Author

Topic: বাংলা (Bengali) - page 243. (Read 5803406 times)

member
Activity: 406
Merit: 27
Be Happy ☺️
April 27, 2023, 12:33:29 PM
Snip


আপনি যেই লোগোটি পোস্ট করেছেন সেটি Bitcoin এর প্রথম লোগো না।। সর্ব প্রতম bitcon এর একটি লোগো ডিজাইন করা হয়  লোগো একটি স্বর্ণমুদ্রা দ্বারা প্রতিনিধিত্ব করে “BC” টেক্সট কেন্দ্রে লেখা হয়েছে ।।
 
 

এটি হচ্ছে Bitcoin এর সর্ব প্রথম লোগো ।। কিন্তু আমি যেই স্থান থেকে এই তথ্য পেয়েছি সেইখানে লোগো ডিজাইনার এর কোনো তথ্য দাওয়া হয় নি।।
সোর্স লিঙ্ক

পরবর্তি তে 24 February 2010 এ সাতোশি নাকামত স্যার নতুন একটি লীগ উপস্থাপন করেন যা তখন থেকে এখন পর্যন্ত ব্যাবহার হয়ে চলেছে ।। এই লোগোটি Bitcoin এর দ্বিতীয় লোগো যে লোগো তে স্বর্ণমুদ্রা দ্বারা প্রতিনিধিত্ব করে “BC” টেক্সট এর পরিবর্তে "BTC" এই লোগো পরিবর্তন করা হয় ।।

পোস্ট লিঙ্ক

এটি করার পরবর্তী তে তিনি নিজের মতামত চালান নি তিনি কমিউনিটির সকল এর কাছে জানতে চাইছেন যে সকলে নতুন লোগো ব্যাবহার একমত কি না ।। এই কারণ বসত তিনি সকল এর কাছে জানতে কমিউনিটি তে পোস্ট টি করেন ।।



পোস্ট লিংক  

bitboy নামক এক জন ব্যাক্তি Bitcoin এর বর্তমান লোগো ডিজাইনার।। যিনি এই স্বর্ণমুদ্রা দ্বারা প্রতিনিধিত্ব করে “BC” টেক্সট এর পরিবর্তে "BTC" এই লোগোটি ডিজাইন করেছেন।।



যদি জানার আগ্রহ থেকে থাকে তাহলে টপিক টি দেখে আসতে পারেন ।।More Bitcoin logos, buttons, and also some other graphics  







full member
Activity: 490
Merit: 119
April 27, 2023, 11:32:12 AM
কয়েকদিন ধরেই মনের ভিতর একটা প্রশ্ন উকি মারতেছিল, সেটা হচ্ছে বিটকয়েনের লোগো ডিজাইনার কে ছিল?

আজকে উত্তরটা পেয়ে গেলাম।
“সাতোশি ন্যাকামো” বিটকয়েনের লোগো ডিজাইন করেছিলেন। এই লোগো ডিজাইন নিয়ে তিনি ফেব্রুয়ারি ২৪, ২০১০ সালে বিটকয়েনটক ফোরামে একটা পোস্ট করেছিলেন। প্রথমে বিটকয়েন লোগোর যে সাইজটা পাবলিশ করা হয়েছিল, সেটা ছিল ৫৩০x৫২৯ পিক্সেল। পরবর্তীতে আপডেট করে ৩২x৩২ পিক্সেল এবং ৪৮x৪৮ পিক্সেল সাইজের করা হয়। তারপরের দিন, সাতোশি ন্যাকামো আরেকটা অরিজিনাল সাইজের একটা বিটকয়েন লোগো পাবলিশ করেন যেটা হচ্ছে ৫৪৬x৫৩১ পিক্সেল সাইজের করা হয়। সাইজটা দেখতে সত্যি অনেক ভালো লাগছিল কিন্তু অপেক্ষাকৃত বড় দেখাচ্ছিল। পরবর্তীতে বিটকয়েনের এই লোগোটাকে ১৬x১৬ পিক্সেল ২০x২০ পিক্সেল সাইজে কনভার্ট করা হয়। সাতোশি ন্যাকামো মতে, এটি সর্বোত্তম প্রোগ্রাম আইকন, তবে ওয়েবসাইটগুলোতে ব্যবহারের জন্য গ্রাফিক্সের বড় আকারেরও লোগো করার অনুমতি রয়েছে।



এই SVG ফাইলের এই PNG পূর্বরূপের আকার: 64 × 64 পিক্সেল। অন্যান্য রেজুলেশন: ২৪০ × ২৪০ পিক্সেল | ৪৮০ × ৪৮০ পিক্সেল | ৭৬৮ × ৭৬৮ পিক্সেল | 1,024 × 1,024 পিক্সেল | 2,048 × 2,048 পিক্সেল।

আসল ফাইল ‎(SVG ফাইল, সাধারণত 64 × 64 পিক্সেল, ফাইলের আকার: 1 KB)

কারো জানার আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন: https://bitcointalksearch.org/topic/m.504
member
Activity: 406
Merit: 27
Be Happy ☺️
April 27, 2023, 11:03:32 AM
কে এর  Satoshi Nakamoto???
এই সম্পর্কে একটি আর্টিকেল দেখলাম আশাকরি আর্টিকেল টি ইনফরমেটিভ হবে ওই জন্য আমি পোস্ট করছি ।।



আর্টিকেল লিঙ্ক
newbie
Activity: 4
Merit: 0
April 27, 2023, 08:18:00 AM
কেউ কি আমাকে buysellvouchers.com ওয়েবসাইট টার মতো গিফটকার্ড কেনা বেচার ওয়েবসাইট এর ধারণা দিতে পারবেন ? যারা buysellvoucher.com এর মতো ০.৪% ক্রেতার জন্য এবং ০.৩% বিক্রেতার জন্য চার্জ রাখে ।
newbie
Activity: 23
Merit: 10
April 27, 2023, 12:21:27 AM
যারা নতুন আছেন বিটকয়েন সকল ধরনের তথ্য জানতে আগ্রহী আছেন তারা এই ওয়েবসাইট গুলোর উপর নজর রাখতে পারেন।

Coindesk - https://www.coindesk.com/

Coin Telegraph -
https://cointelegraph.com/

Bitcoin Magazine - https://bitcoinmagazine.com/

Reddit - https://www.reddit.com/r/Bitcoin/

বাংলাদেশী ওয়েবসাইট
Coinalap - https://www.coinalap.com/

এই ওয়েবসাইটগুলি সম্প্রতি সকল বিটকয়েন সংবেদনশীল তথ্য উন্নয়নে কাজ করে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এছাড়াও, এই ওয়েবসাইটগুলি সম্প্রতি বিটকয়েন মূল্য, সম্পদ বিনিময়, প্রযুক্তি সংবেদনশীল উন্নয়ন, আর্থিক ও আনুষাঙ্গিক সংবেদনশীল উন্নয়ন ইত্যাদি সম্পর্কে up-to-date তথ্য উন্নয়ন করে।
member
Activity: 406
Merit: 27
Be Happy ☺️
April 26, 2023, 11:18:12 PM


 তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।



ভাই আমরা সামাজিক জীব আর মানুষ এর অবস্থা সবসময এক রকম থাকে না ।। মানব জীবনে কোনো কিছু দীর্ঘস্থায়ী নয়।। ওঠা নামা আবার উঠে দাড়ানো আমাদের জীবনে একটি অংশ ।। যদি মানুষ এর জীবনে ওঠা নামা না থাকতো তাহলে আমাদের জীবন এর কোনো মূল্য থাকতো না।। আমাদের জীবনে অর্জন পতন আছে বলে আমাদের মধ্যে কিছু অর্জন করার আগ্রহ জন্মায় এবং আমাদের সকলের জীবন এই ভাবে চলছে।। ভাই দুআ করি আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যার সমাধান খুব সিগ্রহি খুজে পাবেন ইনশাল্লাহ।।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 26, 2023, 11:01:39 PM
HOLD শব্দটি ২০১৩ সালে আমাদের এই বিটকয়েন ফোরামের কোন এক ব্যক্তি ভুলবশত পরের D কে আগে লিখে HODL শব্দটি প্রয়োগ করে কিন্তু ওই ব্যক্তি এই ভুল শব্দটিকে সংশোধন না করে তার পোস্ট চালিয়ে যায় এবং এই ভুল করা শব্দটি শেষমেষ ফোরামের একটি গুরুত্বপূর্ণ শব্দ হয়ে দাঁড়ায় যা আপনারা সবাই জেনে থাকবেন। ক্রিপ্টোকারেন্সিকে দীর্ঘমেয়াদি অর্থাৎ দু চার, দশ বছরের জন্য প্রিয় জীবনের জন্য মজুদ করে রাখাকে বোঝানোর জন্য HODL শব্দটি ব্যবহার করে থাকে। তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।

সেই লোকটি ছিলো GameKyuubi. মজার ব্যাপার হলো উনি নিজেই কিন্তু জানতো যে সে বানান ভূল করেছে। কিন্তু সে অনেকটা ডোন্ট কেয়ার টাইপের মানুষ। সে পরে একটা থ্রেড খুলেছিলো এটা নিয়ে I AM HODLING এবং তার ঘটনাটি শেয়ার করেছিলো। তার গার্লফ্রেন্ড তাকে বলছিলো বিটকয়েন তো ক্রাশ করছে, তুমি কেনো এখনো হোল্ড করছো? এই লোক নিজেকে ব্যাড ট্রেডার মনে করতো। আমারাও অনেকেই আছি ট্রেডিংয়ে এক্সপার্ট না। সে বার বার কেনা আবার সেল করা কে বিরক্ত মনে করেছিলো। যে কারনে সে বিটকয়েন হোল্ড করছিলো। লেখার সময় দুইবার HOLD যায়গায় HODL লিখেছিলো। আসলে সে নেশাগ্রস্থ ছিলো যখন লেখাটি লেখেছিলো। পরবর্তী তে এটাই ফোরামে অনেক জনপ্রিয় হয়ে যায়।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
April 26, 2023, 10:59:58 PM
সঠিক বানান HOLD
ভুল বানান HODL
কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে HODL ভুল বানানটি বিগত 10 বছর ধরে দারুন জনপ্রিয় এবং মানুষকে এই শব্দকে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ব্যবহার করে। দীর্ঘমেয়াদী ক্রিপ্টোকারেন্সি ধরে রাখার জন্য HODL শব্দটি ব্যবহার করে। শব্দটির একটি গঠনগত অর্থ দিয়ে নিয়েছেন যা "প্রিয় জীবনের জন্য মজুদ/ধরে রাখা" বোঝায়।
HODL: Hold On for Dear Life


HODL: The Cryptocurrency Strategy of "Hold on for Dear Life" Explained  জি ঠিক বলেছেন এখন এটাই ক্রিপ্টোকারেন্সিতে এটাই এখন সঠিক ব্যাক্য হিসেবে সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে।

 
তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।

অভাব প্রতিটা মানুষের জীবনেই আছে এবং চিরদিন সেটা থাকবেই, অভাবের শুধু প্রকারবেদ ভিন্ন হয়ে থাকে। আমরা সাধারন যেসকল ভুল করে থাকি তা হচ্ছে আমরা প্রথমেই অনেক বেশি পরিমানে অর্থ জমা রাখার সিদ্ধান্ত নেই সমস্যা টা এখানেই, আমাদের সবার উচিৎ সম্ভব হলে নিজেদের জীবনের এবং পারিবারিক চাহিদা পূরণ করার পরে সামান্য পরিমানে কিছু কোরে অর্থ (বিটকয়েন) বা অন্য কোনো সম্পদ জমা করার চেস্টা করা। এগুলা যদিও সময় সাপেক্ষ্য এবং দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে ।

member
Activity: 406
Merit: 27
Be Happy ☺️
April 26, 2023, 10:29:51 PM
কথায় আসে ওল্ড ইজ গোল্ড ।। এই কথাটি সত্য হলেও সবসময় ওল্ড ইজ গোল্ড হয় না।। কারণ আমরা ফোরাম এ নতুন ইউজার আমরা যখন থাকে এসেছি তখন ফোরামে মেরিট সিস্টেম চালু হয়ে গেসে।। আমাদের মধ্যে অনেকেই জানে না যে পূর্বে ফোরাম এ কোনো মেরিট সিস্টেম ছিল না ।। এটা আমি নিজেও জানতাম না যে আজ থাকে প্রায় পাঁচ বছর আগেও পোস্ট এবং অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে rank বৃদ্ধি পেত ।। পরবর্তী তে এই সিস্টেম বন্ধ করে মেরিট সিস্টেম নিয়ে আসা হয়।। কারণ তখন অনেকে অনেক কিছু জানতে না কিন্তু তাদের অনেক বড় বড় আইডি তৈরি হয়ে গেসিলো শুধু মাত্র পোস্ট এর জন্য।। যদিও তারা উচ্চ rank অর্জন করতে সক্ষম হয়েছিল কিন্তু তখন কার সময় অ্যাকটিভিটি নির্ভর rank হওয়ায় অনেকে অনেক বিষয় সম্পর্কে বোধ গম্য ছিল না।। কিন্তু এই সিস্টেম টি আজ থেকে পাঁচ বছর আগে বন্ধ করে দেওয়া হয় এবং মেরিট সিস্টেম চালু করা হয়।। এই মেরিট সিস্টেম চালু করার পরে আমাদের মত নবাগত দের আইডির rank বৃদ্ধি করতে যদিও একটু কষ্ট হয় কিন্তু এর ফলে আমাদের শিক্ষার কোনো ত্রুটি থাকছে না।। আমরা পরিপূর্ন ভাবে ছোট থেকে তিলে তিলে আমাদের আইডি গড়ে তুলছি এবং আমাদের জানার মধ্য যতো দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে তো আমাদের আরো জানার আগ্রহ জন্মাচ্ছে ।।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 26, 2023, 08:53:45 PM
একটি ভুল বানানের ১০টি বছর

আমরা যারা ২০১০ সালের আগে কলেজে ছিলাম তারা হয়তো ভুল বানানের বিষয়গুলো নিয়ে খুব যত্নশীল ছিল। আমাদের প্রশ্নপত্রের ভিতরে একটি কথা লেখা থাকতো "একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয় " এবং"এবং প্রতি চারটি ভুল বানানে একটি করে নম্বর কাটা যেত" ‌। বর্তমান যুগের ছাত্রদের যদি এভাবে আগের নিয়মগুলো প্রয়োগ করা হয় তাহলে তাদের কি অবস্থা হবে এটা ধারণা করা রীতিমতো অবাক করা বিষয় হয়ে দাঁড়াবে।
উপরের কথাগুলোর বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভুল বানান রীতিমতো অগ্রহণযোগ্য কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে একটি ভুল বানান বিগত ১০ বছর ধরে খুবই জনপ্রিয় হয়ে আসছে। বানানটির সাথে কম বেশি সবাই পরিচিত আছেন । HOLD এবং HODL
সঠিক বানান HOLD
ভুল বানান HODL
কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে HODL ভুল বানানটি বিগত 10 বছর ধরে দারুন জনপ্রিয় এবং মানুষকে এই শব্দকে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ব্যবহার করে। দীর্ঘমেয়াদী ক্রিপ্টোকারেন্সি ধরে রাখার জন্য HODL শব্দটি ব্যবহার করে। শব্দটির একটি গঠনগত অর্থ দিয়ে নিয়েছেন যা "প্রিয় জীবনের জন্য মজুদ/ধরে রাখা" বোঝায়।
HODL: Hold On for Dear Life

HOLD শব্দটি ২০১৩ সালে আমাদের এই বিটকয়েন ফোরামের কোন এক ব্যক্তি ভুলবশত পরের D কে আগে লিখে HODL শব্দটি প্রয়োগ করে কিন্তু ওই ব্যক্তি এই ভুল শব্দটিকে সংশোধন না করে তার পোস্ট চালিয়ে যায় এবং এই ভুল করা শব্দটি শেষমেষ ফোরামের একটি গুরুত্বপূর্ণ শব্দ হয়ে দাঁড়ায় যা আপনারা সবাই জেনে থাকবেন। ক্রিপ্টোকারেন্সিকে দীর্ঘমেয়াদি অর্থাৎ দু চার, দশ বছরের জন্য প্রিয় জীবনের জন্য মজুদ করে রাখাকে বোঝানোর জন্য HODL শব্দটি ব্যবহার করে থাকে। তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।
sr. member
Activity: 1008
Merit: 366
April 26, 2023, 03:46:47 PM
বিটকয়েন এর মূল লক্ষ্য যেটা বললেন, সেটার সাথে আমি একমত। কিন্তু বিটকয়েন ভ্যালু তৈরীর জন্য আবিস্কার করে নাই এটার সাথে আমি একমত হতে পারলাম না। যেই জিনিসের সাপ্লাই একটা লিমিট করা থাকবে, সেটার ভ্যালু কিন্তু এক সময় এমনিতেই বেড়ে যাবে। এটা যদি উদ্দেশ্য নাও হয়ে থাকে, সময়ের সাথে সাথে কিন্তু এটার ভ্যালু এমনিতেই বেড়ে যাবে এবং যাচ্ছে। সাতোশি যদি এ উদ্দেশ্য নাও নিয়ে থাকে, আমরা কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে নিয়েছি। কম বেশি সবাই বিটকয়েনের দাম বাড়বে ভেবেই বিটকয়েন হোল্ড করে থাকি। জানি না এখানে কয়জন হোল্ড করে আর কয়জন এমনিতেই ইউজ করে, তবে যারা হোল্ড করে, সবাই একটা আশাই করে থাকে সেটা হচ্ছে বিটকয়েনের দাম বাড়বে আর আমরা প্রফিট করবো।

আমরাই কিন্তু আবার মারকেটে বলে বেড়াচ্ছি ফিয়াট মানি ডেড! বিটকয়েন হবে মূল কারেন্সি। ফিয়াট মানি টয়লেট পেপার হিসাবে ইউজ করা হবে। আরো কতো কি। তবে শেষ কথা হলো, বিটকয়েন থাকবে, পাশাপাশি ফিয়াট মানিও কিন্তু থাকবে। এটাকে টয়লেট পেপার হিসাবে কবে নাগাদ ইউজ করা যাবে, সেটার ভবিষ্যৎবানী কেউ এখনি করতে পারবে না।
জি ভাই, আপনার উত্তর টা আপনি নিজেই দিয়েছেন। আমরা নিজেরাই এইটার একটা ভ্যালু তৈরী করে বসে আছি। যার কারণে আমাদের না চাইতেও বিটকয়েন কে ইউ এস ডি এর সাথে তুলনা করে তার ভ্যালু নির্ধারন করতে হয়। আপনি ভাবেন যদি এইটা কমপেয়ার না করে সুধু জিনিশ পত্রের সাথে তুলনা করে ভ্যালু অ্যাড করা হইত। তাহলে অবশ্যই ১ বিটকয়েন = ১ বিটকয়েন ই থাকত। আর টয়লেট পেপার হিসেবে ব্যবহার এর জন্য বিটকয়েন এর লিগ্যালিটি না, দেশের ইকোনোমি দায়ী হবে। যেটার ভ্যালু যতদিন থাকবে তা ততদিন ব্যবহার হবে। ভ্যলু শেষ তো ওইটা টয়লেট পেপার ছাড়া কিছুই না। আমি তো ভাবতেছি পেপার প্লেন বানিয়ে উড়াবো। বড়লোক দের মত আমার টাকা উড়ানোর শখ।  Grin
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 26, 2023, 12:06:55 PM
আমার একটা সমস্যা হয়েছে দয়া করে কেউ সাহায্য করুন। আমি যে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হয়েছি সেখানে Safepal Wallet থেকে Beach32 address দিয়েছি কিন্তু পরবর্তীতে আমার মনে একটি প্রশ্ন জাগলো।
এর আগে আমি ifran_pak10 এর SECONDLIVE ক্যাম্পেইনে সিগনেচার ক্যাম্পেইন করেছি এবং পরবর্তীতে টোকেন এর জন্য SECONDLIVE website এ ওয়ালেট কানেক্ট করেছিলাম। আমার এখন মনে হচ্ছে ওয়ালেট কানেক্ট করাটা বোকামি হয়েছে আমার কিন্তু এখন আমি ওই ওয়ালেট Address দিয়ে সিগনেচার চালিয়ে যাচ্ছি। কিন্তু পরবর্তীতে আমি যে অন্য ক্যাম্পেইন গুলোতে অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাড্ডেস দিয়েছি Mycelium ওয়ালেট থেকে এখন আমি কি এটা নিয়ে পরবর্তীতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
আমার মনে হয় না পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে। তবে Mycelium ওয়ালেট থেকে আপনি যে এড্রেস দিয়েছিলেন হয়তো আপনি এখন আর বের করতে পারবেন না কেননা মাইসেলিয়াম ওয়ালেটের আপডেটের কারণে নতুন করে ওয়ালেট এড্রেস জেনারেট হয়েছে। আপনি যদি পুরাতনের এড্রেস বের করতে চান তাহলে আপনাকে মেসেজ সাইন অপশনে আপনি পুরাতন এড্রেসগুলো পাবেন।
Safepal ওয়ালেট এবং ট্রাস্ট (Trust Wallet) মোটামুটি একই রকম। আপনি যেহেতু Altcoin (Bounty) এর জন্য সম্ভবত Bep20 এড্রেস দিয়ে ইরফান পাক স্যারের বাউন্টিতে জয়েন করেছিলেন সেও তো আপনি যদি ওই এড্রেস দ্বিতীয় বার ব্যবহার না করেন তাহলে কোন সমস্যা নেই। তবে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, বিটিসি পেইড সিগনেচারগুলোতে যোগ হবে তখন আপনি একটি বিশ্বস্ত ওয়ালেট এড্রেস ব্যবহার করবেন।
আমিও প্রথমে বিভিন্ন ওয়ালেট থেকে বিভিন্ন এড্রেস ব্যবহার করে সিগনেচার ক্যাম্পেইনের যোগ হতাম কিন্তু ফোরামের কিছু বড় ভাইয়ের কথামতো এখন আমি  Mycelium (সিগনেচার ক্যাম্পেইনের জন্য)Electrum (Bitcoin হোল্ড করার জন্য) এই দুটো ওয়ালেট ব্যবহার করি। আমার কাছে ইলেকট্র্রাম ওয়ালেটকে সব থেকে নিরাপদ মনে হয়।
আমি এইটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম কিন্তু আপনার কথাটি শুনে আমি চিন্তিত মুক্ত হলাম। যদি পরবর্তীতে সমস্যা না হয় তাহলে সেটা আমার জন্য অনেক ভালো হবে। তবে আমি ওই এড্রেসটি আর ব্যবহার করছি না পুনরায় আমি একটি Mycelium ওয়ালেট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি আর আমি মনে করি এই অনেকটি অনেক শক্তিশালী। দীর্ঘদিন হোল্ড করার জন্য এই সফটওয়্যার অনেকগুলো সবচেয়ে ভালো তবে আপনি যে এই দুটি ওয়ালেট ব্যবহার করেন এই দুটি ওয়ালেট ওই খুবই ভালো সবদিক থেকেই। আর আমার মনে হয় এই সফটওয়্যার ওয়ালেট গুলো ব্যবহার করা আমাদের সবার জন্যই ভালো হবে এবং এবং আমাদের অর্থ নিরাপদ রাখার জন্য শক্তিশালী ওয়ালেট ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যেহেতু আপনি ওয়ালেট কানেক্ট করে ফেলেছেন সেহেতু আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেই, আপনি এখানে সেখানে যে সকল লিংক দেওয়া থাকে অর্থাৎ Airdrops করার জন্য কোন Phishing website এ ওয়ালেট কানেক্ট করবেন না। মাঝে মাঝে ট্রাস্ট ওলেট হ্যাক হওয়ার কথা শোনা যায় শুধুমাত্র Phishing সাইটগুলোতে ওয়ালেট কানেক্ট করার জন্য।
আমি ওয়ালেট কানেক্ট করেছি কিন্তু আমার মনে হচ্ছে এই ওয়েবসাইটটি ভালো। আমি কখনোই এরকম ভুল করবোনা যেকোনো এয়ার্ড্রপ লিংক নিয়ে আমার ওয়ালেটে কানেক্ট করব। কেননা আমি এর আগে এরকম একটি ফেইক ইয়াড্রব এর সম্মুখীন হয়েছিলাম যেটিতে আমার অনেক বড় ক্ষতি হয়েছিল এবং আমার ওয়ালেট হ্যাক করে কিছু পরিমাণ ডলার নিয়ে গিয়েছিল। তারপর থেকে আমি কোন এয়ার্ডপে যুক্ত হই না এবং সব সময় এয়ার ড্রপ লিংক থেকে দূরেই থাকি। তবে সফটওয়্যার অনেকগুলো আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়।



বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা কেননা একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টি একদম আমার কাছে বাংলা ভাষার মতো মনে হচ্ছে কেননা পাকিস্তানি হানাদার বাহিনী আমার মায়ের ভাষা কেড়ে নেয়ার জন্য যেভাবে অমানসিক অত্যাচার নির্যাতন চালাতো ঠিক সেই ভাবে দীর্ঘ দু সপ্তাহ কাজ করার পর শুধুমাত্র কিছু বাংলা পোস্টের কারণে আমাকে ওয়ার্নিং সহ ক্যাম্পেইন থেকে বের করার নোটিশ দেওয়া হয়েছে।
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না ইনশাল্লাহ।
এটা সত্যিই খুবই দুঃখজনক একটি ব্যাপার। এই ফোরামে আরো অনেক সিগনেচার ক্যাম্পেইন আছে যেগুলোতে লোকাল বোর্ড এর পোস্ট পাঁচটি করে কাউন্ট করা হয় কিন্তু আপনি যে সিগনেচার ক্যাপ্টেনটিতে ঢুকেছে ওই ক্যাম্পেইন এর রুলস একেবারেই আলাদা। তবে আপনি দুই সপ্তাহ এত পরিশ্রম করার পরও যখন পেমেন্ট থেকে বঞ্চিত হয়েছেন এটা শুনে খুব দুঃখ লাগলো। বাংলা আমাদের মাতৃভাষা যার জন্য আমরা দীর্ঘ নয়মাস যুদ্ধ করেছি এই মাতৃভাষাকে পাবার জন্য। তবে আপনাকে যেভাবে এই বাংলা পোস্টের কারণে ওয়ার্নিং দিয়েছে তাই আমি মনে করি ঐরকম সিগনেচার ক্যাম্পেইনে থাকার চাইতে না থাকা অনেক ভালো। কেননা নিজের দেশের বোর্ডে পোস্ট করে যদি মনের ভাষাটায় প্রকাশ না করতে পারি তাহলে এই ফোরামের সময় দেওয়ার কোন মানেই হয় না। তো আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন অবশ্যই এটি যুক্তি কর আপনি এই সিগনেচার ক্যাম্পেইন থেকে চলে আসুন। কেননা যেখানে আমাদের মাতৃভাষাকে অসম্মান করা হয় সেখানে থাকার কোন প্রয়োজন নেই আমি আপনার জন্য দোয়া করি আপনি যাতে অতি শীঘ্রই ভাল একটি সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হতে পারেন।



কেউ কি আমাকে গুগল গিফ্ট কার্ড কেনা বেচার জন্য buysellvouchers.com এর মতো প্লাটফর্ম খুঁজে দিতে পারবেন ?
যারা কিনা কম চার্জ নেবে বাইসেল ভাওচার এর মতো ০.৪% বিক্রেতা ও ০.৩% ক্রেতার জন্য ।


গুগল গিফ্ট কার্ড কেনার জন্য buysellvouchers.com একটি ভাল প্লাটফর্ম হতে পারে, কেননা এটি বিভিন্ন ধরনের উপায়ে অনলাইন পেমেন্ট গ্রহণ করে এবং বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে। এটি ব্যবহারকারীদের কার্ড কেনার জন্য একটি সুরক্ষিত প্লাটফর্ম হিসাবে পরিচিত এবং স্বচ্ছতার দিক থেকে অত্যন্ত বিশ্বস্ততার জন্য জানা হয়।
তবে ক্রেতার দিক থেকে বিক্রেতাদের মূল্য কম হওয়া উপভোগ করা সম্ভব হতে পারে না। কারণ buysellvouchers.com ক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে না, তবে এটি বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে যারা গুগল গিফ্ট কার্ড বেচে থাকেন।
তবে আমি সুপারিশ করব যে আপনি যদি গুগল গিফ্ট কার্ড কেনার জন্য কোনও প্লাটফর্ম ব্যবহার করতে চান তবে আপনাকে সম্ভবত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চেক করা উচিত।
সম্পূর্ণ ChatGPT থেকে সংগ্রহ করা।
আপনি যে পোস্টটি করেছেন তা ঠিক আছে কিন্তু আপনার একটি ভুল হল কপি পেস্ট করা। কেননা আপনি যদি কপি পেস্ট করেন তাহলে ভবিষ্যতে আপনার আইডি র জন্য বিশাল একটি রিক্স থেকে যাবে। তাই আমি মনে করি আপনার মনের থেকে এবং জ্ঞান করে পোস্ট করুন। এরকম chatgpt থেকে পোস্ট করলে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্ট ব্যান ও হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হন এবং নিজের জ্ঞানে পোস্ট করে যান এবং কোন কিছু না বুঝলে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিবেন এখানে আপনার যেকোনো বিষয়ে জানার থাকলে বলবেন সকলেই আপনাকে সাহায্য সহযোগিতা করবে।
ধন্যবাদ।
member
Activity: 121
Merit: 25
April 26, 2023, 11:50:48 AM
কেউ কি আমাকে গুগল গিফ্ট কার্ড কেনা বেচার জন্য buysellvouchers.com এর মতো প্লাটফর্ম খুঁজে দিতে পারবেন ?
যারা কিনা কম চার্জ নেবে বাইসেল ভাওচার এর মতো ০.৪% বিক্রেতা ও ০.৩% ক্রেতার জন্য ।


গুগল গিফ্ট কার্ড কেনার জন্য buysellvouchers.com একটি ভাল প্লাটফর্ম হতে পারে, কেননা এটি বিভিন্ন ধরনের উপায়ে অনলাইন পেমেন্ট গ্রহণ করে এবং বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে। এটি ব্যবহারকারীদের কার্ড কেনার জন্য একটি সুরক্ষিত প্লাটফর্ম হিসাবে পরিচিত এবং স্বচ্ছতার দিক থেকে অত্যন্ত বিশ্বস্ততার জন্য জানা হয়।
তবে ক্রেতার দিক থেকে বিক্রেতাদের মূল্য কম হওয়া উপভোগ করা সম্ভব হতে পারে না। কারণ buysellvouchers.com ক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে না, তবে এটি বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে যারা গুগল গিফ্ট কার্ড বেচে থাকেন।
তবে আমি সুপারিশ করব যে আপনি যদি গুগল গিফ্ট কার্ড কেনার জন্য কোনও প্লাটফর্ম ব্যবহার করতে চান তবে আপনাকে সম্ভবত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চেক করা উচিত।
সম্পূর্ণ ChatGPT থেকে সংগ্রহ করা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 26, 2023, 09:56:14 AM
আমরা সাধারণত জানি যে কেউ যদি avatar পরিধারণ করতে চাই তাহলে তাকে একটি মিনিমাম rank অর্জন করতে হয় যা হলো full member এই rank অর্জন এর পূর্বে কেউ avatar পরিধারণ করতে পারবে না ।। কিন্তু ফোরাম এ আগে এরকম কিছু নিয়ম ছিল হয়তোবা জে নবাগত রাও avatar পরিধারণ করতে পারবে ।। আমি কিছু একাউন্ট দেখেছি যারা full member rank না হওয়া সত্বেও তারা avatar পরিধারণ করে আছে ।। আমি নিচে আইডি গুলো উপস্থাপন করেছি।।
২০১৩ সালে থিমস ফোরামে avatar অফ করে দেয়। ২০১৫ সালে আবার পুনরায় চালু করে, তবে তখন নিয়ম করে শুধু ফুল মেম্বাররা ব্যবহার করতে পারবে এই সুবিধা। আগে যাদের avatar ছিল তাদেরগুলো আর রিমুভ হয় নি। এখনো আছে।
newbie
Activity: 4
Merit: 0
April 26, 2023, 06:01:49 AM
কেউ কি আমাকে গুগল গিফ্ট কার্ড কেনা বেচার জন্য buysellvouchers.com এর মতো প্লাটফর্ম খুঁজে দিতে পারবেন ?
যারা কিনা কম চার্জ নেবে বাইসেল ভাওচার এর মতো ০.৪% বিক্রেতা ও ০.৩% ক্রেতার জন্য ।
member
Activity: 406
Merit: 27
Be Happy ☺️
April 26, 2023, 04:29:28 AM
আমরা সাধারণত জানি যে কেউ যদি avatar পরিধারণ করতে চাই তাহলে তাকে একটি মিনিমাম rank অর্জন করতে হয় যা হলো full member এই rank অর্জন এর পূর্বে কেউ avatar পরিধারণ করতে পারবে না ।। কিন্তু ফোরাম এ আগে এরকম কিছু নিয়ম ছিল হয়তোবা জে নবাগত রাও avatar পরিধারণ করতে পারবে ।। আমি কিছু একাউন্ট দেখেছি যারা full member rank না হওয়া সত্বেও তারা avatar পরিধারণ করে আছে ।। আমি নিচে আইডি গুলো উপস্থাপন করেছি।।

1. hook  Rank : Newbie   Total earned merit : 0 Trust : ( +0 / =0 / -0)

 

2. coinonymous Rank : Newbie
Total earned merit : 0 Trust:  ( +0 /=0 /-0)


3. Paperweight Rank : Jr.Member  Total earned merit : 38 Trust: (+0 /=0 /-0)



4. Houdini Rank: Member Total earned merit: 10 Trust: (+0 /=0 /-0)



5. ericools Rank: Member Total earned merit: 10  Trust : (+0 /=0 /-0)

 

member
Activity: 168
Merit: 58
April 26, 2023, 01:47:24 AM
বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা কেননা একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টি একদম আমার কাছে বাংলা ভাষার মতো মনে হচ্ছে কেননা পাকিস্তানি হানাদার বাহিনী আমার মায়ের ভাষা কেড়ে নেয়ার জন্য যেভাবে অমানসিক অত্যাচার নির্যাতন চালাতো ঠিক সেই ভাবে দীর্ঘ দু সপ্তাহ কাজ করার পর শুধুমাত্র কিছু বাংলা পোস্টের কারণে আমাকে ওয়ার্নিং সহ ক্যাম্পেইন থেকে বের করার নোটিশ দেওয়া হয়েছে।
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না ইনশাল্লাহ।
এর জন্যই ভাই আপনাকে লোকাল কমিউনিটিতে দেখতে পারছি না,  কথাটি শুনে অত্যন্ত ভালো লাগলো, যে আপনি বাংলা ভাষায় পোস্ট দিতে না পেরে ঐ সিগনেচার থেকে বের হতে যাচ্ছেন। আপনার মত সিনিয়র ভাইয়েরা আমাদের লোকাল কমিউনিটি উজ্জ্বল করে রেখেছে। আপনারা না থাকলে লোকাল কমিউনিটি অন্ধকার অন্ধকার লাগে। তবু ভাই বসে থাকলে তো আর হবে না, এখন যদি কোন ভাল সিগনেচার ক্যাম্পেইন থাকে তাহলে ওইটা বাদ দিয়া অন্য জায়গায় এড হতে পারেন। ঐরকম ব্যবস্থা না হয় তাহলে আপনি যে ক্যাম্পিয়ানে আছেন ওইটাই থাকেন, যতদিন না ভালো একটি সিগনেচার ক্যাম্পেইনে অ্যাড হতে না পারেন ততদিন আপনি আমাদের লোকাল কমিউনিটিতে পোস্ট নাই দিলেন। যেহেতু আপনি ওই সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পান না।
আপাতত আমি কয়েকদিন বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একটু কম পোস্ট করব কেননা আমার Gambling section পোস্ট সংখ্যা কমে গেছে। তবে আমার কমিউনিটির নোটিফিকেশন আমার মোবাইলে আসলে আমি পোস্ট করা থেকে নিজেকে বিরত রাখতে পারি না।
আপনার কথা কি বলবো বলার ভাষা নেই। আপনি আমাদের লোকাল কমিউনিটির সকল সদস্যকেই সব সময় সহযোগিতা করে থাকেন। আপনারা আছেন বলেই আমাদের মত ছোট ছোট ইউজাররা বাংলা লোকাল কমিউনিটিতে পোস্ট করতে আগ্রহ বেড়ে যায়। আমরা কোন বিষয় অজ্ঞাত থাকলে লোকাল কমিউনিটিতে পোস্ট করে বললে সাথে সাথে সমাধান পেয়ে যাই। যতই ব্যস্ত থাকেন না কেন আপনারা ছোট ভাইদের কে ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার চেষ্টা করবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 26, 2023, 01:21:40 AM
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না ইনশাল্লাহ।
আপনার এই শেষের কথাটি আমার কাছে একদিকে যেমন খুব ভালো লেগেছে ঠিক অন্যদিকে একটু ব্যতিক্রম লেগেছে। যেহেতু আপনার ইনকামের জন্য ওই সিগনেচার ক্যাম্পেইন টা জরুরি ঠিক তেমনি আপনার কমিউনিটির মানুষের সাথে সময় দেওয়ার জন্য বাংলাতে পোস্ট করাও কিছুটা জরুরি। তবুও এই নয় যে আপনাকে এখানে পোস্ট করতেই হবে। আপনি আপনার সিগনেচার ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী যে কয়টা পোস্ট নিয়ম অনুসারি করতে বলা হয়েছে সেখানে আগে কমপ্লিট করে নেন তারপর সময় পেলে এখানে পোস্ট করবেন সময় না পেলে করবেন না। এখানে আপনাকে কেউ পোস্ট না করলে বলবে না যে পোস্ট করেন না কেন। তবে আপনার ক্ষতি হোক এটা বাংলা কমিউনিটির থেকেও কেউ চাইবে না। তাই আগে আপনার ঘর তারপরে অন্যের ঘর রক্ষা করুন।

আপাতত আমি কয়েকদিন বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একটু কম পোস্ট করব কেননা আমার Gambling section পোস্ট সংখ্যা কমে গেছে। তবে আমার কমিউনিটির নোটিফিকেশন আমার মোবাইলে আসলে আমি পোস্ট করা থেকে নিজেকে বিরত রাখতে পারি না।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 26, 2023, 01:14:26 AM
বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা কেননা একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টা ব্যক্তিগতভাবে না নেয়া ভালো। কারণ, এইখানে যারা সিগ্নেচার ক্যাম্পেইন এর মাধ্যমে তাদের প্রজেক্ট প্রমোট করে তারা চায় মাক্সিমাম ROI, যার কারনে হতে পারে কিছু লোকাল বোর্ড তাদের টার্গেট মার্কেট না। আবার এমনও হতে পারে ক্যাম্পেইন ম্যানেজার বিভিন্ন ভাষা না বোঝার কারনে বিভিন্ন লোকাল ভাষা পরিহার করে থাকে।
আপনি যেটা করতে পারেন, আপনার সাপ্তাহিক পোস্ট যা লাগবে সেগুলো গ্লোবাল বোর্ডে করুন। এর পাশাপাশি এইখানেও পোস্ট করুন। বেশিরভাগ মানুষ ক্যাম্পেইন এ ২০ টা পোস্ট চাইলে তারা ঠিক ২০-২২ টা পোস্টই করে। এইটা কোন ম্যানেজারই কিংবা প্রজেক্ট টিম চায় না। আমাদের উচিত যতগুলো পোস্ট রিকুয়েস্ট করবে তার চেয়ে বেশি পোস্ট করা। Hhampuz গতকাল বা পরশু দেখলাম রোলবিট ক্যাম্পেইন থেকে অনেকজনকে বাদ দিয়েছে। এর কারণ, সবাই ১৫ টা পোস্ট করত। আমার দেখা ক্যাম্পেইন এর মধ্যে ওইটার নিয়ম মানা খুব সহজ, তবে সবাই যদি এক্সাক্ট ১৫ টা করে পোস্ট করে তাহলে তাদের আসলে লাভ নেই। সিগ্নেচার ক্যাম্পেইন এ নিয়ম করে দেয়ার কারণ কি? যাতে মানুষ কাজ না করে পেমেন্ট নিতে না পারে। আমাদের উচিত এই ফোরামকে নিজেদের জ্ঞান আহরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা কিংবা ক্রিপ্টোকারেন্সি কম্যুনিটি হিসেবে ব্যবহার করা। সিগ্নেচার ক্যাম্পেইনকে একটা বাড়তি সুবিধা হিসেবে নেয়া।
sr. member
Activity: 1386
Merit: 451
April 26, 2023, 01:02:01 AM
বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা কেননা একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টি একদম আমার কাছে বাংলা ভাষার মতো মনে হচ্ছে কেননা পাকিস্তানি হানাদার বাহিনী আমার মায়ের ভাষা কেড়ে নেয়ার জন্য যেভাবে অমানসিক অত্যাচার নির্যাতন চালাতো ঠিক সেই ভাবে দীর্ঘ দু সপ্তাহ কাজ করার পর শুধুমাত্র কিছু বাংলা পোস্টের কারণে আমাকে ওয়ার্নিং সহ ক্যাম্পেইন থেকে বের করার নোটিশ দেওয়া হয়েছে।
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না ইনশাল্লাহ।
Jump to: