আসসালামু আলাইকুম ভাইসব,
আমাদের ফোরামে অনেক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা অনেকে হ্যাঁক বা চুরি করে হয়তো এর সমস্যার সমাধানের জন্য ফোরামের এডমিন
@theymos এবং
@PowerGloveএকটি ফিচার চালু করেছে যেখানে 2FA সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে আপনার একাউন্ট প্রটেক্ট করতে পারবেন।
theymos post link:
2FA Added:>> https://bitcointalksearch.org/topic/2fa-added-5478824তাহলে আসুন শুরু করি কিভাবে এই 2FA সিকিউরিটি সিস্টেম কিভাবে আপনার একাউন্টে ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
প্রথমে আপনি আপনার বিটকয়েনটক একাউন্টে প্রবেশ করুন এবং প্রবেশ করার পর একাউন্ট রিলেটেড সেটিং ক্লিক করুন।
অ্যাকাউন্ট রিলেটেড সেটিং এ ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সেখানে আপনি দেখতে পারবেন আপনার একাউন্টের ইউজারনেম এবং আপনার একাউন্টে ব্যবহৃত জিমেইল যেটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন। আরো দেখতে পারবেন লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্টেটাস। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্ট্যাটাস ডিজেবল করা থাকবে আপনাকে সেটা বা এনেবল বা সক্রিয় করতে হবে। এনেবল করার জন্য দেখবেন লেখা আছে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি সেই ফাঁকা ঘরে টিক মার্ক দিবেন।
তারপর দেখবেন অথেন্টিকেশন এর নিচে লেখা শেয়ারড secret (base32) আপনারা দেখবেন আমি সেখানে লাল চিহ্ন দ্বারা ঢেকে দিয়েছি আপনারা সেইটুকু কপি করবেন। এবং কপি করে আপনাদের যদি গুগল অথেন্টিকেটর থাকে তাহলে সেখানে সেট করুন যেভাবে আপনারা আপনাদের Binance এক্সচেঞ্জ এর এবং কুকয়েন এক্সচেঞ্জ এর অথনটিকেটর সেট করেছেন ওইভাবে সেভ করুন।
যদি আপনাদের কারো কাছে এটা না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড করার লিংক;
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.authenticator2আপনার google অথেন্টিকেটর সেট করার পর সেখান থেকে কডোটি কপি করে কনফার্ম ওটিপি ফাঁকা করে পেস্ট করবেন।
পেস্ট করার পর দেখুন নিচে কারেন্ট পাসওয়ার্ড লেখা আছে সেখানে আপনার পাসওয়ার্ড দেবেন তারপর ডান কোনায় চেঞ্জ প্রোফাইলে ক্লিক করবেন।
তারপর আপনার একাউন্টে 2FA সিকিউরিটি সিস্টেম এড হয়ে যাবে।
আমিও এই ২ এফ এ সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছি আমার একাউন্টে সেটা আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা আপনাদের যেই অ্যাকাউন্টে 2FA সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছেন সেই অ্যাকাউন্ট লগইন করার সময় আপনার একাউন্ট এর ইউজার নেম পাসওয়ার্ড এবং google অথেন্টিকেটর থেকে কোড কপি করে ওটিপি ফাঁকা ঘরে পেস্ট করে লগইন অপশনে ক্লিক করবেন।
এভাবে আপনারা 2FA অথেন্টিকেশন সিস্টেম ব্যবহার করতে পারবেন আপনার একাউন্টে।