Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 93. (Read 5688478 times)

jr. member
Activity: 77
Merit: 6
December 29, 2023, 12:25:29 AM

যারা ক্রিপটোকারেন্সি সম্পর্কে অনেক কিছু জানেন বা অনেক কাজ পারেন তারা চাইলে নিচের সাইট গুলোর মাধ্যমে বিভিন্ন কাজ পেতে পারেন এখানে অনেক কাজের অফার পাওয়া যায় আপনারা চেষ্টা করতে পারেন .....

ওয়েবসাইট|কাজের ধরন|
_____________________________________________|_________________________________________________________________|
beincrypto.com/jobs|ওয়েব 3 এর কাজ |
bitcoinerjobs.com|ডিজাইনার, ইঞ্জিনিয়ার, ডেভেলপার, বিজনেস ডেভেলপমেন্ট, ম্যানেজার, মার্কেটিং এর কাজ |
upwork.com/freelance-jobs/cryptocurrency/|কনটেন্ট, বট ডেভলপার, আর্টিস্ট এর কাজ|
reddit.com/r/Jobs4Bitcoins/|ভিডিও এডিটর, ওয়েব সাইট ডেভলপার, লেখক এর কাজ|
crypto.jobs/|ডেভলপার, কমিউনিটি ম্যানেজার, কনটেন্ট লেখক, ফাইন্যান্স ম্যানেজার এর কাজ |
cryptojobslist.com/|কমিউনিটি ম্যানেজার, কনটেন্ট লেখক, ডেভলপার এর কাজ|
hyve.works/|কনটেন্ট লেখক, আর্টিস্ট, ডেভলপার এর কাজ|
larborx.com|কনটেন্ট লেখক, আর্টিস্ট, ডেভলপার, কমিউনিটি ম্যানেজার, ট্রান্সলেটর এর কাজ|
cryptogigs.co|কনটেন্ট লেখক, ডেভলপার, গ্রাফিক্স ডিজাইনার, ট্রান্সলেটর, ডাটা এন্ট্রি এর কাজ|
cryptocurrencyjobs.co/|ক্রিপ্টো এবং ব্লকচেইন এর কাজ|
crypto-careers.com/|কাস্টমার এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডেভলপার, মার্কেটিং এর কাজ|
blockew.com/|কমিউনিটি ম্যানেজার, ডেভলপার, ডিজাইনার এর কাজ|
blockchainheadhunter.com/|ক্রিপ্টো এবং ব্লকচেইন/ওয়েব-3 এর কাজ|
cryptorecruit.com/|ডেভলপার, মার্কেটিং, ডিজাইনার এর কাজ|
linkedin.com/jobs/blockchain-jobs|ডেভলপার, বিজনেস ডেভলপার, ডিজাইনার, মার্কেটিং এর কাজ|
indeed.com/q-Crypto-jobs.html|ডেভলপার, বিজনেস ডেভলপার, মার্কেটিং, ডিজাইনার, ডাটা এনালাইসিস এর কাজ|
cryptocurrencyjobs.co|ডিজাইনার, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, মার্কেটিং, কাস্টমার সাপোর্ট এর কাজ |
workaspro.com|কনটেন্ট লেখক, গ্রাফিক্স ডিজাইনার, এসইও, ডাটা এন্ট্রি, ইঞ্জিনিয়ারিং এর কাজ|
web3.career|ইঞ্জিনিয়ারিং, ডাটা এন্ট্রি, বিজনেস ডেভলপার এর কাজ|
bitgigs.com|লেখক, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইনার, অ্যাড এর কাজ|
deteriora.com|এটা নতুন ওয়েবসাইট|




এখান থেকে অনুবাদ করা হয়েছে







hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 29, 2023, 12:02:08 AM
মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।  Sad

এক্সচেঞ্জ এর ব্যাবসা করতে গেলে নিজের আইডেন্টিটি হাইড রাখা কঠিন একটা ব্যাপার হবে। এটা সত্তিই বলেছেন।
বিকাশে অটোমেটেড পেমেন্ট কিভাবে কাজ করে? অনেক পেমেন্ট প্রসেসর আছে যেগুলো আপনাকে পেমেন্ট প্রসেস (গ্রহণ, পাঠানো) করতে সহায়তা করবে। তারা ক্যাসিনোর সাথে কাজ করে। সেগুলো কিভাবে কাজ করে কিংবা কি ধরনের ডকুমেন্ট তারা চায় সেটা খতিয়ে দেখতে পারেন। আমার খুব বেশি ধারনা নাই। সম্প্রতি দেখলাম কয়েনস.গেম বিকাশ নগদে অটোমেটেড পেমেন্ট প্রসেস করছে যদিও তারা শুধু ডিপোজিটের সময়ই এইটা ব্যবহার করে থাকে।

তারা যে অটোমেটিক পেমেন্ট প্রসেস করে সেটা যখন তাদের কন্টেস্ট হয়, সেই সময়েই আমি খেয়াল করেছিলাম। তবে তারাও থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে থাকে। তবে এদের সাথে জড়িত হওয়ার ইচ্ছা নাই আপাতত, তাই এগুলা নিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই। কিন্তু আমি চাচ্ছিলাম এক্সচেঞ্জ বিজনেস করতে। কিন্তু দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় বিকাশ নগদ দিয়ে পেমেন্ট নিয়ে বা পেমেন্ট করে লেনদেন করাও রিস্ক মনে হচ্ছে। একমাত্র উপায় হচ্ছে ডলার টু ডলার বাই সেল করা। অথবা নেটেলার টু স্ক্রিল। কিন্তু এভাবে ব্যাবসা করে আসলে তেমন কোনো লাভ হবে না। সকলের পরামর্শ নিয়েই তাই আপাতত এই বিজনেস এর প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 28, 2023, 04:20:25 PM
cygan একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন।  এই ফ্রি রেফেল এর জন্য  যে কেউ আবেদন করতে পারবেন (তবে যারা জুনিয়র এর নিচে আছে তারা আবেদন করতে পারবেন নাহ)। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-icarus-sticker-edition-4-cards-23-5479363
in this free raffle you have the chance to win 4 cards incl. stickers (#23) from the Icarus Sticker edition



hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 28, 2023, 01:54:44 PM
বিকাশে অটোমেটেড পেমেন্ট কিভাবে কাজ করে? অনেক পেমেন্ট প্রসেসর আছে যেগুলো আপনাকে পেমেন্ট প্রসেস (গ্রহণ, পাঠানো) করতে সহায়তা করবে। তারা ক্যাসিনোর সাথে কাজ করে। সেগুলো কিভাবে কাজ করে কিংবা কি ধরনের ডকুমেন্ট তারা চায় সেটা খতিয়ে দেখতে পারেন। আমার খুব বেশি ধারনা নাই। সম্প্রতি দেখলাম কয়েনস.গেম বিকাশ নগদে অটোমেটেড পেমেন্ট প্রসেস করছে যদিও তারা শুধু ডিপোজিটের সময়ই এইটা ব্যবহার করে থাকে।
ভাই পেমেন্ট প্রসেসর বিষয়টা প্রথম শুনলাম, এর আগে শুধু পেমেন্ট গেটওয়ে ঘাটাঘাটি করা হয়েছে গিটহাবে ফ্রি ফ্রি পেমেন্ট গেটওয়ে রয়েছে তাছাড়া BTTPay, Stripe, SSLCOMMERZ এইসব গেটওয়ে সম্পর্কে হালকা ধারণা রয়েছে। আসলে পেমেন্ট প্রসেসরটা কিভাবে কাজ করে এখানে কি মাল্টিপল পেমেন্ট অপশন থাকে যেখানে আমরা গেটওয়েতে শুধু একটি পেমেন্ট অপশন ছাড়া আর উপায় নাই।
তাছাড়া ভাই বাংলাদেশে ব্যবহার উপযোগী এমন কিছু পেমেন্ট প্রসেসর এর  সাজেস্ট করলে কোন কোনটার নাম আপনার থেকে পাওয়া যাবে?
যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি তাই আমার তেমন একটা ধারণা নেই যাকাত কিভাবে বন্টন করে।
স্বর্ণের এবং রুপার দাম ওঠানামা করে বর্তমান বাজারে। আমার মনে হয় যখন আপনি যাকাত দেবেন তখন বাজারে কি পরিমাণ মুল্য আছে স্বর্ণের ও রুপার ওই অনুযায়ী আপনি আপনার যাকাতের টাকা হিসাব করেন।
ঠিক তেমনি বিটকয়েনের বাজার উঠানামা করে। আপনি যখন যাকাতের হিসাব করবেন তখন বর্তমান বাজার কি রকম আছে সেই হিসেবে যাকাতের টাকা হিসাব করাটাই সবচেয়ে ভালো হয়।
অভিজ্ঞ ভাইয়েরা, যাদের কোরআন ও হাদীসের সম্পর্কে বিস্তর ধারণা আছে কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের এটা সম্পর্কে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
বিটকয়েন হোক, বা টাকা হোক যাকাত বন্টন এর হিসাব একদম সহজ, আপনি যদি নিসাব পরিমান সম্পত্তির  মালিক হন তাহলে আপনার উপর যাকাত ফরজ আর যাকাত দিতে হবে ওই  সম্পদের 40 ভাগের ১ ভাগ আরো সহজ ভাষায় বলতে গেলে ২.৫% পার্সেন্ট।
এখানে সহজ হিসাব বর্তমানে বিটকয়েনের মূল্য যদি ধরি ৪৪০০০$ তাহলে এর ২.৫% হবে ১১০০$ আর এই পরিমাণ যাকাত দিতে হবে। আর আপনার যদি নিসাব পরিমান সম্পদ থাকে তাহলে সেটা হোক বিটকয়েন, স্বর্ণ বা অন্য কোনো এসেট মুসলমান হিসেবে আপনার উপর  যাকাত ফরজ হয়ে যাবে।

full member
Activity: 367
Merit: 136
December 28, 2023, 12:30:17 PM
প্রশ্নঃ
ডিজিটাল কারেন্সি (বিটকয়েন) নামে পরিচিত তার ব্যবহার সম্পর্কে আপনার সম্মানিত মতামত কী? এটা কি জায়েজ? এবং এর উপর কি যাকাত ফরয।
যারা বিটকয়েন ভালো ভাবে বুঝবে তারা কখনোই বিটকয়েন হারাম বলবে না। যাকাত নিয়ে আমি এতটা কখনো জানার চেষ্টা করি নাই, যে বিটকয়েনের উপর যাকাত ফরজ কিনা। যেহেতু বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় বিটকয়েনের উপর অবশ্যই যাকাত দিতে হবে। টাকা পয়সার ও সম্পদের উপর যেভাবে যাকাত দিতে হয়, ঠিক তেমনি মনে হয় বিটকয়েনে উপর যাকাত দিতে হবে।

বিটকয়েনের উপর যাকাত যদি ফরজ হয় তাইলে তো আমার অনেক সময় হিসেব নিকাশ করতে গেলে সমস্যা পরে যেতে হবে। যেমন বিটকয়েনের দাম সব সময় কম বেশি হয়ে থাকে  আবার দেখা যায় সপ্তাহের শুরুতে ৪০ হাজার আবার শেষে ৪৪ হাজারে রয়েছে। যাকাত সম্পর্কে আপনাদের কি মনে হয়? কিভাবে বিটকয়েনের উপর যাকাত দিতে হবে?
যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি তাই আমার তেমন একটা ধারণা নেই যাকাত কিভাবে বন্টন করে।
স্বর্ণের এবং রুপার দাম ওঠানামা করে বর্তমান বাজারে। আমার মনে হয় যখন আপনি যাকাত দেবেন তখন বাজারে কি পরিমাণ মুল্য আছে স্বর্ণের ও রুপার ওই অনুযায়ী আপনি আপনার যাকাতের টাকা হিসাব করেন।
ঠিক তেমনি বিটকয়েনের বাজার উঠানামা করে। আপনি যখন যাকাতের হিসাব করবেন তখন বর্তমান বাজার কি রকম আছে সেই হিসেবে যাকাতের টাকা হিসাব করাটাই সবচেয়ে ভালো হয়।
অভিজ্ঞ ভাইয়েরা, যাদের কোরআন ও হাদীসের সম্পর্কে বিস্তর ধারণা আছে কেউ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের এটা সম্পর্কে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 28, 2023, 10:32:38 AM
মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।  Sad

এক্সচেঞ্জ এর ব্যাবসা করতে গেলে নিজের আইডেন্টিটি হাইড রাখা কঠিন একটা ব্যাপার হবে। এটা সত্তিই বলেছেন।
বিকাশে অটোমেটেড পেমেন্ট কিভাবে কাজ করে? অনেক পেমেন্ট প্রসেসর আছে যেগুলো আপনাকে পেমেন্ট প্রসেস (গ্রহণ, পাঠানো) করতে সহায়তা করবে। তারা ক্যাসিনোর সাথে কাজ করে। সেগুলো কিভাবে কাজ করে কিংবা কি ধরনের ডকুমেন্ট তারা চায় সেটা খতিয়ে দেখতে পারেন। আমার খুব বেশি ধারনা নাই। সম্প্রতি দেখলাম কয়েনস.গেম বিকাশ নগদে অটোমেটেড পেমেন্ট প্রসেস করছে যদিও তারা শুধু ডিপোজিটের সময়ই এইটা ব্যবহার করে থাকে।
sr. member
Activity: 616
Merit: 322
December 28, 2023, 08:39:28 AM
মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।  Sad

এক্সচেঞ্জ এর ব্যাবসা করতে গেলে নিজের আইডেন্টিটি হাইড রাখা কঠিন একটা ব্যাপার হবে। এটা সত্তিই বলেছেন। তবে আমি যদি অন্য কারো নামে ব্যাংক একাউন্ট, বিকাশ, নগদ খুলে নিয়ে করতে পারতাম, সেই ক্ষেত্রে ভালো হতো। সত্যি বলতে কিছু টাকা খরচ করলে এগুলো ও করা সম্ভব। তবে, আমার জন্য নিরীহ কেউ ফেসে যাক, সেটাও চাইবো না। ফেইসবুকের কিছু গ্রুপে দেখলাম বিকাশ মার্চেন্ট একাউন্ট সেল করছে যেগুলোর মাধ্যমে পেমেন্ট গ্রহন করা যাবে। তবে সেগুলো কতোটুকু ট্রাস্টেড, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর প্রাইভেসির যে ব্যাপার টা, আমি যখন ব্যাংক এ টাকা পাঠাবো, তখন আমার রিয়েল নাম, একাউন্ট নম্বর থেকে শুরু করে সব তথ্য সেখানে থাকবে। যা আসলেই চিন্তার ব্যাপার। এসব চিন্তা মাথায় আসলে বিজনেস এর চিন্তা ম্থা থেকে উরে যায়। কিছুদিন আগে একটা ক্যাসিনো থেকে তাদের পেমেন্ট পার্টনার হওয়ার মতো একটা সুযোগ এসেছিলো, তবে এদের সাথে বেধে গেলে ভবিষ্যৎ খুবই খারাপ হবে, এই কথা চিন্তা করে আর তাদের সাথে জয়েন করিনি। যেখানেই যাই, সেখানেই ঝামেলা।
বাংলাদেশ একটি মুসলমান দেশ তাই এখানে জুয়া, ক্যাসিনো এগুলো বৈধতা দিতে কত বছর সময় লাগবে তা বলা যাবে না আর বিটকয়েন নিয়ে যেহেতু মাঝে মাঝে কিছু কিছু আলোচনা হয় তাতে এটি বিগত কয়েক বছর পর একসেপ্ট করতে পারে কারন (জয়) ভাই যথেষ্ট আধুনিক টেকনোলজির কথা চিন্তা করে। যাইহোক কথা হলো প্রাইভেসি এখন যদি ভাই অন্যের nid দিয়া রেজিষ্ট্রেশন করা সিম বা মোবাইল ব্যাংকিং একাউন্ট কিছু টাকার বিনিময়ে কিনেন আর রমরমা ব্যবসা শুরু করেন তাহলে প্রথমত সেই nid এর মালিককে দরবে পুলিশ কিন্তু ইনভেস্টিগেসন হলে আপনিও শেষ পর্যন্ত পার পাবেন না। কারন এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে তাই আপনার পর্যন্ত পুলিশ আসতে পারবে। আর দ্বিতীয়ত আপনার একাউন্ট অতিরিক্ত লেনদেন বা ইলিগ্যাল এক্টিভিটির জন্য একাউন্ট ফ্রিজ করতে পারে তখন আপনার একাউন্টের টাকা আটকে যাবে কারন আপনি প্রকৃত মালিক না হওয়ার কারনে তা ঠিক করতে পারবেন না। তাই এগুলো চিন্তা করে লাভ নাই। কথায় আছে টাকা মানুষকে বাচায় আবার টাকাই মানুষকে মারে। তাই ভাই আদার ব্যাপারি হইয়া জাহাজের খবর নিয়া আমাগো লাভ নাই। অল্প টাকাই আমাদের জন্য মংগল বেশি খাইতে গিয়া আবার পেট খারাপ হবে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 28, 2023, 04:34:15 AM
প্রশ্নঃ
ডিজিটাল কারেন্সি (বিটকয়েন) নামে পরিচিত তার ব্যবহার সম্পর্কে আপনার সম্মানিত মতামত কী? এটা কি জায়েজ? এবং এর উপর কি যাকাত ফরয।
যারা বিটকয়েন ভালো ভাবে বুঝবে তারা কখনোই বিটকয়েন হারাম বলবে না। যাকাত নিয়ে আমি এতটা কখনো জানার চেষ্টা করি নাই, যে বিটকয়েনের উপর যাকাত ফরজ কিনা। যেহেতু বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় বিটকয়েনের উপর অবশ্যই যাকাত দিতে হবে। টাকা পয়সার ও সম্পদের উপর যেভাবে যাকাত দিতে হয়, ঠিক তেমনি মনে হয় বিটকয়েনে উপর যাকাত দিতে হবে।

বিটকয়েনের উপর যাকাত যদি ফরজ হয় তাইলে তো আমার অনেক সময় হিসেব নিকাশ করতে গেলে সমস্যা পরে যেতে হবে। যেমন বিটকয়েনের দাম সব সময় কম বেশি হয়ে থাকে  আবার দেখা যায় সপ্তাহের শুরুতে ৪০ হাজার আবার শেষে ৪৪ হাজারে রয়েছে। যাকাত সম্পর্কে আপনাদের কি মনে হয়? কিভাবে বিটকয়েনের উপর যাকাত দিতে হবে?
sr. member
Activity: 420
Merit: 376
December 28, 2023, 01:28:31 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে রুশ উলামা কাউন্সিলের ফতোয়া
https://www.somoynews.tv/news/2023-12-23/yGKDw8tN

এবার সৌদি শায়েখ বিটকয়েন নিয়ে ফতোয়া দিয়েছে।
বিটকয়েনের উপর আল-আল্লামাহ আব্দুর রহমান আল-বারাক এর একটি ফতোয়া।

সৌদি আরবে বসবাসকারী ওই শায়খের বয়স 90 বছরের বেশি, এবং তিনি সৌদি আরবে জীবিত সবচেয়ে সিনিয়র পণ্ডিতদের একজন। তাকে বিটকয়েন এর ব্যাপারে কিছু প্রশ্ন করা হয়েছিল প্রশ্নগুলো এমন ছিল।

প্রশ্নঃ
ডিজিটাল কারেন্সি (বিটকয়েন) নামে পরিচিত তার ব্যবহার সম্পর্কে আপনার সম্মানিত মতামত কী? এটা কি জায়েজ? এবং এর উপর কি যাকাত ফরয।

উত্তরে তিনি বলেছেন: সমস্ত প্রশংসা আল্লাহর, এবং শান্তি ও বরকত বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদের (সা.) উপর। তিনি বলেছিলেন এরকম  প্রশ্ন এর  আগেও আমার নজরে এসেছে, এবং আমি এই লেনদেনে উল্লেখিত সমস্যাগুলির কারণে ডিজিটাল মুদ্রার সাথে লেনদেনের বিষয়ে একটি রায় দিতে সতর্ক ছিলাম, যেমন অনিশ্চয়তা এবং অজ্ঞতা।
তারপর তিনি বলেছিলেন এখন আমি এটাকে জায়েজ মনে করি।
https://twitter.com/AhmedTayy/status/1739942078002655570?t=xF98Y_ixnj9n50WQuodktA&s=19
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 27, 2023, 08:22:50 PM
মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।  Sad

এক্সচেঞ্জ এর ব্যাবসা করতে গেলে নিজের আইডেন্টিটি হাইড রাখা কঠিন একটা ব্যাপার হবে। এটা সত্তিই বলেছেন। তবে আমি যদি অন্য কারো নামে ব্যাংক একাউন্ট, বিকাশ, নগদ খুলে নিয়ে করতে পারতাম, সেই ক্ষেত্রে ভালো হতো। সত্যি বলতে কিছু টাকা খরচ করলে এগুলো ও করা সম্ভব। তবে, আমার জন্য নিরীহ কেউ ফেসে যাক, সেটাও চাইবো না। ফেইসবুকের কিছু গ্রুপে দেখলাম বিকাশ মার্চেন্ট একাউন্ট সেল করছে যেগুলোর মাধ্যমে পেমেন্ট গ্রহন করা যাবে। তবে সেগুলো কতোটুকু ট্রাস্টেড, সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর প্রাইভেসির যে ব্যাপার টা, আমি যখন ব্যাংক এ টাকা পাঠাবো, তখন আমার রিয়েল নাম, একাউন্ট নম্বর থেকে শুরু করে সব তথ্য সেখানে থাকবে। যা আসলেই চিন্তার ব্যাপার। এসব চিন্তা মাথায় আসলে বিজনেস এর চিন্তা ম্থা থেকে উরে যায়। কিছুদিন আগে একটা ক্যাসিনো থেকে তাদের পেমেন্ট পার্টনার হওয়ার মতো একটা সুযোগ এসেছিলো, তবে এদের সাথে বেধে গেলে ভবিষ্যৎ খুবই খারাপ হবে, এই কথা চিন্তা করে আর তাদের সাথে জয়েন করিনি। যেখানেই যাই, সেখানেই ঝামেলা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 27, 2023, 10:45:26 AM
শুধুমাত্র এই চিন্তা করেই আজ অব্দি এই সার্ভিস খোলার সাহস করি নাই। যদিও এখন বাইনান্স অনেক বেশি জনপ্রিয় একতা প্ল্যাটফর্ম অন্তত ক্রিপ্টো কারেন্সি বাই সেল করার জন্য, তবুও অনেকের অন্যান্য কারেন্সির ডলার বাইসেল করার জন্য দেখি ফেসবুক গ্রুপে পোস্ট করে। আর এতে করে অনেকেই স্ক্যাম এর মধ্যে পরে যায়। যদিও কিছু ওয়েবসাইট আছে এসব ডলার বাই সেল করার জন্য, তারাও প্রথম কিছুদিন লেনদেন করে মানুষের আস্থা অর্জন করার পর বড় এমাউন্ট হাতে আসলেই স্ক্যাম করে বসে থাকে। এই ক্ষেত্রে ভিকটিমের কিছুই করার থাকে না। ক্রিপ্টোকারেন্সি তে প্রতারিত হলে বাংলাদেশে এর কোনো আইনি প্রতিকার আপাতত নেই। আইনের আশ্রয় নিতে গেলে উলটো আপনি নিজেই ফেসে যাবেন। ফোরামে কেনা বেচা শুরু করবো ভেবেছিলাম অনেকবারই। তবে, গ্রাহক পাবো কি না, সেই চিন্তা থেকে আর করা হয়ে ওঠে নাই।
আপনার আইডিয়াটা সুন্দর হয়েছে কিন্তু এর সাথে নতুন কিছু যোগ করতে হবে কারণ যে সার্ভিস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এই সার্ভিস নিয়ে অলরেডি অনেক বড় বড় কম্পিটেটর মার্কেটে লড়াই করতেছে। এই ক্ষেত্রে নতুন এই ধরনের সার্ভিস চালু করলে অবশ্যই নতুন কিছু সংযুক্ত করতেই হবে মজার কথা হলো আমারও একচেঞ্জার রিলেটেড কাজ করা ইচ্ছা রয়েছে কিন্তু এই ইচ্ছায় হাত দিতেছি না কারণ বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ আর এই ধরনের সার্ভিস চালু করতে হলে আপনার এনোনিমাস থাকা পসিবল হবে না।
তাছাড়া ফোরামে কেনাবেচার আইডিয়া চালু করে রাখতে পারেন তবে আমার মনে হয় না তেমন সাড়া পাবেন লিটল মাউস ভাই চালু করেছিলেন কিন্তু বাইনান্স এর পিটুপি সার্ভিস আসার পরে তার সেটি বন্ধ করতে হয়েছে সাড়া না পাওয়ার কারণে, তাছাড়া ওই যে একটা রিস্ক থেকে থাকে ইনফরমেশন ফোরামের মানুষের কাছে চলে যাবে আর বিশেষ করে ফোরামের আমরা বাঙালিরা সময় অসময়ে অনেক সময় ভালো রকমের গুটিবাজ হই তাই রিস্ক আমি এজন্য নেইনি।
মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।  Sad
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 26, 2023, 10:45:50 PM
গুগলে বিটকয়েন টু বিকাশ লিখে সার্চ করলে অনেক গুলো ওয়েবসাইটের লিংক পাবেন। কষ্টের ব্যাপার হলো এদের বেশিরভাগেরই রেপুটেশন অত্যান্ত খারাপ। প্রথম প্রথম ছোট ট্রাঞ্জেকশন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে, তারপর বড় এমাউন্ট স্ক্যাম করে দেয়।
ভাই এসব দেশি সাইট আগে অনেক ব্যবহার করছি। ২ দিন ৪ দিন ভালো চলে, তারপর স্ক্যাম করে চলে যায়। আর বেশিরভাগেরই ফ্যাউল কাস্টমার কেয়ার। আপনার আইডিয়া ভালো তবে এটা কাজে লাগানোর জন্য দক্ষ জনবল প্রয়োজন, সেটা কই পাবেন? আইডিয়া আছে কোনো। এর থেকে বেটার হয় ফোরামেই বেচা কেনা করেন। মানে শুধু দেশি না বিদেশি সকল কারেন্সি। এমন একটা সার্ভিস খুলতে পারেন (জাস্ট এ সাজেশন/ওপিনিয়ন)। আর যেহেতু ক্রিপ্টো ব্যান তাই এ রিলেটড সার্ভিস থেকে আমি দূরে থাকতাম, যদি আপনার জায়গায় থাকতাম।

শুধুমাত্র এই চিন্তা করেই আজ অব্দি এই সার্ভিস খোলার সাহস করি নাই। যদিও এখন বাইনান্স অনেক বেশি জনপ্রিয় একতা প্ল্যাটফর্ম অন্তত ক্রিপ্টো কারেন্সি বাই সেল করার জন্য, তবুও অনেকের অন্যান্য কারেন্সির ডলার বাইসেল করার জন্য দেখি ফেসবুক গ্রুপে পোস্ট করে। আর এতে করে অনেকেই স্ক্যাম এর মধ্যে পরে যায়। যদিও কিছু ওয়েবসাইট আছে এসব ডলার বাই সেল করার জন্য, তারাও প্রথম কিছুদিন লেনদেন করে মানুষের আস্থা অর্জন করার পর বড় এমাউন্ট হাতে আসলেই স্ক্যাম করে বসে থাকে। এই ক্ষেত্রে ভিকটিমের কিছুই করার থাকে না। ক্রিপ্টোকারেন্সি তে প্রতারিত হলে বাংলাদেশে এর কোনো আইনি প্রতিকার আপাতত নেই। আইনের আশ্রয় নিতে গেলে উলটো আপনি নিজেই ফেসে যাবেন। ফোরামে কেনা বেচা শুরু করবো ভেবেছিলাম অনেকবারই। তবে, গ্রাহক পাবো কি না, সেই চিন্তা থেকে আর করা হয়ে ওঠে নাই।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 26, 2023, 09:06:34 PM
গুগলে বিটকয়েন টু বিকাশ লিখে সার্চ করলে অনেক গুলো ওয়েবসাইটের লিংক পাবেন। কষ্টের ব্যাপার হলো এদের বেশিরভাগেরই রেপুটেশন অত্যান্ত খারাপ। প্রথম প্রথম ছোট ট্রাঞ্জেকশন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে, তারপর বড় এমাউন্ট স্ক্যাম করে দেয়।
ভাই এসব দেশি সাইট আগে অনেক ব্যবহার করছি। ২ দিন ৪ দিন ভালো চলে, তারপর স্ক্যাম করে চলে যায়। আর বেশিরভাগেরই ফ্যাউল কাস্টমার কেয়ার। আপনার আইডিয়া ভালো তবে এটা কাজে লাগানোর জন্য দক্ষ জনবল প্রয়োজন, সেটা কই পাবেন? আইডিয়া আছে কোনো। এর থেকে বেটার হয় ফোরামেই বেচা কেনা করেন। মানে শুধু দেশি না বিদেশি সকল কারেন্সি। এমন একটা সার্ভিস খুলতে পারেন (জাস্ট এ সাজেশন/ওপিনিয়ন)। আর যেহেতু ক্রিপ্টো ব্যান তাই এ রিলেটড সার্ভিস থেকে আমি দূরে থাকতাম, যদি আপনার জায়গায় থাকতাম।

ফরামেই যদি লোকাল কারেন্সিতে বাই সেল শুরু করে তাহলে গোয়েন্দা সংস্থার চোখে পরার সম্ভাবনা অনেক বেশি, আর বিপদ চার পাশ দিয়ে ঘুরবে, যেমন ভালো মানুষ আছে ঠিক তেমন খারাপ মানুষ ও আছে, আর ঝামেলার জন্য একটা খারাপ মানুষ ই যথেষ্ট। আর কারো ফোন নাম্বার আর কোনো এ্যাকাউন্ট নাম্বার পেলেই ডেটেইলস বের করা খুব কঠিন কিছুনা। তাই আমার মতে এখান থেকে দূরে থাকাই ভালো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 26, 2023, 12:51:51 PM
গুগলে বিটকয়েন টু বিকাশ লিখে সার্চ করলে অনেক গুলো ওয়েবসাইটের লিংক পাবেন। কষ্টের ব্যাপার হলো এদের বেশিরভাগেরই রেপুটেশন অত্যান্ত খারাপ। প্রথম প্রথম ছোট ট্রাঞ্জেকশন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে, তারপর বড় এমাউন্ট স্ক্যাম করে দেয়।
ভাই এসব দেশি সাইট আগে অনেক ব্যবহার করছি। ২ দিন ৪ দিন ভালো চলে, তারপর স্ক্যাম করে চলে যায়। আর বেশিরভাগেরই ফ্যাউল কাস্টমার কেয়ার। আপনার আইডিয়া ভালো তবে এটা কাজে লাগানোর জন্য দক্ষ জনবল প্রয়োজন, সেটা কই পাবেন? আইডিয়া আছে কোনো। এর থেকে বেটার হয় ফোরামেই বেচা কেনা করেন। মানে শুধু দেশি না বিদেশি সকল কারেন্সি। এমন একটা সার্ভিস খুলতে পারেন (জাস্ট এ সাজেশন/ওপিনিয়ন)। আর যেহেতু ক্রিপ্টো ব্যান তাই এ রিলেটড সার্ভিস থেকে আমি দূরে থাকতাম, যদি আপনার জায়গায় থাকতাম।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 25, 2023, 09:39:12 PM
ভাই, বাইন্যান্স বা কু কয়েন এর মতো এক্সচেঞ্জ খোলা এতো সহজ না। আমার মতো প্রোগ্রামিং না জানা লোক এই ধরনের এক্সচেঞ্জ অপারেট করতে গেলে সব ক্ষেত্রে লোক ভাড়া করে কাজ করানো লাগবে। আর দুনিয়ার সব জিনিস দিয়ে মানুষ কে বিশ্বাস করা যায় না। আজ অব্দি যতগুলো স্টার্ট আপ দেখেছেন, খেয়াল করে দেখবেন এদের সবাই প্রোগ্রামিং করে নিজেরাই কোড করে তাদের প্ল্যাটফর্ম দাড় করিয়েছে। আমি যেটা করতে চাচ্ছিলাম, একটা ইন্সটান্ট এক্সচেঞ্জ খুলতে চাচ্ছিলাম। যেখানে একমাত্র আমার ওয়েবসাইটে আমি নিজেই ক্রেতা এবং যখন কোনো ইউজার কিনতে চাইবে, তখন আমি একাই বিক্রেতা।

গুগলে বিটকয়েন টু বিকাশ লিখে সার্চ করলে অনেক গুলো ওয়েবসাইটের লিংক পাবেন। কষ্টের ব্যাপার হলো এদের বেশিরভাগেরই রেপুটেশন অত্যান্ত খারাপ। প্রথম প্রথম ছোট ট্রাঞ্জেকশন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে, তারপর বড় এমাউন্ট স্ক্যাম করে দেয়। যদিও বাইনান্স পি টু পির যুগে এসব এক্সচেঞ্জ চালানো খুবই কঠিন ব্যাপার।

ভাই আপনি যা করতে  চাচ্ছেন তা অবশ্যই ভালো সবার জন্যে, কিন্তু দেশের বাইরে এমন মানুষ পাওয়া অনেক কঠিন। আমি ফরামে জয়েন করার আগে বেশ কিছু সাইটে কাজ করতাম সেখান থেকেই বিটকয়েন নিয়ে জানতাম, তখন কয়েনবেজ এ পেমেন্ট দিতো, ১৫-২০টা সাইটে কাজ করলে সারাদিনে $২ ডলারের মতো আসতো, তখন একা ছিলাম অনেক মজা হইতো।

তখনকার ভালো ভালো কয়েকটা সাইট ছিল যেখানে ১ ডলার ও বিক্রি করা যেতো, অনেকেই প্রতিহিংশার কারনে সাইট বন্ধ করে দিয়েছে আবার অনেকে স্ক্যাম করেছে, আবার অনেকে জেল পর্জন্ত খেটে বের হইছে, এইসব মানুষদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিলো সেই সময়, যারা একটু ভালো কিছু করছিলো তাদেরকে হয় মেয়ে দিয়ে ফাসাইছে নাহয় পুলিশি ঝামেলাতে ফেলছে। এগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। এইসব কারনে আমি  নিজেও অনেকবার ফরামে ইনএ্যক্টিভ হয়েছি ।

আর আপনে বাইনান্স পি টু পির কথা যদি বলেন, এখানে লেনদেন করার কারনে আমার সাথে আগে কাজ করতো মাইক্রোস্টোক সাইট গুলোতে, তাদের ১০জন এর উপরে যাদেরকে আমি খুব ভালোভাবে দীর্ঘদিন ধরে চিনিতাম তারা এই বাইনান্স পি টু পির এর কবলে সবাই জেলে আছে এখন। এগুলো সব গতো ৩-৪ মাসে ঘটে যাওয়া ঘঠনা। আমারো ভয় হয় মাঝে মাঝে।

দুইদিন আগে বাংলাদেশের অন্যতম "ব্রাক ব্যাংক" তাদের গ্রাহকদেরকে জানাইছে দেশের বাইরে থেকে কোনো উইথড্র দিতে পারবেনা কেউ, মানে সরকার আসলেই একটা বেকাইদাতে আছে বর্ত্মানে।

আমার মতামত হচ্ছে বাংলাদেশে যদি কখোনো বৈধ হয় বা লেন্দেন বৈধ করে তখন আপনার এই পরিকল্পনা কাজে লাগায়েন, এখন নিজের নিরাপত্তার জন্যে হলেও মাথা থেকে এগুলো বের করে ফেলেন।  



aoluain একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন।  এই ফ্রি রেফেল এর জন্য  যে কেউ আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?

এরকম আবেদন মনে হয় প্রথম করলাম, এর আগে করছি কিনা মনে নাই, ধন্যবাদ @shasan ভাই।

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 25, 2023, 09:30:10 PM
aoluain একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন।  এই ফ্রি রেফেল এর জন্য  যে কেউ আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-x-mas-2022-artwork-11-ended-5479256



hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 25, 2023, 07:39:05 PM
আমি এই বিষয়ে খুব ভালো করে বুঝতে পারি নাই যে, আপনি কি ধরনের এক্সচেঞ্জ খুলতে যাচ্ছেন। ভাই আপনি ক্রিপ্টোকারেন্সি বাই/সেল করার জন্য এক্সেঞ্জার খুলতে যাচ্ছেন, এই এক্সেচেঞ্জারে আমরা কু-কয়েন বা বাইন্যান্স এর মত P2P লেনদেন করতে পারবো। আমি যতদুর বুঝেছি, সেই অনুযায়ী কয়েকটি প্রশ্ন করি। আচ্ছা ভাই আপনি যে এক্সেচেঞ্জারের কথা বলছেন সেই এক্সেচেঞ্জে কি KYC করার প্রয়োজন পড়বে? এই এক্সেচেঞ্জার কে নিয়ন্ত্রণ করবে? আমরা কি কু-কয়েন বা বাইন্যান্স এর মতো সুবিধা পাবো? যদি ভালো হয়, আমাদের উপকারে আসে তাহলে খুলে ফেলতে পারেন।

ভাই, বাইন্যান্স বা কু কয়েন এর মতো এক্সচেঞ্জ খোলা এতো সহজ না। আমার মতো প্রোগ্রামিং না জানা লোক এই ধরনের এক্সচেঞ্জ অপারেট করতে গেলে সব ক্ষেত্রে লোক ভাড়া করে কাজ করানো লাগবে। আর দুনিয়ার সব জিনিস দিয়ে মানুষ কে বিশ্বাস করা যায় না। আজ অব্দি যতগুলো স্টার্ট আপ দেখেছেন, খেয়াল করে দেখবেন এদের সবাই প্রোগ্রামিং করে নিজেরাই কোড করে তাদের প্ল্যাটফর্ম দাড় করিয়েছে। আমি যেটা করতে চাচ্ছিলাম, একটা ইন্সটান্ট এক্সচেঞ্জ খুলতে চাচ্ছিলাম। যেখানে একমাত্র আমার ওয়েবসাইটে আমি নিজেই ক্রেতা এবং যখন কোনো ইউজার কিনতে চাইবে, তখন আমি একাই বিক্রেতা।

গুগলে বিটকয়েন টু বিকাশ লিখে সার্চ করলে অনেক গুলো ওয়েবসাইটের লিংক পাবেন। কষ্টের ব্যাপার হলো এদের বেশিরভাগেরই রেপুটেশন অত্যান্ত খারাপ। প্রথম প্রথম ছোট ট্রাঞ্জেকশন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে, তারপর বড় এমাউন্ট স্ক্যাম করে দেয়। যদিও বাইনান্স পি টু পির যুগে এসব এক্সচেঞ্জ চালানো খুবই কঠিন ব্যাপার।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 25, 2023, 07:24:32 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৪৩ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-543rd-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5479184
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953



sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 25, 2023, 06:17:26 PM
২-৪ টা হাদিস (আসল) পাইলে, মেনশন কইরেন!  Wink
ভাই এই বিষয়ে যদি হাদিসে সরাসরি উল্লেখ থাকতো তাইলে তো আর একদল হুজুরে হারাম বলতো না, আবার আরেক দল হুজুরে জায়েজ বলতো না। যাইহোক বিটকয়েন যেহেতু বিশ্বব্যাপী মাঝে ছড়িয়ে পড়ছে, অবশ্যই আলেমগন আরো বেশি গবেষণা করবে, তখন তারা বুঝতে পারবে আসলে বিষয়টি কী।

আমাদের দেশের হুজুরেরা কি এই ক্রিপ্টো নিয়ে এত গবেষণা করে? অবশ্যই করে না কারন আমাদের দেশে এটা অবৈধ। আমাদের দেশে যখন বৈধ হবে, তখন দেখবেন আলেমরা আরো ভালোভাবে এই বিষয়ে বোঝার চেষ্টা করবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 25, 2023, 02:43:42 PM
রুশ ওলামা কাউন্সিল ক্রিপ্টোকারেন্সি ইসলাম ধর্মে হালাল বলেছেন
যাইহোক এখনো কিছু কিছু ওলামা কেরাম ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে তুলনা করে এখনো হারাম বলে আখ্যায়িত করেছেন। এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমি যতটা জানি হাদিসে কোন কিছু লেখা হয় নাই। তাই ইসলামী বড় বড় ওলামাকেরাম যে ফতুয়া দিবেন, ইসলামী অনেক বড় বড় সংগঠন রয়েছেন তারা ইসলামের নিয়ম অনুযায়ী যে ব্যাখ্যা দিবেন তাই আমাদের মেনে নিতে হবে।
সত্যি কথা বলতে ভাই কেউই এ বিষয়ে পাকাপোক্ত কিছু বলতে পারেনা বা বলার  এবিলিটি রাখেনা। একটা জিনিস নিয়ে মন্তব্য করতে হলে সে জিনিসটাকে আগে জানতে হয় বুঝতে হয়। আমি আপনি আমরা, এতদিন ধরে ক্রিপ্টোর সাথে জড়িত তারপরেও এখনো ক্রিপ্টোর অনেক কিছু জানিনা, পারিনা, বুঝিনা। আর এদিকে দেশি ওলামাকেরামরা যারা ক্রিপ্টোর ক ও জানেনা তারাও দেখি ফতোয়া দেয়া শুরু করে। মানে সিরিয়াসলি। মানে কজন হুজুরকেই দেখছেন যাদের ক্রিপ্টো নিয়ে বিস্তর ধারনা আছে? হয়তো ডেফিনেশন জানে, ইন্টারনেটের টাকা ডিজিটাল টাকা এই। ব্যবহারের দিক দিয়ে কাগজি টাকা আর ক্রিপ্টোর মাঝে কোনো ফারাক দেখিনা আমি। দুইটাই সম্পদ। ক্রিপ্টোকে জুয়ার সাথে তুলনা এটা মানতে নারাজ আমি। ২-৪ টা হাদিস (আসল) পাইলে, মেনশন কইরেন!  Wink
Pages:
Jump to: