Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 94. (Read 5689380 times)

full member
Activity: 546
Merit: 164
December 25, 2023, 01:30:23 PM
যাইহোক এখনো কিছু কিছু ওলামা কেরাম ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে তুলনা করে এখনো হারাম বলে আখ্যায়িত করেছেন। এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমি যতটা জানি হাদিসে কোন কিছু লেখা হয় নাই। তাই ইসলামী বড় বড় ওলামাকেরাম যে ফতুয়া দিবেন, ইসলামী অনেক বড় বড় সংগঠন রয়েছেন তারা ইসলামের নিয়ম অনুযায়ী যে ব্যাখ্যা দিবেন তাই আমাদের মেনে নিতে হবে।
বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম ক্রিপ্টোকারেন্সি কে সরাসরি জুয়া বা হারাম বলে আখ্যায়িত করেছে। তবে আমরা যারা মুসলমান অবশ্যই আমরা সহীহ বুখারী মুসলিম মিশকাত শরীফ এ সমস্ত হাদিস শরীফে যে হাদিসগুলো লিখা  আছে সেগুলো একমাত্র সহি হাদিস। তাই অবশ্যই আমাদেরকে আগে সঠিক হাদিসটা জানতে হবে আদৌ ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে আখ্যায়িত করা যাবে কিনা? সেই বিষয়ে আমাদের ভালোভাবে জানতে হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করছি ক্রিপ্টোকারেন্সি কি আসলেই হারাম।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 25, 2023, 11:30:42 AM
কোট
ভাই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন! আমার এখনো বুঝতে সমস্যা হচ্ছে। আর আপনি যেমন লোক খুজতেছেন তেমন লোক পাবেনও বা কই। হয়তো ফোরামে পোস্ট করে আইডিয়া নেয়া যেতে পারে। তবে দেশের ভিতরে ক্রিপ্টো রিলেটেড কোনো কিছুর সাথে না জড়ানোই আমি বেটার মনে করি।

তাড়াতাড়ি প্লাটিলেট চেক দিয়ে ফেলেন, যদিও আবহাওয়া পরিবর্তনের কারণেও বেশিরভাগ মানুষেরই জ্বর ঠান্ডা লাগতেছে তারপরও আমি মনে করি সতর্ক আগে থেকেই থাকা উচিত মাঝখানে আমারও ডেঙ্গু হয়েছিল, সেই অবস্থার কথা আর নয় আমার সবকিছু ডাউনফলে ফেলে দিয়েছিল এই ডেঙ্গু। প্লাটিলেট বেশি কমে গেলে ডাক্তার অবশ্যই আপনাকে স্যালাইন দিতে বলবে। মানে শেষপর্যন্ত হসপিটালে ভর্তি হতে হবে, তাই আগেভাগে চেক করিয়ে ফেলেন।
ঠিক আছি ভাই ধন্যবাদ। আসলে আমার রাত করে বাড়ি ফেরা হয় আর বাসে করে যাই আসিতো তাই হয়তো কোনোভাবে এই ঠান্ডা জ্বর লাগছে, ঐ সিজোনাল ব্যাপারস্যাপার। জ্বর অবশ্য কমে গেছে বাট ঠান্ডা এখনো আছে।
sr. member
Activity: 420
Merit: 376
December 25, 2023, 11:17:46 AM
আজকে ভারতীয় পত্রিকা "টাইমস অফ ইন্ডিয়াতে" একটা খবর দেখলাম সেখানে একজন ইঞ্জিনিয়ার প্রতারিত হয়েছেন বিটকয়েনে বিনিয়োগ করতে যাইয়া।

মূল ঘটনা হলো ভারতের বেঙ্গালুরু শহরের ৫৩ বছর বয়সী একজন ব্যক্তি সে পেশায় একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। ঐ প্রকৌশলী সাইবারক্রুকদের কাছে তার দেশীয় ৯৫ লাখ টাকা হারিয়েছে।
ওই ব্যক্তির সাথে একজন মহিলার পরিচয় ঘটে সেই মহিলা তাকে সোনিয়া শেনয় হিসাবে পরিচয় দেয়। তাদের দুজনের মধ্যে 2021 সালে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয়েছিল এমনকি তারা দুজনে instagram একে অপরের সাথে দেখা করেছিল। সেই ছদ্দবেশী মহিলা 2022  সাল থেকে জানুয়ারী 2023 সালের মধ্যে ওই প্রকৌশলীকে 95 লক্ষ টাকা বিটকয়েন বিনিয়োগ করতে বলেছিল এবং ওই প্রকৌশলী বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তাকে বিশ্বাস করে বিনিয়োগও করেছিল।
মূলত ওই মহিলা প্রকৌশলীকে বিশ্বাস করিয়েছিলেন এই বলে "তিনি বিটকয়েন বিনিয়োগকারী বহু জাগতিক সংসার সাথে জড়িত আছেন"। তাছাড়া সে আরো অন্যান্য লোভ দেখিয়েছিল ওই প্রকৌশলীকে যার ফলে সে লোভে পড়ে এবং শেষে প্রতারিত হয়।
কথায় আছে, "লোভে পাপ পাপে মৃত্যু"সেটা আরেকবার সুস্পষ্টভাবে প্রমাণিত হলো।

এমন ঘটনাতো আমাদের দেশেও ঘটতে পারে এটা স্বাভাবিক তাই সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত।
খবরটি পড়তে পারবেন এখানে


ভাই নির্বাচনের কি অবস্থা সবার এলাকায়। আমাদের এখানে পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে। তবে আমাদের এই দিকে সবাই শুধু নৌকা নৌকা করে। আজকে আমাদের এলাকায় চা স্টলে এই নির্বাচনী কথাবার্তা নিয়ে ছোটখাটো মারামারি হয়েছে। এখনই এইরকম অবস্থা জানিনা নির্বাচনের দিন কি অবস্থা হয়।
hero member
Activity: 840
Merit: 522
December 25, 2023, 07:19:21 AM
আসলে যেসব আলেমগণ বিটকয়েন কে সরাসরি জুয়া বা হারাম বলে আখ্যা দিতেছে তাদের আবারো ভাবা উচিত কারণ কোন কিছুকে হারাম বলার পূর্বে শক্ত দলিলাদি লাগে তার পূর্বে কখনো হারাম ঘোষণা দেওয়া যায় না।
তাছাড়া আমি মনে করি তাদেরকে ডিজিটাল কারেন্সি সম্পর্কে অত কিছু জানতে হবে না তারা যদি বর্তমানে আমাদের এই কাগজের টাকার ইতিহাস সম্পর্কে জানে তাহলেই হবে, তাদের যদি ধরি তাহলে এই কাগজের টাকাও হারাম হয়ে যাবে, কারণ কাগজের তো কোন মূল্য নেই। তাছাড়া আমি বাংলাদেশি কয়েকজন টপ লেভেলের ওলামাগণের এ বিষয়ে মতামত দেখেছি যে বিটকয়েন হালাল কিনা হারাম এটা নিয়ে এখতেলাফ রয়েছে এজন্য সরাসরি এটাকে তাদের মধ্যে কেউই হারাম বলে ঘোষণা দেয়নি, এখন এটা নিয়ে যত যাই বলুক ভবিষ্যতে দেখবেন যে এটাকে সময় ও পরিবেশের প্রয়োজনে হালাল ঘোষণা দিতেই হবে। যেটা হয়তো রুশ এর আলেমগণ করেছেন।

আমি আসলে বাংলাদেশের আলেম ওলামা গনের ব্যাপারে একটু অন্য রকম ধারনা পোষণ করি। বাংলাদেশের খুব বেশি আলেম ওলামা খুব বেশি ধারনা রাখেন বলেও আমার মনে হয় না। একমাত্র আস-সুন্নাহ ফাউন্ডেশনের আহমাদ উল্লাহ হুজুর সহ কয়েকজন কে আমি ভালো ওলামা বলে মনে করি। তবে যিনি যেটা সম্পর্কে জানেন না, তাকে সেই সম্পর্কে প্রশ্ন করার কোনো মানে হয় না। আহমাদুল্লাহ হুজুর নিজেও যেটা সম্পর্কে জানেন, সেটাই বলেন, না জানলে তিনি বলেন না। বাংলাদেশে আপাতত ওনার চাইতে একটিভ এবং ডিজিটালি আপডেটেড কোনো আলেম আমার চোখে পড়ছে না। দেশের বাইরের আলেমরাই এই ব্যাপারে উলটা পালটা কথা বলে থাকেন। এবং এগুলা বলার কারন হলো ওনারা বিটকয়েন সম্পর্কে জানেন না।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 25, 2023, 06:37:10 AM
আসলে যেসব আলেমগণ বিটকয়েন কে সরাসরি জুয়া বা হারাম বলে আখ্যা দিতেছে তাদের আবারো ভাবা উচিত কারণ কোন কিছুকে হারাম বলার পূর্বে শক্ত দলিলাদি লাগে তার পূর্বে কখনো হারাম ঘোষণা দেওয়া যায় না।
ঠিক বলেছেন, আমি মিজানুর রহমান আজহারী ওয়াজে শুনেছিলাম তিনি বলেছিলেন, কোন কিছু যদি আপনি না জানের এইটা হারাম না হালাল। আপনি সেই জিনিস সরাসরি হালাল বলতে পারবেন, হারাম বললে দলিল প্রমান দেওয়া লাগবে। আর কিছু ওলামায়েকেরাম বুঝে না বুঝে হারাম বলে ফেলে তারা কি প্রমান দিতে পারবে? বর্তমানে আমাদের দেশে হুজুরদের মনে এত হিংসা, এক হুজুরে অন্য হুজুরের দুর্নাম করে বেড়াচ্ছে। একজনে এক ফতুয়া দিচ্ছে আরেক জনে আরেক ফতুয়া দিচ্ছে।

একটা প্ল্যান আমার মাথায় অনেক আগে থেকেই ঘুড়পাক খাচ্ছে। কিন্তু যেহেতু বাংলাদেশে বিটকয়েন ব্যান, তাই সাহস পাচ্ছি না। আমি চাচ্ছিলাম একটা এক্সচেন্জ খুলে ফেলতে। যেখানে ক্রিপ্টোকারেন্সি বাই সেল করা যাবে। আবার পাইওনিয়ার, ওয়েবমানি, নেটেলার, স্ক্রিল, পারফেক্ট মানি বাই সেল করা যাবে। আমি এদিকে সাহস করতে পারছি না। তবে এই ধরনের অনেক ওয়েবসাইট অলরেডি রানিং আছে। আরবিট্রেজ বাই সেল এর ভাবনা ছিলো মাথায়। কিন্তু তার জন্য বাংলাদেশের বাইরে কেউ থাকে এরকম বিশ্বস্ত লোকজন দরকার যারা এসব বুঝে।

আমার বিভিন্ন দেশে বন্ধু আছে ঠিকই, তবে তারা এসব ব্যাপারে তেমন বুঝে না। আমি কোথাও একবার পড়েছিলাম যে একটা এক্সচেন্জ এর উত্থান হয়েছিলো মূলত আরবিট্রেজ ট্রেডিং করে। জাপানে বিটকয়েনের দাম আমেরিকার থেকে কম ছিলো। লাভের পরিমান খুবই কম ছিলো। তবে বড় বড় ব্যাবসার আসল লাভ মূলত ১০ পয়সা ১৫ থেকেই। আপনারাও আমাকে কিছু বুদ্ধি দেন দেখি।
আমি এই বিষয়ে খুব ভালো করে বুঝতে পারি নাই যে, আপনি কি ধরনের এক্সচেঞ্জ খুলতে যাচ্ছেন। ভাই আপনি ক্রিপ্টোকারেন্সি বাই/সেল করার জন্য এক্সেঞ্জার খুলতে যাচ্ছেন, এই এক্সেচেঞ্জারে আমরা কু-কয়েন বা বাইন্যান্স এর মত P2P লেনদেন করতে পারবো। আমি যতদুর বুঝেছি, সেই অনুযায়ী কয়েকটি প্রশ্ন করি। আচ্ছা ভাই আপনি যে এক্সেচেঞ্জারের কথা বলছেন সেই এক্সেচেঞ্জে কি KYC করার প্রয়োজন পড়বে? এই এক্সেচেঞ্জার কে নিয়ন্ত্রণ করবে? আমরা কি কু-কয়েন বা বাইন্যান্স এর মতো সুবিধা পাবো? যদি ভালো হয়, আমাদের উপকারে আসে তাহলে খুলে ফেলতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 25, 2023, 03:01:14 AM
একটা প্ল্যান আমার মাথায় অনেক আগে থেকেই ঘুড়পাক খাচ্ছে। কিন্তু যেহেতু বাংলাদেশে বিটকয়েন ব্যান, তাই সাহস পাচ্ছি না। আমি চাচ্ছিলাম একটা এক্সচেন্জ খুলে ফেলতে। যেখানে ক্রিপ্টোকারেন্সি বাই সেল করা যাবে। আবার পাইওনিয়ার, ওয়েবমানি, নেটেলার, স্ক্রিল, পারফেক্ট মানি বাই সেল করা যাবে। আমি এদিকে সাহস করতে পারছি না। তবে এই ধরনের অনেক ওয়েবসাইট অলরেডি রানিং আছে। আরবিট্রেজ বাই সেল এর ভাবনা ছিলো মাথায়। কিন্তু তার জন্য বাংলাদেশের বাইরে কেউ থাকে এরকম বিশ্বস্ত লোকজন দরকার যারা এসব বুঝে।

আমার বিভিন্ন দেশে বন্ধু আছে ঠিকই, তবে তারা এসব ব্যাপারে তেমন বুঝে না। আমি কোথাও একবার পড়েছিলাম যে একটা এক্সচেন্জ এর উত্থান হয়েছিলো মূলত আরবিট্রেজ ট্রেডিং করে। জাপানে বিটকয়েনের দাম আমেরিকার থেকে কম ছিলো। লাভের পরিমান খুবই কম ছিলো। তবে বড় বড় ব্যাবসার আসল লাভ মূলত ১০ পয়সা ১৫ থেকেই। আপনারাও আমাকে কিছু বুদ্ধি দেন দেখি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 25, 2023, 02:09:21 AM
যাইহোক এখনো কিছু কিছু ওলামা কেরাম ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে তুলনা করে এখনো হারাম বলে আখ্যায়িত করেছেন। এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমি যতটা জানি হাদিসে কোন কিছু লেখা হয় নাই। তাই ইসলামী বড় বড় ওলামাকেরাম যে ফতুয়া দিবেন, ইসলামী অনেক বড় বড় সংগঠন রয়েছেন তারা ইসলামের নিয়ম অনুযায়ী যে ব্যাখ্যা দিবেন তাই আমাদের মেনে নিতে হবে।
সমস্যা আসলে অন্য যায়গায়। আজকের দিনের বেশিরভাগ ওলামাগন ডিজিটাল কোনো কারেন্সি সম্পর্কে খোজ খবর রাখেন না। বাইরের কিছু দেশের ওলামারাই এখনো খোজ খবর রাখেন না এসবের ব্যাপারে। একটা ব্যাপারে ফতোয়া দিতে হলে ওনাদেরকে জানতে হবে যে উনি আসলে কিসের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। ওনাকে জানতে হবে যে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি কিভাবে কাজ করে। কাজ করার মেকানিজম টা কি। ওনারা যেটুকু জানেন, সেটা হলো, বিটকয়েনের দাম অনেক বাড়ে আবার অনেক কমে। তার মানে এটা জুয়া। এর কারনেই এটাকে জুয়ার সাথে তুলনা করে থাকেন।
আসলে যেসব আলেমগণ বিটকয়েন কে সরাসরি জুয়া বা হারাম বলে আখ্যা দিতেছে তাদের আবারো ভাবা উচিত কারণ কোন কিছুকে হারাম বলার পূর্বে শক্ত দলিলাদি লাগে তার পূর্বে কখনো হারাম ঘোষণা দেওয়া যায় না।
তাছাড়া আমি মনে করি তাদেরকে ডিজিটাল কারেন্সি সম্পর্কে অত কিছু জানতে হবে না তারা যদি বর্তমানে আমাদের এই কাগজের টাকার ইতিহাস সম্পর্কে জানে তাহলেই হবে, তাদের যদি ধরি তাহলে এই কাগজের টাকাও হারাম হয়ে যাবে, কারণ কাগজের তো কোন মূল্য নেই। তাছাড়া আমি বাংলাদেশি কয়েকজন টপ লেভেলের ওলামাগণের এ বিষয়ে মতামত দেখেছি যে বিটকয়েন হালাল কিনা হারাম এটা নিয়ে এখতেলাফ রয়েছে এজন্য সরাসরি এটাকে তাদের মধ্যে কেউই হারাম বলে ঘোষণা দেয়নি, এখন এটা নিয়ে যত যাই বলুক ভবিষ্যতে দেখবেন যে এটাকে সময় ও পরিবেশের প্রয়োজনে হালাল ঘোষণা দিতেই হবে। যেটা হয়তো রুশ এর আলেমগণ করেছেন।


ক্রিপ্টোকারেন্সি নিয়ে রুশ উলামা কাউন্সিলের ফতোয়া
https://www.somoynews.tv/news/2023-12-23/yGKDw8tN

জারি করা ডিক্রিতে মুফতি আলাউদ্দিনভ বলেন, ‘ইন্টারনেট প্রযুক্তির যেসব খাত জনগণের জীবনমানের উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত, সেসব খাতকে কাউন্সিল সবসময়েই সমর্থন করে। এই নীতির আলোকে কাউন্সিল মনে করে, মুসলিমরা ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ও বিনিয়োগ করতে পারবে। এক্ষেত্রে ধর্মীয় কোনো বাধা নেই।’
 
সংবাদ সম্মেলনে মুফতি আলাউদ্দিনভ আরও বলেন, ‘জার্মানি, তুরস্ক, জর্ডান ও মিসরের উলামা, মুফতিদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এটা গত পর্শুদিনের নিউজ, অনেকেই এটা নিয়ে আলাপ আলোচনা করছে বর্ত্মানে, এখানে অনেকের মতামত থাকতে পারে কিন্তু যে সকল দেশ ইসলামের জন্য সবথেকে বেশি গবেষণা করে তাদের টাই গুরুত্তপুর্ন, আর আমাদের দেশের হুজুর রা এখন একটা ফলের অনেক গুলো বিচিতে যেমন বিভক্ত, ঠিক তেমন ভাবেই অনেকটা বিভক্ত। শুধু কাদা ছুড়াছুড়ি চলছে। Roll Eyes

সামনে এটা নিয়ে আরো অনেক বক্তব্য আসবে, আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 24, 2023, 11:02:48 AM
ভাই আমার আবার অবস্থা তো সেই আগের মতোই এখনো ট্রানজেকশন কনফার্ম হয় নাই। আমি দিছিলাম ৩০sat এ আজকেও যখন কনফার্ম হলো না, মেমপুল আবার নতুন করে শুরু হয়েছেন। এ ধরনের সমস্যা সম্মুখীন কখনো হই নি, জানি না কি অবস্থা হবে??
30 sat/vB অতিরিক্ত কম হয়ে গেছে, ভাই। দুপুরে কিছু বিটিসি সেল করলাম সেখানে 12$ বা 75 sat/vB (+-) দিতে হইছিল। পরে সন্ধায় মেমপুল চেক দিয়ে দেখি 4.5$ বা 70 sat/vB (+-) চলতেছে। লে হালুয়া, কয়েক ঘন্টার মাঝে ফি কমে গেছে।  Roll Eyes
এখন তো ভাই আরো কমেছে, দুঃখজনক ব্যাপার হলো গিয়ে তিনি  ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেছেন, এর কারণে ট্রানজেকশন ফি বাড়ানোর কোনো সুযোগ পাননি।
আমার তো মনে হচ্ছে শেষ পর্যন্ত তার ট্রানজেকশনটি আনকনফার্ম অবস্থায়ই মিমপুল থেকে ড্রপ হয়ে যাবে।  Roll Eyes


যাইহোক এখনো কিছু কিছু ওলামা কেরাম ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে তুলনা করে এখনো হারাম বলে আখ্যায়িত করেছেন। এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমি যতটা জানি হাদিসে কোন কিছু লেখা হয় নাই। তাই ইসলামী বড় বড় ওলামাকেরাম যে ফতুয়া দিবেন, ইসলামী অনেক বড় বড় সংগঠন রয়েছেন তারা ইসলামের নিয়ম অনুযায়ী যে ব্যাখ্যা দিবেন তাই আমাদের মেনে নিতে হবে।
সমস্যা আসলে অন্য যায়গায়। আজকের দিনের বেশিরভাগ ওলামাগন ডিজিটাল কোনো কারেন্সি সম্পর্কে খোজ খবর রাখেন না। বাইরের কিছু দেশের ওলামারাই এখনো খোজ খবর রাখেন না এসবের ব্যাপারে। একটা ব্যাপারে ফতোয়া দিতে হলে ওনাদেরকে জানতে হবে যে উনি আসলে কিসের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। ওনাকে জানতে হবে যে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি কিভাবে কাজ করে। কাজ করার মেকানিজম টা কি। ওনারা যেটুকু জানেন, সেটা হলো, বিটকয়েনের দাম অনেক বাড়ে আবার অনেক কমে। তার মানে এটা জুয়া। এর কারনেই এটাকে জুয়ার সাথে তুলনা করে থাকেন।
আসলে যেসব আলেমগণ বিটকয়েন কে সরাসরি জুয়া বা হারাম বলে আখ্যা দিতেছে তাদের আবারো ভাবা উচিত কারণ কোন কিছুকে হারাম বলার পূর্বে শক্ত দলিলাদি লাগে তার পূর্বে কখনো হারাম ঘোষণা দেওয়া যায় না।
তাছাড়া আমি মনে করি তাদেরকে ডিজিটাল কারেন্সি সম্পর্কে অত কিছু জানতে হবে না তারা যদি বর্তমানে আমাদের এই কাগজের টাকার ইতিহাস সম্পর্কে জানে তাহলেই হবে, তাদের যদি ধরি তাহলে এই কাগজের টাকাও হারাম হয়ে যাবে, কারণ কাগজের তো কোন মূল্য নেই। তাছাড়া আমি বাংলাদেশি কয়েকজন টপ লেভেলের ওলামাগণের এ বিষয়ে মতামত দেখেছি যে বিটকয়েন হালাল কিনা হারাম এটা নিয়ে এখতেলাফ রয়েছে এজন্য সরাসরি এটাকে তাদের মধ্যে কেউই হারাম বলে ঘোষণা দেয়নি, এখন এটা নিয়ে যত যাই বলুক ভবিষ্যতে দেখবেন যে এটাকে সময় ও পরিবেশের প্রয়োজনে হালাল ঘোষণা দিতেই হবে। যেটা হয়তো রুশ এর আলেমগণ করেছেন।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 24, 2023, 06:37:58 AM
সমস্যা আসলে অন্য যায়গায়। আজকের দিনের বেশিরভাগ ওলামাগন ডিজিটাল কোনো কারেন্সি সম্পর্কে খোজ খবর রাখেন না। বাইরের কিছু দেশের ওলামারাই এখনো খোজ খবর রাখেন না এসবের ব্যাপারে। একটা ব্যাপারে ফতোয়া দিতে হলে ওনাদেরকে জানতে হবে যে উনি আসলে কিসের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। ওনাকে জানতে হবে যে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি কিভাবে কাজ করে। কাজ করার মেকানিজম টা কি। ওনারা যেটুকু জানেন, সেটা হলো, বিটকয়েনের দাম অনেক বাড়ে আবার অনেক কমে। তার মানে এটা জুয়া। এর কারনেই এটাকে জুয়ার সাথে তুলনা করে থাকেন।
ওলামা কেরামগন তো বুঝে না জুয়া একধরনের বিটকয়েনে এক ধরনের। জুয়া এমন আমি আজকে একটা ক্রিকেট বা অন্য কোন বিষয়ে বাজি ধরলাম হেরে গেলে আমার সব যাবে জিতলে যে হারে বাজি ধরবো সেই হারে টাকা পাবো। জুয়া হয় টাকা লাভ হবে না হয় একেবারে সব চলে যাবে।

বিটকয়েন কি এই জুয়ার মধ্যে পড়ে? বিটকয়েনের দাম কম বা বেশি হয়। যারা ২০২১ সালে বিনিয়োগ করেছিলো তারা বর্তমানে লসে আছে, তবে শিগ্রই আশা করা যায় ২০২৫ সালেই লস থেকে লাভ করতে পারবেন। কেউ তো বর্তমানে বিটকয়েনে বিনিয়োগ করে একেবারে জুয়ার মতো লোকসান হওয়ার মতো ঘটনা দেখা যায় নাই। তাইলে কেন ওলামাকেরাম বিটকয়েনে কে জুয়া বলে মনে করে।

আমি বিটকয়েন একটা ব্যবসায়ের মতো মনে করি। কারন ব্যবসায়ে যেমন টাকা দিয়ে পন্য ক্রয় করতে হয়। কম দামে কিনে লাভ হলে বিক্রি করে। সেম বিটকয়েন একটা পন্যর মতো মনে করি, আমরা যারা বিটকয়েনে বিনিয়োগ করি তারা টাকা দিয়ে কিনে রাখি আবার লাভ হলে বিক্রি করে দেই। যাইহোক যখন কিছু কিছু ওলামা কেরাম বিটকয়েন হারাম বলে হয়তো তারাও ভালোভাবে বুঝলে বিটকয়েন আর হারাম মনে করবে না।

করোনার কথা জানিনা তবে আমি ৪-৫ দিন ধরে বেশ জ্বর, সর্দি, ঠান্ডায় ভুগতেছি। আল্লাহ জানে কি হইছে, ডেঙ্গু হওয়ার ভয়ে আছি। সকালে জ্বর থাকে আবার দুপুরে চলে যায়, বিকালে আবার আসে আবার রাতে চলে যায়। এমন আসা যাওয়ার মধ্যে চলতেছে।
মিয়া ভালো একটা ডাক্তার দেখান, জ্বর বেশি দিন শরীরে থাকা ভালো লক্ষণ নয়। আর দুয়া রইলো আল্লাহ পাক যেন শীগ্রই সুস্থতা করে দেন।
hero member
Activity: 840
Merit: 522
December 24, 2023, 12:50:41 AM
যাইহোক এখনো কিছু কিছু ওলামা কেরাম ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে তুলনা করে এখনো হারাম বলে আখ্যায়িত করেছেন। এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমি যতটা জানি হাদিসে কোন কিছু লেখা হয় নাই। তাই ইসলামী বড় বড় ওলামাকেরাম যে ফতুয়া দিবেন, ইসলামী অনেক বড় বড় সংগঠন রয়েছেন তারা ইসলামের নিয়ম অনুযায়ী যে ব্যাখ্যা দিবেন তাই আমাদের মেনে নিতে হবে।

সমস্যা আসলে অন্য যায়গায়। আজকের দিনের বেশিরভাগ ওলামাগন ডিজিটাল কোনো কারেন্সি সম্পর্কে খোজ খবর রাখেন না। বাইরের কিছু দেশের ওলামারাই এখনো খোজ খবর রাখেন না এসবের ব্যাপারে। একটা ব্যাপারে ফতোয়া দিতে হলে ওনাদেরকে জানতে হবে যে উনি আসলে কিসের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। ওনাকে জানতে হবে যে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি কিভাবে কাজ করে। কাজ করার মেকানিজম টা কি। ওনারা যেটুকু জানেন, সেটা হলো, বিটকয়েনের দাম অনেক বাড়ে আবার অনেক কমে। তার মানে এটা জুয়া। এর কারনেই এটাকে জুয়ার সাথে তুলনা করে থাকেন।

আমি বিটকয়েন কে স্বর্ণ এর চাইতে একটু ও তফাৎ আছে বলে মনে করি না। দুটারই দাম বাড়ার এমন কমার পেছনে ডিপেন্ড করে এর চাহিদা এবং সাপ্লাই। দুনিয়ার সকল প্রোডাক্ট এর দাম ডিপেন্ড করে এর উৎপাদন কেমন এবং এর ডিমান্ড কেমন। যখন অনেক বেশি ডিমান্ড থাকবে এবং সেই তুলনায় সাপ্লাই কম থাকবে, তখন সেটার দাম বাড়বে। আমার মতে স্বর্ণ কিনে রাখা আর বিটকয়েন কিনে রাখা এখই ব্যাপার। বিটকয়েন এতো বেশি ওঠা নামা করার কারন হলো এটা ডিজিটাল মুদ্রা। যেকোনো সময় তা সেল করা যায় আবার কেনা যায়। কতো বিটকয়েন সেল হলো বা সাপ্লাই কতো, তা সরাসরি সবাই দেখতে পারে। অপর দিকে স্বর্ণ কেউ চাইলেও প্রতি মিনিটে বিক্রি করতে পারে না। চাইলেই কিনতে পারে না। সাপ্লাই কম না বেশি তা চেক করতে পারে না। যদি পারতো,তাহলে স্বর্ণের দাম ও এরকম আপ দাউন করতো প্রতি সেকেন্ডে!
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 23, 2023, 11:59:41 AM
ভাই আমার আবার অবস্থা তো সেই আগের মতোই এখনো ট্রানজেকশন কনফার্ম হয় নাই। আমি দিছিলাম ৩০sat এ আজকেও যখন কনফার্ম হলো না, মেমপুল আবার নতুন করে শুরু হয়েছেন। এ ধরনের সমস্যা সম্মুখীন কখনো হই নি, জানি না কি অবস্থা হবে??
30 sat/vB অতিরিক্ত কম হয়ে গেছে, ভাই। দুপুরে কিছু বিটিসি সেল করলাম সেখানে 12$ বা 75 sat/vB (+-) দিতে হইছিল। পরে সন্ধায় মেমপুল চেক দিয়ে দেখি 4.5$ বা 70 sat/vB (+-) চলতেছে। লে হালুয়া, কয়েক ঘন্টার মাঝে ফি কমে গেছে।  Roll Eyes

এই শীতে আবারো করোনার  সংক্রমণ বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতে হঠাৎ করে চোখ রাঙাচ্ছে ফরনার নতুন ভ্যারিয়েন্ট JN.1। ভারতের তিন রাজ্যে  সনাক্ত হয়েছে করোনার এই নতুন ভাইরাস। চীন ও বৃটেনেও ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন ভাইরাস। তাই বিশ্বে স্বাস্থ্য সংস্থা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। তাই আমাদের সবারই উচিত এই করোনা নতুন ভাইরাস থেকে সতর্কতা থাকা।
করোনার কথা জানিনা তবে আমি ৪-৫ দিন ধরে বেশ জ্বর, সর্দি, ঠান্ডায় ভুগতেছি। আল্লাহ জানে কি হইছে, ডেঙ্গু হওয়ার ভয়ে আছি। সকালে জ্বর থাকে আবার দুপুরে চলে যায়, বিকালে আবার আসে আবার রাতে চলে যায়। এমন আসা যাওয়ার মধ্যে চলতেছে।
full member
Activity: 546
Merit: 164
December 23, 2023, 10:55:44 AM
এই শীতে আবারো করোনার  সংক্রমণ বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতে হঠাৎ করে চোখ রাঙাচ্ছে ফরনার নতুন ভ্যারিয়েন্ট JN.1। ভারতের তিন রাজ্যে  সনাক্ত হয়েছে করোনার এই নতুন ভাইরাস। চীন ও বৃটেনেও ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন ভাইরাস। তাই বিশ্বে স্বাস্থ্য সংস্থা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। তাই আমাদের সবারই উচিত এই করোনা নতুন ভাইরাস থেকে সতর্কতা থাকা।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
December 23, 2023, 10:40:59 AM
রুশ ওলামা কাউন্সিল ক্রিপ্টোকারেন্সি ইসলাম ধর্মে হালাল বলেছেন

আমরা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি আমাদের মনে একটা প্রশ্ন রয়েছে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম। রাশিয়ান ওলামা কাউন্সিল বলেছেন ক্রিপ্টোকারেন্সি ইসলাম ধর্মের মুসলমানরা ব্যবহার করতে পারবেন এবং মুসলমানরা ক্রিপ্টোকারেন্সি প্রচার ও বিনিয়োগ করতে পারবেন অনুমতি দেওয়া হয়েছে। রুশ উলামা কাউন্সিল এর শীর্ষ নেতা মুফতি ইলদার আলাউদ্দিনভ বলেছেন ইন্টারনেট এর যেসব জিনিস মানুষের জীবনযাত্রার উন্নয়ন করার সংগে সঙ্গে সরাসরি সম্পর্কিত, এমন জিনিস রুশ ওলামা কাউন্সিল সমর্থন করে। এই জন্য রুশ ওলামা কাউন্সিল মনে করে মুসলমানদের ক্রিপ্টোতে বিনিয়োগ করা ধর্মীয় কোন বাধা নেই। মুফতি ইলদার আলাউদ্দিনভ বলেন জানান, জার্মানি, তুরস্ক, জর্ডান এবং মিসরের ওলামা এবং মুফতিদের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করেছেন।

যাইহোক এখনো কিছু কিছু ওলামা কেরাম ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে তুলনা করে এখনো হারাম বলে আখ্যায়িত করেছেন। এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমি যতটা জানি হাদিসে কোন কিছু লেখা হয় নাই। তাই ইসলামী বড় বড় ওলামাকেরাম যে ফতুয়া দিবেন, ইসলামী অনেক বড় বড় সংগঠন রয়েছেন তারা ইসলামের নিয়ম অনুযায়ী যে ব্যাখ্যা দিবেন তাই আমাদের মেনে নিতে হবে।
 
<নিউজ বিস্তারিত> আমি চ্যানেল 24 নিউজ থেকে মূল অংশটুকু বিস্তারিত আলোচনা করেছি।


ভাই কি অবস্থা? ট্রানজেকশন কনফার্ম হইছে? নাকি এখনো পেন্ডিং? আজকে দুপুরে দেখলাম sat/vB কমছে আগের থেকে ৭০-৮৫ চলে।

ভাই আমার আবার অবস্থা তো সেই আগের মতোই এখনো ট্রানজেকশন কনফার্ম হয় নাই। আমি দিছিলাম ৩০sat এ আজকেও যখন কনফার্ম হলো না, মেমপুল আবার নতুন করে শুরু হয়েছেন। এ ধরনের সমস্যা সম্মুখীন কখনো হই নি, জানি না কি অবস্থা হবে??
sr. member
Activity: 798
Merit: 377
December 23, 2023, 09:55:39 AM
অনেক সময় দেখবেন, ট্রাফিক পুলিশ সব কিছু ঠিক থাকার পরেও মামলা দেয়ার জন্য পাগলের মতো ভূল ত্রুটি খুজতে থাকে। যদিও এনারা কোনো টাকা পাবে না মামলা করলে। কেনো এরকম করে? সোজা হিসাব! যতো বেশি মামলা, ততো ভালো রিপোর্ট এবং প্রমোশন বা পুরস্কার পাওয়ার চান্স। মাঝে মধ্যে এচিভমেন্ট দেখানোর জন্য ও অভিযান পরিচালনা করা হতে পারে।
আমার যতটুকো জানা এই সকল ঘটনা বেশি ঘটে মুলত ব্যাক্তিগ আক্রোশ থেকে, আপনার সাথে আমি একমত, একজন বড়ভাই বলেছিল পুলিশ ঘুস খায়না এটা ভুল, কতো লিমিট পার হলে সে ঘুস খাবে এইটা জানা জরুরী কারন এখানে এখানে একটা কাজ কতোক্ষন পর্যন্ত মানুষ না করে থাকতে পারে এটার একটা লিমিট আছে, এরোকম পুলিশ এর মধ্যেও এমন আছে যে বছরে এতগুলা মামলা ছাড়া বেতন বারবেনা, তখন তারা এটা করার জন্যে মরিয়া হয়ে উঠে, আর পুলিশ সপ্তাহের সময় তো কোনো কথাই নাই। আমি নিজেও হ্যানস্তার শিকার হয়েছি।
ট্রাফিক পুলিশ প্রথমে তারা যখন কোন গাড়িকে ধরে বা চেক করে যদি সব কিছু ঠিক থাকে তাও তারা হয়রানি করার চেষ্টা করে। দেখা যায় কোন গাড়ির কাগজ পাতি সব ঠিকঠাক আছে অথচ সে কোন একটা কিছু নিয়ে আসতে ভুলে গেছে এর জন্য তাকে টাকা ঘুষ দিতে হবে যদি সে ব্যক্তি টাকা ঘুষ দেওয়ার জন্য অমত পোষণ করে তখনই সে ট্রাফিক পুলিশ ওই গাড়িওয়ালা কে মামলা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। পুলিশ হচ্ছে সবচাইতে বেশি ঘুষখোর আমাদের বাংলাদেশের সৎ পুলিশ অফিসার আছে তবে খুবই কম। আমার এখানে ট্রাফিক পুলিশ ব্যানওয়ালার কাছ থেকে  দশ টাকা করেও ঘুষ নেয় এটা আমি নিজে দেখছি তাহলে এরা তো অন্য অন্য গাড়িদের কে হয়রানি করবে এটাই স্বাভাবিক তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা রাখা যাবে না সাধারণ জনগণের।

এই জিনিসটা প্রতিদিনই দেখে আসতেছি এবং সহ্য করতেছি। আর এই অহেতুক হ্যানস্তার কারণের আমরা পুলিশকে এভোয়েট করার চেষ্টা করি। সৎ আছে ভাই, অনেক সৎ আছে, কিন্তু এসব অসৎদের মাঝে তাদের ডাক শোনা যায় না।

সৎ পুলিশ অফিসার আছে আমিও বিশ্বাস করি কিন্তু তাদেরকে আমি সামনে কখনো দেখতে পাই না। আমার চাচা পুলিশ অফিসার সে অনেক সৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে , কিন্তু তার পজিশন একদম নিম্নস্তর এলাকায়। যারা অতিরিক্ত চালাক এবং বেয়াদব টাইপের তাদেরকে রাস্তায় এবং রাজধানীর ভেতর ও সদর থানা গুলোতে রেখেছে। যাদেরকে দিয়ে কঠিন কাজগুলো আদায় করা সহজ হবে সেই সকল পুলিশ অফিসারদের পদমর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। এই ধরনের কথা আমার চাচা উল্লেখ করেছেন আমাদের মাঝে তাই আজ আমার সেই কথাগুলো মনে পড়ল।

আমি অনেক পুলিশকে দেখছি, অনেক ভদ্র নম্র, বাবা বাবা করে ডাকে, ভুল ত্রটি থাকলে সর্তক করে, ছেড়ে দেয়। কিন্তু কিছু নাছরবান্দা ঘুষখোরদের কারণে তাদের প্রতি যে ভালো মনোভাবটা ছিল, তা আর থাকে। যেখানে পুলিশ হচ্ছে জনগনের বন্ধু, সেখানে আমরা তাদের জনগনের শত্রু মনে করি। এর প্রধান কারণ ঐসব করোপ্ট পুলিশ অফিসার।


পুলিশ জনগণের বন্ধু ছিল অনেক আগে অতীত সময়ে। কিন্তু এখন বর্তমানে পুলিশ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে মানুষের উপকারে আসে কম যদি পুলিশকে ঘুষ দেয় তাহলে অন্যায়ের পক্ষে কথা বলে। যে বেশি টাকা দেয় পুলিশ তার দিকে রায় দেয়।

পুলিশ ভালো হবে যেদিন নিজে নিজের অতি বিচার করতে শিখবে। জনগণের উপর বেশি অত্যাচার করলে জনগণ একদিন উপযুক্ত জবাব দেবে তাই বেশি বাড়াবাড়ি ভালো না এর জবাব অবশ্যই একদিন পেতে হবে। ইতিহাস সাক্ষী যে দল অথবা ব্যক্তি বাড়াবাড়ি করে বেশি সে বেশিদিন পৃথিবীতে বেঁচে থাকতে পারে না তার পতন অতি দ্রুতই হয়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 23, 2023, 07:59:01 AM
অনেক সময় দেখবেন, ট্রাফিক পুলিশ সব কিছু ঠিক থাকার পরেও মামলা দেয়ার জন্য পাগলের মতো ভূল ত্রুটি খুজতে থাকে। যদিও এনারা কোনো টাকা পাবে না মামলা করলে। কেনো এরকম করে? সোজা হিসাব! যতো বেশি মামলা, ততো ভালো রিপোর্ট এবং প্রমোশন বা পুরস্কার পাওয়ার চান্স। মাঝে মধ্যে এচিভমেন্ট দেখানোর জন্য ও অভিযান পরিচালনা করা হতে পারে।
আমার যতটুকো জানা এই সকল ঘটনা বেশি ঘটে মুলত ব্যাক্তিগ আক্রোশ থেকে, আপনার সাথে আমি একমত, একজন বড়ভাই বলেছিল পুলিশ ঘুস খায়না এটা ভুল, কতো লিমিট পার হলে সে ঘুস খাবে এইটা জানা জরুরী কারন এখানে এখানে একটা কাজ কতোক্ষন পর্যন্ত মানুষ না করে থাকতে পারে এটার একটা লিমিট আছে, এরোকম পুলিশ এর মধ্যেও এমন আছে যে বছরে এতগুলা মামলা ছাড়া বেতন বারবেনা, তখন তারা এটা করার জন্যে মরিয়া হয়ে উঠে, আর পুলিশ সপ্তাহের সময় তো কোনো কথাই নাই। আমি নিজেও হ্যানস্তার শিকার হয়েছি।
ট্রাফিক পুলিশ প্রথমে তারা যখন কোন গাড়িকে ধরে বা চেক করে যদি সব কিছু ঠিক থাকে তাও তারা হয়রানি করার চেষ্টা করে। দেখা যায় কোন গাড়ির কাগজ পাতি সব ঠিকঠাক আছে অথচ সে কোন একটা কিছু নিয়ে আসতে ভুলে গেছে এর জন্য তাকে টাকা ঘুষ দিতে হবে যদি সে ব্যক্তি টাকা ঘুষ দেওয়ার জন্য অমত পোষণ করে তখনই সে ট্রাফিক পুলিশ ওই গাড়িওয়ালা কে মামলা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। পুলিশ হচ্ছে সবচাইতে বেশি ঘুষখোর আমাদের বাংলাদেশের সৎ পুলিশ অফিসার আছে তবে খুবই কম। আমার এখানে ট্রাফিক পুলিশ ব্যানওয়ালার কাছ থেকে  দশ টাকা করেও ঘুষ নেয় এটা আমি নিজে দেখছি তাহলে এরা তো অন্য অন্য গাড়িদের কে হয়রানি করবে এটাই স্বাভাবিক তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা রাখা যাবে না সাধারণ জনগণের।
এই জিনিসটা প্রতিদিনই দেখে আসতেছি এবং সহ্য করতেছি। আর এই অহেতুক হ্যানস্তার কারণের আমরা পুলিশকে এভোয়েট করার চেষ্টা করি। সৎ আছে ভাই, অনেক সৎ আছে, কিন্তু এসব অসৎদের মাঝে তাদের ডাক শোনা যায় না। আমি অনেক পুলিশকে দেখছি, অনেক ভদ্র নম্র, বাবা বাবা করে ডাকে, ভুল ত্রটি থাকলে সর্তক করে, ছেড়ে দেয়। কিন্তু কিছু নাছরবান্দা ঘুষখোরদের কারণে তাদের প্রতি যে ভালো মনোভাবটা ছিল, তা আর থাকে। যেখানে পুলিশ হচ্ছে জনগনের বন্ধু, সেখানে আমরা তাদের জনগনের শত্রু মনে করি। এর প্রধান কারণ ঐসব করোপ্ট পুলিশ অফিসার।



কম ফি দিতে গিয়ে আজকে এই অবস্থা। জানি না কত দিন যে অপেক্ষা করতে হবে? Angry
ভাই কি অবস্থা? ট্রানজেকশন কনফার্ম হইছে? নাকি এখনো পেন্ডিং? আজকে দুপুরে দেখলাম sat/vB কমছে আগের থেকে ৭০-৮৫ চলে।
full member
Activity: 546
Merit: 164
December 23, 2023, 03:36:11 AM
অনেক সময় দেখবেন, ট্রাফিক পুলিশ সব কিছু ঠিক থাকার পরেও মামলা দেয়ার জন্য পাগলের মতো ভূল ত্রুটি খুজতে থাকে। যদিও এনারা কোনো টাকা পাবে না মামলা করলে। কেনো এরকম করে? সোজা হিসাব! যতো বেশি মামলা, ততো ভালো রিপোর্ট এবং প্রমোশন বা পুরস্কার পাওয়ার চান্স। মাঝে মধ্যে এচিভমেন্ট দেখানোর জন্য ও অভিযান পরিচালনা করা হতে পারে।

আমার যতটুকো জানা এই সকল ঘটনা বেশি ঘটে মুলত ব্যাক্তিগ আক্রোশ থেকে, আপনার সাথে আমি একমত, একজন বড়ভাই বলেছিল পুলিশ ঘুস খায়না এটা ভুল, কতো লিমিট পার হলে সে ঘুস খাবে এইটা জানা জরুরী কারন এখানে এখানে একটা কাজ কতোক্ষন পর্যন্ত মানুষ না করে থাকতে পারে এটার একটা লিমিট আছে, এরোকম পুলিশ এর মধ্যেও এমন আছে যে বছরে এতগুলা মামলা ছাড়া বেতন বারবেনা, তখন তারা এটা করার জন্যে মরিয়া হয়ে উঠে, আর পুলিশ সপ্তাহের সময় তো কোনো কথাই নাই। আমি নিজেও হ্যানস্তার শিকার হয়েছি।
ট্রাফিক পুলিশ প্রথমে তারা যখন কোন গাড়িকে ধরে বা চেক করে যদি সব কিছু ঠিক থাকে তাও তারা হয়রানি করার চেষ্টা করে। দেখা যায় কোন গাড়ির কাগজ পাতি সব ঠিকঠাক আছে অথচ সে কোন একটা কিছু নিয়ে আসতে ভুলে গেছে এর জন্য তাকে টাকা ঘুষ দিতে হবে যদি সে ব্যক্তি টাকা ঘুষ দেওয়ার জন্য অমত পোষণ করে তখনই সে ট্রাফিক পুলিশ ওই গাড়িওয়ালা কে মামলা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। পুলিশ হচ্ছে সবচাইতে বেশি ঘুষখোর আমাদের বাংলাদেশের সৎ পুলিশ অফিসার আছে তবে খুবই কম। আমার এখানে ট্রাফিক পুলিশ ব্যানওয়ালার কাছ থেকে  দশ টাকা করেও ঘুষ নেয় এটা আমি নিজে দেখছি তাহলে এরা তো অন্য অন্য গাড়িদের কে হয়রানি করবে এটাই স্বাভাবিক তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা রাখা যাবে না সাধারণ জনগণের।
sr. member
Activity: 420
Merit: 376
December 23, 2023, 01:12:03 AM
আসসালামু আলাইকুম ভাইসব,

আমাদের ফোরামে অনেক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা অনেকে হ্যাঁক বা চুরি করে হয়তো এর সমস্যার সমাধানের জন্য ফোরামের এডমিন @theymos এবং @PowerGloveএকটি ফিচার চালু করেছে যেখানে 2FA সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে আপনার একাউন্ট প্রটেক্ট করতে পারবেন।

theymos post link: 2FA Added:>> https://bitcointalksearch.org/topic/2fa-added-5478824

তাহলে আসুন শুরু করি কিভাবে এই 2FA সিকিউরিটি সিস্টেম কিভাবে আপনার একাউন্টে ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।

প্রথমে আপনি আপনার বিটকয়েনটক একাউন্টে প্রবেশ করুন এবং প্রবেশ করার পর একাউন্ট রিলেটেড সেটিং ক্লিক করুন।


অ্যাকাউন্ট রিলেটেড সেটিং এ ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সেখানে আপনি দেখতে পারবেন আপনার একাউন্টের ইউজারনেম এবং আপনার একাউন্টে ব্যবহৃত জিমেইল যেটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন। আরো দেখতে পারবেন লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্টেটাস। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্ট্যাটাস ডিজেবল করা থাকবে আপনাকে সেটা বা এনেবল বা সক্রিয় করতে হবে। এনেবল করার জন্য দেখবেন লেখা আছে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি সেই ফাঁকা ঘরে টিক মার্ক দিবেন।

তারপর দেখবেন অথেন্টিকেশন এর নিচে লেখা শেয়ারড secret (base32) আপনারা দেখবেন আমি সেখানে লাল চিহ্ন দ্বারা ঢেকে দিয়েছি আপনারা সেইটুকু কপি করবেন। এবং কপি করে আপনাদের যদি গুগল অথেন্টিকেটর থাকে তাহলে সেখানে সেট করুন যেভাবে আপনারা আপনাদের Binance এক্সচেঞ্জ এর এবং কুকয়েন এক্সচেঞ্জ এর অথনটিকেটর সেট করেছেন ওইভাবে সেভ করুন।
যদি আপনাদের কারো কাছে এটা না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড করার লিংক;
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.authenticator2



আপনার google অথেন্টিকেটর সেট করার পর সেখান থেকে কডোটি কপি করে কনফার্ম ওটিপি ফাঁকা করে পেস্ট করবেন।
পেস্ট করার পর দেখুন নিচে কারেন্ট পাসওয়ার্ড লেখা আছে সেখানে আপনার পাসওয়ার্ড দেবেন তারপর ডান কোনায় চেঞ্জ প্রোফাইলে ক্লিক করবেন।
তারপর আপনার একাউন্টে 2FA সিকিউরিটি সিস্টেম এড হয়ে যাবে।

আমিও এই ২ এফ এ সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছি আমার একাউন্টে সেটা আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা আপনাদের যেই অ্যাকাউন্টে 2FA সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছেন সেই অ্যাকাউন্ট লগইন করার সময় আপনার একাউন্ট এর ইউজার নেম পাসওয়ার্ড এবং google অথেন্টিকেটর থেকে কোড কপি করে ওটিপি ফাঁকা ঘরে পেস্ট করে লগইন অপশনে ক্লিক করবেন।

এভাবে আপনারা 2FA অথেন্টিকেশন সিস্টেম ব্যবহার করতে পারবেন আপনার একাউন্টে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
December 22, 2023, 11:36:30 PM
এটাতো নিশ্চই জানেন যে এখন বাংলাদেশের অনেক পুলিশের নিজেদের ইউটিউব চ্যানেল আছে, ফেইসবুক পেইজ আছে। ওনারা ভিডিও ধারন করে সেগুলো আপলোড করে থাকেন। এক দিক দিয়ে যেমন আইন কানুনের ব্যাপারে মানুষকে সতর্ক করে থাকেন, ওনারা অনেক সময় মানুষদের নানান প্রশ্নের উত্তর দিয়ে থাকেন যা অন্যান্য পুলিশের কাছে জানতে চাইলেও তার কোনো উত্তর পাবেন না। এই ব্যাপারে একজন পুলিশ কনটেন্ট ক্রিয়েটরকে একজন প্রশ্ন করেছিলো যে পুলিশের কি বাইকের চাবি খুলে নেয়ার কোনো অধিকার আছে কি না? এই ব্যাপারে আইন কি বলে?

তো ওনার উত্তর টা ছিলো এরকম যে, আইনে কোথাও বলা নেই যে পুলিশ বাইকের চাবি খুলে নিবে। তবে কাউকে সন্দেহ হলে তাকে আটকানোর জন্য পুলিশ বাইকের চাবি খুলে নিতে পারেন। এর কারন হলো, বাইকার রা পুলিশ দেখলে অনেক সময় বাইক জোরে চালিয়ে বা বাইক উল্টো ঘুরিয়ে জোরে টেনে চলে যায়। তাই, তাদের বাইকের চাবি খুলে নেয়া হয়। এবার বলেন, এটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হলো?
আপনি কোন ভিডিওটার কথা বলতেছেন আমি বুঝছি। আমিও দেখছি ভিডিওটা। হ্যা এখানে বাইকারদের দোষ আছে, দোষ যে নাই এমন না। তবে পুলিশও এখানে ১০০% ঠিক না। সত্যি কথা বলতে, অনেক ভালো পুলিশ আছে, আমার নিজেরও এক রিলেটিভ পুলিশ ফোর্সে আছে। কিন্তু এখানে সমস্যাটা হলো ইমেজ নিয়ে। একবার যার ইমেজ খারাপ হয়, তাকে নিয়ে নেগেটিভ চিন্তা হবে এটাই স্বাভাবিক। টান দেয়ার বিষয়টাই ধরেন, এমন অনেকেই আছে, যাদের কাজজপত্র কিন্তু সবই আছে। হয়তো সাথে নাই, বা বাসায় ফেলে আসছে। আর আমাদের মাইনসেটটা এমন হয়ে গেছে যে, পুলিশ দেখলেই মনে করি, এই এইবার খাইছি মামলা। আর এমন না যে কম অংকের মামলা, শুরুই করে ৩ হাজার থেকে। কোনো ভাবে কনসিডারেট ও করেনা। আর এদিকে অনেক পুলিশকেই দেখি, হেলমেট নাই। তারাও মানুষ, আমরাও মানুষ। তাদেরও যেমন ২-১ সময় হেলমেটর কথা মনে থাকেনা, আমাদেরও থাকেনা। পার্থক্য একটাই তারা প্রশাসনের লোক, আর আমরা আমজনতা।  Wink
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
December 22, 2023, 10:30:44 PM
অনেক সময় পুলিশরা ইচ্ছা করলেও সে সৎ থাকতে পারে না। ওনারা চাইলেই আবার সবার নামে মামলা দিতে পারে না। বদলির হুমকি, অমুকের ছেলে, তমুকের নাতি রা অব্দি পুলশকে থ্রেড দেয়। অনেক সময় দেখবেন পুলশ ঘুষ ও নেয়না। কারন তার টার্গেট একটাই, মামলা দিয়ে প্রমোশন কনফার্ম করা। যেনো ভবিষ্যতে আরো বেশি কামাতে পারে।

হ্যা ভাই, পুলিশ অনেক সময় অনেকের কাছে অসহায় হয়ে পড়ে  Cheesy, ফেইসবুকে আমিও দেখছিলাম একটা মটর সাইকেল এর নাম্বার প্লেটে লিখা মুক্তিযুদ্ধার নাতি।  Cheesy, এটা নিয়ে অনেকেই ট্রল করেছিলো, আসলে মুক্তিযোদ্ধা আমাদের কাছে একটা আবেগের নাম, যেখানে অনেকেই এটা খারাপ ভাবে ব্যাবহার করে শুবিধা নিয়ে থাকে, আবার কিছু মডেল এর গারি আছে পুলিশ দেখলেই অইগুলোকে আগে সাইড করে দেয়ার চেস্টা করে বিশেষ করে পতাকা বাহি গাড়ি গুলো।

আর প্রমোশন এর ব্যাপার তো আরো যটিল একজন কনেস্টেবল থেকে এসআই পদে জেতেই অনেকের অবস্থা খারাপ হয়ে যায়, শুধু কাজ না লবিং+টাকা সবকিছুই লাগে। 
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
December 22, 2023, 10:12:18 PM
অনেক সময় দেখবেন, ট্রাফিক পুলিশ সব কিছু ঠিক থাকার পরেও মামলা দেয়ার জন্য পাগলের মতো ভূল ত্রুটি খুজতে থাকে। যদিও এনারা কোনো টাকা পাবে না মামলা করলে। কেনো এরকম করে? সোজা হিসাব! যতো বেশি মামলা, ততো ভালো রিপোর্ট এবং প্রমোশন বা পুরস্কার পাওয়ার চান্স। মাঝে মধ্যে এচিভমেন্ট দেখানোর জন্য ও অভিযান পরিচালনা করা হতে পারে।

আমার যতটুকো জানা এই সকল ঘটনা বেশি ঘটে মুলত ব্যাক্তিগ আক্রোশ থেকে, আপনার সাথে আমি একমত, একজন বড়ভাই বলেছিল পুলিশ ঘুস খায়না এটা ভুল, কতো লিমিট পার হলে সে ঘুস খাবে এইটা জানা জরুরী কারন এখানে এখানে একটা কাজ কতোক্ষন পর্যন্ত মানুষ না করে থাকতে পারে এটার একটা লিমিট আছে, এরোকম পুলিশ এর মধ্যেও এমন আছে যে বছরে এতগুলা মামলা ছাড়া বেতন বারবেনা, তখন তারা এটা করার জন্যে মরিয়া হয়ে উঠে, আর পুলিশ সপ্তাহের সময় তো কোনো কথাই নাই। আমি নিজেও হ্যানস্তার শিকার হয়েছি।

ব্যাক্তিগত আক্রোশ থেকে একটা বাজারের ৪-৫ জন ব্যাবসায়ী কে ধরবে না। যার সাথে ব্যাক্তিগত আক্রোশ, তাকেই ধরবে। ঘুষ খাওযার ব্যাপার টা ভিন্ন। এরমক একটা মিম দেখেছিলাম ফেইসবুকে যে, “যা আছে তাই দে, এই কথাটা কার?”। তো সবার উত্তর ছিলো পুলিশ। পুলিশ যেমন আইনের প্রয়োগ ভালো যায়গায় করে, তেমনি খারাপ যায়গাও ও করে। আমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এসব দেশে দূর্নীতি সারাজীবন ই থাকবে। যেসব ঘটনা আপনি আগে নাটক সিনেমায় দেখেছেন, সেগুলোর সব কিছুই কাল্পনিক নয়। অনেক গুলো বাস্তব। পুলিশের কিছু কাজ কাম দেখলে আপনি জীবনেও বিশ্বাস করতে চাইবেন না।

অনেক সময় পুলিশরা ইচ্ছা করলেও সে সৎ থাকতে পারে না। ওনারা চাইলেই আবার সবার নামে মামলা দিতে পারে না। বদলির হুমকি, অমুকের ছেলে, তমুকের নাতি রা অব্দি পুলশকে থ্রেড দেয়। অনেক সময় দেখবেন পুলশ ঘুষ ও নেয়না। কারন তার টার্গেট একটাই, মামলা দিয়ে প্রমোশন কনফার্ম করা। যেনো ভবিষ্যতে আরো বেশি কামাতে পারে।
Pages:
Jump to: