Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 91. (Read 5688478 times)

newbie
Activity: 64
Merit: 0
January 03, 2024, 07:50:51 AM
আসসালামু আলাইকুম। আচ্ছা সবার কাছে জানতে চাচ্ছি বিগত কয়েক মাস ধরে কোনরকম বাউনটি ক্যাম্পেন আসতেছে না কেন। দয়া করে আপনারা মতামত দিবেন কেউ জেনে থাকলে।
hero member
Activity: 840
Merit: 522
January 03, 2024, 07:28:58 AM
তবে নেটওয়ার্কিং করতে গেলেও আমাদের ভিতরে কিছু থাকতে হবে এর জন্য হার্ড ওয়ার্কিং লাগে আপনি যে ক্ষেত্রে থাকবেন ওই ক্ষেত্রে এক্সপ্লোর করতে হবে তবেই আপনি অন্যদের সাথে কন্ট্রাক্ট এবং ভালো সম্পর্ক তৈরির মাধ্যমে আপনার নেটওয়ার্কিং বৃদ্ধি করতে পারবেন।

আসলে আমাদের ডেডিকেশন সব যায়গাতেই দরকার। ফোরমে আমি যদি কারো সাথে ভালো সম্পর্ক বানাতে চাই, সেই ক্ষেত্রে আমাকে আগে সেই মানুষ সম্পর্কে জানতে হবে। কারো সাথে জোর করে ভালো সম্পর্ক বানানো যায় না। মানুষের কিছু কিছু কমন ইন্টারেস্ট থাকে। সেখান থেকেই মুলত ভালো সম্পর্ক বানানো সম্ভব। ধরেন আমি কোডিং এর ব্যাপারে আগ্রহি আর আপনিও, আপনার সাথে ট্যাকনিক্যাল আলাপ আলোচনা করতে করতে একসময় ভালো সম্পর্ক হয়ে যাবে যেটা আমরা বুঝতেও পারবো না। ফোরামে কারো সাথে আমার খুব বেশি ভালো সম্পর্ক হয়নি। তবে কিছু কমন ইন্টারেস্ট এর কারনে নুতিলদাহ এর সাথে একটু ভালো বোঝাপড়া হয়েছে। ব্যাক্তিগত ভাবে তার সাথে আমার কোনো কথাই হয় নি কখনো। আপনি যদি একটা সেকশনে নিয়মিত মুখ হতে পারেন, সেখানের অন্যান্য ব্যাক্তিদের সাথে আপনার ভালো সম্পর্ক হতে সময় লাগবে না।

BitCoinDream আশা করি বিষয়টা আবারও খতিয়ে দেখবেন কারণ বর্তমানে এটা শুধু একটা সেলফ মডারেট টপিক এর মধ্যে সীমাবদ্ধ নেই এটি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে পরিণত হয়েছে।  Smiley
এটাকে তিনি খুবই নরমালি নিয়েছেন এজন্য কারো মতামত নেয়ার প্রয়োজন মনে করেন নাই। এটা একতা টপিক। ওনার উচিৎ সকলের সাথে আলাপ করে একটা পুল ক্রিয়েট করে তারপর চেঞ্জ আনা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 03, 2024, 03:31:03 AM
সততা আর সম্পর্ক ভালো রাখা ভিন্ন জিনিস ভাই। একজন মানুষের সাথে ভালো সম্পর্ক বিভিন্ন ভাবে হতে পারে। ফোরামে সেটা একটু কঠিন হলেও একেবারে অসম্ভব কিছু নয়। সবচেয়ে বড় ব্যাপার হলো, ভালো সম্পর্ক কারো সাথে না বানাতে পারলেও খারাপ সম্পর্ক বানাতে যাবেন না। যতটুকু সম্ভব ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন। ফোরামে ভালো সম্পর্ক তৈরী করার জন্য সব সময় মানুষের সাথে বিনয়ী হতে পারেন। যখন আপনি কারো সাথে বিনয়ী ভাষায় কথা বলবেন, তখন সে এমনিতেই আপনাকেও সম্মান করবে। যতটুকু সম্ভব মানুষকে হেল্প করার চেষ্টা করতে পারেন। কাউকে একবার হেল্প করার পর দেখবেন তার সাথে এমনিতেই আপনার ভালো সম্পর্ক হয়ে গেছে। সেজন্য ফোরামে সময় দেয়া জরুরী। যারা আমার মতো ফোরামে এসে পোষ্ট করে আবার চলে যান, তার জন্য এগুলো মেন্টেইন করা একটু কষ্টসাধ্য ব্যাপার।
ভালো সম্পর্ক মানে নিজের নেটওয়ার্কিং বৃদ্ধি করাকেই বুঝাই আর আমি মনে করি এই নেটওয়ার্কিং করতে যে ব্যক্তি যত বেশি দক্ষ হবে এবং যার নেটওয়ার্কিং যত  বেশি হবে তার রেপুটেশন এবং অগ্রগতি দেখবেন অন্যান্য সবার চাইতে অনেক দ্রুত গতিতে হবে।
 সো কোনো প্ল্যাটফর্মে প্রবেশের সাথে সাথেই নেটওয়ার্কিং টা অনেক জরুরী সেটা যে শুধু আপনার ফোরামের ক্ষেত্রে এমনটা নয় আপনি রিয়েল লাইফে যখন কোন নতুন কর্মক্ষেত্রেও যোগদান করবেন সেখানেও এটা কাজে লাগবে নেটওয়ার্কিং থাকলে প্রতিটা জায়গায় সাকসেস দ্রুত গতিতে আসবে।
তবে নেটওয়ার্কিং করতে গেলেও আমাদের ভিতরে কিছু থাকতে হবে এর জন্য হার্ড ওয়ার্কিং লাগে আপনি যে ক্ষেত্রে থাকবেন ওই ক্ষেত্রে এক্সপ্লোর করতে হবে তবেই আপনি অন্যদের সাথে কন্ট্রাক্ট এবং ভালো সম্পর্ক তৈরির মাধ্যমে আপনার নেটওয়ার্কিং বৃদ্ধি করতে পারবেন।

এক প্রকার নিরবে নিভ্রিতে আমাদের বাংলাদেশ থ্রেড এর নাম বাংলা (Bengali) হয়ে গেলো। সেটা কয়জন খেয়াল করেছেন? BitCoinDream ভাই, আপনি কি কারো মতামত নেয়ার প্রয়োজন বোধ করেন নাই? নাকি আপনার ডিসিশন সবার ওপর চাপিয়ে দিলেন? বাংলাদেশ নাম টা ভূল ছিলো কি? বাংলাদেশ ছাড়া বাইরের লোক এই থ্রেড এ আছে বলে আমার মনে হয় না।
খেয়াল করলাম ভাই  গত কয়েক ঘণ্টা আগেই চেঞ্জ করা হলো, যদিও আমি বুঝলাম না কি কারনে করা হইল, এর সম্পর্কে কয়েক মাস আগে কথা তোলা হয়েছিল সবার মতামতের জন্য জিজ্ঞাসা করা হয়েছিল তখনো বেশিরভাগ মতামত বাংলাদেশ রাখার পক্ষেই ছিল। কিন্তু আল্টিমেটলি এমন হুট হাট ডিসিশন হবে এটা আশা করিনি। বলতে গেলে একটু ভেতরে চাপা কষ্ট পেলাম।
BitCoinDream আশা করি বিষয়টা আবারও খতিয়ে দেখবেন কারণ বর্তমানে এটা শুধু একটা সেলফ মডারেট টপিক এর মধ্যে সীমাবদ্ধ নেই এটি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে পরিণত হয়েছে।  Smiley
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 03, 2024, 03:09:54 AM
তবে ভাই আপনি যে  টিপিকাল আচরণ এর কথা বললেন সেটা আসলে সব লোকাল বোর্ডেই রয়েছে তবে হয়তো আমরা বাঙালি বলে আমাদের এখানে বেশি নজর  পড়ছে। তবে ভাই আপনাকে বিশেষ করে ধন্যবাদ আপনার হুংকারের জন্যই এসব একটু চেঞ্জ হয়েছে। একটা আমাদের লোকাল কমিউনিটি এর ভোটিং  এবং রেওয়ার্ড এর আয়োজন করতে চেয়েছিলাম তবে এখানে এই ভোটিং এর আয়োজন করে লাভ নেই কারণটা আপনি নিজেই জানেন। Grin
সব বোর্ড এই এমন কিছু ঘটনা ঘটে থাকে, তবে আমাদের থ্রেড এর মতো এরকম দল বেধে আকাম করতে দেখি নাই কোথাও। এমন একটা পরিস্থিতি যে বলার অব্দি কেউ থাকে না। সর্ব অঙ্গে ব্যাথা থাকলে ঔষুধ দিবেন কোথা? আমাদের থ্রেড এরকম হয়ে গিয়েছিলো। আমি একটা জিনিস চেয়েছি, সেটা হলো কোনো ইস্যু লোকাল বোর্ড এর ভেতরেই সমাধান করতে। আমাদের এই ঝামেলাগুলো যেনো লোকাল বোর্ড এর বাইরে সমাধান না করতে হয়। তাহলে দেখবেন গ্লোবাল মেম্বার রা ইনভল্ব হলে লাগাতারে ট্যাগ মারবে, তখন আপনি চাইলেই একজন কে কনভিন্স করতে পারবেন না। যেটা আমরা চাইলে আমাদের লোকাল থ্রেড এ আলোচনা সাপেক্ষে সমাধান করতে পারি।

আর কমিউনিটি রিওয়ার্ড এখানে দিয়ে তেমন কোনো লাভ হবে বলে মনে হয় না। সবচাইতে বড় সমস্যা হলো এটা ফেয়ার হবে না। সবাই কে কার সাথে ভালো সম্পর্ক, সেভাবেই ভোট দিবে। আর মাল্টিপল একাউন্ট এর কথা আপাতত ভুলে যান। তবে আমাদের থ্রেড এ পরিবর্তন এসেছে। সেটা দেখেই আমি খুশি।

এক প্রকার নিরবে নিভ্রিতে আমাদের বাংলাদেশ থ্রেড এর নাম বাংলা (Bengali) হয়ে গেলো। সেটা কয়জন খেয়াল করেছেন? BitCoinDream ভাই, আপনি কি কারো মতামত নেয়ার প্রয়োজন বোধ করেন নাই? নাকি আপনার ডিসিশন সবার ওপর চাপিয়ে দিলেন? বাংলাদেশ নাম টা ভূল ছিলো কি? বাংলাদেশ ছাড়া বাইরের লোক এই থ্রেড এ আছে বলে আমার মনে হয় না।
sr. member
Activity: 420
Merit: 376
January 03, 2024, 02:59:57 AM
শুভ বিটকয়েন জেনেসিস ব্লক দিবস



আজ থেকে প্রায় 15 বছর আগে বিটকয়েন জেনেসিস ব্লক খনন করা হয়েছিল।

আজকের এই দিনে, 3 জানুয়ারী, 2009, সাতোশি নাকামোটো বিটকয়েনের প্রথম ব্লক তৈরি করেছিলেন, যার প্রথম 50টি বিটিসি BTC ছিল যা অব্যয়যোগ্য। বিটকয়েন জেনেসিস ব্লক হল বিটকয়েন নেটওয়ার্কের অন্যান্য সমস্ত ব্লকের উৎপত্তি এবং টেমপ্লেট।


sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 02, 2024, 11:38:52 PM
আসলে সততা স্বচ্ছতা বর্ত্মানে অনেক তেঁতো জিনিষ কিন্তু ধৈর্য ধারণ করতে পারলে বেচে থাকলে এগুলার ফল অনেক মিষ্টি, যদিও বেশিরভাগ সময় এগুলো দেরিতেই আসে ।

সততা আর সম্পর্ক ভালো রাখা ভিন্ন জিনিস ভাই। একজন মানুষের সাথে ভালো সম্পর্ক বিভিন্ন ভাবে হতে পারে। ফোরামে সেটা একটু কঠিন হলেও একেবারে অসম্ভব কিছু নয়। সবচেয়ে বড় ব্যাপার হলো, ভালো সম্পর্ক কারো সাথে না বানাতে পারলেও খারাপ সম্পর্ক বানাতে যাবেন না। যতটুকু সম্ভব ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন। ফোরামে ভালো সম্পর্ক তৈরী করার জন্য সব সময় মানুষের সাথে বিনয়ী হতে পারেন। যখন আপনি কারো সাথে বিনয়ী ভাষায় কথা বলবেন, তখন সে এমনিতেই আপনাকেও সম্মান করবে। যতটুকু সম্ভব মানুষকে হেল্প করার চেষ্টা করতে পারেন। কাউকে একবার হেল্প করার পর দেখবেন তার সাথে এমনিতেই আপনার ভালো সম্পর্ক হয়ে গেছে। সেজন্য ফোরামে সময় দেয়া জরুরী। যারা আমার মতো ফোরামে এসে পোষ্ট করে আবার চলে যান, তার জন্য এগুলো মেন্টেইন করা একটু কষ্টসাধ্য ব্যাপার।

আমি এখানে আসলে একটা প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছিলাম যেটা আমার আমার জীবন থেকে নেয়া, আপনার উল্লেখ করা প্রতিটা কাজ আমি আমার জীবনে ছোটো থেকেই করে আশি, তারপরেও যেহেতু মানুষ তাই কিছুটা ভুল বোঝহাবুঝি হয়ে থাকে মাঝে মাঝে, আমি জেনে বুঝে সজ্ঞ্যানে কারো সাথে অন্যায় বা জুলুম করিনি উলটা ঝুলুমের শিকার হয়েছি অনেকবার। অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে চাকরীচ্যুত হয়েছি ।  আপনার কথাও ঠিক সাথে আমি একটু যুক্ত করতে চায় তাহলো আমার কাছে মনে হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক আল্লাহ্‌ প্রদত্ত, এখানে মানুষ চেষ্টা করে রাখতে পারে এমন খুব কম।
hero member
Activity: 840
Merit: 522
January 02, 2024, 10:11:53 AM
আসলে সততা স্বচ্ছতা বর্ত্মানে অনেক তেঁতো জিনিষ কিন্তু ধৈর্য ধারণ করতে পারলে বেচে থাকলে এগুলার ফল অনেক মিষ্টি, যদিও বেশিরভাগ সময় এগুলো দেরিতেই আসে ।

সততা আর সম্পর্ক ভালো রাখা ভিন্ন জিনিস ভাই। একজন মানুষের সাথে ভালো সম্পর্ক বিভিন্ন ভাবে হতে পারে। ফোরামে সেটা একটু কঠিন হলেও একেবারে অসম্ভব কিছু নয়। সবচেয়ে বড় ব্যাপার হলো, ভালো সম্পর্ক কারো সাথে না বানাতে পারলেও খারাপ সম্পর্ক বানাতে যাবেন না। যতটুকু সম্ভব ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন। ফোরামে ভালো সম্পর্ক তৈরী করার জন্য সব সময় মানুষের সাথে বিনয়ী হতে পারেন। যখন আপনি কারো সাথে বিনয়ী ভাষায় কথা বলবেন, তখন সে এমনিতেই আপনাকেও সম্মান করবে। যতটুকু সম্ভব মানুষকে হেল্প করার চেষ্টা করতে পারেন। কাউকে একবার হেল্প করার পর দেখবেন তার সাথে এমনিতেই আপনার ভালো সম্পর্ক হয়ে গেছে। সেজন্য ফোরামে সময় দেয়া জরুরী। যারা আমার মতো ফোরামে এসে পোষ্ট করে আবার চলে যান, তার জন্য এগুলো মেন্টেইন করা একটু কষ্টসাধ্য ব্যাপার।
member
Activity: 94
Merit: 28
January 02, 2024, 08:08:41 AM
যখন আমি মাস্টার্স করি তখন একটা অফিসে ৩মাস কাজ করতে হয়েছিলো থিইসিস এর কারণে, আমাদেরকে যেই স্যার দায়িত্ব দিয়েছিলেন তারা হিসেব করে বিভিন্ন্য যায়গাতে কাজ কড়াইয়ে নিয়েছিলো, ৩ মাস পরে আমাদের দ্যায়িত্ত যখন শেষ তখন, সকল প্রজেক্ট মিলিয়ে ১৫ হাজার টাকা সেভ হয়েছিলো সেটা স্যারকে ফেরত দিয়েছিলাম আমাদের গ্রুপ থেকে, তখন সেই স্যার বলেছিল তোমাদের এই সততা দেখে আমি একটু অবাক হয়েছি , কারণ এর আগের কোন ব্যাচ টাকা ফেরত দেয়নি এখন পর্যন্ত, স্যর আমাদের সবার জন্যে দোয়া করেছিলেন।
বর্তমানে এমন লোক পাওয়া খুবই কঠিন। এখন মানুষ ঘুরে কিভাবে টাকা পয়সা নিজের পকেটে ঢুকানো যায়। কিভাবে অন্যজনের ক্ষতি করা যায়। ডিজিটাল যুগ সমস্ত কিছুই আপডেট হয়েছে, এখন মানুষও অনেক আপডেট হয়েছে। কিভাবে নিজে ভালো সেজে অন্যের ক্ষতি করা যায়। দেখবেন বর্তমানে নামাজ পড়ে মাথায় টুপি দাড়িওয়ালা লোকেরাও মানুষের সামনে ইবাদত বন্দেগী করে, গোপনে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। তারা এমন ছদ্মবেশ ধারণ করবে, লোকসমাজে সকলে জানবে তারা মনে হয় পরহেজগার বান্দা কিন্তু দেখবেন গোপনে ঠিকি অন্যায় কাজে লিপ্ত হয়ে রয়েছে। আল্লাহ তাআলা সকলকেই হেদায়েত দান করুক।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 02, 2024, 07:21:29 AM
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
January 02, 2024, 06:55:56 AM
এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
ভাই আপনি মনে হয় কুকয়েনে p2p ট্রেডিং নিয়ে আরও আগে জানতে চেয়েছিলেন? ভাই আপনি কুকয়েনে p2p ট্রেডিং করে দেখেন ভালোই আছে। ভাই আমিও বর্তমানে কুকয়েন ব্যবহার করে আসছি, আমার কাছে অনেক ভালোই লাগে। তবে আমিও বাইন্যান্সে কয়েকবার p2p ট্রেড করেছি, একটা বিষয়ে দেখেছি আমার কাছে যা মনে হয়েছে, বাইন্যান্সে p2p ট্রেড করলে সময় কম লাগে। কুকয়েনে কত সময় অনেক সময় লাগে আবার দেখা যায় ক্যান্সেল হয়ে যায়। আপনি মাত্র ৫ টা কয়েনের p2p সেল করা পারবেন, বাইন্যান্সে ১০ টার মতো আছে মনে হয়। আবার p2p ট্রেডে ডলার সেল করার জন্য সর্বনিম্ন ১০ টাকার ট্রেড করা যায়, বাইন্যান্সে মনে হয় ৪২০ টাকার নিচে ট্রেড করা যায় না।  তবে একটা বিষয়ে ভালো লাগে না, অনেক গুলো কয়েন ডিপোজিট বা উইড্রোত করা যায় না। আমার কাছে কুকয়েনের চেয়ে বাইন্যান্স অনেক ভালো মনে হয়।

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 02, 2024, 01:28:42 AM
২০২৩ সাল টা আসলেই আমাদের কমিউনিটির একটা পিক সময় ছিলো। যদিও আমি ২০২২ সাল থেকেই ফোরামে আছি, তবে ২০২৩ সাল পুরোটাই আমি পেয়েছি আর এই বছরেই সব চাইতে বেশি পোস্ট করেছি। এই বছরে অনেক গুলো নতুন মুখ আমরা দেখেছি যাদের অনেক সম্ভাবনা আছে। তবে আমরা আমাদের টিপিক্যাল আচরন পরিবর্তন করতে পারিনি। আমরা মূলত নিউজ কপি পেস্ট, আর কিছু এবিউজের মাঝে আটকে যাই। আমার ভাবতেই ভালো লাগছে যে আমার একটা পদক্ষেপ এর কারনে এসবের পরিমান অনেক কমে গেছে। যারা এসবে ছিলেন এবং এসব ছেড়ে দিয়ে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিচ্ছেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের কমিউনিটির ২০২৩ সালের ডিসকভার অফ দ্যা ইয়ার হতে পারে DYING_S0UL। যদিও ওনাকে আমার প্রথম প্রথম সন্দেহ হতো, সেটা নাই বললাম। এই ব্যাক্তি আমাকে নিয়মিত প্রাইভেট মেসেজ এ নক করেছে বিভিন্ন কারনে। আমিও ২০২৩ সালেই মনে হয় ৫০০ এর মতো মেরিট পেয়েছি। সবার প্রতি অনুরোধ থাকবে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিন। ফোরামের সকলের সাথে ভালো সম্পর্ক বানান।
এর জন্যই ভাই ২০২৩ বছরকে "রেগুলেশনারি এয়ার" ঘোষণা দিয়েছি😁. এবছরের আমাদের স্টার্টিং টাই দারুন ছিল যদিও আমি শুধু জানুয়ারি মাসের কথা বলতেছি না মূলত বছরের Q1টার শেষের দুই মাস থেকেই মূলত স্টার্টিং শুরু তাছাড়া এপ্রিল মাসের মেরিট এর রেকর্ড আমরা আর ভাঙতে পারিনি। যদিও একটিভিটি বছরের মাঝখানে একবারে কমে গিয়ে আবার লাস্টের দিকে একটু বেড়েছে। যাই হোক ভাই এ বছরের এই রেকর্ড গুলো আপনাদের মতন মেম্বাররা কন্ট্রিবিউট না করলে হয়তো এতো ভালো এক্টিভিটি পসিবল হতো না। এ নতুন মুখ কিছু কিছু আমারো নজর পড়েছে তারা আসলেই সম্ভাবনা ময় তাদেরকে অভিনন্দন জানাই।
তবে ভাই আপনি যে  টিপিকাল আচরণ এর কথা বললেন সেটা আসলে সব লোকাল বোর্ডেই রয়েছে তবে হয়তো আমরা বাঙালি বলে আমাদের এখানে বেশি নজর  পড়ছে। তবে ভাই আপনাকে বিশেষ করে ধন্যবাদ আপনার হুংকারের জন্যই এসব একটু চেঞ্জ হয়েছে। একটা আমাদের লোকাল কমিউনিটি এর ভোটিং  এবং রেওয়ার্ড এর আয়োজন করতে চেয়েছিলাম তবে এখানে এই ভোটিং এর আয়োজন করে লাভ নেই কারণটা আপনি নিজেই জানেন। Grin
 যাই হোক সবশেষে বলবো আমার জন্যও আল্টিমেটলি ফোরামের ২০২৩ সালের জার্নিটা ভালই ছিল, রিয়েল লাইফের কথা বললে সেটা আলাদা। Cry
sr. member
Activity: 420
Merit: 376
January 02, 2024, 12:43:22 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
আশা করি এই নতুন বছরে সবাই সবার পরিবার এবং আত্মীয়স্বজন নিয়ে সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ।
 Grin

আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম বিটকয়েন এর দাম ৪৫০০০ ডলার অতিক্রম করে ফেলেছে।
হয়তো দুই একদিনের মধ্যে বিটকয়েন এর দাম ৪৬ হাজার ডলার স্পর্শ করবে আমরা সেটা দেখতে পারব।


আমাদের এই লোকাল বোর্ডের ২০২৩ সালের সর্বোচ্চ পোস্টকারীদের অভিনন্দন জানাচ্ছি।

7. AirtelBuzz [16]
এটা দেখে ভালো লাগছে। আমিও আমাদের লোকাল বোর্ডে ডিসেম্বর মাসে পোস্ট করার দিক থেকে ৭ নম্বরে আছি। হয়তো সামনে মাসে আরো বেশি পোস্ট করার চেষ্টায় থাকবো হয়তোবা করব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 02, 2024, 12:40:53 AM
২০২৩ সালের অ্যাক্টিভিটি
২০২৩ সাল নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে তবে যদি এক কথায় বলি তাহলে ২০২৩ সাল হচ্ছে আমাদের বাংলাদেশ থ্রেড এর অন্যতম সেরা একটা বছর, কারণ এবছর বাংলাদেশ থ্রেডকে অন্যান্য বছরগুলোর থেকে ভিন্নরূপে দেখা গিয়েছে, এ বছর নতুন নতুন অনেক মেম্বারগণ থ্রেডে যুক্ত হয়ে দারুল পারফরম্যান্স দেখিয়েছে, বলতে গেলে এটা আমাদের জন্য রেবুলেশনারী এয়ার। এ বছরে আমরা মেরিট সিস্টেম ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে সবচাইতে বেশি ২০৮২ টি মেরিট অর্জন করতে সক্ষম হয়েছি। এর আগের হাইস্ট মেরিট স্কোর ছিল ২০২০ সালে ৪৫৪টি মেরিট। অ্যাক্টিভিটি এর কথা তো বলতেই হবে না কারণ উপরে অলরেডি একজন পোস্টে উল্লেখ করে দিয়েছে।

২০২৩ সাল টা আসলেই আমাদের কমিউনিটির একটা পিক সময় ছিলো। যদিও আমি ২০২২ সাল থেকেই ফোরামে আছি, তবে ২০২৩ সাল পুরোটাই আমি পেয়েছি আর এই বছরেই সব চাইতে বেশি পোস্ট করেছি। এই বছরে অনেক গুলো নতুন মুখ আমরা দেখেছি যাদের অনেক সম্ভাবনা আছে। তবে আমরা আমাদের টিপিক্যাল আচরন পরিবর্তন করতে পারিনি। আমরা মূলত নিউজ কপি পেস্ট, আর কিছু এবিউজের মাঝে আটকে যাই। আমার ভাবতেই ভালো লাগছে যে আমার একটা পদক্ষেপ এর কারনে এসবের পরিমান অনেক কমে গেছে। যারা এসবে ছিলেন এবং এসব ছেড়ে দিয়ে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিচ্ছেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের কমিউনিটির ২০২৩ সালের ডিসকভার অফ দ্যা ইয়ার হতে পারে DYING_S0UL। যদিও ওনাকে আমার প্রথম প্রথম সন্দেহ হতো, সেটা নাই বললাম। এই ব্যাক্তি আমাকে নিয়মিত প্রাইভেট মেসেজ এ নক করেছে বিভিন্ন কারনে। আমিও ২০২৩ সালেই মনে হয় ৫০০ এর মতো মেরিট পেয়েছি। সবার প্রতি অনুরোধ থাকবে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিন। ফোরামের সকলের সাথে ভালো সম্পর্ক বানান।
full member
Activity: 546
Merit: 164
January 02, 2024, 12:29:21 AM

প্রথম দশজন পোস্টদাতা
5. synchronym [20]
[/quote]
আমি ভেবেছিলাম হয়তো ডিসেম্বর মাসে ১০ জন পোস্ট দাতার মধ্যে আমি থাকতে পারবো না ।কারণ আমি তেমন একটা বাংলা লোকাল বোর্ডে একটিভ ছিলাম না। কিন্তু দেখে খুব ভালো লাগছে দশজন পোস্ট দাতার মধ্যে আমার নাম রয়েছে। ২০২৩ সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে ২০২৪ সাল  এই নতুন বছরে যেন আমরা আরো ভালোভাবে বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারে সকলের প্রতি এই প্রত্যাশা থাকবে। এই বাংলা লোকাল বোর্ডে সিনিয়র ভাইরা যথেষ্ট শিক্ষামূলক পোস্ট দেয় এই পোস্টের মাধ্যমে আমরা যারা নতুন আছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং ২০২৪ সালেও আরো ভালো  কিছু শিখতে চাই।
newbie
Activity: 24
Merit: 15
January 02, 2024, 12:17:07 AM
ভাই লোকেদের কাছ থেকে একটা পরামর্শ চাই,
Kucoin এক্সচেঞ্জার থেকে আমি আমার  কিছু USDT অন্য এক্সচেঞ্জারে নিতে চাই, তবে কোন কয়েন বা টোকেনে উইড্র করলে সব চাইতে কম ফি দেওয়া লাগবে, আমি মূলত আগে trx ব্যবহার করতাম এখনো করি কিন্তু এটার উইথট্র ফি বেড়ে গিয়েছে, এখন অল্টারনেটিভ খুজছি।
ভাই আপনে Kucoin থেকে উইড্র করার জন্য  trx ব্যাবহার করতে পারেন কারন বেশ কিছু দিন আগেউ trx ফ্রি বেশি ছিলো কিন্ত এখন অনেক কুমেছে ফ্রি।আমি বেশির ভাগ সময় আগে Kucoin ব্যাবহার করতাম কিন্ত Kucoin এ এখন kyc ছাড়া লেন দেন করা যায় না তার জন্য তেমন ব্যাবহার করি না Kucoin।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 01, 2024, 10:40:46 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৪৪ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-544th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5480008
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953



hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 01, 2024, 05:05:28 PM
২০২৩ সালের অ্যাক্টিভিটি
২০২৩ সাল নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে তবে যদি এক কথায় বলি তাহলে ২০২৩ সাল হচ্ছে আমাদের বাংলাদেশ থ্রেড এর অন্যতম সেরা একটা বছর, কারণ এবছর বাংলাদেশ থ্রেডকে অন্যান্য বছরগুলোর থেকে ভিন্নরূপে দেখা গিয়েছে, এ বছর নতুন নতুন অনেক মেম্বারগণ থ্রেডে যুক্ত হয়ে দারুল পারফরম্যান্স দেখিয়েছে, বলতে গেলে এটা আমাদের জন্য রেবুলেশনারী এয়ার। এ বছরে আমরা মেরিট সিস্টেম ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে সবচাইতে বেশি ২০৮২ টি মেরিট অর্জন করতে সক্ষম হয়েছি। এর আগের হাইস্ট মেরিট স্কোর ছিল ২০২০ সালে ৪৫৪টি মেরিট। অ্যাক্টিভিটি এর কথা তো বলতেই হবে না কারণ উপরে অলরেডি একজন পোস্টে উল্লেখ করে দিয়েছে।
আশা করি নতুন বছর নতুন উন্মাদনায় আবার নতুন রেকর্ড তৈরি করবে, সবাইকে আবারো নতুন বছরের শুভেচ্ছা।
Time Offset:UTC







ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এবছরের সম্পূর্ণ হিসাব করলে বছরটা অন্যান্য বছর থেকে ভাল ছিল তবে এই ডিসেম্বর মাস অন্যান্য মাসের তুলনায় একটিভিটি এবং মেরিট ট্রানজেকশন দুটোই কম হয়েছে। আশা করি ২০২৪ সালে এই জানুয়ারির শুরুটা এর থেকে ভালো হবে। Wink

ডিসেম্বর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 238টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 52টি




নভেম্বর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 385টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 140টি



প্রথম দশজন পোস্টদাতা
1. DYING_S0UL [33]
2. Crypto Library [22]
3. Learn Bitcoin [22]
4. Bd officer [20]
5. synchronym [20]
6. Shishir99 [18]
7. AirtelBuzz [16]
8. Negotiation [15]
9. shasan [13]
10. Little Mouse [9]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
newbie
Activity: 1
Merit: 0
January 01, 2024, 11:33:58 AM
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি বিটকয়েনটক ফোরাম এবং বাংলা লোকাল থ্রেডে একজন নতুন সদস্য। আমি এখানে log in করে দেখলাম এটি একটা বিদেশি সাইট কিন্তু একটু খোজাখুজির পরে এই বাংলা লোকাল থ্রেড দেখে বেশ খুশি হলাম।🥰 কারণ এখানে অনন্ত বাঙালীতো আছে। আমি আশা সিনিয়র ভায়েরা সবসময় আমার পাশে থাকবে এবং আমি যেন তাদের থেকে অনেক কিছু শিখতে পারি।



যাইহোক, আমাদের মধ্যে বেশিরভাগই হয়তো মুসলিম। কিন্তু আমরা খ্রিষ্টানদের নববর্ষ পালন করলাম আর হিজরি নববর্ষ সম্পর্কে কিছুই জানলাম না! এটা কিন্তু মানানসই হলোনা। আবার আজকে তো সবার দুঃখ করা উচিৎ কারণ আমাদের সবার জীবন থেকে আরও একটা বছর কেটে গেল আর আমরা মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। কিন্তু আজকে সবাই আনন্দ করছে!



অনেক কথা বলে ফেলেছি। সবাই যেন সঠিক পথে ২০২৪ সালটা পার করতে পারে আর আল্লাহর হুকুম মানতে পারে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান কর। আমিন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 01, 2024, 03:36:59 AM
সবাইকে ইংরেজি ২০২৪ এর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি যত দুঃখ এবং হতাশা ২০২৩ সালে ছিল সেগুলো কেটে গিয়ে ২০২৪ টা আমাদের আনন্দের এবং সাকসেসের হবে।
আপনাকেও অনেক বেশি শুভেচ্ছা। আশা করি বউ বাচ্চা নিয়ে আগামী বছর ভালো কাটবে। আর বউ বাচ্চা না থাকলে আপাতত এটাকে অগ্রিম উইস হিসেবে ধরে নিতে পারেন।

এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
কুকয়েনে আমি বেশ কয়েকবার ট্রেডিং করেছি এবং আমার কাছে ভালোই মনে হয়েছে। বাইনান্সে যেসব বায়ার সেলার রা ট্রেড অফার করে, কুকয়েনে সেই একই পাপিরাও ট্রেড করে। যদিও কমিউনিটি অনেকটাই ভিন্ন। তবে আমার সেখানে ২০/৩০ কে ট্রানজেকশন করার এক্সপেরিয়েন্স আছে। অনেকটা বাইনান্স এর মতোই। কিছু ভিন্নতা আছে, তবে তাতে করে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়।

[পিকচার গুগল থেকে ডাউনলোড করর এডিট করা হয়েছে]
ভাই, ছবি গুলো একটা সাইজ করে দেন। পুরো পেইজ জুড়ে একটা ছবি, দেখতেই তো কেমন জানি লাগছে।

1. Learn Bitcoin [343]
খারাপ না। আমি এতো পোষ্ট করেছি দেখে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
January 01, 2024, 03:11:35 AM

সকলকে ইংরেজি নববর্শের শুভেচ্ছা, নতুন বছরে সবার জীবনে আনান্দ বয়ে আনুক, জীবন যাপনে আরো সহজ হয়ে উঠুক প্রত্যেকের ।



Pages:
Jump to: