ভাই আপনি হয়তো এগুলো পিসিতে ব্যবহার করেন। এক্সটিনশন সাপোর্ট করে এমনে ব্রাউজারে (Kiwi Browser) কি এগুলো ইউজ করা যাবে? আমি কমবেশি সবসময় ফোনেই থাকি।
জি ভাই এটা পিসিতে, মোবাইল নিয়ে আমার আইডিয়া নাই আমি কখোনো ব্যাবহার করিনি, মোবাইলে যদি ব্যাবহার করতেও পারেন তাহলে ফুল অপটিমাইজ করতে পারবেন না কারন এগুলো কম্পিউটার বেজ ডেভোলপ করা।
১. নম্বরটার কাজ নিয়ে একটু কনফিউশন ছিলো। এটা কি জাস্ট একটা পপআপ রিমাইন্ডার দিবে নাকি ব্রাউজার ব্যবহার করা থেকে বিরত রাখবে? মানে কিছু করতে গেলেই নোটিস দিবে, এমন?
এটা মুলত পপআপ আশবে ব্রাউজার এর ক্ষেত্রে, এবং অন্য একটি স্ক্রিন দ্বারা ব্লক হয়ে থাকবে।
৩. কখনো ইউজ করিনি, তবে সরাসরি গুগলে সার্চ করলেই সম্ভবতো কাছাকাছি শব্দ পাওয়া সম্ভব, তাই ব্যবহার করার দরকার দেখিনা।
ভাই এটা যারা অল্প সময়ে অনেক ডেটা একসাথে পেতে চায় তাদের জন্যে কার্যকরি, সবসময় গুওগলে সার্স করে সঠিক রেজাল্ট পাওয়া যায়না, আপনার কাজের পরিধির উপরে নীর্ভর করে কার কোনটা ব্যাবহার করা প্রয়োজন, যেমন আপনি বেশি সময় ফোনে থাকেন আবার অন্য একজন গেমিং পিসিতেও কাভার করতে পারেনা, সে মনে করে তার আরো পাওয়ারফুল কোনো ডিভাইস প্রয়োজন। অফিস থেকে শুরু করে প্রোডাক্টিভ কাজে এটা ব্যাবহার হতে দেখেছি।
৪. গ্রামারলিটা সবথেকে বেশি কাজের। তবে ঐ আবারো কনফিউজড ফোন নিয়ে। আমার একটা জিনিস মনে হয় গ্রামারলি শুধুমাত্র বানান ঠিক করার জন্য ব্যবহার করা উচিত। কিন্তু লেখার স্টাইল চেন্জ না করাই বেটার। এমনো অনেক কেস দেখছি যেখানে নিজে লিখে সেটা গ্রামার চেকার দিয়ে ঠিক করার পর যখন AI কিনা চেক দেই, ৩০-৪০% AI সো করে, যদিও সব কিন্তু নিজেরই লেখা। এজন্য ২-১ টা দাড়ি কমা ভুল থাকলেও রেখে দেই, ইডিট করিনা। তবে বড় পোস্ট করলে কথা ভিন্ন।
ফোন থেকে ফুল মোড কাজ করেনা ভাই, আর পিসি ভার্সনে প্রিমিয়াম হলে অনেক কাজ করে, অনেকেই বিশ্ববিদ্যালয়ের থিসিস এর জন্যে এই টুলস ব্যাবহার করে।
আরেকটা জিনিস, যেহেতু আমরা ক্রিপ্টোর সাথে জড়িত, তাই যত সম্ভব কম থার্ড পার্টি এসব টুলস্ ব্যবহার করাই শ্রেয়। এতে নিজেরই ভালো। ধন্যবাদ, ট্রাই করবোনি কেমন চলে।
এইটার উত্তর আপনারও যানা, একমাত্র এ্যাপেল এর প্রোডাক্ট ছাড়া কোনোকিছুই সেভ মনে হয়না আমার কাছে, আপনার হাতের ফোনটা সবথেকে বেশি রিস্কি, একমাত্র এ্যাপেল ছাড়া সকল ফোন বা ডিভাইসে স্ক্রিপ্ট দিয়ে খুব সহজে আপনার উপরে নজরদ্বারী করা সম্ভব। আর এগুলো আমাদের আসে পাসে হর হামেসাই হচ্ছে ।
এখনো ২এক্স যায় নি কিন্তু আশা করি এই মাসেই আমাদের প্রথম স্টেপ ডান হবে।
অনেক অল্টকয়েন একদিনেও ৫এক্স যায় কিন্তু রিস্কি বিনিয়োগ অবশ্যই। আমরা শুধু ফান্ডামেন্টালি ভালো প্রজেক্টের দিকেই নজর দিব।
ভাই আপনাকে টেলিগ্রামে মেসেজ দিয়েছি একটু চেক কইরেন।
Edit.