Therefore, anyone can contribute, moreover, I encourage you to do so!

Donations are no longer necessary. All funds are located at this Bitcoin address (a corresponding announcement will be made a little later).

One of the forum moderators is aware of this sad event, and is familiar with the family of this participant, so when the moment is right, he will make sure that all donations are transferred to light_warrior's family. If you were familiar with this user, then this thread is the place to express your condolences ... 🕯️

I assume his family will read all your replies one way or another.

আপনারা এই কমিউনিটি যারা আছেন তারা যদি তাকে সান্তনা দেওয়ার মত ইচ্ছা থাকে তাহলে আমার কোট করা টপিকে গিয়ে আপনার শান্তনা প্রকাশ করতে পারেন।
full member
Activity: 504
Merit: 163
December 08, 2023, 01:11:32 PM
একটা শোক সংবাদ ফোরাম সদস্যদের জন্য

আমাদের ফোরামে @Light _warrior নামক একজন ভাই ছিলেন যিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য কেননা আমরা আমাদের ফোরামের একজন সদস্যকে হারিয়েছি।

এই বিষয় নিয়ে ইতিমধ্যে @icopress পোস্ট করেছে। এবং সেখানে ডোনেশনের কথা বলা হয়েছে আপনারা যদি কেউ চান যার যার সাধ্যমত ডোনেশন দিয়ে @Light _warrior এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

@Light _warrior সত্যি খুব খারাপ লাগছে এই ভাইটি আর এই পৃথিবীতে বেঁচে নেই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। মৃত্যুর কাছে আমরা সবাই যেন খুবই অসহায় কখন যে কার ডাক এসে যায় কেউ বলতে পারবেনা। তাই সময় থাকতে সবারই পরকালের জন্য কিছু কাজ করা দরকার।@Light _warrior অবশ্যই ভাইটির জন্য দোয়া রাখে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে আমীন। অবশ্যই আমি আমার সাধ্যমত এই ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই কেমন করে সাহায্য করতে হবে অবশ্যই জানাবেন।
sr. member
Activity: 392
Merit: 350
December 08, 2023, 12:28:38 PM
Mixer Signature campaign এর জন্য বিকল্প ফোরাম নির্বাচন

আমরা জানি যে 1 জানুয়ারীতে মিক্সার নিষিদ্ধ করা হবে, এখন অনেক ব্যবহারকারী পরবর্তী ফোরামে অর্থাৎ altcoins ফোরামে তাদের একাউন্ট গুলো টেলিপোর্ট করা শুরু করেছেন এমনকি অনেকে অলরেডি টেলিপোর্ট করেছেন। বেশ কিছু পরিচালকও ঘোষণা করেছেন যে তারা তাদের প্রচারাভিযানগুলি সেখানে সরিয়ে নেবে। সদস্যরা পরবর্তী ফোরামে সক্রিয় হতে মূলত এই কাজ করছে। Bitcoin ফোরাম থেকে একাউন্ট টেলিপোর্ট করা খুব সহজ, শুধু আমাদের BTT প্রোফাইলে altcoins প্রোফাইল URLটি সংরক্ষণ করুন তারপর admin কে PM করুন, কয়েক মিনিট অপেক্ষা করুন আপনার অ্যাকাউন্টটি টেলিপোর্ট করা হয়ে যাবে।
এই লিংকে প্রবেশ করে আপনারা একাউন্ট টেলিপোর্টেড করতে পারবেন।

@Royse777 ইতিমধ্যে altcoins ফোরামে একটি সিগনেচার ক্যাম্পেইন প্রকাশ করেছে যেটা ৩১শে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বলা হইছে।
https://www.altcoinstalks.com/index.php?topic=312833.0
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
December 08, 2023, 12:24:29 PM
অভিয়াসলি পাই মাইনিং এর কথা শুনবো না এটা কি করে হয়, সেই স্কুল লাইফে এটার সাথে পরিচিতি, স্কুল লাইফে স্বপ্ন ছিল এই কয়েন বিক্রি করে গ্রাফিক্স কার্ড কিনবো আর গেম খেলব। গ্রাফিক্স কার্ড ঠিকই কিনেছি কিন্তু এখনও পর্যন্ত সেই Pi কয়েন তার জায়গায় রয়েছে। কেওয়াইসি ফেওয়াইসি এগুলো কিছুই না শুধু শুধু কেউ এদের ট্রাপে পা দিবেন না আপনার ডাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটাকে অন্যের নিকট সহজলভ্য হতে দিবেন না। আর যদি এখনো কারো ফোনে এই ধরনের মাইনিং এপ্স গুলো থেকে থাকে তাহলে তাড়াতাড়ি এগুলো ফোন থেকে রিমুভ করে ফেলুন।
মজার বিষয় হলো যার মাধ্যমে আমি পাই এর কথা জানছি, সম্পৃক্ত হইছি সে আরো ৫-৬ মাস আগে তার পাইগুলো সেল করে মোটা অংকের লাভে কোপ মেরে দিসে। আমার যতসম্ভব মনে পড়ে তার কাছে সম্ভবতো ১০-১২ হাজার পাই ছিল, আমাকে একবার দেখাইছিল। আর সেসময় পাই ০.০০৫$ বা ০.০৫$ সামথিং এ সেল হচ্ছিল (ঠিক মনে নাই)। কমকরে হলেও ৫০-৬০ হাজারের কোপ। আর এদিকে আমার kyc ই হয়নি, অনেকের ১-২ বছর ধরে পেন্ডিং।

kyc এর বিষয়টা জানি আমি ভাই। এজন্য একাউন্ট টি আমার বাবার নামে করা। তবে কোনো ডকুমেন্টই এখন পর্যন্ত সাবমিট করা হয়নি। আর তিনি অনলাইনের তেমন বিষয়দি বুঝেননা, ব্যবহারও করেননা।

গ্রাফিক্স কার্ডের তো অনেক দাম ভাই। সেদিন কম্পিউটারের দোকানে গেছিলাম। এক একটা পার্টস্ এর দাম শুনে মাথা খারাপ। Core i5 gen14 এর দামই একা ৪০-৪৫ হাজার। এই cpu সাপোর্ট করে এমন motherboard এ দাম ৩০ হাজার। গ্রাফিক্স কার্ড তো সোনার হরিণ। আমার একটা ভালো মানের পিসি/ল্যাপটপ লাগতো। বুঝতেছিনা কি করবো।


ভাই আমি নিজেও Pi মাইনিং শুনে একটু অবাক হয়েছিলাম কারণ একটি Pi টোকনের মূল্য নাকি প্রায় ৮৫ ডলারের মত।  আমি অনেকের pi একাউন্ট দেখেছি যাদের প্রায় হাজার হাজার pi টোকন রয়েছে। কিন্তু kyc না করলে নাকি টোকেন গুলো সেল দেওয়া যাবে না। তাই অনেকেই এই Pi টোকেন গুলো বিক্রি করতে পারে নাই। তারপরে আমি কতগুলো এক্সচেঞ্জ চেক করে দেখি এই Pi টোকেন লিস্টেড আছে। পরে আমি নিজেও এই Pi মাইনিং শুরু করি। এর কিছুদিন পরেই আমার kyc করার অপশন অ্যাকটিভ হয়ে যায় আর আমি kyc গুলো সম্পন্ন করি। এখন শুনি এই Pi টোকেনগুলো নাকি স্ক্যাম টোকেন।

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 08, 2023, 11:33:06 AM
অভিয়াসলি পাই মাইনিং এর কথা শুনবো না এটা কি করে হয়, সেই স্কুল লাইফে এটার সাথে পরিচিতি, স্কুল লাইফে স্বপ্ন ছিল এই কয়েন বিক্রি করে গ্রাফিক্স কার্ড কিনবো আর গেম খেলব। গ্রাফিক্স কার্ড ঠিকই কিনেছি কিন্তু এখনও পর্যন্ত সেই Pi কয়েন তার জায়গায় রয়েছে। কেওয়াইসি ফেওয়াইসি এগুলো কিছুই না শুধু শুধু কেউ এদের ট্রাপে পা দিবেন না আপনার ডাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটাকে অন্যের নিকট সহজলভ্য হতে দিবেন না। আর যদি এখনো কারো ফোনে এই ধরনের মাইনিং এপ্স গুলো থেকে থাকে তাহলে তাড়াতাড়ি এগুলো ফোন থেকে রিমুভ করে ফেলুন।
মজার বিষয় হলো যার মাধ্যমে আমি পাই এর কথা জানছি, সম্পৃক্ত হইছি সে আরো ৫-৬ মাস আগে তার পাইগুলো সেল করে মোটা অংকের লাভে কোপ মেরে দিসে। আমার যতসম্ভব মনে পড়ে তার কাছে সম্ভবতো ১০-১২ হাজার পাই ছিল, আমাকে একবার দেখাইছিল। আর সেসময় পাই ০.০০৫$ বা ০.০৫$ সামথিং এ সেল হচ্ছিল (ঠিক মনে নাই)। কমকরে হলেও ৫০-৬০ হাজারের কোপ। আর এদিকে আমার kyc ই হয়নি, অনেকের ১-২ বছর ধরে পেন্ডিং।

kyc এর বিষয়টা জানি আমি ভাই। এজন্য একাউন্ট টি আমার বাবার নামে করা। তবে কোনো ডকুমেন্টই এখন পর্যন্ত সাবমিট করা হয়নি। আর তিনি অনলাইনের তেমন বিষয়দি বুঝেননা, ব্যবহারও করেননা।

গ্রাফিক্স কার্ডের তো অনেক দাম ভাই। সেদিন কম্পিউটারের দোকানে গেছিলাম। এক একটা পার্টস্ এর দাম শুনে মাথা খারাপ। Core i5 gen14 এর দামই একা ৪০-৪৫ হাজার। এই cpu সাপোর্ট করে এমন motherboard এ দাম ৩০ হাজার। গ্রাফিক্স কার্ড তো সোনার হরিণ। আমার একটা ভালো মানের পিসি/ল্যাপটপ লাগতো। বুঝতেছিনা কি করবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 08, 2023, 11:02:04 AM
অল্ট কয়েনে যেরকম ভাবে গেইন হয়, লস হওয়ার সময় সেভাবেই সমান তালে লস হয়। আমিও যে কয়েনগুলো আগে কিনেছিলাম, প্রায় সবগুলোই ১০ গুন ডাউন হয়ে আছে। গতকাল রাতে কয়েনমারকেট ক্যাপ এ লগইন করে পুরাতন পোর্টফোলিও টা দেখলাম, সেখানে এখনকার মার্কেট কন্ডিশন অনুযায়ী আমি অনেক লসে আছি। অবশ্য সেই কয়েনগুলো আমি কম রেটে থাকা অবস্থায় সেল করতে বাধ্য হয়েছিলাম।
ভাই সেম কপাল ইজ হেয়ার। আমার জীবনের প্রথম এবং সেই সাথে তখনকার হিসেবে আমার সবচাইতে বড় ইনভেস্টমেন্ট ছিল রাউন্ড ফিগারে প্রায় ৮০০ ডলার হবে। সেটি এখন কত ডলার হয়ে এসেছে সেটা বলতে পারবো না কারণ খুবই লজ্জার বিষয় ডিসিশনটা সম্পূর্ণই ঝোঁকের বসে নিয়েছিলাম। তারপরেও আমি কয়েন গুলো এখনো সেল দেইনি কারণ যে দাম বর্তমানে পাবো তার থেকে সেই টাকা জলে ফেলে দেওয়া ভালো। তাই দুই তিন বছর হয়ে গেল এখনো সেটা হোল্ডিং এ রেখে দিয়েছি দেখি ফিউচারে যদি কখনো লাক লেগে যায়
বাইদাওয়ে, কেউকি Pi মাইনিং এর কথা শুনছেন? Pi টোকেন? কিছুদিন ধরে বেশ মার্কেটিং, প্রমোশন করতেছে প্রজেক্ট এর। তবে আমার মনে হচ্ছে স্ক্যাম করবে। আমি বহুদিন ধরে মাইন করি, ১০০০ এর বেশি টোকেন আছে, তবে KYC করতে দেয়না। অনেকের দেখি ২ দিন হতে না হতেই KYC দিয়ে দিসে, আর অনেকের ২ বছর ধরেও দেয়না।
অভিয়াসলি পাই মাইনিং এর কথা শুনবো না এটা কি করে হয়, সেই স্কুল লাইফে এটার সাথে পরিচিতি, স্কুল লাইফে স্বপ্ন ছিল এই কয়েন বিক্রি করে গ্রাফিক্স কার্ড কিনবো আর গেম খেলব। গ্রাফিক্স কার্ড ঠিকই কিনেছি কিন্তু এখনও পর্যন্ত সেই Pi কয়েন তার জায়গায় রয়েছে। কেওয়াইসি ফেওয়াইসি এগুলো কিছুই না শুধু শুধু কেউ এদের ট্রাপে পা দিবেন না আপনার ডাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটাকে অন্যের নিকট সহজলভ্য হতে দিবেন না। আর যদি এখনো কারো ফোনে এই ধরনের মাইনিং এপ্স গুলো থেকে থাকে তাহলে তাড়াতাড়ি এগুলো ফোন থেকে রিমুভ করে ফেলুন।


যদিও পোস্টটা অনেকদিন আগেকার তারপরও আমি শিখতে চাই আপনার কাছে।
Crypto Library আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি কিভাবে এইটা আমার প্রোফাইলে যোগ করতে পারব বা ব্যবহার করতে পারব।
আমি Kiwi browser download করছিলাম এবং সেখানে একটা অন্য জিমেইল দিয়া একাউন্ট করছিলাম তারপর আপনার দেখানো ইন্সট্রাকশন অনুযায়ী চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। আসলে  আমি আমার যে একাউন্টে যেই জিমেইল ব্যবহার করছি ওইটা দিয়া কি অ্যাকাউন্ট করতে হইবো। নাকি অন্য কিছু। এখানে একটু গাবলা লাগতাছে ভাই।
না ভাই এখানে জিমেইলের কোন কানেকশনই নেই আমি তো আমার Kiwi browser এ এটি কোন লগইন ছাড়াই ব্যবহার করে আসছি অনেকদিন যাবত।
আমি আসলে ক্লিয়ারলি বুঝিনি যে আপনি কোন জায়গাটায় প্রবলেম ফেস করতেছেন এক্সটেনশন এড করতে নাকি এক্সটেনশন এর সেটিংস করতে গিয়ে?
BPIP এক্সটেনশন এর সেটিংসে গিয়ে যদি প্রবলেম ফেস করেন তাহলে kiwi ব্রাউজারের থ্রী ডট মেনু থেকে ডেক্সটপ সাইট মোড অন করে দিন। আশা করি সেটিংস করতে গিয়ে আর কোন সমস্যার সম্মুখীন হবেন না।
আর যদি সমস্যা এটি না হয়ে থাকে তাহলে দয়া করে একটা স্ক্রিনশট এর মাধ্যমে আপনার সমস্যাটি এখানে তুলে ধরুন।  Smiley
member
Activity: 94
Merit: 28
December 08, 2023, 10:23:40 AM
একটা শোক সংবাদ ফোরাম সদস্যদের জন্য

আমাদের ফোরামে @Light _warrior নামক একজন ভাই ছিলেন যিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য কেননা আমরা আমাদের ফোরামের একজন সদস্যকে হারিয়েছি।

এই বিষয় নিয়ে ইতিমধ্যে @icopress পোস্ট করেছে। এবং সেখানে ডোনেশনের কথা বলা হয়েছে আপনারা যদি কেউ চান যার যার সাধ্যমত ডোনেশন দিয়ে @Light _warrior এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানিনা তিনি কোন ধর্মের লোক ছিলেন। তিনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকে তাহলে তার রুহের মাগফিরাত কামনা করি।

sr. member
Activity: 392
Merit: 350
December 08, 2023, 10:17:03 AM
I don't know if there are more similar topics, but for beginners, now I'm showing the image-based process of using BPIP extension on mobile.
First of all, what is the BPIP extension ? for beginners-
A web browser extension ("add-on" in Mozilla-speak) that provides additional features to BitcoinTalk.org. Some of these features use data from BPIP.org, some others work entirely inside your browser. The extension activates when you browse BitcoinTalk.org pages such as threads or user profiles and inserts additional info about BitcoinTalk users and additional controls.
For adding on PC web browser visit this thread- [β] BPIP Extension: user info & extra features add-on/extension, Firefox/Chrome

1. First step download the Kiwi Browers from Google play store- link

2. Then open the Kiwi Brower on you phone and paste the download link of  BPIP Extention - https://chrome.google.com/webstore/detail/bpip-extension/ecpfdlfjiabpdnlhmkmannofnmpdakkj

3. You can also find BPIP extension of Kiwi Brower extension option.

4. From this setting option, you can turn on the necessary options as your wish.

5. Now go to BTT forum  and saw the outcome.


//**Not only just BPIP extension here(Kiwi Browser) you can use all kinds of extensions you need.**//

যদিও পোস্টটা অনেকদিন আগেকার তারপরও আমি শিখতে চাই আপনার কাছে।
Crypto Library আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি কিভাবে এইটা আমার প্রোফাইলে যোগ করতে পারব বা ব্যবহার করতে পারব।
আমি Kiwi browser download করছিলাম এবং সেখানে একটা অন্য জিমেইল দিয়া একাউন্ট করছিলাম তারপর আপনার দেখানো ইন্সট্রাকশন অনুযায়ী চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। আসলে  আমি আমার যে একাউন্টে যেই জিমেইল ব্যবহার করছি ওইটা দিয়া কি অ্যাকাউন্ট করতে হইবো। নাকি অন্য কিছু। এখানে একটু গাবলা লাগতাছে ভাই।


আজকে আমি একটি থ্রেট ওপেন করেছি Gambling Discussion board এ আমাদের এখানকার অনেকেই তো গ্যাম্বলিং এ পোস্ট করেন। আপনারা আমার এই ট্রেডে পোস্ট কইরেন ভাইয়েরা।
Copa America 2024 Prediction Thread
LDL
hero member
Activity: 742
Merit: 671
December 08, 2023, 08:30:53 AM
একটা শোক সংবাদ ফোরাম সদস্যদের জন্য

আমাদের ফোরামে @Light _warrior নামক একজন ভাই ছিলেন যিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য কেননা আমরা আমাদের ফোরামের একজন সদস্যকে হারিয়েছি।

এই বিষয় নিয়ে ইতিমধ্যে @icopress পোস্ট করেছে। এবং সেখানে ডোনেশনের কথা বলা হয়েছে আপনারা যদি কেউ চান যার যার সাধ্যমত ডোনেশন দিয়ে @Light _warrior এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারেন।
@Light _warrior একজন স্বনামধন্য ভদ্রলোক ছিলেন যার সুচারু পূর্ণ জ্ঞান ফোরামের সর্বত্রই দেখা যেত। তিনি মাঝে মাঝে আমাদের বাংলাতেও পোস্ট করতেন। কেউ যদি কোন সোর্স বিহীন পোস্ট করতো তাহলে তিনি সেই পোস্টের বিপরীতে সতর্কতামূলক সংকেত যুক্ত পোষ্ট করতেন ফলে পরবর্তীতে সবাই ভুল বুঝতে পারত এবং পরবর্তীতে সংশোধন করে নেওয়ার সুযোগ পেত।
কিন্তু দুঃখের সাথে বলছি যে আজকে থেকে তার মত একজন স্বনামধন্য সদস্য আমাদের বাংলাতে আর বিচরণ করবে না। আমরা আজ থেকে তার পোস্টগুলো দেখতে পাবো না। তিনি ব্যক্তিগতভাবে কেমন মানুষ ছিলেন সেটা বলতে পারবো না তবে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। জানিনা তিনি কোন ধর্মের তবু তার মৃত্যুতে সহমর্মিতা প্রকাশ করছি এবং সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।

মৃত্যু এমন একটি বাস্তব সত্য যা এড়িয়ে যাওয়ার মত কোন উপায় নেই। সূরা বাকারা তে একটি চিরন্তন সত্য আয়াত আছে যে প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ যাহার প্রাণ আছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আমাদেরও আজ না হয় কাল মৃত্যুবরণ করতেই হবে। তখন হয়তো পৃথিবীতে আমি থাকবো না কিন্তু আমাকে নিয়েও এভাবে পোস্ট লেখা হতে পারে। তাই যারা এখনো মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করছি না তারা নিজের ভিতর এই চিরন্তন সত্যকে লালিত করে একটু হলেও নিজেকে সংশোধন করে নেই। আমরা এখানে সারাজীবন থাকতে আসিনি এসেছি কয়েকদিনের জন্য বসবাস করার জন্য। এই অল্প হায়াতের এই জিন্দেগীতে আমরা সর্বদা আল্লাহকে ভুলে রয়েছি। কখন যেন আল্লাহ পাক আমাদের লাগাম ধরে টান দিয়ে চিরন্তন সত্যের মৃত্যু দিয়ে দেয়। আমরা আসুন আল্লাহ তাআলার জন্য একটু সময় ব্যয় করি। নিজেকে কয়েক মুহূর্তের জন্য আল্লাহ পাকের জন্য ব্যয় করি। আমরা সর্বদা কত সময় অযথা নষ্ট করি অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ৫০ মিনিটের মতো সময় ব্যয় করি না। আসুন আমরা যারা মুসলিম তারা এই ৫০ মিনিট সময় আল্লাহপাকের রাস্তায় দেওয়ার জন্য ব্যয় করি। দুনিয়ার লালিত-পালিত সন্তানেরা যদিও না ধরা দেয় তাহলে আল্লাহ তাআলার দেওয়া এই ৫০ মিনিট আপনার জন্য হাশরের ময়দানে মিজানের পাল্লা কি ভারি করে দেবে যেটা আপনার জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তাই আমাদের এখনো সময় আছে আল্লাহ পাকের জন্য কিছুটা সময় ব্যয় করি।
sr. member
Activity: 434
Merit: 350
December 08, 2023, 06:17:26 AM
একটা শোক সংবাদ ফোরাম সদস্যদের জন্য

আমাদের ফোরামে @Light _warrior নামক একজন ভাই ছিলেন যিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য কেননা আমরা আমাদের ফোরামের একজন সদস্যকে হারিয়েছি।

এই বিষয় নিয়ে ইতিমধ্যে @icopress পোস্ট করেছে। এবং সেখানে ডোনেশনের কথা বলা হয়েছে আপনারা যদি কেউ চান যার যার সাধ্যমত ডোনেশন দিয়ে @Light _warrior এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

Unfortunately I must report that light_warrior, a participant in the UniJoin campaign ... has passed away. He and his daughter are refugees from Ukraine who lived in Europe, in the house of one of the forum participants all this time (starting from the moment of the invasion of Ukraine).

At the moment, his body is already heading to Ukraine.

Below is a Bitcoin address for donations (just over $1,000 in Bitcoin was just sent to this Bitcoin address).

Therefore, anyone can contribute, moreover, I encourage you to do so!

Code:
bc1qxxklx5evdr0vtj95c3x29ghqhqdxnd7dy0qag5

One of the forum moderators is aware of this sad event, and is familiar with the family of this participant, so when the moment is right, he will make sure that all donations are transferred to light_warrior's family. If you were familiar with this user, then this thread is the place to express your condolences ... 🕯️

I assume his family will read all your replies one way or another.

full member
Activity: 504
Merit: 163
December 08, 2023, 05:11:58 AM
বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে আপনাদের মতবাদ কি ??
বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে আমি মনে করি মতামত দেওয়ার কোন কিছুই নাই কেননা এটা সত্যিই পুরোপুরি হাস্যকর এবং পাগলামি।
আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি ভিডিওতে দেখতে পেলাম যে সেখানে স্যারদের ট্রেনিং করানো হচ্ছে কিভাবে সাইকেল চালানো হয় এবং তার বেল বাজানো হয় এমনকি কিভাবে ব্যাংগ চলাচল করে বা ডাকে এইসব ভিডিও।
এইসব করে স্যাররা ছাত্রদের কিভাবে মেধার বিকাশ ঘটাবে সেটাই ভেবে পাচ্ছি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এতটাই নিম্ন স্তরে চলে গেছে।
বর্তমান আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম নিয়ে কি আর বলবো। আমাদের দেশের সরকার বা শিক্ষামন্ত্রী যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে চাচ্ছে এতে করে শিক্ষার মেরুদন্ডের  ভেঙে যাবে। যেভাবে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রচুর ভাইরাল হচ্ছে । সবাই এগুলোকে হাস্যকর হিসেবে নিচ্ছে। বাচ্চারা এমনিতেই পড়াশোনায় মন দিতে চায় না তাতে করে এইভাবে যদি তাদেরকে পড়াশুনা করানো হয়। পড়াশোনার নামে স্কুলে গিয়ে রান্নাবান্না করা এবং ক্লাসরুম পরিষ্কার করা  বেসিন পরিষ্কার করা  ইত্যাদি এগুলো আমাদের লেখাপড়ার মান অনেক নষ্ট হচ্ছে। এই নতুন কারিকুলাম শিক্ষার জন্য খুব একটা উন্নত বয়ে আনবে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 08, 2023, 04:41:54 AM
আমার পরিচিত একজন ২৩০০ ডলার ইনভেস্ট করেছিল অল্টকয়েন এ। সেটা নেমে ২০০ ডলারের কাছাকাছি হয়েছিল। তারপর এখন কত হয়েছে জানিনা। সুতরাং  যে কোন কয়েনের কথাই বলেন তো যেকোনো সময় বাড়তে পারে আবার কমতেও পারে। যারা ইনভেস্টর তারা নির্দিষ্ট টার্গেটে পৌঁছালে বা নির্দিষ্ট সময়ে পৌঁছালে সেল করে তার দাম বাড়ুক আর কমুক। কিন্তু যারা ট্রেডার তাদের বিষয় ভিন্ন তারা বিভিন্ন বিষয় এনালাইসিস করে ক্রয় করে বা বিক্রয় করে।
অল্ট কয়েনে যেরকম ভাবে গেইন হয়, লস হওয়ার সময় সেভাবেই সমান তালে লস হয়। আমিও যে কয়েনগুলো আগে কিনেছিলাম, প্রায় সবগুলোই ১০ গুন ডাউন হয়ে আছে। গতকাল রাতে কয়েনমারকেট ক্যাপ এ লগইন করে পুরাতন পোর্টফোলিও টা দেখলাম, সেখানে এখনকার মার্কেট কন্ডিশন অনুযায়ী আমি অনেক লসে আছি। অবশ্য সেই কয়েনগুলো আমি কম রেটে থাকা অবস্থায় সেল করতে বাধ্য হয়েছিলাম।

এটা টোটালি ডিপেন্ড করে কে এবং কোন এর উপর। এখন আমি যদি হুট করে আজ বাদে কাল যে জিনিস সম্পর্কে জানিনা, সেটায় ইনভেস্ট করি তাহলে তো লস হবেই। অল্ট কয়েনের একটাই সমস্যা এগুলো দীর্ঘমেয়াদি হয় না, বা বেশিরভাগই ভ্যালুলেস সিটকয়েন। বাট এই আবর্জনার স্তুপের মধ্যেই দুইএকটা লুকায়িত জেম থাকে। এটা খুজে বের করাই আসল পরিক্ষা। সঠিক সময়ে সঠিক যাচাইকরণ করে সঠিক কয়েনে ইনভেস্ট করলে বহুগুন লাভ করা যায়। আসলেই যায় বাট সবাই পারে। আমি উপরে যে ভাইয়ের কথা মেনশন করলাম, তিনি অনেকদিন ধরেই এ লাইনে আসেন, কখনো শুনলাম না যে লস করছে। কিভাবে যেনো চিপাচাপা দিয়ে মার্কেট এনালাইসিস করে পিক মোমেন্ট গুলোতে কোপ মেরে দেয়।

বাইদাওয়ে, কেউকি Pi মাইনিং এর কথা শুনছেন? Pi টোকেন? কিছুদিন ধরে বেশ মার্কেটিং, প্রমোশন করতেছে প্রজেক্ট এর। তবে আমার মনে হচ্ছে স্ক্যাম করবে। আমি বহুদিন ধরে মাইন করি, ১০০০ এর বেশি টোকেন আছে, তবে KYC করতে দেয়না। অনেকের দেখি ২ দিন হতে না হতেই KYC দিয়ে দিসে, আর অনেকের ২ বছর ধরেও দেয়না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 08, 2023, 04:10:56 AM
২০২৩ সাল শেষ প্রায় আর এখনো আপনি সোশ্যাল মিডিয়ায় কি দেখেছেন সেটা যাচাই করা ছাড়াই সেটা নিয়ে কমেন্ট করছেন। ওই ভিডিওটা ইন্ডিয়ার। তাদের দেশে শিক্ষক ট্রেনিং এর বা এইরকম কোন ভিডিও এইটা। বাংলাদেশের কোন ভিডিও নয় এইটা। আর হলেও খুব খারাপ কিছু দেখছি না। যারা প্রাইমারিতে পড়ায় তারাই জানে বাচ্চাদের পড়ানোর কষ্ট কি, কত কিছু করতে হয়।

এটা নিয়ে রিউমার স্ক্যানার একটা ভিডিও পোষ্ট করেছে সম্ভবত। অথবা অন্য কোনো পেইজ হতে পারে, তবে এটা ইন্ডিয়ার আসাম রাজ্যের কোনো একটা ভিডিও সম্ভবত যেটা একটা ট্রেনিং সেন্টারে রেকর্ড করা হয়েছে।

আমার পরিচিত একজন ২৩০০ ডলার ইনভেস্ট করেছিল অল্টকয়েন এ। সেটা নেমে ২০০ ডলারের কাছাকাছি হয়েছিল। তারপর এখন কত হয়েছে জানিনা। সুতরাং  যে কোন কয়েনের কথাই বলেন তো যেকোনো সময় বাড়তে পারে আবার কমতেও পারে। যারা ইনভেস্টর তারা নির্দিষ্ট টার্গেটে পৌঁছালে বা নির্দিষ্ট সময়ে পৌঁছালে সেল করে তার দাম বাড়ুক আর কমুক। কিন্তু যারা ট্রেডার তাদের বিষয় ভিন্ন তারা বিভিন্ন বিষয় এনালাইসিস করে ক্রয় করে বা বিক্রয় করে।

অল্ট কয়েনে যেরকম ভাবে গেইন হয়, লস হওয়ার সময় সেভাবেই সমান তালে লস হয়। আমিও যে কয়েনগুলো আগে কিনেছিলাম, প্রায় সবগুলোই ১০ গুন ডাউন হয়ে আছে। গতকাল রাতে কয়েনমারকেট ক্যাপ এ লগইন করে পুরাতন পোর্টফোলিও টা দেখলাম, সেখানে এখনকার মার্কেট কন্ডিশন অনুযায়ী আমি অনেক লসে আছি। অবশ্য সেই কয়েনগুলো আমি কম রেটে থাকা অবস্থায় সেল করতে বাধ্য হয়েছিলাম।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
December 08, 2023, 04:04:43 AM
কাট~~
ভাই প্রথমে আপনাকে স্বাগতম জানাই আমাদের এই লোকাল কমিউনিটিতে। ভালো লাগছে যে আমাদের কমিউনিটিতে একজন নতুন সদস্য এসেছে, কিন্তু একটা বিষয়ে বুঝলাম না? আপনি যে পোস্টটি করেছেন এটা কি আপনি নিজে লিখেছেন? অবশ্যই না এই পোস্টটি আপনার নিজের লেখা না, আপনি বেশ কয়েকজনের পোস্ট থেকে কপি করে পোস্ট করেছেন। ভাই আপনি মনে করেছেন আপনি পোস্ট চুরি করে পোস্ট করবেন তা কেও ধরতে পারবে না? অবশ্যই ধরা পড়ে যাবেন।

বিশেষ করে আপনার মত যারা নতুন সদস্য তারাই না বুঝে এই ধরনের ভুল করে থাকেন। কপি পেস্ট করে কি লাভ? আপনার এই অ্যাকাউন্ট নিয়ে কি আপনি বেশি দূর এগোতে পারবেন? কখনোই পারবেন না। কেউ যদি আপনার পোস্টে রিপোর্ট মেরে দেয় তাহলে অবশ্যই ব্যান খাবেন।

এই পোস্টটি কোথায় থেকে কপি করেছে আমি তার রেফারেন্স দিচ্ছি। যাদের পোস্ট থেকে কপি করে পোস্ট করেছে তাদের পোস্টগুলো আমি কোট করে দিচ্ছি। আপনারা মিলিয়ে দেখেন তো দেখেন তো আমি ঠিক বলছি কিনা?

[আমার বিনিয়োগ করা সমস্ত বিটকয়েন আমি হারিয়ে ফেলেছি, এটা দুঃখজনক। তবে আমি আমার বাবার ব্যবসা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি এবং আনন্দিত]

পরিশেষে, আমি ভবিষ্যতে বিটকয়েনে আরও বিনিয়োগ করতে চাই, এই বলে যে বিটকয়েনে বিনিয়োগ করার জন্য একটি সেরা মুদ্রা। বিটকয়েনে বিনিয়োগ করে অনেক মানুষের জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে, যেমনটা আমার হয়েছে। আমি ইতিমধ্যে প্রায় সব কয়েনে বিনিয়োগ করেছি কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিনিয়োগ হল আমার বিটকয়েন বিনিয়োগ করা।

আমি গ্লোবাল বোর্ডে ইতিমধ্যে পোস্ট করেছি। হয়তো অনেকে এটা নিয়ে অনেক ভাবে মন্তব্য করতে পারেন কিন্তু এটা আমার জীবনের বাস্তব ঘটনা এবং আমার অনেক খুশির একটি দিন।

আপনি আপনার বিটকয়েন হারিয়ে ফেলেননি বরং আপনি আপনার বিনিয়োগ করা বিটকয়েন দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে অনেকটাই সফল হয়েছেন। আপনার যেহেতু বিনিয়োগে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে সেহেতু আপনি আবার চেষ্টা করুন এবং বিনিয়োগ করে আপনার বিনিয়োগ বৃদ্ধি করুন। তবে দুর্ভাগ্যবশত আমার বিটকয়েন সম্পর্কে এবং বিনিয়োগ সম্পর্কে প্রচুর আগ্রহী এবং কিছু জ্ঞান থাকলেও যথেষ্ট অর্থ না থাকায় আমি বিনিয়োগ করতে পারছি না। তবে আমি আশা করি আমিও একদিন বিনিয়োগ করবো এবং আমার স্বপ্ন পূরণ অনেকটাই এগিয়ে নিয়ে আসব।

আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের দেশের মানুষ এরকম সবাই ধনী না কিন্তু অনেক জ্ঞানী আছে যারা বিটকয়েন এবং Cryptocurrency সম্পর্কে অনেক ভালো বোঝে তারা হয়তো বিনিয়োগ করতে চায় কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তারা হয়তো বিনিয়োগ করে করতে পারতেছে না তবে আমি দোয়া করব আল্লাহতালা যেন সকলের মনের আশা পূরণ করে এবং তাদের ভবিষ্যৎ জীবন ভালো করে দেয় |

আমার পরিচিত আশেপাশে কয়েকজন লোককে আমি দেখেছি তারা ট্রেডিং সম্পর্কে এত ভালো বোঝে যে তারা ট্রেড করলেই প্রফিট করতে পারবে কিন্তু কপাল খারাপ তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই যে তারা ইনভেস্ট করে ট্রেড করে আরো টাকা ইনকাম করবে তাদের জন্য কষ্ট হয় অনেক,  কারণ আল্লাহতাআলা তাদের অনেক মেধা দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি কিন্তু তারা জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে হয়তো তাদের অনেক সম্পদ হবে কোন একদিন

 তারা জীবনের সাথে যুদ্ধ করতে করতে এক সময় বিরক্ত হয়ে পরাজিত হয়ে যায় এই গরিব দেশের পরিস্থিতিটাই এরকম অনেক মেধাবী এরকমভাবে নষ্ট হয়ে যায় তাদের মেধা

ভাইয়ে দেখি ৩ জনের পোস্ট হুবহু কপি করে পোস্ট করে ফেলেছে,,, Grin
jr. member
Activity: 77
Merit: 6
December 08, 2023, 03:47:48 AM
আমার বিনিয়োগ করা সমস্ত বিটকয়েন আমি হারিয়ে ফেলেছি, এটা দুঃখজনক। তবে আমি আমার বাবার ব্যবসা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি এবং আনন্দিত]


ভাই আপনার কথাটা একদম ভুল কারণ বিটকয়েনে বিনিয়োগ করলে বিটকয়েন কখনো হারায় না, হয়তো আপনার ভ্যালু কম বেশি হতে পারে বিটকয়েন হারানোর কোন সম্ভাবনা নেই, আর আপনি হয়তো আপনার কোন কাজে প্রয়োজনের তাগিদে আপনি বিটকয়েন খরচ করে ফেলেছেন এটাকে হারানো বলে না এটাকে আপনার প্রয়োজনে আপনি খরচ করেছেন.
newbie
Activity: 25
Merit: 0
December 07, 2023, 11:04:47 PM
আমার বিনিয়োগ করা সমস্ত বিটকয়েন আমি হারিয়ে ফেলেছি, এটা দুঃখজনক। তবে আমি আমার বাবার ব্যবসা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি এবং আনন্দিত]

পরিশেষে, আমি ভবিষ্যতে বিটকয়েনে আরও বিনিয়োগ করতে চাই, এই বলে যে বিটকয়েনে বিনিয়োগ করার জন্য একটি সেরা মুদ্রা। বিটকয়েনে বিনিয়োগ করে অনেক মানুষের জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে, যেমনটা আমার হয়েছে। আমি ইতিমধ্যে প্রায় সব কয়েনে বিনিয়োগ করেছি কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিনিয়োগ হল আমার বিটকয়েন বিনিয়োগ করা।

আমি গ্লোবাল বোর্ডে ইতিমধ্যে পোস্ট করেছি। হয়তো অনেকে এটা নিয়ে অনেক ভাবে মন্তব্য করতে পারেন কিন্তু এটা আমার জীবনের বাস্তব ঘটনা এবং আমার অনেক খুশির একটি দিন।
আপনি আপনার বিটকয়েন হারিয়ে ফেলেননি বরং আপনি আপনার বিনিয়োগ করা বিটকয়েন দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে অনেকটাই সফল হয়েছেন। আপনার যেহেতু বিনিয়োগে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে সেহেতু আপনি আবার চেষ্টা করুন এবং বিনিয়োগ করে আপনার বিনিয়োগ বৃদ্ধি করুন। তবে দুর্ভাগ্যবশত আমার বিটকয়েন সম্পর্কে এবং বিনিয়োগ সম্পর্কে প্রচুর আগ্রহী এবং কিছু জ্ঞান থাকলেও যথেষ্ট অর্থ না থাকায় আমি বিনিয়োগ করতে পারছি না। তবে আমি আশা করি আমিও একদিন বিনিয়োগ করবো এবং আমার স্বপ্ন পূরণ অনেকটাই এগিয়ে নিয়ে আসব।

আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের দেশের মানুষ এরকম সবাই ধনী না কিন্তু অনেক জ্ঞানী আছে যারা বিটকয়েন এবং Cryptocurrency সম্পর্কে অনেক ভালো বোঝে তারা হয়তো বিনিয়োগ করতে চায় কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তারা হয়তো বিনিয়োগ করে করতে পারতেছে না তবে আমি দোয়া করব আল্লাহতালা যেন সকলের মনের আশা পূরণ করে এবং তাদের ভবিষ্যৎ জীবন ভালো করে দেয় |

আমার পরিচিত আশেপাশে কয়েকজন লোককে আমি দেখেছি তারা ট্রেডিং সম্পর্কে এত ভালো বোঝে যে তারা ট্রেড করলেই প্রফিট করতে পারবে কিন্তু কপাল খারাপ তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই যে তারা ইনভেস্ট করে ট্রেড করে আরো টাকা ইনকাম করবে তাদের জন্য কষ্ট হয় অনেক,  কারণ আল্লাহতাআলা তাদের অনেক মেধা দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি কিন্তু তারা জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে হয়তো তাদের অনেক সম্পদ হবে কোন একদিন

 তারা জীবনের সাথে যুদ্ধ করতে করতে এক সময় বিরক্ত হয়ে পরাজিত হয়ে যায় এই গরিব দেশের পরিস্থিতিটাই এরকম অনেক মেধাবী এরকমভাবে নষ্ট হয়ে যায় তাদের মেধা
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 07, 2023, 10:59:05 PM
আপনার ইনভেস্টমেন্ট কতদূর? আমার এক পরিচিত বড় ভাই কিছুদিন আগে বললো সে নাকি কিছু অল্ট কয়েনে ৩০০-৪০০$ ইনভেস্ট করে হোল্ট করতেছিল, সেটা নাকি এখন ১৫০০-১৬০০$ ক্রস করছে। তাকে বল্লাম ক্যাশ করবেন? বলে না, আরো নাকি হোল্ড করবে।
আমার পরিচিত একজন ২৩০০ ডলার ইনভেস্ট করেছিল অল্টকয়েন এ। সেটা নেমে ২০০ ডলারের কাছাকাছি হয়েছিল। তারপর এখন কত হয়েছে জানিনা। সুতরাং  যে কোন কয়েনের কথাই বলেন তো যেকোনো সময় বাড়তে পারে আবার কমতেও পারে। যারা ইনভেস্টর তারা নির্দিষ্ট টার্গেটে পৌঁছালে বা নির্দিষ্ট সময়ে পৌঁছালে সেল করে তার দাম বাড়ুক আর কমুক। কিন্তু যারা ট্রেডার তাদের বিষয় ভিন্ন তারা বিভিন্ন বিষয় এনালাইসিস করে ক্রয় করে বা বিক্রয় করে।
member
Activity: 108
Merit: 46
December 07, 2023, 03:05:25 PM
কেউ কি  Lightning network  ব্যবহার করেছেন ? আমার এই লাইটনিং নেটওয়ার্ক নিয়ে খুব কৌতূহল কিন্তু এখনও পর্যন্ত অনেক বড় বড় আর্টিকেল টিউটোরিয়াল দেখার পরে ভালোভাবে না বোঝার কারণে এভয়েড করে গিয়েছি।   
তাছাড়া কেউ Satoshi or MUUN wallet ব্যবহার করে থাকলে দয়া করে একটু বলবেন এটা এক্সপেরিয়েন্স কেমন।
Pages:
Jump to: