Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 93. (Read 5291376 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 07, 2023, 02:12:37 PM
৩. কখনো ইউজ করিনি, তবে সরাসরি গুগলে সার্চ করলেই সম্ভবতো কাছাকাছি শব্দ পাওয়া সম্ভব, তাই ব্যবহার করার দরকার দেখিনা।
Keyword Surfer এক্সটেনশনটির কাজ মূলত SEO(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) করার কাজে বেশি ব্যবহৃত হয়, যারা ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন এর কাজ কি পরিমাণ কাজে লাগে।
আরেকটা জিনিস, যেহেতু আমরা ক্রিপ্টোর সাথে জড়িত, তাই যত সম্ভব কম থার্ড পার্টি এসব টুলস্ ব্যবহার করাই শ্রেয়। এতে নিজেরই ভালো। ধন্যবাদ, ট্রাই করবোনি কেমন চলে।
কিচ্ছু করার নাই ভাই আপনি আমি বা আমাদের মধ্যে বেশিরভাগ লোকই সাধারণ স্তরের পাবলিক। আমরা এমন প্রফেশনাল ডেভলপার বা প্রোগ্রামার বা স্ক্রিপ্ট রাইটার না যে নিজেদের জন্য কাস্টম স্ক্রিপ্ট লিখে এইসব এক্সটেনশন ব্যবহার করব নিজেদের কাজগুলোকে আরো ত্বরান্বিত করার জন্য। না হলে তো আমরা নিজেরাই লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে নিজেদের মত কাস্টম কোডিং করে সাজিয়ে নিতাম। সো ঝুঁকি নিতেই হচ্ছে না চাইতে সত্বেও Tongue
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 07, 2023, 10:20:02 AM
আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি ভিডিওতে দেখতে পেলাম যে সেখানে স্যারদের ট্রেনিং করানো হচ্ছে কিভাবে সাইকেল চালানো হয় এবং তার বেল বাজানো হয়
২০২৩ সাল শেষ প্রায় আর এখনো আপনি সোশ্যাল মিডিয়ায় কি দেখেছেন সেটা যাচাই করা ছাড়াই সেটা নিয়ে কমেন্ট করছেন। ওই ভিডিওটা ইন্ডিয়ার। তাদের দেশে শিক্ষক ট্রেনিং এর বা এইরকম কোন ভিডিও এইটা। বাংলাদেশের কোন ভিডিও নয় এইটা। আর হলেও খুব খারাপ কিছু দেখছি না। যারা প্রাইমারিতে পড়ায় তারাই জানে বাচ্চাদের পড়ানোর কষ্ট কি, কত কিছু করতে হয়।
hero member
Activity: 770
Merit: 482
December 07, 2023, 04:20:53 AM
এইসব করে স্যাররা ছাত্রদের কিভাবে মেধার বিকাশ ঘটাবে সেটাই ভেবে পাচ্ছি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এতটাই নিম্ন স্তরে চলে গেছে।
আমরা সবাই এগুলো দেখে খুব মজা পাচ্ছি তাই না?
বসেন কয়েকটা কথা বলি। ছোট বেলায় স্যার রা খুব মারতো বেত দিয়ে, মনে আছে? এজন্য কিন্তু অনেক সময় স্কুল ফাকি দিতাম। যাদের ফ্যামিলি একটু চাপ দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠিয়েছে, তারাই কন্টিনিউ করেছে। যারা স্যারের বেতের বাড়ি খেয়ে আর স্কুলে যায় নাই, তারা ঝড়ে পড়েছে।

বর্তমানে যে শিক্ষকদের কে এসব ট্রেনিং করানো হচ্ছে, এর উদ্দেশ্য কি জানেন? এরা কোন ক্লাসের বাচ্চাদের পড়াবে সেটা জানেন? এনারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ অব্দি পড়িয়ে থাকেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কে এমন ভাবে ট্রেনিং করানোর কারন হচ্ছে বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য। বাচ্চারা যেনো শিক্ষকদের সাথেই খেলা ধুলা করে। বন্ধুর মতো আচরন করতে পারে।

একটা ৫-৬ বছরের বাচ্চাকে বেত পিটিয়ে আপনি যা শেখাবেন, তাকে আনন্দ দিয়ে খেলাধুলা করে এর চাইতে অনেক ভালো ভাবে শিখাতে পারবেন। বাচ্চারা পড়ার ভয়ে স্কুলে যেতে চায় না। একভার চিন্তা করে দেখেন তো, যদি শিক্ষকের সাথে ছাত্রদের এরকম বন্ধু সুলভ সম্পর্ক হয়ে যায়, আপনি নিজে না চাইলেও বাচ্চা স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করবে। ইউরোপের দেশগুলোতে বাচ্চাদের এভাবেই পড়ানো হয়।

আর আমরা শিক্ষকদের কে সমাজের সামনে জোকার হিসেবে উপস্থাপন করছি। একজন বয়স্ক মানুষ পাবলিক প্লেস এ এরকম আচরন করলে সবাই তাকে জোকার বা পাগল বলবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন বাচ্চাদের সাথে খেলবেন, তখন কি তাকে ধমক দিয়ে খেলা শেখান?

একটা সময় ছিলো যখন আমি দেখতাম অনেকে ২ মাসের বাচ্চা কোলে নিয়ে সেই বাচ্চার সাথে কথা বলছে তাকে আনন্দ দেয়ার জন্য। তখন আমার লজ্জা লাগতো এটা ভেবে, বাচ্চাতো কথা বলতে পারে না। তার সাথে এগুরো বলে কি লাভ। এরকম জোকারের মতো আদো আদো কথা বলে কি লাভ? কিন্তু এখন বুঝতে পারি এগুলো আসলে নরমাল ব্যাপার। সমালোচনা না করে পজেটিভ ভাবে চিন্তা করুন।
sr. member
Activity: 434
Merit: 350
December 07, 2023, 12:52:39 AM
বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে আপনাদের মতবাদ কি ??
বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে আমি মনে করি মতামত দেওয়ার কোন কিছুই নাই কেননা এটা সত্যিই পুরোপুরি হাস্যকর এবং পাগলামি।
আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি ভিডিওতে দেখতে পেলাম যে সেখানে স্যারদের ট্রেনিং করানো হচ্ছে কিভাবে সাইকেল চালানো হয় এবং তার বেল বাজানো হয় এমনকি কিভাবে ব্যাংগ চলাচল করে বা ডাকে এইসব ভিডিও।
এইসব করে স্যাররা ছাত্রদের কিভাবে মেধার বিকাশ ঘটাবে সেটাই ভেবে পাচ্ছি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এতটাই নিম্ন স্তরে চলে গেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 07, 2023, 12:31:44 AM
একদিকে বেকারত্বের যন্ত্রণা, অন্যদিকে বেআইনি অর্থের হাতছানি। এর মাঝে পিষ্ট হচ্ছে দিশাহীন তরুণ প্রজন্ম...
এখানে আসলে অনেক বিষয় দেখার মতো আছে। এসব ওয়েবসাইটে যারা কাজ করেন, তারা সবাই আসলে প্রকৃত/জেনুইন বেকার নয়। বেশিরভাগ মানুষ জয়েন করে অতিরিক্ত ইনকাম বা বড় টাকা ইনকাম করার জন্য। কাজ করার জন্য আরো কতো সেক্টর আছে। তারা অন্য সেক্টর ও বেছে নিতে পারে। বাংলাদেশে অনেক সেক্টর অবৈধ। যেমন ধরেন বিটকয়েন! বাংলাদেশে এটাও অবৈধ। তবুও সরকার এটা নিয়ে খুব বেশি মাথা ঘামায় না কারন এটা সমাজে কোনো ক্ষতি করছে না। কিন্তু অনলাইন জুয়া একটা ব্যাধির মতো।

যারা মনে করছেন যে সরকার বিটকয়েন ব্যাবহারকারীদের ধরতে পারে না তাই ধরে না, ব্যাপারটা ভূল। তারা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ গুলোর কাছে তথ্য চাইলেই পেয়ে যাবে। তাছাড়া ধরার অনেক মাধ্যম আছে যেগুলো নিয়ে আমরা তেমন ভাবি না। যাই হোক, অবৈধ কাজের মধ্যেও এথিক্স বলে একটা কথা আছে। আপনার এথিক্স ভালো হলে ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম। আর এথিক্স খারাপ হলে কখন কি হবে কেউ জানে না।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 07, 2023, 12:22:37 AM
মুল কাহিনী বিটকয়েনে লেনদেন ।
বিটকয়েনের কথা কোথায় উল্লেখ আছে ভাই? এইখানে তো বলা আছে ওয়ান এক্স বেট এর সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল। বাংলাদেশে বর্তমানে জুয়ার হার বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। জুয়া খেলা বাংলাদেশে অবৈধ। আমি আর্টিকেল পড়ে কোথাও বিটকয়েনের উল্লেখ পাই নি ভাই।
আপনি ঠিকই বলেছেন, মনে হয় এইটা বিটকয়েন লেনদেন জন্য হয় নাই। কিন্তু আবার একটা বিষয়ে আমি যতদুর জানি এখানে নাকী, বিটকয়েন সহ আরও অন্যান্য কিপ্টোকারেন্সি দিয়ে বাজি ধরা যায়। বাংলাদেশী টাকা সহ ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট করা যায়। মুল কাহিনি হচ্ছে এইরকম জুয়ার সাইডে দেশের তরুন প্রজন্ম অধিকাংশ জুয়ার আসক্ত হয়ে পরেছে। আমাদের দেশের টাকা বাহিরের দেশে চলে যাচ্ছে।

আইপিএল খেলা ও বড় বড় আসর আসলে বাজি ধরা আরও কয়েক গুন বেড়ে যায়। দেখা যায় প্রতি ওভারে বাজি ধরে থাকেন। আমি একজনের গল্প শুনেছিলাম সে মনে হয় ৪০০ টাকা দিয়ে কোন একসাইডে খেলায় বাজি ধরে ৪০০০ টাকা পর্যন্ত বানিয়েছিলো শেষ পর্যন্ত ০ টাকা নিয়ে ফিরে এসেছে।

@Negotiation ভাইয়ের লিংকে ঢুকেছিলাম কিন্তু সম্পুর্ন তথ্য দেখতে পেলাম না।

ভাই আমার পরিচিত ২জনকে ধরেছে এদের মধ্যে, তাদের বিটকয়েন সহ নিয়ে গেছে, আমি আজকে আপডেট যানানোর চেস্টা করবো...!  এখানে বিটকয়েন ও ফোন সহো নিয়ে গেছে কিন্তু চালান দেয়ার সময় বিটকয়েন উল্লেখ করেনি।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
December 06, 2023, 11:39:41 PM
মুল কাহিনী বিটকয়েনে লেনদেন ।
বিটকয়েনের কথা কোথায় উল্লেখ আছে ভাই? এইখানে তো বলা আছে ওয়ান এক্স বেট এর সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল। বাংলাদেশে বর্তমানে জুয়ার হার বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। জুয়া খেলা বাংলাদেশে অবৈধ। আমি আর্টিকেল পড়ে কোথাও বিটকয়েনের উল্লেখ পাই নি ভাই।
আপনি ঠিকই বলেছেন, মনে হয় এইটা বিটকয়েন লেনদেন জন্য হয় নাই। কিন্তু আবার একটা বিষয়ে আমি যতদুর জানি এখানে নাকী, বিটকয়েন সহ আরও অন্যান্য কিপ্টোকারেন্সি দিয়ে বাজি ধরা যায়। বাংলাদেশী টাকা সহ ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট করা যায়। মুল কাহিনি হচ্ছে এইরকম জুয়ার সাইডে দেশের তরুন প্রজন্ম অধিকাংশ জুয়ার আসক্ত হয়ে পরেছে। আমাদের দেশের টাকা বাহিরের দেশে চলে যাচ্ছে।

আইপিএল খেলা ও বড় বড় আসর আসলে বাজি ধরা আরও কয়েক গুন বেড়ে যায়। দেখা যায় প্রতি ওভারে বাজি ধরে থাকেন। আমি একজনের গল্প শুনেছিলাম সে মনে হয় ৪০০ টাকা দিয়ে কোন একসাইডে খেলায় বাজি ধরে ৪০০০ টাকা পর্যন্ত বানিয়েছিলো শেষ পর্যন্ত ০ টাকা নিয়ে ফিরে এসেছে।

@Negotiation ভাইয়ের লিংকে ঢুকেছিলাম কিন্তু সম্পুর্ন তথ্য দেখতে পেলাম না।

member
Activity: 45
Merit: 1
December 06, 2023, 07:19:08 PM
বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে আপনাদের মতবাদ কি ??
sr. member
Activity: 504
Merit: 266
December 06, 2023, 03:41:19 PM


কয়েকদিন আগে আমি জখন সতর্ক হবার কথা বলেছিলাম তখন অনেকেই না জেনেই বলছিলেন এমন কিছু হবেনা, এটা Bangladesh Civilian Force কনফ্রম করেছে ।

মুল কাহিনী বিটকয়েনে লেনদেন ।
না আমি যতটা জানি এগুলো বিটকয়েনের লেনদেনের জন্য হয়নি। এগুলো সাধারণত নগদ, বিকাশ, রকেটে টাকা লোড করে তারপর অজালে জুয়া খেলে। এগুলোর সাথে বিটকয়েনের কোন সম্পৃক্ততা নেই বরং এটি বাংলা টাকার সাথে সরাসরি সংযুক্ত।
এখন কয়েকজন ছাওয়াল-পাওয়াল একত্রিত হলেই এই সমস্ত অনলাইনে জুয়ার আসর বসে। এখন ফ্রি ফায়ার মোবাইল গেম এর পাশাপাশি অনলাইন জুয়া একটি কমন বিষয় হয়ে গেছে। তবে এর প্রতিকার খুব সহজে হচ্ছে না বরং এর খেসারত ভবিষ্যৎ প্রজন্মকে কঠিনভাবে দিতে হবে। যেমন বাংলাদেশে জুয়াকে সিগারেটের মোড়কে লেখা ধূমপান শাস্তির ক্ষতি করে, ধূমপান মৃত্যু ঘটায় কিন্তু বাস্তবিক পক্ষে সরকারের কোষাগারে ধূমপানের উপর ৭০% এর উপরেও ট্যাক্স নেয়।
ঠিক বাংলাদেশে জুয়ার সাইটগুলো যারা মেইনটেইন করে তাদেরকে জামাই আদর করে আপ্যায়ন করা হয় এবং তাদের সরকারের পক্ষ থেকে অনুমতি পত্র দেওয়া হয়। আর মাঝে মাঝে যে সমস্ত সাইটগুলো থেকে সরকার কিছু পায় না তাদেরকে পাকড়াও করে ছবি তুলে প্রকাশ করা হয়। ঠিক যেমন বাইরে ঠিকঠাক ভিতরে সদরঘাটের মত।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
December 06, 2023, 02:24:35 PM


একদিকে বেকারত্বের যন্ত্রণা, অন্যদিকে বেআইনি অর্থের হাতছানি। এর মাঝে পিষ্ট হচ্ছে দিশাহীন তরুণ প্রজন্ম...
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 06, 2023, 12:31:25 PM
মুল কাহিনী বিটকয়েনে লেনদেন ।
বিটকয়েনের কথা কোথায় উল্লেখ আছে ভাই? এইখানে তো বলা আছে ওয়ান এক্স বেট এর সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল। বাংলাদেশে বর্তমানে জুয়ার হার বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। জুয়া খেলা বাংলাদেশে অবৈধ। আমি আর্টিকেল পড়ে কোথাও বিটকয়েনের উল্লেখ পাই নি ভাই।
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
December 06, 2023, 11:24:41 AM
আমাদের ব্যবহিত ওয়ালেটের বাহিরেও যে কিছু গুরুত্বপূর্ণ ওয়ালেট আছে যা আমাদের অনেকেরই জানা নেই।এই ওয়ালেট গুলো Android, iOS, Window, Mac, Linux, Hardware Wallet রয়েছে যার Support Bitcoin.org করে থাকে।
সোর্স লিংক: https://bitcoin.org/en/choose-your-wallet





sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 06, 2023, 09:45:12 AM


কয়েকদিন আগে আমি জখন সতর্ক হবার কথা বলেছিলাম তখন অনেকেই না জেনেই বলছিলেন এমন কিছু হবেনা, এটা Bangladesh Civilian Force কনফ্রম করেছে ।

মুল কাহিনী বিটকয়েনে লেনদেন ।
hero member
Activity: 770
Merit: 482
December 06, 2023, 09:14:59 AM
তবুও ভালো যে উনি অন্য কিছু বলে নাই। কোথায় যেনো দেখলাম একজন বিটকয়েনের ফি কে গ্যাস ফি বলতেছে। লগইন করা ছিলো না বলে রিপ্লাই করিনি। এখন আর মনে নাই।
তাহলে রেস্পন্স করাটা দরকার ছিল ভাই। আমাদের এইখানে বেশিরভাগ ব্যবহারকারী বিটকয়েন ব্যবহার করার আগে ইথেরিয়াম চেইন কিংবা বাইন্যান্স চেইনের ব্যবহারকারী হওয়ার কারনে ট্রাঞ্জেকশন ফিকে গ্যাস ফি নামেই রেফার করে থাকে। তাই আমাদের এইরকম কিছু দেখলে সেটাকে অবশ্যই সংশোধন করা উচিত।

তখন আমি মোবাইলে ছিলাম, আর ফোনে আমার একাউন্ট লগ ইন করা ছিলো না। এখন সঠিক মনে করতে পারছি না, তবে আমার মনে হয় ব্যাক্তি টা DYING_S0UL হতে পারে। আসলে আমাদের অনেকের মাঝেই অনেক কিছু ভুল ধারনা আছে। আমারো হয়তো আছে, কিন্তু আমি জানি না সেটা কি ভুল যখন অব্দি সেটা কেউ না ধরবে। আমিও আপনার সাথে একমত যে ইথেরিয়াম চেইন এবং বাইন্যান্স চেইনের ব্যাবহার বেশি হওয়ার কারনে সবাই ট্রানজেকশন ফি মানেই গ্যাস ফি মনে করছেন।

একটা সময় ছিলো যখন ইথেরিয়ামের ERC-20 টোকেনের একটা ক্রেজ ছিলো। অনেক বেশি বাউন্টি এবং এয়ারড্রপ হতো। তখনকার অনেজ প্রজেক্ট ভালো ছিলো। বাইনান্সের স্মার্ট চেইন আসার পর আস্তে আস্তে স্ক্যাম টোকেনে দুনিয়া ভরে গেছে। তখনকার ইফেক্ট এখনো রয়ে গেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 06, 2023, 07:46:53 AM
আইলা জাদু  Grin। মনে মনে ঠিকই লাড্ডু ফুটতেছে আপনার, বুঝতেছি ভাই বুঝতেছি। হ্যা এই বিষয়টা আমারো অবাক লাগছে যখন দেখলাম NotATether আপনার নাম এড করছে তাও আবার লিংক আকারে। আসলেই অবাক করা বিষয়। পরে ভাবলাম দেই, দেশি মানুষকেই ভোট দেই, হারলেও বা কি জিতলেও বা কি, নমিনেশন পাইছেন এতেই সুনাম। তবে আমার মনে হচ্ছে, Gazeta ই জিতবে। কারণ বেশিরভাগ স্প্যামবাস্টার এ ওর নাম।
যেই জিতুক না কেনো। আমার নাম দেখে আমি আসলেই অনেক বেশি অবাক হয়েছি। ভালো তো লাগছে এটা অবশ্যই সত্যি। এই পজিশনে থাকলে আপনারো অবশ্যই ভালো লাগতো। Gazeta জিতলেও আমি খুশি হবো। ওনার সাথে টুকিটাকি কাজ করে যা মনে হয়েছে, সেও প্রাইজ বা রিকোগনিশন ডিজার্ভ করেন।

আরেকটা মজার বিষয় হলো, আমি bitcoingirl.club কে মিস বিটায়েনটক ক্যাটাগরিতে আড করছিলাম। বাট দা ফ্যানি থিং ইজ, সে নাকি পুরুষ মানুষ  Tongue। লল।
এটা নিয়ে ডিসকাশন থ্রেড এ আমি প্রশ্ন করেছিলাম। আপনারা হয়তো দেখেছেন ও। মজার ব্যাপার হলো অনেকে হয়তো জেনেও তাকে ভোট দিচ্ছে। সে প্রাইজ পেলেও আমি খুশি হবো। কারন, উনি আসলে একটু অন্য টাইপের মানুষ। সব সময় দূর্বলের পক্ষে কথা বলার চেষ্টা করে থাকে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 06, 2023, 02:23:29 AM
ভাই আপনি হয়তো এগুলো পিসিতে ব্যবহার করেন। এক্সটিনশন সাপোর্ট করে এমনে ব্রাউজারে (Kiwi Browser) কি এগুলো ইউজ করা যাবে? আমি কমবেশি  সবসময় ফোনেই থাকি।

জি ভাই এটা পিসিতে, মোবাইল নিয়ে আমার আইডিয়া নাই আমি কখোনো ব্যাবহার করিনি, মোবাইলে যদি ব্যাবহার করতেও পারেন তাহলে ফুল অপটিমাইজ করতে পারবেন না কারন এগুলো কম্পিউটার বেজ ডেভোলপ করা।

১. নম্বরটার কাজ নিয়ে একটু কনফিউশন ছিলো। এটা কি জাস্ট একটা পপআপ রিমাইন্ডার দিবে নাকি ব্রাউজার ব্যবহার করা থেকে বিরত রাখবে? মানে কিছু করতে গেলেই নোটিস দিবে, এমন?

এটা মুলত পপআপ আশবে ব্রাউজার এর ক্ষেত্রে, এবং অন্য একটি স্ক্রিন দ্বারা ব্লক হয়ে থাকবে।

৩. কখনো ইউজ করিনি, তবে সরাসরি গুগলে সার্চ করলেই সম্ভবতো কাছাকাছি শব্দ পাওয়া সম্ভব, তাই ব্যবহার করার দরকার দেখিনা।
ভাই এটা যারা অল্প সময়ে অনেক ডেটা একসাথে পেতে চায় তাদের জন্যে কার্যকরি, সবসময় গুওগলে সার্স করে সঠিক রেজাল্ট পাওয়া যায়না, আপনার কাজের পরিধির উপরে নীর্ভর করে কার কোনটা ব্যাবহার করা প্রয়োজন, যেমন আপনি বেশি সময় ফোনে থাকেন আবার অন্য একজন গেমিং পিসিতেও কাভার করতে পারেনা, সে মনে করে তার আরো পাওয়ারফুল কোনো ডিভাইস প্রয়োজন। অফিস থেকে শুরু করে প্রোডাক্টিভ কাজে এটা ব্যাবহার হতে দেখেছি।  

৪. গ্রামারলিটা সবথেকে বেশি কাজের। তবে ঐ আবারো কনফিউজড ফোন নিয়ে। আমার একটা জিনিস মনে হয় গ্রামারলি শুধুমাত্র বানান ঠিক করার জন্য ব্যবহার করা উচিত। কিন্তু লেখার স্টাইল চেন্জ না করাই বেটার। এমনো অনেক কেস দেখছি যেখানে নিজে লিখে সেটা গ্রামার চেকার দিয়ে ঠিক করার পর যখন AI কিনা চেক দেই, ৩০-৪০% AI সো করে, যদিও সব কিন্তু নিজেরই লেখা। এজন্য ২-১ টা দাড়ি কমা ভুল থাকলেও রেখে দেই, ইডিট করিনা। তবে বড় পোস্ট করলে কথা ভিন্ন।

ফোন থেকে ফুল মোড কাজ করেনা ভাই, আর পিসি ভার্সনে প্রিমিয়াম হলে অনেক কাজ করে, অনেকেই বিশ্ববিদ্যালয়ের থিসিস এর জন্যে এই টুলস ব্যাবহার করে।

আরেকটা জিনিস, যেহেতু আমরা ক্রিপ্টোর সাথে জড়িত, তাই যত সম্ভব কম থার্ড পার্টি এসব টুলস্ ব্যবহার করাই শ্রেয়। এতে নিজেরই ভালো। ধন্যবাদ, ট্রাই করবোনি কেমন চলে।

এইটার উত্তর আপনারও যানা, একমাত্র এ্যাপেল এর প্রোডাক্ট ছাড়া কোনোকিছুই সেভ মনে হয়না আমার কাছে, আপনার হাতের ফোনটা সবথেকে বেশি রিস্কি, একমাত্র এ্যাপেল ছাড়া সকল ফোন বা ডিভাইসে স্ক্রিপ্ট দিয়ে খুব সহজে  আপনার উপরে নজরদ্বারী করা সম্ভব। আর এগুলো আমাদের আসে পাসে হর হামেসাই হচ্ছে ।


এখনো ২এক্স যায় নি কিন্তু আশা করি এই মাসেই আমাদের প্রথম স্টেপ ডান হবে।
অনেক অল্টকয়েন একদিনেও ৫এক্স যায় কিন্তু রিস্কি বিনিয়োগ অবশ্যই। আমরা শুধু ফান্ডামেন্টালি ভালো প্রজেক্টের দিকেই নজর দিব।

ভাই আপনাকে টেলিগ্রামে মেসেজ দিয়েছি একটু চেক কইরেন।

Edit.
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 06, 2023, 02:04:42 AM
আসসালামু ওয়ালাইকুম ভাই। দেখতেছেনই অনেকেরই গ্যাস ফি, হ্যাস রেট, সর্বপারি এই ট্রানজেকশন বিষয়টা নিয়ে কনফিউশন আছে। আমি নিজেও ডিটেইল জানিনা এ বিষয়ে। আপনি গ্যাস ফি নিয়ে।একটা গাইড দিতে চাইছিলেন, সম্ভবতো দেননাই। দিলে অনেকেরই ভালো লাগতো। এই বিষয়ে সংশোধনেন অনেক জায়গা আছে দেখতেছি।
লিখবো ভাই কিন্তু সময় লাগবে। To do লিস্টে এইটা এড করা আছে, সময়ের জন্য লেখা হচ্ছে না। আশা করি অতি শীঘ্রই লিখবো।

Quote
আপনার ইনভেস্টমেন্ট কতদূর? আমার এক পরিচিত বড় ভাই কিছুদিন আগে বললো সে নাকি কিছু অল্ট কয়েনে ৩০০-৪০০$ ইনভেস্ট করে হোল্ট করতেছিল, সেটা নাকি এখন ১৫০০-১৬০০$ ক্রস করছে। তাকে বল্লাম ক্যাশ করবেন? বলে না, আরো নাকি হোল্ড করবে।  Tongue
এখনো ২এক্স যায় নি কিন্তু আশা করি এই মাসেই আমাদের প্রথম স্টেপ ডান হবে।
অনেক অল্টকয়েন একদিনেও ৫এক্স যায় কিন্তু রিস্কি বিনিয়োগ অবশ্যই। আমরা শুধু ফান্ডামেন্টালি ভালো প্রজেক্টের দিকেই নজর দিব।
sr. member
Activity: 392
Merit: 350
December 05, 2023, 10:38:54 PM
@DYING_SOUL & @cryptoWODL
ভাই দুঃখিত আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সেন্ডেবল মেরিট না থাকায় আপনাদের দুজনের শিক্ষনীয় পোস্ট এর সঠিক মূল্যায়ন করতে পারলাম না।
তবে আমার কাছে যখন পর্যন্ত হবে তখন আমি অবশ্যই মূল্যায়ন করতে ভুলবো না আপনাদের এই পোস্ট দুটি।
আজকে আমি আপনাদের দুজনের পোস্ট এর সঠিক মূল্যায়ন করতে পাইরা খুশি। কারণ আমি যেদিন বলছিলাম ঐদিন আমার কাছে যথেষ্ট পরিমাণ ছিল না।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
December 05, 2023, 10:27:09 PM
কাট~
ভাই এই ধরনের ফাদ থেকে রক্ষা পেতে হলে কখনো লোভে পরা যাবে না। আমার ফোনেও সেম মেসেজ দেখি দিয়ে রাখছে,,যে আপনি ইন্টারভিউতে পাস করেছেন প্রতিদিন এত টাকা করে পেতে এই লিংক প্রবেশ করে আমাদের সাথে যোগ দিন। আমি তো কনফিউশনে পড়ে গেলাম ভাবলাম কবে আবার ইন্টারভিউ দিলাম। কখনই এই ধরনের কোন মেসেজে ক্লিক করি না, কারন আমি জানি আমাকে কেউ বিনা কাজে কোন টাকা পয়সা দিবে না, এজন্য কোন লিংকে ঢুকি না।

অনেকেই আছে একালার অনেকেই আছে যারা এই বিষয়ে জ্ঞান নেই, আমরা যারা বুঝি তাদের কে সচেতন করতে হবে। গত কাল আমাকে একজনে এই মেসেজ দেখিয়ে বললো দেখো তো কিসের জানি মেসেজ আসছে, মনে হয় টাকা দিবো নাকী। আমি বলেছিলাম এই ধরনের মেসেজ গুলো হ্যাকারদের একটা ফাদ। এই ধরনের কোন লিংকে ভবিষ্যতে কোনদিন ক্লিক করবেন না। তাকে বলেছি মনে রাখবেন কেউ কোনদিন আপনাকে বিনা কাজে কিছু দিতে চায় জানবেন সে একজন প্রতারক।


তাহলে রেস্পন্স করাটা দরকার ছিল ভাই। আমাদের এইখানে বেশিরভাগ ব্যবহারকারী বিটকয়েন ব্যবহার করার আগে ইথেরিয়াম চেইন কিংবা বাইন্যান্স চেইনের ব্যবহারকারী হওয়ার কারনে ট্রাঞ্জেকশন ফিকে গ্যাস ফি নামেই রেফার করে থাকে। তাই আমাদের এইরকম কিছু দেখলে সেটাকে অবশ্যই সংশোধন করা উচিত।
আসসালামু ওয়ালাইকুম ভাই। দেখতেছেনই অনেকেরই গ্যাস ফি, হ্যাস রেট, সর্বপারি এই ট্রানজেকশন বিষয়টা নিয়ে কনফিউশন আছে। আমি নিজেও ডিটেইল জানিনা এ বিষয়ে। আপনি গ্যাস ফি নিয়ে।একটা গাইড দিতে চাইছিলেন, সম্ভবতো দেননাই। দিলে অনেকেরই ভালো লাগতো। এই বিষয়ে সংশোধনেন অনেক জায়গা আছে দেখতেছি।

জাস্ট একটা উদাহরণ, চাকরি করে যদি ব্যাংক দিয়ে টাকা উঠাতে নামাতেই না পারি/না জানি তাহলে চাকরি করেই বা কি লাভ।
হ্যাঁ এই বিষয়ে LM ভাইয়ের একটা গাইড দিলে অনেক ভালো হবে। আমিও নিজেও জানিনা এই বিষয়ে তবে আমি বিটকয়েনের ফি কে কি বলে সঠিক জানি না।
আচ্ছা ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন ট্রান্সফার করতে গেলে সেখানে দেখি নেটওয়ার্ক ফি লেখা থাকে। LM ভাই এই বিষয়ে গাইড দিলে অবশ্যই আমরা যারা জানি না আমরা উপকৃত হব।


sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 05, 2023, 10:13:32 PM
তবুও ভালো যে উনি অন্য কিছু বলে নাই। কোথায় যেনো দেখলাম একজন বিটকয়েনের ফি কে গ্যাস ফি বলতেছে। লগইন করা ছিলো না বলে রিপ্লাই করিনি। এখন আর মনে নাই।
তাহলে রেস্পন্স করাটা দরকার ছিল ভাই। আমাদের এইখানে বেশিরভাগ ব্যবহারকারী বিটকয়েন ব্যবহার করার আগে ইথেরিয়াম চেইন কিংবা বাইন্যান্স চেইনের ব্যবহারকারী হওয়ার কারনে ট্রাঞ্জেকশন ফিকে গ্যাস ফি নামেই রেফার করে থাকে। তাই আমাদের এইরকম কিছু দেখলে সেটাকে অবশ্যই সংশোধন করা উচিত।
আসসালামু ওয়ালাইকুম ভাই। দেখতেছেনই অনেকেরই গ্যাস ফি, হ্যাস রেট, সর্বপারি এই ট্রানজেকশন বিষয়টা নিয়ে কনফিউশন আছে। আমি নিজেও ডিটেইল জানিনা এ বিষয়ে। আপনি গ্যাস ফি নিয়ে।একটা গাইড দিতে চাইছিলেন, সম্ভবতো দেননাই। দিলে অনেকেরই ভালো লাগতো। এই বিষয়ে সংশোধনেন অনেক জায়গা আছে দেখতেছি।

জাস্ট একটা উদাহরণ, চাকরি করে যদি ব্যাংক দিয়ে টাকা উঠাতে নামাতেই না পারি/না জানি তাহলে চাকরি করেই বা কি লাভ।

আপনার ইনভেস্টমেন্ট কতদূর? আমার এক পরিচিত বড় ভাই কিছুদিন আগে বললো সে নাকি কিছু অল্ট কয়েনে ৩০০-৪০০$ ইনভেস্ট করে হোল্ট করতেছিল, সেটা নাকি এখন ১৫০০-১৬০০$ ক্রস করছে। তাকে বল্লাম ক্যাশ করবেন? বলে না, আরো নাকি হোল্ড করবে।  Tongue
Pages:
Jump to: