Author

Topic: বাংলা (Bengali) - page 392. (Read 5781331 times)

jr. member
Activity: 378
Merit: 2
December 23, 2020, 01:03:23 AM
আমি বিটকয়েনের নতুন আমি কিভাবে পোস্ট করব আমি কোন নিয়ম জানিনা আমাকে কেউ বলবেন কিভাবে পোস্ট করতে হয়।
member
Activity: 1806
Merit: 15
🪙 🪙 🪙 🪙
December 23, 2020, 12:37:23 AM
আমি নিজে চিন্তা করতে পারতেছিনা যে ট্রাস্ট ওয়ালেট এর মত এত বড় মাপের কোম্পানির  ফেইক অ্যাপস গুগোল প্লেস্টরে থাকতে পারে। এটা অনেকটা অবাক করার মত তথ্য
প্লে স্টোরে আরো বড় কোম্পানির ফেইক এপস আছে। বেশিরভাগ ওয়ালেটের ফেইক এপস আছে সেখানে। এইটা অবাক করার মত কিছু না বরং যদি কোন ফেইক এপস না থাকে সেটাই অবাক হওয়ার বিষয়। প্লেস্টোরে এত বেশি এপস আপলোড হয় যে তাদের ম্যানুয়ালী চেক করা হয় না। তাই স্ক্যামাররা ফেইক এপস আপলোড করতে পারে।

অ্যান্ড্রয়েড হল একটি মুক্ত অপারেটিং সিস্টেম। যার কারনে এই রকম হাজার হাজার ফ্যাক অ্যাপ প্লে স্টোরে আছে। যে কোন অ্যাপ ডেপলপার নতুন অ্যাপ তৈরী করে প্লে স্টোরে রিলিজ করতে পারে।
তাই আমাদের সবার উচিৎ, যে কোন অ্যাপ ডাইনলোড করলে অবশ্যই তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 22, 2020, 09:47:59 PM
আমি নিজে চিন্তা করতে পারতেছিনা যে ট্রাস্ট ওয়ালেট এর মত এত বড় মাপের কোম্পানির  ফেইক অ্যাপস গুগোল প্লেস্টরে থাকতে পারে। এটা অনেকটা অবাক করার মত তথ্য
প্লে স্টোরে আরো বড় কোম্পানির ফেইক এপস আছে। বেশিরভাগ ওয়ালেটের ফেইক এপস আছে সেখানে। এইটা অবাক করার মত কিছু না বরং যদি কোন ফেইক এপস না থাকে সেটাই অবাক হওয়ার বিষয়। প্লেস্টোরে এত বেশি এপস আপলোড হয় যে তাদের ম্যানুয়ালী চেক করা হয় না। তাই স্ক্যামাররা ফেইক এপস আপলোড করতে পারে।
jr. member
Activity: 422
Merit: 1
December 22, 2020, 04:30:56 PM
কিছুদিন আগে ফেক ট্রাস্ট ওয়ালেট নিয়ে  LbtalkL একটি টপিক তৈরি করেছিল।
টপিক: Beware there is fake Trustwallet App circulating on Playstore!

এরপর এই ফেক অ্যাপ সম্পর্কে রির্পোট করা হয়েছিল এবং এই রির্পোটের পরিপ্রেক্ষিতে playstore থেকে অ্যাপটি সরানো হয়েছিল। মাত্র চার মাসের ব্যবধানে playstore এ আরো তিনটি ফেক ট্রাস্ট ওয়ালেট রিলিজ করা হয়েছে যার দুইটিই এই ডিসেম্বর মাসে।

ফেক ট্রাস্ট ওয়ালেট:
1.


গুগল প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=com.my.trustwallet

2.

গুগল প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=com.wallet.trustwallet

3.

গুগল প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=blockwallet20.bitcoin.wallet.btc


আসল ট্রাস্ট ওয়ালেট:


গুগল প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=com.wallet.crypto.trustapp

অফিসিয়াল ওয়েবসাইট:
https://trustwallet.com/

ভেরিফাইড টুইটার:
https://mobile.twitter.com/trustwalletapp

ডেভেলপার:


বিস্তারিত জানতে নিচের টপিকটি পড়ুন where to download trust wallet

যেই পোস্ট আপনি করেছেন ভাই এই পোস্টাটা  অনেক গুরুত্বপূর্ণ পোস্ট ছিল। আমি নিজে চিন্তা করতে পারতেছিনা যে ট্রাস্ট ওয়ালেট এর মত এত বড় মাপের কোম্পানির  ফেইক অ্যাপস গুগোল প্লেস্টরে থাকতে পারে। এটা অনেকটা অবাক করার মত তথ্য এবং অনেক বেশি উপকারী পোস্ট ছিল যার মাধ্যমে অনেক মানুষ জানতে পারবে আসল ওয়ালেট কোনটা আর ফেইক ওয়ালেট কোনটা। ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
jr. member
Activity: 266
Merit: 1
December 22, 2020, 12:22:55 PM
ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে।



ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা। যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব। যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি মার্কেটি পরিণত হয়েছে।
jr. member
Activity: 266
Merit: 1
December 22, 2020, 12:06:04 PM
এখানে ভাল ট্রেড বুঝেন এমন কেউ থাকলে বলবেন দয়া করে আমার ডলার সব ইউএসডি করা, আমি বিটিসি করতে চাচ্ছি,এখন কী বিটিসি করে রাখাটা রিস্ক হয়ে যাবে?
এখন বিটকয়েন ইউএসডি করাটা সবচেয়ে বড় বোকামি হবে।কারণ এখন বিটকয়েনের দাম টা অনেক ওপরে তাই এখনি USD করাটা ঠিক হবে না।
আপনি এক কাজ করতে পারেন টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আপনার ট্রেডিং সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারেন সে ক্ষেত্রে আপনি অনেক লাভবান হতে পারবেন আশা করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ভাল একটি পরামর্শ দেওয়ার জন্য,  টেকনিক্যাল এনালাইসিস কী ভাবে শিখবো এবং কোথায় শিখবো দয়াকরে যদি বলতেন?
টেকনিক্যাল এনালাইসিস কী :

কোন একটি শেয়ারের বাজার দরের পরিবর্তন, অতীত ইতিহাস, গতি প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিয়ে শেয়ারটির ভবিষ্যৎ সম্ভাব্য দর কেমন হতে পারে তা অনুমান করাকেই মূলত টেকনিক্যাল এনালাইসিস বলে।

এনালাইসিস কত প্রকার:

এনালাইসিস দুটি অংশে বিভক্ত।

১. ফান্ডামেন্টাল এনালাইসিস (Fundamental)

২. টেকনিক্যাল এনালাইসিস (Technical)

ফান্ডামেন্টাল এনালাইসিস (Fundamental Analysis):


ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে মূলত বুঝায় একটি প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ড কেমন চলছে এবং ভবিষ্যতে ঐ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন হতে পারে এই বিষয় গুলি বিবেচনা করা। অর্থাৎ প্রতিষ্ঠানের বর্তমান ইপিএস (Earning Per Share), পিই রেশিও (Price Earning Ratio), এনএভি (Net Asset value), ডিভিডেন্ড পে আউট রেশিও ইত্যাদি বিষয় গুলো বিবেচনা  করে তার ভ্যালুয়েসন করাই হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস ।

টেকনিক্যাল এনালাইসিস (Techncial Analysis):


টেকনিক্যাল এনালাইসিস মূলত একটি শেয়ারের দামের পরিবর্তন (Price Movement) এবং গতিপ্রকৃতি লক্ষ্য করে ভবিষ্যতে একটি শেয়ারটির মূল্য কেমন হতে পারে সেই বিষয়টি অনুমান করা। একজন এনালিস্ট সাধারণত চার্ট ব্যাবহার করে একটি বাজারের দামের পরিবর্তন (Price Movement) বোঝার চেষ্টা করে থাকেন । এই চারটের মাধ্যমে আসলে আপনি বিভিন্ন ধরনের প্যাটার্ন (Pattern) এবং ট্রেন্ড (Trend) বুঝতে পারবেন যা আপনার বিনিয়োগের সুযোগ গুলো আরও বাড়িয়ে দিবে । এক কথায় বলা যায় টেকনিক্যাল এনালাইসিসে মুল্যের (Price) গতিই পর্যবেক্ষ্ণণ করা হয় এবং চার্ট-ই হচ্ছে এর প্রাথমিক উপাদান । অন্যভাবে বলা যায় টেকনিক্যাল এনালাইসিস = চার্ট।


আবার,
টেকনিক্যাল এনালাইসিস শেয়ার বাজারের তিনটি নীতির উপর নির্ভরশীলঃ

আরো বিস্তারিত জানতে
 

https://www.dailystockbangladesh.com/%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%9F%E0%A7%87/
jr. member
Activity: 118
Merit: 1
December 22, 2020, 12:02:42 PM
গতকাল কেউ Ledger database ফাঁসকে সর্বজনীন করে দিয়েছিল। এখন এটি সবার কাছে অ্যাক্সেসযোগ্য। 1,075,382 ইমেল ঠিকানা এবং 272,853 গ্রাহকের ব্যক্তিগত বিবরণ রয়েছে।
যদি আপনি একটি Ledger গ্রাহক হন, তবে আপনি আরও অনেক ফিশিং ইমেল / টেক্সট বার্তা পাবেন।

visit - https://www.ledger.com/message-ledgers-ceo-data-leak
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 22, 2020, 06:28:42 AM
আপনাকে এক্ষেত্রে জানতে হবে ইনপুট কি, আউটপুট কি, কয়েনও কনট্রোল কি।
ইনপুট আউটপুট নয়ে আপনার আর্টিকেলটা এইখানে লিংক করে দিলেই পারতেন, তাহলে খুবই সহজ হয়ে যেত অন্যদের বোঝার জন্য। আপনার আর্টিকেল- https://bitcointalksearch.org/topic/m.51289995
শুধু ইলেকট্রাম না, বিটকয়েন কোর ওয়ালেটেও এইসব অপশন আছে। আর একটি তথ্য যোগ করতে চাই, অনেকেই ৫৪৬ সাতশি থেকে বেশি এমাউন্ট ব্যবহার করে ডাস্ট এর জন্য।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 21, 2020, 07:59:04 PM
কিছুদিন আগে ফেক ট্রাস্ট ওয়ালেট নিয়ে  LbtalkL একটি টপিক তৈরি করেছিল।
টপিক: Beware there is fake Trustwallet App circulating on Playstore!

এরপর এই ফেক অ্যাপ সম্পর্কে রির্পোট করা হয়েছিল এবং এই রির্পোটের পরিপ্রেক্ষিতে playstore থেকে অ্যাপটি সরানো হয়েছিল। মাত্র চার মাসের ব্যবধানে playstore এ আরো তিনটি ফেক ট্রাস্ট ওয়ালেট রিলিজ করা হয়েছে যার দুইটিই এই ডিসেম্বর মাসে।

ফেক ট্রাস্ট ওয়ালেট:
1.


গুগল প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=com.my.trustwallet

2.

গুগল প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=com.wallet.trustwallet

3.

গুগল প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=blockwallet20.bitcoin.wallet.btc


আসল ট্রাস্ট ওয়ালেট:


গুগল প্লে স্টোর লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=com.wallet.crypto.trustapp

অফিসিয়াল ওয়েবসাইট:
https://trustwallet.com/

ভেরিফাইড টুইটার:
https://mobile.twitter.com/trustwalletapp

ডেভেলপার:


বিস্তারিত জানতে নিচের টপিকটি পড়ুন where to download trust wallet
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
December 21, 2020, 02:19:08 PM
আমরা অনেকেই মনে করি বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করা মানে সম্পুর্ন গোপনীয় লেনদেন করা । বাস্তবিক পক্ষে তা ভিন্ন । বিটকয়েন ব্লকচেইন হল একটি পাবলিক এবং স্বচ্ছ চেইন যেখানে সবাই একে অন্যের এড্রেসের ব্যালেন্স দেখতে পারে এবং তা দিয়ে কে কি করছে জানতেও পারে। যেমন আপনি যদি আমার কোন এড্রেস চিনে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন আমি কাকে বিটিসি পাঠাইলাম কিংবা কে আমাকে পাঠাইল।
যদিও আমার মনে হয় না আমাদের এইরকম কেউ ট্র্যাকিং করে থাকে, কারণ আমরা খুব গুরুত্বপুর্ন ব্যক্তি নই। তবু জেনে রাখা ভালো, কে জানে হয়ত ভবিষ্যতে আমাদের কেউই হবে বাংলাদেশের ধনী ব্যক্তিদের একজন। তখন অবশ্যই সবাই তার পিছনে লাগবে এবং তার যদি বিটকয়েন থাকে তাকে ট্র্যাকিং করার চেষ্টা করবে। এই ট্র্যাকিং এর অন্যতম সহজ উপায় হল ডাস্ট এটাক। ডাস্ট বলতে আমরা সাধারণত ময়লা বুঝি। অনেকটা তাই এই ক্ষেত্রেও। বিটকয়েনে সর্বনিন্ম লেনদেন ৫৪৬ সাতশি বা ০.০০০০০৫৪৬ বিটিসি । কাস্টোডিয়াল ওয়ালেট বা অফচেইন লেনদেন এর ক্ষেত্রে তা ভিন্ন যদিও। প্রসঙ্গে ফিরে যাই। যারা কোন এড্রেস এর লেনদেন ট্র্যাকিং করতে চায় তারা এইরকম ছোট এমাউন্ট বিটিসি ওই এড্রেসে পাঠায়। যদিও একমুহুর্তের জন্য আপনার মনে হতে পারে বিটিসি রিসিভ করলে ভালো, আসলে তা না। এর প্রথম কারণ, আপনাকে ট্র্যাকিং করা তাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। আপনি যদি ওই বিটিসি ব্যবহার করেন তাহলে তাদের প্রোগ্রাম তাদেরকে নোটিফিকেশন দেবে আপনি বিটিসি কোথায় পাঠাচ্ছেন। আপনার এড্রেসের ট্র্যাকিং রাখার জন্যেই এইরকম ডাস্ট এটাক হয়ে থাকে। এইরকম ডাস্ট এটাক আবার অন্য দিক থেকেও খারাপ। যেমন- আপনার ফি নির্ভর করে ইনপুট এবং আউটপুটের উপর। এখন আপনি যদি ডাস্ট এটাক থেকে রিসিভ করা বিটিসি ইনপুটে দেন তাহলে দেখা যাবে ৫৪৬ সাতশি থেকে বেশি ফি আপনি ৫৪৬ সাতশির জন্যেই দিচ্ছেন। উল্টো লস।

কিভাবে পরিত্রাণ পাবেন?
আপনাকে এক্ষেত্রে জানতে হবে ইনপুট কি, আউটপুট কি, কয়েনও কনট্রোল কি। আপনি চাইলে যে কোন ইনপুট ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। ইলেকট্রাম ওয়ালেটের মাধ্যমে আপনি উক্ত দাস্ত এটাকের ইনপুটটি ফ্রিজ কয়রে রাখবেন, মানে যাতে ব্যবহার না করা যায় তার জন্য লক কয়রে রাখবেন। তাহলেই সেই ইনপুট আপনার অন্য বিটকয়েনের সাথে মিশতে পারবে না।
sr. member
Activity: 1372
Merit: 322
December 21, 2020, 11:00:15 AM
আজ অনেকেই বাইন্যান্স একাউন্টে TWT (TrustWallet) টোকেন পাইছেন। আর তার পর থেকেই এর প্রাইস হু হু করে বাড়তে লেগেছে। বলা যায়, এই প্রথম বাইন্যান্স কোন টোকেন এ্যড করার পূর্বে দারুন একটা হিন্ট দিয়েছে।
এখন বিষয় হচ্ছে যেভাবে দাম বাড়ছে লিস্ট হওয়ার আসাই তাতে লিস্ট হতে দেরি হলে আরেকটা ডামপ দিতে পারে। তাই সকলেই সতর্ক হয়ে ক্রয় করবেন।
অন্যান্য এক্সচেঞ্জে লিকুইডিটি কেমন? আমি খুব একটা জানি না৷ তবে লিকুইডিটি ভালো থাকলে প্রবলেম নেই। বাইন্যান্স কি কখন লিস্ট করবে কিছু বলে নাই? ডিস্ট্রিবিউশন হয়ে গেলে খুব শীঘ্রই করে ফেলবে আশা করি।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 21, 2020, 10:39:13 AM
আজ অনেকেই বাইন্যান্স একাউন্টে TWT (TrustWallet) টোকেন পাইছেন। আর তার পর থেকেই এর প্রাইস হু হু করে বাড়তে লেগেছে। বলা যায়, এই প্রথম বাইন্যান্স কোন টোকেন এ্যড করার পূর্বে দারুন একটা হিন্ট দিয়েছে।
এখন বিষয় হচ্ছে যেভাবে দাম বাড়ছে লিস্ট হওয়ার আসাই তাতে লিস্ট হতে দেরি হলে আরেকটা ডামপ দিতে পারে। তাই সকলেই সতর্ক হয়ে ক্রয় করবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 21, 2020, 04:21:25 AM
বর্তমানে মার্কেটের যে অবস্থা বিরাজ করতেছে এ অবস্থায় 90 পারসেন্ট সম্ভাবনা মার্কেট নিচের দিকে নামার।  তার চাইতে উনি যদি ইউএসডি করে রাখে তখন মার্কেট নামার পরে ভালো ধরনের প্রফিট করতে পারবে।
এইটার ব্যাকডোর হচ্ছে যখন দেখবেন দাম বেড়ে যাচ্ছে তখন আপনি এন্ট্রি নেবেন না এই ভেবে যে দাম কমবে আর তার পর আরো দাম বাড়লে তখন এন্ট্রি নেয়াটাই কষ্টকর। কম দাম বিক্রি করে বেশি দামে এন্ট্রি নেয়ার মানে হয় না। বর্তমান মার্কেট কন্ডিশন এমন যে এখন মার্কেট থেকে আউট হওয়ার কোন মানে হয় না।
এই অবস্থায় স্টপ লস স্ট্রাটেজি ফলো করা যায়, যেটা আপনাকে একটা নির্দিষ্ট লেভেলের আগে সেল করতে দেবে।
copper member
Activity: 550
Merit: 10
December 21, 2020, 01:44:00 AM
এখানে ভাল ট্রেড বুঝেন এমন কেউ থাকলে বলবেন দয়া করে আমার ডলার সব ইউএসডি করা, আমি বিটিসি করতে চাচ্ছি,এখন কী বিটিসি করে রাখাটা রিস্ক হয়ে যাবে?
এখন মার্কেটে যে অবস্থা বিরাজ করতেছে তা দেখে বুঝা যাচ্ছে মার্কেট উপরের দিকে উঠার চাইতে নিচের দিকে নামার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনার সবচাইতে ভালো হয় আপনি যদি ইউএসডি করে রাখেন। এর চাইতে ভালো পরামর্শ বর্তমান সময়ে আমার কাছে আর নাই।
মার্কেট নিচের দিকে যাবে? কি বলেন? আমার এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে অন্তত আরো এক সপ্তাহ মার্কেট আপ থাকবে। এত তাড়াতাড়ি ধসে পড়বে বলে মনে হচ্ছে না। $২৩০০০ এ বিটিসি কিন্তু অনেক স্টাবল। যেমনটা আমরা আগে দেখিনি। ২০১৭ সালে বিটকয়েন $১৬০০০ এর উপরে ছিল মাত্র নয়দিন সম্ভবত। কিন্তু এখন যদি আমরা দেখি, মার্কেট অনেক ভালো অবস্থানে আছে এবং কাল রাতে নতুন একটা পাম্পের আভাস দেখা গিয়েছে।
সে যাই হোক, সবাই নিজের জ্ঞানকে কাজে লাগান। এইসব ব্যাপারে কখনো অন্যের উপর নির্ভর করবেন না।
আমি ওনাকে  বলেছিলাম মার্কেট নিচের দিকে নামার  সম্ভাবনা বেশি। বর্তমানে মার্কেটের যে অবস্থা বিরাজ করতেছে এ অবস্থায় 90 পারসেন্ট সম্ভাবনা মার্কেট নিচের দিকে নামার।  তার চাইতে উনি যদি ইউএসডি করে রাখে তখন মার্কেট নামার পরে ভালো ধরনের প্রফিট করতে পারবে।
hero member
Activity: 1498
Merit: 537
December 20, 2020, 11:49:43 AM
এখানে ভাল ট্রেড বুঝেন এমন কেউ থাকলে বলবেন দয়া করে আমার ডলার সব ইউএসডি করা, আমি বিটিসি করতে চাচ্ছি,এখন কী বিটিসি করে রাখাটা রিস্ক হয়ে যাবে?
এখন মার্কেটে যে অবস্থা বিরাজ করতেছে তা দেখে বুঝা যাচ্ছে মার্কেট উপরের দিকে উঠার চাইতে নিচের দিকে নামার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনার সবচাইতে ভালো হয় আপনি যদি ইউএসডি করে রাখেন। এর চাইতে ভালো পরামর্শ বর্তমান সময়ে আমার কাছে আর নাই।
মার্কেট নিচের দিকে যাবে? কি বলেন? আমার এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে অন্তত আরো এক সপ্তাহ মার্কেট আপ থাকবে। এত তাড়াতাড়ি ধসে পড়বে বলে মনে হচ্ছে না। $২৩০০০ এ বিটিসি কিন্তু অনেক স্টাবল। যেমনটা আমরা আগে দেখিনি। ২০১৭ সালে বিটকয়েন $১৬০০০ এর উপরে ছিল মাত্র নয়দিন সম্ভবত। কিন্তু এখন যদি আমরা দেখি, মার্কেট অনেক ভালো অবস্থানে আছে এবং কাল রাতে নতুন একটা পাম্পের আভাস দেখা গিয়েছে।
সে যাই হোক, সবাই নিজের জ্ঞানকে কাজে লাগান। এইসব ব্যাপারে কখনো অন্যের উপর নির্ভর করবেন না।
অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে সেলিব্রিটি সবাই বিটকয়েন hype তৈরী করতে সাহায্য করছে। আমি টুইটার এ অনেক বড়ো বড়ো কোম্পানি দের বিটকয়েন এ কে কত ক্যাপিটাল ইনভেস্ট করছে তা দেখছি। আমার মনে হয় না এসব প্রতিষ্ঠান শর্ট প্রফিট এ বিটকয়েন এর মার্কেট ডাম্প করবে। বিটকয়েন এর মার্কেট যদি এই জায়গায় স্ট্যাবল থাকে তাহলেও অল্ট season rally করতে পারে।
sr. member
Activity: 1372
Merit: 322
December 20, 2020, 07:43:55 AM
এখানে ভাল ট্রেড বুঝেন এমন কেউ থাকলে বলবেন দয়া করে আমার ডলার সব ইউএসডি করা, আমি বিটিসি করতে চাচ্ছি,এখন কী বিটিসি করে রাখাটা রিস্ক হয়ে যাবে?
এখন মার্কেটে যে অবস্থা বিরাজ করতেছে তা দেখে বুঝা যাচ্ছে মার্কেট উপরের দিকে উঠার চাইতে নিচের দিকে নামার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনার সবচাইতে ভালো হয় আপনি যদি ইউএসডি করে রাখেন। এর চাইতে ভালো পরামর্শ বর্তমান সময়ে আমার কাছে আর নাই।
মার্কেট নিচের দিকে যাবে? কি বলেন? আমার এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে অন্তত আরো এক সপ্তাহ মার্কেট আপ থাকবে। এত তাড়াতাড়ি ধসে পড়বে বলে মনে হচ্ছে না। $২৩০০০ এ বিটিসি কিন্তু অনেক স্টাবল। যেমনটা আমরা আগে দেখিনি। ২০১৭ সালে বিটকয়েন $১৬০০০ এর উপরে ছিল মাত্র নয়দিন সম্ভবত। কিন্তু এখন যদি আমরা দেখি, মার্কেট অনেক ভালো অবস্থানে আছে এবং কাল রাতে নতুন একটা পাম্পের আভাস দেখা গিয়েছে।
সে যাই হোক, সবাই নিজের জ্ঞানকে কাজে লাগান। এইসব ব্যাপারে কখনো অন্যের উপর নির্ভর করবেন না।
jr. member
Activity: 406
Merit: 1
December 20, 2020, 07:39:28 AM
এখানে ভাল ট্রেড বুঝেন এমন কেউ থাকলে বলবেন দয়া করে আমার ডলার সব ইউএসডি করা, আমি বিটিসি করতে চাচ্ছি,এখন কী বিটিসি করে রাখাটা রিস্ক হয়ে যাবে?
এখন বিটকয়েন ইউএসডি করাটা সবচেয়ে বড় বোকামি হবে।কারণ এখন বিটকয়েনের দাম টা অনেক ওপরে তাই এখনি USD করাটা ঠিক হবে না।
আপনি এক কাজ করতে পারেন টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আপনার ট্রেডিং সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারেন সে ক্ষেত্রে আপনি অনেক লাভবান হতে পারবেন আশা করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ভাল একটি পরামর্শ দেওয়ার জন্য,  টেকনিক্যাল এনালাইসিস কী ভাবে শিখবো এবং কোথায় শিখবো দয়াকরে যদি বলতেন?
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 20, 2020, 05:57:50 AM
আমার কিছু Bitcoin আসে, এখন এটা আমি বিক্রি করতে চাই, কিন্তু ২০২১ সালে কি Bitcoin এর দাম কি বারবে, যদি বড় ভাইরা বলে সাহয্য করতেন তাহলে অনেক উপকার হতো।
বিষয়টি আপনি নিজেও বিবেচনা করে দেখতে পারেন। আর বিবেচনার জন্য কিছু বিষয়ের দিকে লক্ষ্য করে দেখতে পারেন। যেমন ধরুন যারা একদিন বিটকয়েনের বিপক্ষে ছিলো আজ তারা বিটকয়েন একসেপ্ট করছে, যেমন ধরেন পেপাল, তার পূর্বে মাইক্রসফট, এরপর এলোন মাস্ক ইত্যাদি। সো, এই বিষয়টি অনেকটাই পরিস্কার যে আগমী দিন গুলো বিটকয়েনের জন্য খুব গ্লোরিয়াস দিন হবে (মতামত, কোন ফিন্যান্সিয়াল এ্যডভাইস নই)।
copper member
Activity: 550
Merit: 10
December 20, 2020, 05:14:38 AM
এখানে ভাল ট্রেড বুঝেন এমন কেউ থাকলে বলবেন দয়া করে আমার ডলার সব ইউএসডি করা, আমি বিটিসি করতে চাচ্ছি,এখন কী বিটিসি করে রাখাটা রিস্ক হয়ে যাবে?
এখন মার্কেটে যে অবস্থা বিরাজ করতেছে তা দেখে বুঝা যাচ্ছে মার্কেট উপরের দিকে উঠার চাইতে নিচের দিকে নামার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনার সবচাইতে ভালো হয় আপনি যদি ইউএসডি করে রাখেন। এর চাইতে ভালো পরামর্শ বর্তমান সময়ে আমার কাছে আর নাই।
full member
Activity: 560
Merit: 180
I'm Matured Now
December 20, 2020, 03:45:21 AM
যে জানেন একটু সাহায্য করেন।

কিভাবে সাইন মেসেজ দিতে পারি?

 অনেক যায়গায় দেখি সাইন মেসেজ নিয়ে বলে
এবং নতুন দের মেরিট ও  দেওয়া হয় এমন যারা সাইন দেয় মেসেজ দেয় রিপ্লাই এ। এটি সম্পর্কে যে জানেন বলবেন দয়া করে।


আপনি একটু সার্চ করলেই এটা পেয়ে যেতেন। তবুও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে মেসেজ সাইন করতে হয়। আশা করি এটা ফলো করে আপনি মেসেজ সাইন করতে পারবেন।
এটা লিখেছেন @Shorena.
Link: How to sign a message?!
Jump to: